-
আমার মনে হয় আগে ফরেক্সে কম্পিউটার থেকেও ট্রেড করা যেত না। এক সময় সাধারন ট্রেডার রা ফরেক্সে ট্রেড করতে পারতেন না। পরে ইন্টারনেটের মাধ্যমে ফরেক্সে সাধারন ট্রেডার রা ট্রেডের সুযোগ পান, কারন এসময় ব্রোকারের আবির্ভাব হয়। কিন্তু এখন তো মোবাইল ট্যাব দিয়েও ট্রেড করা যায়। আমি আমার পিসির পাশাপাশি মোবাইলেও ট্রেড করে থাকি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড কপ্রতে হলে আপনি দুই ভাবে ট্রেড করতে পারেন একটি হচ্ছে মুবাইলের মধ্যমে এবং অন্যটি হচ্ছে কম্পিউটার এর মাধ্যমে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করে যাবার জন্য এবং লাভ করার জন্য আপনি কম্পিউটার ব্যহার করলেই অনেক ভাল হবে বলে মনে করি।
-
ভাই আমি কয়েকদিন মোবাইলে ট্রেড করেছিলাম।কিন্তু কোন সুবিধা পাইনি।কারন কম্পিউটার বা ল্যাপটপ এর মত মোবাইলে আমি ভালোভাবে মার্কেট এনালাইসিস করতে পারিনা।যার ফলে আমিকয়ে কয়েকটা ট্র্রেড লস করে ছিলাম।এখনন আমি ল্যাপটপে ট্রেড এনালাাইসিস করে ওপেন করি এবং আমি যখন কলেজে থাকি বা কাজে থাকি তখন মোবাইলের মাধ্যমে ট্রেডটি চেক করি বা প্রয়োজন হলে ট্রেডটি কেটে নিই।
-
আমি কখনো মোবাইলে ট্রেড করি নাই । এমন কি মবাইলে ট্রেড করাও বুজি না ।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন।তাই মোবাইলে ট্রেড করা কতোটা সুবিধা বা অসুবিধা আছে তা সর্ম্পকে আমার এতটা ধারনা নেই।তবে যতুটুকু জানি কম্পিউটার এ ট্রেড করা ভাল কারন কম্পিউটার এ ট্রেড করলে মর্কেট অ্যানালাইসিস করা যায় এবং ট্রেডিং করা যায়।
-
আমি আমার মোবাইল থেকে কম পরিমানই ট্রেড করি,কারন ট্রেড ক্লোজ দিলে সহজে ক্লোজ হয়না ।এই সমস্যার প্রধান কারন হল আমাদের দেশের নেটওয়ার্কের দূরবস্থার জন্য । তবে মোবাইলে ট্রেড করার সুবিধা ও আছে ,যেমনঃ- আমি ইচ্ছা করলেই মার্কেটের মুভমেন্ট বুঝতে পারছি এবং আমার চলমান ট্রেড গুলির কি অবস্থা সেটা বুঝতে পারছি ।
-
ফরেক্স মার্কেটে আমি যত দিন ট্রেড করেছি সবচেয়ে বেশি করেছি মোবাইলে কারন আমার কাছে আছে ডেক্সটপ কম্পিউটার যা দিয়ে গ্রামে কাজ করা অনেক কঠিন আমাদের গ্রামের বাড়ীতে বিদ্যুৎতের ব্যাবস্হা নেই। আমাকে মোবাইলে ট্রেড করতে হয় এবং ফোরামে কাজ করতে হয় মোবাইল দিয়ে।
-
কম্পিউটার ছেয়ে মোবাইল এ অনেক জনপ্রিয় বর্ত্তমান এ। এটি সহজে বহন করা যায় এবং আমি বাহিরে থাকলে ও মার্কেট অপেন করতে পারি, ট্রেড নিতে পারি। আর এখনতো মোবাইল মার্কেট এনালাইসিস করতে পারি। তাই ট্রেড করার জন্য মোবাইল অনেক উপকারী
-
মোবাইল ট্রেড
হ্যাঁ ভাই আমি আমার মোবাইল থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।তবে কম্পিউটার এ ট্রেড করলে ভালো।কারন আমরা মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে পারি না।কিন্তু আমরা কম্পিউটার এর মাধ্যমে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে পারি।আমি অবশ্য মোবাইল এবং কম্পিউটার উভয়ই এর মাধ্যমে ট্রেড করি।তাই আমার ট্রেড করতে কোন সমস্যা হই না।তবে মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করলে কিছু সুবিদা আছে/।
-
আমি মোবাইল এবং ল্যাপটপে দুটোতেই টে্রড করি । মোবাইলে এনালাইসিস করা খুব কঠিন ল্্যপটপে এনালাইসিসস করা সহজ। ট্রেড ওপেন এবং ক্লজ এর সময় ও ল্যাপটপে সুবিধা আছে। যখন ল্্যাপটপে থাকিনা তখন মোবাইলে করি।
-
না, আমি এখনও মোবাইল এ ট্রেড করিনি। তবে খুব তাড়াতাড়ি এই সুযোগ টা গ্রহণ করবো ভাবছি। আমি এখন আপাতত কম্পিউটাররেই ট্রেড করছি।
-
না মোবাইল ফোন ব্যাবহার করে আমি কখনও ফরেক্সে ট্রেড করিনি তবে আমি যখন বাড়ির বাইরে থাকি অর্থত যখন আমি আমার কম্পিটারের কাছে থাকি না সেই সময় আমার ওপেনকৃত ট্রেডগুলো আমি আমার মোবাইলের মাধ্যমে দেখে থাকি যার ফলে আমি সব সময় ফরেক্স মার্কেটে থাকার সুযোগ পাই।অনেকেই মোবাইল ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করে থাকেন।
-
মেবাইলে ট্রেড কার ফরেক্স এর একটি সুবিধা পূর্বে শুধুমাত্ৰ কম্পিউটারে ট্রেড করা যেতো তবে ফরেক্স এখন মোবাইলে অ্যাপস তৈরি করেছে যা দিয়ে ফরেক্সএর সকল কাজ মোবাইলে পরিচালনা করা যায় তাই যখন ঘরে কম্পিউটরে সামনে থাকিনা বাইরে থাকি তখন মোবাইলে ফরক্সে মার্কেট পরিচালনা করি ।
-
হ্যা , অামি অনেক সময়ই মোবাইল থেকে ট্রেড করেছি কিন্তু মোবাইল থেকে মার্কেট এ্যানালাইসিস করা যায় না । কারণ মোবাইলে সব মার্কেট ভালোভাবে বোঝা যায় না । সুতরাং আমি এবং আপনারাও বেশী একটা ট্রেড মোবাইল থেকে করবেন না । তাহলে কিন্তু লসে পড়ার সমস্যা রয়েছে ।
-
আমি শুরু থেকে মোবাইলে ট্রেড করি। আমার কাছে মোবাইলে ট্রেড করতে ভাল লাগে। ফরেক্স মার্কেটে অনলাইনের ট্রেড করার সুযোগ তৈরি হয় মোবাইলে করতে পেরে আমি আনন্দিত কারন আমার গ্রামের বাড় বিদ্যুৎ নেই তাই কম্পিউটারে ট্রেড করা কঠিন।
-
ফরেক্স একটি এমন বিজনেস যেখানে কম্পিউটার বা মোবাইল বলে কিছু নেই , এটি অনলিনে বিজনেস করা যাই যার জন্য শুদু নেট লাইন লাগবে। এখন মানুস অনেকেউ সহজ করার জন্য মোবাইল এ বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে ফরেক্স এর কারজকর চালিয়া যাচ্ছে। এবং টাইম সেভ করসে।
-
আমি যদিও একজন নতুন ট্রেডার তবে আমার জানা মতে আগে শুধু ট্রেড করার জন্য কম্পিউটার এর উপর নির্ভরশীল থাকতে হত । কেননা ট্রেড করার ক্ষেত্রে তখন অনেক বেশি পরিমাণে সময় ব্যায় হত কম্পিউটার এর সামনে সময় দিয়ে ট্রেড গুলো পর্যবেক্ষণ করতে হত । কিন্ত বর্তমানে স্মার্টফোনের কল্যাণে আমরা সবাই যে কোন জায়গা হতে ট্রেড করতে ও পর্যবেক্ষণ করতে পারছি ।
-
সাধারণত মোবাইলের এপ্স টি অধিক জটিল ট্রেডের জন্য। তাই মোবাইল থেকে ট্রেড না করাই ভালো।। আর মোবাইল এপ্স টিতে অনেক গুলা ফিচার দেওয়া থাকে না, যার ফলে ঠিকমত বুজা যায় না। আমি সাধারনত ল্যপটপ এ ট্রেড করতে অভ্যস্ত, আর ল্যপটপে ট্রেড করা টা আমি অধিক স্বাচ্ছন্দ্য বোধ করি।।
-
হ্যা, আমি মোবাইলে ট্রেড করেছি। মোবাইলে ট্রেড করার অনেক সুবিধা রয়েছে বলে আমি মনে করি। কেননা মোবাইল মানেই ভ্রাম্যমাণ। আমরা যে কোন জায়গায় গেলে মোবাইল আমাদের সাথে থাকে। তাই সহজেই যে কোন জায়গায় মোবাইলেই ফরেক্স ট্রেডিং করা যায়।
-
মোবাইল থেকে কম্পিউটার ট্রেড করা ভাল এতে বুঝে ট্রেড করা যায়
-
আমি প্রথম আমার ডেক্সটপ কম্পিউটার থেকে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করি । পরবতিতে আমি ল্যাপটপ, ডেক্সটপ এবং একটি অ্যন্ড্রয়েড ফোনের মাধ্যমে ট্রেড করি । আসলে আমি বাইরে বাইরে ঘুরতে ভালোবাসি , তাই যখন আম বাইরে থাকি তখন আমার এন্দ্রয়েড মোবাইলে আমাকে মার্কেট খোজ খবর রাখতে হয় । । তবে ব্যাক্তিগত মতামত হল মোবাইল এ মার্কেট এনালাইসিস খুব ভাল করা যায় না ।
-
আমি লাইভে কখনও ট্রেড করি নি তবে ডেমো করছি অনেক দিন ধরে। আমি অ্যান্ডরোইড মোবাইল ফোন থেকে ফরেক্স ট্রেড করেছি । তবে মোবাইল ফোন থেকে ফরেক্স মার্কেট এনালাইসিস করা একটু কঠিন ।
-
না আমি মোবাইল দিয়ে ট্রেড করি না অনেকের কাছে এতা সুবিধা মনে হলেও আমার কাছে এটা মোটেও সুবিধা নয়।মোবাইলে নানা রকম ঝামেলা হতে পারে ট্রেড এর ক্ষেত্রে মার্কেট ভাল্ভাবে এনালাইসিস করা নাও যেতে পারে তাই আমি মোবাইল দিয়ে ট্রেড করি না।যদি ভাল মনে করেন তাহলে করে দেখতে পারেন।:)
-
আমি মোবাইল দিয়েই বেশি ট্রেড করে থাকি । ল্যাপটপ সব জায়গায় নিয়ে যেতে পারি না কিন্তু মোবাইল সব সময় সাথে থাকে । যেকোনো জায়গায় যেকোনো সময় মোবাইল খুলে মার্কেট এর অবস্থা দেখতে পারি, এতে করে ফরেক্স জেন আমার সাথেই থাকে । বিশেষ করে যাদের হাতে সময় কম এবং যারা শর্ট ট্রেড করেন তাদের জন্য মোবাইল টা খুব দরকারি ।
-
হ্যা আমি মাঝে মাঝে ট্রেড করি যখন আমার মডেম এর ব্যলেন্স শেষ হয়ে যায়,তবে সব সময় ট্রেড করি না কারন এনালাইসিস করা কিছুটা সমস্যা হয় যা ল্যপ্টপ বা ডেক্সটপ এ করলে হয়না।আমি মনে করি ভাল এন্ড্রয়েড মোবাইললের মধ্যে ট্রেড করলে এনালাইসিস করা যাবে মনে হয়,কেননা ওগুলোতে সব কিছু এনালাইসিস করার মত ক্ষমতা থাকে।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ সময় আমি মোবাইল দ্বারা ট্রেড করে থাকি,কম্পিউটার দ্বারা ফরেক্স ট্রেডিং করা অনেক ভাল কিন্তু আমি ফরেক্স ট্রেড করি এন্ড্রোয়েড মোবাইলের দ্বারা ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে কম্পিউটার দিয়ে করতে হবে যাতে মার্কেট থেকে ভাল আয় করা যায়।
-
হা আমি মোবাইলে ও ট্রেড করেছি । কারন আমি অনেক দিন থেকে ট্রেড করি ফরেক্স মার্কেটে । কিন্তু আমি বলতে পারি যে আমাদের মোবাইলে ট্রেড করা মোটেই ঠিক না । কারন মোবাইলে ট্রেড করা অনেক অনেক রিস্ক । তাই আমি এখন আর মোবাইলে ট্রেড করি না । আমি আমার অন্য বন্ধুদের বলি মোবাইল ট্রেড না করার জন্য ।
-
না ভাই আমি ফরেক্স এ মোবাইল এ ট্টেড করি নি। আমি ফরেক্স কম্পিউটার এ করি। আমি মোবাইলে এই ফরেক্স করতে পারি না তাই আমি ফরেক্স কম্পিউটার এ করি।
-
হ্যা আমি মোবাইল হতে ট্রেড করেছি। তবে আমার কাছে মনে হয় মোবাইল ট্রেড অনেক ঝুকিপূর্ণ। কারন- মোবাইল হতে ঠিকমত এ্যানালাইসিস করা যায় না। তাই মার্কেট এর মুভমেন্ট বুঝতে না পারার রিক্স থেকে যায়। এ কারনে আমি অনেক অসের সম্মুখিন হয়েছে। অবশ্য এখনো মোবাইল হতে ট্রেড করে থাকি। তবে ট্রেড করার আগে কম্পিউটার দিয়ে বেশি বেশি এ্যানালাইসিস করে নিই। বেশির ভাগ ক্ষেত্রেই আমি মোবাইল হতে ট্রেড ক্লোজ করে থাকি।
-
আমি কখন মোবাইল ট্রেড করিনি। আমি মোবাইল এ ট্রেড করিনি কিন্তু আমার এক ফ্রেন্ড ট্রেড করে। আমি ফরেক্সে ট্রেড করি সবে মাত্র ২ মাস। আমি ফরেক্সে নতুন বর্তমানে ডেমোতে ট্রেড করি। আমি ল্যাপটপে ট্রেড করি। ল্যাপটপে ট্রেড করে আমি অনেক মজা পায়। ল্যাপটপে ট্রেড করলে আমি মার্কেট আনালাইসিস করতে অনেক ভাল করি।
-
আমি এখোনো মোবাইলে রিয়েল ট্রেড করিনি তবে ডেমো ট্রেড করেছি। আপনি মোবাইল ডিভাইস থেকেও ট্রেড করতে পারেন আবার আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকেও করতে পারেন। তবে আমার মনে হয় মোবাইলের স্ক্রিন ছোট তাই কম্পিউটার অথবা ল্যাপটপ থেকেই ট্রেড করা ভাল হবে। যদি আপনার এগুলো না থাকে তবে মোবাইল থেকেও করা যাবে।
-
হ্যা আমি ফরেক্স মাকেট মোবাইল ট্রেড করেছি তবে ভাই আমার মনে হয়েছে মোবাইল ট্রেড করলে সহযে আপনি করতে পারবেন | ফরেক্স আমি মনে করি মোবাইল ট্রেড করার থেকে পিচিতে ট্রেড করা ভালো এখাণে আপনার টাকা ইনভেস্ট করা কোন ভূল হলে আপনি লস করতে পারেন | ফরেক্স এর সাথে থাকুন ফরেক্স থেকে আয় করুন ধন্যবাদ|
-
হ্যা ভাই আমি প্রথমেও মোবাইলে ট্রেড করতাম আর এখনো মোবাইলে ট্রেড করি . এতে আমার অনেক সুবিধা হয়। আমি যে কোন যাইগাই বসে ট্রেড করতে পারি এবং আমি যে কোন সময় মার্কেটের চার্ট দেখতে পারি।
-
বলতে গেলে আমার বেশিরভাগ ট্রেড মোবাইলেই হয়। কারন আমাকে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হয়। আর বাইরে তো আর পিসি পাব না। মোবাইলই ভরসা। পিসির মত সব সুযোগ পাওয়া না গেলেও মোবিাইলেও ভাল ভাবে ট্রেড করা যায়।
-
আমি রাতে মোবাইল দিয়ে শুধু আমার ট্রেড গুলো দেখি কিন্তু কখনো ট্রেদ করি না।কারন মোবাইলে মার্কেট এনালাইসিস করতে সমস্যা হয়।আর তাছাড়া আমি মোবাইলে মার্কেটের ক্যান্ডেল্গুলো ভাল করে বুঝতে পারি না।
-
অাগে আমাদের শুধু কম্পিউটারে ট্রেড করতে হতো । কিন্ত বর্তমানে আমরা ট্রেড করতে পারি মোবাইলে যেটা আমাদের জন্য নিৎসন্দেহে একটা অনেক বড় সুযোগ । ফরেক্সে যে যত বেশি পরিমাণে দক্ষতার সহিত ট্রেড করবে সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে । ফরেক্সে ব্যবসায় প্রযুক্তির অভাবনীয় উন্নতির সাথে সাথে এই মার্কেট আপডেট হচ্ছে যেটা আমাদের অনেক বেশি পরিমাণে স্বাধীন ব্যবসা করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি দিচ্ছে ।
-
আমার জানামতে আগে ফরেক্সে কম্পিউটার থেকেও ট্রেড করা যেত না। এক সময় সাধারন ট্রেডার রা ফরেক্সে ট্রেড করতে পারতেন না। পরে ইন্টারনেটের মাধ্যমে ফরেক্সে সাধারন ট্রেডার রা ট্রেডের সুযোগ পান, কারন এসময় ব্রোকারের আবির্ভাব হয়। কিন্তু এখন তো মোবাইল ট্যাব দিয়েও ট্রেড করা যায়। আমি আমার পিসির পাশাপাশি মোবাইলেও ট্রেড করে থাকি।
-
হ্যা মোবাইল দিয়েও ফরেক্স ট্রেড করা যায়। তবে স্মার্ট ফোন হতে হবে। স্মার্ট ফোন দিয়ে যদিও সিগন্যাল গুলো ভালভাবে বুঝা যায় না তার পরেও মোবাইল দিয়ে ফরেক্স ট্রেড আপনাকে অনেক ভাবে সাহায্য করবে। ধরুন আপনি বেশ কয়েকটি ট্রেড ওপেন করে কোন কাজে বাসার বাইরে বের হয়ে গেলেন তখন আপনি মোবাইল এ মার্কেটের অবস্থা দেখে নিতে পারেন। এবং ক্লোজ করার মত হলে ট্রেড ক্লোজ করে দিলেন নাতো থাকল।
-
হ্যা আমি ফরেক্স মাকেট মোবাইলে ট্রেড করেছি ভাই আমি মনে করি ফরেক্স মাকেটে মোবাইলে ট্রেড না করে কম্পিউটার করা ভাল আপনি ভাল ভাবে বুঝতে পারবেন | মোবাইলে ট্রেড করলে আপনি অনেক সময় নেট সমস্যা হতে পারে তাই আমি মনে করি মোবাইলে ট্রেড না করা ভাল |
-
ফরেক্স এমন একটি বিনিয়োগের বাজার যেখানে যেকোনো মানুষ যেকোনো স্থান থেকে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে লাভবান হতে পারে । ফরেক্স ট্রেড করার জন্য দরকার একটি কম্পিউটার/ল্যাপটপ কিংবা একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট । আমি আমার স্মার্ট ফোন ট্রেড করি । আমি যখন আমার কোনো কাজে বাইরে থাকি বা কোথাও বেড়াতে যাই ফরেক্স ও আমার সাথে যায় আমার মোবাইল এ করে । মোবাইল এ ট্রেড করার সুবিধা থাকি আমাদের অনেক উপকার হয় আমরা সবসময় মার্কেটের অবস্থা জানতে পারি বা মার্কেটে থাকতে পারি ।