-
ফরেক্স এমন একটি মার্কেট আর এখানে আবেগের কোন স্থান নেই। আবেগ নিয়ে ট্রেডিং করতে গেলে হবে না। লস করতে হবে। আগে পিছে ভেবে তারপরে ট্রেডিং করতে হবে। কারন এটা তাকার খেলা। এখানে লস করা যাবে না। আবাগ দিয়ে কন কিছু সম্ভব না। ত্রেয়াদ করতে হলে আবেগ পরিহার কপ্রতে হবে।
-
আমি ও মনে করি ফরেক্স মার্কেট এ আবেগ দিয়ে ট্রেড করা উচিত না আপনি যদি ফরেক্স মার্কেট এ আবেগ দিয়ে ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লস করতে পারেন তাই আবেগ দিয়ে ট্রেড করতে হয় না আমিও ফরেক্স মার্কেট এ আবেগ ছাড়া ট্রেড করতে চেচটা করি আপনি আবেগ ছাড়া ট্রেড করে দেখুন আপনি ও ফরেক্স মার্কেট এ ভাল লাভ করতে পারবেন ডলার হলে টিপি স্টপ লস দিয়ে ল্যাপটপ বন্ধ করে দিবেন তা হলে আর আবেগ কাজ করবে না
-
কথাটা ঠিকই । একজন সফল ব্যবসায়ী অবশ্যই নিজেকে অাগে নিয়ন্ত্রণ করে তারপর ট্রেড করে । যে ট্রডার অাগ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অারমা বেশী করে মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা কখনোই এ্যানালাইসিস ছাড়া কাজ করব না । যে ট্রেডার যত বেশী সময় দিতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
একজন সফল ট্রেডার একটা ট্রেড নিতে অনেক দিক বিবেচনা করে নেন। মার্কেট এ কোন নিউজ আছে কি না। বা বড় ধরনের কোন ইভেন্ট কোন দেশে ঘটছে কি না। সেই সব দিকে বিবেচনা করতে হয়। আর এই সব দিক বিবেচনা করেন বিধায় মার্কেট এ সফল ট্রেডাররা সহজে লস করেন না।
-
শুধু ফরেক্স ব্যাবসায় কেন জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য আবেগ একটি বড় ধরনের বাধা সৃষ্টি করে থাকে৷মাসে যদি ২/১ টি ভালো ট্রেডের মাধ্যমে আমরা কিছু প্রফিট করে নিতে পারি তাহলে মাস শেষে আমরা প্রফিটেড ট্রেডার হিসেবে টিকে থাকতে পারি৷এটাই আমাদের পেশাদার ট্রেডার হতে এগিয়ে নিয়ে যাবে৷
-
একজন সফল ব্যবসায়ী বা প্রফেশনাল ট্রেডারের বৈশিষ্ট্য হল সবসময় যুক্তিবাদী পরিকল্পনা । সে সবসময় নিজেকে আবেকবিহীন ভাবে সঠিক প্রসেসে সামনে আগানোর চেষ্টায় রত থাকবে । সে তার আত্মবিস্বাসের ধারাবাহিকতায় নির্লোভ প্রক্রিয়ায় একজন পেশাজীবি ট্রেডারের মত করে মাসে ১ টা কিংবা ২ টা ট্রেড নিয়ে মানি ম্যানেজমেন্টকে ফলো করে সুযোগের অপেক্ষায় থাকবে । সুতরাং এটাই হচ্ছে একজন সফল ব্যবসায়ীর নিজেকে নিয়ন্ত্রণ করে কাজে লাগানোর মূল হাতিয়ার ।
-
ফরেক্স মার্কেট এ আবেগ কাজ করলে নির্ঘাত লস সুতরাং আবেগ কে নিয়ন্ত্রন করা জানতে হবে। দক্ষ ট্রেডাররা কখনও আবেগ কে স্থান দেন না বরং যুক্তিযুক্ত ট্রেডের অপেক্ষায় থাকে। দক্ষ ট্রেডার অপেক্ষা করেন কখন তার নিজের সিস্টেমি সিগন্যাল দিবে তখন তিনি ট্রেড নিবেন। যদি নিজের সিস্টেম অনুযায়ী সিগন্যাল না পান তো সে অনুযায়ী ট্রেড করেন না। আর আমরা যখন আবেগ বসবর্তী হই তার মানে আমাদের জ্ঞানের অভাব। যেখানে ভাল জ্ঞান থাকবে সেখানে আবেগ থাকবে না।
-
আবেগ নিয়ন্ত্রণ করাই ফরেক্স মাকের্টে সবচেয়ে বড় বিষয় বলে আমার মনে হয় । সব জায়গায় যেমন সবকিছু চলেনা তেমনি ফরেক্স মাকের্টেও আবেগ চলেনা । এখানে আপনাকে লজিক দিয়ে কাজ করতে হবে । আর ধৈর্যের ক্ষেত্রেতো আরো বেশি বলে আমার মনে হয় । প্রচুর ধৈর্য লাগে এখানে টিকে থাকতে হলে ।
-
ফরেক্স ট্রেডিং করতে চাইলে আবেগকে চান্দে পাঠিয়ে দিন। কারন আবেগ দিয়ে অনেক কিছূ হলেও ফরেক্স কিন্ত ভিন্ন।ফরেক্সে আবেগ তাড়িত হয়ে কিছু করলে আপনি লস সামলাতে পারবেন না।লস আপনাকে ফকির বানাবে।
-
হ্যা ভাই আপনি উচিত কথাই বলেছেন। ফরেক্স মার্কেটে মানুষের আবেগ, লোভ কিংবা অদক্ষতা এসবের কোন স্থান নেই এখানে।কাজেই এখানে একজন সফল ব্যবসায়ী তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে নিজেকে যথেষ্ট কন্ট্রেলে রেখে ট্রেডিং এর প্রস্তুতি গ্রহণ করে থাকে। সুতরাং আমাদেরকেও তাদের গতিবিধি অনুসরণ করে চলার চেষ্টা করতে হবে।
-
আমি বলবো আসলে ভাল ট্রেডার মোক্ষম সময় সহজেই বুঝতে পারে । আর তারা সে সময়ের জন্য অপেক্ষা করতে থাকে । কারণ তারা দীর্ঘ সময়ের জন্য ফরেক্স মর্কােটকে নিয়ে সাধনা করেছে সফল হওয়ার জন্য । আর সাধনা কখনো তার প্রাপ্য না দিয়ে কাউকে ফিরিয়ে দেয় না । আর আমাদেরকে অবশ্যই সফল হতে হবে এই মার্কেটে আর সবাই তাই চায় তবে আমাদেরকে সফল হতে হলে সফলদেরকে অণুসরণ করতে হবে । আমি মনে করি যে আবেগকে নিয়ন্ত্রন করতে পারলেই আমরা এখানে অর্ধেক সফল হতে পারবো।
-
আপনি ঠিকই বলেছেন আপনার কথার সাথে আমি একমত। ফরেক্স ট্রেডিংএ আবেগের কোন স্থান নেই। আবেগ নিয়ে ট্রেডিং করতে গেলে হবে না। লস করতে হবে। আগে পিছে ভেবে তারপরে ট্রেডিং করতে হবে। কারন এটা তাকার খেলা। এখানে লস করা যাবে না। লস করলে সেটা পুরন করতে হবে।
-
ফরেক্স ট্রেডিংএ আবেগের কোন স্থান নেই। আবেগ নিয়ে ট্রেডিং করতে গেলে হবে না। লস করতে হবে। আগে পিছে ভেবে তারপরে ট্রেডিং করতে হবে। কারন এটা তাকার খেলা। এখানে লস করা যাবে না। আবাগ দিয়ে কন কিছু সম্ভব না। ত্রেয়াদ করতে হলে আবেগ পরিহার করতে হবে।
-
একজন সফল ব্যবসায়ী নিজেকে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রন করতে পারে।আর ফরেক্সে এটাই হচ্ছে একজন সফল ব্যবসায়ী প্রধান ণ্ডণ।একজন সফল ব্যবসায়ী ফরেক্সে অতিরক্ত ট্রেড করেনা তারা সুযোগের অপেক্ষায় অর্থাৎ ভালো সিগনালের জন্য আপেক্ষা করে।
-
একজন ফরেক্স ব্যবসায়ী যদি নিজেকে নিয়ন্ত্রন করে ট্রেড করতে পারে তাহলে সে প্রতি মাসে কম করে হলে ভালো মানের পিপ্স লাভ করতে পারবে। তবে তার জন্য অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। কারন ফরেক্স অনেক ধৈর্যের জায়গা। ফরেক্স মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সাথে ট্রেড করতে পারলে টিকে থাকা সম্ভব।
-
একজন সফল ব্যবসায়ী কখনোই আবেগের দ্বারা প্রভাবিত হয় না। বরং সে খুব ভালোভাবেই আবেগকে নিয়ন্ত্রণ করে থাকে।আর সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে বলেই সে আজ সফল ট্রেডার এ পরিণত হয়েছে। তাছাড়া সে খুব ভাল করেই জানে ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই।ঠিক তেমনি আমাদের কেউ যদি সফল ট্রেডার এ পরিণত হতে হয় তাহলে অবশ্যই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা যেসকল ট্রেডার আবেগের দ্বারা প্রভাবিত হয়ে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করেছে তারাই অতিরিক্ত লস করে ব্যালেন্স হারানোর কারণে ফরেক্স থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।তাই ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করার পূর্বে আমাদেরকে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে জেনে বুঝে আবেগকে নিয়ন্ত্রণে রেখে ট্রেড করতে হবে।তবেই আমরা ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করার মাধ্যমে আয় করতে পার। অন্যথায় লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
-
আমি মনে করি যে, ফরেক্স মার্কেট এ সফল ব্যবসায়ী নিজেকে সবধরনের দোষথেকে দূরে রেখে ভালোভাবে ট্রেড করে খাকে।সফল ব্যবসায়ীরা সবসময়ই আবেগকে পরিহার করে ট্রেড করে। তারা ফরেক্সে যাবতীয় ভালো দক্ষতার প্রবেশ ঘটিয়ে ফরেক্সে নিয়মিত প্রফিট করে থাকে।এজন্য সফল ব্যবসায়ীরা নিজের বাজে গুনাবলী পরিহার করে ভালো গুনাবলির সাহায্য ট্রেড করে বলে নিয়মিত প্রফিট করতে পারে।
-
প্রতিরোধের স্তরে প্রযুক্তিগত সংশোধন করা অব্যাহত রেখেছে, যেখান থেকে বারবার নিম্নমুখী প্রবণতা থাকতে পারে। একটি বিকল্প দৃশ্যটি সমতল বা বর্তমান বাজারের উদ্ধৃতিগুলির নিম্নমুখী প্রবণতার ধারাবাহিকতা, যার লক্ষ্য মূল্য চিহ্নের ক্ষেত্রে একটি অনুভূমিক সমর্থন লাইন হবে আশা করি আপনি ভাল থাকবেন গতকাল একটি ভাল বোনাস আছে এবং ভাল পান। কঠোর পরিশ্রম করুন এবং ভাল পুরষ্কার পান। আমাদের সাথে আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ, আপনার জার্নালটি ভাল চলছে। আপনি একেবারে ঠিক বলেছেন হলুদ ধাতু নীচে নেমে যাচ্ছে। খারাপভাবে এটি বেয়ারিশ আমি মনে করি না এটি আরও খারাপ দিকে যাচ্ছে। সোমবার ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক হবে। সপ্তাহান্তিক কালটি ভালো কাটুক.
-
ফরেক্স ট্রেডিং এ আবেগের কোন স্থান নেই। আবেগ নিয়ে ট্রেডিং করতে গেলে হবে না। লস করতে হবে। আগে পিছে ভেবে তারপরে ট্রেডিং করতে হবে। কারন এটা জ্ঞান এবং বুদ্ধির খেলা। এখানে লস করা যাবে না কারণ আপনি অনেকটাই পিছিয়ে যাবেন । আবেগ দিয়ে ভালো কিছু করা সম্ভব না। ট্রেড করতে হলে আবেগ পরিহার করতে হবে এর কোন বিকল্প নেই।
-
ফরেক্স মার্কেট এ একজন সফল ফরেক্স ব্যবসায়ি ফরেক্স থেকে অনেক সহজে দক্ষতার সাথে ইনকাম করতে পারে। তারা ফরেক্স মার্কেট এ সফল, তারা অনেক কিছু দেখে ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে ইনকাম করে থাকে। তারা মানি ম্যানেজমেন্ট সিস্টেম, ফরেক্স মার্কেট এনালাইসিস, ফরেক্স নিউজ দেখে ট্রেডিং করে থাকে।
-
প্রথমত ফরেক্স মার্কেটে কাজ করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন । আর ধৈর্য সবসময়ই সুফল বয়ে আনে । আমরা সবাই জানি যে,,, ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য উপযুক্ত অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন,,, আর যদি আমরা মাথা গরম করে তাড়াহুড়ো করে ট্রেড ওপেন করি তাহলে তাতে করে ট্রেডে লচের সম্মুখীন হতে হয় । তাই আমাদের উচিত জেনে বুঝে ভুল না করা । সবসময় আমাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় চিন্তামুক্ত থাকা এবং ধৈর্যের সহিত ট্রেড ওপেন করা,,, তাহলে সফলতা আমাদের অবশ্যই কাম্য ।
-
আপনি যদি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে চান সেক্ষেত্রে আপনাকে একজন ব্যবসায়ীর মত চিন্তা করতে হবে । কারণ একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন সে ব্যবসাটা ভালোভাবে বুঝে তারপর নিজেকে সেই ব্যবসাতে নিজেকে নিযুক্ত করে এবং তারপরেই সে সফল হয় । তেমনি ফরেক্স ট্রেডিং এ সফল হতে হলে আপনার ইমশন নিয়ন্ত্রন করতে হবে । ব্যবসাতে আবেগের কোন জায়গা নেই । তাই ফরেক্স ট্রেডিং এ সফল হতে হলে নিজেকে খুবই দক্ষতার পরিচয় দিতে হবে ।
-
যারা সফল হতে পারে না তাদের অবশ্যই কোন বিষয়ে ত্রুটি আছে । যার কারনে প্রফিট করতে পারে না। আর সফল ব্যবসায়ীরা সব সময় অনেক নিয়ম কানুন মেনে চলে। তারা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে। ওভার ট্রেড করে না। ইমোশনাল হয়ে লস হলেই সাথে সাথে ট্রেড করে না।
-
একজন ব্যবসায়িক পরিপূর্ণভাবে হয়ে উঠতে হলে অনেক বিষয়ে নিজের মধ্যে পরিবর্তন আনতে হয় কারণ শুধু পরিশ্রমের মাধ্যমেই যদি সফলতা পাওয়া যেত তাহলে সবাই ব্যবসা করত । আর ধৈর্য এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হল একজন ব্যবসায়িকের সবচেয়ে বড় গুন যা তাকে যে কোন ব্যবসায়ের ক্ষেত্রে সফলতার চূড়ান্ত ধাপে পউছে দিতে পারে । তাই একজন ট্রেডারকেও হতে হবে সিদ্ধান্ত নেয়ার ব্যপারে অনেক স্থির বুদ্ধি সম্পন্ন , তা না হলে আবেগের বশে কোন সিদ্ধান্ত নিলে তা শুধু অর্থ লসের কারণই হয়ে দাঁড়াবে ।
-
আবেগ জিনিসটি ফরেক্স এ একটি বাধা.আমরা এইখানে অন্নেক সময় সঠিকভাবে এগিয়ে যেতে থাকি কিন্তু আবেগ এর ফলে আমরা আমাদের ডিসিশন বদলিয়ে ফেলে.যেহেতু মার্কেট অনেক অস্থিতিশীল তাই মার্কেট বিভিন্ন দিকে টার্ন করতে থাকে কিন্তু এই টার্ন এর ফলে আবেগপ্রবণ হয়ে গেলে আমরা অভিজ্ঞতা দিয়ে চিন্তা করতে পারিনা ফলে আমাদের লস করতে হয়.
-
শুধু ফরেক্স ব্যাবসায় কেন জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য আবেগ একটি বড় ধরনের বাধা সৃষ্টি করে থাকে৷মাসে যদি ২/১ টি ভালো ট্রেডের মাধ্যমে আমরা কিছু প্রফিট করে নিতে পারি তাহলে মাস শেষে আমরা প্রফিটেড ট্রেডার হিসেবে টিকে থাকতে পারি৷এটাই আমাদের পেশাদার ট্রেডার হতে এগিয়ে নিয়ে যাবে৷
-
আবেগ আমাদের অনেক বড় একটা শত্রু । আর সে শত্রু সর্বদা ব্যস্ত থাকে আমাদের হারিয়ে দিতে । আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেকে নিয়ন্ত্রন করা শিখতে হবে । কেননা যে নিজেকে নিয়ন্ত্রন করতে পারে না সে কখনো অন্য কোন কিছু নিয়ন্ত্রন করতে পারে না । নিজের ভাল ব্যবস্থাপনার উপর ট্রেডিং ম্যানেজমেন্ট নির্ভর করে ।
-
ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে নিয়ন্ত্রণ করা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্স মার্কেট থেকে ভালো মানের লাভ করা সম্ভব হবে তাই প্রথমে ট্রেড করার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, অতএব, নিজেকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ ফরেক্স মার্কেটের মা।
-
আমি ও মনে করি ফরেক্স মার্কেট এ আবেগ দিয়ে ট্রেড করা উচিত না আপনি যদি ফরেক্স মার্কেট এ আবেগ দিয়ে ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লস করতে পারেন তাই আবেগ দিয়ে ট্রেড করতে হয় না আমিও ফরেক্স মার্কেট এ আবেগ ছাড়া ট্রেড করতে চেচটা করি আপনি আবেগ ছাড়া ট্রেড করে দেখুন আপনি ও ফরেক্স মার্কেট এ ভাল লাভ করতে পারবেন ডলার হলে টিপি স্টপ লস দিয়ে ল্যাপটপ বন্ধ করে দিবেন তা হলে আর আবেগ কাজ করবে না
-
আবেগ সকলেরই কমবেশি কাজ করে তবে ফরেক্স মার্কেটে আবেগ দিয়ে চললে হবে না। আবেগকে সরিয়ে বুদ্ধি খাটিয়ে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে। আমরা যত বেশি আবেগপ্রবণ হবো ততো বেশি লস করতে থাকবো এই মার্কেটে। আর আবেগকে সরাতে পারলেই লাভ ফরেক্সে থেকে ভালো করা সম্ভব হবে।
-
আসলে ভাল ট্রেডার মোক্ষম সময় সহজেই বুঝতে পারে । আর তারা সে সময়ের জন্য অপেক্ষা করতে থাকে । কারণ তারা দীর্ঘ সময়ের জন্য ফরেক্স মর্কােটকে নিয়ে সাধনা করেছে সফল হওয়ার জন্য । আর সাধনা কখনো তার প্রাপ্য না দিয়ে কাউকে ফিরিয়ে দেয় না । আর আমাদেরকে অবশ্যই সফল হতে হবে এই মার্কেটে আর সবাই তাই চায় তবে আমাদেরকে সফল হতে হলে সফলদেরকে অণুসরণ করতে হবে । আমি মনে করি যে আবেগকে নিয়ন্ত্রন করতে পারলেই আমরা এখানে অর্ধেক সফল হতে পারব ।
-
আমি আনোয়ার ভাইকে বিশ্বাস করি। বৈদেশিক মুদ্রা কেনা বেচায় আবেগের কোনও ক্ষেত্র নেই। আপনাকে আবেগের সাথে পরিবর্তন করতে হবে না। হারান. আপনাকে প্রথমে ধরে নিতে হবে এবং তারপরে বাণিজ্য করতে হবে। কারণ এটি বিপদের একটি খেলা। এই মুহুর্তে ভুল জায়গায় স্থাপন করা যাবে না। যদি আপনি হেরে যান তবে আপনার এটির জন্য প্রস্তুতি নেওয়া উচিত।
-
আসলে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিজের আবেগ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় বিষয় । যে যত বেশি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে তত বেশি সফল হয় । কারন ফরেক্স সর্ম্পকে কম বেশি আমরা সবাই কিছুটা হলেও জানি ।
-
ব্যাবসা মানে লাভ এবং ক্ষতি।সকল ব্যযবসায় লাভ এবং ক্ষতি দুটোই আছে।যারা ব্যাবসা করে লাভ করতে পারে তার সফল ব্যাবসায়ী আর যারা পারে না তারা সফল হতে পারে না।
কিন্তু কোন ব্যাবসায়ে আবেগ থাকা ভালো না।আবেগ খুব খারপ জীনিস। ব্যাবসায়ে আবেগ থাকলে অনেক বড় ক্ষতি হতে পারে।একজন সফল ব্যাবসায়ী হতে হলে অবশ্যই আবেগ বাদ দিইয়ে নিজেকে নিয়ন্ত্রন লরতে হবে।
-
ফরেক্স এমন একটি মার্কেট আর এখানে আবেগের কোন স্থান নেই। আবেগ নিয়ে ট্রেডিং করতে গেলে হবে না। লস করতে হবে। আগে পিছে ভেবে তারপরে ট্রেডিং করতে হবে। কারন এটা তাকার খেলা। এখানে লস করা যাবে না। আবাগ দিয়ে কন কিছু সম্ভব না। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে নিজেকে যথেষ্ট কন্ট্রেলে রেখে ট্রেডিং এর প্রস্তুতি গ্রহণ করে থাকে। সুতরাং আমাদেরকেও তাদের গতিবিধি অনুসরণ করে চলার চেষ্টা করতে হবে।
-
ফরেক্স সম্পর্কে যার যত বেশি জ্ঞান দক্ষতা সে ফরেক্স থেকে তত বেশি ভাল করতে পারবে । ফরেক্সে সফল হতে হলে ফরেক্সে লোভ করা যাবে না । লোভকে কন্ট্রোল করে ফরেক্সে বুঝে কাজ করতে পারলে ফরেক্স থেকে অনেক কিছু অর্জন করা যাবে । আমাদেরকে অবশ্যই সফল হতে হবে এই মার্কেটে আর সবাই তাই চায় তবে আমাদেরকে সফল হতে হলে সফলদেরকে অণুসরণ করতে হবে । আমি মনে করি যে আবেগকে নিয়ন্ত্রন করতে পারলেই আমরা এখানে অর্ধেক সফল হতে পারবো।
-
একজন সফল ব্যবসায়ী নিজেকে সবধরনের দোষথেকে দূরে রেখে ভালোভাবে ট্রেড করে খাকে।সফল ব্যবসায়ীরা সবসময়ই আবেগকে পরিহার করে ট্রেড করে। তারা ফরেক্সে যাবতীয় ভালো দক্ষতার প্রবেশ ঘটিয়ে ফরেক্সে নিয়মিত প্রফিট করে থাকে।এজন্য সফল ব্যবসায়ীরা নিজের বাজে গুনাবলী পরিহার করে ভালো গুনাবলির সাহায্য ট্রেড করে বলে নিয়মিত প্রফিট করতে পারে।
-
আবেগ আমাদের অনেক বড় একটা শত্রু । আর সে শত্রু সর্বদা ব্যস্ত থাকে আমাদের হারিয়ে দিতে । আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেকে নিয়ন্ত্রন করা শিখতে হবে । কেননা যে নিজেকে নিয়ন্ত্রন করতে পারে না সে কখনো অন্য কোন কিছু নিয়ন্ত্রন করতে পারে না । ফরেক্স মার্কেট এ সফল, তারা অনেক কিছু দেখে ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে ইনকাম করে থাকে। তারা মানি ম্যানেজমেন্ট সিস্টেম, ফরেক্স মার্কেট এনালাইসিস, ফরেক্স নিউজ দেখে ট্রেডিং করে থাকে।
-
আবেগ নিয়ন্ত্রণ করাই ফরেক্স মাকের্টে সবচেয়ে বড় বিষয় বলে আমার মনে হয়। সব জায়গায় যেমন সবকিছু চলেনা তেমনি ফরেক্স মাকের্টেও আবেগ চলেনা। এখানে আপনাকে লজিক দিয়ে কাজ করতে হবে । আর ধৈর্যের ক্ষেত্রেতো আরো বেশি বলে আমার মনে হয়। প্রচুর ধৈর্য লাগে এখানে টিকে থাকতে হলে।
-
আসলে ভাল ট্রেডার মোক্ষম সময় সহজেই বুঝতে পারে । আর তারা সে সময়ের জন্য অপেক্ষা করতে থাকে । কারণ তারা দীর্ঘ সময়ের জন্য ফরেক্স মর্কােটকে নিয়ে সাধনা করেছে সফল হওয়ার জন্য । আর সাধনা কখনো তার প্রাপ্য না দিয়ে কাউকে ফিরিয়ে দেয় না ।তারা ফরেক্সে যাবতীয় ভালো দক্ষতার প্রবেশ ঘটিয়ে ফরেক্সে নিয়মিত প্রফিট করে থাকে।এজন্য সফল ব্যবসায়ীরা নিজের বাজে গুনাবলী পরিহার করে ভালো গুনাবলির সাহায্য ট্রেড করে বলে নিয়মিত প্রফিট করতে পারে।