-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে খবুই ধৈর্যশীলদের একজন হতে হবে। ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে ট্রেড করতে হবে। নতুরা অবশ্যই শিক্ষার জন্য ডেমো একাউন্টে প্রাকটিস করে নিজেদের অভিজ্ঞতা বাড়াতে হবে। মার্কেট এনালাইসিসি করা বুঝতে হবে। ফরেক্স মার্কেটে টিক থাকতে পারলেই ধাপে ধাপে সফলতা অর্জন করা যাবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে যেমন রিয়েল ট্রেড করার সময় বেশি লোভ করা যাবে না , ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে জেনে নিতে হবে ।
ট্রেড ওপেন করার আগে এনালাইসিস করতে ভাল করে ,প্রচুর ধৈর্য ধারন করতে হবে। বেশি লডের ট্রেড করা যাবে না ।
-
ফরেক্স টিকে থাকাটাই সবচেয়ে বড় ও প্রধান চ্যালেন্জ যে কোন ট্রেডারের জন্য । কারণ সবাই ফরেক্স মার্কেটে ট্রেডার হয়ে আসলে বেশির ভাগ ট্রেডার দীর্ঘ সময় ধরে এই মার্কেটে টিকে থাকতে পারে না । কারণ টিকে থাকটা শুধু নির্ভর করে একজন ট্রেডার কিভাবে তার একাউন্টকে অথবা তার ট্রেডকে পরিচালিত করছে । আর টিকে থাকার চ্যলেন্জ মোকাবেলার জন্য দরকার দক্ষতা । যদি ভালো ট্রেডিং দক্ষতা থাকে তবে একজন ট্রেডার অনেক লাভবান হবেন ।
-
ফরেক্স মার্কেটে প্রথম ৩-৪ বছর মুনাফা করার চিন্তা বাদ দেওয়ায় বুদ্ধিমানের কাজ । কেননা ঐ সময়টাতে মার্কেটে টিকে থাকায় হলো সবথেকে বড় ব্যাপার । কেননা এই সময় লস করার সম্ভাবনা থাকে । আমাদের টেডিং দক্ষতা কম থাকে । রিয়ালে করার সাইকোলজি ডেভোলপ করতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ আপনি বিভিন্নভাবে টিকে থাকতে হবে.যেমন টিকে থাকার জন্য আপনার দকার অভিজ্ঞতা যা আপনি ডেমো ট্রেডিং করার মাধ্যমে অর্জন করতে পারবেন.মার্কেট বোঝার জন্য মার্কেট এনালাইসিস করুন.মার্কেট বুঝে ট্রেড বাই/সেল করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন করুন ইমোশন,লোভ কে পাশে রেখে ধর্য দিয়ে এগিয়ে যেতে হবে.
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে । আপনি যদি নিয়ম এর বাহিরে ফরেক্স ট্রেডিং করেন তাহলে আপনি এই মার্কেট এ টিকে থাকতে পারবেন না । প্রথম এ আপনাকে ডেমো ট্রেডিং করে নিজেকে রিয়েল ট্রেডিং করার জন্য দক্ষ করে তুলতে হবে । প্রতিটি ট্রেড এন্ট্রি নেয়ার সময় আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । একটি ট্রেড এ লস হয়ে গেলে কোন এনালাইসিস ছাড়া ওভার ট্রেডিং করা যাবে না । ট্রেডিং করার সময় ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি খুবি সুন্দর বর্ণনা দিয়েছেন।আসলে এই অনুযায়ী যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তা হলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার পাশাপাশি সফল হতে পারবো।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া ট্রেড করে আয় করা অনেক কষ্ট।ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে হলে আমাদের কে আমাদের কিছু খারাফ দুর করতে হবে।যেমন-আমাদের কে আমাদের লোভ কন্ট্রোল করতে হবে।বেসি বেসি ট্রেড করা যাবে না।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার প্রথম নিয়ম হলো লোভ সালিয়ে ট্রেড করা । আপনি যদি লোভ বাদ দিয়ে ট্রেড করতে পারেন তাহলে আজ হোক কাল হোক আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট করবেন ই । তবে সেটা আমাদের অনেকের মদ্যেই কাজ করেনা । অতি দ্রুত প্রফিট করতে চাই ।
-
ফরেক্স মার্কেট সম্পূর্ণ আলাদা ও চেলেঞ্জিং একটি মার্কেট। এই মার্কেট অনেক বেশি প্রফিটেবল। বর্তমান সময়ে এই বিজনেসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই এই মার্কেটে আগ্রহী ট্রেডারের সংখ্যা দিন দিন বাড়ছে। ফরেক্স মার্কেটে আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে আগে এই মার্কেটে টিকে থাকতে হবে। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করা শিখতে হবে। লব পরিহার করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে তিকেনিম্নের বিষয় গুলু মেনে চলতে হবে ।ঃ
# প্রথম যেটি প্রয়োজন তা হল ধৈয
# মার্কেট বুঝে তারপর ট্রেড করতে হবে
# মার্কেট নিয়ে গবেষণা করতে হবে
# টেক প্রফিত এবং স্টপ লস দিতে হবে
এ ছাড়া আর অনেক বিষয় আছে যা আপনাকে মেনে চলতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের অনেক নিয়ম কানুন আছে কারন ফরেক্স ও অন্য ব্যবসার মত কিছু নিয়ম আছে যা অবশ্যই মেনে চলতে হেবে।। বেশি বেশি ডেমো ট্রেড করে একটি নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি বের করতে হবে ও আপনার মত করে ট্রেডিং সৃজাতে হবে।।।।।।।
-
হ্যা, আপনি যে নিয়মগুলো অনুসরন করারর কথা বলেঝেন সেগুলো অনেক ভালো কথা বলেছেন বলে আমি মনে করি। ফরেক্সে টিকে থাকার জন্য উক্ত নিয়মগুলো খুবই কার্যকরি বলে আমি মনে করি।তাই সকল ট্রেডারের উচিত উক্ত নিয়মগুলোর সাথে স্বাভাবিকভাবেই ট্রেড করে যাওয়ার চিন্তা করারকরার।তাহলে ফরেক্সে টিকে থাকা সম্ভব বলে মনে করি।
-
আমার মতে,ফরেক্স মার্কেট টিকে থাকার জন্য আপনাকে অনেক জ্ঞান এবং অবিজ্ঞতা লাভ করতে হবে।ফরেক্স বিজনেসে ধৈর্যশীল হতে হবে।ফরেক্স মার্কেট লোভ থেকে বিরত থাকতে হবে।মার্কেট রিসেসটেন্ট লেভেল এবং সাপোর্ট লেভেল সঠিক ভাবে নির্ধারণ করতে হবে।ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।তাহলে আপনে ফরেক্স মার্কেট টিকে থাকতে পারবেন বলে আমার মনে হয়।
-
মনোযোগ কাজ করতে হবে।ধরজ ধারন করতে হবে।সমও মত কাজ ক অরত এহবে
-
আমার মতে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স করার কৌশলগুলো আয়ত্ব করতে হবে।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ধৈর্য ধারণ করতে হবে।মার্কেটের মুভমেন্ট কথন উঠানামা করতে তা বুঝতে হবে ও এনালাইসিস বুঝে ট্রেড করতে হবে ।তাহলে ব্যবসায়ে টিকে থাকা সম্ভব ।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম অনুসরণ করে আগাতে হবে। মানে বেশ কিছু জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। যেমন আপনাকে প্রচুর ধৈয্যশীল হতে হবে, প্রচুর পরিশ্রমি হতে হবে, লোভকে নিয়ন্ত্রন এ রাখতে হবে, ফরেক্সে প্রচুর দক্ষ হতে হবে মানে ফরেক্স এর উপর প্রচুর পড়াশুনা করতে হবে,এনালাইসিস করে ট্রেড করতে হবে। তাহলেই ফরেক্সে টিকে থাকা সম্ভব।
-
ফরেক্স মার্কেট এ আপনি তিকে থাকতে চাইলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যাহা চারা আপনি লস করতে পারেন আপানর কাজের সময় । যেমন আপনি কাজ করার সময় লোভ করতে পারবেন না। ডেমো ট্রেড করে আপনাকে অভিজ্ঞতা অর্জন করে রিয়াল ট্রেড করতে হবে । ভিবিন্ন ব্রোকার সমপরকে জানতে হবে। কারেঞ্চি সম্পর্কে জানতে হবে। মার্কেট এর মভেমেন্ট সম্পর্কে জানতে হবে।
-
ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করার সময় বেসি লোভ করা যাবে না।ট্রেড শুরু করার আগে আমাদের কে ফরেক্স মার্কেট কে নিয়ে এনালাইসিস করে ট্রেড করতে হবে।মানি ম্যানেজমেন্ট মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।ট্রেড করার করার সময় অনন্যার এনালাইসিস কে অনুস্মরণ না করে নিজের এনালাইসিস কে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে।তাহলেই আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবো।
-
আমি বলব অন্য সব ব্যাবসার মত ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে আমাদের টিকে থাকা সম্ভব হবে।আগে আমাদের ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে তারপর কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করতে হবে।রিয়েল ট্রেড করার সময় লোভ পরিত্যাগ করতে হবে।মার্কেট ভাল করে এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে।তাই আমারা এইসব নিতি কে ফলো করতে পারি।তাহলে আমাদের মার্কেটে টিকে থাকা সহজ হবে।
-
মার্কেটে টিকে থাকতে হলে আগে আপনার মাইন্ড সেট করতে হবে যে আপনি আগে মার্কেত সম্পর্কে জানতে এসেছেন টাকা আয় করতে না।ক্রন প্রথমে সব নতুনেরা টাকা আয় করার ধান্দা করে আর একাউন্ট ০ করে তাই আমাদের আগে মার্কেট সম্পর্কে ভাল ভাবে জানতে হবে তারপর আয়ের কথা ভাবতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার কিছু ধারনা ১. ফরেক্স সম্পর্কে চর্চা করে জ্ঞান অর্জন করতে হবে ২.লোভকে ত্যাগ করতে হবে ৩.ধর্য়ে্র প্রতিক হতে হবে
৪.কয়েক মাস ডেমো ট্রেড করতে হবে ৫.ট্রেড করার সময় মানিম্যানেজম্যান্ট রক্ষা করতে হবে ৬.মার্কেট এনালাইস ও সিগন্যাল বুঝে ট্রেড করতে হবে
৬.বেশি ট্রেড করা যাবেনা ইত্যাদি।
-
ফরেক্স মার্কেটে সফলতার সহিত টিকে থাকতে হলে বেশ কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে তা না হলে ফরেক্স মার্কেটে টিকে থেকে ট্রেড পরিচালনা করা অনেক কঠিন হয়ে দাড়াবে। প্রথমত রিয়েল ট্রেডিংয়ে প্রবেশের আগে ভালমত ডেমো ট্রেডিং করতে হবে, নির্দিষ্ট একটি ট্রেডিং স্ট্রাটেজির ব্যবহার করে ও স্ট্রাটোজর যাবতীয় নিয়ম মেনে ট্রেড পরিচালনা করতে হবে, ওভার ট্রেডিং ও ইমোশনাল ট্রেডিং থেকে বিরত থাকতে হবে,মানিম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেড করতে হবে এবং ধৈর্য ধারন করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে কিছু নিয়ম নেমে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট এ ভাল লাভ করতে পারবেন যারা ফরেক্স মার্কেট এর সফল ট্রেডার তারা তাদের নিয়ম গুল খুব কঠোর ভাবে পালন করে তার কারন এ তারা আজ সফল ট্রেডার আপনি যদি আপনি ট্রেড এর নিয়ম কঠোর ভাবে পালন করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এর সফল ট্রেডার হতে পারবেন তাই আপনি ট্রেডইং এর নিয়ম তৈরি করে কাজ করেন লাভ করতে পারবেন অনেক
-
খুব ভাল মন্তব্য করেছেন। নতুনদের জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি আলোচনা। আমার মতে এক বছর প্রাক্টিস সময়টা যতেষ্ট নয়। যদি সম্ভব হয় তবে আরো বেশি সময় নিয়ে ডেমো প্রাক্টিস উত্তম। সফলতার জন্য অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিজ্ঞতা অর্জন ব্যতিত এই পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা খুব কঠিন হয়।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম অনুসরণ করে আগাতে হবে। মানে বেশ কিছু জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। যেমন আপনাকে প্রচুর ধৈয্যশীল হতে হবে, প্রচুর পরিশ্রমি হতে হবে, লোভকে নিয়ন্ত্রন এ রাখতে হবে, ফরেক্সে প্রচুর দক্ষ হতে হবে মানে ফরেক্স এর উপর প্রচুর পড়াশুনা করতে হবে,এনালাইসিস করে ট্রেড করতে হবে। তাহলেই ফরেক্সে টিকে থাকা সম্ভব।
-
লোভ যেমন মানুষকে ধব্বঃস করে দিতে পারে। সুতরাং আমি বলব যে, আপনি হয়তো প্রফিটে আছেন দেখা যাবে লোভের কারনে আপনার আরো দরকারে আরো একটি ট্রেড ওপেন করে বসলেন তাতে কি হবে ফলাফল খারাপ, সুতরাং লস হোক বা লাভ হোক লোভ আর ওভার ট্রেড বন্ধ করতে পারলেই সাফল্য।
-
আমরা জানি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অনেক নিয়ম কানুন আছে কারন ফরেক্স ও অন্য ব্যবসার মত একটি সম্মানজনক ব্যবসা।যেমন ফরেক্স ব্যবসা নিয়ম গুলো হল ডেম একাউন্তে বেশি বেশি প্রাক্টিচ করা,এনালাইসিস করতে পারা মনোযোগ সহকারে কাজ করা ,ব্যবসাকে ভালবাসা ,রিয়াল একাউন্তে ট্রেড করার পুরবে ভাল করে আয়ত্ত করা এবং ভেবে চিনতে ট্রেড কার ইত্যাদি।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। যে যত বেশি ধৈর্য ধারন করতে পারবে সে তত বেশি সফল হতে পারেব। কারন ফরেক্স মার্কেটে ধৈর্যের কোন বিকল্প নেই। ওভার ট্রেডিং করা যাবে না। অনেক সময় নিয়ে ডেমো প্রাক্টিস করতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷বেসিক শিখতেই ৬ মাস যাবে৷ট্রেডিং স্ট্রেট্যাজী কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে মাত্র ১ বছর৷তারপর আরোও ১ বছর রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবে৷ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই রিয়েল ট্রেডিংএ টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷
-
ফরেক্স মার্কটে টিকে থাকাটাই সব আর এখানে টিকে থাকার জন্য আপনার দকার অভিজ্ঞতা যা আপনি ডেমো ট্রেডিং করার মাধ্যমে অর্জন করতে পারবেন.মার্কেট বোঝার জন্য মার্কেট এনালাইসিস করুন.মার্কেট বুঝে ট্রেড বাই/সেল করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন করুন ইমোশন,লোভ কে পাশে রেখে ধর্য দিয়ে এগিয়ে যেতে হবে.
-
ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই প্রতিকূলতার সাথে যুদ্ধ করা । অামরা লোভ কমিয়ে তারপর অাস্তে অাস্তে ধৈর্য্যের সহিত কাজ করব এবং প্রতিকূলতার সাথে যুদ্ধ করে অামরা টিকে থাকার চেষ্টা করব । অামরা অামাদের কার্য হাসিল করার চেষ্টা করব যাতে করে অামরা সমস্যা সমাধান করতে পারি ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই প্রতিকূলতার সাথে যুদ্ধ করা । অামরা লোভ কমিয়ে তারপর অাস্তে অাস্তে ধৈর্য্যের সহিত কাজ করব এবং প্রতিকূলতার সাথে যুদ্ধ করে অামরা টিকে থাকার চেষ্টা করব । অামরা এ্যানালাইসিস ছাড়ব না । অামরা টিকে থাকার মতই কাজ করব ।
-
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের একজন আমি । চেস্টা করতেছি ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য । ডেমোতে প্রাকটিস করতেছি এবং মার্কেট প্রচুর এনালাইসিস করতেছি । টিকে থাকার অন্যতম মাধ্যম হলো লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন করতে হবে । রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করতে হবে । তাহলেই আপনি আমি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবো ।
-
আপনার সবগুলো উপদেশই ভাল লাগল তবে এক বছর ডেমো করতে হবে এই বিষয়ের সাথে আমি একমত নই । মার্কেট মুভমেন্ট বুঝতে হলে ২ থেকে ৩ মাস ডেমো করলেই যথেষ্ট । আর একটা কথা মনে রাখতে হবে এই মার্কেটে যেকোন সময় যেকোনকিছুই ঘটতে পারে ।
-
ফরেক্স ব্যবসা আসলেই অনেক কঠিন একটা ব্যবসা তাই ফরেক্স মার্কেটে টিকে থাকা নিয়ম অনেক রয়েছে যেমন, লোভ না করে ছোট ছোট লটে ট্রেড করতে হবে, বড় এমাউন্ট ইনভেষ্ট করতে হবে, অনেক ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, অনেক এনালাইসিস করে ট্রেড করতে হবে, ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে । এই সব নিয়ম না মানলে কোন ভাবে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না । এই সব হল ফরেক্স মার্কেটে টিকে থাকা আসল নিয়ম ।
-
অনেক সময় দেখা যায় মার্কেট এ প্রফিট করার চেয়ে টিকিয়া থাকাটাই বড় কথা। আমরা শুধু প্রফিট না করে লং টার্ম যদি মার্কেট এ টিকে থাকতে পারি তাহলে আমরা পরবর্তীতে অব্যশোই মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আস্তে পারব।
-
ফরেক্স এ টিক থাকতে হলে নিজের ইচ্ছাশক্তিওই যথেষ্ট। কেননা আমরা যদি নিজদের কন্ট্রোল করে নিতে পারি তাহলে আমরা সহজে লস করব না। কিন্তু আমরা যদি নিজেদের ওভার ট্রেড মানি মেনেমেন্ট মানা ইতায়দি যদি ঠিক ভাবে করতে পারি থাওলে হপ্যতো ফরেক্স এ লস কমানো যাবে।
-
ফরেক্সে টিকে থাকা সহজ কোন ব্যাপার নয় । বরং প্রতি মুহুর্তে অনেক বেশি ধৈর্য্য ধরেই ফরেক্সে টিকে থাকতে হয় । ফরেক্সে টিকে থাকার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হলো ধৈর্য্য ধরে রাখা এবং নিয়মিত ডেমোতে প্রেকটিস বজায় রাখা । আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে অনেক বেশি পরিমাণে ফরেক্স নিয়ে গবেষণা করতে হবে এভং এনালাইসিসে দক্ষতা অর্জন করতে হবে । এভাবেই ফরেক্স এগিয়ে যাওয়া যাবে ।
-
আমরা জানি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অনেক নিয়ম কানুন আছে কারন ফরেক্স ও অন্য ব্যবসার মত একটি সম্মানজনক ব্যবসা।যেমন ফরেক্স ব্যবসা নিয়ম গুলো হল ডেম একাউন্তে বেশি বেশি প্রাক্টিচ করা,এনালাইসিস করতে পারা মনোযোগ সহকারে কাজ করা ,ব্যবসাকে ভালবাসা ,রিয়াল একাউন্তে ট্রেড করার পুরবে ভাল করে আয়ত্ত করা এবং ভেবে চিনতে ট্রেড কার ইত্যাদি।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য অনেকএই অনেক নিয়ম মেনে থাকেন। কিন্তু অনেক ট্রেডার তা সংরক্ষন করতে পারেন না বিধায় ফরেক্স থেকে দ্রুত বিদায় নিতে হয়। ফরেক্স থেকে বিদায় তারা নেয় যারা নিয়ম ভং করে। নিয়ম এর বাইরে যারা তারা একাউন্ট জি্রো করে ফেলে।