আমি ইন্সটা ব্রোকারে ট্রেড করি । আমি মনে করি যে ব্রোকার সমূহের মধ্য এই ব্রোকারটা অনেক ভালো । বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য । আর আমি এটাও মনে করি যে ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে এই মার্কেটের ব্রোকার এর ভালো খারাপ দিকটা জেনে নিয়েই তারপর ট্রেড করতে হবে । েএতে আমরাই উপকৃত হবো ।