-
সত্যিই ফরেক্স অনেক মজার। আর অনেক কারনের জন্য ফরেক্স এতো মজার একটি ব্যবসা। যেমন ফরেক্স গেম খেলার মত আমরা মোবাইলে বা কম্পিউটার যেমন গেম খেলি ফরেক্সও তেমনি মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে ফরেক্স এর ট্রেড চালু এবং বন্ধ করি। কখনো আমার সেই গেম বা ট্রেডে জীতে যায় আবার কখন ও সেই ট্রেডে বা গেমে হেরে যায়। আর হারা আর জীতার মাধ্যমেঈ ফরেক্স উপভোগ করি।
-
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস যেখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষ ট্রেডিং করতে আসছে। এই মার্কেটের জনপ্রিয়তা দিন দিন শুধু বাড়ছে। ফরেক্স ট্রেডিং সম্পূর্ণভাবেই স্বাধীন ও উন্মুক্ত একটি পেশা। নিজের ঘরে অথবা সুবিধামতন স্থানে বসেই অনলাইনে শুধুমাত্র ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা যায় বলে এই মার্কেট অনেক বেশি জনপ্রিয়। এছাড়া এই মার্কেটে নিজের ইচ্ছামতন সময়ে ট্রেডিং করা যায়।
-
ফরেক্স আমার খুভ ভাল লাগে কারন নিজের ইচ্ছা মত কাজ করা যায় কারো কথা মানতে হয়না।আপনি যখন খুশি কাজ করতে পারবেন।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন ।ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা।এই ব্যবসার সবচেয়ে মজার বেপার হল। আপনি ঘরে বসে করতে পারেন। নানা করনে ফরেক্স অনেক মজার।
-
এটা থেকে টাকা আয় করা যায় আর খুব অল্প সময়ে এটা করা যায় তাই সবাই এতো মজা পাই
তবে খেয়াল রাখতে হবে বেশি মজা পাই লে পরে কিন্তু সাজা পাইতে হয় ।
তাই কোন কাজ করার সময় খেয়াল কবে করবে।
-
ফরেক্স ব্যাবসা মজার হবার কারন গুলো হল ঃ
-এটি একটি স্বাধীন ব্যাবসা
-ঘরে বসে এ ব্যাবসা করা যায়
-সল্প মূলধন নিয়ে ফরেক্স মার্কেট এ ব্যাবসা করা যায়
-ভাল ট্রেড সিস্টেম জানা থাকলে অল্পতে অনেক লাভ করা যায় ।
-
আমি মনে করি ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ঘরে বসেই যে কেউ কম্পিউটারের/স্মার্ট ফোনের সাহায্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নিয়েই কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না।
-
ফরেক্স মার্কেট এত মজার হবার কারন গুলো হল ঃ
১/ ঘরে বসে আয় করা যায়
২/নিজের ইচ্ছা মত আয় করা যায়
৩/ফরেক্স ব্যাবসা একটি স্বাধীন ব্যবসা
৪/যে কোন সময় কাসজ করা যায়
-
হ্যা আমি আপনার সাথে একমত। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে দক্ষতা থাকলে কেউ পারবে না আপনাকে ঠেকাতে বা কেউ পারবে না আপনাকে দমাতে। এখানে তৃতীয় পক্ষের কোনো হাত নেই বলে এ ধরনের মজা আমরা ট্রেড করে পাই। তাই ফরেক্সে ট্রেড করতে এসে সবার উচিত নিজেকে ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করার যাতে সুবিধা পাওয়া যায়।
-
নিজেকে তখনি ভাল লাগে যখনি নিজের ভেত্র অনুভূতি হয় আমি কোন এক বড় মারকেট প্লেসের সংগে আছি ,তাছাড়া ফ্রেক্সে আম্রা নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে ঘ্রে বসেই নিজেক ডেভ্লপ ক্রেত পারছেন ,আম্রা আমাদের স্ঠিক স্ময়টিকে এই বিজনেসে কাজে লাগিয়ে নিজের দক্ষতার প্রিচয় দিয়ে ভাল কোন পজিশ্নে নিজেকে নিয়ে যেতে পারছি এজন্যই ফ্রেক্স আমাদের কাছে এত মজার লাগে।
-
ফরেক্স না পারলে মজা লাগে না কিন্তু পারলে অনেক মজা লাগে। আসল কথা হল যে, লাভ করলেই ভাল লাগে। আমি যখন লস করি তখন সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে। এটি এমন একটি জিনিস যে একবার মজা পেয়ে গেলে আপনি আর একে ছাড়তে চাইবেন না। আমি অনেক লস করি কিন্তু ছাড়তে পারি না।
-
ফরেক্স মার্কেট এত মজার হবার মূল কারন হল । ফরেক্স মার্কেট একটি স্বাধীন ব্যাবসা । এ ব্যাবসা হস্তক্ষেপ করার কেউ নাই । আপনি আপনার নিজের মত করে ব্যবসা করতে পারেন । তাতে কোন ধরনের সমস্যা নাই । এই ব্যবসা আপনি যে কোন জায়গায় বসে করতে পারেন । সুদু আপনার প্রয়োজন হবে একটি ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন । আর এ কারনে ফরেস বিজনেস খুব মজার ।
-
ফরেক্র মজা হওয়ার কারণ এই মারকেটে আপনি যখন ইচ্ছা তখন ডুকে ব্যবসা করতে পারবেন। ফরেক্র ব্যবসা করতে কোন দোকান বা অফিস নিতে হয় না। আপনি যেখানে ইচ্ছা ওখানে এই ব্যবসা করতে পারবেন। এই ফরেক্র ব্যবসা সাপ্তাহে ২ দিন বন্ধ ছাড়া আর যে কোন দিন এই যে কোন সময় এই ব্যবসা করতে পারবেন। যা অন্য কোন ব্যবসার মত না।
-
ফরেক্স একটি মজার ব্যবসা এর পেছনে অনেকগুলো কারন রয়েছে । ফরেক্স হচ্ছে একটি *আন্তর্জাতিক ব্যবসায় । বিশ্বের যে কোন প্রান্ত থেকে একটি সফটওয়ারের মাধ্যমে এই ব্যবসা করা যায়॥ দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন মার্কেট খোলা থাকায় নিজের ইচ্ছে মত সময়ে এই ব্যবসা করা যায় । তাছাড়া ফোরাম বোনাস আমাদের ভাললাগাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে ।
-
ফরেক্স করতে অনেক ট্রেডার মজা পায় যে সময় ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারে, আর ফরেক্স ভাল লাগে এই ব্যাবসা ঘরে বসে আমরা ইন্টারনেট ব্যাবহার করে অনলাইনের মাধ্যমে করতে পারি,ফরেক্স থেকে আমরা অনেক অর্থ ইনকাম করে থাকি যা আমাদের দেশের অর্থনীতি উন্নীত হতে পারে।
-
ফরেক্স মজা হওয়ার পিছনের কারণ হল এই মার্কেটে বৈচিত্রতা আছে যেটা সবসময় একজন ট্রেডারকে অগ্রগামি হতে সাহায্য করে । আর ফরেক্স এমন একটা মার্কেট যেটাতে আমরা নিজেদেরকে অনেক এগিয়ে নিতে পারি যথার্থরুপে ট্রেড করার মাধ্যেমে । এছাড়াও ফরেক্স করার মধ্য একধরনের স্বাধীনতা আছে । যেখানে আপনি নিজেই নিজের বস ।
-
ফরেক্স মার্কেট অনেক মজার কারন এই মার্কেটে ট্রেডিং করে অনেক অর্থ উপার্জন করা যায়,এই জন্য এই মার্কেট অনেক মজার কারন এই মার্কেটে আমরা আমাদের অবসর সময়ে ট্রেডিং করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা নিজের স্বাধীন মত ট্রেডিং করতে পারি,তাই ফরেক্স অনেক সহজ যদি প্রফিট করা যায় ভাল ভাবে।
-
আমি মনে করি ফরেক্স মজার কয়েকটা কারন আছে যেমন অন্য অনলাইন ব্যাবসার চেয়ে ফরেক্স এ ট্রেড করে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই খানে কোন ধোকা দেওয়া হয় না যা অনেক অনলাইন ব্যাবসা প্রথমে ভাল ইন্টারেস্ট দিলেও পরে বন্ধ হয়ে যাই কিন্তু এটা তার থেকে ভিন্ন একটি নির্ভর যোগ্য অনলাইন বিজনেস হল ফরেক্স ট্রেড তাই আপনি নিদির্ধাই ফরেক্স ফরেক্স ট্রেড করতে পারেন।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন টাইম এখানে ধরা বাধা না।নিজেকে আত্তনির্ভরশীল করতে পারবেন ইত্যাদি নানা করনে ফরেক্স অনেক মজার।
-
ঘরে বসেই যে কেউ কম্পিউটারের সাহাজ্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নইয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না। এবং বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেসের সাথে জড়িত। এই খান থেকে অনেক টাকা আয় করা সম্বভ।
-
আর ফরেক্স ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ হওয়া কোন কঠিন কাজ নয় তার জন্য কেবল কঠোর অনুশীলনের প্রয়োজন। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নইয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না।
-
ফরেক্স একটি ডিফেন্সিভ এবং সাইলেন্ট বিজনেস। যার জন্য কারও কোন তোষামোদ কিংবা তেল মালিশের প্রয়োজন হয় না। এখানে আপনিই আপনার সব কিছু। আপনি একান্ত নিরবে বসে বসে কোটি কোটি ডলারের পাহাড় বানাতে পারেন। এজন্যে শুধু আপনার এক খেকে দুই বছরের ডেমো প্রাকটিসই যথেষ্ট। কেননা মার্কেট বুঝতে না পারলে ফকির হতেও খুব দেড়ি হবে না। তাই ডেমো থেকে প্রশিক্ষিত হয়ে ট্রেড করাই বুদ্ধিমানের কাজ।
-
ফরেক্স ট্রেড আন্তর্জাতিক ব্যবসায় যেটা ঘরে বসে কম্পিউটার ব্যবহার করে করা যায়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ ফরেক্স ট্রেড করতে পারে। ফরেক্স ট্রেড মজার তখনই যখন ট্রেড করে ভালো ফলাফল পাওয়া যায়। ফরেক্স ট্রেড সকলেই করতে পারে তবে ভালো ফলাফল পায় না। ফরেক্স ট্রেড ভালোভাবে শিখতে পারলে ট্রেড করে আনন্দ আছে। এর থেকেও বেশি আনন্দ পাওয়া যায় ট্রেড করে সফলতা পাওয়া গেলে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এত মজার কারন হচ্ছে খুব কম সময়ে কম কম পরিশ্রমে ইনকাম করার একটা রাস্থা জার কারনে ফরেক্স মার্কেট সবাই এত মজা পায়। কিন্তু যারা ফরেক্স মার্কেটে লস করে তারা মনে করে ফরেক্স মার্কেট খুব একটা কঠিন ব্যবসা আর এই ব্যবসা করতে গেলে ফকির হতে হয়।
-
আমরা ঘরে বসেই এ ব্যবসা করতে পারি । আর এখানে অনেক কম সময় লাগে আমার জানামাতে। আমি নতুন ডেমু করতেছি জানি না ব্যবসাটা করতে পারব নাকি। আপনারা কত দিন থেকে এ ব্যবসা করতিছেন?
-
ফরেক্স কেন এত মজার। কাননা আমরা ঘরে বসেই ফরেক্স করতে পারি। কিন্তু আর একটা বিষয় হচ্ছে এখানে আবার লসও আছে । আর আমরা তো সবাই জানি ব্যবসাই লাভ লস দুই টাই
আছে । এই ব্যবসাই যামন লাভ আবার তামন লস।
-
ফরেক্স এত মজার কারন এখানে নিজেই নিজের কন্ট্রলার নিজেই নিজেকে নিয়নত্রন করা গেলেই সুফল এখানে অন্যের কোন খবরদারী নাই । ঘরে বসেই কাজ করা যায় কোন অফিস লাগে না । বেশি কোন যায়গা লাগে না ।
-
ফরেক্স ট্রেডিং এ মজার কিছু নেই । ফরেক্স ট্রেডিং অত্যন্ত কঠিন একটি ব্যাপার । সবার আগে মনে রাখতে হবে যে ফরেক্স ট্রেডিং একটি ব্যবসায় । এ ব্যবসায় লাভ লস আছে । তাই ফরেক্স ট্রেডিং এ লাভ লস সবই হতে পারে । তাই বুঝে শুনে তার পর ফরেক্স ট্রেডিং করা উচিত বলে আমি মনে করি ।
-
ফরেক্স এ ট্রেড করে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই খানে কোন ধোকা দেওয়া হয় না যা অনেক অনলাইন ব্যাবসা প্রথমে ভাল ইন্টারেস্ট দিলেও পরে বন্ধ হয়ে যাই কিন্তু এটা তার থেকে ভিন্ন একটি নির্ভর যোগ্য অনলাইন বিজনেস হল ফরেক্স ট্রেড তাই আপনি নিদির্ধাই ফরেক্স ফরেক্স ট্রেড করতে পারেন।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন টাইম এখানে ধরা বাধা না।
-
ঘরে বসেই যে কেউ কম্পিউটারের সাহাজ্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নইয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না। আপনি যদি বুজে বুজে ট্রেড করতে পারেন তবেই সব কিছু মজার মনে হবে কিন্ত আপনি যদি না বুজে এটা করেন তবে আপনার কাসে জটিল লাগবে ।ঘরে বসেই অল্প সময় এ অনেক টাকা ইনকাম করা যায় ফরেক্স করার মাদ্যমে।
-
আসলে ফরেক্স এর মজা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন।তবে আমার কাছে এই কারনে ভালো লাগে কারন ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ঘরে বসেই যে কেউ সাহাজ্যঅনলাইনে এই ব্যবসা করতে পারে।তাছাড়া ফরেক্স ব্যাবসায় যথার্থ জ্ঞান অর্জন করতে পারলে এখান থেকে অনেক আয় করা সম্ভব যা আমাদের আরো বেশি আনন্দ দেয়।
-
ফরেক্স কেন এত মজার তা একমাত্র যারা ফরেক্স করে তারাই বুঝবে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি এবং সফলতা লাভ করি তারা এর পরিমাণ আরো একটু বেশি উপভোগ করে । ফরেক্স মার্কেটে আমাদের মত নতুনরা সাধারণত প্রথম অবস্থায় অনেক বেশি সংগ্রাম করতে হয় বলে এর মজা উপভোগ করতে পারে না । স্বাধীন এই পেশাটাকে আকড়ে ধরলে বহুদুর যাওয়া যাবে নিঃসন্দেহে ।
-
আমার মতে ফরেক্স অনেক মজার। কারন ফরেক্স বিশ্বের যেকোনো জায়গা থেকেই করা যায় এবং সপ্তাহের 5 দিন যেকোনো সময় ট্রেড করা যাই। মোবাইল, লেপটপ, ডেস্কটপ যে কোনোটি দিয়েই ফরেক্স করা যায় । শুধু মাএ ইন্টারনেট কানেক্ট থাকলেই হল।
-
আসল ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ঘরে বসেই যে কেউ কম্পিউটারের সাহাজ্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না।
-
পৃথিবীর সব থেকে বড় মার্কেট প্লেস হচ্ছে ফরেক্স এটা ভাবলে সবাই মজা পাই যারা ফরেক্স এ কাজ করে। আর ফরেক্স থেকে ভা লাভ ও করা যায় সব পেসার লোক ফরেক্স এ কাজ করতে পারে। ফরেক্স এ কাজ করে জীবনে অনেক উন্নতি সাধন করা সম্ভব যা খুব দ্রুত।
-
বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল জনবহুল দেশ।স্বাধীনের পর থেকে এ দেশে জনসংখ্যা প্রচুর বেড়ে যায়।এই প্রচুর জনসংখ্যার কারনে কর্মসংস্থান যেন সোনার হরিন হয়ে দাড়িয়েছিল।সেই অবস্থায় বাংলাদেশের গুটিকয়েক জনগন ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা পায়।আস্তে আস্তে অনেকেই ফরেক্সের মাধ্যমে কমর্সংস্থানের অভাব পূরন করতে শুরু করে। এভাবে ফরেক্স বাংলাদেশের অনেকেরর কর্মসংস্থানের ব্যবস্থাসহ বর্তমান অর্থনৈতিক উন্নয়নের একটা হাতিয়ার হিসেবে পরিগনিত হচ্ছে।
-
ফরেক্স ব্যবসা কে আমি কখনো মজার ব্যবসা বলব না।কারন এই ব্যবসাই যত টেনশন করতে হয় তা অন্য কোন ব্যবসাতে করা লাগে না।তবে এই ব্যবসার কিছু সুবিধা আছে। আর সুবিধা গুলো হল ফরেক্স যেহেতু স্বাধীন ও মুক্ত ব্যবসা তাই এইখানে আপনিই বস।এই ব্যবসা ঘরে বসে করা যাই এবং কারো অধিনে থাকা লাগে না।তবে মার্কেট থেকে সাফলতা পেতে গেলে মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞ হতে হবে।
-
ফরেক্স এর বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। যা অন্যন্য ব্যবসায় থাকে না। এটা ঘরে বসে করা যায়। এটা র জন্য বাইরে যেতে হয় না। ফরেক্স বাসায় কম্পিউটার এবং ইন্টারনেট থাকলেই করা যেতে পারে। আর একাজে নিজের বস নিজেই। নিজের সিন্ধান্ত নিজেই নিতে হয়।
-
ফরেক্স মাকেট করতে আমার খুব ভাল লাগে ফরেক্স থেকে আয় করা যায় বলে | ফরেক্স মাকেটে আপোণী আয় করছেন না লস করছেন তা আপনার নিজের হাতে আমি মনে করি | ফরেক্স থেকে আয় করে অনেক টাকার মালিক হওয়া যায় তাই আমার ফরেক্স করতে ভাল লাগে |
-
ফরেক্স এ দক্ষ হলে ফরেক্স আপনার জন্য শুধু মজা আর মজা। আপনি এই ব্যবসা ঘরে বসেই করতে পারেন। এখানে কোন লোক বা জনবল নিয়োগ দিতে হয় না। এই ব্যবসার মালিক আপনি নিজেই আবার কর্মচারিও আপনি নিজে। ফরেক্স মার্কেটে কাজ করলে আপনি আপনার ফ্যামিলি কে অনেক বেশি সময় দেতে পারবেন।
-
ফরেক্স এতো মজার হওয়ার কারন হলো এখানে কোন টাইম ফ্রেম নাই যে এতো ঘন্টা কাজ করতেই হবে না হলে পেমেন্ট দিবে না। এখানে কারো গোলামি করার লাগে না। এখানে আনলিমিটেড ইনকাম এর সুযোগ আছে। একা একা ঘরে বসে এই কাজটা করা যায়। ফ্যামিলিকে অনেক বেশি সময় দেয়া যায়। আপনি সবসময় বিজি আবার সবসময় ফ্রি।
-
আমি একটা উদাহরণ দিই, আপনে যখন পরীক্ষার হলে ঢুকে পরিক্ষা দেন, তখন যদি আপনার পরীক্ষার সব প্রস্ন কমন থাকে তাহলে আপনার খুব মজা হবে, আরা যদি সব প্রশ্ন আপনার জন্য জটিল হয় তাহলে আপনার অনেক খারাপ লাগবে তখন আপনে পরিক্ষাই ফেল করবেন, তাই ফরেক্স মার্কেট এমন একটা জিনিষ আপনে যদি অভিজ্ঞ ট্রেডার হতে পারেন তাহলে ফরেক্স করে খুব মজা পাবেন।