-
আপনি ফরেক্স মার্কেটে কাজ করতে হলে স্টপ লস আর টেক প্রফিট সঠিক জাইগাই ব্যবহার করা শিখতে হবে।আপনি টেক প্রফিট ব্যবহার করেন আর নাই করেন আপনার স্টপ লস ব্যবহার করা উচিত।আর টেক প্রফিট আর স্টপ লস এর অনুপাত ২ঃ১ হওয়া উচিত তাও আপনার একাউন্টের রিস্ক থাকব্ব সর্বচ্চ ৫%।
-
আমি মনে করি স্টপ লস যত কম দেওয়া যায় ততই ভালো কারন তাতে অ্যাকাউন্ট সেভ থাকবে। আর যদি স্টপ লস বেশি থাকে তাহলে মাঝে মধ্যে দেখা যায় বড় লস হওয়ার কারনে অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যায়। তাই ফরেক্স এ ট্রেড করার সময় স্টপ লস কম ব্যবহার করাই ভালো।
-
স্টপ লস অতন্দ্র প্রহরীর মতো আপনার একাউন্ট কে অনেক বেশি লস হওয়ার হাত থেকে রক্ষা করে ।তবে স্টপ লস অবশ্যই রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী 1:3 অনুপাতে সেট করতে হবে । অর্থাৎ টেক প্রফিট 30 পিপস হলে , স্টপ লস হবে 10 পিপস ।
-
আমার নিজের অভিজ্ঞ থেকে বলছি, যেটা আমার নিজের সাথে হইছিল স্টপ লস এর এর ঘটনা, আমি একদিন ১ টা ট্রেড নিলাম এবং তার স্টপ লস সেট করলাম,স্টপ লস সেট করলাম ০৬ পিপ্স এবং টেক প্রফিট সেট করলাম ১০ পিপ্স তার পর কি হল জানেন? শালার বেটা মার্কেট স্টপ লস ঘুরে এসে টেক প্রফিট হিট করল,তার পর থেকে বুঝলাম টেক প্রফিট যদি ১০ পিপ্স দিয় তাহলে স্টপ লস দিতে হবে ২০ পিপ্স, তার মানে টেক প্রফিট এর তুলনাই ডাবল দিতে হবে স্টপ লস।
-
ষ্টপ লস কি বেশী দেয়া উচিৎ কারন আপনার স্তপ লস সহজে হিট করবে না আপনার লাভ হবে টিপি হিট করবে । ষ্টপ লস কি বেশী দেয়া উচিৎ আরও কারন হোল আপনার রিস্ক কম থাকবে লস হবার । আপার উচিত ১ঃ২ + লট এ টেড করা আপনি তা হলে ভাল লাভ করতে পারবেন । তাই আপনার উচিত ষ্টপ লস কি বেশী দেয়া উচিত ।
-
আসলে স্টপলস বেশি বা কম দিতে হবে এমন কোন বিষয় নেই। আপনাকে স্টপ লস দিতে হবে লজিক্যাল লেভেলে। না হলে অযথা আপনার স্টপলস ট্রিগার হয়ে যেতে পারে। অযথা লস করতে না চাইলে স্টপ লস এমন জায়গায় সেট করতে হবে যেটা সচরাচর ট্রিগার হবে না। ধন্যবাদ।
-
স্টপ লস ছাড়া ট্রেড করা রিস্কি। কারন এখানে সমস্ত কিছুই অনুমান ও সম্ভাবনা, সুতরাং মানিম্যনেজমেন্ট এর পূর্ব সিদ্ধান্ত ঠিক রেখে ট্রেড করা ভালো।
-
আপনি কখোনো আপনার ইচ্ছামতো স্টপলস ব্যাবহার করলেও তার সঠিক সুবিধা পাবেন না কারন এখানে স্টপলস আপনার মনগড়া কম/বেশী সেট করবেন-তা প্রকৃত নিয়ম না৷বাস্তব সত্য হচ্ছে স্টপলস সঠিকভাবে সেট করতে হলে প্রথমে আপনার ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার চিনতে হবে৷ঐ সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোই স্টপলস কোথায় ও কীভাবে ব্যাবহার করতে হবে তা নির্দেশ করবে৷তাই স্টপলস সেট করতে হলে প্রথমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিনতে শিখুন৷
-
Vai Mamun, You are Right Because Support & Resistance most Important. I seem SLTP can be 2:1 Ok. Thanks.
S:bravo:
-
আপনি গত কালের সর্বোচ্ছ মূল্য যত উঠে ছিল এবং সর্বনিম্ন যত নেমে ছিল তা দেখে আপনি ঠিক করে নিতে পারেন। তবে আপনি দেখে নেবেন আজ প্রাইজ কত আছে। সাধারনত স্টপ লস ৫০ পিপস ও টেকপ্রফিট ১৫০ দিলে সবচেয়ে ভালো হয়। আপনি ৩০ মিনিটের চার্ট দেখে নিতে পারেন আপনি যত বড় টাইম ফ্রেম দেখবেন ততো লাভে থাকবেন। তবে আগে সাইডওয়ে মার্কেট দেখে নিবেন। না বুজে ট্রেড নেওয়া উচিৎ নয়।
-
অনেক জটিল একটা প্রশ্ন। এখানে আপনি নিজেই নির্ধারণ করুন কতটুকু আপনি নিতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে - স্টপলস সব সময়ই লজিক্যাল লেভেল এ সেট করতে হয়। কেননা যদি তা ট্রিগারই হয়ে যায় সহজে তবে এটা কেমন স্টপলস। তাই এটা সেট করার সময় যথেস্ট খেয়াল রাখতে হয়।
-
মার্কেট এর অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে বাচতে হলে স্টপ লস সেট করা জরুরি। আর এটার অনুপাত লাভ:লস = ২:১ হওয়া উচিত।
-
আমার দেখামতে অনেক ট্রেডার আছেন যারা স্টপলস টেকপ্রফিট এর চেয়ে বেশি দেন আবার অনেকে কম দেন। তবে আমি মনে করি এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কৌশল এর উপর। আর আপনার কৌশলই বলে দিবে আপনাকে স্টপলস কত দেওয়া উচিত। বাজার যেহেতু সবসময় একইভাবে নড়াচড়া করে না সেহেতু স্টপলসও সবসময় একইভাবে দেওয়াটা উচিত নয়।
-
স্টপ লস অপসন টি ব্যবহার হয় আপনার একাউন্ট যেন শুন্য না হয় এ জন্য. ধরুন আপনার ব্যালেন্স ১০ ডলার আপনি স্টপ লস দিবেন যেকোন আপনার ব্যালেন্স -৮ এ আসবে তখন আপনার ট্রেড টি যেন ক্লোজ হয় এবং আপনার একাউন্ট এ ২ ডলার বাকি থাকে। আপনি ২ ডলার দিয়া পুনরায় ট্রেড করতে পারবেন. আর যদি আপনি ৫ ডলার এ স্টপ লস দেন তাইলে যেকোন ট্রেড বিপরীত মুখী হবে অর্থাৎ -৫ ডলার এ আসবে তখন আপনার ট্রেড ক্লোস হয়ে যাবে আর আপনার ৫ ডলার লস হবে. কারণ মার্কেট কখনো সামান্য নিচে এসে আবার উপরে উঠে যাই. এ জন্য স্টপ লস আপনার ব্যালেন্স আর শেষ প্রান্তে সেট করুন. আশা করি বোঝাতে পেরেছি।
-
দেয়াই উচিত না যদি আপনার কলিজার সাইজ একটু বড় হয়। আর যদি কলিজা ছোট বা না থাকে তবে খুবই টাইট স্টপ লস দেওয়া উচিত। কারণ আপনার উপরই নির্ভর করছে কারও ভবিষ্যৎ ইনকাম। আপনি আজাইরা ভূল না করলে তারা খাবে কি? তাই আপনি আপনার কাজ জুরেশুরে করতে থাকেন।
-
নতুন অবস্থায় স্টপলস ও টেকপ্রফিট রেশিও হওয়া উচিত ১:২ আর যখন সিস্টেম বুঝে যাবেন তখন ১:৩ নিয়ে ট্রেড করতে পারবেন অর্থাত স্টপলস যদি ১ ডলার হয় তাহলে নতুন অবস্থায় টেকপ্রফিট হবে ২ ডলার। আর মানিম্যানেজমেন্ট করতে হবে স্টপলস ব্যবহার করার জন্য । তবে পজিশন ঠিক করে ট্রেড করতে হবে নতুবা যেকোন জায়গায় স্টপলস বসালে কাজ হবে না হিট করবে। বাই করার সময় যেকোন স্ট্রং সাপোর্ট এর নীচে স্টপলস দিতে হবে আবার সেল করার সময় যেকোন স্টং রেজিস্ট্যান্ট এর উপরে স্টপলস বসাতে হবে।