-
লচে পরলে আমাদের মনে মনে খোজা উচিৎ কি ভাবে লচটা হোল, কারন আমাদের জানা দরকার লচ হওয়ার কারন টা কি, তা না হলে বার বার লচ হতে পারে, মন খারাপ করাটা মোটেও উচিৎ হবে না, এর পর বেশি বেশি ডেমো ট্রেড করে ফরেক্স ব্যবসার জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন হলে তাও করা জেতে পারে।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো লসে পরলে কি করা উচিৎ এ প্রশ্নটা আমি মনে করি সকল ফরেক্স ট্রেডারের কাছে থাকে আসলে কি করা উচিৎ প্রথমে নিজকে নিজে সান্তনা দেওয়া ফরেক্স মার্কেটে লস হবে স্বাভাবিক এটা হবে যদি নিজের ভুলের কারনে হয়ে থাকে তহলে নিজেকে শোধ্রানো মানুষ ভুলের উর্ধে না মানুষ ভুল করে ভুলটা খাতায় এন্ট্রি করে রাখা উচিৎ এটাকে বারবার দেখা যে কোন ভুলের কারনে হলো লস দেখলে বা দেখতে থাকলে লস কমে আসবে।
-
লসে পরলে আগে চিন্তা করা উচিত কেন লস হল, ভুলটা চিহ্নিত করে সতর্ক হওয়া উচিত এবং পুনরায় ট্রেড করা উচিত বলে আমি মনে করি । কারন বিজনেস করলে লস হবে এইটা স্বাভাবিক । আর একটা কথা আমাদের মানে রাখা উচিত ভুল থেকে আমরা শিক্ষা পাই ।
-
ট্রেড করতে গেলে লাভ এবং লস দুটিই হবে। সেই জন্য ভেঙ্গে পড়লে চলবে না। ট্রেড করলে লস হবেই। সেই লস দ্রুত রিকভারি দিতে গিয় যেন আরেকটি লসের সম্মুখীন না হতে হয় সে জন্য খেয়াল রাখতে হবে।
যদি আপনি মনে করেন ট্রেড আপনার প্রতিকূলে যাচ্ছে তবে সেই দিন ট্রেড না করাই ভাল।।।।।।
-
লসে পরলে আমরা দিশেহারা হয়ে যাই, ধৈর্য্য হারিয়ে যায়, উল্টো পাল্টা ট্রেড ওপেন করা শুরু করি, ফলে ব্যালান্স হারিয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয়। কোনো ট্রেড যদি লসে থাকে এবং মার্জিন যদি বেশি থাকে ,তাহলে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে , দেখবেন লসের ট্রেড টি লাভ নিয়ে ক্লোজ হবে। আর মার্জিন কম থাকলে লসের ট্রেড টি ক্লোজ করে দিতে হবে।
-
লসে পড়লে অপেক্ষা করতে হয় । আর অপেক্ষা করার জন্য ব্যলান্স লাগে। আমর লাইভ একাউন্টে ৯০ ডলার ইনভেস্ট তার মধ্যে ৭৮ ডলার মাইনাস। ফ্রি মারজিন আছে ডলার । এখন আমি কেমন করে অপেক্ষা করব। একাইন্ট তো শেষ হয়ে যা্চ্চে
-
লসে পড়লে আমাদের ধৈর্য্য ধারণ করে কিভাবে লসকে রিকভার করা যায় । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর দক্ষতার সহিত সামনের দিকে অাগব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
লসে পরলে ভুল খুজে বের করে তা সংশোধন করা উচিত যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। আমরা কম বেশি সবাই ট্রেডে লস করি কিন্তু অনেকেই জানি না কেন লস করেছি। লস করে যদি ভুল বের না করে তাহলে আবারো লস করে হতাশ হয়ে পরবো। তাই সবার উচিত ট্রেড করার পুর্বে মার্কেট এনালাইসিস করে সঠিক সিদ্ধান্ত গ্রহন করে ট্রেড করা যা আমাদের ভালো ট্রেডার হতে সাহায্য করবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমাদের লস করতেই হবে তবে মানি মেনেজমেন্ট যদি আপনি ঠিক রাখতে পারেন তবে আমি মনে করি আপনার ট্রেড লস হবে না আপনি যখন লসের মধ্য পড়বেন তখন আপনি অপেক্ষা করেন দেখবেন আপনার ট্রেড একবার না একবার আপনার জায়গায় ফিরে আসবে।
-
লসে পড়লে আমরা ধৈর্য্যের সহিত এই ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর অামরা যদি লসে পড়ে যাই তাহলে অবশ্যই আমরা অাস্তে আস্তে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্যের সহিত তারপর করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
আমার মতে ফরেক্সে লসের সম্মুখীন হলে সর্ব প্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হল লসের প্রকৃত কারন অনুসন্ধান করতে হবে তাতে করে ঐ একই কারনে আপনার ভবিষ্যত্বে লসের সম্ভাবনা অনেকাংশেই কুমে যাবে তা না হলে কখনই লসের চক্র থেকে বের হওয়া যাবে না। তাই সকলেরই লসের কারন উদঘাটন করে তা থেকে শিক্ষা গ্রহন করা উচিত।
-
সব ব্যবসাতেই লাভ লস থাকে তেমনি ফরেক্স ব্যবসাতেও লাভ লস আছে । আমার কাছে মনে হয় ফরেক্স ব্যবসাতে যদি আমরা লস করি তাইলে আমাদের ভেঙ্গে না পরে আরো ভাল করে ফরেক্স ব্যবসা করতে হবে । মনে রাখতে হবে ব্যবসা করলে লাভ লস হবে তার পরেও আমাদের ফরেক্স ব্যবসা করতে হবে । তাই আমরা যেন ভেঙ্গে পরি ভাল ভাবে ফরেক্স ব্যবসা করি ।
-
লসে পড়লে আমাদের স্বাভাবিক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে । কেননা অামরা যখন লস করি তখন আমাদের মানসিক অবস্থা ভালো থাকে না বলেই আমারা আবেগের বশবর্তী হয়ে কিংবা নেতিবাচক ধারণার প্রভাবিত হয়ে হলেও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি । আমাদের প্রাথমিক অবস্থায় অর্থ্যাৎ যখন লস করব ঠিক তখনই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এমন নয় সাময়িক ট্রেডিং হতে বিরত থেকে পরবর্তী ট্রেড নিয়ে ধিরে সুস্থে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ।
-
ফরেক্স এ সব সময় লাভ লস দিয়ে ট্রেড করতে হয় এবং প্রতিটি ট্রেড এ যে লাভ হবে এমন কোন কথা নেই ট্রেড করা পর মার্কেট যদি আপনার প্রতিকুল অবস্থায় চলে যায় তবে আপনাকে অব্যশই আবার সুন্দর করে র্মাকেটে এনালাইসিস করতে হবে এবং মার্কেট আপনার কতটা প্রতিকুল অবস্খায় গেছে তা আপনি রিকর্ভার করতে পারেবন কিনা তা বিবেচনা করতে হবে এবং নতুন ভাবে সিধান্ত নিতে হবে।
-
আমরা জানি যে কনো সময় বিপদে পড়লে সব সময় তা থেকে বের হবার চেষ্টা করা উচিত। আর ফরেক্স এ আপনি লস এ পড়লে সব সময় ধৈর্য ধারন করে কাজ করা উচিত আর তারপর ভাল করে বুঝে শুনে ট্রেড করা উচিত যাতে যাতে আমি ওই লস টা তুলে নিতে পারি আর আবার লাভ ও করতে পারি আর ভুল গুলা ঠিক করা উচিত যাতে পরে আর লস না করি।
-
আমরা জানি ফরেক্স একটি অনলাইন ব্যবসা যেখানে আপনি যে শুধু লাভই করবেন তা কিন্তু নয়।ফরেক্স মার্কেটে আপনি অনেক পরিশ্রম করে তারপর শিখতে হয়।তাই লসে পড়লে আমাদের আগে লস করার কারন খুজে বের করতে হবে তারপর আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে লস থেকে উঠে এসে পুনরায় কাজ করে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
-
লসে পড়লে আমাদের ধৈর্য্য ধারণ করে লসকে রিকভার করা উচিত । আমরা যদি মনেকরি যে লসে পড়লে আর লাভবান হওয়া যাবে না তাহলে সেটা ভুল হবে । কারণ লস এবং লাভ এটা হবেই । যেখানে লস আছে সেখানে লাভও আছে । অতএব আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
যদি জানতাম কখন কখন বড় মুভমেন্ট হবে, তাহলে শুধু তখনই ট্রেড করতাম, আর বাকি সময় অন্য কাজ করা যেত কিংবা মুভি দেখা যেত। তবে যদি আমরা সিরিয়াসলি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই, তার সাথে আমাদের আরেকটি ব্যাকআপ জব বা বিজনেস থাকা উচিত। যাতে লস হলেও .কারণ ফরেক্স ট্রেডাররা আমার কাছে অনেক প্রার্থনা করে, যখন মার্কেট তাদের বিপরীতে যায় এবং তারা লসে থাকে। একটি বিষয় মনে . আমার মনে একটা ভাবনা ছিল যে, প্রাইস অ্যাকশান জানা মেয়ে, কী জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে। কিন্তু, অতি আর আপনার লক্ষ্য করা উচিৎ আপনার আমার স আগের মতো নেই, কেমন জানি গুমসুট ভাব, বুকে হাত দিয়ে বলেন আপনার কি খারাপ লাগেনা? চলুন, আমরা
-
ভাই ফরেক্স মাকেটে রিক্সি মাকেট এখন থেকে লস বা লাভ হতে পারে আপনি ফরেক্স থেকে লস করবেন আপনার ভুলের কারনে | ফরেক্স থেকে আপনি কিজন্য লস করছেন তা আপনাকে খুজে বের করতে হবে আর আপনি আপনার ভুলের সমাধান করেন দেখবেন আপনি ফরেক্স থেকে লাভ করতে পারছেন |
-
ফরেক্সে লস হওয়াতা অনেক সাভাবিক। ফরেক্সএ লস করে পরে থাকাটা এতা ভাল নই। কারন বিজনেস এ ভাল লস দুই টাই আছে, তাই বলেই কি সবাই বিজনেস ছেরে দেই। বিজনেস এ লস হবে কারন বের করে তাকে ওএলকাম জানাতে হবে। অ্যান্ড সমাধান করতে হবে।
-
আসলে লাভ লস ফরেক্স এর অংশ তাই লস হলে মন খারাপ বা হতাস হয়ার কিছু নেই। অনেক এক্সপার্ট রাও লস করে। আমার এখনও লস হইতাছে কিন্তু আমি জানি আমি এই লস কাতায় উথব আর আমি আমার ভুলগুলা নোট করে রাখছি।
-
মানুষ মাত্রই ভুল করে আবার ফরেক্স মার্কেটে ট্রেডার মাত্রই লস করে।তবে যারা লসের পর লসের প্রকৃত কারন বের করে লস শুধরানোর জন্য শিক্ষা নিয়ে ট্রেড করে তারা ভালো করে এবং প্রফিট করতে পারে।এজন্য লস করলে লসের কারন বের করে লসকে রিকভার করার জনন্য আরও স্বচ্ছভাবে ট্রেড করার চেষ্টা করতে হবে। একইরকম ভুল বারবার করা যাবেনা।
-
ফরেক্স এ ব্যবসা করতে এলে লস হবে স্বাভাবিক এতে হতাশ হবার কিছু নেই । ধরে নিনি এইটা ধৈর্য পরীক্ষা । ফরেক্স এ লস হলে আমাদের ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে সঠিক একটি ট্রেড নেবার জন্য । যদি কোন দিন একটি বা দু’টি ট্রেড লস হয় আমর একটি ভাল ট্রেডের জন্য অপেক্ষা করব এবং আমাদের লস হওয়া ট্রেড কেন লস হল সেটা বুঝার চেস্টা করব । যদি দেখি যে আমাদের সব কিছিু ঠিক ছিল তারপর ও লস হলে বুঝব যে এইটা আমাদের ট্রেড এর উইনেং রেশিউর ভিতর ছিল । আর যদি আমাদের দিনে বেশী ট্রেড লস হয় তহলে আমরা আর ওই দিন ট্রেড করা থেকে বিরত থাকব এবং মন ভাল করার জন্য আমরা ঘরতে যাব ।
-
আমরা জানি ফরেক্স একটি অনলাইন ব্যবসা যেখানে আপনি যে শুধু লাভই করবেন তা কিন্তু নয়।ফরেক্স মার্কেটে আপনি অনেক পরিশ্রম করে তারপর শিখতে হয়।তাই লসে পড়লে আমাদের আগে লস করার কারন খুজে বের করতে হবে তারপর আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে লস থেকে উঠে এসে পুনরায় কাজ করে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ যদি আপনি পর পর কয়েকটা টেড পর পর লস করেন তা হলে আপনার ও দিনের টেড করা থেকে বিরত থাকতে হবে পরের দিন ও যদি আপনি আবার টেড করতে জেয়ে লস করে ফেলেন তা হলে আপনি কথাও থেকে ঘুরে আসুন দেখবেন মনটা ভাল হবে তারপর আপনি টেড শুরু করুন দেখবেন আপনি আবার ফরেক্স মার্কেট এ লাভ করা শুরু করে দিছেন
-
লাভ লস যে কোন ব্যাবসাতেই আছে। তাই লস হলে এর কারন অনুসন্ধান করে পরদিন সংশোধিত স্টাটেজিতে ট্রেড করে দেখা যেতে পার। কেননা স্ট্রাটেজি সফল হওয়া একটি অনগইং বা চলমান প্রসেস। তাই মার্কেটে টিকে থাকার জন্য প্রতিনিয়ত আপডেট থাকতে হবে।
-
আসলে লসে পরলে আমাদের হাতে করার মত তেমন কিছুই থাকে না।তবে আমি মনে করি যখন আপনার ট্রেডটি লস এর দিকে যাচ্ছে দেখছেন তখন ট্রেডটি ক্লোজ করে দিন।এতেই আমি মনে করি আপনি কিছুটা হলেও লস থেকে রক্ষা পেতে পারেন। আমি ফরেক্স মার্কেট এ যখন লস এর দিকে যাই তখন আমি আর ট্রেড কে ধরে রাখিনা।আমি ট্রেড ক্লোজ করে দি।এতে আমি কিছুটা হলেও লস থেকে বাছি।তবে আপনার কাছে যদি অন্য কোন উপাই থাকে বলেতে পারেন।
-
ফরেক্স মার্কেট সব সময় ভাল থাকে , কিন্তু আমার মতে সকাল ৬,৩০ থেকে সকাল ১০ টা পর্যন্ত ভাল থাকে । আবার ইউরো ইউসডি সন্ধ্যা ৭ টার পর ভাল থাকে । তবে ফরেক্স মার্কেট আর গতিধারা বুজলে সব সময়ি ভাল লাগে । আমি বেশির ভাগ সময় সন্ধ্যা ৭ টার পর ট্রেড করি, আমার অন্ন বন্ধুদেরকেও বলি সন্ধ্যা ৭ টার সময় ফরেক্স মার্কেটে ট্রেড করতে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেড করে গিয়ে যদি আনি কোন কারনে লসের মুখে পতিত হন তাহলে আপনার অবশ্যই ধৈয্য ধারন করা উচিত। আর ধৈয্য ধারনের মধ্যদিয়ে যদি আপনি আবার পূর্ন উদ্দমে লসের কারন অনুসন্ধানে মনোনিবেশ করে কারন উদঘাটনে সক্ষম হন এবং তা থেকে শিক্ষা গ্রহন করে সামনে দিকে এগ্রিয়ে যান তা হলে অবশ্যই আপনি পরবর্তি সময়ে ভাল করতে পারবেন।
-
আসলে সব ক্ষেত্রেই লোভ লস রয়েছে।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার খেত্রেও লাভ লস রয়েছে।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস যখন করবেন তখন এই লসটাকেই নিয়ে বেশী বেশী এনালাইসিস করুন। কেন আপনার এই ট্রেডটি লস এর দিকে গেলো। দেখবেন এই ভাবেই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারবেন।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আগে কেন লস করি সেটা এনালাইসিস করি।তারপরে আমি ট্রেড করি।
-
আমার মতে যারা লস করেন তাদের জন্য প্রয়োজন যে, যেখান থেকে লস করেছেন সেখান থেকে ভাল করে খুতিয়ে দেখা। ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ লস গুলো করে থাকে যে না বুঝে না দেশে ফরেক্স মার্কেট এ ট্টেড করা। ফরেক্স মার্কেট এ যারা একটু র্ধৈয্য ধরে ঠিক মত করে ট্টেড করলে আয় করা যাবে।
-
লসে পড়লে আমাদের ধৈর্য ধরা উচিত। নিজেকে সামলে নিয়ে ভুলের কারন খুজে বের করতে হবে। এ ধরনের ভুল যেন আর ভবিষ্যতে না হয় সেই পদক্ষেপ নিতে হবে। অ্যানালাইসিস করে বের করতে হবে কোন সিস্টেমে আপনার রিস্ক কম এবং প্রত্যাশা পরিমান প্রফিট করা সম্ভব। ষ্ট্রাট্রেজিক কোন ভুল আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। যদি সিস্টেমে কোন ভুল থাকে ওটাকে শুধরে নিতে হবে।
-
ফরেক্স দুঃখ, কষ্ট কিংবা আনন্দের কোন জায়গা নয়। এটা হল একটা বিজনেস। প্রতিটি বিজনেসেই যেমন দুঃখ, কষ্ট বা আনন্দ আছে। ঠিক তেমনি ফরেক্স এ ও আছে। আপনি যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস।
-
ফরেক্স মার্কেট এ যেমন আয় আছে, তেমন লস ও আছে। ফরেক্স মার্কেট এ যদি লস হয় তাহলে আমাদের উচিৎ যেখান থেকে লস হয়েছে সেখান থেকে ভাল করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে ফরেক্স করা। আমি যখন ফরেক্স মার্কেট থেকে লস করেছি। তখন আমি সেখান থেকে ভাল করে প্রাকটিস করে ফরেক্স ভাল করে শিখি।
-
আসলে সাধারণত লস হতে থাকলে আমাদের উচিত হল সেই ট্রেড থেকে বের হয়ে যাওয়া। যতদ্রুত সম্ভব বের হয়ে যেতে পারলে লসের মাত্রা তত কমহয়। লসের ট্রেড কে যতক্ষণ বহন করবেন ততই তা আপনার বোঝা বাড়াবে। এখানে বুদ্ধিমানের কাজ হল কেটে দিন। সুযোগ আবারও আসবে।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে লসে পড়তেই হবে। লস না করে কেউ শুধু লাভ করে গেছে এমন নজির আমার জানা নেইঅ ব্যবসা মানেই সেখানে লাভ লস উভয়টিই থাকবে। আপনি দুয়ের কোন একটিকে বাদ দিয়ে সাফল্য আশা করতে পারেন না।সুতরাং লসে পরতে হবে আবার লস থেকেই আমাদের লাভ তুলে নিয়ে আসতে হবে।
-
মার্কেট এনালাইসিস করে আগে মার্কেটের মুভমেন্ট ভালোভাবে বুঝতে হবে। যদি মনে হয় মার্কেট আমার দেয়া ট্রেডের বিপরীতে যাচ্ছে তাহলে ইমিডিয়েট ট্রেড ক্লোজ করে দিতে হবে তাতে লস অল্প হলেও সমস্যা নাই। আর যদি দেখা যায় যে মার্কেট আবার আমার ফেভারে আসবে বলে মনে হচ্ছে তাহলে স্টপলস আর টেক প্রফিট সেট করে টারমিনালের সামনে থেকে উঠে যেতে হবে।
-
লসে পড়লে আমরা অবশ্যই ধৈর্য্য ধারণ করে থাকব কখনোই ওভার ট্রেড করব না । যে ট্রেডার যত বেশী লস করবে তার তত বেশী ধৈর্য্য ধারণ করতে হবে । অতএব বেশী বেশী আমরা লসকে রিকভার করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা যদি লসে পড়ে যাই তাহলে যেন ধৈর্য্য সহকারে তা সংশোধন করার চেষ্টা করি তাহলেই লাভবান হওয়া যাবে ।
-
লসে পড়লে আমাদের পুনরায় এনালাইসিস করা উচিত। লসের ট্রেডটি লাভে রূপান্তর হবার সম্ভাবনা কতটুকু।সে হিসেবে সিদ্ধান্ত গ্রহন করা।প্রয়োজনে লসে ট্রেডটি ক্লোজ করে দেওয়া। লস মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। সব ট্রেড লাভ হবে না। গড়ে লাভ হবে। একজন সাধারন ট্রেডার অল্প লাভে ট্রেড ক্লোজ করে আর লস লালনপালন করে অনেক স্বাস্থ্যবান করে। আর একজন দক্ষট্রেডার মার্কেটের গতি বুঝে নিদিষ্ট জায়গায় ট্রেড লাভে ক্লোজ করে এবং লসে থাকা ট্রেড শুরুতেই ক্লোজ করে দেয়। এখানেই পার্থক্য একজন দক্ষ ট্রেডারের।ফরেক্স ব্যবসায় লস তো থাকবেই।যারা লসকে নিয়ন্ত্রন করতে
পারবে তারাই দক্ষ বা আদর্শ ট্রেডার।
-
ফরক্সে লস হবেই তাই বলে ভেঙ্গে না পড়ে ট্রেড করে যেতে হবে। তবে কি জন্য লস হলো যে বিষয়গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং তার সমাধানের চেষ্ঠা করতে হবে। কিন্তু লস একবার হয়ে গেলে কেটে উঠা আসলে টাফ। আর এই কারনেই কিন্তু লসকে রিকোভার করতে গিয়ে আরো লসে পরিনত হতে থাকি আমরা। তো আমাদের দেখেশুনে ট্রেড করতে হবে।