শুধু আপনি নারে ভাই, আপনার মত আরও অনেকেই আছ খালি লস করতেই থাকে। আমি ও তার মধ্যে একজন। যে লস করতে করতে ক্লান্ত । মাঝে মাঝে মনে হয় এই লসের ব্যবসা ত্যাগ করে অন্য লাভের কিছু খুজে বের করি অথবা শুধু শান্তিতে ঘুমিয়ে কাটাই। দেখি কি হয়।
Printable View
শুধু আপনি নারে ভাই, আপনার মত আরও অনেকেই আছ খালি লস করতেই থাকে। আমি ও তার মধ্যে একজন। যে লস করতে করতে ক্লান্ত । মাঝে মাঝে মনে হয় এই লসের ব্যবসা ত্যাগ করে অন্য লাভের কিছু খুজে বের করি অথবা শুধু শান্তিতে ঘুমিয়ে কাটাই। দেখি কি হয়।
আপনি হতাশ হবেন্না আপনি চালিয়েজান দেখবেন সব আছতে আছতে ঠিক হয়ে যাবে।আমার মনে হয় কোথাও আপনি ভুল করতেছেন যে ভুল গুলার কারনে আপনার লস হইতেছে সে ভুল গুলো পরিহার করে সামনের দিকে জান।এবং অতিতের ভুল গুলো আর করবেন্না।আমি আসা রাখি আপনি ভাল প্রফিট করতে পারবেন।ইন শাহ আল্লাহ।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ব্যার্থ হলে চলবে না,ব্যার্থতার গ্লানিকে মুছে ফেলে নিজেকে সাফল্যের দারা পৌঁছাতে পারলে অনেক ভাল হয়,সবাই যদি পারে আপনিও পারবেন,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ব্যালেন্স জিরো হয়ে গেলে ফরেক্স থেকে না পিছিয়ে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে আমার আবার ট্রেডিং করতে পারি।
আপনি লেখেননি কতদিন যাবত ফরেক্স এর সাথে আছেন বা কত দিন যাবত ডেমো ট্রেড করেছেন। এই সব কিছু আগে প্রকাশ করে আপনি আপনার সমস্যা কথা লিখবেন তাহলে আপনি সঠিক সলিউশন পাবেন। আপনি যদি ১-দের বছর সময় যাবত শিখছেন তাহলে আমি বলবো ঠিকই আছে আপনি এখনও মার্কেট ধরতে পারেন নি। আপনাকে রিয়েল বাদ দিয়ে ডেমো ট্রেড এ সময় দিতে হবে আরও অনেক দিন। আপনাকে আপনার নিজস্ব একটি সিস্টেম খুজে নিতে হবে যা দিয়ে আপনি চার্ট বুঝতে পারবেন। আর মানিম্যানেজমেন্ট করা শিখতে হবে তাহলে আপনি হয়তো কিছু করতে পারবেন।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে । সেই জন্য ধৈর্য হারা হলে চলবে না । মার্কেট এর সাথে লেগে থাকুন দেখবেন এক সময় ঠিক সফলতা পাবেন ।
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে । সেই জন্য ধৈর্য হারা হলে চলবে না । মার্কেট এর সাথে লেগে থাকুন দেখবেন এক সময় ঠিক সফলতা পাবেন ।
মার্কেট আপনার অভিজ্ঞতার ট্রেডিং লজিকের বিপরীত পজিশনে গেলে আপনি হতাশ হবেন না। মার্কেট যখন আপনার পজিশনে বিপরীতে খেলা করবে তখন হতাশ না হয়ে মার্কেট কেন বিপরীত মুখি হলো সেই বিষয়টি নজর রেখে ওই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন। যাতে পরবর্তীতে আপনি ওই বিষয়টি মাথায় রেখে ট্রেড করতে পারেন।আর সব সময় ট্রেড করার আগে অবশ্যই আপনাকে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করতে হবে যাতে করে মার্কেট খুব কম সময় আপনার পজিশনের বিপরীতে খেলা না করে । তাই মার্কেটে ট্রেড করার আগে সব বিষয়ের উপর নজর রেখে ট্রেড করা উচিত।
আমি ব্যর্থ আমি অনেক শিখেছি কিন্তু রিয়াল ট্রেডে কিছু পারতিসি না।আনালাইস করতে পারতিসি না।যখন বই পড়ি তখন উদাহরণ চার্ট গুলো খুব ইজি লাগে বাট যখন রিয়াল চার্ট দেখি কিছুই বুঝতে পারি না আবশেষে লস !! কিন্তু ফরেক্স ছাড়তে খারাপ লা।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ফরেক্স এমন একটি ব্যাবসা যা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে আপনাকে লসের মুখোমুখি হতে হবে ।তারপর ও হাল না ছেড়ে জানার আগ্রহ বাড়িয়ে তুলতে হবে ।যার ফলে একদিন সফলতার সাথে ব্যাবসা করা যাবে ।
ফরেক্সে লসের কারন
১। অতিরিক্ত লোভ করা,
২। এনালাইসিস না করা,
৩। একসাথে অধিক ট্রেড রানিং করা,
৪। বড় লটে ট্রেড ওপেন করা,
৫। ছোট টাইমফ্রেম দেখে ট্রেড দেয়া।
আমার একই অবস্হা মার্কেট সম্পর্কে যখন পড়া লেখা করি তখন মনে হয় আমি ফরেক্স সম্পর্কে সব শিখি গেছি আর যখন রিয়াল মার্কেটে কাজ করি তখন লস করি আমার মনে হচ্ছে ফরেক্স থেকে আমি হারিয়ে যাব জানিনা কি করব। আগামিতে আরও ভাল করে ট্রেড করার চেস্টা করছি দেখি কি হয়। এখন থেকে ফরেক্স মার্কেটের সব রুরস মেনে চলে ট্রেড করব দেখি কিভাবে লস হয়।
অামারও এক অবস্থা শুধু লস করি যে ট্রেড নেয় সে ট্রেডে লস দেখায় লাভ খুব কম। আমার মনে হয় এটা আমাদের এনালিসিস এর দূবলতা। তবে ধৈর্য্য ধরা ছাড়া আর কোন রাস্তা নায় । আমাদের সবকে ধৈর্য্য ধরতে হবে এবং ডেমো ট্রেড করুন বেশী বেশী করে। যখন লস হবে তখন পূনারায় ডেমো ট্রেড করবেন। তাহলে হয়তো সমাধান হবে। তবে চিন্তার কিছু নায় সময় দিন অল্প দিনে কখনও ভাল কোন কিছু হয় না
ফরেক্স মার্কেট দক্ষতা ও অভিজ্ঞতার সাথে ভাগ্যেরও ব্যাপার আছে। আমি মনে করি ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে । সেই জন্য ধৈর্য হারা হলে চলবে না । মার্কেট এর সাথে লেগে থাকুন দেখবেন এক সময় ঠিক সফলতা পাবেন ।
ফরেক্স ব্যবসাটা এমনই হয় লাভ বা লস থাকে। তবে লস হলে ভেঙ্গে পড়া যাবে না। মনকে দুর্বল করা যাবেনা। মনোবল থাকতে হবে প্রচুর। একসময় ফরেক্স সম্পর্কে দক্ষ হয়ে আপনি সফলতার দিকে যেতে পারবেন। তবে যদি লস করে থাকেন তাহলে আপনাকে বেশি বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে হবে। অনলাইনের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে হবে। ডেমো অ্যাকাউন্ট আরো বেশি বেশি প্রেক্টিস করতে হবে। তাছাড়া সকল ট্রেডারদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ফরেক্স নিয়ে বেশি আলোচনা করতে হবে তাহলেই আপনি ফরেক্স থেকে লস এর পরিমাণ কমে আনতে পারবেন। অবশ্যই লাভবান হতে পারবেন তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।
এত সহজে ফরেক্সে নিজেকে ব্যর্থ বলে উপস্থাপন করলে হবে? ফরেক্স যদি সহজ হতো তাহলে সবাই দক্ষ ট্রেডার হতো। ইতিপূর্বে আপনি জেনেছেন যে ফরেক্সে ৯৫% নতুন ফরেক্স ট্রেডার ব্যর্থ হয়ে থাকে। যারা ফরেক্সে এখন শীর্ষ পর্যায়ে অবস্থান করছে তারা সবাই আপনার মত প্রথম দিকে লস করেই সফল হয়েছে। ফরেক্সে লস হওয়া একটি অংশ। লস ব্যতিত ফরেক্স কল্পনা করা যায়। সবাই একাধিক বার একাউন্ট জিরো হয়েছে। মুদ্রায় বিপরীতে রয়েছে লস। লস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। লসের কারণ খুজে বের করতে হবে। যদি এটি পারেন তাহলে ফরেক্সে সফল হওয়ার একধাপ এগিয়ে যাবেন। আপনি একবারেই হাটতে শিখেননি। শতবার চেষ্টার পর বা মাটিতে পড়ার পরই হাটতে শিখেছেন। তাই বাস্তব জীবনের কথা চিন্তা করে তা ভেবে উৎসাহিত হবেন। লস হলে ভেঙে না পড়ে এগিয়ে যান সফলতার দেখা পাবেন ইনশাআল্লাহ।
আপনি যথাযথো ভাবে ট্রেডিং কেৌশল অনুসরন করে ট্রেড ওপেন করতে পারছেন না আমি মনে করি এক্ষেত্রে আপনার সর্ব প্রথম উচিত আপনার ভুল-ত্রুটি অনুসন্ধান করা আর আপনি এটি যখনই করতে পারবেন । আমি অনেক ধৈর্যসহকার ফরেক্স মার্কেটকে আকরে ধরে ছিলাম এরং ট্রেডিং প্ল্যান পরিবর্ন করতে থাকি।আপনারও উচিত ফরেক্স মার্কেটকে ধৈর্যসহকারে থাকা ও ট্রেডিং প্ল্যান পরিবর্তন করা।
আপনি কত দিন ফরেক্স করেন তা জানিনা। ফরেক্স এর সফলতা মাসে আসে না। বছরের পর বছর ট্রেড করলে তবেই আপনার অভিজ্ঞতা হবে। আর এই অভিজ্ঞতা আপনাকে ডেমো ট্রেড থেকে নিতে হবে। রিয়েল ট্রেড দিয়ে ফরেক্স শিখতে গেলে আপনাকে অনেক লস দিয়ে ট্রেড শিখতে হবে।
ফরেক্স আমি নিয়মিত লস করলে যে কেমন লাগে তা আমার থেকে কে আর ভালো করে বুঝবে । তবে আপনি যদি কিছু জিনিস ভালো ভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আমার মতো লস থেকে বের হয়ে আসতে পারবেন বলে আশা রাখি ।
কখনও হতাশ হবেন না বা ভেঙ্গে পড়বেন না। এই মার্কেট কে একটা চ্যালেন্জ হিসেবে নেন। শপথ করুন আমি এর শেষ দেখেই ছাড়ব। তবেই না নিতে পারবেন সফলতা। নতুবা হতাশা নিয়ে আজ অথবা কাল আপনাকে মার্কেট ছাড়তেই হবে। তাই আমি বলব যদি পারেন নিজের উপর জোর দিন। এইরকম দিন সব ট্রেডারের কম বেশি গেছে।
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন ।আর সব সময় ট্রেড করার আগে অবশ্যই আপনাকে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করতে হবে যাতে করে মার্কেট খুব কম সময় আপনার পজিশনের বিপরীতে খেলা না করে । তাই মার্কেটে ট্রেড করার আগে সব বিষয়ের উপর নজর রেখে ট্রেড করা উচিত।
ফরেক্স এমন একটি ব্যাবসা যা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে আপনাকে লসের মুখোমুখি হতে হবে ।তারপর ও হাল না ছেড়ে জানার আগ্রহ বাড়িয়ে তুলতে হবে ।যার ফলে একদিন সফলতার সাথে ব্যাবসা করা যাবে । ফরেক্স মার্কেট এ সঠিকভাবে ট্রেড করা জানতে হবে। কেননা সঠিকভাবে ট্রেড করা না জানলে আপনি মার্কেট এ টিকে থাকতে পারবেন না। আর মার্কেট এ টিকে থাকার জন্য আপনাকে এনালাইসিস করা শিখতে হবে। আর সেটা হতে পারে হাইয়ার টাইম ফ্রেম এর এনালাইসিস।
ফরেক্স ট্রেড করতে এসে অনেক কস্ট করেছি। অনেক সময় দিয়েছি মার্কেট এর পিছনে। ব্যর্থতা আমাকে বার বার লস আর ও বেশী করতে আগ্রহ করেছে। কিন্তু সাধারন লস নিয়ে মাথা গাহ্মিয়ে কোন কাজ নেই। যখন কোন বড় ধরনের লস হবে তখন মন খারাপ হবে। কিন্তু বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে। ফরেক্স মার্কেট এ সঠিকভাবে ট্রেড করা জানতে হবে। কেননা সঠিকভাবে ট্রেড করা না জানলে আপনি মার্কেট এ টিকে থাকতে পারবেন না। আর মার্কেট এ টিকে থাকার জন্য আপনাকে এনালাইসিস করা শিখতে হবে। আর সেটা হতে পারে হাইয়ার টাইম ফ্রেম এর এনালাইসিস।
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে । সেই জন্য ধৈর্য হারা হলে চলবে না । মার্কেট এর সাথে লেগে থাকুন দেখবেন এক সময় ঠিক সফলতা পাবেন ।
আমার মনে হয় এটা আমাদের এনালিসিস এর দূবলতা। তবে ধৈর্য্য ধরা ছাড়া আর কোন রাস্তা নায় । আমাদের সবকে ধৈর্য্য ধরতে হবে এবং ডেমো ট্রেড করুন বেশী বেশী করে। যখন লস হবে তখন পূনারায় ডেমো ট্রেড করবেন। তাহলে হয়তো সমাধান হবে। কেননা আপনার মূল সমস্যা হল আপনার অন্য জায়গায়, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, কিংবা আপনার মানি ম্যানেজ ম্যান্ট সঠিকভাবে হচ্ছে না, অথবা আপনি বেশির ভাগ ট্রেডগুলো হয়তোবা রং পজিশনে নিচ্ছেন। তাই আমার পরামর্শ হল আপনাকে আর সামান্য একটু কষ্ট করতে হবে।
আমি মনে করি আপনার আত্মবিশ্বাস এর ঘাটতি রয়েছে যার কারণে আপনি যখন রিয়েল ট্রেডিং করতে যান সব কিছু সঠিকভাবে করতে পারেন না। ডেমো ট্রেডিং করার সময় আমরা একদম নিশ্চিন্তে থাকি যার কারণে মার্কেট এনালাইসিস করতে পারি কোন টেনশন ছাড়াই কিন্তু রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে এমনটি হয় যার কারণে আমরা অনেক বেশি ভয়ে থাকি আর সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে ব্যর্থ হই। আমি বলব আপনি আত্মবিশ্বাস রাখুন এবং ভালোমতো মার্কেট এনালাইসিস করে তারপর মার্কেটে এন্ট্রি নেন আমি আশা করি আপনি কি স্বার্থ হবেন না।
আসলে সফলতা এবং ব্যর্থতার এই দুইয়ে মিলেই ফরেক্স। প্রত্যেকটা ট্রেডারেরই কিছু না কিছু ব্যর্থতা আছে। প্রতিটি ট্রেডারকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে, আমি ট্রেডমিল এই মার্কেট বিপরীত দিকে যায়। আসলে ব্যাপারটা ঠিক এমন নয়। মূলত সঠিকভাবে মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড নিলে এমনটা হওয়া স্বাভাবিক। এসব ক্ষেত্রে সাইকোলজিকাল বিষয়গুলো খুব বেশি কাজ করে। বড় মাপের ট্রেডার কথা মার্কেট মেকাররা রিটেইলার ট্রেডারদের সাইকোলজি বুঝে মার্কেটকে বিভিন্ন সময় করিয়ে থাকেন। তারা ভালো করেই জানে আপনি কোথায় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করেছেন। এসব ব্যাপার গুলো বেশিরভাগ সময়ই আমাদের মত নতুন ট্রেডারদের ক্ষেত্রে ঘটে থাকে। এসব থেকে পরিত্রান পাওয়ার উপায় হল মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট এবং মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করা।
আমার মনে হয় কোথাও আপনি ভুল করতেছেন যে ভুল গুলার কারনে আপনার লস হইতেছে সে ভুল গুলো পরিহার করে সামনের দিকে জান।এবং অতিতের ভুল গুলো আর করবেন্না। মার্কেট যখন আপনার পজিশনে বিপরীতে খেলা করবে তখন হতাশ না হয়ে মার্কেট কেন বিপরীত মুখি হলো সেই বিষয়টি নজর রেখে ওই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন। যাতে পরবর্তীতে আপনি ওই বিষয়টি মাথায় রেখে ট্রেড করতে পারেন।
ফরেক্স সহ যে কোন ব্যাবসা করতে গেলে প্রথমে শিখতে হবে।আপনি কোন ভাবে হতাশ হবেন না আমি আপনাকে বলব আপনার ট্রেডিং দক্ষতায় কোথাও না কোথাও নিশ্চই ভুল আছে অথবা আপনি যথাযথো ভাবে ট্রেডিং কেৌশল অনুসরন করে ট্রেড ওপেন করতে পারছেন না আমি মনে করি এক্ষেত্রে আপনার সর্ব প্রথম উচিত আপনার ভুল-ত্রুটি অনুসন্ধান করা আর আপনি এটি যখনই করতে পারবেন তার পর থেকে আপনি নিশ্চই ফরেক্স ট্রেডিং থেকে ভাল প্রফিট করতে সক্ষম হবেন।শিখার মধ্য দূবলতা থাকলে যে কোন ব্যাবসায় আপনাকে লসের মুখোমুখি হতে হবে তারপর ও হাল না ছেড়ে জানার আগ্রহ বাড়িয়ে তুলতে হবে।যার ফলে একদিন সফলতার সাথে ব্যাবসা করা যাবে।
আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে । সেই জন্য ধৈর্য হারা হলে চলবে না ।মার্কেট যখন আপনার পজিশনে বিপরীতে খেলা করবে তখন হতাশ না হয়ে মার্কেট কেন বিপরীত মুখি হলো সেই বিষয়টি নজর রেখে ওই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন। যাতে পরবর্তীতে আপনি ওই বিষয়টি মাথায় রেখে ট্রেড করতে পারেন।আর সব সময় ট্রেড করার আগে অবশ্যই আপনাকে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করতে হবে যাতে করে মার্কেট খুব কম সময় আপনার পজিশনের বিপরীতে খেলা না করে ।
আপনি কোন ভাবে হতাশ হবেন না আমি আপনাকে বলব আপনার ট্রেডিং দক্ষতায় কোথাও না কোথাও নিশ্চই ভুল আছে অথবা আপনি যথাযথো ভাবে ট্রেডিং কেৌশল অনুসরন করে ট্রেড ওপেন করতে পারছেন না আমি মনে করি এক্ষেত্রে আপনার সর্ব প্রথম উচিত আপনার ভুল-ত্রুটি অনুসন্ধান করা আর আপনি এটি যখনই করতে পারবেন তার পর থেকে আপনি নিশ্চই ফরেক্স ট্রেডিং থেকে ভাল প্রফিট করতে সক্ষম হবেন।এই সমস্য শুধু আপনার একা হয়নি এই সমস্য আমার হয়েছিল।আমি অনেক ধৈর্যসহকার ফরেক্স মার্কেটকে আকরে ধরে ছিলাম এরং ট্রেডিং প্ল্যান পরিবর্ন করতে থাকি।আপনারও উচিত ফরেক্স মার্কেটকে ধৈর্যসহকারে থাকা ও ট্রেডিং প্ল্যান পরিবর্তন করা।এভাবে দেখবেন যে ট্রেডিং প্ল্যান আপনার কাজে লাগবে তাদিয়ে আপনি ট্রেড করবেন।
ফরেক্স ট্রেডের সঠিক,কার্যকরী ও বাস্তব সম্মত কলাকৌশল কিছুই শিখেন নাই৷যা কিছুই শিখেছেন সবই ভূল শিখেছেন৷যে কারনে আপনি রিয়েল ট্রেডে এসে নিয়মিত লসই দিচ্ছেন৷আসলে আপনি ফরেক্স মার্কেটের সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে পারছেন না৷আমার পরামর্শ হবে আপনি সব কিছু বাদ দিয়ে আমার নিয়মিত সহজ,সঠিক,কার্যকরী ও বাস্তব সম্মত লেখা-'ধারাবাহিক লেসন' এর পর্বগুলো ধীরে ধীরে পড়তে শুরু করেন৷অবশ্যই বুঝতে পারবেন আপনি এতদিন কী শিখেছেন এবং এখান থেকেই আপনার ভূলগুলো সংশোধন করে নিতে পারবেন৷কিন্তু এখন লাভ করতে শিখছি। আমি কি করি যখন মার্কেট প্রাইস অনেক লো থাকে তখন চ্যাটের দিকে নজর রাখি যেকোন প্রাইস উপরে উঠতে শুরু করে অমনি একটি Buy ট্রেড ওপেন করি. আর প্রাইস কিছু ক্ষণে অনেক উপরে ওঠে. যেই ২ ডলার এর মতো লাভ হয় অমনি ট্রেড ক্লোস করি. আবার যকন মার্কেট নিচে নামতে শুরু করে অমনি একটি সেল ট্রেড ওপেন করি. এভাবে ভালোই লাভ হয় আমার। আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন.
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে। সব সময় ট্রেড করার আগে অবশ্যই আপনাকে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করতে হবে যাতে করে মার্কেট খুব কম সময় আপনার পজিশনের বিপরীতে খেলা না করে । তাই মার্কেটে ট্রেড করার আগে সব বিষয়ের উপর নজর রেখে ট্রেড করা উচিত।
আপনার থ্রেডে অনেকে কমেন্টস করেছে।নানা ভাবে আপনাকে বুঝিয়েছেন।যে বেশি সময় দেন বেশি বেশি শেখেন ইত্যাদি ইত্যাদি।আমি আপনাকে বলবো আপনি ব্যর্থ।ঠিক আছে আপনি ব্যর্থ।আর আপনি এই ব্যর্থতা কে কাজে লাগিয়ে সফল হওয়ার পথ খুজেছেন কখনো।আপনার জন্য ভালো সমাধান হলো।যে হেতু আপনার প্রতিটি ট্রেড লসে যা তাহলে আপনি আপনার চিন্তার বিপরীতে কাজ করেন।ধরুন আপনি আজকে এনালাইসিস করে দেখলেন যে ট্রেড টি বাই এন্ট্রি নেওয়া যাবে।তাহলে আপনি সেল এন্ট্রি নেন।কারন আপনি বাই করলে সেল যায় আবার সেল করলে বাই যায় তাহলে আফনি উল্টো কাজ করেন তাহলেই আপনি সফল হবেন।
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । ফরেক্স মার্কেট দক্ষতা ও অভিজ্ঞতার সাথে ভাগ্যেরও ব্যাপার আছে বলে আমি মনে করি। আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে । সেই জন্য ধৈর্য হারা হলে চলবে না । মার্কেট এর সাথে লেগে থাকুন দেখবেন এক সময় ঠিক সফলতা পাবেন ।
ফরেক্স মার্কেটে যদি ধৈর্য্য ধারণের ক্ষমতা , দক্ষতা , অভিজ্ঞতা এবং এ্যানালাইসিস ছাড়া ফরেক্স মার্কেটে লাভ করা সম্ভব নয় । যদি এই গুণগুলো একটা মানুষের মধ্যে বিদ্যমান না থাকে তাহলে অবশ্যই সে ব্যর্থ হতে বাধ্য । সুতরাং অামরা সব সময় আগে দক্ষতাবান হতে চেষ্টা করব তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলে অবশ্যই সফলকাম হব ।
ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শ্রম ও সময় ব্যয় করতে হবে। ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে লেগে থাকতে হবে । আপনার কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনি আবার ডেমো ট্রেডিং শুরু করুন । যত দিন না আপনি মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারছেন তত দিন আপনি ডেমো ট্রেডিং অনুশীলন করুন দেখবেন আস্তে আস্তে মার্কেট আপনার আয়ত্তে এসে গেছে । ফরেক্স এমন একটি ব্যাবসা যা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে আপনাকে লসের মুখোমুখি হতে হবে ।তারপর ও হাল না ছেড়ে জানার আগ্রহ বাড়িয়ে তুলতে হবে ।যার ফলে একদিন সফলতার সাথে ব্যাবসা করা যাবে ।
এক অবস্থা শুধু লস করি যে ট্রেড নেয় সে ট্রেডে লস দেখায় লাভ খুব কম। আমার মনে হয় এটা আমাদের এনালিসিস এর দূবলতা। তবে ধৈর্য্য ধরা ছাড়া আর কোন রাস্তা নায় । আমাদের সবকে ধৈর্য্য ধরতে হবে এবং ডেমো ট্রেড করুন বেশী বেশী করে। যখন লস হবে তখন পূনারায় ডেমো ট্রেড করবেন। তাহলে হয়তো সমাধান হবে।আমি ও লস কম করি নি. কিন্তু এখন লাভ করতে শিখছি। আমি কি করি যখন মার্কেট প্রাইস অনেক লো থাকে তখন চ্যাটের দিকে নজর রাখি যেকোন প্রাইস উপরে উঠতে শুরু করে অমনি একটি Buy ট্রেড ওপেন করি. আর প্রাইস কিছু ক্ষণে অনেক উপরে ওঠে.।কোন কাজে মানুষের ব্যর্থতাই হল তার সাফল্যের মূল হাতিয়ার। তাই আপনি যেহেতু সবকিছু শিখে ফেলেছেন, তাহলেতো আর কোন সমস্যাই নেই। কেননা আপনার মূল সমস্যা হল আপনার অন্য জায়গায়, যেটা হয়তো আপনি।
ফরেক্স ট্রেড করতে এসে অনেক কস্ট করেছি। অনেক সময় দিয়েছি মার্কেট এর পিছনে। ব্যর্থতা আমাকে বার বার লস আর ও বেশী করতে আগ্রহ করেছে। কিন্তু সাধারন লস নিয়ে মাথা গাহ্মিয়ে কোন কাজ নেই। যখন কোন বড় ধরনের লস হবে তখন মন খারাপ হবে। কিন্তু বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে।
ফরেক্স সহ যে কোন ব্যাবসা করতে গেলে প্রথমে শিখতে হবে ।শিখার মধ্য দূবলতা থাকলে যে কোন ব্যাবসায় আপনাকে লসের মুখোমুখি হতে হবে ।তারপর ও হাল না ছেড়ে জানার আগ্রহ বাড়িয়ে তুলতে হবে ।যার ফলে একদিন সফলতার সাথে ব্যাবসা করা যাবে