-
আমার মতে 100$ invest করা মানে অনেক কিছু। আমি জানি ফরেক্স এ এমন ট্রেডার আছে যে, দিনে 2 ঘন্টা ট্রেড করার জন্য 10000$ পর্যন্ত ডিপোজিট করে লাভ বা লস করে চলে যায়, যাইহোক আমার মতে 100$ deposit মানে ভাল একটি ব্যালান্স তো আপনি মাসিক 100$ profit এর চেয়ে বেশি আশা করবেন না।
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভুল ট্রেড গুল না করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে ১০০ ডলার ডিপোজিট করে আপনি ২০০ ডলার ও লাভ করতে পারবেন তার জন্য আপনাকে ডেমো ট্রেড ভাল করে শিখতে হবে আপনি যদি ভুল ট্রেড গুল না করেন তা হলে আপনি এই ১০০ ডলার কে ১০০০০ ডলার ও বানাতে পারবেন এই ফরেক্স মার্কেট থেকে তাই আপনার উচিত ভাল করে ট্রেড করা তা হলে আপনি অনেক লাভ করতে পারবেন
-
প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয় ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার তুলনায়৷নতুন অদক্ষ লোভী ট্রেডারদের জন্য 100$ ব্যালেন্স মাত্র ১ সপ্তাহেই জিরো জিরো তে চলে আসতে পারে৷অস্বাভাবিক কিছুই না৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷
-
ফরেক্স মার্কেটে ১০০ ডলার দিয়ে আপনি অনেক বেশি লাভের আশা করতেই পারেন তবে আমার কাছে মনে হয় এই আশা আপনার ট্রেডকে অনেক বেশি ঝুকিতে নিয়ে যাবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কোন প্রকার ঝুকি ছাড়াই ১০০ ডলার ডিপোজিত করে মাসে কমপক্ষে ৭০ থেকে ৮০ ডলার প্রর্যন্ত আয় করতে পারবেন।
-
১০০ ডলার দিয়ে শুরু করে খুব বেশী লাভবান হতে পারবেন না, কেনোনা ১০০ ডলার দিয়ে শুরু করে খুব বেশি প্রপিটের আসা করলে আমার মতে ভুল করবেন।আপনাকে ১০০ ডলার দিয়ে শুরু করলে অবশ্যই টেক প্রপিট ও স্টপ লস দিয়ে রাখতে হবে, না হলে যে কণো সময় আপনার ইনভেস্ট ০ হয়ে যেতে পারে। তাই আমার মতে ১০০ ডলার দিয়ে শুরু করলে আপনাকে সাবধান থাকতে হবে। আপনি ১০০ ডলার দিয়ে বেশী কিছু করতে হলে অবশ্যই আপনাকে পরেক্স সম্পকে অনেক ধারনা থাকতে হবে। নাহলে আপনি ১০০ ডলার দিয়ে খুব বশী লাভবান হতে পারবেন না ।:tie:
-
ফরেক্সে কাজ করে অনেকে লাভ করে আবার লছ হয়। আপনি যদি ফরেক্সে ঠিক ভাবে ট্রেড করতে ০পারেন তবে অল্প ডিপিজেটে অনেক আয় করা সম্ভব আর যদি ঠিক ভাবে ট্রেড করতে না পারেন তবে লছ হবে।১০০ টাকা ইনভেষ্ট করে ভালো ভাবে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব এর কোনো লিমিট নেই।আর ভালো ভাবে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব । আপনি ট্রেডিং ভালো করে শিখুন তবে ১০০ ডলার দিয়েই আপনি ধীরে ধীরে অনেক লাভবান হতে পারবেন । ফরেক্স মার্কেটে বেশি আয় করতে চান তবে আপনার একাউন্ট যিরো হয়ে যেতে পারে । অামরা বেশী করে ফরেক্সে সময় দিব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স যত বেশি ব্যলেন্স থাকবে তত বেশি লাভ করা যাবে। ফরেক্স এ অল্প ব্যলেন্স দিয়ে তেমন কিছু করা যায় না। কম ব্যলেন্স বেশি লাভের আশা করেই আমরা বেশি লসের সমুখীন হই। তাই বেশি ব্যলেন্স নিয়ে অল্প লট ব্যবহার করে ভালো লাভ করতে পারি।
-
ফরেক্স মার্কেট এ যার যত ব্যলেন্স বেশি সে তত বেশি লট সাইজ বারিয়ে ট্রেড করতে পারে। কিন্তু অল্প ব্যলেন্স থাকলে সত্যিই ট্রেড করে কোন মজা পাওয়া যায় না। আর যে লাভ হয় তা তে আমাদের মন ভরে না। তাই মিনিমাম ৫০০ ডলার থাকলে সবেচেয়ে ভালো হয়।
-
ফরেক্স মার্কেট এ ১০০ ডলার কিছুই না। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার নিয়েও অনেকে ট্রেড করছে। তবে আমার মতে ১০০ ডলার এর একাউন্ট এ ২০-৩০% আয় করারটা নিরাপদ। কিন্তু এর চেয়ে বেশীও করা যেতে পারে। তাত্তে একাউন্ট এ ঝুকি থাকে।
-
আমি যতটুকু ফরেক্স মার্কেট উপলব্ধি করি তাহলো এখানে দ্রুত কিছু করা যাবে না। মার্কেট কে নিজের ইচ্ছামত মুভ করানো যাবএ না। তাই মার্কেট যেভাবে চলে আমাদের সি ভাবে চলতে হবে। ১০০ ডলার ইনভেস্ট করে ২০-৩০ % আয় করতে পারলে পর্যাপ্ত মনে করি।
-
আমরা আমাদের আশা বড় রাখতে পারি। যত বড় আশা রাখব হয়তো সফল না হতে পারলে ও তার কাছাকাছি থাকতে পারব। ফরেক্স এ ১০০ ডলার ইনভেসট করে ট্রেড করা খারাপ না। তবে ট্রেড করার কৌশল জানতে হবে। কৌশল অবলম্বন না করলে লাভ করা যাবে না।
-
আমি বলবো এখানে প্রফিট করা হল সম্পূর্ণ আপনার নিজের উপর। তবে দিনে ৫০ পিপসের বেশি রিক্স নিলে আপনার একাউন্ট জিরো করতে পারেন। কারণ আপনি যদি দিনে ৫ টা ট্রেড নেন এবং আপনার আর:আর রেশিও হয় ১:২ তবে আপনার মাসে যদি ৫০০/৬০০ পিপস প্রফিট করতে পারেন তাই যথেষ্ট। একটু হিসাব করে দেখুন তা আপনার একাউন্ট এর কত %। অনেক সাকসেসফুল ট্রেডার ২০-৩০% গেইন করে প্রতি মাসে।
-
১০০ ডলার দিয়ে কতটুকু আয় করবেন এটা কতগুলো ব্যাপার এর ওপর নির্ভর করেবে যেমন- আপনার দক্ষতা,ট্রেডিং প্লান,প্লান বাস্তবায়ন এবং সর্বপোরি মার্কেটের কি অবস্থা তার ওপর যদি আপনি ফরেক্স ভাল করে বুঝেন আর আপনি যদি ফরেক্স না বুঝে ট্রেড করেন তাহলে আপনি কোন টাকা ইনকাম করতে পারবেন না।
-
আপনি ১০০ ডলার ডিপুজিট করেও প্রফিট করতে পারেন। আপনি যদি একটা নির্দিষ্ট পরিমান টার্গেট নিয়ে ট্রেডিং শুরু করেন তাহলে দেখবেন আপনার সপ্তাহ/মাস শেষে ঠিক প্রফিট চলে আসছে। যেমনঃ আপনি ১০০ ডলার ডিপুজিট করেছেন, আপনি যদি টার্গেট নেন প্রতি মাসে একাউন্টের ৫০% প্রফিট করবেন তাহলেও কম কিসের। একটু কষ্ট করে হিসেব টা করে নেন প্রতি মাসে একাউন্টের ৫০% প্রফিট। কিন্তু কোন প্রকার ইউথড্র যাবে না।
-
আপনি প্রফিটের চিন্তা না করে 100 ডলার দিয়ে মার্কেটে কতদিন টিকতে পারবেন এবং একাউন্ট জিরো করা পর্যন্ত এক মাস টিকতে পারবেন কিনা তাই ভাবুন। কোন ভাল ট্রেডার কখনো প্রফিটের চিন্তা করে না। আপনি এখানে টিকে গেলেন তো জিতে গেলেন। ভাল করে ট্রেড শিখুন। প্রফিট এমনিতেই আসবে।
-
আমার মনে হয় প্রথম অবস্থায় আপনি প্রফিটের চিন্তা না করে, চিন্তা করেন কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায়। এখানে 100$ কিংবা 20$ ইনভেস্ট করুন তাতে কোন যায় আসে না। আপনাকে জানতে হবে কিভাবে ফরেক্স মার্কেটে খুব সহজেই সব কিছু আয়ত্ব করা যায় সেদিকে লক্ষ রাখতে হবে, এমনকি ফরেক্স এর জ্ঞান, কৌশল, পদ্ধতি, মার্কেট এনালাইসিস, ডেইলি চার্ট, ফরেক্স নিউজ এবং টাইম ফ্রেম ফলো করলে বুঝতে পারবেন কিভাবে আপনি ফরেক্স ভাল কিছু আয় করতে পারবেন। এক কথায় বলায় যায় ফরেক্স মার্কেট থেকে কিভাবে জ্ঞান অর্জন করা যায় এবং তারপর প্রফিটের চিন্তা করবেন।
-
একটা কথা মনে রাখবেন, যত বেশি ইনভেস্ট করা যাবে লাভ তত বেশিই হবে এবং লস হউয়ার সম্ভাবনা ততই কমে আসবে। এহ্মেত্রে আপনাকে আগে ভাল অভিজ্ঞতা অর্জন করতে হবে আর লোভ ত্যাগ করতে হবে। আপনি ১০০ ডলার দিয়ে প্রতিদিন 2-4 ডলারের বেশী ইনকাম করতে চাওয়া টিক হবেনা।
-
আসলে ১০০ ডলার ইনভেস্ট করাটা এখানে জরুরী বিষয় নয় কেননা আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনি এখানে অল্প ডলার দিয়েও অধিক বেশি লাভবান হতে পারবেন এমনটাই আমি আশাবাদী। কারণ ফরেক্স মার্কেটে অধিক ডলারের চেয়ে কৌশল, দক্ষতা, বুদ্ধিমত্তা, বিচক্ষণ এবং দৈনিক চার্ট ইত্যাদি বিষয় যদি খুব অল্প সময়ের মধ্যে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেটে গেইন করতে পারবেন।
-
ফরেক্স একটা উপার্জন মাধ্যম যেখানে উপাউপার্জন করার জন্য প্রয়োজন ধৈর্য্য, পরিশ্রমঅভিজ্ঞতা এবং দক্ষতা। যারা ফরেক্স মার্কেটে দক্ষতা দেখাতে পারে তারা মাসে ৫০-৮০% প্রফিট করতে পারে। সে হিসেবে তাদের পুজি ১০০$ হলে তারা মাসে ৫০-৮০$ প্রফিট করতে পারে। তবে যারা অদক্ষ তাদের হিসাব দেওয়া খুবই কঠিন বলে মনে করি।
-
ফরেক্স যথেষ্ট রিস্কি ব্যবসা এখানে ১০০ ডলার খুব ছোট এমাউন্ট। তবে আপনার যদি ভাল দক্ষতা থাকে তাহলে ১০০ ডলার থেকে ২০-৩০ ডলার আয় করতে পারবেন মাসে। কিন্তু যদি আপনি প্রাথমিক অবস্থায় হয়ে থাকেন তাহলে বলবো লাভের চেয়ে লস কত কম করা যায় সেটা খেয়াল রাখুন। কারন ১০০ ডলার যদি লস হয় জিরো হতে সময় লাগবে না। সুতরাং ফরেক্স এ দক্ষতা অর্জন করুন তারপর লাভ-লস চিন্তা করুন।
-
আমি সাধারনত আমার আয় ফরেক্স এ আমি পিপ গননা করে থাকি। কেননা আমি ১০০০ পিপ এর মাসিক টার্গেট থাকে আমার। এর পর বেশি হলে ত সমস্যা নেই। কিন্তু মাস শেষ হওয়ার আগে যদি আমার টার্গট পূরন না হয় তাহলে আমি আর ও ট্রেড করি। ১০০ ডলার এর একাউন্ট এ আমি ০.০৫ লট দিয়ে ট্রেড করলে ১০০০ পিপ এ মাসে ৫০ ডলার আসে। আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট আয়ের সুযোগ।
-
১০০ ডলারে আপনি রিস্ক ফ্রিভাবে আপনি সর্বোচ্চ ১০ ডলার ইনকামের আশা করতে পারেন । মানে ১০% । আপনাকে লর্ট সাইজ কম রেখে ট্রেড করতে হবে, এজন্য মনে করেন আপনি যদি ০.০১ সেন্টে ট্রেডগুলো নেন তাহলে রিস্ক মেনেজম্যান্টটাও ঠিক থাকল এই আরকি । পরিশেষে বলব ইচ্ছা থাকলে উপায় হয়, এই ১০০ ডলারকে আপনি ১০০০ ডলারও বানাতে পারবেন ।
-
ফরেক্স এ মাসে যদি আপনি আপনার ইনভেস্ত এর ৭ থেকে ১০% নিয়মিত আয় করতে পারেন তবে আপনি এতেই সফল। আপনি ১০০ ডলার ইনভেস্ত করে যদি আশা করেন আপনি এক মাসেই এর দাবল করবেন তাহলে হয়ত সেতা শম্ভব কিন্তু এর সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্ট ০ করার শম্ভবনাও আর ৪ গুন বারিয়ে ফেললেন। তাই এই আকাস্কুশুম চিন্তা বাদ দিয়ে, নিয়ম মেনে ট্রেড করুন।
-
ফরেক্স-এ ৳১০০ ডলার খুবই অল্প এ থেকে বেশি আশা করা লসের কারণ। আপনি ১০০ ডলার দিয়ে ট্রেড করলে মাসে মূল ডলারের ১০% আশা করতে পারেন। অথ্যৎ ১০০ ডলারের থেকে মাসে ১০ ডলার লাভ করতে পারেন। ১০০ ডলার দিয়ে ০.২ এর বেশি ট্রেড বসানো যাবে না। যদি এর বেশি ট্রেড বসান এবং মানিম্যানেজমেন্ট লক্ষ না রাখেন তাহলে ব্যালেন্স ০০ হতে বেশি সময় লাগবে না।
-
ফরেক্স মার্কেট আমার মতে ১০০ ডলার কম না অনেক ট্রেডার আছে যারা ১০ ডলার দিয়ে শুরু করে এখন ১০০০ ডলার ও করছে আর এটা নির্ভর করে একজন ট্রেডার এর অবিজ্ঞতা এবং দক্ষতার উপর তাই আগে ফরেক্স ভালোভাবে শিখুন আর ডেমোতে অনেক বেশি প্রাকটিস করুন আশা করি ১০০ ডলার ও আপনে হতাশ করবেনা ভালো প্রফিট করতে পারবেন।
-
আসলে আমি মনে করি আপনি যদি ফরেক্স সম্পর্কে অধিক দক্ষতা অর্জন করতে সক্ষম হন তাহলে আপনি ফরেক্স মার্কেটে অল্প বিনিয়োগ করে ভাল সফলতা অর্জন করতে পারবেন। এই মার্কেটে লাভ করতে হলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ফরেক্স সম্পর্কে অধিক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের ক্ষমতা। তবে এজন্য আপনি নিয়মিত যদি ডেমো অনুশীলন করতে পারবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফরেক্স সম্পর্কে ভাল দক্ষ হয়ে উঠতে পারবেন। আর যখন আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞানী হয়ে উঠতে পারবেন তখন এই মার্কেটে আপনি মিনিমান ১০০ ডলার ইনভেষ্ট করে মোটামুটি ভাল সফলতা লাভ করতে পারবেন।