-
ফরেক্স প্রতি আমি আন্তরিক.প্রতিটি উপ্পার্জনকারি তার উপ্পার্জন মাধ্যম এর প্রতি আন্তরিক.আমি ফরেক্স এর মাধ্যমে উপ্পার্জন করে থাকি.যা আমাকে দিয়েছে অনেককিছু.এখন আমি আমার চত-খাত আশা-আকাঙ্ক্ষা তো পূরণ করতেই পারি.সামনে আশা করি আরো বড় কিছু করতে পারব তাই আমি এইটির প্রতি আন্তরিক.এবং আশা করি ভবিশ্সত অ ও থাকব.
-
ফরেক্স মার্কেট এ সবাই কোন না কোন আসাই আসে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমার আসা পূরণ করার জন্য।ফরেক্স মার্কেট নিয়ে আমার অনেক ইচ্ছা রয়েছে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমার পরিবার পরিচালনা করতে চাই।তাই আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি ফরেক্স মার্কেট এ কেন ট্রেড করি এই প্রশ্নের অনেক উত্তর রয়েছে।ফরেক্স মার্কেট এর যে সুযোগ সুবিদা রয়েছে টা দেখে যে কেও ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি আগ্রহ প্রকাশ করবে।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
যে কোন কাজ করতে হলে প্রথমে ঐ কাজের প্রতি আগ্রহ থাকতে হবে । আগ্রহ না থাকলে কোন কাজেই সফলতা আশা করা যায় না । আগ্রহ এর সহিত অগ্রসর হতে থাকলে ভালো ফলাফল আশা করা যায় ।ফরেক্স কে পেশা হিসেবে নিতে চাইলে এর প্রতি আন্তরিকতা থাকলে সফলতার হার শতভাগ ।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন লক্ষ-কোটি ট্রেডার ট্রেডিং করেন। দিনে দিনে এই মার্কেটে ট্রেডারের সংখ্যা বাড়ছে। এই মার্কেটে সবার ভাল কিছু করার আশায় আসেন। ফরেক্স বিজনেস বিশ্বের অন্যতম প্রফিটেবল বিজনেস হওয়ার কারনে এই প্রতি মানুষের আগ্রহের কমতি নেই কোন। ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধরে পরিশ্রমের সাথে কাজ করতে থাকলে সাফল্য আসবেই। ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে অবশ্যই আন্তরিকতার সাথে নিয়মিত পরিশ্রম করে কাজ অরে যেতে হবে।
-
প্রথমেই আমি বলতে চাই ফরেক্স হছে আমার সবচেয়ে প্রিয় ব্যবসা। আমি ফরেক্স কে প্রফেশনাল হিসাবে নিয়েছি। আর তাছারা ফরেক্স আমার খুব ভালো লাগে। ফরেক্স ছাড়া ট্রেড বিজনেস আর ভালো কোথাও পাওয়া সম্ভব না। তাই আমি ফরেক্স করি।
-
যে কোন কাজ করতে হলে সেই কাজের অপর আন্তরিকতা থাকতে হয় এটাই শাবাবিক । তাই ফরেক্স এ কাজ করতে হলে ও আন্তরিকতা থাকতে হবে আরে বেশি কারন মার্কেট ন বুজতে পারলে লস হয়ওয়আর শম্ভাবনা থাকে।
-
কোন কাজে সাফলতা করতে চাইলে আগে ওই কাজকে ভালোবাসতে হবে। আপনি ফরেক্স ব্যবসা করেন তবে আপনি যদি ফরেক্সকে ভালো না বাসেন ফরেক্স এর প্রতি আন্তরিক না হন তাহলে আপনি কোন দিন ফরেক্স থেকে সফলতা আনতে পারবেন না। ফরেক্স অনেক কঠিন ও রিস্কি ব্যবসা তাই এই ব্যবসাই সফলতা আনতে অনেক পরিশ্রম করতে হয়। ফরেক্স এর আন্তরিকতা আপনাকে ফরেক্স শিখতে অনেক সাহায্য করবে।
-
ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা অনেক বেশী ।কারন এর মাধ্যমে অর্থ আয় করে আমি আমার আর্থীক সমস্যা দুর করতে পারি ।আর আন্তরিকতা সাথে ধৈর্য সহকারে ফরেক্সে কাজ না করলে সফল হওয়া ও যাবে না....।
-
আমিও অনেক আশা নিয়ে ১ বছর আগে ফরেক্স মার্কেটে ডোমো একাউন্ট ৬-৭ মাস প্রাকটিস করে তার পর রিয়েল একাউন্ট তে নেমেছিলাম। আমি লস করি নি। অল্প অল্প করে আমি লাভ করছি।
-
ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা অনেক ।ফরেক্সে প্রতিটি ট্রেডে লভবান হওয়ার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য নিজেকে দক্ষ ট্রেডা হিসাবে গড়ে তোলা যাই।এই সাইটে আন্তরিকতার সাথে কাজ করতে পারলে লাভ করা যাই।
-
আমার মতে ফরেক্স ব্যবসা কখনোই প্রফেশনাল হিসাবে নেওয়া ঠিক হবে না।
-
ফরেক্স ট্রেড এর প্রতি আমার আন্তরিকতা অপরিসীম। যদি কোন কাজের প্রতি আন্তরিকতা না থাকলে সে কাজে সফলতা পাওয়া যাই না ।দক্ষ ট্রেডার নিজেকে গড়ে তুলতে হলে যতেষ্ঠ আন্তরিকতা প্রয়োজন ।
-
শুধু ফরেক্স নয়, যে কোন কাজের প্রতিই আন্তরিকতা থাকলে তার ভাল বা পজেটিভ ফল পাওয়া সহজ হয়। ফরেক্স-এর প্রতি আমার প্রচুর ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। আমি ফরেক্স-এ প্রফেশনাল ট্রেডার হতে ইচ্ছুক। এজন্যই ফরেক্সের প্রতি আমার ভালোবাসা ও আন্তরিকতা এত বেশি। আমি এখনো বিগেনার লেভেলে আছি, ধীরে ধীরে ফরেক্স-এর ডেমো অনুশীলন করছি এবং ফোরামের সাথে যুক্ত থেকে ফরেক্স সম্পির্কিত বিভিন্ন অজানা বিষয়গুলো নিজের আয়ত্বে নেবার চেষ্টা করছি।
-
আমরা যে পেশার সাথেই সংযুক্ত থাকি না কেন সে পেশার প্রতি আমাদের আন্তরিকতা থাকতে হবে । কেননা এতে করে আমরা এটা বুঝতে পারব যে আমাদের আন্তরিকতা ও ভালবাসার ফলে কাজে । অগ্রগতি অনেক বৃদ্ধি পাবে । তবে এটা খেয়াল রাখতে হবে যে যখনই ফরেক্স ট্রেড করবেন তখন নিজের স্বপ্নের কথা মাথায় রেখে এনালাইসিসভিত্তিক ট্রেড করতে হবে । যেটার মাধ্যমে ভাল সুফল পাওয়া যায় ।
-
ফরেক্স এক টি অনলিনে বিজনেস। আএ প্রতিটি বিজনেস এ আন্তরিকতা না থাকলে বিজনেস এ সফল হওয়া যায় না। ফরেক্স এক টি রিক্সি অনলিনে বিজনেস যেখানে অনেক ধরজ ও জ্ঞেন এর প্রয়জন। আর থা না হইলে ফরেক্স থেকে ভাল লাভবান হওয়া যাবে না। ফরেক্স কাজ করার টাইম এ আন্তরিকতা থাকাটটা অনেক দরকার।
-
ফরেক্স মার্কেটে আসে সবাই আশা নিয়ে ফরেক্স করে নিজেদের পরিবর্তন করবে তবে এইখানে ৯৫% ট্রেডার লস করে মার্কেট থেকে সিট কে পড়ে আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক বেশি পড়া লেখা করতে হবে তাহলে রিয়াল মার্কেটে আমরা ক্ষতি গ্রস্ত হবনা।
-
ফরেক্স এর প্রতি আমার যথেষ্ট আন্তরিকতা রয়েছে। কারণ ফরেক্স এমন একটি বিজনেস যেখানে ইনভেস্টমেন্ট না করেও অর্থ উপার্জন করা যায়। যাকিনা অন্যকোনো বিজনেস থেকে পাওয়া যায়না। ফরেক্স এর এই সুবিধার জন্যই আজ অনেক বেকার যুবক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। যাকিনা ফরেক্সের একটি অন্যতম ভালোদিক।
-
আমার মনে হয় সবাই এখানে একটা স্বপ্ন নিয়েই আসে এবং সেই স্বপ্র পূরন করার জন্য অনেক পরিশ্রম করে কিন্ত স্বপ্ন দেখলেই আমাদের চলবে না , বরং একে বাস্তবায়ন করার জন্য সবাইকে সংগ্রাম করতে হবে তবেই আমাদের প্রত্যশিত স্বপ্নের কাছে আমরা যেতে পারব ফরেক্স মার্কেট আমাদের বাঙালিদের জন্য একটা নতুন ব্যবসা , তাই এই ব্যবসাটা প্রথমদিকে বুঝতে আমাদের সবারই কম বেশি অনেক কষ্ট হয় তবে একটু ধৈর্যসহকারে পরিশ্র্রম করলে অল্পদিনে ভাল আয় করা যায়।
-
আমি ফরেক্স ট্রেডিংয়ের প্রতি অনেক বেশি আন্তরিক আর আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে আন্তরিকতার ঘাড়তি থাকলে সেটি ট্রেডে নীতিবাচক প্রভাব ভেলতে পারে যার ফলে ভাল প্রফিটের পথ অনেকটাই বাধাগ্রস্ত হয়। তাই আমি মনে করি সকলেরই ফরেক্সে ট্রেড করার ব্যাপারে অনেক বেশি আন্তরিক হওয়া উচিত।
-
কাজের প্রতি আন্তরিকতা না থাকলে কাজ করে আনন্দ পাওয়া যায় না। ফরেক্স এ সবাই ছোট বড় স্বপ্ন নিয়ে আসে। সেই স্বপ্ন পুরন করার জন্য কাজের প্রতি মনোনিবেশ থাকা জরুরি। ফরেক্স এর প্রতি আমার ও আগ্রহ আছে। অবসর সময় পেলে ফরেক্স নিয়ে কাজ করি। পরিশ্রমী না হতে পারলে ফরেক্স এ উন্নতি করা কঠিন।
-
ফরেক্স মার্কেটের প্রতি আমার আন্তরিকতার কন কমতি নাই। বললে বিলিব করবেন না,আমি ফরেক্সে ১ ডলার ইনকাম করে ফরেক্স ট্রেড করে আসছি। আমার মনে হয় আমি যদি আগামি বছর থেকে ভালভাবে করতে পারি থাহলে ফরেক্স এর প্রতি আর আন্তরিকতা আর বেড়ে যাবে।
-
আপনি যে কাজই করেন না কেন সেই কাজের প্রতি আপনার আগ্রহ থাকতে হবে। আপনাকে সেই কাজের প্রতি আন্তরিক হতে হবে। তা না হলে আপনার পক্ষে সে কাজ করা সম্ভাব নয়। আপনি যদি হেয়ালী করে কোন কাজ করেন তাহলে আপনি কখনোই সেই কাজে সফল হতে পারবেন না। তাই ফরেক্স করতে গেলেও আপনাকে ফরেক্স এর প্রতি যথেষ্ট আন্তরিক হবে হবে। তবেই আপনি সফল হবেন।
-
আমি মনে করি ফরেক্স আমার জীবনের শেষ ব্যাবসা এবং আয়ের ব্যাবস্থা,আর তাই ফরেক্স এই আমার ক্যারিয়ার গড়তে চাই এবং আমার বন্ধুদের এই কাজে উৎসাহিত করি। ফরেক্স মার্কেট এর ব্যবসা খুব ভালো একটি ব্যবসা একটু পরিশ্রম করতে পারলে সহযেই প্রফিট কোরা যায় । এই বাজার থেকে যখন লাভ হয় তখন আনন্দের সীমা থাকে না বিশেস করে নতুন যারা তাদের ত কথাই নাই তাদের অনেক কস্ট হয় লাভ করতে আর যখনি সে অনাকাঙ্ক্ষিত জিন্সটি চোখের সামনে দেখে তখন মনের ভিতরে আনন্দে ভরে উঠে ।
-
একজন ট্রেডারের ফরেক্স এর প্রতি অবশ্যই ভালো আন্তরিক হতে হবে । কেননা আমি মনে করি যে ফরেক্সে মার্কেটে ট্রেড করে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব যদি আমরা সঠিকভাবে ট্রেড করে যেতে পারি । ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ট্রেড করতে গেলে এই মার্কেটের সাথে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে । কেননা বিরুপ মনোভাব নিয়ে ট্রেড করলে সেটা আপনার ট্রেডিং এর উপরে প্রভাব ফেলতে পারে ।
-
ভাই ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করার জন্য ডেমো পারতিস করতে হবে তাই আমি ফরেক্স করার জন্য ডেমো পারতিস করছি ফরেক্স থেকে পরিশ্রম করে দক্ষতা অজন করব বলে ফরেক্স থেকে আয় করার জন্য ফরেক্স এর প্রতি আমার আন্ত্রিকতা অনেক |
-
ফরেক্স ব্যবসার প্রতি আমার আন্তরিকতা খুবই ভালো । কারণ ফরেক্স ব্যবসা করে যদি আমি লাভবান হতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে অগ্রসার হতে পারি । অতএব বেশী বেশী আমরা কিভাবে লাভবান হতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব । আর অাপনারাও চেষ্টা করেন কিভাবে লাভবান হতে পারেন ।
-
ভাই ফরেক্স মাকেটে আমার আন্তরিকতা শেষ নেই আমার মনে ফরেক্স থেকে আয় করার জন্য ফরেক্স মাকেটে ধয্য ধারন করতে হবে ফরেক্স থেকে আপনি যদি আয় করতে চান তবে আপনাকে এখানে দক্ষতা অজন করতে হবে | ফরেক্স মাকেটে যদি পরিশ্রম করা হয় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব |
-
আমি যত দিন ধরে ফরেক্স এর কাজ করছি আমি সব সময় ফরেক্স এর প্রতি আন্তরিক। ফরেক্স এ কাজ শিখে তারপর আয় করতে হয়। না বুঝে কাজ করলে আপনি বিপদে পড়বেন । আমি যা বলব তা হল ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে ভাল করে কাজ শিখে এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে তাহলে সফল হবে।
-
আসি ফরেক্সে সময় দিতে পেরে আনন্দিত আলহামদুলিল্লাহ। এখানে এসে অনেক ভাল রাগছে । কারণ আগে অনেক সময় অপচয় হতো বিশেষ করে ফেসবুকে এবেল এবেল সময় নষ্ট হত। এখন তা আর হয় না ফরেক্স সম্পর্কে আন্তরিকতার সাথে জানার চেষ্টা করছি। ফরেক্স ফোরামে সময় দিচ্ছি। সব মিলি আমি ফরেক্স নিয়ে আনন্দিত।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা অনেক বেশী।কারন মানষ যেটা থেকে টাকা ইনকাম কড়া যাই তার প্রতি একটূ বেশী আন্তরিক হয়।আমিও ঠিক তেমনে।যেহেতু ফরেক্স থেকে আমরা কম কষ্টে টাকা আয় করতে পারছি সেহেতু এটার গুরুত্ব আমাড় কাছে অনেক বেশি।একজন বেকারের কাছে টাকা অর্জন করা অনেক বেশী কিছু। তাই ফরেক্স এর আন্তরিকতা আমার কাছে বেশী।
-
যে কোন কাজকে মন থেকে ভালোবাসতে হবে। আর সেই কাজ যদি আন্তরিকতার সাথে করা যায় তাহলে সেই কাজ করতে কোণ সমস্যা হয় না। ফরেক্স এ মন স্টাড করে ট্রেড করতে হবে। লস ঠেকানোর জন্য পারফেক্ট স্টপ লস বসাতে হবে।
-
অনেক কষ্ট করে ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷অবশ্যই নিজে খেটে কষ্ট করে আন্তরিকতার সাথে দীর্ঘদিন যাবৎ কঠোর ধৈর্য্য ধরে শিখেছি৷আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ? সেটা আজ ভাবতে গেলে অবাক হই ও আফসোস করি যে আমরা বাঙ্গালীরা এখোনোও কত অন্ধ্বকারে কুসংস্কারে পিছিয়ে আছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও নিয়মিত আমিও লিখছি যা অতীতে শিখেছি৷
-
ফরেক্সের প্রতি আমার আন্তরিকতা সঠিকভাবে ভাষা দিয়ে বোঝাতে গেলে অনেক কম হয়ে যাবে, কিন্তু তারপরেও বলতে হয় যে কোন মানুষ যদি সে তার লাইফে সৎ*ভাবে, সৎ*পথে হালাল রুজি পেতে চান তাহলে এই ফরেক্স মার্কেটে যোগদান করেন। কানন এই বিজনেসটা আসলেই এফিসিয়েন্ট। এবং বর্তমানে এই ব্যবসাটা এখন পৃথিবীর সকল মানুষের নিকট খু্ব জনপ্রিয় তথাপি আকর্ষণীয় একটা ব্যবসা, যা কিনা আমাদের সকলের হৃদ্বয়ে জায়গা করে চলেছে সবসময়।
-
ফরেক্স এ সবাই আসে অনেক আশা নিয়ে আর অল্প সময়ে অনেক আয় এরকম আশা নিয়ে। কিন্ত সে আশা যখন ট্রেডিং করা শুরু করি তখন সব আশা আস্তে আস্তে দুরাশায় পরিনত হতে থাকে। কারণ ফরেক্স থেকে টাকা আয় করা এতটা সহজ নয় আমরা যতটা ভাবি। তবে কেউ যদি নিরলস ভাবে কাজ করে যেতে পারেন এবং ডেমো প্র্যাকটিস করে যেতে পারেন আমার মনে হয় ১/২ বছরের ভেতরে আশার আলো দেখতে পাবেন তবে সাবধান অতিরিক্ত লোভ করবেন না। আমি আন্তরিক ফরেক্সে শেখার ব্যপারে এবং যেদিন ফরেক্স নিয়ে কাজ না করি সেদিন আমার মনে আমি কিছুই করিনি। আর ফরেক্স কাজ করা ছাড়া আমার আসলে কিছু ভালও লাগে না।
-
আন্তরিকতাতো নিশ্চই রয়েছে তা না হলে কি এই দীর্ঘদিন ধরে এই মার্কেটে পরে থাকি আর আমি মনে করি এই আন্তরিকতা তৈরি হয়েছে ফরেক্স থেকে ভাল প্রফিট লাভের নিশ্চয়তা থেকেই। আর আমার কাছে মনে হয় এখান থেকে অনেক ভাল প্রফিট লাভের নিশ্চয়তা রয়েছে বিধায়ই এই বিজনেস দিনকে দিন এত বেশি মানুষের কাজে জনপ্রিয় হয়ে উঠেছে।
-
আমরা যে কোন ব্যাবসা করতে গেলে যদি সেই ব্যাবসা আন্তরিকতার সাথে যদি না করি তাহলে সেই ব্যাবসা করে কোন লাভ হবে না সব ব্যাবসায় আন্তরিকতা থাকতে হবে,তেমনি ফরেক্স এক ধরনের ব্যাবসা এই ব্যাবসায় আন্তরিকতার সাথে করলে অনেক প্রফিট করা যায়।
-
ফরেক্সের প্রতি আমার আন্তরিকতার কথা বলে শেষ করার মত ভাষা আমার জানা নেই।সে জন্য আমি চাই ফরেক্সকে আমার জীবন চালানোর পেশা হিসাবে গ্রহন করতে।ফরেক্সের মত এমন একটা বৃহৎ ট্রেডকে বাংলাদেশের সাধারন মানুষের হাতের নাগালে আনার জন্য বাংলাদেশ ফরেক্স ফোরামকে আন্তরিক অভিনন্দন।
-
আমরা জানি মানুষের আশার কোন শেষ নেই । আমার আশা ছিলো অনলাইন থেকে টাকা আয় করব । তারপর আমার এক বড় ভাইয়ের কাছথেকে ফরেক্স মার্কেট সম্পকে জানতে পারি । সে আমাকে বলে ছিলো যে তুমি ফরেক্স মার্কেট ঘরে বসে অনলাইনের মাধোমে টাকা আয় করতে পারো । এখন আমি লেখাপড়ার পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করে টাকা আয় করতে পারছি । তাই ফরেক্স মার্কেটের প্রতি এবং ঐ বড় ভাইর প্রতি অন্তরিকতার শেষ নেই ।
-
আমি যখন ফরেক্সে ধারাবাহিক বাবে লস করতাম তখন একটা সিদ্দান্ত নিয়েছিলাম ফরেক্স ট্রেড আর জীবনে করবো না। কয়েক সাপ্তাহে ফরেক্স থেকে বাহিরে ছিলাম। একদিন অ্যাকাউন্ট খুলে দেখি বেকেন্স ৫৫৩ ডলার। যেটা পেয়েছিলাম আমার রেপার কমিশন থেকে। এই আনন্দ আবার ফরেক্সে পিরে আসি, আজকে ৭ বছর ফরেক্সে আছি। ধারাবাহিক বাবে মাসে ১০-২০% প্রফিট করে আসছি। তাই ফরেক্স আমার জীবনের একটি অংশ। আমি অনেক আন্তরিক ফরেক্স এর প্রতি।
-
আন্তরিক ভাবে কোন কাজ না করলে সফলতা পাওয়া কঠিন । তাই ফরেক্স আন্তরিকতার সাথে করতে হবে । যেহেতু ফরেক্স থেকে আমরা কম কষ্টে টাকা আয় করতে পারছি সেহেতু এটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি।একজন বেকারের কাছে টাকা অর্জন করা অনেক বেশী কিছু।