এই সম্পর্কে আমি সঠিক বলতে পারি না। তবে পোস্টিং করার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, পোষ্টটি যাতে মানসম্মত হয়। আপনি যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং নিজের খামখেয়ালী প্রশ্ন করে থাকেন তাহলে এ্যাডমিন আপনার একাউন্ট বাদ করে দিতে পারে।
Printable View
এই সম্পর্কে আমি সঠিক বলতে পারি না। তবে পোস্টিং করার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, পোষ্টটি যাতে মানসম্মত হয়। আপনি যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং নিজের খামখেয়ালী প্রশ্ন করে থাকেন তাহলে এ্যাডমিন আপনার একাউন্ট বাদ করে দিতে পারে।
একটি থ্রেডে একটি প্রশ্ন আর একটির প্রশ্নের বিপরীতে আপনি একটি মানসম্মত উওর দিতে পারেন।
ফোরাম সম্পর্কে আমি যত টুকু জানি ফোরাম এ আপনি আপনার মত করে পোস্টিং করতে পারবেন।তবে হ্যাঁ তা হতে হবে মানসম্মত।আপনি যদি ভুলবাল পোস্টিং করেন তাহলে ফরেক্স ট্রেডার বা যারা ফোরাম এ পোস্টিং করে তারা ভুল জানবে।তাই ফোরাম এ আপনি যদি ভলভাবে পোস্টিং করতে পারেন তাহলে আপনি আপনার মত করে পোস্টিং করতে পারবেন। আমি ফোরাম এ ১ দিনে ৫০ টার মত পোস্টিং করি।আমি ফোরাম এ পোস্টিং করার সময় অতি যত্ন সহকারে পোস্টিং করে থাকি।
আমি ফরেক্স ফোরাম এ নতুন হওয়ায় যতটুক জানি।একটি ট্রেডে একের অধিক পোষ্ট করা যাবে।তবে একই পোষ্ট বারবার করা যাবে না।অহেতুক কোন পোষ্ট ও করা যাবে না।এ ছাড়া পরিচিত সিনিয়র মেম্বরদের কাছ থেকে পোষ্ট করার বিষয় ভাল ভাবে যেনে করা টায় ভাল।
একটি থ্রেড মানে তো একটি প্রশ্ন।আর একটা প্রশ্নের উত্তর তো একটাই হবে।তাই একটি থ্রেডে একটির বেশি পোস্ট না করাই ভালো।।
আমার প্রিয় ভাই, আমরা দু: খিত সেতুটি 5 ফুট কেবল একটি থ্রেডে এটি করতে পারি we আমরা যদি মানের এবং ভাল পোস্ট করি তবে আমরা এটিতে খুব ভাল হতে পারি এবং হামিদ ফরেক্স ট্রেডিংয়ে খুব সফল এবং আমরা আপনার সম্পর্ক বাড়াতে অনেক প্রচেষ্টা প্রয়োজন
আমি গত কয়েকদিন থেকেই ফোরামে পোস্ট করতে পারছি না। কোন সেকশন এর থ্রেড উন্মুক্ত হচ্ছে না আমার ব্রাউজারে। মোবাইল বা ল্যাপটপ কোনোটাতেই কোন সেকশনে ঢুকতে পারছি না। এমনটা কি আমার সাথে হচ্ছে না আপনাদের সাথেও হচ্ছে।
ভাই আমার ক্ষেত্রেও একি অবস্থা । আমার মনে হয় ফোরাম আপগ্রেশান এর কাজ চলছে । আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে । হয়তো দূরত্বই সমস্যাটা ঠিক হয়ে যাবে ।
ধন্যবাদ
একটি থ্রেডে একটি পোসট করার সুযোগ এতে আপিনি বনাস পাবেেন । একের অধিক পোস্ট করলে বনাস পা্বেন না । দেখে তাকবেন যেথ্রেডের উপ্অর আপনি পোস্ট করলেন সেখানে একটি সবুজ রং এর টিক চিহ্ন পড়ে যায় তার মানে এটার উপর পোস্ট করা হয়ে গেছে ।একটি থ্রেডে একটি পোসট করার সুযোগ এতে আপিনি বনাস পাবেেন । একের অধিক পোস্ট করলে বনাস পা্বেন না । দেখে তাকবেন যেথ্রেডের উপ্অর আপনি পোস্ট করলেন সেখানে একটি সবুজ রং এর টিক চিহ্ন পড়ে যায় তার মানে এটার উপর পোস্ট করা হয়ে গেছে ।
নিশ্চিত নয়, তবে আমি মনে করি আপনি যদি কোনও ফোরাম পোস্ট করে বোনাস পান তবে আপনি বিষয়টিতে পোস্ট করতে পারেন। কোনও থ্রেডের দুটি পোস্ট থাকলে আমি মনে করি পোস্টটি বাতিল হয়ে যাবে।
আমি যতটুকু জানি একটা থ্রেডে একটা প্রশ্ন করা যায় একটা উত্তর দেওয়া যায় এবং কেই যদি কোন কিছু জানতে চাই তাহলে আপনার একাদিক উত্তর দিতে পারেন সব উত্তর বিন্ন বিন্ন হতে হবে কারন এক রকম উত্তর দিলে সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তাই এইভাবে একাদিক উত্তর দেওয়া যায়।
সাধারণ নিয়ম অনুযায়ী আপনি একটি ট্রেডে একটিমাত্র পোস্ট বা মন্তব্য করতে পারবেন। প্রথমত, প্রকৃত থ্রেড ওপেনকারী যে বিষয়টি জানতে চেয়েছেন অথবা বিশ্লেষণ করেছেন সেই বিষয়ের উপর আপনার উত্তর অথবা মতামত ব্যক্ত করতে পারবেন। তবে আপনি ঐ থ্রেডের মধ্যে অন্য কোন সদস্য যদি ভিন্ন কোনো বিষয় নিয়ে জানতে চান অথবা সে যে বিষয়টি তুলে ধরেছে সে বিষয়টি কতটা যৌক্তিক এবং সত্য সেটা রিপ্লাই দেয়ার জন্য আপনি তার কমেন্ট কোট করে রিপ্লাই দিতে পারবেন। এভাবে আপনি একাধিক সদস্যের পোস্ট কোট করে রিপ্লাই দিতে পারবেন। তাছাড়াও এনালাইসিস মুলক ট্রেড এর ক্ষেত্রে আপনি যতখুশি পোস্ট বা মন্তব্য করতে পারবেন তাতে কারো কোনো সমস্যা হবেনা। আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি।