-
ফরেক্সে অংশগ্রহণ করার জন্য পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই।যেকোন প্রাপ্তবয়স্ক পুরুষ যেমন স্বীয় ইচ্ছায় ফরেক্সে ট্রেড করতে পারে তেমনি যেকোন নারীও স্বীয় ইচ্ছায় ফরেক্সে ট্রেড করতে পারে এবং সামর্থ্য অনুযায়ী প্রফিট করে নিতে পারে।সুতরাং আমার মতে পুরুষদের মতো নারীরাও ফরেক্সে অংশগ্রহণ করে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
-
আমি মনে করি মেয়েদের জন্য ফরেক্স অনেক ভাল কিছু।কারন অনেক মেয়ে ঘরে বসে থাকে।তারা ফরেক্স এর কাজ করে ঘরে বসে আয় করতে পারে।অনেক মেয়ে আসে জারা ফরেক্স এর কাজ করসে এবং আয় করছে।তাই বলা জায় যে মেয়ে ছেলে যে কোন লোক ফরেক্স এর কাজ করতে পারবে।যত কাজ করবে তারা ততো বেসি আগ্রহি হবে। অনেক বেসি গ্রাহক বারবে আর জনপ্রিয় হবে।জা সবার জন্য ভাল কিছু বয়ে আনবে।
-
ফরেক্স মার্কেটে মেয়েরাও অংশগ্রহণ করতে পারে যদি তাদের আগ্রহ থাকে,,যে সকল মেয়েরা ফরেক্স মার্কেট নিয়ে পড়াশোনা করে তারা ফরেক্স থেকে অনেক অর্থ ইনকাম করতে পারে,তাই মেয়েরা নিজেদের কাজ করার পরেও বাড়তি ইনকাম করতে পারে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে,,তাদের ফরেক্স নিউজ ভাল করে দেখিতে হবে।
-
ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই অনলাইন ভিত্তিক একটি বিজনেস। যা আমরা ঘরে বসেই একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের মাধ্যমেই ট্রেডিং করতে পারি। ফরেক্স বিজনেস স্বাধীন ও সবার জন্য উন্মুক্ত একটি বিজনেস। তাই কম্পিউটারের সামনে বসে কোন ছেলে নাকি মেয়ে ট্রেডিং করছে তা কোন বিষয় নয়। এই বিজনেস সবাই করতে পারে। যুবক-কিশোর-বৃদ্ধ সবাই এই বিজনেসে ট্রেডিং করতে পারে।
-
ফরেক্স এমন একটি কাজ যেটা মানুষ ঘরে বসে করতে পারে। এটা যে কোন মানুষ শুরু করতে পারে। ফরেক্স ট্রেড মেয়েরাও করতে পারে। আমি মনে করি ফরেক্স মেয়েদের জন্য খুব ভালো একটা সু্যোগ। তারা ঘরে বসে করতে পারে।
-
কিছুদিন আগে আমি একটা বই পড়েছিলাম । সেখানে উল্লেখ করা ছিল ফরেক্স মার্কেটে নাকি ছেলেদের থেকে মেয়েরা বেশি ভাল করতে পারে । কেননা ছেলেরা একই ভুল বার বার করে অার মেয়েরা সাধারণত এক বার একটা ভুল করলে সেটা আর করতে চাইনা । কেননা তাদের সাইকোলজি খুব দ্রুত ডেভোলট হয় । তাই অবশ্যই ফরেক্স মার্কেটে মেয়েরা অংশ গ্রহণ করতে পারে ।
-
পুরুষের পাশা পাশি এখন নারীরাও ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে অনেক অর্থ উপার্জন করতে পারে । বহিরবিশ্বে নারীরা ফরেক্স ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে নিজেকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলছে । কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক পিছিয়ে আছে । তাই আমি মনে করি আমাদের দেশের সকল নারী সমাজ কে ফরেক্স সম্পর্কে ভালো ধারণা দেওয়া । এবং আমরা যত টুকু ফরেক্স সম্পর্কে কে জানি তা তাদের জানানো উচিত । তাহলে তারা ফরেক্স ট্রেডিং এ ভালো ভাবে আগতে পারবে ।
-
ফরেক্স একটি উন্মুক্ত পেশা বা ব্যাবসা।।এটা যে কেউ করতে পারে।। ফরেক্স আমাদের অনেক সুবিধা প্রদান করে থাকে।। তাই ফরেক্সের সুবিধা গুলি কাজে লাগিয়ে ফরেক্সে ব্যাবসা করে লাভবান হতে পারি।।
-
ফরেক্সে অংশ গ্রহন করা নারী পুরুষ সকলের জন্য বৈধ । নারীরা ঘরের মধ্যে পর্দা সহকারে বসবাস করবে তা নয়, নারীদের জন্যও ব্যবসা করা জায়েজ । ফরেক্স মার্কেটে নারীরাও অংশ গ্রহন করতে পারবে , এতে নারীদের পর্দার ক্ষতি হয়না । নারীরা পর্দাসহ কারে ঘরে বসেই এ কাজ করতে পারে । এতে নারীর সংসার সুন্দরভাবে চলে ।
-
হ্যা, ফরেক্স এ মেয়েরাও অংশ নিতে পারেন। ফরেক্স এমন একটি আন্তর্জাতিক ও স্বাধীন ব্যবসায় যেখানে বিশ্বের যেকোনো জায়গা থেকে নারী-পুরুষ সকলে অংশ গ্রহণ করতে পারেন। ফরেক্স মেয়েদের জন্য ঘরে বসে আয় করার অনেক বড় একটি সোর্স। কারন ফরেক্স ট্রেডিং এর জন্য বাহিরে যেতে হয় না।
-
আমিও মনে মনে ফরেক্স মেয়েদের জন্য খুব ভালো একটা পেশা। কারন ফরেক্স করতে বাইরে যেতে হয় না। মেয়েরা বেশিরভাগ সময় বাসায় থাকে। তাই মেয়েদের জন্য খুব ভালো একটা পেশা। আর ফরেক্স করে সাব্লম্ব হওয়া সম্ভব।
আমাদের ফরেক্স সমপ্রকে মেয়েদের ধারনা দেওয়া উচিত।
-
ফরেক্স অ মেয়েরাও ফরেক্স করে থাকে.আর এমনটি এখন সচরাচর হচ্ছে.এখন মেয়েরাও ছেলেদের সাথে পাল্লা দিয়ে ফরেক্স করছে এবং সফলতার কাতারেও পা রাখছে.আর ফরেক্স এ ট্রেডিং করার ক্ষেত্রে লিঙ্গ কোনো ভিন্নতার সৃষ্টি করে না.তাই আপনি মেয়ে হন বা ছেলেই কোন আপনাকে ত্রাদের হতে হলে যা যা করতে হয় তার সবগুলোই করতে হবে.
-
একটা দেশ উন্নত হতে হলে দরকার সে দেশে ছেলে মেয়ে উভয়ের ভাল পরিশ্রম এবং নলেজ। আমি মনে করি আজকের এই যুগে যে মেয়েরা অনলাইনের সাথে যুক্ত নয় তারা দেশের কাজে আসতে একটু লেইট হতে পারে। ফরেক্স ছেলে কিবা মেয়ে যে কেও করতে পারে এতে কোন বাধা নেই। তাই আমি করি বাংলাদেশের এই ঘরুয়া পরিবেশের মেদেয়ের জন্য ঘরে বসে ফরেক্স করা টাই একমাত্র বেস্ট এমিন লাইফ।
-
আমাদের এই দরিদ্র দেশের এক বিশাল অংশ হচ্ছে নারী। প্রায় অর্ধেক বললেই চলে। শিক্ষায়ও তারা সমান তালে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। আর বেশি দেড়ি নয় , মেয়েরাও ফরেক্সে আমাদের সমান তালে এসে পড়বে। বরং আরও অগ্রগামী হবে।
-
যেহেতু মেয়েরা ঘরে থাকে সেহেতু তারা এই ধরণের কাজ করতে পারে।সুতরাং মেয়েদের জন্য ঘরে বসে আয়ের একটা সহজ মাধ্যম হচ্ছে ফরেক্স।এর থেকে মেয়েরা চাইলে ঘরে বসে আয় করতে পারে।সুতরাং যারা ভাল কম্পিউটার জানে তাদের জন্য এক কথায় ফরেক্স একটা অসাধারণ একটা বিষয়।সুতরাং এটা একবার তাদের চেষ্টা করা উচিত।
-
ফরেক্স এ কারেন্সি ট্রেডিং করা এমন একটি ব্যবসা, যা বিনা কায়িক শ্রমে ঘরে বসেই করা যায়। এই পরিবেশ টা মেয়েদের জন্য অত্যন্ত অনুকূল বলে আমার মনে হয়। আমাদের দেশে নারী দের একটা বড় অংশ এখনো বেকার। এই ব্যবসায় তারা অংশ গ্রহণ করলে দেশের বেকারদের একটা কর্মসংস্থান হবে এবং দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে।
-
ফরেক্স বিজনেস হচ্ছে অনলাইন ভিত্তিক মার্কেট এই মার্কেট যেকেউ চাইলে ট্রেড করতে পারে মেয়েদের জন্য ফরেক্স বিজনেস উন্নত মানের ব্যবসা।মেয়েরা চাইলে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করতে পারে।মেয়েরা ফরেক্স মার্কেট ঘরে বসে করে নিজের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারে।
-
বর্তমানে সবপেশাতেই মেয়েরা অংশ গ্রহন করছে। ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার । এই ব্যবসা করতে ছেলে মেয়ে কোন বিভেদ নেই। ফরেক্স সবার জন্য খোলা। আমার কাছে মনে হয় মেয়েদের জন্য ফরেক্স অনেক ভাল পেশা। কারন মেয়েদেরকে এই ব্যবসা করার জন্য কখনোই বাহিরে যেতে হবে না। ঘরে বসেই করতে পারবে।
-
ফরেক্স এ পুরুষ নারীর কোন সমস্যা নেই । এখানে যেকেউ ট্রেড করতে পারে । আমাদের দেশে এখন মেয়েরাও অনেক ক্ষেত্রে গুরুত্যপুরন ভুমিকা রাখছে । আমরা আশাবাদি খুব শিগগিরি মেয়েরাও ফরেক্স এ তাদের অবদান রাখবে এবং নিজের ও পরিবারের আরথিক সহযোগিতায় ভুমিকা রাখবে ।
-
ফরেক্স ব্যবসা সবার জন্য,এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফরেক্স ব্যবসা করতে পারে।অনেক মেয়েরা ঘরে বসে থাকে তারা চেষ্টা করলে ফরেক্স ব্যবসার মাধ্যমে অনেক আয় করতে পারে।আর এখন মেয়েরাও ফরেক্স ব্যবসার প্রতি আগ্রহী হচ্ছে।
-
আসলে ফরেক্সে মেয়ে ছেলে কোন তফাৎ নেই । কেননা ফরেক্স এমন একটা ব্যবসা যেটাতে বিশ্বের যে কোন প্রান্ত হতে বসে যে কেউ করতে পারে । আর আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েরা ধার্মিক হওয়ায় বাইরে কাজে অনেক কম অংশগ্রহণ করে । তাই তাদের জন্য ফরেক্স হতে পারে অসাধারণ একটা সুযোগ । কেননা এই ব্যবসা সম্পূর্ণরুপে তারা পর্দার ভিতর থেকে অর্থ্যাৎ নিজেদের ঘরে বসেই স্বাধীনভাবে কাজ করতে পারবে । আর ফরেক্সে কোন ধরনের যোগ্যতার মাপকাঠি নেই ।
-
আমি বলবো অবশ্যই মেয়েরাও ফরেক্স করতে পারবে । আর এখন ছেলেদের পাশাপাশি মেয়ে ট্রেডারদের সংখ্যা অনেক বেশি । এটা যেহেতু বাসায় বসে করা যায় । তাই শুধু সিস্টেম টা শিখলে যে কেউ ফরেক্স করতে পারে । আর মেয়েরা এখন অনেক দিকে এগিয়ে গেছে । তাই বিজনেস হিসেবে মেয়েরাও ফরেক্স কে পেশা হিসাবে নিতে পারে।
-
ফরেক্স যে কেউ করতে পারে
।। আমি মনে করি,, ফরেক্স মেয়েরা সিখতে পারলে তারা সেলেদের চাইতে বেশি প্রফিট করতে পারবে।। কারন মেয়েরা ছেলেদের চাইতে কম ইমুশনাল এবং মেয়েদের ধৈরয ও বেশি।। এই ২ টা গুন যার মধ্যে আছে সে অবশ্যুই ফরেক্সে ভাল প্রফিট করতে পারবে বলে আমি মনেকরি।।
-
কেন পারবে না ফরেক্স মার্কেটে সবাই অংশ গ্রহন করতে পারবেন বলে আমি মনে করি কারন ফরেক্স মার্কেট সবার জন্য আর এটাতে যদি মেয়েরা অংশ গ্রহন না করতে পারে তবে কি করে মেয়েরা সমান অধিকার পাবে। তবে ফরেক্স মার্কেটে যেই ট্রেড করোক না কেন সে যেন ভাল করে শিখে ট্রেড করে
-
ফরেক্সে ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহন করতে পারে। মেয়েদের জন্য ফরেক্স একটি উপযোগী পেশা। অনেকেই এখনো ফরেক্স সম্পর্কে অজ্ঞ। বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স এখনো তেমন জনপ্রিয় হয়ে উঠেনি। আমার মতে সরকারি ভাবে উদ্যোগ গ্রহন করে সকলেই ফরেক্স সম্পর্কে জানতে পারবে। তবে বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফরেক্স এ এগিয়ে আসছে। তাদের জন্য প্রয়োজন আরও প্রচার প্রসার এর ব্যবস্থা করা।
-
আমার ধারনা অনুযায়ী নারির অংশ গ্রহনে তেমন কোন সমস্যা নেই। কেননা ফরেক্স ট্রেডিং যেহেতু ঘরে বসে করা যায় তাই নারিদের অঅবজ্ঞা করার কোন কারণ আছে বলে আমি মনে করি না।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যার কোন বাধ্য বাধকতা নাই যে এটি পুরুষরাই করতে পারবে। মেয়েরাও সমান ভাবে ফরেক্স এ আংশগ্রহন করতে পারে। বাংলাদেশে আমার মতে ফরেক্স এ মেয়ে দের আংশ গ্রহন বেশি হওয়া উচিত। বাংলাদেশের মেয়েদের ফরেক্স থেকে পিছিয়ে থাকার পিছনে ফরেক্স সম্পরকে মেয়েদের জ্ঞান এর অভাব কেই আমি প্রধান কারন মনে করি। ফরেক্স এর জ্ঞান যদি মেয়েদের কাছে সঠিক ভাবে আগিয়ে দেওয়া যায় তবে মেয়েরাও ফরেক্স এ পুরুষ দের মত সমান ভাবে কাজ করতে পারবে।
-
ফরেক্সে ট্রেড করতে হলে আপনি ছেলে নাকি মেয়ে অথবা আপনি দেখতে কেমন বা কোন দেশের সেটি কখনই বিবেচ্য বিষয় না মূল বিষয় হল আপনি কেমন ফরেক্স ট্রেডিং জানেন আপনি এখানে কতটা ভাল ভাবে কেৌশলী হয়ে ট্রেড করতে পারবেন সেটিই মূল বিবেচ্য বিষয়।কোন প্রকারবৈষম্য ফরেক্স মার্কেটে নেই যে কোন বয়সের মানুষ এখানে সমান সুযোগ নিয়ে ট্রেড করার অধিকার রাখে।
-
ফরেক্র যে কােন ছেলে মেয়ে স্বাধীনভাবে করতে পারে । বরং মেয়েরা ছেলেদের তুলনায় ফরেক্র এ বেশী সময় দিতে পারে । আসল কথা হল এনালাইসিস যে যত ভাল ভাবে করতে পারবে ফরেক্র এ সে তত সফল কারন এনালাইসিস ই হল ফরেক্র এর মূল হাতিয়ার ।
-
অবশ্যই ফরেক্স ব্যবসা মেয়েরাও করতে পারে কারণ যে ব্যক্তি ইন্টারনেট সর্ম্পকে পারদর্শী সেই এই কাজ করতে পারে । সুতরাং অামরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য সকলকে উৎসাহ দিয়ে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আপনি ছেলে আর মেয়ে যাই হউন না কেন ফরেক্স ট্রেডিংযের ক্ষেত্রে এটি কোন বিবেচ্য বিষয় নয় আপনাকে ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞায় অবশ্যই পারদর্শিতা লাভ করতে হবে তাছাড়া আপনি কখনই এখানে কাজ করে টিকে থাকতে পারবেন না।তাই ছেলে মেয়ে এই কোন বিষয় না মূল বিষয় হল ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতা।
-
আমি মনে করি অবশ্যই মেয়েরাও ফরেক্স করতে পারবে । আর এখন ছেলেদের পাশাপাশি মেয়ে ট্রেডারদের সংখ্যা অনেক বেশি । এটা যেহেতু বাসায় বসে করা যায় । তাই শুধু সিস্টেম টা শিখলে যে কেউ ফরেক্স করতে পারে । আর মেয়েরা এখন অনেক দিকে এগিয়ে গেছে । তাই বিজনেস হিসেবে মেয়েরাও ফরেক্স কে পেশা হিসাবে নিতে পারে।
-
ফরেক্সএ মেয়েদের সংখা অনেক কম কারন অনেক মেয়ে এখন ও এই বিশিয় জানেনা বললেই চলে তাই তাদের এই লাইনে আনতে হলে অনেক প্রচার চালাতে হবে । এটা ট্রেডারদের দায়ীত্ব । সকল ট্রেডার যদি তাদের স্ত্রীদের এই লাইনে নিয়ে আসেন তাহলেই যাত্রাসুরু হয় ।
-
ফরেক্সে কোন লিঙ্গ ভেদাভেদ নেই । কেননা ফরেক্স হল এমন একটা মার্কেট যেখানে আমরা ট্রেডিং করতে পারি এবং এখানে ট্রেড করার মাধ্যমে নিজেদেরকে সাফল্যর চুড়ায় নিয়ে যেতে পারি । আর মেয়েরাও চাইলে এই সুযোগ গ্রহণ করতে পারে । কেননা ফরেক্সে কোন ধরনের ট্রেডিং ভেদাভেদ নেই । ফরেক্সে সবার জন্য রয়েছে লেবেল প্লেয়িং ফিল্ড । যার কারণে সমান সুযোগে সবাই ট্রেড করতে পারে ।
-
হ্যা আপনি থিক বলছেন ফরেক্স সম্পরকে মেয়েদের ও অবগত করা উচিত | আমাদের দেশের অনেক মেয়ে আছে যারা শিক্ষত হয়েও কোন কাজ পাছেনা আমি মনে করি তাদেরকে যদি ফরেক্স সম্পরকে অবগত করা যায় তবে তাদের জন্য ফরেক্স একটি কাজের ব্যবস্থা হবে | এ কাজটি করলে দেশের ও উন্নতি হবে |
-
হ্যা আমি আপনার সাথে মত প্রশন করছি যে মেয়ে রাও ফরেক্স করতে পারবে। বরং মেয়েদের জন্য এটা একটি দুর্দান্ত সুযোগ ঘরে বসে কাজ করা। যেহেতু মেয়েদের সংসার সামলানোর পরে অন্য চিন্তা করতে হয় সেহেতু তারা ঘরে বোসেই একটি কম্পিউটাররার মাধ্যমে খুব সহজেই একটি খাটনি করে উপার্জন করতে পারে।
-
ফরেক্স এ টাকা দিয়ে ইনভেস্ট করে যে কোন লোকই এই ফরেক্স করতে পারবে। এই ফরেক্স যে শুধু পুরুষেরাই করতে পারবে তা কোন কথা নেই। ফরেক্স যে কোন শ্রেণীর লোক এই ফরেক্স করতে পারবেন। নিজের দক্ষতা ও জ্ঞান দিয়ে এই ফরেক্স করে আয় করতে পারবেন।
-
মেয়েরাও ফরেক্স করতে পারবে । আর এখন ছেলেদের পাশাপাশি মেয়ে ট্রেডারদের সংখ্যা অনেক বেশি । এটা যেহেতু বাসায় বসে করা যায় । তাই শুধু সিস্টেম টা শিখলে যে কেউ ফরেক্স করতে পারে । আমাদের তাদের সচেওত্ন করা উচিত|
-
অবশ্যই ফরেক্স এ মেয়েরাও অংশ করতে পারে , মেয়েরা ছিলেই ফরেক্স এ যে কোন সময় ট্রেড করতে পারবে । ফরেক্স এ সময় দেওয়ার জন্য তাদের কাছে অনেক সময় থাকে , তারা ঘরের কাজের সাথে সাথে ফরেক্স এ সময় দিতে পারবে । ফরেক্স এ আয় করে তারা নিজেদের হাত খরচ চালাতে পারবে ।
-
মেয়েরা বাসাই বসে ফরেক্স করতে পারে। আজকাল ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফরেক্স করে থাকে। ফরেক্স বিসনেজ করতে গেলে শুধু ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকলেই যে কেউ ফরেক্স বিজনেস করতে পারে।