ফরেক্স মার্কেটে সফল হতে হলে ট্রেডিং সাইকোলজি শিখতে ও উন্নতি করতে হবে । ফরেক্স ব্যবসা করতে হকে আপনাকে সাইকোলজির উপর গুরুত্ব দিতে হবেই তাহলে আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন । মনোবিদ্যা নেভিগেশন ভাল ফোকাস করতে আমরা লাভ অনেক করতে পারি আমাদের উচিত ।
Printable View
ফরেক্স মার্কেটে সফল হতে হলে ট্রেডিং সাইকোলজি শিখতে ও উন্নতি করতে হবে । ফরেক্স ব্যবসা করতে হকে আপনাকে সাইকোলজির উপর গুরুত্ব দিতে হবেই তাহলে আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন । মনোবিদ্যা নেভিগেশন ভাল ফোকাস করতে আমরা লাভ অনেক করতে পারি আমাদের উচিত ।
ফরেক্স নিয়ে একেকজনের জন্য ট্রেডিং সাইকোলজী একেক রকম। কেউ একটা ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করেন আর কেউ আছেন যে স্টপ লস ব্যহার করেন না।শুধু টেকনিক্যাল এনালাইসিস,মানি ম্যানেজমেন্ট,ফান্ডামেন্টাল এনালাইসিসি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব বেশি দিলে হবে না।সাইক্লজি এর উপর ও দখল থাকতে হবে।কেউ আছেন যে একই পেয়ারের ট্রেড একসাথে বাই ও সেল দুইটাই ওপেন করেন। তাদের কথা মাকেট যেদিকেই যাক তাদের লাভ হবে।
ফরেক্সে সাকোলজির একটি বিশয় অবশ্যই আছে । এটা একটা মানসিক চিন্তা ভাবনার বিশয় কেনঅনা আমরা মারকেট এনালাইসেস করে মনথেকেই সিধধান্ত নিয়ে থাকি । মানসিকভাবে সবল না হলে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে । তাই ফরেক্স সাইকোলজির উপর জ্ঞান অরজন করা এবং তা সঠিক সময়ে প্রোগ করতে পারলে তবেই লাভবান হয়া যাবে ।
ফরেক্স ট্রেডিং সাইকোলজি বলতে মুলত বোঝায় ট্রেডিংকালীন আমাদের মানসিক অবস্থা। যদি আমরা সফলতার সহিত প্রফিট করে ফরেক্সে টিকে আমাদের সাইকোলজিক্যাল অবস্থার ডিভোলপ আবশ্যক।
হ্যা ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন কারন এই বিষয় টা আমার উপর আনেক বেশি প্রভাব বিস্তার করে। তাই মানস্তাত্বিক উন্নয়নের জন্যআমার কি করা উচিত তা যদি একটু কেউ আলোচনায় আনতেন তাহলে উপকার হত।
ফরক্সের একটি মূল বিষয় হলো সাইকোলজি।আমরা ট্রেড করার সময় আমাদের ট্রেডের উপর আত্মবিশ্বাস রাখতে পারি না।এর জন্য আমরা অনেক ট্রেড করি না।বিশেষ করে নতুনদের যে সাইকোলজিক্যাল পরীক্ষাটি দিতে হয় তা হলো তারা যখন কোন অর্ডার ওপেন করে এবং যদি দেখে অর্ডার তার বিপরিতে চলে যায় তখন সে অর্ডার ক্লোজ করে দেয়। ফলে সে লসের সম্মুখীন হয়। এজন্য নিজেকে সাইকোলজিক্যাললি ফিট রাখতে হবে।
আমি মনে করি যে, ফরেক্স এর আর একটি মূল বিষয় সাইককোনজি আমড়া ট্রড করার সময় আমাদের ট্রড এর উপর আত্মবিশ্বাস থাকে না এর জন্য আমরা অনেক ট্রড করি না এই কারন টাকেই সাইকোলজি বলা হয। আমাদের অনেক ট্রড এর নিয়োম ফোল করি কিন্ত আমরা এই গুরুত্ব পূন কাজের কথা ভুলে যাই।তাই আমাদের ভালো ভাবে সাইকোলজির এর উপর জোর দেএয়া উচিত এতে আমরা অনেক প্রফিট করতে পারি।
ফরেক্স এ ট্রেডিং সাইকোলজি বলতে যা বুঝায় তা হল ট্রেডিং এর বিভিন্ন কৌশলের উপর মনস্তাত্তিক প্রভাব। ট্রেড করার সময় অতিরিক্ত লোভী হয়ে উঠা, আত্তবিস্বাসের অভাবে ট্রেড করতে না পারা, ইত্তাদি বিভিন্ন কারন সমুহ ট্রেডিং সাইকোলজির আওতাভুক্ত।
বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের পুরো সময় ব্যয় করুন এবং ব্যবসায়ী কঠোর পরিশ্রমী অভিজ্ঞতার সাথে তাদের বাণিজ্য করে এবং বাজার বিশ্লেষণে সময় ব্যয় করে তবে ব্যবসায়ী সহজেই ফরেক্সের সাথে ভাল লাভ করতে পারে এবং ব্যবসায়ী ফরেক্স মার্কেটে সহজেই তাদের উপার্জন করতে পারে এটি আপনাকে নিখুঁত সময়ে আপনার বাণিজ্য বন্ধ করতে এবং সঠিকভাবে লাভ নিতে সহায়তা করে i আমার এই বিকল্পটি খুব পছন্দ t এই বিকল্পটি আমাদের সঠিক সময়ে ফরেক্স মার্কেটে প্রস্থান করতে খুব সহায়তা করে i আমি মনে করি প্রতিটি ব্যবসায়ীকে এই বিকল্পটি সংরক্ষণের জন্য ব্যবহার করা উচিত তাদের রাজধানী শুভাকাঙ্ক্ষী
ফরেক্স একটি সাইকোলজিক্যাল ব্যবসা। ই্চ্ছামত মার্কেট এ ট্রেড করা যায় কিন্তু এখান থেকে সব ট্রেড এ প্রফিট করা যায় না। প্রফিট করার পর আমাদের ট্রেড এর সুযেগ খুজতে হবে। শুধু ট্রেড দিলেই প্রফিট করা যায় না। এজন্য সব ট্রেডাররা কয়েকবছর পার করে ফেললেও সফল হতে পারে না।
তার খুব সত্য নয়। বৈদেশিক মুদ্রার বাজার নয়, আপনি কেবল এসে লাভ অর্জন করতে এবং ফিরে যেতে পারেন। ফরেক্সে এটি তৈরি করতে আপনার খুব কঠোর পরিশ্রম করা দরকার। ফরেক্সে এটিকে বড় করে তোলার আগে আপনার ব্যবসায়ের ভাল জ্ঞান থাকতে হবে এবং ফরেক্সে খুব ভাল অভিজ্ঞতা হওয়া দরকার
[ATTACH=CONFIG]10452[/ATTACH]
ফরেক্স মার্কেটে অবশ্যই আপনাকে লস করার বিসয়টা মেনে নিতে হবে। আর একজন সফল ট্রেডারের জন্য দুটি জিনিস অবশ্যই লাগবে। ১) ট্রেডিং সিস্টেম ২) শৃঙ্খলা
এই দুই টি জিনিসের সমন্বয়েই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। আর যদি এ দুটি না মানেন আপনার ব্যর্থতা অনিবার্য। কেন আপনার অবশ্যই একটা সিস্টেম লাগবে আর আপনাকে একটা সিস্টেম মানতেই হবে। এ সিস্টেম কিন্তু মায়ের পেট থেকেই কেউ শিখে আসে না। প্র্যাকটিক্যালি রপ্ত করে সিস্টেমটা এপ্লাই করেছে। দুনিয়ার প্রতিটি কাজের ই একটি সিস্টেম আছে সিস্টেমের বাইরে কিছুই চলে না। ফরেক্স ট্রেড এ সফল হতে হলে ও আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। সেটাকে পরীক্ষা করতে হবে। তারপর সে সিস্টেম মানলেই কিন্তু আপনার সফলতা আসবে। একটি সফল এবং কার্যকারী সিস্টেম কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে ফরেক্সে সফলতা দিয়েই যাবে।
ফরেক্স নিয়ে একেকজনের জন্য ট্রেডিং সাইকোলজী একেক রকম। কেউ একটা ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করেন আর কেউ আছেন যে স্টপ লস ব্যহার করেন না। তাদের কথা হল মাকেট ঘুরে এই জায়গায় আসবেই। কেউ আছেন যে একই পেয়ারের ট্রেড একসাথে বাই ও সেল দুইটাই ওপেন করেন। তাদের কথা মাকেট যেদিকেই যাক তাদের লাভ হবে। কিন্তু এটা একটা ভাল অভ্যাস না।
ফরক্সের একটি মূল বিষয় হলো সাইককোনজি।আমরা ট্রেড করার সময় আমাদের ট্রেডের উপর আত্মবিশ্বাস রাখতে পারি না।এর জন্য আমরা অনেক ট্রেড করি না।এ জন্যই সাইকোলজি বলা হয।বিশেষ করে নতুনদের যে সাইকোলজিক্যাল পরীক্ষাটি দিতে হয় তা হলো তারা কোন অর্ডার ওপেন করে থাকে।এবং সে যখন দেখে অর্ডার তার বিপরিত চলে যায় তখন সে অর্ডার ক্লোস করে দেয়।তাই আমাদের ভালো ভাবে সাইকোলজির এর উপর জোর দেএয়া উচিত এতে আমরা অনেক প্রফিট করতে পারি।
ট্রেডিং সাইকোলজি বলতে ট্রেডিং নিয়ে আমাদের মাঝে যে সকল মনস্তাত্বিক বিষয় গুলো কাজ করে সেগুলোকেই বোঝায়। যেমন ভয় একধরনের ট্রেডিং সাইকোলজি, তেমনি লোভ, অতিরিক্ত আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, চিনহতা, চিন্তামুক্ত থাকা ইত্যাদিও ট্রেডিং সাইকোলজির মাঝে পড়ে। আমরা কোন ত্রেড নেয়ার সময় ভয় পাই, আবার লোভ করি, আবার আত্মবিশ্বাসী থাকি এগুলোই ট্রেডিং সাইকোলজি।
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময়ে আমাদের মাথার উপরে অনেক চাপ পরে আমরা অনেকই এই চাপ নিতে পারি আবার কেউ পারি না । যারা পারে আসলে তারাই তাদের ট্রেড থেকে লাভ করতে পারে আর যারা পারে না তাঁরা তাদের ট্রেড থেকে লাভ করতে পারে না । আসলে এই চাপটা নিয়ন্ত্রন করাকেই আমি ট্রেডিং সাইকোলজি বলি । আমরা এই বিষয়গুলো যদি ভালোভাবে নিয়ন্ত্রন করতে পারি তবেই আমরা ফরেক্স ট্রেডিং এ সফলতা পাবো ।
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন তেমন কিছু বুঝি না,যতটুকু বুঝেছি ততটুকু এই ফোরামে এসে জেনেছি।তাই সাইক্লোজি বলতে কি বোঝায় সেটা ক্লিয়ার ভাবে কেও একটু বলবেন
ফরেক্স ট্রেডিং সাইকোলজি বলতে মুলত বোঝায় ট্রেডিংকালীন আমাদের মানসিক অবস্থা। যদি আমরা সফলতার সহিত প্রফিট করে ফরেক্সে টিকে আমাদের সাইকোলজিক্যাল অবস্থার ডিভোলপ আবশ্যক।
ফরেক্স এ রেডিমেড বলতে কিছু নেই। যা করার তা আপনাকেই চর্চা করে রপ্ত করতে হবে। রেডিমেড কেউ কিছু দিতে চাইলে সবার আগে তার নিজের প্রফিট রেশিও যাচাই করা উচিত। আর একজন যেগুলো ফলো করে প্রফিট করছে, আপনি তা সেইভাবে ফলো নাও করতে পারেন, উলটো লসের মুখোমুখি হতে পারেন আপনি। এখানেই সাইকোলজিক্যাল বিষয় জড়িত। তাই সবার আগে নিজের সাইকোলজিক্যাল ম্যাটার তৈরি করে নিতে নিজে নিজে বেশি বেশি চর্চা করুন। আপনার ট্রেডিং স্ট্রাটেজী আপনার সাইকোলজির সাথে এডজাস্ট করতে হবে সবা আগে। এর কোন বিকল্প নেই। তবে হ্যা, গাইডলাইন যে কোন জায়গা হতেই নেওয়া যায়, আর সেইগাইডলাইন কতটুকু কাজের তা যাচাই করতেও আপনাকেই চর্চা করতে হবে। অন্যের চর্চার ফলাফল দেখে তা নিজের বলে ভাবতেও যাবেন না। কারন সবার সাইকোলজি সমান হয় না।
ফরেক্স মার্কেটে গুরুত্তপূর্ন বিষয় হচ্ছে ট্রেডিং সাইকোলজি আমরা ট্রেডিং সাইকোলজি সম্প্ররকে খুব ভাল কিছু জানি না। সাপনি ফরেক্স মার্কেটে সফল হতে হলে ট্রেডিং সাইকোলজি শিখতে ও ডেভেলোপ করতে হবে। প্রফিট করার পর আমাদের ট্রেড এর সুযেগ খুজতে হবে। শুধু ট্রেড দিলেই প্রফিট করা যায় না। এজন্য সব ট্রেডাররা কয়েকবছর পার করে ফেললেও সফল হতে পারে না।
আমি বুঝি যে সাইকোলজি বলতে একজন ট্রেডারের ফরেক্স ব্যবসাটি পরিচালনা করার মন মানসিকতাকে বুঝায় । যেমন ধরুন কেউ একটা ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করেন আর কেউ আছেন যে স্টপ লস ব্যহার করেন না । শুধু টেকনিক্যাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, ফান্ডামেন্টাল এনালাইসিস ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব বেশি দিলে হবে না । সাইক্লজি এর উপর ও দখল থাকতে হবে কারন এই বিষয়গুলি একজন ট্রেডারই নিয়ন্ত্রন করবেন ।
ট্রেডিং সাইকোলজি বলতে আমাদের ব্যাবসায়িক মন-মানষিকতা বুঝায়৷একজন ভালো,নিয়মিত, পেশাদার ব্যাবসায়ী হতে হলে অবশ্যই তাকে দীর্ঘদিন ঐ ব্যাবসায় সার্বিক কৌশল ও শ্রম দিতে হবে৷ তবে হ্যা, গাইডলাইন যে কোন জায়গা হতেই নেওয়া যায়, আর সেইগাইডলাইন কতটুকু কাজের তা যাচাই করতেও আপনাকেই চর্চা করতে হবে। অন্যের চর্চার ফলাফল দেখে তা নিজের বলে ভাবতেও যাবেন না। কারন সবার সাইকোলজি সমান হয় না।
আমি আপনার কথার সাথে একমত আছি তবে আপনি উপরে যে কথাগুলি বলেছেন সবগুলোই ট্রেডিং সাইকোলজির আওতাভুক্ত । সাইকোলজি বলতে আমরা যেটা বুঝি তা হলো নিজের ভেতরে থাকা জ্ঞানকে কোনো কাজের মাধ্যমে প্রকাশ করা । আর ট্রেডিং সাইকোলজি বলতে ট্রেডিং এর যাবতীয় কলাকৌশল প্রদর্শন করাকে ট্রেডিং সাইকোলজি বলা হয় । এই ট্রেডিং সাইকোলজি সকল ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়,,,,,, ধন্যবাদ ।
ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের অনেক কিছু শিখতে হয়। ফরেক্স সম্পরকে জানা। ফরেক্স নিয়ে পড়ালেখা বিভিন্ন এনালাইস করা ইত্যাদি। ফরেক্সে আর একটা গুরুত্তপূরণ বিষয় হলো সাইকোলজি। আমরা অনেক সময় লোভ করে বেশি ট্রেড করি। যারা পারে আসলে তারাই তাদের ট্রেড থেকে লাভ করতে পারে আর যারা পারে না তাঁরা তাদের ট্রেড থেকে লাভ করতে পারে না । আসলে এই চাপটা নিয়ন্ত্রন করাকেই আমি ট্রেডিং সাইকোলজি বলি । আমরা এই বিষয়গুলো যদি ভালোভাবে নিয়ন্ত্রন করতে পারি তবেই আমরা ফরেক্স ট্রেডিং এ সফলতা পাবো ।
নিজের মতামতের উপরে ভিত্তি করে ট্রেড করাকেই মূলত সাইকোলজিকাল এনালাইসিস ট্রেড বুঝায়। আমাদের অনেক ট্রেড এর নিয়ম ফলো করি কিন্ত আমরা এই গুরুত্ব পূর্ন কাজের কথা ভুলে যাই। প্রিভিয়াস প্রাইস মুভমেন্ট এনালাইসিস করে নিজের সিদ্ধান্তে ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ।
ফরেক্স মার্কেটে সফল হতে হলে ট্রেডিং সাইকোলজি শিখতে ও উন্নতি করতে হবে । ফরেক্স ব্যবসা করতে হকে আপনাকে সাইকোলজির উপর গুরুত্ব দিতে হবেই তাহলে আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন । প্রফিট করার পর আমাদের ট্রেড এর সুযেগ খুজতে হবে। শুধু ট্রেড দিলেই প্রফিট করা যায় না। এজন্য সব ট্রেডাররা কয়েকবছর পার করে ফেললেও সফল হতে পারে না।
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে নিজের সৃজনশীলতার পাশাপাশি সাইকোলজি দক্ষতার পরীক্ষা দিতে হয়। কারণ ফরেক্স মার্কেটে আমাদের ট্রেড করার সময় সঠিক বিচার বিচার বিবেচনা করে ট্রেড করতে হয়। আমরা অনেক সময় অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ট্রেড করে থাকি। নিজের আবেগ দিয়ে ট্রেড করার ফলে লসের সম্মুখীন বেশি হয়ে থাকে। তাই ফরেক্স মার্কেটে নিজের সাইকোলজি দক্ষতা বৃদ্ধি করতে হবে।
আরেকটি মূল বিষয় আমরা মনোবিজ্ঞানের অনেক হয মনে করি না এই কারণে আমাদের নেভিগেশন আস্থা নেই. কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ পরিশোধিত ফোনের আমাদের অনেক কাজ করতে ভুলবেন না. সুতরাং মনোবিদ্যা নেভিগেশন ভাল ফোকাস করতে আমরা লাভ অনেক করতে পারি আমাদের উচিত.
ট্রেডিং সাইকোলজি বলতে বুঝায় নিজের সিদ্ধান্ত কি নিবো সেটি বুঝে উঠতে না পাড়া। আমরা শুধু টেকনিক্যাল এনালাইসিস , মানি ম্যানেজমেন্ট , ফান্ডামেন্টাল এনালাইসিসি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব বেশি দেয়ে থাকি । কিন্তু এটা ঠিক না ফরেক্স ব্যবসা করতে হকে আপনাকে সাইকোলজির উপর গুরুত্ব দিতে হবেই তাহলে আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন ।
ফরেক্সে লস হলে আমাদের মাঝে হীনমন্যতার সৃষ্টি হয় এবং লাভ হলে আমাদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।তবে এটা আমাদের সব সময় মেনে নিতে হবে যে, ফরেক্স এর সাথে লাভ লস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আমরা নিজেদের মেন্টালি যতটা আপডেট করতে পারব, ফরেক্স সম্পর্কে আমাদের আত্মবিশ্বাস ততই বৃদ্ধি পাবে এবং আমরা ততটা উদ্যোমের সাথে ফরেক্স এ কাজ করতে পারব।আমরা তখনই আত্মবিশ্বাসী হতে পারব,যখন ফরেক্স সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান থাকবে।তাই ফরেক্সে আমাদের লোভকে পরিহার করতে হবে এবং ধৈর্য ধারণ করে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
ফরেক্স ট্রেডিং এ সাইকোলজি বলতে সম্ভবত ট্রেড করা সম্পর্কে আপনার নিজের আত্মবিশ্বাসকে বোঝায়। আমার ফরেক্স মার্কেট এনালাইসিস করে, বিভিন্ন ইন্ডিকেটর, স্টপ লস ইত্যাদি ব্যবহার করে ট্রেড করে থাকি। একে আমাদের নিজেদের বুদ্ধিমত্তার খুব একটা প্রয়োগ হয় না। এখানে ট্রেডিং সাইকোলজি হল আপনার মেধা মনন কাজে লাগিয়ে ট্রেড করা। এটা নির্ভর করবে আপনি ট্রেড সম্পর্কে কতটা অভিজ্ঞ এবং জ্ঞানী। তবে এসবের পাশাপাশি অবশ্যই আমাদের ট্রেডিং সাইকোলজির উপর খেয়াল রাখা উচিত।
ফরেক্স মার্কেটে গুরুত্তপূর্ন বিষয় হচ্ছে ট্রেডিং সাইকোলজি আমরা ট্রেডিং সাইকোলজি সম্প্ররকে খুব ভাল কিছু জানি না। সাপনি ফরেক্স মার্কেটে সফল হতে হলে ট্রেডিং সাইকোলজি শিখতে ও ডেভেলোপ করতে হবে। তাই আপনাকে প্রফিট করতে হলে সাইকোলজি ট্রেডিং করতে হবে।
ট্রেডিং সাইকোলজি বলতে ট্রেডিং নিয়ে আমাদের মাঝে যে সকল মনস্তাত্বিক বিষয় গুলো কাজ করে সেগুলোকেই বোঝায়। যেমন ভয় একধরনের ট্রেডিং সাইকোলজিক্যাল সমস্যা, তেমনি অতিরিক্ত লোভ, অধিক আত্মবিশ্বাস, মনে ত্রাস সৃষ্টি হওয়া, অধিক ঝুঁকি গ্রহণ ইত্যাদিও ট্রেডিং সাইকোলজির মাঝে পড়ে। আমরা কোন ট্রেড নেয়ার সময় ভয় পাই, আবার লোভ করি, আবার আত্মবিশ্বাসী থাকি এগুলোই ট্রেডিং সাইকোলজি। এই সমস্যাগুলর থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে, সেই ট্রেডিং এর ক্ষেত্রে ভালো পারফর্মেন্স ধরে রাখতে পারবে
ফরেক্স নিয়ে একেকজনের জন্য ট্রেডিং সাইকোলজী একেক রকম। কেউ একটা ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করেন আর কেউ আছেন যে স্টপ লস ব্যহার করেন না। তাদের কথা হল মাকেট ঘুরে এই জায়গায় আসবেই। কেউ আছেন যে একই পেয়ারের ট্রেড একসাথে বাই ও সেল দুইটাই ওপেন করেন।কেউ আছেন যে একই পেয়ারের ট্রেড একসাথে বাই ও সেল দুইটাই ওপেন করেন। তাদের কথা মাকেট যেদিকেই যাক তাদের লাভ হবে। কিন্তু এটা একটা ভাল অভ্যাস না।
ফরক্সের একটি মূল বিষয় হলো সাইককোনজি।আমরা ট্রেড করার সময় আমাদের ট্রেডের উপর আত্মবিশ্বাস রাখতে পারি না।এর জন্য আমরা অনেক ট্রেড করি না।এ জন্যই সাইকোলজি বলা হয।বিশেষ করে নতুনদের যে সাইকোলজিক্যাল পরীক্ষাটি দিতে হয় তা হলো তারা কোন অর্ডার ওপেন করে থাকে।এবং সে যখন দেখে অর্ডার তার বিপরিত চলে যায় তখন সে অর্ডার ক্লোস করে দেয়।
একেকজনের জন্য ট্রেডিং সাইকোলজী একেক রকম। কেউ একটা ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করেন আর কেউ আছেন যে স্টপ লস ব্যহার করেন না। তাদের কথা হল মাকেট ঘুরে এই জায়গায় আসবেই। কেউ আছেন যে একই পেয়ারের ট্রেড একসাথে বাই ও সেল দুইটাই ওপেন করেন। তাদের কথা মাকেট যেদিকেই যাক তাদের লাভ হবে। কিন্তু এটা একটা ভাল অভ্যাস না।
আপনি যতই এনালাইসিস করেন না কেনো মার্কেট সাইকলজি না বুঝতে পারলে কখনোই প্রফিট করতে পারবেন না। ফরেক্সে সাইকোলজিকাল বা মনস্তাত্ত্বিক ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যতই এনালাইসিস করি না কেনো তারপরেও সাইকোলজিকাল কারণে বারবার লস করে থাকি। ফরেক্স মার্কেটে ব্যাংক-বীমাসহ বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানিগুলো মোটা অঙ্কের বেতন দিয়ে বিভিন্ন ধরনের এক্সপার্ট নিয়োগ দিয়ে থাকেন। তারা ভালো করেই জানে রিটেইল ট্রেডারদের সাইকোলজিকাল চিন্তাভাবনা কেমন, রিটেইল ট্রেডাররা কোথায় স্টপ লস এবং কোথায় টিপি দিয়ে রাখছেন সেটা ভালো করেই বুঝতে পারেন। আর এটা বুঝতে পেরেই তারা বিভিন্ন সময় মার্কেট বিভিন্ন দিকে মুভ করিয়ে মোটা অংকের প্রফিট হাতিয়ে নেন। ফলে আমাদের মত রিটেল ট্রেডাররা বারবার লস করি। তাই এই অবস্থা থেকে বের হওয়ার জন্য অবশ্যই আমাদের সাইকোলজিকাল দিক ডেভলপ করতে হবে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি সেন্টিমেন্টাল তথা সাইকোলজিকাল এনালাইসিস কে সমান গুরুত্ব দিয়ে নিতে হবে। তাহলেই কেবল বারবার লস এর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারি।
ফরেক্স মার্কেটে গুরুত্তপূর্ন বিষয় হচ্ছে ট্রেডিং সাইকোলজি আমরা ট্রেডিং সাইকোলজি সম্প্ররকে খুব ভাল কিছু জানি না। সাপনি ফরেক্স মার্কেটে সফল হতে হলে ট্রেডিং সাইকোলজি শিখতে ও ডেভেলোপ করতে হবে। তাই আপনাকে প্রফিট করতে হলে সাইকোলজি ট্রেডিং করতে হবে।সাইক্লজি বলতে বোঝায় আপনার ডিসিশন আপনি যদি ডিসিশন সঠিক হয় তারপরও আপনি যদি সেই ট্রেডের ওপর আত্মবিশ্বাস না থাকে এবং আপনি যদি মনে করেন এই ট্রেড লস খাবে তাতেো আপনি যদি আত্ন বিশ্বাস হারায় তাকেই সাইক্লজি বলে।সাইকোলজি হল আপনি যে ট্রেড করবেন তার প্রতি আত্মবিশ্বাস রাখার নামই সাইকোলজি।
একটা ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করেন আর কেউ আছেন যে স্টপ লস ব্যহার করেন না।শুধু টেকনিক্যাল এনালাইসিস,মানি ম্যানেজমেন্ট, ফান্ডামেন্টাল এনালাইসিসি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব বেশি দিলে হবে না।সাইক্লজি এর উপর ও দখল থাকতে হবে।কেউ আছেন যে একই পেয়ারের ট্রেড একসাথে বাই ও সেল দুইটাই ওপেন করেন। ফরেক্স মার্কেটে সহজেই তাদের উপার্জন করতে পারে এটি আপনাকে নিখুঁত সময়ে আপনার বাণিজ্য বন্ধ করতে এবং সঠিকভাবে লাভ নিতে সহায়তা করে । আমার এই বিকল্পটি খুব পছন্দ এই বিকল্পটি আমাদের সঠিক সময়ে ফরেক্স মার্কেটে প্রস্থান করতে খুব সহায়তা করে।
যারা ফরেক্সে ফেইল করে তাদের মধ্যে এমন অনেক ট্রেডার আছে যারা যথেষ্ট ভাল এনালাইসিস করার পরেও বিশ্বাসের অভাবে ট্রেডে লস করে। আমি নিজেও এই অবস্থার মধ্য দিয়ে এসেছি। ট্রেড করতে করতে একসময় এমন চলে আসে যে আপনি মার্কেট এক ঝলক দেখলেই বাই বা সেল কোন্টা হবে বুঝতে হবে। লাভ করার জন্য যখন কোন ট্রেডে ঢুকবেন অবশ্যই নিজের এনালাইসিস এর উপর বিশ্বাস রাখবেন।ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রফিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের এনালাইসিস, নিউজ, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি করে থাকি যাতে আমরা ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করতে পারি,সব বিবেচনা করার পরে মনস্তাত্ত্বিক ভাবে যে ডিসিশন নেওয়া হয় তাকে আমরা সাইকোলজিক্যাল বলে থাকি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে।