আসলে আমাদের সবারই শুরুটা খুব ভাল। আমরা খুব ভাল করেই ওপেন করতে পারি। তাই ক্লোজটাও ভাল হবে। বর্তমানে অনেক ট্রেডারই প্রফেশনালভাবে ট্রেড করছেন। তাই ফরেক্স এর ভয় এখন দিনে দিনে জয় হতে যাচ্ছে। আমাদের যা কিছু সমস্যা তা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে।
Printable View
আসলে আমাদের সবারই শুরুটা খুব ভাল। আমরা খুব ভাল করেই ওপেন করতে পারি। তাই ক্লোজটাও ভাল হবে। বর্তমানে অনেক ট্রেডারই প্রফেশনালভাবে ট্রেড করছেন। তাই ফরেক্স এর ভয় এখন দিনে দিনে জয় হতে যাচ্ছে। আমাদের যা কিছু সমস্যা তা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে।
আপনার কথার ঠিক কোন অর্থ না বুঝলেও আমি যে বিষয়টা আপনার পোস্টের শিরোনামে দেখেছি তা হল ফরেক্সে প্রথম অবস্থায় মানুষ প্রচুর লাভ করে ! কিন্ত আমি মনে করি যে এটা হল তার উল্টা । কেননা কেউ নতুন এসে এত লাভ করে না বরং উল্টা অনেক বেশি লস করে যেটা প্রায় 95% এর মতই! তবে অনেকে হয়ত ভাগ্যর জোরে লাভ করতে পারে তবে ব্যাতিক্রম উদাহরণ নয় ।
এ ব্যাপারে আমি আপনার সাথে একমত নই কারন সকলে শুরুতে ভাল প্রফিট করে এটি ঠিক না এমন অনেকে রয়েছে যাদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা একেবারেই নেই বললে চলে ফলে ঐ অনভিজ্ঞতার কারনে তারা এখানে শুরুতেই হোচট খেয়ে ছিটকে পড়ে।
স্ট্রাটেজি ছিল হেইকেন আসি যখন সবুজ ক্যানডেল দেখাবে, তখন বাই দিব। আর যখন লাল রঙের ক্যানডেল আসবে, তখন সেল দিব। অনেক জায়গায় পড়েছিলাম মানি ম্যানেজমেন্টের গুরুত্ব। শুরতে লাভ ভাল কিন্তু লস করলে ফরেক্স থেকে আমরা সরে পরি তাই আমাদের হারলে চলবেনা।
আমরা গিয়েছিলাম রোজার সময়। তাই সাধারন আইটেমগুলোর সাথে ইফতারের আইটেমও ছিল। ছোলা-ই ছিল প্রায় ১০ রকমের। অনেকে দেখলাম ১০ রকম ছোলাই টেস্ট করে দেখছে। আবার কেউ কেউ ২-৩ রকম পিয়াজু ৪-৫টা করে নিয়ে বসে আছে। এখানে উল্লেখ্য হল, যেখানে খেতে গিয়ে আপনি আনলিমিটেড বিফ, চিকেন, চিংড়ি, বিরানি, কাবাব পাচ্ছেন, সেখানে ১০ রকম ছোলা খেয়ে পেট ভরানো হাস্যকর,,
আমার জানা মতে ফরেক্সের শুরুতে কেউ প্রফিট করতে পারে না। ফরেক্সে প্রফিট করতে হলে আপনাকে ট্রেড শিখতে হবে ভালভাবে। ট্রেড শেখার পরে ডেমোতে ট্রেড করতে হবে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য। আপনি যখন নিজেকে দক্ষ মনে করবেন তখন রিয়েল ট্রেড ওপেন করতে পারেন। রিয়েল ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড ওপেন করতে হবে।
...আর তাই তখন আপনি হয়তো USD/JPY পেয়ারে সম্ভবত ১০ সেন্টের বড় একটা লটে Buy এন্ট্রী ট্রেড করে বসলেন ! ভাবছেন-আজ যেভাবেই হোক এই ১৪$ কে ডাবল করতেই হবে৷তাহলে আপনার ডাবল+ডাবল প্রফিটের স্ট্র্যাটেজীর ধারাবাহিকতা বজায় থাকবে৷এই আশায় অধীর হয়ে মনিটরের দিকে তাকিয়ে রয়েছেন৷চোখের পাতা যেন কোনো ভাবেই নড়চড় না হয়..আর মাত্র ১ মিনিট!..আহ!! বিদ্যুৎ চলে গেল!মাথা নষ্ট!হয়তো তখন আপনার প্রেসার হাই/লো সুইং করছিলো..আর স্টপলসও সেট করতে পারেন নি,মনেই ছিল না.. যখন বিদ্যূৎ এলো পিসি অন করেই দেখলেন আপনার একাউন্ট ফকফকা সাদা...আপনি তখন মাথার চুল টাঁনছেন...৷আপনার এই গল্পটা শুধু আপনারই নয় বরং আমাদের সবার নিজেদের বাস্তব গল্প বটে !সত্যিই এভাবেই আমরা প্রথমে কিছু দিন না বুঝেই উল্টাপাল্টা ট্রেড করে প্রচুর প্রফিট করে ফেলি৷তখনই মনে করি আমি ফরেক্স ব্যাবসা বুঝে গেছি..আমাকে আর ঠেকায় কে ?
নতুন ট্রেডাররা স্ক্যাল্পিং করে মূলত। এদের স্বাভাবিক ট্রেডের মাত্রা জ্ঞান খুব একটা বেশি না, তারা বড় লেভারেজ ট্রেড ওপেন করে আর আমরা জানি ট্রেড ওপেন করার পর কিছু সময় আমরা পজিটিভ ও নেগেটিভ অর্থাৎ উভয় মুভমেন্ট দেখতে পাই, নতুন ট্রেডাররা এই সুযোগকে কাজে লাগায় বেশি, একটু লাভ পেলেই ট্রেড ক্লোজ করে আবার ট্রেড নেয়, এভাবে অসংখ্য ট্রেড করে তারা প্রথম দিকে ভালোই লাভ করে। কিন্তু ধীরে ধীরে লাভের প্রতি অতিরিক্ত লোভ পেয়ে বসে বলে অনেকে ঝরে পড়ে ধীরে ধীরে।
সাধারণত নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে না জেনে না বুঝে বেশির ভাগ ট্রেড ওপেন করে। আর উক্ত ট্রেডগুলো ওপেন হওয়ার পর যখন পজেটিভ হয়ে যায় তখন তারা লাভবান হয়ে থাকে। কেননা তারা যখন ট্রেড ওপেন করেন লিভারেজ বা মার্কেট মুভমেন্ট সম্পর্কে না জেনেই ট্রেড ওপেন করে ফলে বুঝতেও পারেন তাদের ব্যালেন্সের অবস্থা কি হতে পারে। আর এই সব কারণে দেখা যায় বেশির ভাগ ট্রেডার খুব অল্প সময়ে মার্কেট থেকে হারিয় যায়। আর যারা মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করে এমনকি বিভিন্ন ধরনের কৌশলকে শিখতে চেষ্টা করে তারাই মুলত ফরেক্স মার্কেটে টিকতে পারে।
শুরুতে সকল ট্রেডার ভালো প্রফিট অর্জ্ন করে থাকে। কারণ বুঝে হোক আর না বুঝে হোক তারা অল্প প্রফিট হলেই তারা ট্রেড ক্লোজ করে থাকে। এতে ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেডের মাধ্যমে প্রফিট অর্জন করে থাকে। তাবে যদি একবার হতাশ হয় সহসায় আর মার্কেটে ফিরে আসতে চায় না। অধিকাংশ ব্যক্তি মনে করে থাকে এটা একটি গেম। আবার অনেকে ব্যবসা হিসেবে গ্রহণ করে থাকে। মূলতঃ ভালো অভিজ্ঞতা নিয়ে ফরেক্সে ট্রেড করা উচিত অর্থ হারানোর ভয় থাকে না।
ফরেক্স এ প্রথমে সবাই কম বেশি লস করে । ফরেক্স এ শুরুতে সবাই অনেক বেশি প্রফিট করে যা একটা ভুল ধারনা । ফরেক্স এ প্রথম প্রথম লস করার কারন হল, একজন নতুন ট্রেডার ট্রেড কি জিনিস সেটাই বুঝতে পারে না । শুধু এইটুকু বুঝে বাই সেল করতে হবে । তাহলেই লাভ হবে । আর ডেমোতে প্র্যাকটিস করতে চায় না ফলে শুধু ফোরাম থেকে ডলার নেয় আর ফরেক্স এ জুয়া খেলে বেড়ায় যা ঠিক নয় ।
ফরেক্স এর শুরুতে সবাই অনেক প্রফিট করে করন কিছু নতুন ট্রেডারা ডেমো তে অনেক ডিপোজিটে ট্রেড করতে পারে অখান থাকে তাদের প্রফিট আয় করার একটি ধরনা আসে কিন্তু রিয়েল ট্রেড তারা কম ডিপোজিটে করে এতে তাদের মাঝে নানা ব্রেন কাজ করে।ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা একেবারেই নেই বললে চলে ফলে ঐ অনভিজ্ঞতার কারনে তারা এখানে শুরুতেই হোচট খেয়ে ছিটকে পড়ে।
ফরেক্স মার্কেটে এমন কোন কথা নেই যে শুরুরে আয় হবে পরে লোকসান হবে। ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখান দক্ষতা ও অভিজ্ঞতার বিকল্প নেই। এখানে বুদ্ধি ও সামান্য ধৈর্য হারা হলেই ঘটতে পারে যেকোন বিপত্তি। তবে না বুঝে 1 বার 2 বার লাভ হলেও মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। তাই এখানে কখন কার কি হবে কেউ তা বলতে পারবে না।
ফরেক্সে হয়তো প্রথম প্রথম অনেকেই প্রফিট করে তবে সবাই করো না আমার মনে হয় বেশিরভাগ নতুন ট্রেডারই টিকে থাকতে পারে না কারন সবাই ফরেক্স শুরু করেই প্রফিট করতে চায়। কেউই চায়না আগে ভালো করে মার্কেট বুঝে ট্রেড করতে। সবাই যদি বুঝতো ফরেক্সে দক্ষ হতে না পারলে আসলে প্রফিট করা সম্ভব নয় তাহলে হয়তো নতুনদের বেশিরভাগই লস খেয়ে ছিটকে পড়তো না।
ভাই ফরেক্স মার্কেট থেকে যে সবাই প্রফিট করতে পারে বিষয়টা কিন্তু তেমন নয় । কারণ ফরেক্স ট্রেডিং অনেক কঠিন একটা মার্কেট এবং এই মার্কেট থেকে অর্থ উপার্জন করতে চাইলে আপনাকে অনেক মাথা খাটাতে হয় । আপনি যত বেশি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন এই মার্কেট থেকে আপনি ততঃ বেশি অর্থ উপার্জনের ক্ষমতা লাভ করতে পারবেন ।
ফরেক্স এ প্রথমে সবাই কম বেশি লস করে। এটাই হল সত্য কথা। ফরেক্স এ প্রথম প্রথম লস করার কারন হল, একজন নতুন ট্রেডার ট্রেড কি জিনিস সেটাই বুঝতে পারে না। শুধু বুঝে বাই / সেল করতে হবে। তাহলেই লাভ হবে। আমি নিজেও যখন একদম শুরুর দিকে ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন আমার লক্ষ্য ছিল যে আমি শুধু মাত্র প্রফিট করব । অর্থ্যাৎ দক্ষতা কিংবা ট্রেডিং কৈশল আয়ত্তে আনার চাইতেও আমাদের বেশিরভাগের লক্ষ্য থাকে যে শুধু প্রফিট আর প্রফিট করব ।
আমি ফরেক্স মার্কেটে নতুন। তারপরেও লাভ করতে পারছি না। শুধু লস্ই করছি। আমি যখন ট্রিট করি মার্কেট উল্টো দিকে চলে।
শুরুতে সময় লাভ করে এটা সঠিক নয়। তবে অনেকেই লাভ করে। আর সেই আবেগে ওভারটেক করার কারণে পরবর্তীতে শুধু লস করতেই থাকে।
নতুন হলেই লাভ করতে পারবে এমনটা সঠিক নয়। তবে নতুন অবস্থায় মাথা ঠান্ডা থাকে এটা হয়তো সঠিক। তবে পরবর্তীতে লোভের বশবর্তী হয়ে অনেকেই ওভার ট্রেডিং শুরু করে। তাই হয়তো লস হতে পারে।
ফরেক্স এ শুরুতে সবাই অনেক বেশি প্রফিট করে। এটা একটা ভুল ধারনা। ফরেক্স এ প্রথমে সবাই কম বেশি লস করে। এটাই হল সত্য কথা। ফরেক্স এ প্রথম প্রথম লস করার কারন হল, একজন নতুন ট্রেডার ট্রেড কি জিনিস সেটাই বুঝতে পারে না। শুধু বুঝে বাই / সেল করতে হবে। তাহলেই লাভ হবে। এই বাই/সেল করতে গিয়ে হয়ত কিছু ট্রেডার প্রথম দিকে কিছু প্রফিট করে কিন্তু সেটা স্থায়ী হয় না। পরে সে তার সবই লস করে ফেলে।
ফরেক্সের শুরতে সবাই অনেক বেশী প্রফিট করার কারণ হলো প্রথমদিকে কেউ আন্দাজে সাধারণত নিয়মের বাইরে এ্যান্ট্রি দিত না সেটা লসের ভয়ে বা অনেক কিছু না জানার কারণেই হোক। কম জানলেও মানি ম্যানেজমেন্ট ফলো করে,কম লটে ট্রেড করত যার কারণে সবাই বেশী প্রফিট করত। ঘরে নতুন বউ আসলে লজ্জায় লজ্জায় সুন্দর করে সব কাজগুলো করত তাই বেশ ভাল লাগত,পুরাতন হওয়ার পরে একটু বেয়াড়া হলে সংসারের সব কাজ অনেকে না করে স্বামীকে দিয়েও করাতে চায় ।যার কারণে সংসা সৌন্দর্য নষ্ট হয়ে যায়,কাজের মান কমে যায়, শুরু হয় অশান্তি। ফরেক্সে পুরাতন অনেক ট্রেডার ভাল থাকলেও কিছু ট্রেডার একটু বেশী স্বাধীনচেতা হয়ে ট্রেড করার কারণে লস করে।
আমি প্রথমে ডেমো একাউন্ট এ ট্রেড করতাম। ডেমো একাউন্ট এ কোন প্রকার ঝুকি ছাড়াই বেশী লটে ট্রেড করতাম। আর স্টপ লস ও টেক প্রফিট ও ব্যবহার করতাম। এতে দেখতাম যে অনেক ব্যালেন্স হয়ে যেত। এড়াছা আমি সাপোর্ট ও রেসিন্টেস ব্যবহার করে অনেকটা টার্গেট করে ট্রেড করতাম। এতে আমার অনেকটা ডেমোতে লাভ হত। এছাড়া ফরেক্স মার্কেট এ প্রথমে ডেমোতে অনেক ব্যালেন্স ও লিভারেজ থাকে বিধায় আবেগ এ ট্রেড করে। এতে আন্তাজেই টার্গেট হয়ে প্রফিট হয়ে যায়।
আমার যতদূর মনে পড়ে রিয়েল ট্রেডিংয়ের শুরুতে একবার খুব ভাল প্রফিট করেছিলাম। প্রফিট করার কারনগুলোর মধ্যে ছিল- কম বেশী করে বাই সেল দুটিই এ্যান্ট্রি দিয়েছিলাম। মোটামুটি একটা ধারণা করে বাইগুলোতে টেক প্রফিট সেট করে যতদূর মনে পড়ে সেলগুলোতে স্টপ লস সেট করিনি, তখন ছিল ঈদের ছুটি তো ১/২দিন পরেই বাইগুলো অটোমেটিক ক্লোজ হয়ে মার্কেট আবার নীচের দিকে বেশ নেমে সেলগুলোতেও প্রফিট হয়ে সব মিলিয়ে বেশ একটা প্রফিট হয়েছিল। তাই অভিজ্ঞতা বলছি - নিয়ম মেনে মানি ম্যানেজমেন্ট ফলো করলে প্রফিট করা সম্ভব।
স্ট্রাটেজি কাজ না করলে প্রয়োজনে যথেষ্ট পরিমাণ পরীক্ষা করার পর নতুন স্ট্রাটেজি নিয়ে টেস্ট করুন। ডেমো বা রিয়েলে অল্প মানি নিয়ে টেস্ট করুন। প্রায় সব স্ট্রাটেজি দিয়েই স্বল্প পরিমাণ লাভ নিয়মিত করা যায়। ফরেক্স ট্রেডিং শুরু করার সময় আমাদের যে ধরণের রুলস মেনে চলার মানসিকতা থাকে, তা বজায় রাখতে পারলে পরবর্তী সময়ের ট্রেডিংয়ে টিকে থাকা এবং প্রফিট করা সহজ হয়,
আমার বেশিরভাগ বন্ধুদেরই বুফে খাবার ব্যাপক প্রস্তুতি ছিল। এক বন্ধু তো রীতিমত বুফেতে কিভাবে খেয়ে টাকা উশুল করতে হয় সেই আর্টিকেল পড়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল। যদিও সে টাকা উশুল করতে পারেনি,
শুরুতে সবাই প্রফিট করতে পারে এ কথা পুরোপুরিভাবে সত্যি নয় । তবে অনেকেই অনেক বেশি প্রফিট করতে পারে । এর একটি কারন হতে পারে ভয় হীন ভাবে সিন্ধান্ত নেয়া । শুরুতে কম জানে তাই মার্কেট সম্পর্কে ভয়ও কম থাকে । এ কারনেই প্রফিট কম হয় । এ ব্যাপারে আমি আপনার সাথে একমত নই কারন সকলে শুরুতে ভাল প্রফিট করে এটি ঠিক না এমন অনেকে রয়েছে যাদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা একেবারেই নেই বললে চলে ফলে ঐ অনভিজ্ঞতার কারনে তারা এখানে শুরুতেই হোচট খেয়ে ছিটকে পড়ে।
আমার জানা নেই ফরেক্স এ শুরুতে লাভ করে ।তবে আমি যতটুকু শুনেছি সবাই বলে আমি লস করেছি ,আমার একাউন্ট জিরো হয়েছে ,আমি ২০০ ডলার থেকে ১০০ডলার লস করেছি ইত্যাদি।হয়ত খুব কম সংখ্যাক মানুষে লাভ করতে পারবে নতুন অবস্তায়,যদি সেই ট্রেডার বেশি বেশি ডেম তে প্রাকটিচ করে থাকে নাহলে সম্ভব না।
কেন ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে,
হ্যা যাইহোক যেহুতু ব্যালেন্স ডাবল, লট সাইজও ডাবল হল। ব্যালেন্স যখন বেড়ে $১৪ হল, তখন আমি প্রতি পিপসে ২ সেন্ট ভ্যালু অনুযায়ী ট্রেড দিতাম। একদিন এক নিউজ সাইটে এন. এফ. পি নিউজ সম্পর্কে পড়লাম। ভাবলাম সবাই নিউজ ট্রেড করছে, আমি কি এক স্ট্রাটেজি নিয়ে পড়ে আছি। আজ নিউজ ট্রেড করতেই হবে। ট্রেড দেয়ার সময় মনে হল আজ একটু বড় লটেই ট্রেড দেই,,,।
আমিও যখন প্রথমে ট্রেড করতাম ভালই লাভ হত। এখন তার তুলনায় অনেক কম হয়। আসলে প্রথম দিকে আমার উদ্দেশ্য ছিল ট্রেডে সফল হওয়া আর কিছুদিন পর তা হয়ে গেল দ্রুত টাকা কামানো।অধিকাংশ ব্যক্তি মনে করে থাকে এটা একটি গেম। আবার অনেকে ব্যবসা হিসেবে গ্রহণ করে থাকে। মূলতঃ ভালো অভিজ্ঞতা নিয়ে ফরেক্সে ট্রেড করা উচিত অর্থ হারানোর ভয় থাকে না।
আমি এ কথার সাথে একমত হতে পারলাম না যে, ফরেক্স এ শুরুতে সবাই অনেক বেশি প্রফিট করে। এটা একটা ভুল ধারনা। ফরেক্স এ প্রথমে সবাই কম বেশি লস করে। এটাই হল সত্য কথা। ফরেক্স এ প্রথম প্রথম লস করার কারন হল, একজন নতুন ট্রেডার ট্রেড কি জিনিস সেটাই বুঝতে পারে না।রিয়েল ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড ওপেন করতে হবে।
ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে, এবং আমি ও করেছিলাম। একদিনে তিনশ ডলার আয় করেছিলাম। পরের দিন আবার সব লস করেছিলাম। আসলে ফরেক্স অভিজ্ঞতার বিকল্প নেই। কারন আপনি হয়তো অল্প সময় অনেক প্রফিট করতে পারেন কিন্তু সেটাকে ধরে রাখাই মুল বিষয়।আবেগ অনুভূতি দিয়ে কখনো ট্রেড করা যায় না । সে ট্রেড করলে অবশ্যই লসে পড়তে হবে । সুতরাং আমরা ধৈর্য্য ধারণ করে তারপর ট্রেড করব ।
ফরেক্স এ প্রথম অবস্থায় না জেনে বুঝে করে ও প্রফিট করা যায়। কিন্তু দীর্ঘদিন মার্কেট এ টিকে থাকতে হলে অবশ্যিই আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিছু না শিখেও অনেক সময় শত ডলার আয় করা যায়। কিন্তু সেই ডলার বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হয় না।
আমরা গিয়েছিলাম রোজার সময়। তাই সাধারন আইটেমগুলোর সাথে ইফতারের আইটেমও ছিল। ছোলা-ই ছিল প্রায় ১০ রকমের। অনেকে দেখলাম ১০ রকম ছোলাই টেস্ট করে দেখছে। আবার কেউ কেউ ২-৩ রকম পিয়াজু ৪-৫টা করে নিয়ে বসে আছে। এখানে উল্লেখ্য হল, যেখানে খেতে গিয়ে আপনি আনলিমিটেড বিফ, চিকেন, চিংড়ি, বিরানি, কাবাব পাচ্ছেন, সেখানে ১০ রকম ছোলা খেয়ে পেট ভরানো হাস্যকর,,
আপনার কথার ঠিক কোন অর্থ না বুঝলেও আমি যে বিষয়টা আপনার পোস্টের শিরোনামে দেখেছি তা হল ফরেক্সে প্রথম অবস্থায় মানুষ প্রচুর লাভ করে ! কিন্ত আমি মনে করি যে এটা হল তার উল্টা । কেননা কেউ নতুন এসে এত লাভ করে না বরং উল্টা অনেক বেশি লস করে যেটা প্রায় 95% এর মতই! তবে অনেকে হয়ত ভাগ্যর জোরে লাভ করতে পারে তবে ব্যাতিক্রম উদাহরণ নয় । এড়াছা আমি সাপোর্ট ও রেসিন্টেস ব্যবহার করে অনেকটা টার্গেট করে ট্রেড করতাম। এতে আমার অনেকটা ডেমোতে লাভ হত। এছাড়া ফরেক্স মার্কেট এ প্রথমে ডেমোতে অনেক ব্যালেন্স ও লিভারেজ থাকে বিধায় আবেগ এ ট্রেড করে। এতে আন্তাজেই টার্গেট হয়ে প্রফিট হয়ে যায়।
আসলে আমাদের সবারই শুরুটা খুব ভাল। আমরা খুব ভাল করেই ওপেন করতে পারি। তাই ক্লোজটাও ভাল হবে। বর্তমানে অনেক ট্রেডারই প্রফেশনালভাবে ট্রেড করছেন। তাই ফরেক্স এর ভয় এখন দিনে দিনে জয় হতে যাচ্ছে। আমাদের যা কিছু সমস্যা তা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। ফরেক্সে হয়তো প্রথম প্রথম অনেকেই প্রফিট করে তবে সবাই করো না আমার মনে হয় বেশিরভাগ নতুন ট্রেডারই টিকে থাকতে পারে না কারন সবাই ফরেক্স শুরু করেই প্রফিট করতে চায়। কেউই চায়না আগে ভালো করে মার্কেট বুঝে ট্রেড করতে। সবাই যদি বুঝতো ফরেক্সে দক্ষ হতে না পারলে আসলে প্রফিট করা সম্ভব নয় তাহলে হয়তো নতুনদের বেশিরভাগই লস খেয়ে ছিটকে পড়তো না।
কেন ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে,
একবার বন্ধুদের সাথে গিয়েছিলাম বুফে খেতে। এমনিতেই কাকরা, পুডিং এগুলো আমার অনেক পছন্দের। আর বুফে তে ১০১ আইটেমের মধ্যে এই ২টিও ছিল। তারমানে আনলিমিটেড কাকরা এবং পুডিং। বুফেতে গিয়ে একটি আজব জিনিস লক্ষ্য করলাম, বেশিরভাগ মানুষের টার্গেট হল ১০১টি আইটেমের সবগুলোই যথাসম্ভব বেশি করে খাওয়া?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ভাই আপনার শিরোনামে কি উল্লেখ করছেন আর বিবরণে কি লিখছেন। আমরা অনেক সময় হেলাফেলা করে এমন ভাবে পোস্ট করে থাকি যার কোনো শিরোনাম ঠিক নেই এবং বিস্তারিত তার সঙ্গে মিল থাকেনা। এই বিষয়গুলো তো আমাদের যথেষ্ট সচেতন হওয়া উচিত। আমরা মূলত ফোরামে পোস্ট করে উক্ত পোস্ট থেকে যাতে অন্য কেউ শিখতে পারে জানতে পারে। আমাদের প্রশ্নের ধরন গুলো এমন হওয়া উচিত।
ফরেক্স শুরুতে অনেকে প্রফিট করে বিষয়টা সঙ্গে একমত হতে পারলাম না। কারণ ফরেক্স অনুমানের মেয়ে জায়গা নয়। একজন নতুন ট্রেডার্স নতুন অবস্থায় কম দক্ষ থাকে তাই বেশি প্রফিট করার সম্ভাবনা খুব কম থাকে। তবে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে প্রফিট করার সম্ভাবনা বেশি থাকে।
ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে, এবং আমি ও করেছিলাম। একদিনে তিনশ ডলার আয় করেছিলাম। পরের দিন আবার সব লস করেছিলাম। আসলে ফরেক্স অভিজ্ঞতার বিকল্প নেই। কারন আপনি হয়তো অল্প সময় অনেক প্রফিট করতে পারেন কিন্তু সেটাকে ধরে রাখাই মুল বিষয়। আসলে আমাদের সবারই শুরুটা খুব ভাল। আমরা খুব ভাল করেই ওপেন করতে পারি। তাই ক্লোজটাও ভাল হবে। বর্তমানে অনেক ট্রেডারই প্রফেশনালভাবে ট্রেড করছেন। তাই ফরেক্স এর ভয় এখন দিনে দিনে জয় হতে যাচ্ছে। আমাদের যা কিছু সমস্যা তা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে।
প্রথমে ট্রেড করতাম ভালই লাভ হত। এখন তার তুলনায় অনেক কম হয়। আসলে প্রথম দিকে আমার উদ্দেশ্য ছিল ট্রেডে সফল হওয়া আর কিছুদিন পর তা হয়ে গেল দ্রুত টাকা কামানো। এনালাইসিস সঠিকভাবে করে সাপ্যার রেসিসটেন্স অনুযায়ী ট্রেড করলে লাভ এখন ভালই হয়। যখনি আমি বেশি প্রফিট করার নেশায় থাকি তখনি লস ট্রেড বেশি হয়।
ফরেক্সে প্রফিট করতে হলে আপনাকে ট্রেড শিখতে হবে ভালভাবে। ট্রেড শেখার পরে ডেমোতে ট্রেড করতে হবে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য। আপনি যখন নিজেকে দক্ষ মনে করবেন তখন রিয়েল ট্রেড ওপেন করতে পারেন। আর উক্ত ট্রেডগুলো ওপেন হওয়ার পর যখন পজেটিভ হয়ে যায় তখন তারা লাভবান হয়ে থাকে। কেননা তারা যখন ট্রেড ওপেন করেন লিভারেজ বা মার্কেট মুভমেন্ট সম্পর্কে না জেনেই ট্রেড ওপেন করে ফলে বুঝতেও পারেন তাদের ব্যালেন্সের অবস্থা কি হতে পারে। আর এই সব কারণে দেখা যায় বেশির ভাগ ট্রেডার খুব অল্প সময়ে মার্কেট থেকে হারিয়ে যায়।