-
সব কাজ করতে গেলে বিরতি দেওয়া উচিত । আর ফরেক্স তো মারাত্মক কঠিন ব্যবসা সো ফরেক্স ট্রেডে মাষ্ট বিরতি দেওয়া উচিত । তবে যে সময় বিরতি দেওয়া হয় ঐ সময়টাতে আমরা সকল এনালাইসিস গুলো করতে পারি বা লস হলে সে লসের কারন আমরা খুজে বের করতে পারি । তাহলে একটা সময়ে আমরা ভাল ট্রেডার হবই ।
-
আসলে যেকোন কাজেই বিরতি নেওয়া উচিত এতে কাজটা ভালো হয়।কারন একটানা কাজ করলে মনোযোগ হারিয়ে যায় ক্লান্তি লাগে।তাই আমি মনে করি ট্রেডের মাঝেও বিরতি দেওয়া উচিত। কারন ট্রেড করতে করতে অনেক সময় ব্রেইন কাজ করে না আর এই অবস্থার জন্য আপনার ট্রেড বাধাগ্রস্ত হতে পারে।এতে আপনি অনেক লসের সম্মুখীন হতে পারেন।
-
ট্রেডে বিরতি দিতে পারেন ঠিক আছে কিন্তু মার্কেট পর্যবেক্ষনে রাখতে হবে । আপনি ট্রেডে বিরতি দিতে গিয়ে মার্কেট পর্যবেক্ষন না করলে মাঝখানে এসে মার্কেটে ট্রেড করা ঝূকিপুর্ন হয়ে যায় । আসলে ফরেক্স মার্কেটে ভাল কিছু আশা করতে চাইলে মার্কেট এনালাইসিস খুবই জরুরী । মার্কেট ভালভাবে এনালাইসিস করতে পারলে প্রফিট ভাল আসে ।
-
আমার মতে ট্রেডে বিরতি দেয়া সবচেয়ে বেশি জরুরী । তবে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে আর যে ৫ দিন থাকে সেখানে বুঝে সুনে ৪ টা ট্রেড দিলেই যথেস্ট বলে আমি মনে মনে করি ।
-
হ্যাঁ ট্রেডের মাঝে একটু বিরতি দি য়ে নেয়া ভাল। একটা ট্রেড করতে করতে অনেক সময় একঘেয়েমি চলে আসে এতে করে লস করার সম্ভবনা থেকে যায়। তাই আপনি যদি ট্রেডের মাঝে একটু
বিরতি দিয়ে মার্কেট ভাল করে অ্যনালাইস করে আবার ট্রেড করেন তাহলে প্রফিট করার সম্ভবনা থাকে।।।
-
ভাই আপনি ঠিকই বলেছেন। ফরেক্স এ সব সময় ট্টেড করলে হবে না কিছু কিছু সময়তে ট্টেড করা বন্ধ করতে হবে। কারন ফরেক্স এ সব সময় এক বাজার থাকে না । যে কোন সময়তে মার্কেট ঘুরে যেতে পারে । তখন হয়তো অনেকটা লসের ঝুকি থাকে। তাই আমাদের ফরেক্স এ মাঝে মাঝে বন্ধ রাখতে হবে।
-
আমিও মনে করি ট্রেড করলে মাঝে মাঝে বিরতি দিলে আপনার ট্রেডিং এর সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয় । তাই ট্রেডিং এর সিদ্ধান্ত নেয়ার আগে মনকে ফ্রেশ করে নেয়া প্রয়োজন । এতে নানা রকম উপকার রয়েছে । বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে সুবিধা হয় । আসলে সব কাজই এক নাগারে করা মোটেও ভাল না ।
-
একভাবে ট্রেড করা উচিত না । মাঝে মাঝে ট্রেড এ বিরতি নেওয়া উচিত তা না হলে লসের খাথায় হইতোবা নিজের নামটা লিখাতে হতে পারে । অতিরিক্ত মাথায় চাপ নিয়ে কাজ করলে এতে পরবর্তীতে খারাপ হতে পারে । তাই এক নাগারে ট্রেড না করে বরংচো একটি ট্রেড থেকে অন্য একটি ট্রেডের যাওয়ার সময় একটু বিরতি নে্ওয়া ।
-
আমি বলবো আমিও আপনার সাথে একমত কারন একটানা ফরেক্স ট্রেডিং আপনার মানোসিক অবস্থার উপর চাপ প্রয়োগ করতে পারে এতে করে আপনি ভাল ভাবে ট্রেডিং কেৌশল অনুসারন করে ট্রেড করতে বাধাগ্রস্থ হতে পারেন সেই কারনে আমি মনে করি মাঝে মধ্যে ট্রেডে বিরতি দেওয়া ভাল।
-
ফরেক্স মার্কেট সব সময় যে ট্রেড করতে হবে সেরকম কোন নিয়ম নেই। আর ট্রেড না করলেও কোন ক্ষতি নেই। যারা দক্ষ ট্রেডার তারা সব সব সময় ট্রেড করে টাকা আয় করে। আপনি চাইলে ২৪ ঘন্টা ফরেক্স মার্কেটে লগইন থাকতে আর ইনকাম করুন অনেক টাকা।
-
অবশ্যই দরকার আছে। সবসময় ট্রেড করলে ভালভাবে মাকেট এনালাইসিস করা যায় না। ফলে ট্রেড এ লস এর পরিমান বেরে যায়। বেশি বেশি মাজেট এনালাইসিস করে লং টাইম ট্রেড করাটাই ভাল বলে আমার মনে হয়।
-
ফরেক্স খুব ভাল একটা ব্যবসা , এখানে কাজ করে প্রতিমাসে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে টাকা আয় ভাল করার জন্য ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকা জরুরি । ফরেক্সে যার যত ত্রেডিং দক্ষতা বেশি থাকবে সে ফরেক্স থেকে তত বেশি ভাল প্রফিট করতে পারবে । ফরেক্সের ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করে ফরেক্সের লাভ লস , তাই ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল হওয়া দরকার । ফরেক্সে কোন ট্রেড বিরতি দেওয়া ঠিক নয় ।
-
হ্যা আমিও মনে করি যে ফরেক্সে অবিরত ট্রেড করা কখনই উচিত নয় মাজে মধ্যে ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখা উচিত তাতে করে যেমন বিরূপ মার্কেট ট্রেন্ডের কারনে লসের হাত থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তেমনি পাশাপাশি মার্কেট মুভমেন্টও সঠিক ভাবে নির্নয় করা যায়।
-
আপনি যেকন সময় ধরে ট্রেড করতে পারেন ফরেক্স মাকেট সপ্তাহে ৫ দিন খুলা থাকে তাই আপনি এ ৫ দিনের মধ্যে যেকন সময় ট্রেড করতে পারে|আপনার ফরেক্স মাকেটে ভালো যাবে কন সময় তা কেও বলতে পারবে না আপনাকে মাকেটে থেকে বুঝে নিতে হবে |
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে প্রত্যেক
ট্রেডারেরই মাঝ্যে মধ্যে ট্রেড থেকে বিরতি নেওয়া উচিৎ কেননা বিরতি নিলে ট্রেডার এর মন ভাল থাকে।তাই পরে সাছন্দে ট্রেড করতে পারবে
-
ফরেক্স এ যারা দক্ষ ট্রেডার তারা কখনই বিরতি হীন ট্রেড করেন না । তারা সময়ের অপেক্ষা করে কখন তাদের কাংখিতো সময় আসবে আর তারা ট্রেড করবে আর সফলতা নিয়ে আসবে। হইতো সপ্তাহে একবার হইতো দিনে একবা হইতো বা সপ্তাহে দুইবার,না হই মাসে একবার নাহই দুইস্পতাহে একবার নাহই মাসে তিনবার ট্রেড করেন।
-
মাঝে মাঝে আমাদের ব্রেনকে একটু রেস্ট দেওয়া আসলেই দরকার। ট্রেডের মধ্যে শুধু বিরতি নয় । আমি মনে করি সপ্তাহে দুই থেকে তিনটা ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ । যত বেশি ট্রেড করবেন তত বেশি ঝুকির পরিমান বৃদ্ধি পাবে । তাই বেশি বেশি ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে । এটাই বুদ্ধিমানের কাজ হবে । ফরেক্স ট্রেডিং এর অন্যতম শর্ত হল ঝুকি কমিয়ে আনা ।
-
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন ফরেক্সে এ মাঝে ট্টেড করা বন্ধ করা উচিত। কারন ফরেক্স যে বায়ে এবং সেল ধাপ গুলো আছে তা যখন উঠানামা করে তখন আমাদের মনে একটি ঝোক এসেযায়। তখনই আমরা ট্টেড করে থাকি কয়েকটা ব্রোকারে। তখনই আমাদের ফরেক্স এর লসের দিকে পরতে হয়। তাই আমাদের এত ট্টেড করা যাবে না। মাঝে মাঝে ট্টেড করা বন্ধ করা উচিত।
-
আমার মনে হয় ট্রেডের মাঝে বিরতি দেওয়া উচিত। কারন ট্রেড করতে করতে অনেক সময় ব্রেইন কাজ করে না আর এই অবস্থার জন্য আপনার ট্রেড বাধাগ্রস্ত হতে পারে। আর তাছাড়া যারা দক্ষ ট্রেডার তারা কখনই বিরতি ছাড়া ট্রেড করে না। তাই ট্রেডের মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত।
-
ফরেক্স ট্রডিং করে লাভ করতে করতে মাতাল হয় গেলে চলবেন। কারন বেশি লোভ করলে একসময় ধরা খেতে হয়। তাই মাঝে মাঝে ট্রেডিং থেকে বিরত থাকা উচিত। কারন সবসময় বাজারের অবস্থা ভাল থাকেনা। যখন মনে হবে বাজারের অবস্থা ভাল একমাত্র তখনই ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ২ দিন বন্ধ থাকে। আমি মনেকরি আমরা মার্কেট ওপেনের সময় ট্রেড বন্ধ না রেখে মার্কেট ক্লোসিং টাইমে আমদের টাইম টা এনজয় করতে পারি। কারন রিফ্রেশমেন্ট এরও প্রয়োজন আছে। এতে মানসিক অবস্থা একটু ভাল থাকবে এবং চাপ ও কম থাকবে। এবং মার্কেট এনালাইসিস টাও একটু সুন্দর ও ফলপ্রসু হবে।
-
হ্যা ট্রেডে মাঝে মাঝে বিরতি নেওয়া ভালো এতে করে যথেষ্ট ধৈর্য্য নিয়ে ট্রেড করা যায়।আমি দিনে দুই থেকে তিনটা ট্রেড করি এতে করে প্রতিটা ট্রেড করার জন্য যথেষ্ট সময় পাই এবং ভালোকরে এনালাইসিস করে ট্রেড করতে পারি।আর যদি কখনও বেশি ট্রেড করা হয় তখন নিজের ভিতরে একটু টেনশন কাজ করে যা পরবর্তীতে ট্রেড ওপেন করার ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে।তাই যথেষ্ট সময় এবং ধৈর্য্য নিয়েই ট্রেড করা ভালো।
-
আসলেই সবসময় ট্রেড না করে মাঝেমধ্যে বিরতি দেওয়া উচিত তাহলে ট্রেডের মধ্যে নির্ভুলতা বাড়ে তাই সবসময় ট্রেড না করে সঠিক সময়ে ট্রেড ওপেন করা উচিত । প্রত্যেকটা কাজেই ব্রেকটাইম রাখলে ভাল হয় কাজের প্রতি বিরক্ত আসে না ।
-
মার্কেটে বিরতি নেওয়া না নেওয়া আপনার ব্যাপার।আপনি ট্রেড করার আগে ভাবেন যে ট্রেড করলে আপনার লাভ না লস হবে।তাই বুঝে শুনে ট্রেড করেন।
-
ঠিক বলেছেনে । আমি ও এক মত । আমাদের কখনই *সারাখন ট্রেড করা উচিৎ হবে না । মাঝে মাঝে আমাদের বিরতি নেয়া দরকার । এটা আমাদের মনবল খুব শক্ত করবে আর বিরতি ছারা ভাল ট্রেড করা কখনই সম্ভব না । আপনি কখনই তারা তারি বড়লোক হতে পারবেন না তাই ধৈর্য সহকারে ট্রেড করতে থাকুন।
-
সবসময় ফরেক্স না থেকে মাঝে মধ্যে একটু বাইরে থাকা উচিত। আর তাছাড়া যারা দক্ষ ট্রেডার তারা কখনই বিরতি ছাড়া ট্রেড করে না। তাই ট্রেডের মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত।
-
আমি মনে করি আমাদের কে ট্রেড করতে হবে সাপ্তাহে পাচ থেকে ছয়টা তাহলে আমরা লাব ধরে রাখতে পারব।মার্কেটে লসের আরেকটা কারন হল অতিরিক্ত ট্রেড করা আর সেটা থেকে দুরে থাকতে পারলে আরও ভাল।
-
সবকিছুকেই কাজ করার পর বিশ্রাম দেয়া ভাল, ফরেক্স একটি মনস্তাাত্বক ব্যাবসা। লাভ-লোকসান যাই হোক তা মনে যথেষ্ঠ প্রভাব ফেলে। ট্রেড নেয়ার আগে অনেক ভাবতে হয়। সবসময় ফরেক্স নিয়ে না থেকে মাঝে মাঝে বিরতি দিলে ভাল ফলাফল পাওয়া যাবে।
-
ট্রেড জিনিশ টা হলো ভাবার একটি জিনিশ
এখনে মানুসিক কিছু বিষয় থাকে
তাই বিরতি দেওয়া ভাল
-
প্রতিটা ফরেক্স ট্রেডের মাঝে বিরতি রাখা আবশ্যক।কারন সবসময় ট্রেড করলে আপনার উপর মানসিক চাপ পড়বে।আপনাকে মাথা ঠান্ডা করে কাজ করা উচিত।আর ট্রেডের সময় মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করা উচিত যে কখন ট্রেড করলে আপনার লাভ বা ক্ষতি হবে।
-
ব্যক্তিগতভাবে আমিও আপনার সাথে একমত কারন একটানা ফরেক্স ট্রেডিং আপনার মানোসিক অবস্থার উপর চাপ প্রয়োগ করতে পারে এতে করে আপনি ভাল ভাবে ট্রেডিং কেৌশল অনুসারন করে ট্রেড করতে বাধাগ্রস্থ হতে পারেন সেই কারনে আমি মনে করি মাঝে মধ্যে ট্রেডে বিরতি দেওয়া ভাল।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে এবং প্রফিট নিতে সবাই ভাল বাসে,কিন্তু আমাদের একঘিয়েমি কাটাতে মাঝে মাঝে ফরেক্স মার্কেটে ট্রেডিং না করে ফরেক্স মার্কেটের মুভমেন্ট অনুধাবন করা যেতে পারে,তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করা হতে বিরত থাকি যাতে করে আমাদের অনেক ভাল হয়,পরে ট্রেড করতে।
-
আমি মনে করি সপ্তাহে দুই থেকে তিনটা ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ । কারন প্রতিদিন ট্রেড করলে করলে অনেক সময় দেখ জায় যে ট্রেডের প্রতি অনিহা ভাব চলে আসে। তাই এই সময়টা আমরা ট্রেড করলে ট্রেডে লস হবার সম্ববনা থাকতে পারে।
-
দক্ষ ট্রেডাররা অবশ্যই মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিয়ে থাকে । তারা এই ব্যবসা করে অভিজ্ঞতা করে । অামরা ও মাঝে মধ্যে অবশ্যই ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অামরা লোভ কম করার চেষ্টা করব তাহলেই টিকে থাকতে পারব ।
-
একাধার ট্রেড না করে আমাদের মাঝে মাঝে ট্রেড এ বিরতি নেওয়া উচিত। আমাদের মস্তিষ্ক এ বিশ্রাম দিতে হবে। সারাদিন ট্রেড করা চলবে না। ট্রেড কম করতে হবে। শুধু ট্রেড নয় ফরেক্স থেকে শিখতেও হবে। মার্কেট নিত্য নতুন স্পাইক বা মুভ গুলো বুঝতে হবে।
-
জী,অবশ্যই ট্রেড বন্ধ করে মাঝে মাঝে আমাদের বিশ্রাম নেওয়া উচিৎ৷একটা পুরো সপ্তাহ জুরে যদি আমরা মার্কেটে এনালাইসিস করি ও পিসির সামনে বসে থাকি তাহলে স্বাভাবিক ভাবেই আমাদের ব্রেইন দূর্বল হয়ে পড়ে৷তাই ব্রেইনের এবং শরীরের সতেজতার জন্য অবশ্যই প্রচুর বিশ্রাম নেওয়া দরকার৷এজন্য মাঝে মধ্যে দুরে গ্রামে কোথাও বেড়ানো যেতে পারে৷বন্ধুদের নিয়ে ঘুরতে বা আত্নীয়-স্বজনদের বাড়িতে বেড়ানো যেতে পারে৷কোনো সেবামূলক কাজে সময় ব্যায় করা যেতে পারে৷মূল লক্ষই হলো ব্রেইনকে সতেজ রাখা৷
-
ব্যক্তিগতভাবে আমি মনে করি মাঝে মাঝে আমাদের ব্রেনকে একটু রেস্ট দেওয়া আসলেই দরকার। কারণ ফরেক্স ট্রেডিং খুব বিরক্তিকর একটা জিনিস এবং তা বেশ ভাল রকম মানসিক চাপ তৈরী করে। অনেক্ষণ চাপে কাজ করতে করতে একজন মানুষের ভূল করার সম্ভাবনা তৈরী হয়ে থাকে। তাই মাঝে মাঝে একটু রেস্ট দিলে ভূল করার সম্ভাবনা কমে যায় এবং নতুন উদ্যম পাওয়া যায়।
-
আমার মতে ফরেক্সে তখনই লাভ করতে পারবেন যখন ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে পারবেন। কারন মার্কেটে বেশিক্ষণ না থেকে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে সল্প সময় প্রফিট করে বের হয়ে আসতে হবে। তাই লং টাইম ট্রেডে না থেকে সল্প সময় প্রফিট বা লস জাই হোকনা কেন ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করে ফরেক্স মার্কেট লং টাইম টিকে থাকা জায়।
-
শুধু ফরেক্স ট্রেডারদের কেন যেকোনোও পেশার মানুষদের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিছু বিশ্রাম নেওয়া অতীব জরুরি৷আমরা যেকোনোও পেশায় লিপ্ত থাকি না কেন কাজ করতে করতে আমাদের দেহ মন ক্লান্ত হয়ে পড়ে৷তখন আমাদের মস্তিষ্ক,মেধা বা ব্রেইন অকার্যকর হয়ে পড়ে৷ঠিক তখনই আমাদেরকে বিশ্রাম নিতে হয়৷বিশ্রাম নিলে আমাদের দেহ মন পুনরায় সতেজ হয় এবং কর্মক্ষম হয়ে ওঠে৷তখন আমরা আবার নতুন ভাবে কাজ করার জন্য উদ্যম অনুভব করে থাকি৷ফরেক্স ট্রেডারদেরকেও সপ্তাহে দুই দিন শনিবার আর রবিবার ছুটি দেওয়া হয়েছে৷সপ্তাহের এই দুই দিন আমাদেরকে পিসি থেকে দূরে থাকা উচিত এবং মার্কেটে ট্রেডিং সংশ্লিষ্ট বিষয় গুলি সম্পূর্ণরূপে ভুলে গিয়ে পর্যাপ্ত ঘুমানো উচিত,পরিবার পরিজনদের সাথে আনন্দে উল্লাসে সময় কাটানো উচিত,বাইরে কোথাও ঘুরে বেড়ানো উচিত,ভালো ভালো খাবার খাওয়া এবং আনন্দ-ফুর্তিতে থাকা উচিত….এভাবে দুই দিন পরে আবার আমরা নতুন ভাবে সতেজ হয়ে মার্কেটে বসতে পারবো৷তাই বিশ্রাম নেওয়াটা আমাদের জন্য অপরিহার্য৷
-
আমার মতে ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টাই চলে সেহেতু ফরেক্স মার্কেটে ট্রেড করতে মাঝে মাঝে মধ্য বিরতি নেওয়া দরকার। কারন প্রতিদিন ট্রেড করলে করলে অনেক সময় দেখ জায় যে ট্রেডের প্রতি অনিহা ভাব চলে আসে। তাই এই সময়টা আমরা ট্রেড করলে ট্রেডে লস হবার সম্ববনা থাকতে পারে।