ফরেক্স ট্রেড করে একাউন্ট জিরু করে নাই এমন পাবলিক খুব আছে বলেই আমি মনেবকরি কারন ফরেক্স মার্কেটে এমন একটটা মার্কেটে যেকানে আপনি লোভ করবেন আর আপনি যদি লোভ করেন তবে আমি মনে করি আপনি একাউন্ত জিরু করবেনিই এতে কোন প্রকার সমস্যা নেই।
Printable View
ফরেক্স ট্রেড করে একাউন্ট জিরু করে নাই এমন পাবলিক খুব আছে বলেই আমি মনেবকরি কারন ফরেক্স মার্কেটে এমন একটটা মার্কেটে যেকানে আপনি লোভ করবেন আর আপনি যদি লোভ করেন তবে আমি মনে করি আপনি একাউন্ত জিরু করবেনিই এতে কোন প্রকার সমস্যা নেই।
ফরেক্স মার্কেটে আসলে এ্যকাউন্ট জিরো না করলে ট্রেডিং শেখা যায় না । মার্কেটে আমি এই পযর্ন্ত আমার ৫টি একাউন্ট জিরো করেছি । আরও দুইটি একাউন্ট এখন জিরো হওয়ার পথে আছে । তবে আমি মনে করি আমদের এই ভূলগুলো থেকে শিক্ষা নিওয়া উচিত ।
ফরেক্স মারকেটে একাউন্ট জিরো হয়ে যাও্অয়া কোন বিষ ই নয় । তবে আমার একাউন্ট ক খনো জিরো হয় নাই তবে আমি প্রফিট তুলতে পারি নাই । যাপ্রফিট হয়েছে তা আবার লস হয়েছে ।
ট্রেড করতে গিয়ে লস হবে, আবার লাভ হবে এটাই সাভাবিক। তাই আমিও অনেক বার একাউন্ট জিরো করেছি। যখন আমি নতুন ছিলাম তখন অনেক বার লস করেছি। এখন আর আগের মত লস হয়না। একাউন্ট জিরো হয় না বললেই চলে।
আপনি জানতে চেয়েছেন যে আমি ব্যলেন্স কতো বার জিরো করেছি । আসলে আমি এখন প্রযন্ত একবার ও এ্যাকউন্ট জিরো করি নাই । কেননা আমি এখন প্রর্যন্ত রিয়েল ট্রেডিং করা শুরু করি নাই । তবে ডেমোতে কয়েকবার করেছি ।
তবে সেটা প্রথম অব্যস্থায় করেছি ।
ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ ব্যবসা , এখানে অ্যাকাউন্ট জির হওা সাভাবিক । আমি প্রথমবার ২০ ডলার দিয়ে ট্রেড সুরু করসিলাম কিন্ত অ্যাকাউন্ট জির হয়ে গিয়েছিল এবং এই তা একাধিক বার হয়েছে । সুতুরাং আমার মতে প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ ভাল করে ট্রেড করে তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত ।
ভাই আমি ফরেক্স মাকেট যখন নতুন তখন ডেমো পারতিস করি তখন ৩ মাসে একাউন্ট জিড়ো কোরে ফেলি| তারপর রিয়াল একাউন্ট ৩০ ডলার নিয়ে লাবি ১ মাসে জিরো করি|
আমি ফরেক্স ট্রেডিংয়ে এখন যতটা অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করতে পেরেছি প্রথম দিকে ঠিক তেমন ছিল না যার ফলে প্রথম প্রথম আমি ফরেক্স মার্কেটে প্রফিটের পাশাপাশি অনেক বার লস করেছি তবে লাভের তুরনায় সেই সময় লসই আমাকে বেশি করতে হয়েছে।
ফরেক্স ফরোমে আমি গত চার মাস যাবত কাজ করি এই পর্যন্ত আমি ২টি একাউন্ট জিরো করছি এবং একটি একাউন্ট সমান সমান অছে এই একাউন্টে লাভ ও নাই লস ও নাই ।
আমি ফরেক্স এ নতুন বিধায় এখনো রিয়েল ট্রেড করিনি তাই একাউন্ট জিরো করার প্রসং্গে আমার কোন অভিং্গতা নেই । যারা অভিং্গ ট্রেডার তাদের কাছে এই জবাবটি জানতে চাইবো ।
আরে আমিতো অনেক বার অ্যাকাউন্ট জিরো করেছি । কারন আমিতো ভীতু ফরেক্স ট্রেডার নই । আমি জানি যে অ্যাকাউন্ট জিরো হলে কতো কষ্ট হয় । একথা ঠিক যে অ্যাকাউন্ট জিরো হলে রিয়েল ট্রেডে অনেক অভিজ্ঞতা বাড়ে । তবে ফরেক্স বন্ধুরা দয়াকরে তোমরা তোমাদের ফরেক্স অ্যাকাউন্ট জিরো করো না। কারন অ্যাকাউন্ট জিরো হলে অনেক কষ্ট হয় ।
ফরেক্সে আমি এ পর্যন্ত অনেক বার একাউন্ট জিরো করে ফেলেছি।। ফরেক্স করতে গিয়ে অনেক সময় অনেক প্রফিট ও করেছি।। ফরেক্স করতে হলে অবশ্যই একাউন্ট টিকিয়ে রাখার জন্য মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিৎ।। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড মানেই ঝুঁকিবহুল ট্রেডিং।।।
অামি ফরেক্স মার্কেটে নতুন হলেও এখন পর্যন্ত কখন ও একাউন্ট জিরো ব্যালেন্স হয়নি সফলতার সহিত ট্রেডিং করে যাচ্ছি। সফলতার সহিত ট্রেডিং করার জন্য মনোবল এবং সাহস দুইটাই দরকার হতাশ হলে চলবে না।
ফরেক্স মার্কেটে প্রথম আমি ২০ ডলার দিয়ে শুরু করেছিলাম। সেখান দিয়ে আমি প্রফিটও করেছিলাম, কিন্তু এক সময় আমার মেইন ব্যালেন্স ০.০০ হয়ে গেল। তবে আমি আশা হারাইনি। আবারও শুরু করলাম সেই খান থেকে আজও আমি নিয়মিত ট্রেড করছি আর মোটামুটি আয় করে যাচ্ছি।
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করা ভালো কথা না । কিন্তু জিরো হয়ে গেলেতো আর কিছু করার থাকে না । আমি অনেকবার আমার একাউন্ট জিরো বানিয়েছি । কিন্তু তবুও আমি ফরেক্স মার্কেটে কাজ করে যেতে যায় । তাই আমি এখন ফোরম পোষ্টে কাজ করছি । আবার যখন ফোরম পোষ্ট থেকে ডলার পেয়ে ট্রেড করা শুরু করবো তখন দেখা যাবে যে আবার আমার একাউন্ট জিরো হয় কিনা । আশা করি আর একাউন্ট জিরো হবে না । যদি হয় তবে আবার শুরু করবো ও প্রোফিট করার আশায় থাকবো । এখন আমি ট্রেড করা শিখছি , তাই মনে হয় আর একাউন্ট জিরো হবে না ।
আমি ফরেক্স এ যোগ দিয়েছি খুব বেশি দিন হয়নি ,তাই একাউন্ট জিরো এর এক্সপেরিয়েন্স আমার খুব বেশি একটা নেই তও আমি প্রায় ৫-৪ বার এর মতো একাউন্ট জিরো করে ফেলেছি , এইটা খুব এ লজ্জা জনক , তবে আমি প্রতি বার এ শিখছি এবং কিভাবে আরো ভালো করা যায় সেই লক্ষে কাজ করছি
আমার একাউন্ট যিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।
আমি যখন নতুন প্রথমত অবস্থায় ডেমো ফরেক্স ট্টেড করেছিলাম তখন আমি অনেকটা লস করেছি। এবং আমার একাউন্ট জেরো হয়ে দেতো । কিন্তু আমি এখন অনেকটা ফরেক্স এ ট্টেড সম্পর্কে ভালই বুঝতে পারছি এবং ডেমোত ট্টেড করে আমি এখন অনেকটা লাভ করতেছি।
আমি ফরেক্স লাইফ এ অনেক একাউন্ট জিরো করেছি। আর ফরেক্স এ সবাই কম বেশি লাইভ একাউন্ট জিরো করে প্রথম অবস্থায়। আমি প্রথমে ৬০ডলার ডিপোজিট একাউন্ট জিরো করেছি। কারন প্রথমে আমি তেমন ভালো বুঝতাম না। তাই ফরেক্স এ অভিজ্ঞতার বিকল্প নেই।
আমার একাউন্ট জিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম। কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।
নিজের একাউন্ট কেউ কথনো জিরো করতে চায় না। তবে ফরেক্স এ ক্ষেত্রে একাউন্ট জিরো হয় যদি ফরেক্স এর ট্টেড না বুঝে দেওয়া। আমি যখন নতুন ডেমো ট্টেড করেছি তখন আমার একাউন্ট যতবার ট্টেড করেছি তত বারই লস ও একাউন্ট জিরো হয়েছে। তবে এখন আমি অনেকটা বুঝতে পেরেছি এবং আমার একাউন্ট এ এখন অনেকটা লাভে আছে।
আমি গত ২ বছর ধরে ট্রেড করি ট্রেড করার সময় কতবার যে অ্যাকাউন্ট জিরো হয়ে গিয়েছে তার কোনো হিসাব নাই । এজন্য প্রথমে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড করা ভাল তা হলে অ্যাকাউন্ট জিরো হওয়ার ভয় কম থাকে । আমি আমার সকল বন্ধুদের বলি যে ভালোভাবে ফরেক্স শিখেই তারপর ফরেক্স সুরু করা।
একাউন্ট জিরো করা ইটা প্রত্যেক নতুন ট্রেডেরই হয়ে থাকে। আমার হয়েছে। সম্ভবত মোট তিনবার। তবে আশার কথা যে প্রত্যেকবারই এমাউন্ট কম ছিল। আর কখনো কখনো ব্রোকারের নীতির কারণে ধরা খেয়েছি। অবশ্য এক্ষেত্রে আমি নিজেকেই দোষ দিয়ে থাকি এই সম্পর্কে কেন আগে আমি খোঁজ নেই নাই। দুইবার ইন্সটাফরেক্সে আর একবার এক্সনেসে।
নতুন ট্রেডার হওয়াতে আমি এখনো রিয়েল ট্রেডিং শুরু করিনি । তবে ইতিমধ্য আমি বেশ কয়েকবার ডেমোতে একাউন্ট জিরো করেছি । আসলে আামাদের মত নতুন ট্রেডারদের প্রথম অবস্থায় অবশ্যই একাউন্ট জিরো করতে হবে । কেননা একাউন্ট জিরো না করলে আমরা বুঝতে পারব না যে ঠিক কিভাবে আমাদেরকে ভবিষ্যতে প্রতিকূল পরিস্থিতি ফাইট করতে হবে ।
ব্যক্তাগতভাবে ফরেক্স মার্কেটে প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।
আমার মনে হয় আপনার অন্যর দ:খ শুনতে খুব ইচ্ছে করে তাই বলছি আমার একাউন্ট একবার জিরো হয়েছিল সেটা আমার ভুলের জন্যই। এ জন্য আমি মার্কেট কে দোসারপ করি না। এর পর আর জিরো হয় নাই। একাউন্ট কখনোই জিরো হবে না যদি আপনি সেল স্টপ বা বাই স্টপ ব্যবহার করেন। না বুঝলে আমার সাথে যোগাযোগ করুন।
আমি অনেকবার টাকা জিরো করেছি। ফরেক্স এ যখনই ট্টেড করেছি তখনই একটু না একটু উঠানামা করে থাকে আর এর জন্যই আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে। আর প্রথমেই একাউন্ট জিরো হয়ে যাবে এটা স্বাভাবিক। আর এই জিরো করতে করতে শিখা যাবে এবং ফরেক্স থেকে আয় করা যাবে।
আমি ফরেক্স ব্যাবসায় অল্প কিছুদিন ধরে কাজ করছি।আমি মাত্র একবারই রিয়াল ট্রেড করেছি একটা রিয়াল একাউন্টে।দুই সপ্তাহ টিকে থাকার পর লাভ লস হতে হতে একসময় একাউন্ট জিরো হয়ে গেল।তারপর মনে করলাম এখনো রিয়াল ট্রেড করার সময় আসেনি কারন ফরেক্স বিষয়ে এখনো আমার যথেষ্ট পরিমানে জ্ঞান হয় নি যে কারনে সঠিক সময়ে টেক প্রফিটটা নিতে পারছিনা।তাই ফোরামে কাজ করে এবং ফরেক্স সম্পর্কিত কিছু বই পড়ে ফরেক্স শিখার চেষ্টা করছি।
আমি ফরেক্সে নতুন এজন্য এখনো রিয়েল ট্রেড শুরু করিনি। আমি বর্তমানে ডেমোতে ট্রেড করছি। আমি দেকছি আমার এক পরিচিত বড় ভাইকে রিয়েল ট্রেড করতে মুলত তার কারনে আমার ফরেক্সে আসা। আমার ভাইকে বলতে দেখছি তার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। তখন তাকে অনেক চিন্তিত মনে হত। তাই আমি ডেমোতে ভালভাবে ট্রেড শিখে রিয়েল ট্রেড এ যাব বলে মনে করচ্ছি।
আল্লাহর রহমতে আমার একাউন্ট এখনো জিরো হয় নি। কারন আমি প্রথম থেকে ফরেক্স এর যাবতীয় রুলস গুলা মেইন্টেইন করে আসছি। আর লট সাইজ ০,০১ বা ০,০২ দিয়ে ট্রেড করছিলাম তাই মূলত একাউন্ট জিরো হয় নি। তবে আমি এখন ফরেক্স এ মোটামোটি বুজি। তবে এনালাইসিস টা আরো পরিষ্কার করার চেষ্টায় আছি।
আমি মনে করি না যে একাউন্ট জিরো করাতে আমাদের কোন ধরনের লাভবান হতে পারব । বরং আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একাউন্ট দীর্ঘ একটা সময়ের জন্য ধরে রাখাটাই হল একটা বিরাট চ্যালেন্জ । কেননা যারা এই চ্যালেন্জ মোকাবেলা করতে পারবে না তারা কখনো ভাল কিছু করতে পারবে না । তাই আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে অবশ্যই নিজেকে সর্বাগ্রে প্রস্তুত করতে হবে ।
ফরেক্স মার্কেটে এমন লোক খোজে পাওয়া যাবেনা যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গিয়ে একাউন্ট জিরো করে নাই আমি নিজেও ট্রেডিং করতে গিয়ে মিনিমাম ১৫ থেকে ২০ বার একাউন্ট জিরো করে ছি তাই আমাদের, একাউন্ট জিরো হয়ে গেলে আমাদের ট্রেডিং বিষয়ে অনেক অভিজ্ঞতা বাড়ে ফরেক্স মার্কেট পরে ভাল প্রফিট করা যায়।
আমি ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে প্রথম প্রথম বেশ অনেক বার একাউন্ট শূন্য করেছি।ফরেক্স আসলেই একটি কঠিন ব্যবসা দক্ষতা ছাড়া যেই ট্রেড করতে যাবে তাহলে তার একাউন্ট বার বার শূন্য হয়ে যাবে।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে,যেতে আমাদের ব্যলেন্স জিরো না হয়,তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার নিয়ম মেনে ট্রেডিং করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হবে।
আসলে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।
আমি ফরেক্সে ৪ মাস ধরে আছি ।প্রথম মাসে ২০ ডলার দিয়ে ইওনভেস্ট করি এবং তা ২ ঘন্টার মধ্যে ০ হয়।তারপর ৫০ ডলার ০ হয় ,১০০ ডলার ০ হয় , ৮৯ ডলার ০ হয়।আমি সর্বমোট ৪ বার একাউন্ট ০ করে ফেলি।এই ৪ মাসে আমার লস দাড়াই প্রাই ৩০০ ডলারের মত।
ফরেক্সে আমার বয়স কাল হল মাত্র ৫ মাস।এই মাসে আমি ৭ বার একাউন্ট ০ করে ফেলি।৪০+৬০+৭০+১০০+১০০+৫০+৫০=৪৭০ ডলয়ার মত লস করেছি।কিন্তু একবারেও টাকা তুলে পারিনি।ট্রেড করে যে লস খাতাম সব সময় তা কিন্তু না আমার একাউন্ট লসের প্রধান কারন ছিল আমি মার্কেটে একটু বেশি লোভ করতাম।
এই লেখকদের আমি স্যলুট করলাম তারা অনেক কম লস করে ফরেক্সে ট্রেড করছে যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অবশ্য যদি তারা সত্য কথা লিখে থাকেন ??? মাত্র কয়েকবার ব্যলেন্স জিরো করেছেন ? আমি অধম,মাথানষ্ট,রাক্ষস রিয়েল ব্যলেন্স জিরোতে কম করে হলেও ট্রিপল সেন্চুরী করেছি ৷এখন তেল ছাড়াই ঘুমাইতে পারি৷ডেমো কনটেস্টে ১৭ টা প্লেস পাইছি৷
আমি ফরেক্স মার্কেট এ নতুন আমি দুই বার ব্যালান্স জিরো করেছি।ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে সামান্য ভুলের কারনে অধিক ক্ষতি হয়ে যায়।সর্বশেষ যেদিন আমার ব্যালান্স জিরো হয় সেদিন মাত্র একটা ট্রেড ভুল ট্রেড ওপেন করেছিলাম যার কারনে আমার সব ব্যালান্স শেষ হয়ে গিয়েছিলো।তাই ব্যালান্স জিরো করতে না চাইলে অবশ্যই ভুল ট্রেড ওপেন করা যাবে না।
ব্যক্তিগতভাবে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।