আমার জানামতে, ডিপোজিট বোনাস আর ফোরাম পোস্টিং বোনাস সম্পূর্ন আলাদা ব্যাপার। অনেক ব্রোকারেই নির্দিস্ট লট এর টার্গেট পূরন করতে পারলেই ডিপোজিটের সাথে সাথে বোনাস উঠানো যায়। কিন্তু ফোরাম পোস্টিং বোনাস কখনোই উঠানো যাবে না। এই বোনাস থেকে আপনি ট্রেড করে যা লাভ করবেন তা আপনার। আপনি ইচ্ছে করলে যে কোন সময়ই আপনার ট্রেড কৃত লাভ তুলে নিতে পারবেন। কিন্তু তাতে বোনাসের কোন ক্ষতি হবে না। বোনাস আপনার এ্যাকাউন্টেই থেকে যাবে। তবে বোনাস কখনোই তোলা যাবে না।