-
আমাদের কোন কিছুতে ভয় পাওয়া যাবে না। কারন ভয় আমদের সাফল্য করতে দেয় না ও অনেকটা নেতিবাচক করে দেয়। তাই ভয়কে জয় করতে হবে। ঠিক তেমনি ফরেক্স ক্ষেত্রে আমাদের ভয়কে জয় করতে হবে। যেহেতু আমরা অনেক টাকা দিয়ে ফরেক্স এ কাজ করব। তাই ভয় হয়েই থাকে। আর এই ভয়ের ও ঝুঁকির মধ্যেই ফরেক্স এ কাজ করলে সাফল্য আসবেই।
-
ফরেক্স মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই আপনি নিজের বিবেক বুদ্বি খাটিয়ে ট্রেড করুন সামনে এগিয়ে যান । ফরেক্স ব্যবসায় অাপনি স্বাধীন ভাবে ট্রেডিং করতে পারেন এই রকম আ কোন ব্যবসা আছে বলে আমি মনে করি না । এই ব্যবসায় সফল হওয়ার জন্য কিছু করার দরকার নেই শুধু আপনার চেষ্টা থাকতে হবে ।
-
ফরেক্স করতে হলে ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে।। ফরেক্স ট্রেডিং এ দক্ষতা না থাকলে ফরেক্স থেকে প্রফিট করা খুবই কঠিন ব্যাপার।। শুধু দক্ষ হলেই হবে না ফরেক্স ট্রেডিং করার জন্য যথেষ্ট মনমানসিকতা সম্পন্ন হতে হবে।
-
ফরেক্স ট্রেড করতে যেয়ে ভয় করলে চলবে না। আমাদের ট্রেড করতে হবে। তা না হলে আমরা লাভবান হতে পারবো না। আর আমাদের নিজেদের উপর ও বিস্বাস রাখতে হবে যেন আমরা ট্রেড এ লস না করি। সব সময় গুরুত্ত সহকারে মারকেট দেখতে হবে। তারপর ট্রেড নিতে হবে।
-
আমি মনেকরি,, ফুরেক্সে অনেক দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার আছে যারা শিধুমাত্র ভয়ের কারনে এখনো ফরেক্সে ট্রেডিং এ লস খেয়ে থাকে। তাই আমি বলবো।। ফরেক্স ট্রেডিং এ দক্ষতা থাকা সত্যেও আমরা যেন ভয়কে জয় করতে পারি।। ভয় কে জয় করতে না পারলে আমরা কখনো ঈ সফল হতে পারব না।।।
ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করে আমাদের কে কনফিডেন্স নিয়ে ট্রেড করতে হবে।।
-
ফরেক্স একটা অনলাইন বিজনেস এখানে টাকা ভরে কাজ করলে সেই টাকা আর কোন দিন পাওয়া যাবে কিনা সেই ভয় পেয়ে ফরেক্স থেকে দূরে থাকলে হবে না । ভয়কে জয় করা শিখতে হবে , অর্থাৎ ফরেক্সে কাজ করতে হবে । অনেকের ধারনা ফরেক্সে কাজ করে বা টাকা ইনভেস্ট করে তা আর ফিরে পাওয়া যায় না । কিন্তু ফরেক্সে বুঝে কাজ করতে পারলে যে টাকা ইনভেস্ট করে কাজ শুরু করা হয় , এক সময় তার থেকে বেশি টাকা লাভ করা যায় । তাই ফরেক্স কে ভয় করলে হবে না ।
-
আসলে ফরেক্স মার্কেট এ রোবটের কোন শেষ নেই। আপনি গুগলে সার্চ দিন হাজার হাজার ফ্রি রোবট পাবেন। তবে আমি রোবট দিয়ে ট্রেড এর ঘোর বিরোধী। কেননা যদি রোবট দিয়ে হিউজ প্রফিট করাই সম্ভব হত তবে কেন সেই রোবট ওয়াল তার রোবট বিক্রির ধান্দা করতে চাইবে। কেন ১০০ ডলারের বিনিময়ে তার রোবট বিক্রি করে দিবে।
-
ফরেক্স মার্কেটে সফলতা পেতে দিতীয় ধাপ হল ভয় কে জয় করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।কারন আমার ভয় লাগছে এখনো যদি মার্কেট আমার বিপরীতে চলে যায় তাহলে ১০ পিপস চলে যাবে এই ভয় গুলো আমাদের লসের আরেক কারন তাই আমাদের এই গুলো জয় করতে হবে।
-
লস করলে ভয় লাগে লাভ করলে খুশি লাগে। তবে ফরেক্সে সব সময় লাভ হয়না। বলতে গেলে খুব কম লাভ হয়। যদি অবিজ্ঞ ট্রেডার হন তবে লাভ বেশি হবে। লস হলেই ভয়ে ব্যবসা গুটিয়ে নেয়া যাবে না। ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে।
-
ফরেক্স একটা ব্যবসা যেখানে ধৈর্য্য বিকল্প কিছুই নেই।ধৈর্য্য ধারনের মাধ্যমে ট্রেড করে অল্প অল্প করে প্রফিট করে নেওয়ার চেষ্টা করতে হবে। এজন্য মনের ভয়কে জয় করতে হবে। কখনোই ভীত হয়ে ট্রেড করা যাবেনা। কারন ভয়ের কারনে ট্রেডে লাভ বেশি করতে পারবেন না। তাই লাভ করতে হলে ভয়কে জয় করার চেষ্টা করুন।
-
ফরেক্স কে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে খুব পড়াশুনা করতে হবে আপনার ভযকে জয় করতে হবে। ফরেক্স এত সোজা না তাই আলসামি বাদ দিয়ে পড়াশুনা করুন এটা কাজে দিবে ।
-
আমাদরে সবার জীবন একটা পরীক্ষা আর এর জন্য সর্ব সময় আমরা ভয়ে থাকি। শুধু তাই নয় যখন আমরা কোথাও ইনটারফিও দিতে যাই বা পরিক্ষার হলে যাই তখন আমাদের সকলের খুবই ভয় করে তাই বলে কি আমরা ভয় করে বসে থাকি না সামনে এগিয়ে যাই।
-
হ্যা আপনি চাইলে ফরেক্স এ নিউজ ট্রেড করতে পারেন। ফরেক্স এ সফলতা লাভ এর মূল চাবিকাঠি হল আপনি কিভাবে ট্রেড করছেন সেইটা। ফরেক্স এ সফলতা অজন এর জন্য আপনাকে এনালাইসিস করে ট্রেড অপেন করতে হবে। যদি আপনি একজন ভাল ট্রেডার হতে চান তাইলে আমি বলব যে লোভ আপনার জন্য না। আপনাকে অবশ্যই লোভ ত্যাগ করতে হবে।
-
হ্যাঁ আমাদের দেশের জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের বড়ই অভাব । আআমদের দেশের এই বেকার সমস্যার সমাধান ফরেক্স এর মাধ্যমে করা সম্ভব । ফরেক্সে কাজের কোন অভাব নাই তারমানে আমি বলতে চাচ্ছি যে আমি এখানে আপনার ইচ্ছা মত ট্রেড করতে পারবেন । এর কোণ সংখ্যা বেধে দেয়া হয় নি যে আপনি এতটির বেশি ট্রেড করতে পারবেন না । তাই আমইরা যদি ভালো এবং দক্ষ ট্রেডার হতে পারি তাহলে ফরেক্স থেকে ভালো উপার্জন করতে পারব । আর আমদের বেকার সমস্যার সমাধান অনায়াসেই দূর করা যাবে ।
-
ইংরেজীতে একটা প্রবাদ আছে অনেকটা এরকম যে “ ফেয়ার ইজ নট গ্র্যাট ফোর গুড “ । জীবনের যে কোন ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে ভয় অন্যরকম একটা বাঁধা । তাই বাঁধাকে জয় করতে না পারলে কার্যক্ষেত্রে কোন আশানুরুপ ফল আশা করা যায় না । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হওয়ার সবচাইতে সেরা উপায় হল নিজেকে দক্ষতার সাথে একধাপ এগিয়ে রাখা ।
-
ভয়কে জয় করা এসব ফরেক্সে এ খাটে না।আপনি মার্কেট নিয়ে কাজ করেন মার্কেটের পিছনে সময় দেন বুঝে শুনে ঠান্ডা মাথায় ট্রেড করেন আমি বলছি আপনি সাফল্য পাবেনই।
-
আমি মনে করি ফরেক্স মাকেটে ট্রেড করতে হলে আপনাকে ভয় পরিহার করে ট্রেড করতে হবে।আপনি যদি ভয়ে ভয়ে ট্রেড অপেন করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভবনা বেশী থাকবে।তবে আমি যখন ট্রেড করি তখন সেন্টিমেন্টাল ভাবে স্টং থাকি।আপনিও ট্রেড করার সময় লস বা লাভ যাই হোক না কেন সেন্টিমেন্টাল ভাবে স্টং থাকবেন।এভাবেই আপনি ভয়কে জয় করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে অনেকেই দ্রুত লাভ করে কোটিপতি হবার আশায় ট্রেড শুরু করে যা ভুল একটি সিদ্ধান্ত। ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনাকে অভিজ্ঞতার জন্য বেশি বেশি ডেমো ট্রেডিং করতে হবে। দ্রুত লাভ করার আশা বাদ দিয়ে ট্রেডিং শিখতে হবে। মার্কেট সম্পরকে প্রতিদিন পড়াশোনা করতে হবে।
-
যাক ভাল একটি জিনিশ বুঝলাম আপনার কাছ দিয়ে
-
ফরেক্স মার্কেটে অবশ্যই ভয় বলে কোন কথা নেই । অামরা যদি ভালোভাবে এ্যানালাইসিস করতে পারি তাহলেই অামরা লাভবান হতে পারব । যার যত বেশী মার্কেটে অবস্থান সে তত বেশি অগ্রসার হতে পারবে । অামাদের সকলকে অবশ্যই এই কাজে মন দিতে হবে তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
যেকোনো কাজে ভয় পাওয়া হলো একপ্রকার কঠিন রিপু৷এই ভয়ের কারনেই আমরা অনেক সহজ কাজেও ব্যার্থ হই৷ফরেক্স ট্রেডিং এ দুই-একবার লস করলেই আমরা ভয় পেয়ে হতাশ হয়ে পড়ি৷তাই লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷এজন্যই দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
-
আমার মতে অাপনার দেয়া উদাহরণটা যথেষ্ট ভালো হয়েছে । ফরেক্সকে আমাদেরকে অবশ্যই একটা ক্রিকেট মাঠের মত মনে করে এখানে ধৈর্য্যর সাথে এবং মাথা ঠান্ড করে খেলতে হবে এবং টিকে থাকার চেষ্টা করতে হবে । একবার লস করলে হতাশ না হয়ে পরবর্তী ট্রেডের জন্য প্রস্ততি গ্রহণ করতে হবে । এছাড়া ফরেক্সে ট্রেড করতে হলে আমাদেরকে কৌশলি হতে হবে । এমন অনেক কৌশল আছে যার মাধ্যমে আপনি সহজেই এখান হতে ভালো লাভ করতে পাররবেন । তবে সবকিছু হতে হবে ধাপে ধাপে ।
-
এই মার্কেটে লসের একটি বড় কারন হলো রিয়েল ব্যালেন্স নিয়ে ট্রেড করে খুব ভয় পাই। আর প্রফিটে গেলেই ক্লোজ করে ফেলি। অথচ লস ট্রেডগুলো দীর্ঘদিন পর্যন্ত রেখে দিয়ে ব্যালেন্স জিরো না হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে থাকি। নিজস্ব এনালাইসিসে বিশ্বাসী থাকতে হবে।
-
আপনার পরামর্শগুলো আমার কাছে খুবই ভালো লাগছে।কারন এই পরামর্শগুলো কিছুটা হলেও কাজে লাগবে আমাদের আমরা যখন কোন কোন ট্রেড ওপেন করি তখন ধৈর্য্য না হারিয়ে বুঝেশুনে সেই ট্রেড নিয়ে এগিয়ে যাওয়া উচিত যদি লসও হয় তবে হতাশ না হয়ে আবার শুরু করতে হবে।
-
ফরেক্স ট্রেড যদি নাই করুন তাহলে ফরেক্স এ লাভ এবং লস কোনটাই হবে না। ভয় করে ট্রেড থেকে দূরে সরে থাকলে হবে না। ভয়কে আমাদের জয় করতে হবে। ভীতু ব্যাক্তিরা ফরেক্স এ আসলে কিছু করতে পারবেন না। কারন ভয় করে যদি ট্রেডি না করে থাওলে কিভাবে কি হবে।