-
ফরেক্স ম্রকেটে ট্রেড করলে যে সব ট্রেডে লাভ হবে তা না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবে আর লস হতে পারে তাই বলে লস করলে কোন ভাবে মন খারাপ করা যাবে না কারন দেখতে হবে যে কেন লস হোল আর লস হয়ার কারন কি কিভাবে লস করাল এই লস আর জেন না হয় সেই বিসয়টা মনে রাখতে হবে জেন অই ভাবে আর ট্রেড না করা হয়।
-
আমার কাছে সব সময় যে জিনিসটা মনে হয় তা হল ফরেক্সে লস হলে কখনই আমাদের ভেঙ্গে পরা উচিত না কারন আপনি নিশ্চই অবগত আছেন যে ব্যাবসায়ে লাভ এবং লস একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্কযুক্ত । সেই কারনে ফরেক্সে লসের পরে আমাদের সকলেরই উচিত লসের প্রকৃত কারন খুজে বের করা এবং ভূল থেকে শিক্ষা গ্রহন করা।
-
ফরেক্স মার্কেটে লস হয়াটা একদম সাবাবিক। ফরেক্স ট্রেড করে যদি আপনার লস হয় তাহলে লস দেখে মাথা না গামিয়ে ধ্যের্য্য ধরে চুপচাপ বসে থাকেন দেখবেন আপনার লস কঠিয়ে উঠতে পারবেন। তবে একাউন্টে ভাল ব্যলেন্স থাকতে হবে।
-
আপনি অনেক ভালো করেন বলে মনে করি। কেননা ফরেক্স মার্কেটে লস হবে স্বাভাবিকভাবেই। আর লস হলে রেগে না গিয়ে ঠান্ডামাথায় ট্রেডে মনযোগ দিতে হবে।বিশেষ করে যথন লস হবে তথন দ্রুতই প্রফিট না করে আগে লসের কারন অনুসন্ধান করে সমাধান বের করার চেষ্টা করতে হবে।
-
লস হলে আমাদের যা করণীয় তা নিম্নে দেয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(২) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৩) লস হল কেন তার কারণ খুজে বের করে সমাধান করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করার পাশাপাশি লস হবে এটাই স্বাভাবিক তবেভেঙ্গে পড়লে চলবে না। ট্রেড যদি আপনার প্রতিকূলে যায় তাহলে তারাতারি সেই লস রিকভারী দিতে গিয়ে আবার লসের সম্মুখীন না হয়ে পরবর্তীতে তা রিকভারী দেওয়ার চেষ্টা করুন।
-
লস ব্যবসার একটা প্রধান গুন । লস না হলে যে কোন পেশায় ভূল সংশোধন করা যায় না । যখন লস হবে পরে যখন বুঝতে পারবেন লস কেন হল তা খুজে বের করতে হবে । এখানে ভূল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।
-
ফরেক্সে লস হবে এটা খুবই কমন। ফরেক্সে লস করেনি এমন কোনো ট্রেডার নেই।। তাই ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই লস থেকে সিখতে হবে।। কারন লস থেকে সিখতে হলে অবশ্যই ফরেক্স স্টাডি করতে হবে।। লস করার কারন গুলী লিখে রাখতে হবে।।।
-
ফরেক্স মার্কেটে লস হয়াটা একধম স্বাভাবিক। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে। তাহলে দেখবেন আপনার খুব কম লস হচ্ছে।
-
আমি মনে করি লস হলে আমাদের কে ফরেক্স মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। তখন আমাদের কে আবার ডেমো ট্রেড করে দেখতে হবে কেন লস হল কি আমার ভুলের কারনে না মার্কেট ব্রেক আউট করল। তাই আমাদের লস হলে মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে।
-
ব্যবসার মধ্য লাভ লস বিষয়টা একটা অত্যন্ত মৈলিক ব্যাপার । আমরা যত বেশি লাভের আশা করি না কেন লাভের জন্য আমাদের যথার্থ ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করতে না পারলে তা উল্টা লস বয়ে নিয়ে অাসবে । তাই আমি মনে করি যে আমাদেরকে লস হলে সর্বপ্রথম নিজের মধ্য ধৈর্য্য নিয়ে আসতে হবে । যত বেশি ধৈর্য্যশীল হওয়া যাবে তত বেশি আমরা লাভবান হতে পারব । তবে পরিশ্রমও সমান তালে করতে হবে ।
-
আমরা প্রায় প্রত্যেকেই জানি একটা ব্যবসা করতে গেলে লস থাকবে এবং এটা ব্যবসায়ের বৈশিষ্ট । ফরেক্স ব্যবসায় লস অন্য ব্যবসার চেয়ে একটু বেশি হয়ে থাকে এবং এটা এক কথায় স্বিকার করতে হবে । ফরেক্স ব্যবসায় লস করা মানেই যে সব কিছু শেষ তা কিন্ত নয় । কারণ কয়েকটা লস আপনার প্রফেশনাল স্কিলকে নির্ধারণ করতে পারেনা । লস করবেন এবং সেখান থেকে কিছু শিখবেন , এটাই হল ব্যবসার নিয়ম । কিন্ত আমাদের অভ্যস হল লস করার পর যে কারণে লস করি সে কারণটা পুণরায় আবারো করি । অর্থ্যাৎ ভুল থেকে শিক্ষা নিতে পারিনা । তাই ফরেক্সে লস করলে সেটা ভুলে যান এবং মানষিক চাপ নিবেন না । ভুলের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকুন ।
-
ফরেক্সে লাভ-লস সাধারন ব্যাপার। আমি মনে করি লস হলে ট্রেডটি পুনারায় পর্যালোচনা করে খুজে বের করা কোথায় ভুল ত্রুটি ছিল এবং ভবিষ্যতে যেন তার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা। এছাড়াও লস হলে হতাশ না হয়ে পরবর্তী ট্রেডকে সফল করার পরিকল্পনায় নিজেকে নিয়োজিত করা উচিত। লসের ক্ষেত্রে মানুষ হিসেবে আমাদের ইমোশন খুব বেশি কাজ করে যা নিয়ন্ত্রন করার চেষ্টা করাও জরুরী।
-
লস হলে তখন লস পুরনের জন্ন পুনরায় বুল ট্রেড দেয়া যাবে না । লসের কারন খুজে বের করে বুঝে তার পঅরে আবার ট্রেড দিতে হবে অনউমানে ট্রেড দেয়া যাবে না ।তাহলে আবার লস হবে ।
-
ফরেক্স মারকেটে কখনি শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না যে মারকেট উরধগতি না নিন্ম গতি । তবে বিভিন্ন এনালাইসেস করে খুব কাছাকাছি একটা অবস্থানে যাওয়া যাতে লস হলেও অভারল প্রফিটে থাকবে ।
-
আমি কয়েকদিন স্কাল্পিং করে বেশ কিছু প্রফিট করে ছিলাম । কিন্তু আজ আমার সব প্রফিট চলে গেছে । তাতে আমার ধারনা হলো যে পাতি দিন ট্রেড দিতে গিয়ে স্কাল্পিং এর পথ বেছে নেয়া উচিত নয় তাতে হিতে বিপরীত হতে পারে । দরকার হলে ১/২ দিন পরে হলেও মারকেট অনেকুলে আসলেই ট্রেড দেয়া উচিত ।
-
লাভ লস ফরেক্স মার্কেট এর একটা অংশ। তাই লস হলে এটা নিয়ে এত বেশী দুশ্চিন্তা করার কোন মানে নেই। আমি সাধারনত আমার কোন ট্রেড লস এ গেলে আমি আপতত ট্রেড বন্ধ রাখি এবং আমার লস এর পেছনে কারন টা বের করার চেষ্টা চালাই। এরপর আবার নিজের ভুল থেকে শুধরে সঠিক স্টেপ টা গ্রহন করি।
-
যদি ১টা ট্রেড এ লস হয় থাওলে প্রথমে এর কারন খুজি আমি। তারপর সেই ভুল কি কারনে আমার লস হল আমি তা খুজে বের করি। আর লস হল হলে যদি তার কারন খুজে না পাই থাওলে আমরা সারা জীবন লস খেয়ে যাব। তাই ভুল্ গুলো শুধরে নিতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আপনি লস করলেই শিখতে পারবেন । সেই জন্য আপনাকে ধৈর্যশীল হয়ে ফরেক্স ট্রেডিং ভালো করে অনুশীলন করতে হবে । আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ বার বার লস করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শেখার এখনো কিছু বাকি আছে । তাই আপনাকে আবার ডেমো অ্যাকাউন্ট এ ফিরে আসতে হবে । এবং কি কারনে লস হচ্ছে তা খুজে বের করে সংশোধন করতে হবে । সব সমস্যা ঠিক হয়ে গেলে যদি মনে করেন এখন আপনি রিয়েল অ্যাকাউন্ট থেকে লাভ করতে পারবেন তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্ট এ আবার ট্রেড শুরু করতে পারেন ।
-
ফরেক্স হচ্ছে জীবন বদলানোর বিনিয়োগ বাজার । এখানে বিনিয়োগের মাদ্ধমে আমরা আমাদের জীবন বদলাতে বা উন্নত করতে পারি । ফরেক্স যেহেতো একটি ব্যবসা তাই এখানে লাভ ও লোকসান উভয় ই আছে । লাভ করার আশায় ঝুঁকি নিয়ে মূলধন বিনিয়োগ করার নাম ই হচ্ছে ব্যবসা । তাই এখানে লাভ এর পাশাপাশি লস ও থাকবে । আমরা ফরেক্স এ লস কমাতে চাইলে আমাদের ঝুঁকি নেয়ার দিক তা একটু ভালো মতো পর্যালোচনা করে নিতে হবে । লোভ পরিহার করতে হবে ।
-
ফরেক্স ব্যবসায় লস অন্য ব্যবসার চেয়ে একটু বেশি হয়ে থাকে এবং এটা এক কথায় স্বিকার করতে হবে । ফরেক্স ব্যবসায় লস করা মানেই যে সব কিছু শেষ তা কিন্ত নয় । কারণ কয়েকটা লস আপনার প্রফেশনাল স্কিলকে নির্ধারণ করতে পারেনা । লস করবেন এবং সেখান থেকে কিছু শিখবেন , এটাই হল ব্যবসার নিয়ম । কিন্ত আমাদের অভ্যস হল লস করার পর যে কারণে লস করি সে কারণটা পুণরায় আবারো করি ।
-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
-
আমরা অনেক সময়ি না বুঝে না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে শুরু করি আর এই জন্য বেশীর ভাগ সময় লস করে ফেলি আবার মাঝে মাঝে একাউন্ট জিরো করে ফেলি তখন খুব মন খারাব হয় এবং কস্ট লাগে , কিন্ত আমি থমে থাকি না আমি কিসুদিন ট্রেড বন্ধ রাখি তারপর আবার ট্রেড শুরু করি ধীরে ধীরে এবং আমার মতে এটাই কোরা উচিত ।
-
লস ব্যবসারই একটি অংশ লস না করলে আপনি ব্যবসা শিখতে পারবেন না । লস করার পর মনোবল হারানো যাবে না । আপনি কি কারনে লস করছেন কারনটা খুজে বের করতে হবে । লস না করার জন্য প্রচুর পরিমানে স্ডাডি করতে হবে ফরেক্সের উপর ।
-
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
প্রতিটা ব্যবসায়ে লাভ লস আছে , লাভ লস ছাড়া কোন ব্যবসা হয় না সেটা কম হোক বা বেশি । তেমনি ফরেক্সে ও লাভ লস আছে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ধারনা থাকতে হবে । বুঝে ফরেক্সে ট্রেড করতে হবে । ফরেক্সে অনেক সময় লস হয়ে থাকে । তবে লসের কারন হলো ফরেক্সে লোভ করা । ফরেক্সে লোভ করা যাবে না । ফরেক্সে লস হলে ফরেক্স থেকে শিক্ষা নিতে হবে যে যেন পরবর্তিতে এই লস আর না হয় । ফরেক্সের ভুল খুজে তার থেকে সমাধান করাই হলো লসের পরবর্তনীয় বা করনীয় ।
-
লস হলে প্রধান কাজ ধৈর্য্য ধরা এবং পরবর্তী করনীয় সেট আপ করা । লস আপনাকে লাভ করতে সহায়তা করবে । লস করার কারনটা খুজে বের করুন এবং পরবর্তী ট্রেডিংয়ে কাজে লাগান । লস হলে ভেঙে পড়ার কিছু নেই ডেমো ট্রেড করুন তারপর আবার রিয়েল ট্রেডিংয়ে পিরে আসুন ।
-
সকল ব্যবসায় লাভ লস থাকবে আর ফরেক্স ব্যবসায় তো আবশ্যয় লস থাকবে । এখানে লস হলে আমার যেটা মনে হয় সেটা হলো লসের মুল কারন অনু্সন্ধান করতে হবে এবং দুরবল সে যায়গার উন্নিতি করতে হবে। এবং পুনরায় ডেমোতে বেশি বেশি ট্রেড করতে হবে তারপর রিয়েল মার্কেট এ ট্রেড করতে হবে।
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
-
লাভ লস হল ব্যবসার মৈলিক জিনিস । আসলে আমরা সবসময় লাভের প্রত্যশা করি সবাই । আর লাভের প্রত্যশা করার কারণেই আমরা লসকে মেনে নিতে পারি না । আর সবাই ব্যবসা করে লাভবান হওয়ার জন্য । তবে আমরা নিজেদের অদক্ষতা কিংবা মার্কেটের প্রতিকুলতার কারণে লস করতে পারি । লসের সময় যেটা করা যায় তা হল ওই দিনের মত আর ট্রেড না করা এবং পরবর্তীতে লসকৃত ট্রেডকে গভীরভাবে বিশ্লেষণ করে ভুল থেকে শিক্ষা নেওয়া ।
-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ