ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় । ফান্ডামেন্টাল এ্যনালাইসিস হচ্ছে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস করা।