-
আমি আমার সম্পর্কে বলবো আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । কেবল মাত্র ফরেক্স করা শিখতেছি । এখনো নিয়মিত লস করি । তবে এজন্য অামি নিজেকে লুজার মতে করিনা । কেননা নতুন ট্রেডাররা লস করতেই পারে । তবে আমি আশাবাদি খুব দ্রুত নিজেকে একজন সফল ট্রেডার হিসাবে দেখতে পাবো ।
-
ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড এখনো করিনাই ডেমো ট্রেড করচি । ডেমো ট্রেড করে লস ছাড়া লাভ করতে চেস্টা করছি নিজেকে সফল ট্রেডার হিসাবে তৈরি করার জন্য । আমি ফরেক্স মার্কেটে সফল ট্র্রেডার হব তাই সেই চেস্টা করচি ।
-
আমি ফরেক্সে নতুন এখনও রিয়েল ট্রেড করি নি। আমি ৩ মাস যাবত ডেমো ট্রেড করতেছি । এখন ফরেক্স সম্পর্কে আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি বলে আমি মনে করি। এখানে মার্কেট বুঝে ট্রেড করতে পারলে প্রফিট করা সম্ভব। তবে প্রফিট করার জন্য আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত। তাহলে আমাদের এখানে লস করার ঝুকি অনেক টাই কমে যাবে।
-
আমি ফরেক্সে নতুন এসেছি ।আমার মাত্র হাতে খড়ি হয়েছে ।আমি ফরেক্স ভাল শেখার জন্য ডেমো ট্রেড করতেছি । আমি সফল ট্রেডার হবার জন্য যে টুকু পরিমান পরিশ্রম করতে হয় ,আমি তা করব ।
-
আমি এখনও একজন সফল ট্রেডার হত পারিনি । এর কারণ হল যতটুকু সময় এই ফরেক্স মার্কেটে দিতে হয় ততটুকু সময় আমি দিতে পারি না । সুতরাং আমি সেই জন্য সফল ট্রেডার হতে পারিনি । সুতরাং আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই একজন সফল ট্রেডার হতে পারবেন আশা করা যায় ।
-
আমি নিজেকে মতে ও সফল ট্রেডের মনে করি না । কারণ আমি মাত্র কিছ দিন আগে এই ব্যবসা সম্পর্কে জেনেছি । তবে আমার এই কিসুদিন পার করার পর আমার মনে হচ্ছে এখানে ভালো ভাবে দক্ষতা অর্জন করতে হলে অনেক সময় লাগবে । এই মার্কেটে অনেক দিন যাবত কাজ করছে এমন মানুষ ও নিজেদের দক্ষ বলতে চান না । এটা এমন এক মার্কেট যা যেকোনো সময় যেকোনো দিক যেতে পারে । কোনো ভবিষ্যদ্বাণী ই এখানে কাজ করে না মাঝে মাঝে । কিন্তু অখে কিছু সুক্ষ বেপার আসে যা আমরা আয়ত্ত করতে পারলে যেকোন সময় মার্কেট থেকে আয় করা সম্ভব ।
-
আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার এবং ফরেক্সের শিক্ষার্থী। কারন আমার বর্তমানে মূল লক্ষ ভালোভাবে ফরেক্স শিখার।এজন্য আমি বিভিন্ন অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ নিয়ে থাকি এবং নিয়মিত ফরেক্স বিষয়ে পড়ালেখা করে থাকি। এজন্য এখনও আমি পরিনত ট্রেডারই হতে পারিনি তো সফল কবে হবো তা আমার ভাগ্যেই ভালোভাবে জানতো পারে।
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে েকক বছর কাজ করতে হবে তাহলে সফল ট্রেডার বলতে পারব কারন এখনো সাপোর্টে সেল দিই আর রেজিসটেন্স বাই দিই কিভাবে সফল ট্রেডার হব। তাই আমাদের কে সফল ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি করে জানতে হবে তাহলে সফল ট্রেডার হতে পারব।
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই সফল ট্রেডার হওয়া যায় না । একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর সফল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে । মার্কেটে আমি এখনও শিক্ষানোবিস । তাই মার্কেটে এখনও সফল ট্রেডার হতে পারিনি ।
-
আমি এখনো ফরেক্স মার্কেট এ নিজেকে সফল ট্রেডার হিসেবে মনে করি না।কারণ আমি এখনো ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারতেছি না।তাই আমি মনেকরি আমি যতদিন ভালোভাবে বা সফল ভালো ট্রেড করতে না পারবো ততদিন আমি নিজেকে একজন ফরেক্স ট্রেডার হিসেবে সফল বলতে পারবোনা।আমি এখনো ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।আমি এখনো সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারতেছি না।তাই আমি এখনো সফল ফরেক্স ট্রেডার নয়। ধন্যবাদ।।
-
না এখন ও আমি নিজেকে সফল ত্রাদের বলে আখ্যায়িত করতে পারবনা.কারণ আমি ট্রেডিং করছি মাত্র ১.৫ বছর এর মত হবে যা সফল হবার জন্য যথেষ্ট সময়না.এই সময় পর্যন্ত ট্রেডিং আমার যা লাভ হয়েছে তার পরিমান ও এমন না যা আমি সফলতা বলে আখ্যায়িত করতে পারব.তবে আমি ধীরে ধীরে এগিয়ে চলছি সময় হোক হয়ে যাব নিশ্চই.
-
আমি মনে করি ট্রেডিং এ সফল হবার জন্য যেভাবে এগিয়ে যেতে হবে তা হলো মার্কেট যেহেতু অনেক অস্থিতিশীল তাই মার্কেট বোজার জন্য প্রথমে ডেমো ট্রেড করা উচিত.অভিজ্ঞতা দিয়ে রিয়েল ট্রেড এ এনালাইসিস করে এগিয়ে যাবার চেষ্টা করুন.নিজের স্ট্রাটেজি বানিয়ে ট্রেড করুন.এবং এক স্ট্রাটেজি বেশি দিন পুনরাবৃত্তি করবেননা.
-
আমি ফরেক্সে নতুন এসেছি। আর ফরেক্স মার্কেটের পোস্ট করে যচ্ছি। আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা আসেনি। তবে ঙ্গ্যান অর্জন করে চলেছি। দেখা যাক শেষে কি দারায়। কারন আমি জানি ধর্য্য একদিন সফলতা আনবে।
-
আমার মতে সফল ট্রেডার এর মানে হল পিপস্ তৈরি করতে পারা, বার বার পিপস্ তৈরি করা এবং পিপস্ ধরে রাখতে পারা । আসলে সফল ট্রেডার বলতে বুঝায় দীর্ঘদিন ফরেক্স মার্কেট এ টিকে থেকে মার্কেট থেকে লাভ বের করে আনার ক্ষমতা । এভাবেই আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারি । আমি এখনও সফল হতে পারিনি ।
-
না ভাই । নিজেকে সফল ট্রেডার বলতে গেলে লজ্জা পেতে হবে । আমি ফরেক্স মার্কেটে একদমই নতুন । সবেমাত্র বছর খানেক ধরে ফরেক্স মার্কেটের সাথে আছি । তবে আমি আমার প্রথম দিন থেকেই রিয়ালে টে্ড করে আসছি । কেননা ডেমোকে কোন ভাবেই সাইকোলজি ডেভোলপমেন্ট করতে পারছিলাম না ।
-
একজন ট্রেডার তখনই সফল হিসেবে নিজেকে দাবি করতে পারবে যখন সে দক্ষতাবান হতে পারবে । আমরা কখনোই ধৈর্য্য হারা হব না । কেননা ধৈর্য্যহীন ব্যক্তিকে আল্লাহপাকও পছন্দ করে না । সুতরাং আমরা কখনোই লোভ করব না তাহলেই আমরা সফল ট্রেডার হতে পারব ।
-
যে যত যাই বলুক না কেন সফলতা এত কাছের গল্প বলে আমার মনে হয় না। তাই আমি মনে করি এখানে সফল হতে হলে কম সে কম ছয় সাত বছর লাগবেই। তাই যারা এখানে এসেপড়েছেন বা আসবেন বলে ভাবছেন তারা আগে ভাল ভাবে বোঝার চেষ্টা করুন কেননা এত এত বড় একটা জিনিস না শিখলে নিজের ঘাটের পয়সা নষ্ট হবেই হবে।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে।
-
আমি এখনো নিজেকে শিক্ষানবিস ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখে চলছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে।
-
আমি ফরেক্স ব্যাবসায় নতুন আর আমি এখান থেকে এখনও কোন আয় করতে পারি নি।এজন্য আমি নিয়মিত ডেমো ট্রেড করে যাচ্ছি যাতে ট্রেডিং বিষয়ে যথেষ্ট দক্ষ হতে পারি এবং পরবর্তীতে রিয়াল ট্রেড করে নিজেকে একজন সফল ট্রেডার তৈরি করতে পারি।
-
আমি ফরেক্সে ভালই ট্রেড করতে পারি আর লাভ ও করতে পারি খারাপ না । কিন্তু আমি এখনি বলব না যে আমি ফরেক্সে একজন সফল ট্রেডার । কারন ফরেক্সে সফল ট্রেডার হতে সময় লাগে অনেক । সরেক্স সম্পর্কে অনেক কিছু জেনে বুঝে ফরেক্সে ধৈর্য নিয়ে কাজ করতে থাকলে একসময় ভাল সফল ট্রেডার হওয়া যাবে । আমি চেষ্টা করছি ধৈর্য নিয়ে ফরেক্সে বুঝে ট্রেড করার আর ভাল মানের ফরেক্স ট্রেডার হওয়ার । সফল হতে একটু সময় তো লাগবেই ।
-
ভাই আমি ফরেক্স করছি কিছু দিন মাত্র তারপর ও আমি বলতে পারি ফরেক্স থেকে আমি কিছু পরিমান লাভ করছি | তবে আমি তত টা দক্ষতা অজন করতে পারিনি আমার লক্ষ হল আমি ফরেক্স ভাল ভাবে শিখব তারপর ফরেক্স থেকে আয় করব |আমি মনে করি ফরেক্স দক্ষ ট্রেডার হতে হলে কথর পরিশ্রম করতে হবে |
-
ফরেক্স মার্কেট সফল হওয়া অনেক কষ্টের ব্যাপার আপনে এখানে সহজে সফলতা অর্জন করতে পারবেন না তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ফরেক্স মার্কেট এ অনেক সময় দিতে হবে।আমি ফরেক্স মার্কেট আসছি প্রায় ২ বছর হয়ে গেছে এখনো সফলতা অর্জন করতে পারি নাই।তবে আশা করি একদিন একজন সফল ট্রেডার হবো এবং নিজের অবিজ্ঞতা দিয়ে ট্রেড করে অনেক প্রফিট করতে পারব।
-
ফরেক্স এখন ও আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয় ততদিন সে সফল ট্রেডার নয়। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমদেরকে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে যানতে হবে। আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না যেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবোনা।
-
আমি ফরেক্স মাকেট কিছু দিন যাবত করছি আমি জানিনা কতটা পারছি ফরেক্স মাকেট বুঝতে আমার জানা মতে ফরেক্স মাকেট জ়াণা বা বুঝার কন শেষ নেই | আপনি ফরেক্স মাকেটে যত থাকবেন আপনি তত শিখবেন বা কিছু না কিছু অনুভব করবেন | তাই আমি মনে করি আমি সফল ট্রেডার না |
-
ফরেক্স এ সফল ট্রেডার হওয়া অনেক কঠিন ব্যাপার। আমি ৩বছর যাবত ফরেক্স ট্রেড করে আসছি। কিন্তু আমার মনে হয়, আমি ফরেক্স এ এখনো কিছুই শিখতে পারি নাই। প্রথম দিকে অনেক লস করেছি। এখন লাভ কম হলেও লস হয় না। এটুকুই আমার উন্নতি। আমার মনে হয় ফরেক্স এ সফল হতে হলে আমাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি ফরেক্স এ একজন সফল ট্রেডার হতে চাই। আমি জানি এর জন্য আমাকে আরো অনেক কিছু জানতে হবে। অনেক কিছু শিখতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি এখনো ফরেক্স শিখে যাচ্ছি, ফরেক্স শিখার পরে যদি ভাল দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল ফল পেয়েযেতে পারি,ফরেক্স মার্কেটে আমি সফলতা অর্জন করার জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাব।
-
না ভাই আমি সফল ট্রেডার নই । সফল ট্রেডারের মধ্যে আমি অন্তর্ভুক্ত নই। আমার একাউন্ট দুই বার জিরো হয়েছে। ৭৬২ ডলার হারিয়েছি। তাই বলি ভাই আমি সফল ট্রেডার নাই।
-
আমার মনে হয় ফরেক্সে সফল হতে গেলে অনেক ধৈর্য্যের প্রয়োজন । রাতারাতি ফরেক্সে সফল হওয়া যায় । দক্ষতা, অভিজ্ঞতা ও উপযুক্ত এবং সঠিক মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আমরা ফরেক্সে সফল হতে পারি । ফরেক্সে সফল হওয়ার জন্য আমদেরকে ফরেক্স শিখার জন্য অনেক সময় ব্যয় করতে হবে । ফরেক্স এর টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিসেও দক্ষতা অর্জন করতে হবে আর অবশ্যই রিইয়াল ট্রেড করার পূর্বে ডেমো তে বেশি বেশি প্রাকটিস করে হাত পাকিয়ে নিতে হবে ।
-
আমি ফরেক্সে ট্রেড করে শতভাগ প্রফিট লাভ করেছি এমনটি বললে মিথ্যা বলা হবে তবে এটিও ঠিক যে আমি ফরেক্স ট্রেডিং করে ফরেক্স মার্কেট থেকে বেশ ভালই আয় করতে পেরেছি কখনও অনেক লাভ করেছি আবার কখনও মাঝে মধ্যে লসও করেছি তবে যদি লাভ লভের অংক করতে বলা হয় তবে বলব লাভের থেকে লসের পরিমান অনেক কম ছিল।
-
না ভাই আমি এখনো সফল ট্রেডার হতে পারিনি। তবে আমি একদিন সফল ট্রেডার হতে পারব এই বিস্বাস আমার আছে। আমি পারব। কারন সেই সুযোগ এই ফোরাম করে দিয়েছে। আমি ফোরাম পোস্টিং শুরু করেছি।
-
না আমি এখনো নিজেকে সফল বলে মনে করি না। যদিও আমি অনেক দিন ধরে ফরেক্স মার্কেটের সাথে জড়িত। তবে আমি বুঝতে পারছি ফরেক্স সম্পর্কে কিছুটা হলেও ধারনা হয়েছে। যা আমাকে পরবর্তীতে রিয়েল ট্রেডিং এ সহায়তা করবে। এবং আমি সফল হতে পারব। তবে এর জন্য আমাকে আরো বেশি এ্যানালাইসিস করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমি এখনো সফল হতে পারি নি। কারন ফরেক্স মার্কেট এ আমি নতুন জয়েন্ট করেছি। ফরেক্স এ আমার ডেমো একাউন্ট এ লাভ করেছি এব্ং সাফলতা অর্জন করেছি তাই আমি আশা করছি রিয়েল একাউন্ট এ আমি সাফলতা অর্জন করবই।
-
আমি সফল ট্রেডার কিনা সেটা আমি নিজেই জার্জ করতে পারব না । কনেনা আমি হলাম এমন একজন ফরেক্স ট্রেডার যে কিনা অনেক বেশি পরিমাণে জ্ঞান আহরনের জন্য তৃষ্ঞতার্থ থাকি । তবে নতুন ট্রেডার হিসেবে আমি এক বাক্য বলতে পারি যে আমি একজন সফল নয় তবে সফলতার জন্য চেষ্টা করছি এমন ট্রেডার । আশা করি পথ খুঁজে পাব ।
-
আমি ফরেক্স এ একজন সফল ট্রেডার হতে চাই । আমি জানি এর জন্য আমাকে আরো অনেক কিছু জানতে হবে । আপনাকে ফরেক্স এর অনেক কৌশল জানতে হবে এবং সেই সব কৌশল অবলম্বন করেই আপনাকে ট্রেড করতে হবে । আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না যেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবো না ।
-
হয়তো আমি এখনো সফল ট্রেডার নই। কারন আমি এখনো মাস শেষে ভাল আয় করতে পারছি না। আমি সব ট্রেড লাভ এ ক্লোজ করতে পারছি না। সফল টেডার হতে হলে আপনাকে অব্যশোই মাসে একটা প্রফিট থাকা উচিত। কারন আয় না ট্রেড করে লস হয়ে পরি অনেক সময়।
-
আমি ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গত ৪ বছর যাবৎ একলাইন করে করে শিখছি এবং এখোনোও প্রস্ত্তত আছি আরোও শিখার জন্য৷গত ৪ বছরে নিয়মিত কেবল লস আর লসই দিয়েছি,অসংখ্যবার ব্যালেন্স জিরো করেছি৷কিন্তু এখন এই মূহূর্তে দেখি লস কীভাবে যেন কমে যাচ্ছে আর প্রফিট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে৷এতে বুঝতে পারি আমি মোটামুটি অনেক কিছু শিখেছি৷আমি গত দিনগুলিতে অনেক কষ্ট করেছি,একটানা নিয়মিত প্র্যাকটিস করেছি৷তাই আজ নিজেকে মনে হয় আমি সফল !!!
-
সফল ট্রেডার হওয়া অনেক কঠিন ব্যাপার।আমি ৩বছর যাবত ফরেক্স ট্রেড করে আসছি।কিন্তু আমার মনে হয়, আমি ফরেক্স এ এখনো কিছুই শিখতে পারি নাই।প্রথম দিকে অনেক লস করেছি।এখন লাভ কম হলেও লস হয় না।এটুকুই আমার উন্নতি।সময় নিয়ে ফরেক্স আগে ভালোভাবে শিখতে হবে।আপনি যদি ভালোভাবে ফরেক্স শিখে নিতে পারেন তারপর আপনাকে অনেক প্রাকটিস করতে হবে।আপনাকে ফরেক্স এর অনেক কৌশল জানতে হবে এবং সেই সব কৌশল অবলম্বন করেই আপনাকে ট্রেড করতে হবে।
-
আমি ফরেক্সে নতুন এসেছি । একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই একজন সফল ট্রেডার হতে পারবেন আশা করা যায় ।