-
আমি একসময় বেশ কয়েকটা একাউন্ট ব্যবহার করতাম বিভিন্ন ব্রোকারে । সব গুলো জিরো করে এখন ইনস্টা ফরেক্স এর একটা একাউন্ট ব্যবহার করি। তবে আশা আছে আরো দুয়েকটা একাউন্ট করার। এখন ফান্ড নেই। একটা একাউন্টে শুধু গোল্ড , একটা তে শুধু অয়েল আর অন্য একটাতে শুধু কারেন্সি। দেখা যাক আমার গোল এ আমি পৌছাতে পারি কিনা।
-
একাধিক একাউন্ট থাকলে কি সুবিধা তা আমার জানা নাই তাই আমার মাত্র একটা একাউন্ট । আমি মনে করি একজন দক্ষ ট্রেডার হতে পারলে একটা একাউন্ট থেকেই যথেস্ট প্রফিট করা যাবে ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো ইন্সটা ফরেক্সে আমার আগে একাধিক একাউন্ট ছিল। এখন আপাতত একটা একাউন্টই চালাই। এছাড়াও অন্যান্য ব্রোকারেও আমি ট্রেড করি। এক্স এম , এক্স নেস, রোবো ফরেক্সেও আমার একাউন্ট আছে। তবে আমি ইন্সটা ফরেক্সে ট্রেড করেই সাচ্ছন্দ্য বোধ করি। কারন এখানেই আমার হাতে খড়ি ফরেক্সের, এখানেই আমার শুরু।
-
ফরেক্স এ এখন আমার দুইটি একাউন্ট আছে। একটি হল ডেমো একাউন্ট অরেকটি হল রিয়েল একাউন্ট। আমি ডেমোতে অনেক বেশী কাজ করে থাকি। কারন ডেমোতে আমি ট্টেড করে অনেকটা প্রার্কটিস্ করে নিজেকে জ্ঞার ও দক্ষতা অর্জন করতেছি। এবং রিয়েল একাউন্ট এ এখনো ট্টেড করি নি। তবে আমি অনেকটা ফরেক্স এর কাজ ক্লিয়ার হয়ে রিয়েল একাউন্ট এ ট্টেড করব।
-
আপনি মনে করলেন ফরেক্স মার্কেট এ যত বেশি একাউন্ট থাকবে ততবেশী আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন তা কিন্তু সঠিক নই। আমি ফরেক্স মার্কেট এ একটা একাউন্ট পরিচালনা করি। এবং এশিয়ার বেষ্ট ব্রকার এবং এটির পেমেন্ট অনেক ভালো ভাবে দেয়।
-
ফরেক্স এ আমার ২-৩ টা অ্যাকাউন্ট আছে। কিন্তু আমি ব্যবহার করছি মাত্র একটাই। আর বাকি অ্যাকাউন্ট গুলোো আমার ব্যাকআপ। ধরুন পোন্ট করতে করতে আমার ট্রেডিং অ্যাকাউন্টের ফরাম টি ব্যান হোয়ে গেল তখন তো আমাকে আরেকটি দিয়ে আবার শুরু করতে হবে তো কে তখন আবার অ্যাকাউন্ট করবে আর ৩ দিন ধরে ভেরিফাই করবে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রেকেছি আরকি!!
-
ফরেক্স এ আমার একটা অ্যাকাউন্ট আছে , আমি ফরেক্স এ ট্রেড করার জন্য একটি ব্রোকার এ একটি অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি । একটি অ্যাকাউন্ট এর পেছনে আমি অনেক বেশি সময় দেই , বেশি অ্যাকাউন্ট থাকলে তা পারতাম না । তাই আমার কাসে মনে হয় ট্রেডিং করার জন্য ভাল করে একটি অ্যাকাউন্ট এ কাজ করলেই ভাল ।
-
আপাতত ফরেক্স আমার একটাই একাউন্ট আছে। যখন আমার সামথই সামান্য তখন ১০ ১২ টা একাউন্ট করার কোন দরকার আছে বলে আমার মনে হয় না। আর বেশি একাউন্ট করলে প্রবলেম হোতে পারে ভেবে আমি আর একাউন্ট করিনি। আর আশা করি আমাকে আর কোন নতুন একাউন্ট করতে হবেনা একটা দিয়েই অনেকদিন অর্থাৎ লাইফ টাইম ব্যবহার করতে উচ্ছুক।
-
ফরেক্স এ আমার একটি অ্যাকাউন্ট রয়েছে , আর আমি একটি মাত্র ব্রোকারে শুধু অ্যাকাউন্ট খুলেছি । আমার মতে অনেক গুলো অ্যাকাউন্ট না খুলে একটি অ্যাকাউন্ট দিয়ে যে কোন একটি ব্রোকারে কাজ করাই ভাল কেননা অনেক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্রোকারে কাজ করলে অনেক ঝামেলা মনে হবে আর সব অ্যাকাউন্ট এ ঠিক মত সময়ও দেওয়া যায় না ।
-
ফরেক্সে আমার দুইটা একাউন্ট আছে দুইটাতেই আমি সমান ভাবে ট্রেড করি তবে একের অধিক একাউন্ট থাকলে সমস্যা ও আছে দুইটাতে সমান ভাবে গুরুত্ব দেওয়া যায় না । একটা একাউন্ট হলে ঐ একাউন্টে ভালভাবে ট্রেক করা যায় । ফরেক্স মার্কেটে অবিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞ না হলে ভাল ভাবে ট্রেড করা যায় না ।
-
আপনার চিন্তা ভাবনা ভাল।কিন্তু ফরেক্সে আপনি একটা একাউন্টেই সাফলতা সম্ভব।একটা ব্রোকারের একটা একাউন্ট থাকলেই হয়।আপনার সাফল্যতা নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপর।আপনি যদি মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান লাভ করেন তাহলে সাফল্য সম্ভব।
-
আমার ফরেক্স এ বর্তমানে ১টি একাউন্ট আছে কারন আমি নতুন এবং আমি নতুন হিসাবে ইনিস্তা ফরেক্স কে বেছে নিয়েছি এবং আ্মি এর মাধ্যমে ফরেক্স শিখছি আমি যদি থিক করে ফরেক্স শিখতে পারি তবে আমি ফরেক্স এ একাউন্ট এর সঙ্খ্যা বারাব | আমার লক্ষ হল ফরেক্স থেকে আয় করা |
-
আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স করি তাই আমার একাধিক একাউন্ট চালানো ্ভব নয়।আমার ফরেক্স এ বর্তমানে ১টি একাউন্ট আছ। কারন নতুন হিসাবে ইনিস্তা ফরেক্স কে বেছে নিয়েছি এবং আ্মি এর মাধ্যমে ফরেক্স শিখছি এবং আমি জানি ইনিস্তা ফরেক্স এশিয়ার বেষ্ট ব্রকার এবং এটির পেমেন্ট অনেক ভালো ভাবে দেয়। তাই আপনি ইনিস্তার মাধমে ট্রেড করে থাকি।
-
ফরেক্সে আমার 1 টা অ্যাকাউন্ট আছে। আসলে একটা থাকলেই যথেস্ট । তবে আমার ডেমু আকাউন্ট অনেক । যা থেকে আমি অনেক কিছু বুঝতে পারি । ফরেক্স এ ভালো মানের আয় করতে হলে অবস্যই আমাদের রিয়েল আকাউন্টের পসাপাসি ডেমু আকাউন্ট ব্যবহার করতে হবে ।
-
আমি সদ্য অন্তর্ভুক্ত হওয়া একজন ট্রেডার । যার কারণে আমার মোট একাউন্ট সংখ্যা হল একটা । আর আমি আপাতত এই একটা নিয়েই সন্তুষ্ট আছি । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট থাকা মানে এক ধরনের প্রেশার । যেটার কারণে আপনি ঠিকমত কাজ করতে পারবেন না । তাই সবসময় চেষ্টা করুন আপনার একটা একাউন্টকে ভালভাবে পরিচালিত করতে ।
-
ফরেক্স এ আমার একটাই একাউন্ট আছে আর এই একটি মাত্র একাউন্ট দিয়ে আমি আমার লাইফ কভার কোরে দিতে পারলেই আমি খুশি। লাভের পূর্বে আমার জীবনেরে প্রথম টার্গেট হোল আমার ট্রেডিং একাউন্টকে টিকিয়ে রাখা। আর যদি আমি একাউন্ট টি রক্ষা করতে না পারি সে ক্ষেত্রে আমার ব্যাড লাক আমাকে অরেকটি নিউ একাউন্ট খুলতে হবে।
-
ফরেক্স এ আমার একটি মাত্র অ্যাকাউন্ট , আমি একটি ব্রোকারেই কাজ করি । আমি মনে করি একটি অনেক গুলো অ্যাকাউন্ট থাকার চেয়ে একটি থাকাই ভাল কেননা সব অ্যাকাউন্ট এ সব সময় সময় দেওয়া যায় না তাই ভাল করে একটি অ্যাকাউন্ট এ বেশি সময় দিয়ে বুজে কাজ করা ভাল । তাই আমি ফরেক্স এ একটি অ্যাকাউন্ট দিয়েই কাজ করছি ।
-
ফরেক্স এ আমার একটি অ্যাকাউন্ট আছে , আমি সাধারণত একটি অ্যাকাউন্ট দিয়েই কাজ করে থাকি । আমার একটি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে বেশি সুবিধা লাগে , ফরেক্স এ অনেক গুলো অ্যাকাউন্ট থাকলে আমি আমার মত করে ঠিক করে কাজ করতে পারতাম না ।
-
ফরেক্সে একটা মানুষের একাধিক একাউন্ট থাকতে পারে । আমার ফরেক্সে ২ টা একাউন্ট আছে একটা ফ্রেক্সের ফোরাম পোষ্ট একাউন্ট আরেক টা রিয়েল ট্রেড একাউন্ট । রিয়েল ট্রেডে আমি ইনভেস্ট করে ট্রেড করি আর ফোরামে পোষ্ট করে ও আমি ট্রেড করে থাকি । আমার মতো অনেকেই হয়তো একাধিক একাউন্টে কাজ করে থাকে । একাধিক একাউন্টে কাজ করাও ভাল ।
-
ভাই আমি ফরেক্স করি ৩ টা একাউন্ট নিয়ে | আমি ফরেক্স সম্পরকে জানতে চাই তাই আমি অধিক পরিমান সময় ফরেক্স মাকেটে থেকি আমি মনে করি ফরেক্স মাকেটে আপনার যদি এক বা একাধিক একাউন্ট থাকে তবে আপনার একটা লস হলে আপনার আর একটা লাভ হতে পারে |
-
ফরেক্স এ আমার একটি মাত্র অ্যাকাউন্ট রয়েছে , আমি ফরেক্স এ একটি অ্যাকাউন্ট দিয়ে একটি ব্রোকারে কাজ করি । ফরেক্স এ আমি একটি অ্যাকাউন্ট দিয়ে খুব ভাল নিজের মত করে ট্রেড করতে পারি তার জন্য আমার নিজের উপর চাপও কম পরে । তাই আমাদের উচিৎ ভাল করে একটি অ্যাকাউন্টই ব্যাবহার করা ।
-
ব্যক্তাগতভাবে আমার ইন্সটা ফরেক্সে আমার আগে একাধিক একাউন্ট ছিল। এখন আপাতত একটা একাউন্টই চালাই। এছাড়াও অন্যান্য ব্রোকারেও আমি ট্রেড করি। এক্স এম , এক্স নেস, রোবো ফরেক্সেও আমার একাউন্ট আছে। তবে আমি ইন্সটা ফরেক্সে ট্রেড করেই সাচ্ছন্দ্য বোধ করি। কারন এখানেই আমার হাতে খড়ি ফরেক্সের, এখানেই আমার শুরু।
-
ফরেক্স এ আমার মাত্র একটি অ্যাকাউন্ট আছে , আমি একটি অ্যাকাউন্ট দিয়ে কাজ করি । আমি একটি অ্যাকাউন্ট দিয়ে কাজ করি বলে আমার কোন কষ্ট বলে মনে হয় না , কেননা একটি অ্যাকাউন্ট এ আমি আমার মত করে খুব ভাল ভাবে সময় দিতে পারি । তাই আমি একটি অ্যাকাউন্ট দিয়ে একটি মাত্র ব্রোকারে কাজ করে যাচ্ছি , তাতে আমার কষ্ট ও কম হয় এবং আমি খুব ভাল করে বুজে কাজ করতে পারছি ।
-
ফরেক্স ফোরাম থেকে আমি অনেক কিছু সম্বন্ধে জানতে পেরেছি । এই ফোরাম থেকে আমি ট্রেড করার জন্যে নতুন অনেক পলিসি সম্পর্কে জানতে পেরেছি । ফোরাম থেকে আমি অনেকের থেকে ট্রেড সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি । ফোরাম এর সকল সহকর্মীরা খুবই বন্ধু সুলভ আচরন করে । তাই ফরেক্স এ দক্ষ এবং অভিজ্ঞ হতে ফোরামের বিকল্প নাই । এখান থেকে শিখে অনেকে জীবনে অনেক উন্নতি করেছে । এখান থেকে শিখে আমরা অনেক কিছু বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি ।।
-
ফরেক্স মার্কেট করতে হলে একজন ট্রেডারকে কোন না কোন ব্রোকারের দরকার হয়।আর ফরেক্স ব্রোকারের সংখ্যা হাজার হাজার। আপনি ইচ্ছে করলে সব গুলোতেই একাউন্ট করতে পারেন। তবে আমি মনে করি একজন ট্রেডারকে ফরেক্স ট্রেড করতে একটি একাউন্টের বেশি একাউন্ট না থাকাই ভাল।আমি শুধু ইন্সটা ফরেক্সে একাউন্ট করেছি। কিন্তু আমার ৪ টা আছে।
-
আমার একান্তই ব্যাক্তিগত মন্তব্য যে, একদম সঠিক করে বলা কঠিন। কারন ডেমো ট্রেড একজনের জন্য একেক রকম সময় লাগে, কারো বেশী কারো কম লাগে থাকে । যাইহোক গড় হিসেব করলে বেসিকটা ভালো করার জন্য কম করে দুই থেকে তিন মাস সময় দেওয়া উচিৎ । এর থেকে কম করলে আসলে নুতুনদের জন্য একটু কঠিন হয়ে যায়, তখন লস করার প্রবণতা বেড়ে যায়। আর পুরাতন হলেও মাসে কিছু সময় ডেমো ট্রেড করা উচিত কারন ডেমো ট্রেডে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা যায়। এক কথায় বলতে গেলে যত বেশী অভিজ্ঞতা তত বেশী সফলতা।
-
ফরেক্স এ আমার দুইটা একাউন্ট আছে। ১) ফরেক্স ডেমো একাউন্ট। ২) ফরেক্স রিয়েল একাউন্ট। আমি রিয়েল একাউন্ট থেকে ডেমো একাউন্ট টা আমি বেশী কাজ করে থাকি। কারন আমি ডেমোতে ভাবে বুঝে কাজ করতেছি। রিয়েল একাউন্ট এ আমি ফরেক্স কাজ করছি একটু কম। আমার ব্যালেন্স কম তাই। তবে দুটোই আমি ভালভাবে কাজ করতেছি।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেডার তাই আমি ফরেক্স মার্কেটের ৪ থেকে ৫ টি ডেমো একাউন্ট করেছি যার কারনে ফরেক্স মার্কেটের ট্রেডিং শিখতে অনেক সহজ হয়েছে,ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে পারলে লাইভ একাউন্ট একটি থাকলে অনেক ভাল ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করতে হলে ভাল মানি ম্যানেজমেন্ট সিস্টেম চালু রাখতে হবে।
-
ফরেক্স এ আমার দুইটা একাউন্ট আছে। ফরেক্স এ ১) আমার ডেমো একাউন্ট আছে ২) আমার রিয়েল একাউন্ট আছে। আমি রিয়েল একাউন্ট এ বেশী সময় দিই না। আমি ডেমোতে বেশী সময় দিয়ে থাকি। কারন ডেমোতে আমার অনেকটা ব্যালেন্স আছে তাই আমার ইচ্চে মত ফরেক্স এ কাজ করে অনেক কিছু শিখতেছি।
-
আসলে প্রথম দিকে না বুঝে ফরেক্স এ বেশ কয়েকটি এ্যাকাউন্ট করেছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে বেশি এ্যাকাউন্ট ম্যানেজ করা খুব কঠিন। তাই সব বাদ দিয়ে এখন আমি দুটো এ্যাকাউন্ট রেখেছি। যদিও বেশির ভাগই ছিল আমার ডেমো এ্যাকাউন্ট। কিন্তু রিয়েলে এ্যাকাউন্ট মাত্র দুইটি। একটি বোনাসের জন্য করা। অন্য রিয়েল ইনভেষ্ট করার জন্য।
-
ফরেক্স এ আমার দুইটা একাউন্ট আছে । আমি নিয়মিত দুইটা একাউন্টে ট্রেড করি। আমি এখান থেকে প্রতি মাসে ৫০-৬০ ডলার প্রফিট করি ।
-
ব্যক্তিগতভাবে আমার ইন্সটাফ্রেক্স ব্রোকার ছাড়া অন্য কোন ব্রোকারে একাউন্ট নাই । তবে এখানে আমার বেশ কয়েকটা একাউন্ট আছে । তবে অনেক গুলো একাউন্ট থাকার বিভিন্ন কারনও রয়েছে । আমি প্রথমে দুইটা একাউন্ট জিরো করি তাই আমাকে বাধ্য হয়ে নতুন একাউন্ট করতে হয় । তবে আমি একসাথে একাধিক একাউন্ট পরিচালনা করি না । তবে আমি আমার এক ফ্রেন্ড এর একাউন্ট মাঝে মাঝে পরিচালনা করি যখন আমার কিছুই থাকে না । তখন অন্যের একাউন্টে ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেট করতে হলে একজন ট্রেডারকে কোন না কোন ব্রোকারের দরকার হয়।আর ফরেক্স ব্রোকারের সংখ্যা হাজার হাজার। আপনি ইচ্ছে করলে সব গুলোতেই একাউন্ট করতে পারেন। তবে আমি মনে করি একজন ট্রেডারকে ফরেক্স ট্রেড করতে একটি একাউন্টের বেশি একাউন্ট না থাকাই ভাল।আমি শুধু ইন্সটা ফরেক্সে একাউন্ট করেছি।
-
ফরেক্স মার্কেটে আমার একটা একাউন্ট আছে কারন একটা একাউন্ট দিঢে যা লাভ করা যাবে বেশি একাউন্ট করলে সে পরিমান লাভ করা যাবে। তাই আমাদের কে বেশি একাউন্ট না করে একটা একাউন্ট কে ভাল করে পরিচালনা করতে পারলে ভাল লাভ করা যাবে।
-
আমি একজন নতুন ট্রেডার হিসেবে বর্তমানে একটা একাউন্ট আমার আওতাধীন আছে । আর আমি মনে করি যে অতিরিক্ত একাউন্ট না থাকাটায় সবথেকে ভাল । কেননা আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই একটা একাউন্টের উপর বেশি করে ফোকাস করে সেখানে মনোযোগ দিয়ে ট্রেডিং করলে অনেক বেশি সফলতা আসবে ।
-
এই মুহুর্তে ইন্সটা ফরেক্সেই আমার ৫ টা একাউন্টে ট্রেড চলছে৷সবগুলোতেই কম/বেশি প্রফিট আছেই৷সেসব একাউন্টে অনেকগুলো ট্রেড ওপেন করা আছে এবং সবগুলো ওপেনিং ট্রেডই লংটার্ম ট্রেডের জন্য রানিংএ আছে৷কয়েক মাস পর পর এগুলো ক্লোজ করি৷
-
আপাতত দুটো একাউন্ট কিন্তু পরে হয়তবা আরও বাড়াতে পারি । আসলে একটা একাউন্টে সব টাকা ইনভেষ্ট না করে ভিন্ন ভিন্ন একাউন্ট থেকে ট্রেড করা বেশি উত্তম । কারন কোন বড় ধরনের লস খেলে আপনার সব টাকা চলে যেতে পারে, এবং পরবর্তীতে টাকা ঢুকিয়ে নতুন ভাবে ট্রেড করার মনমানসিকতা থাকেনা । তবে আপনার যদি একের অধিক একাউন্ট থাকে তাহলে অনেকটা সুবিধা হবে ।
-
ফরেক্স মার্রকেটে আমি ২ ব্রোকারে কাজ করি একটা ইন্সতা ফরেক্স আর একটা xm এ তবে আমার কাছে একাউন্ট বিষয় টা বড় কথা না একাউন্ট টিকে রাখাটাই বড় কথা তাই আগে ফরেক্স বিজনেস ভালো ভাবে শিখে ট্রেড করতে পারলে ভালো টাকা আয় করা সম্ভব।তাই নতুন ট্রেডার এর জন্য বলতেছি বেশি ব্রোকারে ট্রেড না করে ভালোভাবে শিখে ১ অথবা ২ ব্রোকারে ট্রেড করলে যথেষ্ট।
-
আমার কাছে মনে হয় ফরেক্স আপনার কয়টা এ্যাকাউন্ট আছে সেটা মূল বিষয় না মুল বিষয় হচ্ছে ফরেক্স মার্কেটে টিকে থাকাটা। ফরেক্স মার্কেটে কিভাবে অধিক সময় ধর টিকে থাকা যায় সেটা হচ্ছে মূল বিষয়। এবং কিভাবে অধিক সময় ধরে ট্রেডিং কৌশল পরিচালনা করা যায় আর কি কি নিউজ এর উপর পর্যবেক্ষণ করলে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে পারবেন সেটাই হচ্ছে মূল বিষয়। যদি আপনি ভালভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য একটি এ্যাকাউন্টই যথেষ্ট। বিশেষ করে একাধিক এ্যাকাউন্ট থাকলে আপনি আরোও বেশি দ্বিধা দ্বন্দ্বে ভোগ বেন। তাই আমি মনে করি একজন ট্রেডারের জন্য একটি এ্যাকাউন্টই যথেষ্ট।
-
আমি ফরেক্স মার্কেটে সবে মাত্র জয়েন করেছি। তাই আমি এখোনো তেমন দক্ষ হয়ে উঠি নি। তাই আমি এথোনে রিয়েল একাউন্ট খুলি নি । কিন্তু ডেমোতে আমি ট্রেড করছি। এই ডেমো ট্রেডের মাধ্যমে আমি অবিজ্ঞ হওয়ার চেষ্টা করছি।