-
ফরেক্স মার্কেটে অনেকে লোভে পোরে থাকেন। ফরেক্সে আপনি যদি একটি ট্রেডে বেশি লাভ করার চেষ্টা করেন তাহলে আপনাকে সফল ট্রেডার হতে হবে তা না হলে আপনার লস হতে পারে। আপনি একটি ট্রেডে কিছু লাভ করার পর আবার আরেকটি ট্রেড নিতে পারেন। তাই একটি ট্রেডে বেশি লাভ করার আশা না করাই ভালো।
-
।ফরেক্স মার্কেট এ আপনি যত আসা করবেন হইত তত পেতে পারেন। কিন্তু তা আপনার জন্য ভালো হবে না। মনেকরেন আপনি একটি ট্রেড দিয়েছেন । কিছুক্ষণ পরে দেখলেন আপনার আয় হচ্ছে তা দেখে আপনি আপনার ট্রেড টি ক্লোজ করলেন না আর বেশী আয় এর জন্য। কিন্তু এর পর আপনার শুধু লস হচ্ছে। কারন আপনি ট্রেড করে বেসি লাভ এর আসাই বসে ছিলেন।
-
জি প্রতিটা ট্রেড এই লাভের একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে, একটা মার্কেট যখন একদিকে যায়, তার মানে কখনো ইটা হতে পারে না, যে মার্কেট সর্বদা ওই দিকে যেতেই থাকবে, মার্কেট আবার বিপরীতমুখী হতে পারে, এবং যা আমাদের লাভের ট্রেড কে ধীরে ধীরে লসের দিকে ধাবিত করতে পারে. তাই আমাদের অবশ্যই উচিত প্রতিটা ট্রেড এ লাভের একটা সীমারেখা রাখা, যাতে আমরা তাকে প্রফিট বেবহার করে থাকি.
-
ফরেক্স মারকে..টে একটি ট্রেড করার পর ফরেক্স ট্রেডার যদি আশা করে সেই ট্রেডে বা একটি ট্রেড করে আমি সব লাভ এক ট্রেডে করবো তাহলে সেই ফরেক্স ট্রেডার ভুল ভাবে কারন ফরেক্স মার্কেটে কখনো একি ভাবে চলতে থাকে না ফরেক্স মার্কেটে একটি ট্রেড করার পর কিছু লাভ করার পর সেই ট্রেডে বেশি লাভ আশা না করে কম লাভের আশা করা ভাল ।
-
আমরা একটি বিষয় লক্ষ্য করলে দেখবো যে বেশীর ভাগ ট্রেডাররা ট্রেড থেকে বেশী পরিমান প্রফিট করায় আশায় থেকে মার্কেট শূন্য করে ফেলে। আর যদি আমরা অল্প পরিমান লাভ করি তাহলে আমাদের রিস্কের পরিমানটাও অল্প হবে। ফলে মার্কেট বিপরীত দিকে গেলেও ব্যলেন্স শূন্য হওয়ার সম্ভবনা থাকে না।
-
আমি বলবো লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই প্রতিটি ট্রেডে অল্প লাভে খুশি থাকাই হল বুদ্ধিমান ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য।
-
আমার মনে হয় আপনার যদি কোন ট্রেড থেকে বেশি লাভ করার সুযোগ থাকে তবে আপনি সেই সুযোগ হাত ছাড়া করবেন কেন, তাই ট্রেড করার আগে আপনি মনে মনে ভেবে নিন এই ট্রেড থেকে আপনি কত লাভ করবেন, তাই আমার মনেহয় বেশি লাভের আসায় ভালো তাহলে কিছু লাভ করা যাবে, আর কম লাভ করার আসাই ট্রেড করলে শুধু লচ হতে পারে।
-
আপনি ঠিকই বলেছেন।ফরেক্সে ট্রেড করার সময় প্রতিটি ট্রেডের লাভ লসের ব্যাপারগুলো চিন্তা করতে হবে।আপনি যখন ট্রেড করবেন চিন্তা করবেন যেন লোভ না করা হয়।প্রতিটি ট্রেডে প্লানমাফিট টেকপ্রফিট নেওয়ার চেষ্টা করবেন এবং একটা ট্রেডর অতিরিক্ত বেশি প্রফিট করার চিন্তা করবেন না। তাই সবসময়ই লাভের একটা সীমা বুঝে ট্রেড করবেন।
-
আমি এটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েই দেখি । কেননা আমি মনে করি যে একটা ট্রেড থেকে বেশি লাভের আশা করা ঠিক । ট্রেডগুলো সম্পর্কে উচ্চাশা পোষণ করা এবং নিজের প্রতি আত্নবিশ্বাস রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় । আর যদি আমরা নিজেদের ব্যাপারে হতাশ থাকি তবে প্রত্যশিত লাভ অর্জন করতে পারব না । আর প্রত্যশিত লাভের জন্য লং ট্রাম ট্রেড টার্গেট করে দক্ষতার সহিত পরিচালনা করতে হবে ।
-
প্রত্যেকটা ট্রেড আপনি মানি ম্যানেজমেন্ট রুলস মেনে চললে আপনার কোন সমস্যা হবে না।। কিন্তু রুলস এর বাহিরে গিয়ে অতি লোভে পরে যদি আপনি ট্রেড চালু রাখেন সে ক্ষেত্রে আপনার ট্রেড লস এ যাওয়ার সম্ভাবনা থাকবে।। আর আপনার ট্রেডিং স্টাইল এর উপর বিষয়টা অনেকখানি নির্ভর করবে।। আপনি কি ধরনের ট্রেড করতে অভ্যস্ত।।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আমার ধারনা কম তবে আমি মনে করি বেশি ট্রেড না করে একটি ট্রেডে ভাল করে লাভ করতে পারলে ভাল হবে । ফরেক্স মার্কেটে অতিরিক্ত ট্রেড করা ঠিক না কারন বেশি ট্রেড করলে একটা ট্রেডে লাভ করেছেন আরেক ট্রেডে সেগুলো লস করে পেলবেন। তাই আমাদের কে এনালাইসিস করে একটি ট্রেড দিতে হবে।
-
ফরেক্স ট্রেডে লাভ করতে হলে আগে মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নিতে হবে। কারন এনালাইসিস ছাড়া অতিরিক্ত লাভ আশা করে ট্রেড ওপেন করলে তা ফল স্বরূপ হয় না। ট্রেডে বেশি লাভ আশা করা তখনই ঠিক যখন মনে হবে ট্রেড করে লাভ করা যাবে। আমরা সাধারন ফরেক্সে ট্রেড করি লাভ করার আশায়। তাই বেশি লাভ করার আশা করা দোষ নয় যদি তা মার্কেট এনালাইসিস করে করে হয়।
-
ভাই আপনি ঠিকই বলেছেন যে একটি ট্রেডে বেশি লাভের আশা করা ঠিক না। কারণ যত বেশি লোভ করবেন ততো বেশি লসস করবেন। ফরেক্স মার্কেট একটি লোভনীয় মার্কেট। শুধু ফরেক্স না লোভ সব মানুষের জন্য ক্ষতিকর । কথাই আছে যে , অতি লোভে তাতি নষ্ট। আমার মতে একটি ট্রেড এ ২৫ থেকে ৫০ পিপ্স নিলেয় যথেষ্ট । তাই লোভ না করে ফরেক্স এ ট্রেড করুন, আশা করে ভালো করবেন
-
একটা ট্রেডে যতটুকু দরকার ততটুকু লাভ করাই ঠিক বেশি চাইলে কম ও মিলেনা
-
হুম আপনি থিক এ বলেছে। আপনার ইনভেস্ট ও ট্রেডিং প্লান অনুযায়ী লাভ নির্ভর করে। যারা প্রত্যেক দিন ট্রেড করেন তাদের জন্য বেশি লাভ আশা করা থিক না। তবে কেউ যদি বোর ইনভেস্ট ও মাসিক ট্রেড প্লান নিয়ে নামেন তাদের জন্য একটি ট্রেড এ বেশি লাভ আশা করা প্রযোজ্য।
-
লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে
-
লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে।
-
প্রত্যেক ব্যাক্তি কিছু লাভের আসায় পরিশ্রম করে। ফরেক্স ব্যাবসাতে ও লাভের আসায় মানুষ পরিশ্রম করে । তবে আমার কাছে মনে হয় লাভ আর লোভ ভিন্ন জিনিস। যদি কোন ব্যাক্তি লাভের মাঝে লোভ করে বসে তবে তার প্রিনতি খুব ই ভয়াবহ হয়ে থাকে। ব্যাবসাতে লাভ লস আসে । কিন্তু লোভ থেকে বিরত থাকতে পারলেই কেবল লাভ করা সম্ভব । তবে মার্কেট এনালাইসিস ভালো ভাবে জানা থাকলে একটা ভালো মানের ট্রেড অনেক বেশি লাভ করা সম্ভব ।
-
ট্রেড বিভিন্ন রকম হয়। লং ট্রেড শর্ট ট্রেড স্কাল্পিং ইত্যাদি।ট্রেড ভেদে লাভ নিতে হয় । যেমন আপানার যদি ব্যালেন্স কম থাকে তাহলে স্কাল্পিং করে অল্প লাভ নিন আর ব্যালান্স বেশি থাকলে লং ট্রেড দিয়ে বেশি লাভ নিন।ব্যালেন্স কম থাকলে বেশি লাভের চিন্ত া করা ঠিক নয় ।
-
ফরেক্স ট্রেড এ যারা নতুন তারা খুব অল্প প্রফিট এ বেশি লাভ করতে যাই যা কিন্তু একেবারেই ঠিক না।আপনাকে একটি নিদ্দিস্ট প্রফিট লাভের আশা করা দরকার বেশি করতে যেয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে ।ফরেক্স ট্রেড একটা বিপদজনক ভাল দক্ষতা না থাকলে। তাই যারা নতুন তারা লোভের আশা ত্যাগ করে নিজেকে আগে দক্ষ করে তুলা দরকার তাহলে পরে এমনিতেই বেশি প্রফিট লাভ করতে পারবে।
-
ফরেক্স মার্কেটে যারা লোভ করে তারা খুব বেশিদিন ফরেক্স এ টিকে থাকতে পারেনা । লোভ বর্জন করা ফরেক্স এর একটি অন্যতম প্রধান শর্ত।যারা এই শর্ত মানে তারা ফরেক্স থেকে আজীবন রোজগার করতে পারে।আর যারা না মানে তারা খুব অল্প সময় অনেক আয় করলেও খুব অল্পতেই নিজের ডিপোজিট হারায়। ফলে অতি লোভে তাতি নষ্ট হয়।
-
আমি একটি ট্রেড থেকে 10 পিপসের বেশি আশা করি না। এমনকি 5 পিপসেও ট্রেড ক্লোজ করে থাকি। কেননা আমার ব্যালেন্স খুবই কম। যদি ব্যালেন্স বেশি হত তাহলে বেশি পিপস নিতে পারতাম। কম ব্যালেন্স হওয়ায় বেশি ট্রেড করা যায় না। বেশি ব্যালেন্স হলে বেশি আয় হয়।
-
হা ঠিক বলেছেন ফরেক্স মার্কেটে আপনি যদি বেশি লাভের আশা করে তবে আপনার খুব একটা লাভ হবে না। কারন ফরেক্স মার্কেট কখনো একজায়গায় থাকে না আর এই জন্যই কম কম করে লাভ করে আপনার একাউন্ট ব্যলেন্স বাড়াতে পারলে অনেক ভাল হবে বলে মনে করি।
-
ফরেক্স মার্কেটে লোভ হচ্ছে প্রত্যেক ট্রেডারের প্রধান শত্রু।ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় যদি ট্রেডটি প্রফিটেবল হয় তাহলে আপনার নির্দিষ্ট লক্ষ্যের মধ্যেই ট্রডটি কেটে নেওয়া উচিত।অযাথা ট্রেডটিকে দীর্ঘায়িত করবেন না বেশি লাভের আশায় আপায় ট্রেডটিকে দীর্ঘায়িত করলে এতে আপনি লস খেতে পারেন।তাই আমাদের উচিত হবে প্ররফিটেবল ট্রেডকে দীর্ঘায়িত না করে ধৈর্যসহকারে লোভ সংবারন করে ট্রেডটিকে কেটে নিতে হবে।
-
একটি ট্রেডে বেশি লোভ করলে পরে লস হয়ে যায় । কেননা মার্কেট সব সময় একই ভাবে আপ বা ডাউন হতে থাকে । যখন আপ মুডে থাকা অবস্থায় প্রফিট যা আসে তা নিয়েই ক্লোজ করে দিতে হয় না হলে যখন মার্কেট পড়তে থাকে তখন আর ক্লোজন করা যায় না পুরবের প্রফিটের আসায় তখন নিরঘাত লস ।
-
একেক ট্রেডার একেক রকম ভাবে ট্রেড করে থাকে কেউ লং ট্রেড করে আবার সর্ট টাইম ট্রেড করে থাকে তবে আমি বেশির ভাগ লং ট্রেড করতে সাচ্ছন্দ্ব বোধ করে থাকি।ট্রেড করাটা নির্ভর করে ট্রেডারের মার্কেট এনালাইসিস এর উপর যে যত ভাল সিগনাল পাবে সেই ট্রেডার ততটাই ট্রেড ওপেন করবে তবে আপনার ট্রেডিং একাউন্ট ব্যালেন্স যদি কম হয় তাহলে কম ট্রেড করাই ভাল বলে আমার মনে হয়।
-
ফরেক্স এমন একটি জায়গা যেখানে অতিরিক্ত লোভ একজন ট্রেডারকে একেবারে জিরো করে দিতে পারে।আর একটি ট্রেডে বেশি লাভের আশা করাও ঠিক নয় কারন বেশি লাভের আশায় দীর্ঘদিন একটি ট্রেড মার্কেট এ রাখলে অনেক সময় লসের পরিমান এমন হয় যে একাউন্ট জিরো হয়ে যায়।
-
কথাটা সম্পূর্ণ ঠিক । করি মাত্র একটি ট্রেড তাতেই আবার বড় কিছু অাশা করি । এটা কোন ভাবেই ঠিক নয় । অামার সব সময় লোভ কম করব তাহলেই আমরা ভালো কিছু অাশা করব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অন্যদের উৎসাহিত করব ।
-
আপনি যদি অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তা হলে অবশ্যই ট্রেডে কোন প্রকার লসের ঝুকি আপনি অবশ্যই নিবেন না আর তার জন্য আমি মনে করি কাঙ্খিত লাভ প্রর্যন্ত মার্কেট উঠলেই প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত কোন ক্রমেই অতিরিক্ত প্রফিটের লোভে পরে থাকা ঠিক নয় কারন মার্কেট যেকোনো সময় আপনার ট্রেডের প্রতিকূলে এন্টি নিয়ে আপনাকে লসের দিকে নিয়ে যেতে পারে।
-
একটি ট্রেড এ বেশি লাভের আশা করাটা , লোভ এর প্রতিফলন। লোভ হচ্ছে ফরেক্স এর সবচেয়ে বড় শত্রু । বেশি লাভ করার লোভ সামলাতে না পেরে অতিরিক্ত লিভারেজ ব্যবহার ও বড় লট এ ট্রেড এন্ট্রি নেওয়ার ফলে মার্জিন অনেক কমে যায় , তাই যে কোন সময় প্রাইস বিপরীতে গেলেই একাউন্ট ব্যালেন্স নিঃশেষ হয়ে যায় ।
-
ফরেক্স এ একটি ট্টেডে লাভ আশা করা ঠিক না। কারন ফরেক্স এ যে কোন সময় বায়ে থেকে সেল এবং সেলে থেকে বায়ে যেতে পারে। তো এখানে একটি ট্টেড করলে লাভের দিকটা অনেকটা কম থাকে। আমার মতে খুব কম সেন্ট দিয়ে বায় এবং সেল এ মাড়া উচিত। তবে এতেও অনেকটা ঝুঁকিতে থাকতে হয়। তবুও এইটা দ্বারা লাভ লস দুই মিলে ফরেক্স এ লাভ করতে হয়।
-
ফরেক্স মার্কেট হলো টাকা আয় মেশিন। যাহা দ্বারা অতি কম সময়ে অনেক টাকা আয় করা সম্ভব। তবে ফরেক্স মার্কেটে আপনি যদি বেশী লোভ করে থাকেন তবে ভবিষৎ আপনি আপনার মুলধন হারাতে পারেন। তাই মার্কেটে গতি বিধি দেখে ট্রেডে অংশ নিয়ে কাজ করুন। তাহলে আপনি সাফল্য আনতে পারবেন।
-
আমি তো ডেমো ট্রেড করি । তাই আমি আমার ওডার রেখেই দি, কারন আমি দেখেতে চআই ও মার্কেট বুঝতে চাই । তবে আমি বিশ্বাস করি যে একটি ট্রেডে বেশি লাভের আশা করা টিক না । কারন লস হওয়া শুরু হলে ফরেক্স ব্যবসায় সমান লস হতে থাকে । আমি লস্কে খুব ভয় পাই । আমি লস করতে চাই না । আমি আমার ট্রেড অনেক সময় রাখবো ও না ।
-
ভাই কথায় আছে লোভে পাপ পাপে মূত্যু ফরেক্স মাকেট ও তেমনি ফরেক্স এ লোভ আপনাকে নিশ করে দিতে পারে | আপনি যদি নিয়মিত ফরেক্স করেন তবে আপনি এমন লোভ করবেন না যে লোভ আপোণাকে পথে লাবাতে পারে | তাই আমি বলব বেশি লোভ ভাল না |
-
লাভ করার আশা বা চিন্তাটা আসলে কোন দোষের নয় তবে আপনাকে প্রফিটে পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে আপনি অতিরিক্ত লাভের লোভ করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চরে যায় তা হলে কিন্তু তখন আপনাকে বড় ধরনের লসের দিকে অগ্রসর হতে হবে যা আপনার অ্যাকাউন্টকে জিরো প্রর্যন্ত করে দিতে পারে তাই প্রতিটি ট্রেডে অল্প লাভে খুশি থাকাই হল বুদ্ধিমান ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য।
-
আপনি যদি একটি ট্রেডে অনেক লাভের আশা করেন তাহলে সেটা কখনো সম্ভব নয় । বরংচো আপনি লসের শিকার হতে পারবেন । আপনার জানা উচিত যে যখন ট্রেড করবেন বুঝে শুনে ট্রেড করবেন । আপনার একটি ট্রেড হতে পারে অনেক মূলবান এর তাই আপনার উচিত হবে যে ট্রেড এর প্রতি দ্বায়ত্বশীল হওয়া ।
-
আপনি যদি একটা ট্রেডে বেশি লোভের আশায় আমি মেনেজমেন্ট না মেনে বড় লিটে ট্রেড ওপেন করেন তাহলে বেশি দিন মাকেট এ টিকে থাকা যাবে বলে আমার মনে হয় না। কারন মাকেট অনেক সময় প্রচুর উঠানামা করে। তাই এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করা মানে লস করা। তাই এনালাইসিস কিরতেই হবে।
-
আসলে আপনি লং টাইম ট্রেড করবেন নাকি শর্ট টাইম ট্রেড করবেন সেটা নির্ভর করবে মার্কেটের উপর।এজন্য আপনাকে ভালো করে মার্কেট এনালাইসিস করতে হবে।তবে আমি মনে করি কম ট্রেড করাই ভালো।আপনি ইন্ডিকেটরের সাহায্যে বিভিন্ন এনালাইসিস করে তারপর মার্কেটে লং ট্রেড করার চেষ্টা করুন।
-
ভাই ফরেক্স লাভ করা সহজ এবং লস করাও সহজ আপনি একাধিক ট্রেড করতে পারেন তবে আপনাকে বুঝে সুনে ট্রেড করতে হবে |আমি মনে করি ফরেক্স থেকে বেশি লাভের আশা থিক না হিতে বিপরিত হতে পারে | তবে আপনার ল্কক্স থাকে ভাল আপনি আবশ্যই চেষ্টা করবেনসফল করতে |
-
ট্রেড থেকে বেশি আশা করা ঠিক কি ঠিক না তা ট্রেডার ভেদে এবং ট্রেডের ধরনের উপর ও সবিশেষে মার্কেটের পরিস্থিতির উপর নির্ভর করে । আমি মনে করি বেশি লাভের আশা করাটাই ক্ষেত্রবিশেষে ঠিকে হিসেবে গণ্য হবে । ট্রেডটা এমণভাবে সেট করতে হবে যাতে একটা ট্রেডেই প্রচুর লাভবান হওয়া যেতে পারে । এ ক্ষে্ত্রে আমাদেরকে লং ট্রাম ট্রেডের টার্গেট রেখে ট্রেড সেট করতে হবে ।