ফরেএক্স প্রথম কবে এবং কথায় সুরু আমি ঠিক জানি না। আমি এই বাবসা শিকেসি কিন্তু এই বাবসার ইতিহাস জানি না। আমি এই বাবসা থেকে অনেক টাকা আয় করেসি কিন্তু এই বাবসা সম্মন্ধে খুব বেসি জ্ঞান আমার নেই। আমি এই বাবসায় ধুকেসি টাকা আয় করার জন্য।
Printable View
ফরেএক্স প্রথম কবে এবং কথায় সুরু আমি ঠিক জানি না। আমি এই বাবসা শিকেসি কিন্তু এই বাবসার ইতিহাস জানি না। আমি এই বাবসা থেকে অনেক টাকা আয় করেসি কিন্তু এই বাবসা সম্মন্ধে খুব বেসি জ্ঞান আমার নেই। আমি এই বাবসায় ধুকেসি টাকা আয় করার জন্য।
আমি নতুন তাই আমি মনে করি ফরেক্স বিজনেসে প্রথমতো শুরু হয় নাইজিরিয়া থেকে তার পর এখন অনেক দেশেই আছে ইন্ডিয়া তে আছে লেবানন আছে আরো অনেক দেশে আছে ফরেক্স বিজনেস।রেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় মার্কেট আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।ফরেক্স ১ম কবে কোথায় সুরু হয় আমি জানি না ,আমি এটা জানতে চাই। আমার মনে হই ফরেক্স ১ম আমেরিকায় অথবা ইংল্যান্ড এ সুরু হয়
ফরেক্স কি এবং কেন এটি তৈরি হয়েছিল তা জানার জন্য এর ইতিহাস তো জানতেই হবে। এখন সংক্ষিপ্তভাবে এর ইতিহাস বর্ণনা করা হল আপনাদের জানার জন্য ।
১৮৭৬ সালে স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা( gold exchange standard) চালু করা হয়। এই ব্যবস্থায় মুদ্রার মূল্যমান স্বর্ণের মানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ফলে মোট স্বর্ণের মূল্যর সমপরিমাণ কাগুজে মুদ্রা কোন দেশের জন্য রাখা হত। এই পদ্ধতি বেশ ভালই ছিল। কিন্তু স্বর্ণ এর আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে এই পদ্ধতির ত্রুটি ধরা পরে এবং একে বিদায় নিতে হয়।
এই স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় যখন ইউরোপীয় দেশগুলোতে তাদের বিশাল সব প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার মতো টাকা ছিলোনা। কারণ তাদের স্বর্ণের মজুদ ঐ পরিমাণ টাকা ছাপার জন্য খুবই অপ্রতুল ছিল। যদিও এই স্বর্ণ ব্যবস্থা বাতিল হয়ে গেছে, তবুও স্বর্ণ তার মূল্য এবং মুদ্রামানে নিজের অবস্থান ভালভাবেই ধরে রেখেছে।
পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে, সকল মুদ্রার মান নির্দিষ্ট হবে এবং আমেরিকান ডলার হবে মুদ্রার জন্য নির্ধারিত সংরক্ষিত ভিত্তি যা স্বর্ণ এর বিপরীতে একমাত্র পরিমাপকৃত মুদ্রা। এই ব্যবস্থাকে বলা হয় ব্রেটন উডস ব্যবস্থা ( Bretton Woods System) যা ১৯৪৪ সালে কার্যকর হয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা আর স্বর্ণের বিপরীতে ডলার এর বিনিময় এ আগ্রহী নয় যা বৈদেশিক সংরক্ষণ হিসেবে রাখা আছে। এর ফলে ব্রেটন উডস ব্যবস্থাও বাতিল হয়ে যায়।
১৯৭৬ সালে এই ব্যবস্থা অকার্যকর হয় যার মাধ্যমে মূলত সর্বসম্মতভাবে পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়েছিল। এর মাধ্যমেই আধুনিক বৈদেশিক মুদ্রার বাজারের প্রবর্তন হয় যা ১৯৯০ সালের দিকে বর্তমান যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়।
আর এখান থেকেই ফরেক্স আমাদের সবার নাগালের মধ্যে চলে এসেছে এবং আমরা সবাই ফরেক্স করতে পারছি । আর ব্রোকার গুলো ফরেক্সকে আমাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে ।
আমি একজন নুতন ট্রেডার।আমি জানিনা যে কোন দেশে সর্বপ্রথম এই ব্যবসা শুরু হয়েছিল, তবে আমি আমার পরিচিত অনেক ট্রেডারের কাছে শুনেছি যে এই ব্যবসা আমেরিকাতে প্রথম শুরু হয়েছিল। ধন্যবাদ
ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করা নয়। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বেশ কিছু মানুষ বা গোষ্ঠী ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অমূলক বিশাল বা নিশ্চিত প্রফিটের লোভ দেখাচ্ছে। তারা ১০০% আয়ের কথা বলে বা সিগনাল দেয়ার কথা বলে কমিশনের জন্য তাদের নিচে জয়েন করাচ্ছে। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে কখনও নিশ্চিত লাভ সম্ভব নয়। অনেকেই এদের মিথ্যা প্ররোচনায় ফরেক্সের প্রতি আগ্রহী হয়ে উঠছেন যা শঙ্কার কারণ। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, তারা যেন ভুল পথে পরিচালিত না হন, বা আসলেই তারা ফরেক্স ট্রেডিংয়ের উপযুক্ত কিনা সেই জন্য বিডিপিপস ফরেক্স স্কুলের পথচলা। সাধারণ মানুষ যেন না বুঝে ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে এবং যারা ইতিমধ্যে ফরেক্স ট্রেডিং করছেন, তারা যেন তাদের অদক্ষতার কারণে লসের সম্মুখীন না হন সেই লক্ষে বিডিপিপস কাজ করে যাচ্ছে।
আমারও মনে হয় ফোরেক্স প্রথম আমেরিকাতে শুরু হয় । কারন ফোরেক্স এর বিশালতে অনেক । সে দেশ ছাড়া এত বড় কাজ আর কোন দেশ করতে পারবে কি না তা আমার জানা নাই । আর কবে শুরু হয়েছে তা আমার জানা নাই ।
ফরেক্স মার্কেট অনেক দিন আগে শুরু হয়, আমি নতুন ট্রেডার হিসেবে আমার মনে হয় ফরেক্স ব্যাবসা প্রথমে আমেরিকাতে শুরু করা হয় তা পরে আস্তে আস্তে সারা পৃথিবীসহ ছড়ে পরে তা অনেক জনপ্রিয় অর্জন করে,তাই ফফরেক্স ট্রেডার অনেক, আমাদের দেশে এর জনপ্রিয় বেরে চলছে।
ফরেক্স একটা অনলাইনে ব্যবসা।বর্তমানে এটা সারাবিশ্বেই অনেক জনপ্রিয়তা পেয়েছে। এর মূল কারন অনলাইনে পরিচালিত হওয়া।ঘরে বসে সহজেই ফরেক্স ট্রেডিং করা যায়।তবে ফরেক্স আজকাল অনলাইনে হলেও অতীতে অনলাইনে নির্ভর ব্যবসা ছিল না।তবে ফরেক্স ঠিক কবে কোথায় শুরু হয় সেটা আমি সঠিকভাবে জানিনা তবে আমার মনে হয় ফরেক্স প্রথম আমেরিকায় শুরু হতে পারে।
আমি যতদুর জানি যে ফরেক্স বর্তমানে বিশ্বব্যাপি অনলাইন প্লাটফ্রমে যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে তা একসময় এমন ছিলনা । সে সময় শুধু মাত্র কয়েকটা দেশে সীমাবদ্ধ করে ফরেক্স ট্রেড শুধু ধনীরা করতে পারত নানা ধরনের শর্তের বেড়াজালে তবে তা নিজের সীমা ভেদ করে বর্তমানে পৃথিবীর সকল দেশে একটা সুন্দর সিস্টেমে চালু আছে । রয়েছে অসংখ্যা ট্রেডার ।
ফরেক্স মার্কেটে আমি নতুন যুক্ত হয়েছি। ফরেক্স সম্পর্কে ফরেক্স কবে এবং কোথায় চালু হয় সেটা সম্পর্কে আমার কিছু জানা নেই।আমি সঠিক কিনা ১৯৯৩ সালে ফরেক্স মার্কেট অনলাইন ভিত্তিক চালু হয়।
ফরেক্স মার্কেট কখন কোথায় শুরু হয়েছিল আমি তা জানি না বা জানার জন্য আমি অনেক ছেস্ট করেছি তাও বলব না আমি শুধু মনে করি ফরেক্স মার্কেটে কিভাবে আমি ট্রেড করলে লাভ করতে পারবো তাই ভাবি তাই ফরেক্স মার্কেটে আমি কিভাবে লাভ করবো এই চিন্তাই করি আর তাই ভাবি।
ভাই আমার এই বিষয়ে কোন ধারনা নেই॥ তবে ফরেক্স মার্কেটে সম্ভবত ১৯৯৫ সালে প্রথমে অনলাইন ভিত্তিক চালু হয় । কোন দেশে এর উৎপত্তি তা আমার জানা নেই । আপনার এই পোস্টের মাধ্যমে এই ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ আপনাকে ।
ফরেক্স সর্বপ্রথম কোথায় শুরু হয় সে বেপারি আমি কিছু জানি না। তবে আমার ধারনা মতে ফরেক্স আমেরিকাতে শুরু হতে পারে। কারন আমেরিকা থেকে প্রথম আউটসোসিচং প্রচলন ঘটে। তাই আমি একটু ধারনা করে বলতে পারি এই ফরেক্স আমেরিকা থেকে প্রথম শুরু হতে পারে।
এ বিষয়ে আমার কোন ধারনা নাই তবে এত বড় একটি বিষয় হয়তোবা আমেরিকা অথবা ইংল্যান্ড এরাই আনতে পারে । আপনার যদি এটা জানা খুব দরকার হয় তবে অনেক পুরানা ট্রেডার খুজে বের করেন তারা হয়তো বা বলতে পারবেন ।
ফরেক্স সম্ভবত আমেরিকায় শুরু হয় । আমি মনে করি আমিরিকা ছাড়া এত বর ব্যবসা পরিচালনা আর কোন দেশে করতে পারবে না । আমার মনে হয় পৃথিবিতে যখন উন্নত মানের ইন্টানেট চালু তার কয়েক বছর পর ফরেক্স ব্যবসা চালু হয়েছে । আমি এ বিষয়ে সঠিক তথ্য জানি না ।
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত
আমি ফরেক্সে নতুন তাই আমি জানিনা যে ফরেক্স কবে এবং কোথায় প্রথম শুরু হয় । তবে আমি জানি যে ফরেক্স কম বেশি সব দেশে আছে । ফরেক্স এমন একটা ব্যবসা যে এটা সব দেশের জন্য দরকার । কেননা এই ব্যবসদার মাধ্যমে একদেসের টাকা অন্য দেশে ক্রয় বিক্রয়ের মাধ্যমে ফরেক্স থেকে টাকা আয় করা যায় এবং সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় । ফরেক্সে কাজ করার মাধ্যমে অনেক কিছু শেখা ও জানা যায় । এজন্য ফরেক্স সব দেশে আছে বলে আমি মনে করি ।
আসলে আমার সঠিক ভাবে জানা নেই যে ফরেক্স ট্রেডিং কোন দেশ থেকে প্রথম যাত্রা শুরু করে তবে আমি এটি জানি যে ফরেক্স ট্রেডিং আমাদের বাংলাদেশে কযেক বছর পূবে যাত্রা শুরু করে এবং এখানে খুবই অল্প সমযের ব্যাবধানে এটি বেশ জনপ্রিয় আয়ের উতস হিসাবে গ্রহনযোগ্যতা লাভ করেছে।
ফরেক্স কবে কখন কোথায় আবিষ্কৃত হয়েছিল সে সম্পর্কে অনেকে দিমত আছে ।অনেকে মনে করে ফরেক্স সরবপ্রথম আমেরিকাতে শুরু হয়েছিল এবং অনেকে মনে করে এতি প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডএ।তবে আমার জানা মতে ফরেক্স প্রথম শুরু হয়েছে ইংল্যান্ডের একদল উচ্চশ্রেণীর বনিক হাত থেকে পরবতিতে এটা সারা বিশ্বে ছরিয়ে পড়ে।
ভাই আমি সবে মাত্র ফরেক্স করছি আমি সঠীক জানিনা ফরেক্স প্রথম কোন দেশে শুরু হয়| আশা করি আপনি আমাকে বলবেন ফরেক্স প্রথম কোন দেশে শুরু হয়|
এটি সম্পক্রে যানি নাহ
কার জানা থাকলে বলবেন
ব্যক্তিগতভাবে আমার জানামতে ফরেক্স ব্যবসা বর্তমানে বিশ্বের ১৮০ টির বেশি দেশে বিদ্যমান আছে। তবে এটা জানিনা যে কোন দেশে সর্বপ্রথম এই ব্যবসা শুরু হয়েছিল, তবে আমি আমার পরিচিত অনেক ট্রেডারের কাছে শুনেছি যে এই ব্যবসা আমেরিকাতে প্রথম শুরু হয়েছিল।
আমি নতুন ট্রেডার তাই আমি সঠিক জানি না যে ফোরেক্স কবে, এবং প্রথম কোন দেশে শুরু হয় । তবে অনুমানে ফরেক্স ব্রিটিশে শুরু হতে পারে । আর আমি যদি জানতে পারি যে ফোরেক্স কবে, এবং প্রথম কোন দেশে শুরু হয় তাহলে আপনাদের সকল কে জানাবো ।
পৃথিবির সকল দেশেই ফরেক্স ব্যবসা চলে।ফরেক্স কবে চালু হয় এই সম্পর্কে আমার কোন ধারনা নে তবে আমার অনুমান যে ফরেক্স চালু হয় আমেরিকাতে।কারন এত বড় প্রতিষ্ঠান একমাত্র আমেরিকা ছাড়া আনা সম্ভব নয়।
রেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় মার্কেট আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।তাই আমার কাছে মনে হয় এখনো আমেরিকা বা লন্ডন ফরেক্স বিজনেস নেই।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস নাইজিরিয়া থেকে শুরু হয়:dance:
ভাল ফরেক্স ট্রেডার হতে হলে আপনার মধ্যে যে গুনটি সর্ব প্রথম থাকতে হবে তা হল প্রকৃত ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং ট্রেডিং জ্ঞান আর এটি আপনা আপনি ভাবে কখনই অর্ঝিত হবে না তার জন্য কঠোর অনুশীলন করতে হবে আর তার জন্য সব থেকে ভাল অনুশীলনের স্থান হল ফরেক্সের ডেমো ট্রেডিং প্লাটফর্ম। তাই ফরেক্স থেকে যারা আয় করে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে দেখতে চান তাদের উদ্দেশ্যে বলব আগে ভাল করে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে তুলুন।
আমি একজন নতুন ফরেক্সার। আমি এখনও ফরেক্স সম্পর্কে ততটা জ্ঞান অর্জন করতে সক্ষম হয় নাই তাই আমি সঠিক না। তবে আমার ধারনা ফরেক্স সর্বপ্রথম মনে হয় আমেরিকাতেই শুরু হয়েছিল । হ
ফরেক্স ট্রেডিং সেখার কোনো শেষ নেই।। আপনি যত বেশি ফরেক্স ট্রেডিং করবেন আপনার ফরেক্স দক্ষতা তত ব্রশি বাড়বে।। ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই আগে ডেমো প্রাকটিস করতে হবে।। ফরেক্স। করতে আমরা যত বেশি ডেমো প্রাকটিস করবো আমাদের তত ফরেক্স দক্ষতা বাড়বে।।
ফরেক্স ব্যবসা কবে থেকে অনলাইনে শুরু হয়েছে সে সম্পর্কে আমার জানা নেই। কিন্তু প্রস্তর বা পাথর যিুগ থেকে বিনিময় প্রথা শুরু হয়েছিল। তখন দ্রবের বিনিময়ে দ্রব দেয়া নেয়া হত। এর পর থেকে মানব সভ্যতার উন্নায়নের সাথে সাথে মানুষ টাকা আবিষ্কার করতে শেখে। এবং টাকা মান নির্ধারণ করতে শুরু করে। এর পর থেকেই বিভিন্ন দেশে অর্থ বিনিময় প্রথা অর্থাৎ ফরেক্স ব্যবসা শুরু হয়।
আসলে এ ব্যাপারে আমার সঠিক কোন ধারনা নেই। তবে আগে বিত্তশালীরা অর্থ ব্যবসা লেনদেন করত। তারপর সময়ের পরিবর্তনে কারনেসি ব্যবসায় তা পরিনত হয়। এবং এটা পরবর্তীতে ফরেক্স ব্যবসা পরিনত হয়। আমার ধারন ভুল হতেও পারে। তাই যে বিষয়টি জানেন তা শেয়ার করন।
বিশ্ব অর্থনৈতিত্বে সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী রাষ্ট মার্কিন যুক্তরাষ্টে সর্বপ্রথম ফরেক্স মার্কেটের সূচনা ঘটে যেখানে বিশ্বের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার কেনা বেচা করা হয়।ফরেক্স মার্কেট এর সুচনা হয় ১৮৭৫ সালে ইউরোপের কয়েকটি দেশ কে ঘিরে স্বর্ণ কেনা বেচা নিয়ে।পরে ১৯৪৭ সালে এবং ১৯৭১ সালে এই মার্কেট এই সাথে পৃথিবীর বড় বড় ব্যাংক গুলা জড়িয়ে জায় এবং এই ভাবে ফরেক্স মার্কেট এর উদ্ভব হয়।রুর দিকে আমাদের মত সাধারন ট্রেডার ফরেক্স ট্রেডিং করতে পারতো না। তখন বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠান অফলাইনে ফরেক্স ট্রেড করতো।পরে ইউএসএ ব্রোকার সিস্টেমের উদ্ভাবন করে ফরেক্স সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দে। আমার জানামতে এটি নব্বইয়ের দশকে শুরু হয়।
আমার জানামতে ফরেক্স ব্যবসা কবে থেকে অনলাইনে শুরু হয়েছে সে সম্পর্কে আমার জানা নেই। কিন্তু প্রস্তর বা পাথর যিুগ থেকে বিনিময় প্রথা শুরু হয়েছিল। তখন দ্রবের বিনিময়ে দ্রব দেয়া নেয়া হত। এর পর থেকে মানব সভ্যতার উন্নায়নের সাথে সাথে মানুষ টাকা আবিষ্কার করতে শেখে। এবং টাকা মান নির্ধারণ করতে শুরু করে। এর পর থেকেই বিভিন্ন দেশে অর্থ বিনিময় প্রথা অর্থাৎ ফরেক্স ব্যবসা শুরু হয়।
ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বাজার যেখানে সারা বিশ্বের মানুষ ট্রেডিং করে থাকে। অথচ আমরা অনেকেই জানিনা ফরেক্সের সদর দপ্তর কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়। এটা আমাদের যানা খুবই প্রয়োজন মনে করি। এই ফোরামে যারা আছেন আমি ফোরামের সদস্য হিসাব চাই কেউ যদি জানেন তাহলে দয়া করে আমাদের জানান। আমি জানতে খুবই আগ্রহী। আমরা ফরেক্স সম্পর্কে আরও জানার চেস্টা করব ফরেক্স ফোরামের মাধ্যমে।
আমি শুনেছি ফরেক্স শুরু হয়েছিলো গোল্ডের বিনিময়ে usd এর লেনদেনের দ্বারা৷এটি ঘটেছিলো একটি ছোট ঘটনার মধ্য দিয়ে নিউইর্য়কে৷এরপরে বিভিন্ন কারেন্সীর লেনদেন শুরু হয় ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে৷তারপরে ধীরে ধীরে পরিবর্তন,উন্নতি সাধন হতে হতে ১৯৯৩/৯৫ এর সময়ে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে এবং সকলের জন্য তা অনলাইন ভিত্তিক ট্রেড হিসেবে পরিচিতি পায়৷
আমি যতটুকু জানি আমরা এখন যেভাবে কম্পিউটার দিয়ে ঘরে বসেই ফরেক্স ট্রেডিং করছি, শুরুর দিকে অবস্থা এমন ছিলনা। শুরুর দিকে আমাদের মত সাধারন ট্রেডার ফরেক্স ট্রেডিং করতে পারতো না। তখন বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠান অফলাইনে ফরেক্স ট্রেড করতো। পরে ইউএসএ ব্রোকার সিস্টেমের উদ্ভাবন করে ফরেক্স সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দে। আমার জানামতে এটি নব্বইয়ের দশকে শুরু হয়।
ফরেক্স প্রথম চালু হয় আমিরিকাতে । কারন এতো বড় প্রতিষ্টান আমাদের প্রথিবিতে আমিরিকায় আনতে পারে। কারন আমিরিকায় হলো উন্নত দেশ যে এই গুলো তাদের চিন্তা ধারনাতেই আসতে পারে। তাই আমিরিকাই এই ফরেক্স প্রথম চা
ফরেক্স এর উৎপত্তি কবে এবং প্রথম কোন দেশে তা আমি সঠিক করে বলতে পারবো না। তবে আমার মনে হয় হয়তোবা আমেরিকারতে এর উৎপত্তি হতে পারে। যদি কোন অভিজ্ঞ ভাই সঠিক করে বলতে পারেন তাহলে পোস্টের মাধ্যমে জানালে আমরা সকলেই উপকৃত হতে পারবো। ধন্যবাদ
ফরেক্সের ঠিক কবে এবং কোথায় উৎপত্তি হয়েছিল তা আমি সঠিক জানি না। তবে আমি যতদুর জানি ফরেক্স কোন নির্দিষ্ট দেশের বা কোন মহাদেশের সমন্বয়ে গঠিত হয় নি। এটি বিশ্বের প্রায় সকল দেশ গুলোর সমন্বয়ে গঠিত এবং প্রতিটি দেশের কারেন্সি পেয়ারে এখানে ট্রেডিং করা যায়। তবে বিশ্বের যে সকল দেশের অর্থনৈতিক বাজার অনেক বড় তারাই ফরেক্সকে নিয়ন্ত্রন করে থাকে। তাই আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ফরেক্স মার্কেটের নিয়ন্ত্রন করে থাকে এবং এই সকল দেশের কারেন্সি পেয়ার গুলো অনেক জনপ্রিয়।
ফরেক্স এর উৎপত্তি কবে এটা আমার জানা নাই।অভিজ্ঞ ট্রেডার ভাইদের কাছে জানতে চাই ফরেক্স এর উৎপত্তি কবে?আমার মনে হয় ফরেক্স প্রথম চালু হয় জার্মানিতে।এটা সম্ভবত ইন্টারনেট চালু হওয়ার পর চালু হয়েছে।
"ফরেক্স" শব্দটির অর্থ হল ফরিজিন এক্সচেঞ্জ। মানে হল বৈদেশিক বিনিময়। বিদেশী বিনিময় প্রথা সেই সুদূর প্রাচীনকাল থেকেই বয়ে আসছে। ফরিজিন এক্সচেঞ্জ মার্কেট এর উৎপত্তিস্থল হল প্রাচীন মিশরে। আনুমানিক খৃস্টপূর্ব ২৫৯ অব্দে প্রচীন মিশরেই সর্ব প্রথম ফরিজিন এক্সচেঞ্জ মার্কেটের উৎপত্তি হয়। তখন বিনিময় ব্যবস্থা ছিল অন্য রকম। যেমন এক পণ্যের বিনিময়ে অন্য পণ্য অথবা স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে তার সমমুল্যমানের পন্যদ্রব্য বা খাদ্যদ্রব্য। তখন নিদৃষ্ট কোন ব্যাক্তি মাধ্যমে হাতেহাতে বিনিময় করা হত। সেখান থেকে হাটি হাটি পায়েই আজ আধুনিক ফরেক্স ব্যবসা। এখন আর সেই সনাতন বৈদেশিক বিনিময় পদ্ধতি নেই। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিনিময় করা যায়। এখন বিনিময়ের প্রধান মধ্যম হিসেবে মুদ্রা ব্যবহার করা হয়।