-
আমি যতদূর বুঝি আপনি কতটা ট্রেড ওপেন করতে পারবেন তা নির্ভর করে আপনার মার্জনের ওপর । আপনার ফ্রি মার্জিন যদি বেশি থাকে তাহলে আপনি অবশ্যই বেশি ট্রেড ওপেন করতে পারেন । তবে যত বেশি ট্রেড ওপেন করবেন তত লাভ বা লসের সম্ভাবনা বেড়ে যাবে । তাই মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড ওপেন করবেন ।
-
আমি বলবো বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।
-
না বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই । কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স ট্রেড ব্যবসা খুব সহজ না । এখানে ৯৫% ট্রেড়াস লস করে থাকে । তাই আমাদের কম কম ট্রেড ওপেন করতে হবে যাতে লস খব কম হয় । কিন্তু আমি জানি ট্রেড কম কম ওপেন করলে আবার লাভ ও খুব কম কম হবে । তুবুও আমার মতে বেশি ট্রেড ওপেন না করাই ভাল । আমি কম কম ট্রেড ওপেন করি ।
-
বেশী পরিমানে ট্টেড করলে এমনেতে কোন সমস্যা হয় না। তবে আপনার ব্যালেন্স কমে যাবে। কারন ফরেক্স এ ট্টেড করলেই যে লাভ হয় না। ট্টেড করার সাথে সাথে ব্রোকাররা কিছু ব্যালেন্স কেটে নেয়। আর সেই মুহূর্তে ক্লোজ করে দিলে লস হতে হয়। আর এটাতেই সমস্যা হতে হয়।
-
আমি মনে করি বেশি ট্রেড ওপেন করলে বেশি লাভ হবে যদি আপনি আপনার মার্জিন লেভেল বেশি করে খেয়াল করেন। আপনার মার্জিন লেভেল যদি কম থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে পারবেন না। আপনি যদি ফরেক্সে বেশি ট্রেড ওপেন করতে চান তাহগলে আপনাকে বেশি বেশি ট্রেড শিখতে হবে।
-
আয় বুঝে ব্যয় করতে হবে। বেশি ট্রেড ওপেন করা মোটেও ঠিক নয় । ভলিযম বেশি হলে মাকের্ট ৩০০-৪০০ পিপস মুভকরলে একাউন্ট জিরো বা মাইনাস বেশি হয়ে যাবে। সুতরাং বেকআপ রাখতে হবে । আপনি মারজিন লেভেল ৪০০ এর উপরে রাখতে চেষ্টা করবেন।
-
বেশি ট্রেড ওপেন করলে লাভ লস দুটোই হতে পারে। লসের সম্ভাবনা বেশি। সুনিদ্দিষ্ট লক্ষ্য নিয়ে ট্রেড করা উচিৎ। মানি ম্যনেজমেন্ট ফলো করতে হবে। ছোট লটে কম পরিমান ট্রেড করতে হবে। তা না হলে একদিনেই হিরো আবার একদিনেই জিরো হবেন।
-
বেশি করে ট্রেড অপেন করা আমার মতে ঠিক না কারন অাপনি সুযোগ মতে একটা বা দুইটা ট্রেড করেন তাহলে এইটাতে প্রপিট হবে বেশি ট্রেড করলে লাভের চেয়ে লস হবে বেশি তাই আপনাকে কম বেশি লাভ সেটা অনুসরন করতে হবে।
-
বেশি ট্রেড করলে কোন সমস্যা নেয় কিন্তু আপনার ব্যালেস্ন মার্জিন ঠিক রেখে করতে হবে।কারন ট্রেডে লস করলে ব্যালেস্ন জিরো হতে পারে।ফ্রী মার্জিন ঠিক রেখে ট্রেড করায় উচিত।
-
আমার মনে হয় বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।
-
অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না। তাতে মানি ম্যানেজমেন্ট রুল ব্রেক হবে। এতে আপনার একাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না। বেশিরভাগ ট্রেডাররাই ওভার ট্রেড করে সব হারিয়ে ফেলে। কেননা তারা মার্কেট না বুঝে ট্রেড করে। লাভ করতে হলে ফরেক্স শিখতে হয়।
-
ভাই বেশি ট্রেড ওপেন করতে আপনার কোন বাধা নাই যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করার মত যথেষ্ট টাকা বা মার্জিনজথেস্ততবে ভাই আপনি যদি ফরেক্স মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে বলবো মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করার চেষ্টা করুন আর না হলে ফতুর হতে বেশি দিন লাগবেনা
-
আপনার ফ্রি মার্জিন এবং ব্যালেঞ্চ যদি বেশি থাকে তাহলে আপনি অবশ্যই বেশি ট্রেড ওপেন করতে পারেন । তবে যত বেশি ট্রেড ওপেন করবেন তত লাভ বা লসের সম্ভাবনা বেড়ে যাবে । তাই মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড ওপেন করবেন ।
-
আপনার স্টাটেজি যদি বেশী ট্রেড ওপেন করতে বলে তাহলে বেশী ট্রেড ওপেন এ কোন সমস্যা নেই । তবে অবশ্যই আপনার ব্যলেন্স এর দিকে খেয়াল রাখবেন । মার্কেট আপনার বিপরীতে গেলে যেন আপনার একাউন্ট জিরো না হয় ।
-
অবশ্যই বেশী ট্রেড কখনোই করা যাবে না । কারণ বেশী ট্রেড লসের কারণ হয়ে দাড়ায় । অামরা একটা ট্রেড ওপেন করলে অার একটা নিয়ে চিন্তা করা যাবে না । সুতরাং অামরা সব সময় কম ট্রেড ওপেন করব বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
বেশী ট্রেড ওপেন করার জন্য আগে আপনাকে ভাল ভাবে এনালাইসিস করে নিতে হবে। এনালাইসিস করে যদি দেখেন বেশি ট্রেড নেওয়া সম্ভব তাহলে আপনি একের অধিক ট্রেড ওপেন করতে পারেন। কিন্তু যদি সকল ট্রেড একসাথে লসে যায় তাহলে একাউন্ট এর অনেক লস হতে পারে। সেজন্য কম ট্রেড নিলে ভালো হয়।
-
একসাথে একাধিক ট্রেড ওপেন করা উচিত নয়। কারন আপনি যদি একসাথে সবগুলো ট্রেড লস করেন তাহলে আপনার একাউন্ট এ ডলার না থাকতে পারে। তাই এত রিস্ক নিয়ে ট্রেড করার দরকার নেই। কম কম ট্রেড করে প্রফিট করাই ভালো।
-
আমারা যদি আমাদের ক্ষুদ্র (400$/500$) ব্যালেন্সের তুলনায় বেশি লটে ট্রেড করি তাহলে সাথে সাথে লস হওয়ার রিস্কও অনেক গুণ বেড়ে যাবে৷যত বেশি ট্রেড করবেন আপনার ব্রেইন-শরীর তত বেশি চাপে থাকবে৷ফরেক্স মর্কেটে যত কম করে ট্রেড করবেন,কম প্রফিট করবেন আপনার ব্যালেন্স তত মজবুত থাকবে,নিরাপদ থাকবে৷অল্প অল্প প্রফিট নিয়ে মার্কেটে নিয়মিত টিকে থাকাই হলো ট্রেডিং সফলতা৷
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্য নেই । তবে আমি মনে করি যে ফরেক্স আপনার উচিত হবে লিমিটেড ট্রেড করা যাতে করে আপনার অতিরিক্ত চাপ নিতে না হয় । ফরেক্সে ভালো করতে হলে একজন ট্রেডারকে অবশ্যই অবশ্যই এনালাইটিক্যাল ব্যাসড ট্রেড করতে হবে । এবং এমন ধরনের ট্রেড করতে হবে যাতে করে আমরা সব ট্রেডগুলো সহজেই নিয়ন্ত্রন করতে পারি ।
-
বেশি ট্রেড ওপেন করলে আমাদের মূলধনের উপর চাপ পড়বে।আর বেশী ট্রেড করতে পারলে আপনি ট্রেড ভাল জানতে পারবেন তাই আপনি যত বেশী ট্রেড করতে পারেন তত বেশী জানতে পারবেনফরেক্সট্রেড।ভাল ট্রেডাররা অতিরিক্ত ট্রেড করেন না।
-
না ভাই বেশি ট্রেড ওপেন করাতে কোনরকম সমস্যা হবে না, তবে একটা বিষয় আপনাকে সবসময় লক্ষ রেখে ট্রেডগুলো ওপেন করতে হবে সেটা হল আপনার ব্যালেন্স এবং ইকুয়িটি যেন নীল না হয়, সেজন্য সেভাবেই লর্ট নির্ধারন করে দিতে হবে আপনার প্রতিটা ট্রেডের মধ্যে। সুতরাং মানি ম্যানেজম্যান্ট ঠিক রেখে যদি কোন সমস্যা না হয় তাহলে আপনি বেশি বেশি ট্রেড ওপেন করে কাজ করতে পারেন ।
-
এক সঙ্গে বেশী ট্রেড অপেন করলে কোন সমস্যা নেই তবে এত ট্রেড অাপনি অপেন করবেন তো অবশ্যই এনালাইসিস করে। সঠিক নিয়ম মেনে আপনি যদি ট্রেড করতে পারেন তাহলে কোন সমস্যা নেই। তবে যত বেশী ট্রেড তত বেশী মানসিক চাপ। আর ভাল ট্রেডার গন কখনও অধিক ট্রেড এক সঙ্গে অপেন করেন না। সুতরাং ওভার ট্রেড করার অভ্যাস করলে আপনারই সমস্যা হবে পরবর্তীতে। তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ট্রেডিং একপ্রকার নেশার মত শুধু ট্রেড অপেন করার ইচ্ছা হয়।
-
হ্যা ভাই বেশি ট্রেড ওপেন করলে আপনারে মার্জিন লেবেল কমতে শুরু করবে। আপনি যত লটে ট্রেড ওপেন করতে থাকে প্রায় প্রত্যেক ট্রেড ওপেন করাতে আপনার ফরেক্স ট্রেডিং এ মার্জিন লেভেল কম দেখাবে। এজন্য আমি বলতে চাই বুঝে শুনে ট্রেড ওপেন করুন এবং মানি ম্যনেজমেন্ট এর দিক বিবেচনা করে ট্রেড ওপেন করুন। যদি আপনি সঠিকভাবে মার্কেটে মানি ম্যনেজমেন্ট না করতে পারেন তাহলে আপনি খুব বেশি দিন মার্কেটে অবস্থান করতে পারবেন না। আর বেশি ট্রেড ওপেন করলে আপনি সাধারণভাবে মানসিক চাপেও থাকবেন। এজন্য নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন আর বুঝে শুনে মার্কেটে এন্ট্রি হন।
-
আমার মতে এই ব্যবসায় একসাথে একাধিক ট্রেড খোলা উচিত নয়। কারণ আপনি যদি একসাথে একাধিক ট্রেড খোলেন তাহলে আপনি কখনই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কখনই এই ব্যবসা হতে মুনাফা করতে পারবেন না। তাই একসাথে একাধিক ট্রেড না খোলে একটি ট্রেড খোলেন এতে আপনি যেমন স্বস্থিতে ট্রেড করতে পারবেন তেমনি ভাল মুনাফাও করতে পারবেন।
-
আপনার যদি অনেক ভাল ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা থেকে থাকে তবে আপনি চাইলে অনেক বেশি ট্রেড করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং ব্যালেন্সের দিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে কারন মার্জিন অনেক বেশি জরুরী একটি বিষয়। অ্যাকাউন্ট ব্যালেন্স,মার্জিন এবং লেভারেজ ফরেক্স ট্রেডিংয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই যদি আপনি বুঝে সুনে ট্রেড ওপেন করেন। আর না বুঝে অল্প ট্রেড ওপেন করাও ঠিক না। তবে অভিজ্ঞতা বারাতে হলে আপনাকে বেশি ট্রেড করতেই হবে।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। আমরা যদি বেসি ট্রেড অপেন করি তাহলে কী বেসী লাভ হবে না লস হবে। আপনাদের মতামত জানান।
-
Havit করলে আমার ধারণা অনেক সমস্যা হয়ে থাকে কারণ একটি ট্রেড অনেক গুরুত্বপূর্ণ আপনি ট্রেড করতে গেলে যদি একাধিক ট্রেড করে থাকেন তাহলে আপনি আপনার টার্গেট যে একাউন্টে সেটা মিস করতে পারেন
-
ভিসিট করলে আপনি ট্রেডগুলো ভুল হতে পারে তাই আপনি একাধিক ট্রেড করার ক্ষেত্রে আমানি management কে ফলো করে ট্রেডে ট্রেড করবেন যদি ট্রেড করতে মানেজমেন্ট না করেন তাহলে আপনার ট্রেডগুলো হৃদয় পুড়ে যেতে পারে
-
বেশি ট্রেড করতে গেলে আপনি আপনার একাউন্টে জিরো করে ফেলতে পারেন কারণ একাধিক করা আমি মনে করি অনেক রিস্কি আমি সাধারণত একটু বেশি ট্রেড করি না কারণ আমি ডিলিটেড করি
-
আমেরিকা পড়ে যাবো যদি আমি একাধিক ট্রেড করি কারন আমার ট্রেডিংয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমার মানি ম্যানেজমেন্ট গুলো kamarji balance যত টাকা থাকে তার সেই টাকা গুলোকে আমি কত ভাগে ভাগ করবো এবং কয়টা ট্রেড করবো এবং কতগুলো ট্রেড করলে আমি সেইগুলোকে management করতে পারব যে আমি রিস্ক ম্যানেজমেন্ট গুলো ফলো করে ট্রেড করছি সে ক্ষেত্রে একজন ভালো ট্রেডার অবশ্যই এই দুটি বিষয়কে লক্ষ্য রেখে একাউন্টে টাকা গুলোকে হাতে ছেড়ে দিবে
-
ফরেক্স মার্কেট এ অনেক বেশি ট্রেড করা উচিত না কারন আপনি যদি ফরেক্স মার্কেট এ বেশি ট্রেড করেন তাহলে আপনি ভুল ট্রেড করতে পারেন কারন বেশি ট্রেড করলে ভুল ট্রেড করার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি আপনার ট্রেডিং সিস্টেম এ যে কয়টা ট্রেড পাবেন সেই ট্রেড গুল করবেন যেই ট্রেড গুল থাকবে না সেই ট্রেড গুল করবেন না
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। আমরা যদি বেসি ট্রেড অপেন করি তাহলে কী বেসী লাভ হবে না লস হবে। আপনাদের মতামত জানান।
-
ভাই বেশি বেশি ট্রেড ওপেন করাতে কোন সমস্যা নেই কেননা তাতে আপনার অভিজ্ঞাতা বাড়বে তবে বেশি ট্রেড ওপেন করাতে আপনার লসের পরিমাণটাও বেড়ে যাবে কারন মার্কেট সব সময় একই পজিশনে থাকে না, কখনও দেখবেন যে অনেক ভোলেটাইল পজিশনে, কখনও বা একটা রেন্জের মধ্যে চলছে ধীর গতিতে, কখনও আবার অনেক বেশি মুভমেন্ট লক্ষ করা যায়। কাজেই আপনার যদি একটু দক্ষতা থাকে তাহলে বেশি ভলিওম অর্থাৎ* লর্ট-সাইজ বেশি রেখে কম ট্রেড করেও বেশি লাভবান হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে বেশি ট্রেড করলে কোন সমস্যা নেই।কারন এটা ফরেক্স নীতিমালার পরিপন্থী কোন কাজ নয়।তবে বেশি ট্রেড করলে রিস্ক বেশি আসে,মার্কেটে থেকে আউট হওয়ার সম্ভাবনা বেশি।তাই বেশি ট্রেড ওপেন না করে অল্প করে প্রফিটের আশা করেন আপনার কল্যান হবে।
-
আপনি যদি সেন্ট অ্যাকাউন্ট এ ট্রেড করেন তাহলে বেশি ট্রেড ওপেনিং করলে প্রবলেম হবে না। কারন আপনার হাতে বেকাপ থাকবে এক থেকে দুই লাখ পিপ্স। কিন্ত আপনি যদি ই সি এন, ক্লাসিক, এই দরনেক অ্যাকাউন্ট এ ট্রেড নিতে চান তাহলে আপনাকে অনেক কম ট্রেড ওপেন করে প্রফিট বের করে আনতে হবে। তা না হলে পুজি হারাতে পারেন।
-
বেশি বেশি ট্রেড ওপেন করলে ফরেক্স মার্কেটের কোন সমস্যাই হবেনা। কিন্তু আপনি যদি বেশি ট্রেড ওপেন করেন তাহলে আমি মনে করি আপনার নিজের ক্ষতি হবার সম্ববনা থাকতে পারে।কেননা ফরেক্স মার্কেট কখন কোন দিখে যাবে কেউ বলতে পারবে না। তাই আপনার ট্রেডগুলো যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনার খুব ক্ষতি হবে।
-
ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনভিজ্ঞতা ও অদক্ষতা।বেশি কম ট্রেড কোন বিষয় নয়্।তবে যারা নবীন তাদের জন্য কম ট্রেড ওপেন করা ভাল। কারন বেশি ট্রেড করলে ঝুকি বেশি থাকে তাই সর্বদা ভেবে চিন্তে আস্তে আস্তে বড়লোক হওয়ার চেষ্টা করুন।
-
ফরেক্স মার্কেটে বেশি ট্রেড ওপেন করা ভাল না কারন ফরেক্স মার্কেটে যদি বেশি পেয়ারে ট্রেড ওপেন করা হয় তাহলে সব ট্রেড এর দিকে খেয়াল রাখা জায় না তাই বেশি ট্রেড ওপেন করলে লসের সম্মুখিন হতে হয় তাই বেশি ট্রেড ওপেন না করে কম ট্রেড ওপেন করা ভাল তাতে করে ট্রেড ভুল হয় না তাই কম টড়েড করে প্রফিট করা জায় ভাল ।