প্রথমে আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি তখন আমার পরিচিত একভাই আমাকে বলেছিল eur/usd তে ট্রেড করতে , তার কথা শুনে আমি eur/usd পেয়ারেই ট্রেড করতাম । কিন্তু কিছুদিন ট্রেড করার পরে বুঝালাম eur/usd পেয়ারের মার্কেটটা খুবই ধীরগতি সম্পন্ন । তাই আমি তখন eur/usd পেয়ার ছেড়ে gold এ ট্রেড করা শুরু করলাম । বর্তমানে আমি usd এর মেজর কারেঞ্চি পেয়ারগুলোতে ট্রেড করে থাকি ।