-
ফরেক্স এমনিতেই একটা ঝুঁকিপূর্ণ ব্যবসায় । তার উপর কেউ যদি ঝুঁকি না নিযে শুধু সুযোগের অপেক্ষায় থাকে তবে আমি বলব যে সে শুধুই অপেক্ষা করতে থাকবে । কেননা আপনি যদি এক ডলারেও ট্রেড দিযে থাকেন তবে সেটাও হতে পারে ঝুঁকিপূর্ণ । তাই ফরেক্স করতে হলে অবশ্যই রিক্স নিতে হবে । তবে রিক্স নিতে হবে বিশ্লেষণ করে পরিমান মত । নো রিস্ক নো গেইন ।
-
হ্যা আমিও মনে করি যারা রিস্ক নিয়ে ট্রেড করে তারা বেশিরভাগ সময়ই লুজার হয় এবং একসময় ফরেক্স থেকে তারা ছিটকে পড়ে।কারন তারা এই বিষয়টা মাথায় রাখেনা যে ফরেক্স এ টিকে থাকতে হলে ধৈর্য্যের কোন বিকল্প নেই।তাই যারা রিস্ক নিয়ে ট্রেড করেন তাদেরকে বলি ধৈর্য্য ধরে বুঝে শুনে ট্রেড করুন এবং রিস্ক পরিহার করুন তাহলে সফলতা আসবে।
-
ফরেক্স এমন একটা বিজনেস যেখানে মার্কেট প্রতিনিয়ত উঠা নামা করে । এর ভেতর থেকে বুঝে নিয়ে মার্কেটে ট্রেড করে লাভ করতে হয় । এজন্য ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকা দরকার । ট্রেডিং দক্ষতা যার যত বেশি সে ফরেক্স থেকে তত বেশি সফলতা অর্জন করতে পারবে । অনেক সময় ফরেক্সে রিক্স নিয়ে ট্রেড করলে লাভ হয় কিন্তু সেটা সব সময় না , কোন কোন সময় রিক্স নিয়ে ট্রেড করলে সেই ট্রেড থেকে লস হয়ে যায় । তাই রিক্স না নেওয়ায় ভাল ।
-
আমার মতে রিক্স নিয়ে ট্রেড না করাই ভালো।ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে সবসময় ফরেক্স মারকেটের কিছু নিয়ম কানুন আছে সেগুল মেনে ট্রেড করলে ফরেক্স ট্রেড লাভ করা যায় তাই ফরেক্স মার্কেটে নিয়ম আনুজায়ি বেশি রিক্স নিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেটে বেশি লাভবান হওয়া যায় না আর বেশি ক্ষতি হয়।
-
ফরেক্স ব্যবসায় রিক্স নিয়ে ট্রেড করলে খুবই ক্ষতিকর । যে ট্রেডার রিক্স নিয়ে ট্রেড করবে সে কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবে না । সুতরাং অমরা কখনোই রিক্সের মদ্যে যাব না । আস্তে আস্তে ট্রেড করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে রিস্ক নিতে হবে কারন ফরেক্স মার্কেট আপনি সঠিক ভাবে বলতে পারবেন না মার্কেট আপ হবে না ডাউনে যাবে তাই আমাদের কে মানি মেনেজম্যান মেনে রিস্কি নিতে হবে।। তবে অনেকে অতিরিক্তি ঝুক নিয়ে ট্রেড করে একাউন্ট জিরো করে পেলে।
-
ব্যক্তিগতভাবে আমি কখনোই রিস্ক নিয়ে ট্রেড করা কে সাপোর্ট করি না , আর আমি নিজে ত রিস্ক নেয় না বললেই চলে । তবুও বিজনেস করতে গেলে রিস্ক ত থাকবেই । তাই যেটুকু রিস্ক না নিলে বিজনেস করা সম্ভব না , আমি শুধুমাত্র সেটুকুই রিস্ক নেয় । আর সকলের উচিত ফরেক্স মার্কেট এ বেশি রিস্ক নিয়ে ট্রেড না করা।
-
বড় রিক্স নিয়ে কখনোই আমরা ট্রেড করব না । রিক্সের ট্র্রেড কখনোই সুফল হয় না । আমরা ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করব তারপর এই ব্যবসা করব তাহলেই লাভবান হতে পারব । আমরা কখনোই ওভার ট্রেড করব না তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আমরা কখনোই রিক্সের ট্রেড করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে লসের যে সকল কারন রয়েছে সে সকল কারনগুলোর মধ্যে অন্যতম হল অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করা। অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। হয়ত আপনি ক্ষনিকের জন্য অনেক বেশি লাভ করে থাকবেন কিন্তু সে লাভ আপনার বেশি স্থায়ী হবে না। খুব দ্রুতই আপনি আপনার এ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। তাই রিক্স নিয়ে ট্রেড করা আদৌ ঠিক নয়।
-
ফরেক্স মার্কেটে রিক্স নিয়ে ট্রেড করা উচিত নয় । আপনি খুব রিক্স নিয়ে যদি ট্রেড করে লাভ করেন আপনি যতই লাভ করেন না কেন দেখা যাবে এক সময় সব কেপিটেলই হারানোর সম্ভনা থাকে । তখন আপনার আর কোন কিছুতেই ট্রেড করার জন্য আমা জাগে না এবং মার্কেট হতে ছিটকে পড়ার সম্ভনা থাকে । তাই ফরেক্সে রিক্স নিয়ে ট্রেড লাভের চেয়ে লসের সম্ভবনা বেশী খাকে ।
-
ফরেক্সে রিক্স নেয়া ন মোটেও চলবেনা । কেননা এখানে একবার বড় ধরনের লস হলে তা রিকভারি করতে করেতে আবার যদি লস হয় তবে আর প্রফিট্রের মুখ দেখা যায় না । আর রিক্স নিলে দুই একবার হয়তো প্রফিট হলেও বড় ধরনের লসে পড়ে একবার সব চলে যায় । কোন রিক্স নয় ধীরে আগাতে হবে অল্প প্রফিট করে ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের রিস্ক নিয়ে ফরেক্স ট্রেডিং করতে হয়,তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে আমাদের ডিপোজিট এর উপরে যদি আমরা ১০% রিস্ক নিয়ে ট্রেডিং করি তাহলে আমাদের অনেক প্রফিট হবে,আমাদের ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।
-
যখন মার্কেট আপনার অনুকূল নয় ট্রেড করার জন্য তখন মার্কেট থেকে দূরে থাকুন। যখন আপনি মার্কেট এ ট্রেড করার সুযোগ পাবেন তখন আপনি ট্রেড করুন। অযথা রিস্ক নিয়ে কোন লাভ নেই। কারন ফরেক্স এ হাই প্রব্যালিটি সেটাপ[ ছাড়া লাভ করা অনেক কঠিন।
-
ফরেক্স মার্কেট এ রিক্স নিয়ে ট্রেড করার কন প্রয়োজন নেই ফরেক্স এ রিক্স নিলে আপনি বেশি বিপদে পড়তে পারেন কারন সব সময় ট্রেড আপনার দিকে যাবে না। তাই সব সময় কম রিকস নিয়ে ট্রেড করবেন যাতে মার্কেট আপনার বিপরীতে গেলে তা আবার ফিরতে আপনার ব্যালেন্স যাতে ০ না হয়ে যায়।
-
রিস্ক নিয়ে ট্রেড করলে হয়ত২ বা ১ বের বর লাভ হতে পারে কিন্তু বারবার যে তা হবে এমন দাবার কোন কারন নেই। যখন লস হবে তখন হয়ত একবারে একাউন্ট ফাকা করে দিতে পারে। তাই রিস্কের থে কে হিসাব করে ট্রেডিং করাটাই বেশই ভাল।
-
যে কোন ব্যবসা থেকে লাভ করতে গেলে অবশ্যই সেখানে রিক্স নিতে হবে । আর রিক্স ব্যাতিত কোন ব্যবসা নেই । যে ব্যবসাতে যত বেশি রিস্ক সেখানে লাভও বেশি । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে অনেক বেশি রিস্ক আছে এবং অনেক বেশি পরিামাণে লাভ করারও সুযোগ আছে । ফরেক্সে লাভ করতে হলে রিস্ক নিতে হবে । তবে রিস্ক হতে হবে পরিমিত এবং পরিকল্পিত ।
-
অভার রিক্স আপনাকে ধ্বংস করে দিতে পারে আপনার একাউন্ট।তাই রিক্স নিবেন কিন্তু মনে রাখবেন কি পরিমাণ রিক্স আপনি সামলাতে পারবেন।অযথা বেশি রিক্স নিতে গিয়ে একাউন্ট হারানোর কোন মানেই হয় না ফরেক্স মার্কেটে রিক্স নিয়ে ট্রেড করা অার অাপনার একাউন্টটাকে ঝুকির মধ্যে ফেলা একই কথা যদি ট্রেডটি আপনার বিপক্ষে যায় একবার ভাবুনতো আপনি কতবড় লসের সমূখিন হবেন।তবে ফরেক্স মার্কেটে উপযুক্ত রিক্স নিয়ে ট্রেড করা যায়।যে রিক্স নিলে আপনার একাউন্টের উপর তেমন কোন প্রভাব পড়বেনা।ফরেক্স মার্কেটে এই ধরনের রিক্স নিলে আপন লাভবান হতে পারবেন।
-
হ্যা হয়তো বা আপনি ফরেক্স এ রিক্স নিয়ে অধিক বেশি লাভ করতে পারবেন কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। আপনি যদি বেশির ভাগ সময় রিক্স নিয়ে ব্যবসা করুন তাহলে হয়তো বা কোন সময় লাভ ভাল হবে কিন্তু পরক্ষণে দেখা যাবে আপনার এ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ব্যালেন্স শূন্য হয়ে গেছে। এছাড়াও আপনি ফরেক্স সম্পর্কে তেমন কিছুই শিখতে পারবেন না বা তুলনামুলক ফরেক্স এর এনালাইসিস, মার্কেট পর্যবেক্ষণ, কৌশল ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেনা।
-
শুধু ফরেক্স ব্যাবসাই নয় বিশ্বের যেকোনোও ব্যাবসায় লাভ-লস থাকবেই এবং রিস্ক থাকবেই৷আর এই রিস্ক এড়িয়ে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে অর্থাৎ পেশাদার ট্রেডার হতে চাইলে অবশ্যই ট্রেডিং কৌশলগুলো মনোযোগ দিয়ে শিখতে হবে৷আপনি যখনই ব্যাবসার কৌশলগুলো আয়ত্ব করে ফেলবেন তখন আপনার কাছে ট্রেড অনেক সহজ হয়ে যাবে,তখন আর কোনোও রিস্ক মনেই হবেনা৷
-
যদি আপনি অধিক রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে হয়তো একটি দুটি ট্রেডে লাভবান হতে পারবেন কিন্তু শেষে আপনার ব্যালেন্স একদিন না একদিন শূণ্য হবেই । রিস্ক নিয়ে ট্রেড করলে আপনাকে এর বড় মূল্য দিতে হবে । এই মার্কেটে সবাই অনেক বড় বড় আশা নিয়ে আসে কিন্তু শতকরা ৯৫ জন সফল হয় না লস করে ব্যাবসা ছেড়ে দেয় । তাহলে একবার ভাবুন আপনি এই রিস্কি মার্কেট আরও রিস্ক নিয়ে কিভাবে সফল ৫% ট্রেডার এর মধ্যে থাকবেন ।
-
ফরেক্স রিক্স নিয়ে আপনি মোটামুটি প্রথম অবস্থায় ভাল মুনাফা অর্জন করতে পারবেন। তবে এভাবে ট্রেড করলে আপনি কখনও ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন না। এমনকি ফরেক্স আপনার ব্যালেন্স কোন না কোন সময় শূন্য হয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। আর এই সব কারণে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হবেন। তাহলে একবার ভাবুন এই রিক্স আপনার জন্য কতটা ক্ষতিকর হতে পারে।
-
আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রতিমাস এ ২০ থেকে ৪০ % পর্যন্ত লাভ হয় এই লাভ করে আমি খুশি আপনি যদি আরও ভাল করে ভাবে ট্রেড করতে পারবেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে আরও বেশি লাভ করতে পারবেন তাই আপনাকে ফরেক্স মার্কেট থেকে আরও ভাল লাভ করতে পারবেন আর লাভ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে হবে
-
ফরেক্স মার্কেটে আপনি অধিক রিক্স নিয়ে ব্যবসা করতে পারেন তার বদলে আপনি এই মার্কেট থেকে অধিক লাভবান হতে পারবেন। কিন্তু বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন না এতে করে আপনি মার্কেট থেকে খুব তাড়াতাড়ি আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। এমনকি ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি কখনও ভাল কিছু শিখতে পারবেন না। এজন্য আমি মনে করি ফরেক্স মার্কেটে বেশি রিক্স নিয়ে ব্যবসা করা ভাল হবে না।
-
আমার মতে ফরেক্স বাজারে উচ্চ ঝুকিনিয়ে ট্রেড করাটা উচিত নয়। কারণ কেউ বলতে পারবে না কখন তার ভুল ট্রেড হবে আর সেই ট্রেড থেকে তার বড় ধরনের ক্ষতি হবে। তাছাড়া উচ্চ ঝুকি নিয়ে ট্রেড করলে বাজার ঠিকমত বিশ্লেষণ করা যায় না। এর ফলে ক্ষতির পরিমাণটা বেড়ে যায়। আপনি যদি কম ঝুকি নিয়ে ট্রেড করেন তাহলে আপনি আপনার মনকেউ ট্রেডিং এর সময় নিয়ন্ত্রণ করতে পারবেন আর মুনাফাও ভালভাবে করতে পারবেন।
-
ফরেক্স এমন একটি ব্যবসা এখানে রিক্স নিয়ে আপনি কোন দিন সফলতা আনতে পারবেন না। কারণ দু’একবার হয়তো ভাল প্রফিট অর্জন করতে পারবেন কিন্তু পরক্ষণে লোভের কারণে সমুদয় মুলধন হারাতেও পারেন। তাছাড়া রিক্স নিয়ে ট্রেড করলে কখন আপনি সঠিকভাবে বাজার বিশ্লেষণ করতে পারবেন না ফলে এতে করে আপনার আয়ের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।
-
ফরেক্সে প্রতিটিা ট্রেডেই প্রচুর ঝুঁকি থাকে কারণ মার্কেট সবসময় আমাদের অনূকূলে থাকে না যার কারণে আমরা যে সব ট্রেড ওপেন করি তা সবসময় উঠানামার মধ্য দিয়ে যায় এতে করে কেউ আগে থেকে বলতে পারে না যে এখানে নিশ্চিত লাভ হবে ! আমরা যারা নতুন ট্রেডার আছি তাদের সবসময় উচিত হবে যত পারা কম করে রিস্ক নেওয়ার চেষ্টা করা কারণ বেশি রিস্ক নিলে অনেক সময় একাউন্ট জিরো হতে বেশি সময় নেয় না
-
নবাগত ট্রেডার রিস্ক নিয়ে ট্রেড করা মানে নিজের ক্ষতি নিজে করা। একজন ভাল মানের ট্রেডার হতে হলে আপনাকে যথেষ্ঠ ধৈর্য্যশীল হতে হবে। আপনার প্রতিটি ট্রেড নিতে হবে ভালভাবে ফিল্টার করে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড নিতে হবে আপনার নিজস্ব সিস্টেম এর সিগ্ন্যাল অনুযায়ী। ফরেক্স ট্রেড করতে হলে অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না লস হওয়ার সম্ভাবনা বেশী। সঠিক ট্রেড করতে হলে প্রথম যথেষ্ঠ ধৈর্য্য নিয়ে ট্রেড করতে হবে।
-
সাাধারনভাবে রিস্ক নিয়ে ট্রেড করলে হয়ত২ বা ১ বার লাভ হতে পারে কিন্তু বারবার যে তা হবে এমন ভাবার কোন কারন নেই। যখন লস হবে তখন হয়ত একবারে একাউন্ট ফাকা করে দিতে পারে। তাই রিস্কের থেকে হিসাব করে ট্রেডিং করাটাই বেশি ভাল।
-
রিস্ক নিয়ে ট্রেড করলে লসের সম্ভাবনা সবসময়ই বেশি থাকে।আমাদেরকে সবসময় ধৈর্য্য ধরে ট্রেড করতে হবে তাহলে ভালো ফল পাবো আমরা।যদিও লসেও তখনও ধৈর্য্য ধারন করতে হবে কারন লসের বশে বেশি রিস্ক নিলে তখন আরো বেশি লস হবার সম্ভাবনা থাকবে।
-
ভাই এখানে বেশি পরিমাণে রিস্ক নিয়ে ব্যালেন্স খালি করার থেকে কম রিস্ক নিয়ে একটু করে প্রফিট করাই বুদ্ধিমানের পরিচয় হবে। কেননা এই ফরেক্স মার্কেটটি এমনিতেই অনেক রিসকি একটা ব্যবসা। তাই বুঝে শুনে গভীর চিন্তা-ভাবনা করে তারপর আপনাকে ডিসিসন নিতে হবে। কিন্তু আপনি যদি এক্সপার্ট লেবেলের ট্রেডার হন এবং ট্রেডিং এ আপনার ব্যালেন্সের বেকাপ যদি রাখতে পারেন, তাহলে একটু রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন।
-
আসলে রিক্স নিয়ে তখনই একজন ট্রেডার ট্রেড করে থাকে যখন তাকে হিউজ প্রফিট করতে হতে পারে অল্প সময়ে। আমি নিজেও এক সময় ৩০০/৪০০ % প্রফিট করেছি যখন রিকভারি মুডে ট্রেড করেছি। কিন্তু এর ফল কখনও ভাল হয় না বলে আমার অভিজ্ঞতা থেকে জানি। তাই কম রিক্স নিয়ে বেশি প্রফিট করতে শিখুন আখেরে লাভবান হবেনই।
-
রিস্ক যত বেশি লাভ ততবেশি তেমনি লসও ততবেশি ।তাই রিস্ক নিয়ে লাভ করার আগে চিন্তা করুন বেশি রিস্কে ব্যালেন্সের কি হবে টিকে থাকতে পারবেন তো ।তাই ব্যালেন্সের চিন্তা মাথায় রেখে রিস্ক কমিয়ে ছোট ছোট লাভ করার চিন্তা করুন ।
-
আমি কখনোই রিস্ক নিয়ে ট্রেড করা কে সাপোর্ট করি না , আর আমি নিজে ত রিস্ক নেয় না বললেই চলে । তবুও বিজনেস করতে গেলে রিস্ক ত থাকবেই । তাই যেটুকু রিস্ক না নিলে বিজনেস করা সম্ভব না , আমি শুধুমাত্র সেটুকুই রিস্ক নেয় । আর সকলের উচিত ফরেক্স মার্কেট এ বেশি রিস্ক নিয়ে ট্রেড না করা বলে আমি মনে করি ।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে রিক্স নিয়ে ট্রেড করা বুদ্ধিমানের কাজ নয়।আপনি যদি অতিরক্ত লাভের আশায় লোভে পরে আপনার একাউন্টের উপর বিশাল ধরনের রিক্স নিয়ে ট্রেড করেন।আর যদি ট্রেডটি আপনার বিপক্ষে যায় একবার ভাবুনতো আপনি কতবড় লসের সমূখিন হবেন।তবে ফরেক্স মার্কেটে উপযুক্ত রিক্স নিয়ে ট্রেড করা যায়।যে রিক্স নিলে আপনার একাউন্টের উপর তেমন কোন প্রভাব পড়বেনা।ফরেক্স মার্কেটে এই ধরনের রিক্স নিলে আপন লাভবান হতে পারবেন।
-
আমি কখনোই রিস্ক নিয়ে ট্রেড করা কে সাপোর্ট করি না , আর আমি নিজে ত রিস্ক নেয় না বললেই চলে । তবুও বিজনেস করতে গেলে রিস্ক ত থাকবেই । তাই যেটুকু রিস্ক না নিলে বিজনেস করা সম্ভব না , আমি শুধুমাত্র সেটুকুই রিস্ক নেয় । আর সকলের উচিত ফরেক্স মার্কেট এ বেশি রিস্ক নিয়ে ট্রেড না করা বলে আমি মনে করি ।
-
ফরেক্স ট্রেডিংয়ে ঝুকি সব সময়ই থাকে শুধু ফরেক্স ব্যবসায়ই নয় সব ধরনের ব্যবসায়ই কম বেশি ঝুকি রয়েছে।কারেন্সির চাহিদার কারনে যেকোনো সময় মার্কেটে বড় ধরনের ট্রেন্ড আসতে পারে এবং হতে পারে সেই মার্কেট মুভমেন্ট আপনার ট্রেডের প্রতিকূলে তখন কিন্তু আপনার ঝুকি আরও অনেকাংশে বেড়ে যাবে। তবে আমি মনে করি ওভার রিক্স ফরেক্স ট্রেডিংয়ে আপনাকে খুব দ্রুত যেমন নির্স করে দিতে পারে ঠিক তেমনি খুব দ্রুতই আপনাকে অনেক ভাল প্রফিট অর্জন করে দিতে পারে তবে সেই সকল ফরেক্স ট্রেডাররাই ওভার রিক্স নিয়ে ফরেক্স ট্রেডিং থেকে ভাল প্রফিট অর্জন করতে পারে যারা ফরেক্স ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ।
-
ফরেক্স মার্কেটে রিস্ক নিয়ে ট্রেড করা মানে হচ্ছে নিজে পায়ে নিজে কুড়াল মাড়ার মত, এই ক্ষেত্রে ভাগ্য সহায় না হলে রিস্ক তখন আপনার ব্যালেন্স এর জন্য রিস্ক হয়ে যাবে। সবসময় ভাগ্য আপনার সাথে নাও থাকতে পারে আর তখন ওভার কনফিডেন্ট কাজে লাগবে না। কনফিডেন্ট থাকা ভাল তবে ওভার কনফিডেন্ট ভাল না। একদিকে ঝুকি যেমন আপনাকে ভাল প্রফিট এনে দিতে পারে আবার অন্যদিকে মার্কেটের উলটা মুভমেন্ট আপনার ব্যালেন্স জিরোও করে দিতে পারে।
-
রিস্ক নিয়ে ট্রেড করলে হয়ত২ বা ১ বার লাভ হতে পারে কিন্তু বারবার যে তা হবে এমন ভাবার কোন কারন নেই। যখন লস হবে তখন হয়ত একবারে একাউন্ট ফাকা করে দিতে পারে। তাই রিস্কের থেকে হিসাব করে ট্রেডিং করাটাই বেশি ভাল।
-
প্রত্যক মানুষেই কথায় কথায় বলে রিক্স না নিলে নাকি জিবনে উন্নতি করা জায়না। কিন্তু ফরেক্স মার্কেটে আপনি যদি রিক্স নিয়ে ট্রেড করতে যান তাহলে আপনার লাভের ছেয়ে ক্ষতি বেশি হবে। তবে একাউন্ট বেশি ব্যলেন্স থাকলে রিক্স নেওয়া যায়।
-
ফরেক্সে রিস্ক নিয়ে ট্রেড করা মানেই হল নিজের ক্যাপিটাল কে রিস্কে ফেলে দেয়া । অনেকেই বলে থাকেন যে রিস্ক নিয়েও মাঝে মাঝে ভাল লাভ করা যায় । হ্যাঁ কথাটি সত্য তবে এই রকম লাভের ট্রেডের সংখ্যা লসের ট্রেডের তুলনায় নিতান্তই অনেক কম । আর রিস্ক নিলে বেশী লস হয় বলে সেই রিস্ক পুনুরুদ্ধার করা অত্যন্ত দুরুহ একটি কাজ । একটি ট্রেড লাভ করা যতটা কঠিন তার চেয়েও বেশী কঠিন হল আরেকটি ট্রেড করে একই লস পুনুরুদ্ধার করা যায় না । আরও একাধিক ট্রেড করতে হয় । তাই রিস্ক নিয়ে মানসিক চাপ তৈরি করার কোন মানেই হয় না ।