-
আমিও মনে করি গৃহিনীর জন্য ফরেক্স ট্রেডিং অত্যন্ত ভাল একটি পেশা হিসেবে আমি মনে করি । এর একটি বড় কারন হচ্ছে ফরেক্স ট্রেডিং ঘরে বসেই করা যায় । গৃহিনীদের জন্য বাহিরে যেকোন চাকুরী করা অত্যন্ত কঠিন ব্যাপার । কিন্তু ফরেক্স ট্রেডিং এ এ রকম কোন সমস্রা নেই তাই মন মত ২৪ ঘন্টার যেকোন সময়ই ট্রেডিং করা যায় ।
-
এখন প্রায় ঘরে ঘরে কম্পিউটার রয়েছে।ঘরে ঘরে মেয়েরা শিক্ষিত হচ্ছে।কিন্তু মেয়েদের এই শিক্ষা অনুযায়ী মনের মতো চাকুরী মিলছে না।তাই আমি মনে করি এইসব শিক্ষিত মেয়ে যারা মেধাবী কিন্তু ঘরে বসে আছে তাদের জন্য ফরেক্স অনেক জরুরী।অনেক শিক্ষিত গৃহিণীও রয়েছে যারা সময় থাকা সত্ত্বেও ফরেক্স সম্পর্কে না জানার কারনে টাকা ইনকাম করতে পারছে না।তাই ফরেক্স গৃহীনীদের জন্য জরুরী।
-
আমি আপনার সাথে একদম একমত যে, গৃহিনীদের জন্য ফরেক্স ট্রেডিং ভাল পেশা। আমাদের দেশের অধিকাংশ মহিলা নিজেদের অবসর সময়টুকু বাড়িতে থাকে। আর ফরেক্স হতে পারে তাদের আয়ের বিশাল উৎস যেখান থেকে যে কোন মহিলা বাড়তি আয় করতে পারে।
-
ফরেক্স আসলে সবার জন্যেই অনেক ভালো একটা পেশা । আর পেশা হিসেবে এটা বর্তমানে তরুণদের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে । আসলে শুধু তরুণদের নিকট জনপ্রিয়তা পাচ্ছে এ কথা ঠিক না , বলতে হবে প্রায় সব বয়সি মানুষের কাছে এই ফরেক্স অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে । তাই আমি মনে করি যে গৃহিণীদের জন্য ফরেক্স একটা অনেক ভালো ব্যবসা হতে পারে । কেননা তারা যেহেতু বেশিরভাগ সময় ঘরে থাকে সে ক্ষেত্রে তারা অনেক বেশি সময় দিয়ে ভালো একটা ইনকাম করতে পারবে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসায় কেন্দ্র । ফরেক্স একটি স্বাধীন পেশা যা ঘরে বসেই করা যায় । এটি নির্দিষ্ট কোন পেশার বা নির্দিষ্ট কোন লোকের জন্য নয় । যে কোন পেশা বা যেকোন বয়সের লোকই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । তবে এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, পড়াশুনা এবং মার্কেট এ্যনালাইসিস । অাপনি যে বয়সের বা যে পেশারই হোন না কেন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং মার্কেট এ্যনালাইসিস । গৃহিনীদের জন্য ফরেক্স অনেক সহায়ক বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এ সকল পেষার মানুষ ট্রেড করে আয় করতে পারে।মনেকরেন আপনার হাত পা নাই কিন্তু আপনি পড়ালেখা জানেন।এখন আপনি চাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন।এই ভাবে সারা পৃথিবীর যত অসফল মানুষ আছে তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে যে কোন দেশের অর্থনীতি উন্নয়নে ফরেক্স মার্কেট তথা যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে তারা ভালো ভূমিকা পালন করবে।
-
ফরেক্স মার্কেটে আমি মনে করি সব শ্রেনির লোকেরাই করতে পারে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনাকে শুধু পড়া শুনা করার ধরকার আর আপনি ইচ্ছে করলেই তা আপনি করতে পারবেন। আর মহিলাদের জন্য ফরেক্স মার্কেটে আমি মনে করি খুব ভাল হবে বলে মনে করি।
-
শুধুমাত্র গৃহীণীদের জন্যই নয় বটে সবার জন্যই ফরেক্স ট্রেডিং বর্তমানে একটা আধুনিক ও স্মার্ট পেশার নাম । কেননা আমরা জানি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা অবশ্যই যে কোন লেবেলের হতে পারে । তবে এটা অবশ্যই জেনে রাখা ভাল যে ফরেক্সে কোন ধরনের যোগ্যতার মাপকাঠি নেই । তাই গৃহিনী হতে শুরু করে যে কোন পেশার লোখ পার্ট টাইম জব হিসেবে একে গ্রহণ করতে পারে ।
-
ফরেক্সে ট্রেড সবাই করতে পারে। গৃহিণী যারা তাদের জন্য ফরেক্স বেশ উপযোগী। কারন ঘরে বসেই তারা ট্রেডিং কার্যক্রম পরিচালন করতে পারে। ফরেক্স ট্রেড করার জন্য নুন্যতম শিক্ষা , আগ্রহ ও পুঁজি থাকলে গৃহিণীরা এই পেশায় আসতে পারে। এটা তাদের জন্য একটা বড় সুযোগ নিজেদের স্বাবলম্বী হিসেবে গরে তোলার। এটা তাদের ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।
-
আমাদের দেশের গৃহিনীরা দেখা যায় অবসর সময়গুলোতে ঘরে বসে অযথা সময় কাটিয়ে থাকে আর আমি মনে করে তাদেরকে যদি ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ এবং দক্ষ করে গড়ে তোলা যায় তা হলে তারা এখান থেকে প্রতিমাসে অনেক বেশি প্রফিট লাভ করতে পারবে যা তাদের পরিবারের অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তনে দারুন ভূমিকা পালন করবে।
-
আমি মনেকরি, গ্রিহিনীরা ও ফরেক্সে ট্রেডিং করে পরিবারকে বারতি আয়ের পথ খুলে দিতে পারে।। তাই ফরেক্সে ট্রেডিং এর আগে তাদেরকে ফরেক্সে সম্পরকে ভালভাবে জানতে হবে।। ফরেক্স ট্রেডিং এ দক্ষতা ও অভিজ্ঞতা লাভ করতে হবে।। কম্পিউটার এবং ইন্টারনেট সম্পরকে ভাল ধারনা থাকতে হবে।।। তবেই তারা ফরেক্স ট্রেড করে লাভবান হতে পারবে।।।।
-
শুধু গ্রিহিনি বলে নয়, ফরেক্সে সবাই সাধিনভাবে কাজ করতে পারে। তবে গ্রিহিনিদের জন্য সুবিধা একটু বেশি কারন তারা এ কাজের জন্য সময় একটু বেশি পায়। তবে অন্যদের নিরাশ হবার কোন কারন নেই, কেননা আমরা জখনি সময় পাব, সময়ের সদ্যভার করব।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে গৃহিনীরা ভাল আয় করতে পারে কারন ফরেক্স মার্কেটে কাজ করার জন্য বাইরে যাওয়া লাগবেনা এই ব্যাবসা ঘরে বসে করা যায় আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করার সবচেয়ে সুন্দর মাধ্যম হল এটা। তাই ফরেক্স মার্কেট মেয়েদের জন্য আদর্শ কাজের স্হান।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে মহিলারাও ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেদের স্বাবলম্বী করতে পারে কারন ফরেক্স মার্কেটে ইচ্ছে করলে সবাই করতে পারে কারন এটা ঘরে বসেই করা যায় বলে আমি মনে করি তাই মহিলারাদের জন্য এটা অনেক ভাল বলে আমি মনে করি আপনারা কি বলেন।
-
অবশ্যই গৃহিণীদের জন্য ফরেক্স ব্যবসা খুবই উপকারী । গৃহিনীরা এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর যদি করে তাহলে অবশ্যই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য গৃহিণীদের উৎসাহ দিয়ে থাকব ।
-
ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে। তাই মহিলারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারবে।ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ট্রেড করি। আর মহিলাদের মাথা বেসিরভাগ সময় ঠাণ্ডা থাকে। তাই তারা ফরেক্স মার্কেট এ ভালোভাবে এনালাইসিস করতে পারবে।মহিলারা সাধারণত রান্না বান্না ছাড়া আর কিছুই করে না। তাই তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা সফল হবে।
-
আমি মনে করি গৃহিণীদের জন্য ফরে সবচেয়ে উপজুক্ত পেশা। গ্রিহিনিরা সারাদিক কাজ করে যে সময় পায় সি সময় যদি ফরেক্স ট্রেডিং শিখে ট্রেড করে তাহলে তারা কমপক্ষে মাসে ১০০ ডলার আয় করতে পারবে। আমাদের দেশের সকলের উচিৎ ফরেক্স সম্পর্কে জনমত গড়ে তোলা যাতে করে সকলে ফরেক্সে আগ্রহী হয়।
-
হ্যা ভাই আমাদের দেশে যে সকল গৃহিনীরা সারা দিন তাদের বাড়িতে সময় কাটায় আমি মনে করি তাদের জন্য ফরেক্স ট্রেডিং হতে পারে অনেক ভাল একটি আয়ের উৎস্য। সেলাই মেশিন না চালিয়ে তারা ফরেক্স করতে পারে বা গামেন্টস এ না গিয়ে তারা ঘরে বসে ফরেক্স করতে পারে।
-
হা ১০০% সত্য কথা যে গৃহিনীদের জন্য ফরেক্স ট্রেডিং ভাল পেশা । তাইতো গৃহিনীরা এতো বেশি বেশি ফরেক্স মার্কেট বা ফরেক্স ব্যবসা এর উপরে নির্ভরশীল হয়ে পড়তেছে । আমাদের দেশে আজ অনেক গৃহিনী ফরেক্স ব্যবসা এর উপরে নির্ভর করে বেচে আছে । গৃহিনীদের জন্য ফরেক্স ট্রেডিং ভাল পেশা ।
-
আমরা জানি ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন পেশা। ঘরে বসেই কম্পিউটারে ইন্টারনেটের সাহায্যে ফরেক্সে ট্রেড করা যায়। এখন তো স্মার্টফোন কিংবা ট্যাবেও ফরেক্সে ট্রেড করা যায়। এই সকল সুবিধাদির কারনে যে কেউই ফরেক্সে ট্রেড করতে পারে। গৃহীনিরাও ফরেক্সে ট্রেড করতে পারবে। কারন ফরেক্সে নারী পুরুষে বিভেদ নেই আর এটা কায়িক শ্রম নির্ভরও না।
-
আমার পরিবার এ ব্যবসা করে না । ফরেক্স ব্যবসা আমার পরিবারের মধ্যে আমি একাই করে থাকি । কিন্তু আমার পরিবার এ ব্যবসা করার জন্য নানা ভাবে আমাকে সাহায্য করে । আমি একজন সফল ট্রেডার হলে আমি আমার পরিবারের সবাইকে এ ব্যবসা শেখাবো । আমি আশাবাদী আমি সফলতা অর্জন করবোই ।
-
আমাদের দেশে গিরিহিনিদের বাসায় অযতা সময় না কাটিয়ে এই ফরেকস এ টেরড এনালাইসিস খুব ভাল করে বুজে করলে অবসই পরিবারের জন্য একটি ভাল পরফিট পাওয়া সম্ভব । এজন গৃহিনীদের জন্য ফরেক্স ট্রেডিং ভাল পেশা ।
-
ফরেক্সে ট্রেডিং যে কোন পেশার মানুষ কিংবা যে কোন লিঙ্গের মানুষের জন্য উপযুক্ত এবং একটা ভাল পেশা । তবে মনে রাখতে হবে যে ফরেক্সে লাভবান হওয়ার অন্যতম কৈশল হল নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তোলা । গৃহিণিরা আরো ভাল ফরেক্স ট্রেডিং করতে পারবে যদি উপযুক্ত প্রশিক্ষন এবং সঠিক গাইডলাইন পেতে পারে ।
-
গৃহিণীদের জন্য ফরেক্স ব্যবসা খুবই একটি জনপ্রিয় ব্যবসা । এই ব্যবসা করে আজ অনেক গৃহিণীরাই আর্থিকভাবে স্বচ্ছলতা আনয়ন করেছে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা গৃহিণীদের ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমরা জানি ঘরে বসেই কম্পিউটারে ইন্টারনেটের সাহায্যে ফরেক্সে ট্রেড করা যায়। আর ঘরের মহিলারা যেহেতু বসেই থাকে সেহেতু তাদের জন্য ফরেক্স খুব ভাল একটা বিজনেস হতে পারে। তারা তাদের অবসর সময়ে বিভিন্ন টিভি সিরিয়াল দেখে সময় না কাটায়ে যদি ফরেক্স ট্রেডিং করে তাইলে তাদের জন্য অনেক ভাল হবে। বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবে তারা।
-
ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে। তাই মহিলারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারবে।ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ট্রেড করি।
-
আমার মতে ফরেক্স গৃহিনীদের জন্য ফরেক্স ট্টেডিং করা অনেকটা ভাল। কারন আমাদের দেশে অনেক শিক্ষিত গৃহিনী আছে যা ঘরের সংসারের কাজ করে অবসর সময় বসে থাকে। তাই আমার মতে যদি তারা এই ফরেক্স এ কাজ করে ফরেক্স মার্কেট থেকৈ আয় করে তাহলে আমার মতে ঘরের গৃহিনীরা তাদের সংসারে হাত খরচা ও পেশা হিসেবে ও চাকরি হিসেবে কাজ করতে পারবে।
-
এটা ঠিক যে গৃহিণীরা সারাদিন বাসায় থাকে থাকে তাই ঘরের রান্না-বান্না বা নিত্যদিনের কাজের পাশাপাশি যদি ফরেক্সটা ভালোভাবে শিখতে পারে তাহলে সংসারে নতুন আরেকটা আয়ের সুযোগ সৃষ্টি হবে। তবে এক্ষেত্রে ঘরের পুরুষ মানুষদের অনেক হেল্পের প্রয়োজন আছে। কারণ, ঘরের পুরুষ মানুষরা যদি গৃহিণীদের হেল্প করে তাহলে ফরেক্স শিক্ষার জন্য গৃহিণীরা অনেক সময় পাবে।
-
হ্যা এটা বলা যায় যে ফরেক্স এ কাজ করা গৃহিনীদের জন্য সব থেকে ভাল পেশা। কারন তারা সব সময় ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে তেমন বাইরে যেতে পারে না তাই তারা অন্য চাকরি করতে পারে না। কিন্তু ফরেক্স এ কাজ তো ঘরে বসে করা যায়। তাই তারা ঘরের কাজের পাশাপাশি ফরেক্স এর কাজ টা করতে পারে আর এই আয় করা টাকা দিয়ে তারা সংসার এর অনেক কিছু করতে পারে।
-
আমাদের দেশে অনেক অনেক শিক্ষিত স্মার্ট গৃহিনী আছেন যারা অবসরে আড্ডা দিয়ে,নাটক দেখে,ফালতু অলস সময় নষ্ট করেন৷এভাবে মূল্যবান সময় নষ্ট না করে ফরেক্স মার্কেটে ট্রেড করে বাড়তি আয় রোজগার করতে পারেন৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষিত পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷
-
ফরেক্স আমদের প্রায় প্রত্যেকেরি জানা আছে এটি একটি অনলাইন ভিত্তিক কাজ।বেশির ভাগ সময় আমরা বাসায় করে থাকি।তাই গৃহিনীরা সহজেই এ কাজ বাড়িতে বসেই করতে পারে।ফলে গৃহিনীরা তাদের ও পরিবারের উন্নত্তি সাধন করতে পারে।এতে দেশ উন্নত্তির দিকে দ্রুত অগ্রসর হবে।
-
গৃহিণীদের জন্য ফরেক্স মার্কেটের গুরুত্ব অনেক । গৃহিণীরা যদি এ কাজ ঠিক মত করে তাহলে অার কোন অর্থনৈতিক সমস্যায় পড়তে হবে না । অামরা শুধু একটু ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ওভার করতে গিয়েই ধরা পড়ে যাই ।
-
যারা গৃহিনী তারা ফরেক্স করে সংসার এর পাশাপাশি টাকা উপার্জন করে সংসার এর সুখ সাফল্য বয়ে আনতে পারবে।এতে করে তারা তাদের ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচা চালাতে পারছে তার স্বামীর অবর্তমানে।
-
আমরা পরিবারের পরিজন্দের ফরেক্স শিখালে আমাদের লাভ হবে। কারন আমরা যদি কোন কারনে বাইরে যাই বা মার্কেট না দেখতে পারি সেক্ষত্রে কেউ একজন ত্রেড মেনেজ করতে পারবে। তাই পরিবার এর গৃহিনী বা কাউকে শিখলে আমাদের লাভ হবে। এতে কোন লস বা ক্ষতি হবার কথা নয়।
-
আমরা জানি ঘরে বসেই কম্পিউটারে ইন্টারনেটের সাহায্যে ফরেক্সে ট্রেড করা যায়। আর ঘরের মহিলারা যেহেতু বসেই থাকে সেহেতু তাদের জন্য ফরেক্স খুব ভাল একটা বিজনেস হতে পারে। তারা তাদের অবসর সময়ে বিভিন্ন টিভি সিরিয়াল দেখে সময় না কাটায়ে যদি ফরেক্স ট্রেডিং করে তাইলে তাদের জন্য অনেক ভাল হবে। বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবে তারা।
-
গৃহিনীদের জন্য ফরেক্স ব্যবসাকে আমি পারেফেক্ট মনে করি। পুরুষেরা সব সময় বারির বাইরে থাকে। তারা ঘরে বসে ফরেক্স করা খুবই আনন্দের বিষয়। যা অন্য কোন ব্যবসাইয় নেই। তাদের জন্য এটা একটা অনেক সুন্দর আয়ের একটি মাধ্যম।
-
ফরেক্স আমাদের জন্য একটি হোম বিজনেস। আর এ বিজনেসটি আমাদের দেশের নারীদের জন্য সবচেয়ে বেশী উপযুক্ত। তারা এই ব্যবসা শিখে আমাদের দেশের অর্থনীতিকে যথেষ্ট উন্নত করতে পারবে। তাই সকল শিক্ষিত নারীদের ফরেক্স বিপ্লব ঘটিয়ে আমাদের সমাজকে চমকে চমকে দেয়া উচিত। আমাদের বলা উচিত, তোমরাও পারবে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং বেশ ভাল একটি পেশা আমাদের দেশের মেয়েরা দেখা যায় বাইরের অপেক্ষা ঘরেই বেশি সময় থেকে থাকে ফলে তারা তাদের অবসর সময় গুলো তারা যদি এই দিকে তাদের সময় ব্যায় করে প্রফিট লাভের চেষ্টা করে তা হলে তারা অনেক ভাল করতে পারবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট শুধুই গৃহিনিদের জন্য যে তা না সকল ব্যাকার মানুষের ও স্টুডেন্টদের জন্য এটা একটা আদর্শ বিজনেস।
-
যেকোন বয়সের মানুষ এখানে ট্রেড করতে পারেন। যেকোনো পেশার মানুষ হোক না সে স্টুডেন্ট, চাকুরীজীবি, ব্যবসায়ী বা গৃহিনী, হোক না সে নারী বা পুরুষ যে কেউ এখানে ট্রেড করতে পারেন। গৃহিনীদের হাতে অনেক ফ্রী সময় থাকে। তাই তারা বেশ ভালোভাবেই ফরেক্সে ট্রেড করতে পারেন।