-
বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের মত সাধারণ ফরেক্স ট্রেডারদের কাছে আশির্বাদ স্বরুপ । আমি প্রায় অনেক দিন ধরে ফোরামের সাথে যুক্ত থেকে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত । এখানে আছে অনেক অভিজ্ঞ ট্রেডারগণ যারা প্রতিনিয়ত তাদের মূল্যবান পরামর্শের মাধ্যমে আমাদেরকে অনেক উপকৃত করছেন ।আমি ফোরাম এর বোনাস ঠিক মত পাচ্ছি ।
-
আসলে আমি এই মাসেই জয়েন কোরেছি এই বাংলা ফর্মে এর আগে আমি http://http://forum.mt5.com/ এ কাজ করতাম। ওকান থেকে তো বোনাস টা ঠিক ঠাক পেতাম কিন্তু এখানে পাব কিনা এটা নিয়ে একটু চিন্তাতে ছিলাম। কিন্তু এখন আসাবাদি যে এই ফর্ম থেকে বোনাস পাবো। কারন অনেকেই পজিটিভ কোরেছে দেখলাম।
-
আমি গত মাসেই প্রথম ফোরামে যোগ দিই এবং যে পোস্টিং করেছি তার বোনাস ঠিক মতই পেয়েছি । আসলে আমরা যদি ফোরাম কর্তৃপক্ষের নিয়ম মোতাবেক পোস্ট করি তবে এটা কোন ব্যাপার নয় যে আমাদের জন্য ঠিকমত পোস্টিং পাওয়া । সে ক্ষেত্রে নিয়ম মেনেই পোস্টিং করতে হবে এবং বেশি করে ফোরামের সাথে কানেক্টেড থাকতে হবে । ফোরাম প্রচার প্রসারেও আমর ভূমিকা রাখতে পারি ।
-
আমি ফোরামে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি । ফোরামে পোষ্ট করতে আমার ভালোই লাগে , এর মাধ্যমে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারি । ফরেক্সে কাজ করে প্রতিমাস শেষে ৩/৪ দিনের ভেতর ফোরামের বোনাস আমি পাইছি । ফোরাম থেকে ফ্রীতে এমন টাকা পাওয়া যায় বলে আমি ফোরামে রেগুলার কাজ করে যেতে চায় । এর মাধ্যমে আমি ফরেক্স সম্পর্কেও জানতে পারব ।
-
সবাই ফরেক্সের এই ফোরামের বোনাস ঠিক মত পাচ্ছে কিনা আমি তা ঠিক বলতে পারছি না তবে আমাকে কখনই ফোরামের বোনাস পেতে বেগ পেতে হয়নি ঠিক মাসের প্রথম দিনেই আমি আমার মোট পোস্টের বোনাস আমার অ্যাকাউন্টে কোন প্রকার ঝামেলা ছাড়া্* পেয়ে গেছি তাতে কোন সমস্যা হয়নি।
-
ফরেক্স এর বোনাস ঠিক মত পেতে হলে অবশ্যেই অনেক বেশি পরিমাণে আমাদের নিজেকে প্রস্তত রাখতে হবে । কেননা আমি মনে করি যে ফরেক্সে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে নিজেক প্রস্তুত রেখেই রিয়েল একাউন্টে কাজ করতে হবে । তবে সে কাজটা ঠিকমত করছে আমাদের ফোরাম । ফোরামের কারণেই আমরা সঠিকভাবেই এই রিয়েল মার্কেটে ট্রেড করে লাভবান হতে পারছি । আর দক্ষতা বাড়াতে পারছি ।
-
হা ফরেক্স ফোরাম আমি গত ছয় মাস ধরে করে আসছি এমন কি আমি প্রতি মাসের বোনাস প্রতি মাসেই পেয়ে যাই। আপনাদের কি অবস্থা আমি মনে করি কেউ যদি ফরেক্স ফোরামের নিয়ম কানুন মেনে ফরেক্স পোস্টিং করে তবে আমার মত সবাই এক বা দুই তারিকের মধ্য তার একাউন্টে বোনাস চলে আসবে।
-
আসলে আমি আমি ফরেক্স ফোরামে একেবারেই নতুন তাই ফোরাম বোনাস পাওয়ার অভিজ্ঞতা এখোনো আমার হয়নি । তবে আমার কিছু বন্ধুরা অনেকদিন ধরে ফরেক্স ফোরামে নিয়মিত কাজ করে আসছে এবং তারা বোনাস ও পেয়েছে । তাই আসা করছি সঠিক সময়ে আমিও ফোরাম বোনাস পাবো ।
-
আমর ঠিকমত যদি ফোরাম পোস্টিং করি তাহলে আমরা বোনাস পাব। কিন্তু আমরা যদি আমাদের ইচ্ছামত পোস্টিং করি তাহলে হয়তো বোনাস পাব না। বোনাস পাওয়ার জন্য আপনাকে ফোরাম এর যাবতীয় নিয়ম কানুন জানতে হবে। এবং সঠিকভাবে নিয়ম গুলো পালন করতে হবে।
-
ফরেক্স বাংলা ফোরামে আমি একজন নতুন সদস্য।ফরেক্স মার্কেট এ পোস্টিং বোনাস পেতে আমার এই পরজন্ত্র কোন সমস্যা হয় নাই তবে বাকি তা জানি না।আমি এই পর্যন্ত জত পোস্ট করেচি সব তার ভালো মত বোনাস গুলা পেয়ে গেচি এই খানে সুদু এক্তার জন্য আমি কিছু সময় বিলম্ভ করতে হয়েচে।ফোরামে বিভিন্ন জনের মতামত পড়ে বিভিন্ন বিষয়ে ভালো ধারনা তৈরী হচ্ছে।এজন্য ফোরামে পোস্টিং করতে আমার অনেক ভালো লাগে।তাছাড়াও পোস্টিং করার বিনিময়ে মাস শেষে বোনাস পেয়ে থাকি।যা দিয়ে আমি ফরেক্সে ট্রেড করতে পারছি।
-
ফরেক্স ফোরামে আমি এই মাসে নতুন। ফরেক্স ফোরামে লিখতে আমার খুব ভাল লাগে। আরোও ভাল লাগবে যখন কিনা বোনাস পাব। সবার মন্তব্য দেখে খুব ভাল লাগছে যে সবাই মাসের শেষে বোনাস পায়। আমিও পাব ইনশাল্লাহ। দেখা যাক, আমার ইচ্ছা আছে আমি ফোরামে নিয়মিত লেখালেখি করে ফরেক্স সম্পর্কে আরও অভিজ্ঞতা অর্জন করবো।
-
হ্যা ফরেক্স ফোরামে বর্তমানে ঠিকমত বোনাস প্রদান করছে আমি মনে করি। যদিও গত জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত কিছুটা বিলম্বিত হয়েছে বর্তমানে তা ঠিক করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে বোনাস পোষ্টিং এর মান কিছু উন্নতি করণ করা হয়েছে যা আপনার বোনাস পোষ্টের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে।
-
বড় ধরনের মূলধন আপনাকে ফরেক্স এ টিকে থাকতে তখনিই সাহায্য করবে যখন আপনি ডেমো ট্রেডিং এর মাধ্যমে দ্রুত নিজেকে মার্কেট সর্ম্পকে অজ্ঞ করে তুলতে পারেবেন। তবে নুতনদের জন্য অবশ্যই বড় ধরনের ইনভেস্ট থেতে বিরত থাকা উচিত।
-
আমি প্রত্যেক মাসের পোষ্টিং বাবদ বোনাস ডলার পরবর্তী মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যেই জমা হতে দেখি৷আমার বোনাস প্রাপ্তি নিয়ে কখোনোও কোনো সমস্যা বা টেনশান করতে হয়নি৷মাঝে মধ্যে দেরী হলেও বোনাস ঠিকই একাউন্টে জমা হয়ে যায়৷তাই বোনাসের দিকে নজর না দিয়ে পোষ্টের দিকেই নজরটা বেশি দিচ্ছি৷
-
হ্যা আমি নিয়মিত ফোরাম বোনাস পাচ্ছি এবং এই বোনাস দিয়েই আমি ট্রেড করছি। আমার খুব ভাল লাগে যে, আমরা ফোরামে পোষ্ট করে যখন মাস শেষে বোনাস টা একাউন্টে যোগ হয়। আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে ভাল একটি পন্থা ফরেক্স এ রিয়েল ট্রেড করার জন্য। আমি ফোরাম বোনাসের জন্য কৃতজ্ঞতা জানাই এই ফরেক্স বাংলা ফোরামকে এবং ইন্সট্র্রাফরেক্সকে।
-
ফরেক্স ফোরামের বোনাস পাইলাম,যদি কেউ বোনাস না পায় তার কোন সমস্যা হয়েছে,বোনাস পাবার জন্য আমাদের ফরেক্স মার্কেট এর একাউন্ট হাইলেভেল ভেরিফাই করে নিতে হবে,ভেরিফই হবার পরে আমরা ফরেক্স ফোরাম হতে বোনাস পাব,একটি একাউন্ট থেকে একটি লাইভ একাউন্টে বোনাস পাওয়া যাবে।
-
সবাই ফরেক্সের এই ফোরামের বোনাস ঠিক মত পাচ্ছে কিনা আমি তা ঠিক বলতে পারছি না তবে আমাকে কখনই ফোরামের বোনাস পেতে বেগ পেতে হয়নি ঠিক মাসের প্রথম দিনেই আমি আমার মোট পোস্টের বোনাস আমার অ্যাকাউন্টে কোন প্রকার ঝামেলা ছাড়া্* পেয়ে গেছি তাতে কোন সমস্যা হয়নি।
-
আমি প্রায় ৪ মাস ধরে ফোরাম পোস্টিং করছি। এখানে ফোরাম পোস্ট করতে আমার ভালো লাগে। আমি ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতেও পারি। একারনে ফোরাম পোস্টিং টা নিয়মিত চালিয়ে আসছি। আমি প্রতি মাসেই ফোরাম বোনাস পেয়ে আসছি। প্রতি মাসের ১০-১৫ তারিখের মধ্যেই আমি আমার ফোরাম বোনাস পেয়ে যাই।
-
আমি ফরেক্স ফরাম এ একদম নতুন আমি ১ মাস ধরে কাজ করতেছি।আমি এখনো বোনাস পাইনি বোনাস আমাকে দিবে সম্ভাবত ১২ তারিখের ভিতর।তবে বোনাসের থেকে আমি যেইটা বেশি শিখছি আর তা ফরেক্স ট্রেডিং মার্কেট কি করর কাজ করতে হবে।নিজের অভিজ্ঞতা কি করে অর্জন করতে হবে? কি কি করলে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো? আরো অনেক কিছুই শিখছি।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, আমি বিগত দুই মাস ধরে ফরেক্স মার্কেটে কাজ করে যাচ্ছি । আমি ফরেক্স মার্কেট থেকে গত মাসের ১ - ১০ তারিখের মধ্যে আমার পোস্টিং বোনাস পেয়ে গেছিলাম । এই মাসের পোস্টিং বোনাস এখনো পায়নি,, তবে আমি আশা করি কিছুদিনের মধ্যেই আমি আমার পোস্টিং বোনাস পেয়ে যাবো ।
-
আমি ইন্সটাফরেক্সের বাংলা ফোরামে অক্টোবর মাস থেকে পোস্ট করা শুরু করেছি এবং অক্টোবর মাসের পোষ্টের জন্য নভেম্বর মাসের 11 তারিখে আমার এটাস্ট কৃত একাউন্টে ফোরাম বোনাস প্রদান করেছে। তাছাড়া আমার পরিচিত অনেকেই আছে যারা ফোরামে অনেকদিন যাবত পোস্ট করে আসছে এবং আমি তাদের মুখে শুনেছি যে তারা প্রতি মাসেই 1 থেকে 10 তারিখের মধ্যে বোনাস পেয়ে থাকে।আর এখন পর্যন্ত আমার সাথে এমন কোন ঘটনা ঘটেনি। তবে কারো সাথে যদি এমন হয়ে থাকে প্লিজ শেয়ার করবেন।
-
আপনাকে ব্যবসায়ের জন্য পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করতে হবে, তারপরে আপনাকে বাজারটি অধ্যয়ন করতে হবে, বিশ্লেষণের পরে ধরুন আপনি 50 পিপস লাভের জন্য বাণিজ্য করেন তবে আপনাকে অবশ্যই 180 থেকে 200 পিপস স্টপ লোকস নির্ধারণ করতে হবে, এই কৌশলটি আমার পক্ষে কাজ করছে, তাই এইগুলি চেষ্টা করে দেখুন কৌশল এবং সেই অনুযায়ী আপনার নিজের ট্রেডিং পরিকল্পনা তৈরি করুন।
-
আমি প্রায় এক বছর ধরে বাংলা ফোরামে নিয়মিতই পোস্ট করি। কেননা ফোরামে পোস্ট করতে পারাটা আমার কাছে অনেকটা নেশার মতোই কারণ ফোরামে পোস্ট করে যেমন আমি আমার নিজের মনের চিন্তা ভাবনা গুলো শেয়ার করতে পারি তেমনি অন্যের করা পোস্ট পড়ার মাধ্যমে ফরেক্স সম্পর্কে অনেক অজানা নিউজ অভিজ্ঞতা জানার মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে পারি।তাছাড়া পোস্ট করার কারণে ফোরাম প্রতিমাসে আমাকে যে বোনাস প্রদান করে তা দিয়ে আমি লাইভ ট্রেডিং করতে পারি। আর এই পর্যন্ত প্রতি মাসেই আমি ফোরামের থেকে কমবেশি বোনাস পেয়েছি। কখনোই এমন হয়নি যে আমি পোস্ট করেছি কিন্তু ফোরাম আমাকে কোন বোনাস প্রদান করেনি। তাই ফোরামে পোস্ট করতে আমার খুবই ভালো লাগে।তবে শুনেছি যারা ফোরামে তাদের একাউন্ট সঠিকভাবে এটাস্ট করতে পারেনি অনেক সময় তারা ফোরামের দেয়া বোনাস থেকে বঞ্চিত হয়েছে।
-
ভাই আমি ইন্সতাফরেক্স এর স্পন্সরকৃত ফোরামের সাথে পরিচিত ২০১৫ সাল থেকে । তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইন্সতা ফরেক্স যদি কোন ফোরাম স্পন্সর করে তাহলে সেই ফোরাম থেকে অবশ্যই বোনাস পাওয়া যাবে । বাংলা ফোরামে আমার খুব বেশি দিন হয় নাই । আমি জুন মাস থেকে এই ফোরামে পোষ্ট করছি । এই অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারছি আপনি একমাসে পোষ্ট করলে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বোনাস পাবেন । তবে আমি মনে করি mt5 ফোরামের মত সাপ্তাহিক বোনাস নিয়মটা করলে আমাদের জন্য বেশি ভালো হত ।
-
আমি ফোরামের বোনাস ঠিক মতই পাচ্ছি । এ পযর্ন্ত আমার কোন অসুবিধা হয় নি । আমি মনে করি সবাই আমার মতই ঠিক মতই পাচ্ছে । আমি যে কয়জনকে চিনি সবািই ফোরাম এর বোনাস একই সাথে পাচ্ছে । মাসের ১০-১৫ তারিখের মধ্যে সবার একাউন্টে বোনাস যোগ হয়ে যাচ্ছে। আর এমনটা কোনদিন হয়নি যে কোন মাসের বোনাস প্রদান করা হয়নি।
-
প্রতি মাসের বোনাস আগে প্রথম মাসের প্রথম সপ্তাহে পাওয়া যেত। কিন্তু এখন একটু বেশি দেরি হয়। মানসম্মত পোস্ট না করলে অনেক পোস্টের বোনাস না পাওয়া যেতে পারে। তাই ভালো করে দেখে পোস্ট বুঝে আমাদের উত্তর করতে হবে। তা না হলে আমাদের পোস্ট মিসিং হতে পারে।
-
আসি ফরেক্স পোষ্টিং বোনাস করে গত মাসে ৩০ ডলার করেছিলাম।গতমাসের ৩০ ডলার আমার যোগ হয়নি।তবে আমি মনে করি এমাসে আমার পোষ্টিং বোনাস যোগ হবে।আমি ফরেক্স এ একজন নতুন।আমি চাই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে ভালো কিছু করতে।
-
আমি ২ মাস ধরে ফরেক্স ফোরামে কাজ করছি প্রথম মাসেে আমি অবহেলা করে কম পোস্ট করছিলাম, তাই কম ডলার পেয়েছি কিন্ত এই মাসে আমি প্রতিদিন ফোরামে পোস্ট করছি আর ফোরামের গুরুত্বপুর্ণ পোস্ট গুলো পরে অনেক কিছু শিখতে পারছি। আমার ফরেক্স ফোরাম একটি খুবই ভাল সাইট, যেখান থেকে প্রতি মাসেই আমরা টাকা আর্ন করতে পারি।
-
আমি ঠিক মত ই ফোরাম বোনাস পাচ্ছি। গত মাসের বোনাস পেয়েছি ৩০ ডলার আবার এই মাসের আজ ই বোনাস পেলাম ৬ ডলারের মত। আবার হয়তো সাম্নের মাসে কিছু বোনাস চলেই আসবে ইনশাআল্লাহ । ঠিক মত মান সম্মতত পোষ্ট করলে আসলে বোনাস ঠিক ঠাক মত ই চইলা আসে আর বোনাস টাও বেশি আসে। আসলে যারা শুধু বোনাসের জন্য ই পোষ্ট করে তারা বোনাস টা কম পায় কিন্তু যারা আসলেই কিছু জানানোর জন্য পোষ্ট করে থাকে তারা একটু বেশি বোনাস পায়
-
আমি প্রায় ৮-৯ মাস ধরে ফোরাম পোস্টিং করছি। এখানে ফোরাম পোস্ট করতে আমার ভালো লাগে। আমি ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতেও পারি। একারনে ফোরাম পোস্টিং টা নিয়মিত চালিয়ে আসছি। আমি প্রতি মাসেই ফোরাম বোনাস পেয়ে আসছি। প্রতি মাসের প্রথম দুইদিনের মাঝেই আমি আমার ফোরাম বোনাস পেয়ে যাই।
-
জ্বী।আমি নিয়মিত ফরেক্স ফোরামে পোস্ট করি।আর মাস শেষে ফোরাম থেকে বোনাস নিই।
-
Eurusd জোড়াতেও আমাদের একটি পরিষ্কার নিশ্চিতকরণ পেতে অপেক্ষা করতে হবে। এই জুটি গত কয়েক দিনে খুব দ্রুত কমেছে তাই আসল বিপর্যয় দেখার জন্য আরও বেশি সময় অপেক্ষা করা ভাল। বেশিরভাগ ক্ষেত্রে তীব্র পতনের পরে কেনা পুরোপুরি কার্যকর হয়। তবে ঝুঁকিবিহীন ট্রেডিংয়ের জন্য আমাদের অবশ্যই ভাল কনফার্মেশন নিয়ে বাণিজ্য করার চেষ্টা করতে হবে। আমরা কেবল একবারে কিনতে পারি না কারণ ভাল বিপরীতের জন্য আমাদের আরও বেশি সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল। আমরা উপরে আলোচনা করেছি যেহেতু কোনও জুটির আসল বিপরীতমুখী হতে আরও বেশি সময় লাগতে পারে।
-
আমি একজন কনিষ্ঠ সদস্য ফরম।কিছুদিন যাবত ধরে আমি ফোরামে পোস্ট করছি যার জন্য আপাতত এখনও আমার একাউন্টে আমার বোনাস গুলো যোগ হয়নি ।কিন্তুআমার এক বড় ভাই রয়েছে যে প্রতিনিয়ত এবং নিয়মিত করে পোস্ট করে ফর্ম ফ্রম এ পোস্ট করে সে প্রতিনিয়ত। সেতু বলা যায় যে ফ্রম এ পোস্ট করে সবাই বোনাস পেয়ে থাকে এবং পাচ্ছে বলে আমি আশাবাদী।
-
আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি তা হ'ল সর্বদা আপনার ব্যবসায়ের স্টাইলের অংশ, যেমন আপনি নিজের জ্ঞানটি কীভাবে ব্যবহার করতে জানেন তা মনে করুন তবে যদি এটি এমন অবস্থানে আসে যেখানে এটি আপনার ভাগ্যের চেয়ে সেরা প্রবেশিকা পজিশন পায় তবে আপনার কাছে এবং আপনি না করেন আপনার সমস্ত দোষের চেয়ে বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে এবং আপনি ব্যাকফুটে রয়েছেন।
-
হুম ফোরামের বোনাস সবসময় নিয়মিতভাবে পাচ্ছি। ফোরামের রুলস অনুযায়ী মাসের ১০-১৫ তারিখের মধ্যে ট্রেডিং একাউন্টে যোগ হয়ে যায়। এখন পর্যন্ত বোনাস প্রাপ্তিতে কোন ধরনের সমস্যা হয়নি আশা করি ভবিষ্যতে ও হবে না।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের মত সাধারণ ফরেক্স ট্রেডারদের কাছে আশির্বাদ স্বরুপ । আমি প্রায় অনেক দিন ধরে ফোরামের সাথে যুক্ত থেকে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত । এখানে আছে অনেক অভিজ্ঞ ট্রেডারগণ যারা প্রতিনিয়ত তাদের মূল্যবান পরামর্শের মাধ্যমে আমাদেরকে অনেক উপকৃত করছেন ।আমি ফোরাম এর বোনাস ঠিক মত পাচ্ছি ।
-
সবাই ফরেক্সের এই ফোরামের বোনাস ঠিক মত পাচ্ছে কিনা আমি তা ঠিক বলতে পারছি না তবে আমাকে কখনই ফোরামের বোনাস পেতে বেগ পেতে হয়নি ঠিক মাসের প্রথম দিনেই আমি আমার মোট পোস্টের বোনাস আমার অ্যাকাউন্টে কোন প্রকার ঝামেলা ছাড়া্* পেয়ে গেছি তাতে কোন সমস্যা হয়নি।
-
আসলে যখন প্রথম ফোরাম পোষ্টিং করা শুরু করেছিলাম তখন অনেকটা কৌতুহল বসত হয়েই বাংলায় পোষ্টিং করা শুরু করি। প্রথম দিকে আপনার মতই ভাবছিলাম যে, মাস শেষে বোনাস পাব তো? সেই কৌতুহল থেকেই আমার ফোরাম পোষ্টিং শুরু। প্রথম মাসে মাত্র ৩ ডলার বোনাস পেয়েছিলাম। যদিও খুবই সামান্য। কিন্তু তারপরও খুবই ভাল লাগছিল। বোনাস বলে কথা। আর এ মাসে আমি ৫০ ডলার বোনাস পেয়েছি। বোনাস পেয়ে আমার খুবই ভাল লাগছে। আমি ফোরাম পোষ্টিং টা নিয়মিত চালিয়ে যেতে চাই। কারন এই ফোরাম এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি। অনেক কিছুই শিখতে পারি। আর আমি আমর ভুল গুলো সংশোধন করতে পারি।
-
হ্যা ফোরাম বোন্স ঠিক মত ই পাচ্ছি আমি। আসলে বোনাস পাওয়াটা নির্ভর করে আপনি কি পোস্ট করছেন তার উপর। যদি আপনি ভালো কিছু পোস্ট করে থাকেন তাহলে ভালো পরিমান বোনাস ই আপনাকে দেওয়া হবে। আর যদি আপনি ভালো মানের কোন পোস্ট না করেন তাহলে আপনাকে খুব কম পরিমান বোনাস দেওয়া হবে। আমি অনেক দেখেছি যে অনেকে অনেক বেশি পোস্ট করে কিন্তু বোনাস পায় খুব সামান্য আবার অনেকে অল্প পোস্ট করে বোনাস পায় বেশী
-
আমার প্রিয় ভাই, আপনি যদি একটি ভাল বোনাস পেতে চান তবে আপনার ভাল দম হতে পারে তবে এর জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ আমরা এ থেকে অনেক ভাল জ্ঞান অর্জন করব। আমরা জ্ঞানটি অন্যের কাছে পৌঁছে দেব এবং আমরা অন্যের কাছ থেকে আরও ধন্যবাদ জানাব এবং তাদের কাছ থেকে আমরা ভাল বোনাস পাব।