-
মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো না করে নিজের ইচ্ছামতো ট্রেড করলে খুব দ্রূত আপনার পুরো ব্যালেন্সটাই জিরো করে ফেলবেন৷তাই ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হলে অবশ্যই মানি মেনেজমেন্ট কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷ব্যালেন্সের তুলনায় সঠিক ভলিয়মে ট্রেড ওপেন করা,সঠিক লিভারেজ নেওয়া,স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে সেট করা,সঠিক ভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও বুঝে ট্রেড করা...ইত্যাদি নানা জরুরী বিষয়গুলো এই মানি মেনেজমেন্টের অন্তর্ভূক্ত৷
-
আমি মনে করি ফরেক্স করতে হলে প্রথমে মানি ম্যানেজমেন্ট এর ব্যাপারে জানতে হবে নইলে লস কেউ ঠেকাতে পারবে না। সুতরাং যত যা কিছু স্টাডি করুন না কেন মানি ম্যানেজমেন্ট আগে কারন একমাত্র মানি ম্যানেজমেন্টই পারে আপনাকে বেশী দিন টিকিয়ে রাখতে ফরেক্সে। ফরেক্স অত্যান্ত ঝুকিপূর্ন ব্যবসা, সুতরাং এটার ব্যপারে সঠিক জ্ঞান না থাকলে লস হবেই। ফরেক্স এর ব্যপারে জানতে ভালভাবে এবং স্টাডি করতে হবে প্রচুর পরিমানে।
-
ফরেক্স মানি ম্যানেজমেন্ট বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী।আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স করেন তবে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন আপনার একাউন্ট জিরো হবে না | ফরেক্স করেন আর ফরেক্স থেকে আর করেন রেক্স মাকেটে আয় করতে হলে আমি মনে করি মানি ম্যানিমানেজমেন্ট করা দরকার |
-
ফরেক্স ব্যবসায় অর্থ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক অর্থ ব্যবস্থাপনা ছাড়া এই বাজারে টিকে থাকা একেবারেই সম্ভব নয়। আর সঠিক অর্থ ব্যবস্থাপনা সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে ফলে আমরা কখনই বেশি ঝুকি নিতে পারি না। আর যে ট্রেডার অর্থ ব্যবস্থাপনা ছাড়া এই বাজারে ট্রেড করে থাকেন আমার মনে হয় সে কখনই সফলভাবে মুনাফা উপার্জন করতে পারেন না।
-
ফরেক্সে লেনদেনের ক্ষেত্রে, আপনাকে জানতে হবে কিভাবে বিনিয়োগের সঠিক ব্যবহার করতে হবে; তাহলেই পর্যাপ্ত পরিমাণ আয় করতে আপনার কি পরিমাণ তহবিলের প্রয়োজন হবে এবং যদি লোকসান হয়, সেক্ষেত্রে কিভাবে আপনার সম্পূর্ণ আমানত হারানো থেকে বেঁচে যাবেন।
এই লক্ষ্য অর্জনে রয়েছে বিশেষ মানি ম্যানেজমেন্ট মেথড (অর্থ ব্যবস্থাপনা কৌশল):
নো ইকুইটি ম্যানেজমেন্ট মেথড এ বেশিরভাগ ট্রেডার যখন একটা পজিশন খোলে, তারা তাদের তহবিলের সম্ভাব্য লাভ ক্ষতির হিসাব না করেই সেটা ব্যবহার করে, এটাকেও একটা কৌশল হিসাবে ধরা হয় কিন্তু মূলধন যদি খুব বেশি না হয়, সেক্ষেত্রে কয়েকটি ব্যর্থ লেনদেনে সম্পূর্ণ মূলধন শেষ হয়ে যেতে পারে।
একাধিক চুক্তি বৈদেশিক মুদ্রা বাজারে বিভিন্ন উপকরণে বিভিন্ন পজিশন খোলা হয়, উদাহরণ সরূপ, ইউরো/ মার্কিন ডলার এবং ইউরো/গ্রেট ব্রিটেন পাউন্ড, যদি মূল্যের ওঠানামা সঠিকভাবে হয় তাহলে একজন ট্রেডার মুনাফা অর্জন করতে পারে। এই উপার্জনের সময় লাভ অথবা লোকসান উভয়ই হতে পারে।
নির্দিষ্ট পরিমাণের তহবিলের উপর নির্ভরকরে, একজন ট্রেডার সিদ্ধান্ত গ্রহণ করে যে একটা পজিশন খোলার সময় সে কি পরিমাণ ঝুঁকি নিতে পারবে। এক্ষেত্রে ট্রেডারেরা চুক্তি করতে তার তহবিলের অধিক পরিমাণের চুক্তি করে না। br /> ফিক্সড ইকুইটি ইন্টারেস্ট রেট এই কৌশল পূর্বের কৌশলের মতই কিন্তু কিছু পার্থক্য আছে: ট্র্বেডারেরা ইকুইটি ইন্টারেস্ট রেট নির্ধারণ করে কিন্তু ইকুইটির পরিমাণ নির্ধারণ করে না।
লাভ লোকসানের হিসাব করে, সকল কার্যক্রম সম্পাদনের পরিসংখ্যান করতে হয় (লোকসানের পরিমাণ, মুনাফা এবং তাদের মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক)। আপনি যখন লাভ ও লোকসানের সম্পর্ক বুঝতে পারবেন, তখন আপনি আপনার ট্রেডিং এর ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে পারবেন। ইকুইটি কার্ভ ট্রেডিং বেশিরভাগ ট্রেডার মুভিং এভারেজ এর সাথে পরিচিত, যা মার্কেটে প্রবেশ বা প্রস্থান করার সঠিক সময় সম্পর্কে সিগন্যাল প্রদান করে।
এই পদ্ধতি অনুসারে, লেনদেনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস করতে মুভিং এভারেজ ব্যবহার করা হয়। যদি ইকুইটি কার্ভের স্বল্প সময়ের মুভিং এভারেজ দীর্ঘ সময়ের মুভিং এভারেজ এর উপরে হয়, সে ক্ষেত্রে একটা অবস্থান খোলা যেতে পারে এবং সেটা লাভজনক হবে বলে আশা করা যায়। যদি স্বল্প সময়ের মুভিং এভারেজ দীর্ঘ সময়ের মুভিং এভারেজ থেকে কম হয় সে ক্ষেত্রে অবস্থান খোলার পূর্বে কিছু সময় অপেক্ষা করা উচিত।
-
সফল হবার প্রধান শর্ত হলো মানি ম্যানেজমেন্ট করা। ।মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
-
আমরা জানি ফরেক্সে একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম । ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন। আর মানি ম্যানেজমেন্টের মানে হচ্ছে আপনার এমন একটি ট্রেডই ওপেন করা যেটাতে আপনার লস করার সম্ভবনা থেকে লাভের সম্ভবনা ততগুন হবে । তাই একজন ভালো ট্রেডার হতে হলে মানি ম্যানেজমেন্ট অত্যান্ত জরুরী ।
-
দীর্ঘদিনের ফরেক্স অভিজ্ঞতা যেটা বলে -তা হলো মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে মেনে না চললে আপনি যত বিনিয়োগই করেন না কেন ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না। এজন্য আপনার পূজি অনুযায়ী কত লটে কয়টা এন্ট্রি নিতে হবে সেটা আপনাকে পূর্বেই জেনে নিয়ে ট্রেড করতে হবে তাহলে আপনার পূজি যত কমই হোক না কেন একসময় ঠিকই সফল হতে পারবেন এবং বিন্দু বিন্দু করে এক সময় প্রফিটের সমুদ্র গড়ে তুলতে পারবেন- সন্দেহ নেই ।
-
আমি আপনাদের মাঝে একেবারে নতুন,আপনাদের মন্তব্যে যা বুঝলাম যে,ফরেক্স করতে হলে ফরেক্স সমন্ধে যথেষ্ট দক্ষ হতে হবে।অনেক নিয়ম ফলো করতে ও চেখ কান খোলা রাখতে হবে।আর মানিম্যনেজম্যান্ সম্পকে বুঝতে হবে এবং তা ফলো করতে হবে।তাহলে হয়তো ফরেক্স মাকেটে টিকে থাকা ও কিছু জানা যাবে।চেষ্টা করবো নিজেকে আপনাদের মত গড়ে তুলবো
-
মানি ম্যানেজমেন্ট না মানলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশি। ফরেক্সে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপুর্ন একটি বিষয় । মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেতে টিকে থাকার মুল্মন্ত্রই হচ্ছে মানি ম্যানেজমেন্ট । আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে দেখা যাবে আপনি অল্প একাউন্ট ব্যালেন্স নিয়েও অনেক ভালো করছেন এবং লাভ করতে পারছেন । কিন্তু কেউ যদি বেশি লোভ করে এবং মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে তাহলে কয়েখাজার একাউন্ট ব্যালেন্স থাকলেও সে লাভ করতে পারবে না ।
-
ধরুন, আপনি ৫ পার্সেন্ট রিক্স নিয়ে ট্রেড করেন। তাহলে প্রতিটি ট্রেড এ আপনাকে প্রতিবার ৫ শতাংশ রিক্স নিতে হবে এর কম বেশি করা যাবে না। এখন আপনার ডিপোজিট যদি 100 ডলার হয় তাহলে প্রতিটি ট্রেডে আপনি 5 ডলার নিবেন অর্থাৎ আপনার এস এল হবে 5 ডলার এবং টিপি হবে 10 ডলার অথবা এর চেয়ে বেশি আপনার রিওয়ার্ড রেশিও অনুযায়ী। কোনভাবেই এর ব্যতিক্রম করা যাবেনা। আপনার সিস্টেমে ট্রেড আসলে তবেই আপনি ট্রেড অরডার প্লেস করবেন। এরপরে এস এল এবং টিপি যথা স্থানে বসিয়ে সেই ট্রেডের কথা ভুলে যাবেন। তারপর ঐ ট্রেডের দিকে আর না তাকলেই ভালো।
যদি টিপি হিট করার অনেক কাছে গিয়ে ফিরে এসে এস এল হিট করে তাহলে কোন সমস্যা নেই কিন্তু আপনি এস এল বা টিপি পরিবর্তন করবেন না। প্রতিটি ট্রেডে আপনাকে লাভ করার প্রয়োজন নেই আপনি যদি অন এভারেজ ৫০% প্রফিট করেন এবং বাকি ৫০% ট্রেড লস করেন তবুও আপনি বেশ লাভবান থাকবেন ১ঃ২ বা তার বেশি রেশিও ব্যবহার করার কারনে।
-
এতদিন পরে কেমন জানি একটা ধারনা পেলাম।ব্যাপারটা বুঝতে পেরে খুব ভাল লাগলো।নতুন কিছু মাথায় এলো।এত দিন ধরে এমন ধারনা ভাবতেই পারিনি।ধন্য বাদ ভাই পোষ্ট শেয়ার করার জন্য,এত সুন্দর সাঝিয়ে বুঝিয়ে লেখার জন্য।
-
1 Attachment(s)
[ATTACH=CONFIG]9716[/ATTACH]
সহজভাবে বলতে গেলে প্রফিট এবং লস কে সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে ফরেক্স মানি-ম্যানেজমেন্ট। ফরেক্স ট্রেডিং এর মূলমন্ত্রই হচ্ছে মানি-ম্যানেজমেন্ট। তাই মানি-ম্যানেজমেন্টকে ফরেক্সের প্রাণ বলা হয় । যে ফরেক্স ট্রেডার মানি ম্যানেজমেন্ট এর দিকে মনযোগ না দিয়ে SL আর TP ব্যাবহার করছে সে মুলত ট্রেডিং নয়, গ্যাম্বলিং করছে। কারণ ট্রেড যখন তার পক্ষে যাচ্ছে তখন সে লাভ করছে ট্রেড যখন তার বিপক্ষে যাচ্ছে তখন সে লস করছে যেহেতু SL এবং TP এর মাধ্যমে লাভ-লস পুর্বে থেকেই নির্ধারিত পরে কি হবে তার জানা নেই, যাকে মানি-ম্যানেজমেন্ট বলে না ।
মানি-ম্যানেজমেন্ট হচ্ছে একটি ট্রেড প্রফিটে গেলে তা পরিচালনা করে যেমন লাভ নিয়ে বাহির হওয়া টিক তেমনি একটি ট্রেড লসে গেলে তা পরিচালনা করে লাভ নিয়েই বাহির হওয়ার সু-কৌশল বা বিদ্যা অর্জন করা । এবার নিজেকে প্রশ্ন করুন কোন ট্রেড যদি লসে চলে যায় আর আপনি যদি তা ছেড়ে দেন তাহলে কি তা মানি-ম্যানেজমেন্ট হল? অবশ্যই না ।
.মানি-ম্যানেজমেন্টের জন্য আপনার যে বিষয়গুলো 100% জানতে হবে ।
১. পিপ্স ভ্যালু কি তা নয়, বরং জানতে হবে পিপ্স ভ্যালু এর ব্যাবহার ।
২. Balance অনুযায়ী Lots সাইজ এর ব্যাবহার ।
৩. Leverage এর ব্যাবহার । নতুনদের জন্য Leverage ব্যাবহার করা মানে স্বেচ্ছায় ব্রোকারকে নিজের $$$ গুলো দিয়ে আসা ।
৪. ফান্ডামেন্টাল নিউজ (Most Important) যা মার্কেট Trend Line যে কোন সময় ঘুরিয়ে দেয় ।
৫. Swap এর Positive and Negative সম্পূর্ণ ধারনা ।
৬. Scalping Strategy লস ট্রেডের ক্ষেত্রে লাভের জন্যএটেম বোম ।
৭. জনপ্রিয় নিউজ সাইটগুলোর উপর পরিপূর্ণ ধারণা ।
.আমি পুর্বে একটি পোষ্ট করে বলেছিলাম ‘’SL ছাড়া শুধু TP ব্যাবহার করার ফর্মূলা শিখুন দেখবেন ফরেক্সে লস বলে কিছু নেই, এজন্য আপনাকে মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হবে’’ । এখন আমার প্রশ্ন হচ্ছে যদি মানিম্যানেজমেন্ট ই না বুজেন তাহলে ‘’SL ছাড়া শুধু TP ব্যাবহার করার ফর্মূলা জানবেন কিভাবে ? অথচ একজনও বলেননি আমি মানিম্যানেজমেন্ট জানতে চাই !!! অনেকেই বলেছেন TP ফর্মূলা শিখতে চাই । অথচ আমি বলেছি TP ফর্মূলা ব্যাবহার জানতে হলে মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হবে । আর মানিম্যানেজমেন্ট র উস্তাদ হতে হলে উপরে উল্লেখিত বিষয়গুলোর উপর সূক্ষাতিসূক্ষ জ্ঞান রাখতে হবে।
কাজেই আমাকে যারা ফলো করেন তারা আমার পোষ্টগুলো ভালভাবে বুঝার চেষ্টা করুন আমি মূলত Forex Trading এর মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যা পরবর্তিতে Live সেমিনারের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ । যা আপনি অর্থ ব্যায় করেও শিখতে পারবেন না। কারণ বাজ্ঞালি নিতে জানে দিতে জানে না, যা আমার অভিজ্ঞতার আলোকে শিখেছি ।
.ভাল থাকুন সুস্থ থাকুন ২০২০ ইং নতুন বছর Trading সফলতা বয়ে আনুন***
-
ফরেক্স এ কাজ করেত হলে মানি ম্যানেজমেন্ট করেতে হবে। এটা ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না । এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে কাজ করন তাহলে আপনি তেমন বেশি বালেঞ্চে নিয়ে কাজ করতে হবে না। আপনি মানেজমেন্ত করে আসলে আপনি লাভ করতে পারবেন এতে আমি নিশ্চিত।
-
হ্যাঁ এখানে সবাই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বলছে কিন্তু আসলে মানি ম্যানেজমেন্ট সিস্টেম কোন ভাবে করা উচিত বা কিভাবে এটার সুবিধা পাওয়া যায় সেটা সম্পর্কে কেউ এখানে বলেনি হ্যাঁ ফরেক্স এ ট্রেড করার জন্য প্রথম ধাপ হলো আমাদের মানি ম্যানেজমেন্ট মানে হল যে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে তা দিয়ে আমরা কতটুকু সময় ধরে একটি ট্রেড করতে পারি তার ব্যবস্থা গ্রহণ করা, এটার একটি বিষয় রয়েছে যেমন আমরা সাধারণভাবে কেউ 10 টাকা অথবা কেউ 5000 টাকা নিয়ে ট্রেড করতে আগ্রহী হই কিন্তু এখানে যারা অনেক টাকা নিয়ে আসে তাদের জন্য একটু রিক্স কম কিন্তু যারা অধিক টাকা না নিয়ে আসে তাদের জন্য প্রচুর রিক্স হয়ে থাকে আমাদের এই ফরেক্স মার্কেট এবং তারা তাদের সর্বস্ব সব টাকা এখানে এক মুহুর্তে হারাতে পারে আরে হারানোটা অল্প টাকা নিয়ে আসা ব্যক্তিদের জন্য তাই আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো টা আগে হিসাব করা উচিত আমাদের প্রথমত লেভারেজ হিসাব করতে হবে আমি মনে করি যদি আমাদের 50 ডলারের একটি অ্যাকাউন্ট হয় তবে আমাদের 1.50 লিভারেজ নিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করা উচিত এর বেশি নয় এবং যদি আপনার 200 থেকে 500 ডলার হয় তবে আপনি 500 লেভারেজ নিতে পারেন 1.500 লেভারেজ নিয়ে কাজ করতে পারেন তবে আমি মনে করি 1.500 এটা সবথেকে সুন্দর একটি লেভারেজ।
তাহলে আমাদের লেভারের সম্পর্কে শেষ আমরা এবার জানবো কিভাবে একটি 100 ডলার একাউন্টে মানি ম্যানেজমেন্ট সিস্টেমে টেড করতে হয়
ধরেন আপনার একটি 100 ডলার একাউন্টে রয়েছে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে চাচ্ছেন তবে আপনাকে লেভারেজ ঠিক থাকার পর এই 100কে 1000 দ্বারা ভাগ করতে হবে যদি আপনার লেভারেজ 1.50 হয় আর যদি আপনার লিভারের 500 হয়ে থাকেন মানে 1.500 হয়ে থাকে তবে আপনাকে 100 কে 10000 দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর আপনি যে ফলাফল পাবেন ওইটাই হলো আপনার লট সাইজ যদি আপনার লট সাইজ 0.01 বা 0.05 হয়ে থাকে তবে আপনি 0.05 কে পাঁচটা 0.01 লট সাইজ নিয়ে পাঁচটা পেয়ারে করতে পারেন বা সর্বোচ্চ আপনি জিরো পয়েন্ট 0.05 এর একটি ট্রেড করতে পারেন।
-
মানি ম্যানেজমেন্ট সাধারনত আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে করে থাকি । আমি সাধারনত আমার ক্যাপিটাল এর একটি নির্দিষ্ট অংশ নিয়ে তার উপর ভিত্তি করে আমি ট্রেডের জন্য লট সাইজ বেছে নিয়ে থাকি । যেমন অনেকে তার মূল ক্যাপিটাল এর ২ থেকে ৫% প্রতিদিন রিস্ক নিয়ে থাকে । কিন্তু আমি একটু অন্নভাবে আমার ক্যাপিটাল রিস্ক নিয়ে থাকি । উদাহরণস্বরূপ কোন পেয়ার এর স্টপ লস ৫০ পিপ্স ব্যবহার করব সেক্ষেত্রে আমার লট সাইজ যদি .৩$ হয় তাহলে আমার স্টপ লস হিট করলে স্ট্যান্ডার্ড একাউন্ট এ ১৫$ লস হবে । তদ্রুপ ভাবে আমি যদি ১$ লট এ অনুরুপ ১৫ পিপ্স স্টপ লস ব্যব্বহার করি সেক্ষেত্রেও আমার ১৫$ লস হবে । একইভাবে যদি লাভ করতাম তাহলে .৩$ লট এ ৫০ পিপ্স এ প্রফিট করলে লাভ হত ১৫$ এবং ১$ লট এ ৫০ পিপ্স প্রফিঠ হলে লাভ হত ৫০$। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি যে লস সম পরিমান হলেও লাভ বেশি হবে যেখানে আমি যে লট সাইজই বেছে নেই না কেন । এক্ষেত্রে বুঝা যায় যে আমার লট সাইজ জাই হোক না কেন স্টপ লসের উপর আসলে নির্ভর করবে যে আমার লস আসলে কত হবে ?
-
ফরেক্স করতে হলে মানি মেনেজমেন্ট করে মেনে চলতে হবে। তানাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কারণ মানি মেনেজমেন্ট না করলে একাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্বভাবনা থাকে। তাই সবার উচিত মানি মেনেজমেন্ট ফলো করে চলা।
-
লোকসানের পরে অযৌক্তিকভাবে লেনদেন করা আমাদেরকে বাজারে আরও ঝামেলার মধ্যে ফেলতে পারে এবং আপনি যেমন বলেছিলেন যে একবার ঘনিষ্ঠভাবে চার্ট হয়ে গেছে এবং কেবল এগিয়ে যেতে হবে এবং লাভ ফিরে পেতে চেষ্টা করার যে কোনও ভুলই হ'ল স্পষ্টভাবে সংবেদনশীল ব্যবসায়ের দিকে পরিচালিত করুন, মাত্র 200 ডলারের বেশি আপনার লাভ দেখেছেন $ আপনি এটা হত্যা করছেন ভাই, ভাল লাভ
-
ফরেক্স মার্কেটে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন সেটি হলো মানি ম্যানেজমেন্ট। একজন ট্রেডার যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারে সেক্ষেত্রে তার পক্ষে মার্কেটে টিকে থাকা সম্ভব হবে। আর মার্কেটে টিকে থাকলে ভালো প্রফিটও আশা করা যাবে। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনার ট্রেডে যেন মুল ব্যালেন্সের ৩% এর বেশি রিস্ক না হয়ে যায়।