ফরেক্স এ লস কমাণোর উপায় হল আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে । অভিজ্ঞ না হলে কন কাজে সুফল পাও্য়া যায় না । ব্যবসায় লাভ লস থাকবে । আগে ডেমো প্রকটিস করে খুব ভালো ভাবে বুঝে ডেমোতে কাজ করতে হবে । এখানে যখন ভাবে বুজতে পাড়া যাবে লস এর সম্ভাবনা কমে যাবে ।
Printable View
ফরেক্স এ লস কমাণোর উপায় হল আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে । অভিজ্ঞ না হলে কন কাজে সুফল পাও্য়া যায় না । ব্যবসায় লাভ লস থাকবে । আগে ডেমো প্রকটিস করে খুব ভালো ভাবে বুঝে ডেমোতে কাজ করতে হবে । এখানে যখন ভাবে বুজতে পাড়া যাবে লস এর সম্ভাবনা কমে যাবে ।
ফরেক্স ট্রেডিংয়ে লস এড়াতে হরে আপনাকে আগে ভাল ফরেক্স ট্রেডিং করতে জানতে হবে। পাশাপাশি আপনি ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লস এবং টেক প্রফিট এই অপশন দুটি ব্যবহার করেও আপনি লস অনেকাংশে কমিয়ে আনতে পারেন।
ফরেক্স মার্কেট এ লস এড়াতে হলে আপণাকে ট্রেড অপেনিং করার পরে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করতে হবে তা হলে অনেক লস এএড়ানো যাবে,ফরেক্স মার্কেট এমন এক মার্কেট লস এড়ানোর জন্য ট্রেডিং এনালাইসিস করা,নিউজ দেখা,ট্রেন্ড এর বিপ রিতে ট্রেড না করা।
লস ফরেক্সের একটা মৌলিক ব্যপার। অধিকাংশ ট্রেডারই বিগিনিং পর্যায়ে এখানে লস করেন। অনেক ট্রেডার অভিজ্ঞ হওয়ার পরও লস করেন। কারন সবসময় সিদ্ধান্ত পক্ষে আসে না। আসল কথা ফরেক্সে লস কে ইজি ভাবে নিতে হবে। লস এড়ানোর জন্য সবসময় ভেবে চিনতে ট্রেড নিবেন। ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিলে লস এড়ানো সম্ভব বলে মনে করি।
যদি আপনি ট্রেড করেন তবে আপনাকে লসের মুখ দেখতেই হবে। এখানে এমন কোন অপশন নেই যে লস হবে না। তবে যদি আপনি ট্রেড না করেন তবে লস হবে না আবার যদি কম ট্রেড করেন তবেও লসের সংখ্যা কম হবে। তাই আমার মনে হয় সবারই মনে রাখা উচিত যে লাভ লস পার্ট অফ ট্রেডিং।
ফরেক্স মার্কেটে আপনার যদি বেশি লস হয় তবে আপনার একাউনন্টে যদি অনেক ব্যলেন্স থাকে তাহলে আপনি আপনার লস হয়া ট্রেডটি বদ্ধ না করে রেখে দিন দেখবেন আপনার লস হয়া ট্রেডটি আস্থে আস্তে আপনার লস কমে আসবে। আর যদি ব্যলেন্স কম হয় তাহলে যত কমে ট্রেড বন্দ করা জায় তাই ভাল।
ফরেক্স এ লস এড়ানোর অনেক উপায় আছে । লস এড়ানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে ট্রেড না করা । আপনি যদি ট্রেড না করেন তাহলে লস হবে না । আর যদি ট্রেড করেন তাহলে লস হবে এটাই স্বাভাবিক । লস হলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই । লাভ লস ট্রেডেরই একটি অংশ । বেশিরভাগ সময় লস কাটিয়ে উঠে ট্রেড লাভের দিকে ঘুরবে । ফরেক্স মার্কেটের জন্য এটাই স্বাভাবিক ভাবে নিতে হবে ।
ফরেক্স এ লস এড়ানোর জন্য আপনাকে সবার অাগে যেটা করতে হবে সেটা হলো অবশ্যেই আপনাকে এসএল ব্যবহার করতে হবে । ফরেক্স এ লস হতেই পারে তারমানে এই নয় যে আপনাকে ফরেক্স করা ছেড়ে দিতে হবে । নিয়মিত মানি ম্যানেজমেন্ট করেন দেখবেন লস অনেক কমে আসবে ।
আমি মনে করি ব্যাবসায় লাভ লস হতে পারে ।ফরেক্স এ লস এরানোর জন্য আপনার সচেতন ভাবে কাজ করতে হবে। ফরেক্স সম্পর্কে জানতে হবে।কখন কাজ করা ভাল কখন কাজ করলে ঝুকি কম তা ভালভাবে জানতে হবে । এছাড়া নিয়ম মেনে কাজ করতে হবে । তবে লস এড়ানো যেতে পারে।
ফরেক্সে আপনি চাইলে কম রিক্স নিয়ে ট্রেড করে লস কম করতে পারবের বা লস এড়িয়েও চলতে পারবেন।এজন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করতে হবে।প্রতিটি ট্রেড ভালো পজিশন থেকে নিতে হবে এবং লং টার্মে ট্রেড করেরে যেতে হবে।আর সবসময়ই কম লটে ট্রেড করার চেষ্টা করতে হবে।
লস এমন একটা বিষয় যেটা কেউ গ্রহণ করতে চায় না । তবে দুঃখজনক হলেও সত্য যে আমাদের অনেক ট্রেডার এই লসের কারণেই একাউন্ট হারিয়ে ফেলে কিংবা ফরেক্স মাের্কেট থেকে ঝরে পড়ে । আর লস এড়ানোর কিছু উপায় আমি জেনেছিঃ
-ওভার ট্রেড না করা ।
-লোভ করা থেকে বিরত থাকা ।
- যদি একটা লস হয়ে থাকে তবে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রন করার মাধ্যমে লসের কারণ উদঘাটন করে সে বিষয়ে পরবর্তীতে সতর্ক থাকা ।
- নিত্যনতুন ও সফল স্ট্রাটেজি ব্যবহার করা ।
-ধৈর্য্য সহকারে ট্রেড করা ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হরে রস করতে হবে কারন ফরেক্স একমাত্র মার্কেট যে আপনি বলতে পারবেন না কেন মার্কেট আপ হয়েছে কেন ডাউন হয়েছে। তাই আমাদের কে ট্রেড করতে হলে লাভ লস দুইটা মেনে ট্রেড করতে হবে তাহলে এই মার্কেটে থেকে সফল ট্রেডার হতে পারব।লস কেন হয় সেটা আমাদের বিশ্লেষন করতে হবে যেন একই ভুল আবার না হয়।
আগে বলুন আপনি কোন কাজে সফলতা পেতে চাইলে কি করেন ,। নিশ্চয় আপনি অনেক পরিশ্রম করেন । এই টা ও কিন্তু এর বাইরে নয় । আপনি সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে । এই মার্কেট আসার আগে আপনি জানতে হবে এই মকারকেত সম্পর্কে । কিভাবে আয় করা জাই কিভাবে লস থেকে বাসা জাই । কন পথে কাজ করলে বেসি আয় করা জাই । ভুল থেকে দূরে থাকবেন।
হ্যা ফরেক্সে লস থেকে বাচার অনেক উপায় আছে । তাই আপনি চাইলে ফরেক্স থেকে অনেক লস না লাভ করতে পারেন । আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আপনাকে আগে থেকে জানতে হবে ফরেক্স আসলে কি ? আর কি ভাবে ফরেক্স থেকে আয় করা যাবে । ফরেক্স ভাল জানতে পারলে আপনি কাজ করতে পারেন ।
ফরেক্সে লস এড়ানোর অনেক উপায় আছে যদি আপনি তা মেনে কাজ করতে পারেন ফরেক্সে তাইলে আপনি অনেক ভাল করতে পারবেন । ফরেক্সে কাজ করতে গেলে আপনাকে আগে থেকে ভাল করে ফরেক্স শিখতে হবে । আর ফরেক্স ট্রেড করার সময় আপনি যেন কোন প্রকার লোভে না পরেন তার দিগে লক্ষ্য রাখতে হবে । তাইলেই আপনি লসের হাত থেকে বাচতে পারবেন ।
আমরা জানি ব্যাবসায় লাভ লস হতে পারে ।ফরেক্স এ লস এরানোর জন্য আপনার সচেতন ভাবে কাজ করতে হবে। ফরেক্স সম্পর্কে জানতে হবে।কখন কাজ করা ভাল কখন কাজ করলে ঝুকি কম তা ভালভাবে জানতে হবে । এছাড়া নিয়ম মেনে কাজ করতে হবে । এই মার্কেটে কাজ করার জন্য অভিঙ্গতা অর্জন করতে হবে আর এতে করে লস এড়ানো যেতে পারে।
ফরেক্স মার্কেটে লস করাটা মার্কেটে ট্রেডিং এর একটি অংশ । আপনি চাইলেও মার্কেটে লস এড়াতে পারবেন না । তবে আপনি মার্কেটে লস করাটাকে কমিয়ে আনতে পারেন । এর জন্য আপনাকে মার্কেটে ডিসিপ্লিন মেনে চলতে হবে । তাছাড়া *আপনি একটি সুন্দর স্ট্রেট্রেজিও বিল্ডাপ করে নিতে পারেন ।
ফরেক্স ব্যবসায় লাভ লস বিদ্যমান| কোন বাবসা করতে গেলে আপনার লাভ ও লস হতেই পারে আপনি যদি নিয়মিত ফরেক্স মাকেটে ডেমো পারতিস করেন তবে আপনি ফরেক্স থেকে লস থেকে লাভ করতে পারবেন |আপনাকে ধয্য ধারন করে ফরেক্স মাকেটে থাকতে হবে | নিয়মিত ফরেক্স মাকেটে শোম্পোড়কে জ়ানতে হবে |
সোজা কথা হচ্ছে ফরেক্স মাকেটে লস এড়ানোর কোন উপায় নেই । আপনি ফরেক্স মাকেটে ব্যবসায় করতে হলে অবশ্যই লসের সম্মুখীন হতে হবে বার বার । এজন্য প্রথমেই আপনাকে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটি হল আপনাকে আপনার রিস্ক যতটা সম্ভব কমিয়ে আনতে হবে এবং লাভের পরিমান যতটা সম্ভব বড়াতে হবে । তাহলেই সফল হবেন আশা করা যায় ।
এটা একটা স্বাভাবিক ব্যাপার যে ব্যাবসায় লাভ লস হবেই।তবে ফরেক্স এ লস এড়ানোর জন্য আপনাকে সচেতন ভাবে কাজ করতে হবে। ফরেক্স সম্পর্কে জানতে হবে।কখন কাজ করা ভাল কখন কাজ করলে ঝুকি কম তা ভালভাবে জানতে হবে।এছাড়া নিয়ম মেনে কাজ করতে হবে।তবে লস এড়ানো যেতে পারে।আসলে ফরেক্স ব্যাবসায় যত দক্ষ হওয়া যায় তত লস এড়ানো যায়।
ট্রেডার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে। তারা মনে করে প্রাইস এখন বাড়বে বা কমবে এবং সেই অনুসারে ট্রেড করে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া। কিন্তু মানুষই মানুষের শত্রু। নিজেকে বিশ্বাস করবেন না। মার্কেট কি বলে তা দেখুন।
কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেনঃ
লোভ করবেন না
ইমোশনাল হবেন না
নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না
প্রতিটি ব্যাবসাতেই লাভ লস আছে।। ব্যাবসায় লাভ লস এরাতে হলে আমাদের সেই ব্যাবসা বুঝতে হবে।। ফরেক্স ট্রেডিং করার জন্য ফরেক্স সম্পরকে আমাদের জস্নতে হবে।। ফিরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ফরেক্স ট্রেডিং শিখতে হলে ফরেক্স ব্যাবসা শিখতে হবে ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে।।।
ফরেক্স এ অব্যশই লস এড়ানোর উপায় আছে। আমরা প্রথম অবস্থায় মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করলে অব্যশই লস থেকে মুক্তি পাবো। আমরা যদি ১০০ ডলার ইনভেস্ট করে স্ট্রং মানি মেনেজেমেন্ট মেনে ট্রেড করি তাহলে আমাদের ব্যলেন্স শুন্য হতে অনেক সময় লাগবে। যদিও আমরা খারাপ ট্রেড করি।
ফরেক্সে কাজ করতে এসে যদি দেখা যায় যে শুধু লস হচ্ছে , তাহলে বুঝতে হবে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ধারনা এখনো তার হয়নি বা সে ট্রেডের উপর দক্ষ হতে পারিনি । ফরেক্স লস হলে সেই লস এড়ানোর জন্য ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে আর ফরেক্সে ভাল দক্ষ ট্রেডার হওয়ার চেষ্টা করতে হবে । ফরেক্সে সবসময় কম ভলিউম দিয়ে ট্রেড করতে থাকলে লস কম হবে , লসের অন্যতম কারন আবার লোভ , তাই ফরেক্সে কাজ করতে হলে লোভ করা যাবে না ।
প্রথমতো আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে এবং আপনাকে কমপক্ষে 4 থেকে 5 মাস ডেমো একাউন্ট ট্রেড করতে হবে। এবং এনালাইসিস কি ভাবে করতে হয় নিউজ কি কোথায় পাওয়া যায় ইত্যাদি ভালভাবে যদি যানা থাকে তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন।
সব সমস্যার সমাধান আছে । তাই আমি বলেতে পারি যে ফরেক্সে লস এড়ানোর উপায় আছে, ফরেক্সে লস এড়ানোর উপায় হল ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি ভাল ভাবে জেনে ট্রেড করতে হবে । আমার জানা মতে এই ছাড়া আর কোন ভাবে ফরেক্সে লস এড়ানোর উপায় নেই ।
আসলে বিনা লসে ফরেক্স ট্রেডিং করার কথো চিন্তা করার যায়না তবে যদি আপনি একটা সচেতন হন তবে ফরেক্স ট্রেডিংয়ের লস বহুলাংশে কমানো সম্ভব বলে আমি মনে করি , যেমন কমপক্ষে ৬ মাস ডেমোতে প্রাকটিস করেরিয়েল ট্রেড শুরু করুন, লোভ এবং আবেগকে নিয়ন্তন করুন, ট্রেড ওপেন করার আগে ভালভাবে মার্কেট বিশ্লেষন করুন, ধন্যবাদ।
ফরেক্স এ লস এড়ানোর জন্য আপনাকে ভালভাবে ফরেক্স এ পড়াশোনা করতে হবে । সর্বপরি নিজেকে জানার এবং সে অনুযায়ী কাজ করতে হবে । ধৈয্যকে প্রধান্য দিযে সামনের দিকে অগ্রসর হতে হবে । কখনো লোভ করা যাবে না । তাহলে দেখবেন আপনি আগের তুলনায় লস এড়িয়ে চলতে পারছেন ।
ফরেক্সে লস এড়াতে অনেক উপায় বা অবলম্বন রয়েছে সেগুলো হল প্রথমে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে এন্ট্রি করতে হয় , তাছাড়া ট্রেডিং সময়ে মার্কেট স্ট্রেটিজি দেখে ট্রেড বসানো , অতিরিক্ত লোভ ত্যাগ করে ট্রেড করা , ওভার ট্রেডিং করার মানসিকতা দূর করা ।স সুতুরাং এসব মেনে নিয়ে যদি ট্রেড করা যায় তা হলে লসের হাত থেকে বাচা যাবে ।
ফরেক্স এ লস এরানোর জন্য আপনার সচেতন ভাবে কাজ করতে হবে। ফরেক্স সম্পর্কে জানতে হবে।কখন কাজ করা ভাল কখন কাজ করলে ঝুকি কম তা ভালভাবে জানতে হবে । আপনি নিশ্চয় ফরেক্স এ আগে ডেমো প্রকটিস বা আপনি ফরেক্স সর্ম্পকে ভালো ভাবে জ্ঞান অর্জন করেন নি আার এই জন্য আপনি ফরেক্স এ প্রতিনিয়তই লস করে থাকেন । তাই আপনি আবার ফরেক্স করা শুরু করুন এবং আপনি ডেমো প্রকটিস করুন খুব ভালো ভাবে এবং যেদিন আপনি ফরেক্স এ সাফল্যতা অর্জন করবেন।
ফরেক্সে লস এড়ানোর উপায় হলো প্রতিনিয়ত যেসব ভুল করা হয় সেগুলো লিপিবদ্ধ করে রাখা। পরবর্তীতে এসব ভুল এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এছাড়া সবসময় নিউজ ফলো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে। তাহলে লস এড়ানো সম্ভব।
আপনি যদি নিয়মিত ফরেক্স করেন তবে আপনি ফরেক্স এর সাথে থাকেন | ব্যবসায় লস হতেই পারে তাই বলে ভেঙে পরলে হবেন আপনাকে মনে সাহস আনতে হবে তবেই আপনি দেকবেন ফরেক্স থেকে আয় করতে পারবেন | ফরেক্স এ আয় করা যেমন সহজ তেমন লস করাও সহজ |
ফরেক্স একটা ব্যবসা তাই ফরেক্স ব্যবসায় লস ও লাভ হবে এইটাই স্বাভাবিক । তবে ফরেক্স ব্যবসায় অনেক লাভ ও লস আছে । তাই ফরেক্সে লস এড়ানোর উপায় হল কম ভলিউম এ ট্রেড করা । মার্কেট এর সকন প্রকার এনালাইসিস করে ট্রেড করা । আসা করি এই গুলো মেনে চললে ফরেক্স ব্যবসায় লসস হবে ই না আর লস হলে ও কম কম হবে ।
আমরা জানি ব্যাবসায় লাভ লস হতে পারে ।ফরেক্স এ লস এরানোর জন্য আপনার সচেতন ভাবে কাজ করতে হবে। ফরেক্স সম্পর্কে জানতে হবে।কখন কাজ করা ভাল কখন কাজ করলে ঝুকি কম তা ভালভাবে জানতে হবে । এছাড়া নিয়ম মেনে কাজ করতে হবে । তবে লস এড়ানো যেতে পারে।
ফরেক্সে লস এড়ানোর জন্য আপনাকে প্রচুর পরিমান ডেমো পারতিস করতে হবে | আপনাকে ফরেক্স বই পরতে হবে আপনাকে ফরেক্স মাকেতে কথর পরিশ্রম করতে হবে | আপনার পরিশ্রম আপনাকে ভাল স্থানে নিয়ে যাবে | ফরেক্সে লাভ লস আছে আপনাকে বেছে নিতে হবে আপনি কন্টা করবেন|
এর একমাত্র উপায় হলো মানি ম্যানেজমেন্ট। যদি মানি ম্যানেজমেন্ট রক্ষা করে ট্রেড করা যায় কেবল তাহলেই একমাত্র লস এড়ানো সম্ভব। এখানে লস এড়ানো দ্বারা উদ্দেশ্য হলো যোগ বিয়োগ শেষে লাভে থাকা। নতুনদের মধ্যে অনেকেরই ধারণা হলো লস এড়ানো দ্বারা উদ্দেশ্য হলো ট্রেড লস না করা। মনে রাখবেন ফরেক্সে আপনাকে লস করতেই হবে। যদি লস না মানতে পারেন তাহলে একদিন সমস্ত ব্যালান্সই হারাতে হবে। তাই এমন স্ট্রাটেজি ফল করুন যে স্ট্র্যাটেজিতে আপনি লাভ বেশি করবেন কিন্তু লস কম করবেন। আর যে স্ট্র্যাটেজিতে লস নাই শুধুই লাভ তা ১০০% ঝুঁকিপূর্ণ, তার থেকে ১০০ হাত সম্ভব হলে ১০০০ হাত দূরে থাকুন।
ফরেক্স এ লস এরানোর উপায় নিজেই ভেবেনিন এই প্রশ্ন গুলো হতে। আপনি কি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন? আপনার কি স্টপ লস ব্যাবহার করার অভ্যাস আছে? আপনি কি নয়িমিত প্র্যাকটিস করেন? আপনি কি সেন্টিমেন্টাল অ্যানারাইসিস করেন? আপনি কি ওভার ট্রেডিং বন্ধ করেন নি? আপনিকি লট সাইজ এখনে কমান নি? :happy:
স্বাভাবিকভাবে ফরেক্স ট্রেডিংয়ে লস এড়াতে হলে আপনাকে আগে ভাল ফরেক্স ট্রেডিং করতে জানতে হবে। পাশাপাশি আপনি ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লস এবং টেক প্রফিট এই অপশন দুটি ব্যবহার করেও আপনি লস অনেকাংশে কমমিয়ে আনতে পারেন।
ফরেক্স মার্কেটে লস এড়ানোর পুরোপুরিভাবে সম্ভব না। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে লাভ এবং লস মিলিয়ে ট্রেড করতে হবে। তবে ব্যাপারটা হল লসের পরিমান কমিয়ে লাভের পরিমান বাড়ানোই হল একজন দক্ষ ফরেক্স ট্রেডারের কাজ।লস এড়ানোর জন্য আপনি ভাল একটা *স্ট্র্যাটেজি ব্যবহার করতে এবং কম ভলিউমে ট্রেড ওপেন করতে পারেন।
ফ*রেক্স এ লস হ*তেই পা*রে। এরেক্সে লস করা একটি মৌলিক ব্যপার । অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লস করেন। ফরেক্সে লস এড়ানোর উপায় হলো প্রতিনিয়ত যেসব ভুল করা হয় সেগুলো লিপিবদ্ধ করে রাখা। পরবর্তীতে এসব ভুল এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এছাড়া সবসময় নিউজ ফলো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে। তাহলে লস এড়ানো সম্ভব।