না ভাই আমি আপনার সাথে একমত না।
কারন ১০০ ডলার ডিপোজিট করে আপনি মিনিমাম ১ঘন্টা থেকে ৪ঘন্টা টাইমে টেড্র করতে হবে।
তাহলে আপনার লাভ হবে।
Printable View
না ভাই আমি আপনার সাথে একমত না।
কারন ১০০ ডলার ডিপোজিট করে আপনি মিনিমাম ১ঘন্টা থেকে ৪ঘন্টা টাইমে টেড্র করতে হবে।
তাহলে আপনার লাভ হবে।
১০০ ডলার ইনভেস্ট করার টাইম তখনি যখন আমি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা ও অভিজ্ঞতা অর্জন করে ভাল ট্রেডার হতে পারব। তখনি আমি ট্রেড করে সফল হব।
অামার মতে ১০০ ডলার ইনভেষ্ট করার যার যে ভাবে টাইম করে সে বেশি সুবিধা পাবে তার জন্য সেটা ভালো ৷
আমার মনে হয় ১০০ ডলার ইনভেস্ত করার পর সর্ট টাইম ফ্রেমে কাজ করাই ভাল। এক্ষেত্রে লস রিস্ক কম হয়। তাই আমার মতে এক্ষেত্রে ১৫ মিনিট থেকে ১ ঘণ্টার চার্ট ব্যবহার করাই ভাল।
আপনি ১০০ ডলার ইনভেস্ট করতে চাচ্ছেন। তার অর্থ আপনি এটা ভালভাবে শিখে ফেলেছেন এবং এখান থেকে এখোন আয় করতে পারবেন। যদি উত্তর হয় হ্যা, তাহলে আপনি ১০০ ডলার ইনভেস্ট করতে পারেন। আর যদি না হয় তাহলে আপনি আগে ডেমো একাউন্ট এ ভালভাবে প্রাকটিস করুন আর বেশি বেশি ফরেক্স সমপর্কে পড়াশোনা করুন সফল হলে তারপর ইনভেস্ট করুন।
১০০ ডলার ইনভেস্ট করার পরে টাইমফ্রেম নির্দিষ্ট করা জরুরি নয়। যেটা জরুরী তা হল লট সাইজ নির্ধারণ করা। ১০০ ডলার ইনভেস্ট করে বড় লট সাইজ নয়, ছোট লট সাইজ নিয়ে ট্রেড করতে হবে। তাহলে ঝুকি থাকবে না।
১০০ ডলার ইনভেস্ট করেন আর ১০০০ ডলার ইনভেস্ট করেন,মানি ম্যানেজমেন্ট মেনে না চললে একাউন্ট শুন্য হতে বেশি দিন লাগবেনা।আর টিম ফ্রেম নির্ভর করে আপনা ট্রেডিং স্টাইলের উপর।আপনি যদি স্ক্যাল্পিং করেন সেক্ষেত্রে ৫ বা ১৫ মিনিট আদর্শ টাইম ফ্রেম।
100$ দিয়ে ট্রেড করার জন্য শর্ট টাইম ফ্রেম এ বেশি উপযোগী (১৫ মিনিট)। তবে লং টাইম ফ্রেম এর দিকেও নজর রাখতে হবে(h1,h4)।
১০০ডলার ডিপোজিট করে আপনি কোন টাইমফ্রেম ব্যবহার করবেন এটি নির্ভর আপনার ট্রেডিং প্ল্যান এর ওপর,আপনি যদি শর্ট সময়ে ট্রেড করতে চান তাহলে আপনার জন্য ছোট টাইমফ্রেম ব্যবহার করাই উত্তম,আর যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে বড় টাইম ব্যবহার করাই আপনার জন্য উত্তম হবে।
১০০ ডলার ইনভেস্টের পর আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিক করে নিন। আমার মতে এসময় লং টার্ম ট্রেড করা উচিত। এবং এসব ক্ষেত্রে সাধারনত লং টাইম ফ্রেম ব্যবহার করা উচিত। তবে ক্ষেত্র বিশেষে শর্ট তাইম ফ্রেমও ব্যবহার করা যেতে পারে যদি আপনার মানি ম্যানেজমেন্টের জ্ঞান থাকে।
আমি মনে করি ফরেক্সের মত বিশাল জায়গায় ১০০ ডলার অনেক কম কিছু। তারপরও ১০০ ডলার ইনভেস্ট করারও উপযোহী টাইম রয়েছে।যখন কেউ ফরেক্স বিষয়ে মোটামুটি ধারনা এবং কিছুদিন ডেমো ট্রেডিং করার পর ফরেক্স বিষয়ে মনে আত্ববিশ্বাস তৈরি করে ফেলে তখনও ১০০ডলার ইনভেস্ট করা যেতে পারে।তবে ব্যক্তিগত আত্ববিশ্বাস না তৈরি হওয়া পর্যন্ত ইনভেস্ট না করাই ভালো।
আমি মনে করি ফরেক্স এ 100 ডলার ইনভেস্ট করে আপনার উচিত লং টাইম ফ্রেমে ট্রেড করা। তাহলে আপনার পক্ষে অনেক ভাল হবে আপনি ঠান্ডা মাথায় ট্রেড করতে পারবেন এবং আপনি লং টাইম ফ্রেমে ট্রেড করা ফলে অনেক দিন টিকে থাকতে পারবেন ফরেক্স মার্কেটে। তাই আমার মতে সবার সব সময় লং টাইম ফ্রেমে ট্রেড করা অনেক ভাল এবং লং টাইম ফ্রেমে ট্রেড করলে অনেকটা চিন্তা মুক্ত থাকা যায়।
১০০ ডলার বেশ স্মার্ট ব্যালেন্স। এই ব্যালেন্স নিয়ে বেশ বড় লটেই ট্রেড করা যায়। আমার মতে এই ব্যালেন্স নিয়ে পজিশন দেকেহ ০.০৫ লটে ট্রেড করলে বেশ ভালো প্রফিট পাওয়া যায়। আর টাইম ফ্রেমের ক্ষেত্রে আমি সবসময় বড় টাইমফ্রেম কেই সাপোর্ট করি। কারন বড় টাইমফ্রেমে মার্কেট টা বেশ ভালো ভাবে বোঝা সম্ভব হয়। ১ঘন্টা কিংবা ৪ঘন্টার টাইম্ফ্রেম ব্যবহার করতে পারেন আপনি।
ভাই ১০০ ডলার ইনভেস্ট করে বেশ ভালরকম ভাবে সব ধারনের ট্রেডিং ফ্রেম ব্যবহার করে আপনি ট্রেড করতে পারেন বলে আমি মনে করি কারন যদিও ১০০ ডলার ইনভেস্ট দ্বারা আপনি শট টাইম ট্রেড করে কিভাবে আপনার রিস্ক না বাড়িয়ে কমাবেন তা বুঝলাম না কারন শট ট্রেডে বেশি লট ব্যবহার করা আর তাতে যদি কোন ভাবে একটা ট্রেড নেগেটিভ হয় তাতে আপনি ভাববেন এই বুঝি গেল আমার একাউন্ট তাই আমার মতে ছোট লটে লং ট্রেড বেশি ভাল হবে। ধন্যবাদ।
অত্যন্ত সাধারণ কিছু মানুষ আছে যারা অন্যদের উপর অসাধারণ প্রভাব ফেলে ।খুবই ক্ষণস্থায়ী প্রভাব, তবু তার ক্ষমতা অস্বীকার করার কোন উপায় নেই ।ওরে ভীরু, তোমার উপর নাই ভূবনের ভার, হালের কাছে মাঝি আছে, করবে তরী পার।
ফরেক্স মার্কেটে ট্রেড করার ১০০ ডলার কম নয় আবার বেশি নয় তমে ১০০ ডলার দিয়ে ভাল ট্রেড করা জেতে পারে তাই ১০০ দিয়ে ট্রেড করলে ১ ঘন্টার টাইম ফ্রেম ভাল হবে খারাপ হবে না তাই ১ ঘন্টা টাইম ফ্রেম দিয়ে ট্রেড করা ভাল।
ইনভেষ্ট করার বেপার তা আপনার নিজের বেপার আপনি কত করতে পারবেন। আপনি লাভ করতে পারবেন কিনা । আপনি ১০০ ডলার ইভভেষ্ট করে যদি সর্ট টাইম ট্রেড করেন তবে ১৫ থেকে ১ ঘণ্টা চ্যাট ব্যবহার করে ভাল প্রফিট করতে পারবেন বলে আমি আশা করি । তবে আপনাকে ভালোভাবে এনালাইসিস করা শিখতে হবে।তবে আপনি সফল হবেন।
১০০ ডলার দিয়ে কাজ শুরু করলে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা কাজ করা যায়।
ফরেক্স মার্কেট এত বড় একটা জায়গা যেখানে ১০০ডলার খুব কম একটা ব্যপার কিন্তু প্রথম অবস্থায় ১০০ ডলার অনেক কিছু এজন্য ফরেক্স সম্পর্কে আগে জ্ঞান অর্জন করে নিতে হবে যে আপনি কন টাইম ফ্রেমে ট্রেড করবেন তবে আমার মনে হয় ১ ঘণ্টার টাইম ফ্রেমের ১০০ ডলার দিয়ে ট্রেড করলে লাভবান হওয়া যাবে এবং এতায় সব থেকে ভালো হবে বলে আমি মনে করি
ফরেক্স মার্কেটে ১০০ ডলার অনেক কম ইনভেস্ট তাই ১০০ ডলার বেশি না সেটা মনে করতে হবে তাই ১০০ দিয়েও অনেক ভাল করা জেতে পারে তবে ভাল অভিজ্ঞতা যদি থাকে তাই ১০০ ডলার দিয়ে বড় কোন টাইম ফ্রেম ব্যভার না করা ভাল ।
আমার মতে ১ ঘন্টার টাইম ফ্রেম ব্যাবহার করা আর বেশী সুবিধাজনক।তবে টাইম ফ্রেম নির্ধারণের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখন আমার মনে হয় ট্রেড করার জন্য ১০০ ডলার ইনভেস্ত অনেক। আমার মনে হয় এখন যদি আমার ১০০ ডলার ইনভেস্ত থাকে ফরেক্স এ, তাহলে আমি এখান থেকে লাভ করতে পারবো।এই ক্ষেত্রে আমার যেকোনো একটা চার্ট দেখলেই চলবে।
আপনি যদি সত্যিকার অর্থেই ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তা হলে আমি মনে করি আপরি ১০০ ডলার দিয়ে শর্ট টাইমফ্রেমে স্ক্যাল্পিং ট্রেড করে খুব ভাল প্রফিট অর্জন করতে পারবেন আর তাতে করে আপনার ট্রেডিং রিক্স বা ঝুকি ও অনেকাংশে কুমে যাবে বলে আমি মনে করি।
আসলে ফরেক্স ট্রেডিং আমরা যতটা সহজ মনে করি আসলে অতটা সহজ নয় ফরেক্স মার্কেট বুযে ট্রেড করা অনেক কঠিন যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক্যাল প্রভাব ফেলে সেখান থেকে অায় করা সহজ নয় ফরেক্স মার্কেটে ১০০ ডলার খুবই সামান্য আপনার ট্রেডিং দক্ষতা থাকলে আপনি ট্রেড করে ভাল প্রফিট করতে পারবেন দক্ষতা ফরেক্স মার্কেটে অনেক বেশি প্রায়োরিটি পায় প্রফিট করতে
১০০ ডলার যদি আপনি ফোরেক্স মার্কেটে ডিপোজিট করেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আপনি অবশ্যই ১ ঘন্টা বা তার একটু উপরের টাইম ফ্রেম নিয়ে মার্কেট করবেন। আপনাকে কিন্তু অবশ্যই অনেক সাবধানে মার্কেটে জিপোজিট করতে হবে এবং মার্কেট থেকে ইনকাম করতে হলে আপনার ভলিউম কম দিয়ে আপনি নির্দিষ্ট পিপস নিয়ে মার্কেট থেকে বেয়ে যাবেন। অবশ্যই লংটাইম মার্কেটে ট্রেডরান করবেন না। তাহলে আপনি ভালো ফলাফল পেতে পারেন।
আমরা জারা নতুন তাদের জন্য ১০০ ডলার ডদেপসিত অনেক বেসি এবং আমারা যদি মন দিএ ত্রেড করতে পারি তাহলে আমরা খুব অলপ্ অস্ময় এর মদ্ধে অনেক টাকা আয় করতে পারব কিন্তু তার জন্য সব সুময় অন্নের সিগ্নাল ফলও করা উছিত্র। ডেম ট্রেড খুব গুরুত্ত পুরন।
১০০ ডলার ইনভেস্ট করে আপনি কত আয় করবেন তা নির্ভর করবে আপনার ট্রেড করার সিস্টেম, আপনার আর: আর রেশিও , লট সাইজ ইত্যাদির উপর। তবে যারা খুবই এগ্রেসিভ মুডে ট্রেড করে তারা খুব বেশি দিন মার্কেটে ঠিকতে পারেনা। তাই আগে দেখুন কি করলে মার্কেটে ঠিকে থাকতে পারবেন।
ফরেক্স-এ আমরা প্রথমত অনেকে লস করে থাকি এর কারণ হল আমরা কোন কিছু না মেনেই ট্রেড শুরু করে দিই ১০০ ডলান ইনভেস্টমেন্ট অনেক তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল লট সাইজের পরিমাণ নির্ধারণ করা কারণ লট সাইজের পরিমাণ মানি ম্যানেজমেন্ট মেনে করলে অনেক ভাল হয় আপনার ট্রেডিং এর পক্ষে তবে ১০০ ডলার নিয়ে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করলে রিস্ক কম থাকে এবং লাভের সম্ভাবনা থাকে অধিক
ট্রেড করলে আপনি যে কোন টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোন বাঁধা নাই। কিন্তু আপনি যদি লং টাইম ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনার লট সাইজ ছোট হতে হবে আর শর্ট টাইমের যেমন ৫ মিনিট বা ১৫ মিনিট বা ৩০ মিনিটের ট্রেড করলে আপনার লট সাইজ বড় হলেও সমস্যা নেই যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন।
ফরেক্স মার্কেটে ১০০ ডলার আবার বেশি ইনভেস্ট না তাই বেশি বড় টাইম ফ্রেম ব্যবহার না করা ভাল তাই ১ ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করা ভাল এই টাইম্ফ্রেমে বেশি ভলিওম না দিয়ে অল্প ভলিওম দিয়ে আস্তে আস্তে ট্রেড করলে ভাল প্রফিট আশা করা যায়।
১০০ ডলার দিয়ে আপনি খুব ভালোভাবে ট্রেডিং করতে পারবেন . আপনি যদি ভালো ভাবে ডেমো ট্রেডিং করেন তাহলে আপনি খুব ভাল ভাবেই যে কোন টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করে লাভবান হতে পারবেন
ফরেক্স মার্কেটে ১০০ ডলার ইনভেস্ট বেশি ডলার না ১০০ ডলার ইনভেস্ট করা অনেক বেশি মনে করা যাবে নাক কারন ১২০০ ডলার খুভ কম টাকা মনে করতে হবে তাই বেশি বড় টাইম ফ্রেমে ট্রেড না করা ভাল ৫ মিনিট টাইম ফ্রেম ভাল হবে।
ফরেক্স সর্ম্পকে ভাল জানার পর ডেমোতে এক্সপাট হয়ার পর আপনি রিয়েল এ ১০০ ডালার দিয়ে ট্রেড করতে পারবেন।ডলার বেশি দিয়ে ট্রেড করলে কি হয় যে আপনি কিছু লস করলেও তা উঠিয়ে নিতে পারবেন।কিন্তু কম টাকাই ট্রেড করলে আপনার লস হয়ে একাউন্ট শূন্য হয়ে যেতে পারে।তাই আপনার ঊচিত ১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করা আপনি নতুন হলেও ১০০ দিয়ে শুরু করে দিনে অল্প অল্প করে ২,১টা ট্রেড করতে পারেন।
কত ইনভেস্ট করবেন টা আপনার স্কিল এর উপর নির্ভর করে আপনি একজন কি রকম ট্রেডার তার উপর মনে করুন আমি আপনাকে বললাম আপনি ১০০০ ডলার ইনভেস্ট করুন এইটা অনেক ভাল বিজনেস কিন্তু আপনি শুরু করলেন কিন্তু আমি জানিনা আপনি ফরেক্স সম্পর্কে জানেন কিনা কিন্তু আপনিও আমাই জিজ্ঞাসা করেন নি এক সময় আপনি লস করলেন আর বললেন ভাই আমি সব লস করে দিলাম তখন আমি বলব আপনার কি স্কিল ছিল আপনি বলবেন না তখন আমি বলব তাহলে না স্কিল না থাকলে আপনি ইনভেস্ট করলেন কেন যা যা
আগে ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জানুন তারপর এখানে ট্রেড করেন এতে ফল ভালো হবে আর ১০০ ডলার ইনভেস্ত করবেন যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভাল০ করে জানবেন
আমি যখন প্রথম এই মার্কেট এ বাবসা সুরু করি তখন আমি মাত্র ৫০ ডলার নিএ সুরু করি কিন্তু আমার অনেক বড় ভুল হএ যায় কারন এই বাবসা থেকে টাকা আয় করা যায় কিন্তু আমাদের যত বেসি ডলার থাকবে আমাদের ট্রেদ করতে তত বেসি সুভিদা হবে কিন্তু ছত বালান্স দিএ ট্রেড করলে অনেক লস হয়। ১০০ ডলার এই মার্কেট এ ট্রেদ করার জঅন্য মোটা মুটি ভালো।
১০০ ডলার দিয়ে ট্রেড করলে আপনি যে কোনো টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কো্নো বাঁধা নেই বলে আমি মনে করি।আর আপনি কত ইনভেস্ট করবেন আপনার স্কিলের উপর নির্ভর করে।১০০ ডলার ইনভেস্ট করেন আর ১০০০০ ডলার ইনভেস্ট করেন,মানি ম্যানেজমেন্ট মেনে না চললে একাউন্ট শুন্য হতে বেশি দিন লাগবেনা।আর টিম ফ্রেম নির্ভর করে আপনা ট্রেডিং স্টাইলের উপর।আপনি যদি স্ক্যাল্পিং করেন সেক্ষেত্রে ১৫ বা ৩০ মিনিট আদর্শ টাইম ফ্রেম।
আমার মতে ফরেক্সে 500 থেকে 1000 হাজার ডলারের মধ্যে ইনভেস্ট করাই ভালো এর ফলে আমরা কম লিভারেজ নিয়ে বেশী ট্রেড করতে পারবো । তবে নতুন ট্রেডারদের এর থেকে কম ডলার দিয়ে শুরু করাই ভালো ।
আমার মতে আপনি ১০০$ দিয়ে করলে ভাল হবে। কারণ এ থেকে সবকিছু বুঝতে পারবেন। তাছাড়া আপনাকে ফরেক্স এর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
নতুন অবস্থায় আমি আপনাকে কখনই ১০০ ডলার ডিপোর্জিট করতে বলব না বা এর পক্ষে রায় দিব না আমি আপনাকে বলব আপনি ফরেক্স ট্রেডিংয়ে অনুশীলনের মাধ্যমে যথেষ্ট অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে থাকেন তা হলে আপনার উচিত হবে ১০০ ডলার ডিপোজিট করে সেই সময় ট্রেড করা যখন মার্কেট মুভমেন্ট বা ট্রেন্ড অনেক ভাল থাকে অর্থাত যখন ট্রেড করলে অনেক ভাল প্রফিট লাভ করা যাবে সেই সময় ।
১০০ ডলার ইনভেস্ট করে দিনে ৩.৫% রিস্ক নিলে আর প্রতিদিন সফল ট্রেড করতে পারলে মাসে প্রায় ৭০% রিটার্ন আসবে। আমার মতে ১ ঘন্টার টাইম্ফ্রেম থেকে নিচের দিকের চার্ট গুলো এর মাধ্যমে খুব সহজেই এই কাজটা করা সম্ভব। নিয়মিত প্রপার এনালাইসিস করতে পারলে সফল হওয়ার সম্ভাবনা বেশি।