ফরেক্স কি অনলিমিটেড আয়ের উৎস
মুলত: ফরেক্স একটি ব্যাবসা ,যদিও এটা অনলাইন ভিত্তিক স্বাধীন ব্যাবসা । আর ব্যাবসা মানে লাভ-লস আর লাভ-লস মেনে যদি কেহ এটা আনলিমিটেড আয়ের উৎস বানায় সমস্যা কোথায় । ব্যাবসাতো ব্যাবসাই তাই জেনে বুঝে করিকল্পনা মাফিক করতে পারলেই হলো । মুলত কথা ,যে পারে সে পারে ।
ফরেক্স একটি আনলিমিটেড আয়ের উৎস - এটি যুক্তিসঙ্গত নয়।
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার যেখানে প্রতিনিয়ত ট্রেডাররা ট্রেডিং অংশগ্রহণ করে প্রফিট অর্জন করে পাশাপাশি কিছু কিছু ট্রেডার ক্ষতির সম্মুখীন হয় । ফরেক্স এমন একটি প্লাটফর্ম, যেখানে ট্রেডাররা তাদের অর্থ ইনভেস্ট করে ট্রেডিং করে কিছু পরিমাণ প্রফিট অর্জন করে থাকেন। কেউ যদি ফরেক্স মার্কেট প্লেস কে আনলিমিটেড আয়ের উৎস মনে করেন তবে সেটা তার ভুল ধারণা।কারণ ফরেক্স থেকে অভিজ্ঞ ট্রেডাররা অল্প অল্প প্রফিট এমনকি বেশি পরিমাণ প্রফিট অর্জন করতে পারে তাই বলে আনলিমিটেড মাত্রাটা খুবই অযৌক্তিক।
ফরেক্স কি আনলিমিটেড আয়ের উৎস
আমার মতে ফরেক্স আনলিমেটেড আয়ের উৎস।আর আনলিমিটেড লস এর উৎস।কারণ ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় তাহলে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন।আর যদি ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় তাহলে আনলিমিটেড লস করতে হবে।তাই আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।