-
ফরেক্স মার্কেটে অনেকেই না জেনে বুঝে শুধুমাত্র কাঁড়ি কাঁড়ি ডলার উপার্জনের জন্য চলে আসে । কিন্তু গ্লোবাল এই মার্কেট থেকে ডলার উপার্জন করতে হলে প্রচুর ধারণা রাখতে হবে এই ফরেক্স মার্কেট সম্বন্ধে । আর শুধুমাত্র সামান্য জ্ঞান তথা বাই/সেল দেয়া কিছু ক্যান্ডেলস্টিক বুঝেই যদি কেউ এই মার্কেটে ডিপোজিট করে তবে স্পষ্টই বলা যায় তার একাউন্ট জিরো হতে সম লাগবেনা । তাই আগে ভালভাবে শিখে জেনেই তবেই এই মার্কেটে পা রাখা উচিৎ ।
-
ফরেক্স মারকেটএ বেশী রভাগ আসে শটকাটে বড় লোক হতে চাই এটা যেমন সত্য তেমনি ফরেক্স মার্কেটে তেমন শর্টকার্ট বলে কিছুই নাই সেটাও তেমনি সত্য । মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই মার্কেটের উপর জানতে হবে । মার্কেটেকে রেসপেক্ট করতে হবে । অ্যনালাইসিস করতে হবে ।
-
আমি বলবো যারা ফরেক্স মার্কেট এ নতুন এসেছে তাদের আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । প্রথম এ ডেমো ট্রেডিং করে শিখতে হবে । নুন্নতম ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন এনালাইসিস করতে শিখতে হবে । ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । রিয়েল অ্যাকাউন্ট এ লস করলে আবার ডেমো ট্রেডিং করে ভালো দক্ষতা অর্জন করতে হবে ।
-
ফরেক্স ট্রেডিংয়ে যারা একবারে নতুন ট্রেডার তাদের উদ্দেশ্যে বলব আপনারা ফরেক্স ট্রেডিংকে আয়ের উতস হিসাবে বেছে নিয়ে বেশ ভালই করেছেন কারন এখান থেকে সত্যিই সলিড ভাবে আয় করা সম্ভাব তবে তার জন্য ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা এবং ট্রেডিং জ্ঞান অবশ্যই থাকতে হবে পাশাপাশি লোভ,আবেগ,উত্তেজনা ইত্যাদিকে একেবারে দূরে সরিয়ে দিয়ে তার পর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি ও নতুন তাই নতুন দের জন্য কিছু বলার নেই, তবে কিছু দিন কাজ করে যা বুঝলাম এখনে সব থেকে বেশী কাজ করে লোভ , আর কথায় অাছে অতি লোভে তাতি নষ্ট ,নিজের লোভকে কন্ট্রল করতে হবে এবং ধৈর্য সহকারে ফরেক্স কাজ করতে হবে । এছাড়া ট্রেড করার পূর্বে এনালাইসিস করে ট্রেড করতে হবে ।
-
আশা করি আমাদের মত ট্রেডারদের শেখার জন্য কাজ দিবে।আসলে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সফল হবো।আমরা যারা নতুন ট্রেডার তাদের অনেক কিছু শেখার আছে।আশা করছি এই ফোরাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারব।সামনের দিন গুলো ভাল যাবে বলে আমি মনে করি।
-
ফরেক্স ট্রেডিংয়ে যারা একেবারেই নবীন তাদের ফরেক্স ট্রেডিংয়ে স্বাগতম পাশাপাশি তাদের উদ্দেশ্যে বলব এখান থেকে যদি নিয়মিত ভাবে আপনি ট্রেড করে প্রফিট লাভ করতে চান তা হরে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিংযের উপর ভাল জ্ঞান রাখতে হবে সাথে সাথে লোভ,লালসা,আবেগ ইত্যাদিকে পরিহার করতে হবে আর তা হলেই আপনার পক্ষে এখানে সফলতার সাথে টিকে থাকা সম্ভাব হবে।
-
ফরেক্সে নতুনদের জন্য আপনি যেগুলো বলেছেন অনেক ভালো এবং সঠিক বলেছেন বলে আমি মনে করি। মূলত এগুলোর পাশাপাশি আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ভাগ্যের ওপর নির্ভরশীলতা এমন চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। কেননা অনেকেই ফরেক্স কে ভাগ্যে বলে মনে করে যেটা ঠিক না করং ফরেক্সে দক্ষতাটা সবচে গুরুত্বের।
-
ফরেক্সে নতুনদের জন্ন অনেক কিছু জানার আছে তবে ইছছা থাকলে আস্তে আস্তে যানা যাবে । এখানে শুরু করেই প্রফিটের আশা করা যাবে না । প্রথমেই ডিপোজিট করা যাবে না । আগে ডেমোতে ট্রেড করে তার পরে যখন প্রফিট হবে তখন ডিপোজিট করতে হবে । লোভ না করে যদি আস্তে আস্তে অল্প অল্প প্রফিট নিলে আর অসুবিধা হয় না ।
-
যারা ফরেক্স মার্কেট নতুন এসেছেন তাদের জন্য সর্ব প্রথম করণীয় হচ্ছে । যে তেদের নূন্যতম ৬ মাস ধরে ডেমোতে ট্রেডিং করে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে ।
এবং আবেগ ও লোভের বর্ষবর্তী হয়ে কাজ করা যাবে না । ধর্য্য ধরে মার্কেট সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে । এবং এই সকল তথ্য বিবেচনা করে তারপর কাজ করতে হবে তাহলে নতুনরা সফল হবে ব্লে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকা এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন।এই নিয়ম ণ্ডলো হল-
1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করতে হবে।
2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন করতে হবে।
3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস করতে হবে।
4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন করতে হবে।
5)অভার ট্রেডিং বন্ধ করতে হবে।
-
আমার মতে একজন নতুন ট্রেডারের সবচেয়ে বেশি ডেমোতে গুরুত্ব দেয়া উচিত । কারণ ডেমো করার অনেক সুফল রয়েছে এবং এর মধ্য প্রদান হল ডেমো করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স কৌশল শিখতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে নিজের স্কিল বৃদ্ধি করতে পারবে । এছাড়াও একজন নতুন ট্রেডারকে লোভহীন এবং ধৈর্য্যশালী হতে হবে ।
-
ফরেক্স এ যারা নতুন তারা অনেক পদক্ষেপ গ্রহন করতে হবে এবং অনেকটা শর্ত মেনে চললে অনেকটা সাফল্য অর্জন করতে পারবে। প্রথমতে, নিজেকে অনেকটা আত্মবিস্বাস করতে হবে, অনেক প্ররিশ্রম ও ধৈয্য ধরতে হবে। লোভ করা যাবে না। লোভটাকে সামলে রেখে ফরেক্স এ কাজ করতে হবে। যারা লোভ করে ফরেক্স এ আসে তারা ফরেক্স এ বেশী দিন টিকে না। তা আমাদের লোভ ত্যাগ করতে হবে। ফরেক্স এ ভাল অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করে অনেক জ্ঞান অর্জন করতে হবে। ফ্রী ডেমোতে ট্টেড করে ট্টেড করা শিখতে হবে। এছাড়া ফরেক্স সম্পর্কে কুটিনাটি সব বিষয়ে জানতে হবে।
-
:rules:আমি ফরেক্সে নতুন আমি মনে করি আমারমত যারা নতুন তারা যদি এইকাজগুলো (১। লোভ থেকে বিরত থাকা, ২। ধৈ্র্য ধারন করা, ৩। ফরেক্স সম্পরকে ভালভাবে জ্ঞান অর্জন করা, ৪। ডেমোতে কাজ করা) করতে পারে তাহলে সে ফরেক্সে ভাল করতে পারবে।
-
হেলো আমার নতুন ফরেক্স বন্ধুরা , ধন্যবাদ ফরেক্স ব্যবসাতে যোগদান করার জন্য । কিন্তু তোমান্দের জানা উচিত যে ফরেক্স ব্যবসা করতে হলে তোমাদের টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি ও ট্রেডিং অভিজ্ঞতা প্রয়োজন । তাই ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই তোমরা সতর্ক থাকবা । যারে তোমরা লস না করো বেশি বেশি ।
-
যারা ফরেক্সে নতুন তাদের জন্য ফরেক্স সম্পর্কিত অনেক কথা বলার থাকে । যারা ফরেক্সে নতুন তারা কেবল জানে ফরেক্স থেকে টাকা আয় হয় । কিন্তু কিভাবে হয় , লাভ কিসে হয় আর লস কিসে হয় তা তাদের ভালো জানা থাকে না । নতুনদের ফরেক্সে টাকা আয় করায় প্রধান লক্ষ্য । কিন্তু ফরেক্সে যারা নতুন তাদের ভালো ভাবে ফরেক্স বুঝতে হবে , ফরেক্সে ট্রেড করা শিখতে হবে । ফরেক্সে লাভ করতে হলে এনালাইসিস করা শিখতে হবে । ট্রেড করা সময় কোন লোভ করা যাবে । ফরেক্সে লোভ খুব খারাপ । ফরেক্সে লোভ করলে লস হয় । তাই নতুন্দের ফরেক্সে লোভ করলে চলবে না ।
-
ফরেক্স এ নতুন অবস্থায় আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। তারপর একটি ডেমো একাউন্ট করে ট্রেড করা শিখতে হবে। যখন আপনি নিজেকে সফলতার দিক খুজে পাবেন লাভে থাকবে তখন লাইভ ত্রেড করা উচিত। আর মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। আর বেশি লোভ করা যাবে না।
-
ফরেক্স এ যারা নতুন তাদের সবার আগে ফরেক্স এর ব্যাপারে ভালো করে অভিজ্ঞতা অর্জন করতে হবে , তারপর ফরেক্স এ প্রথম প্রথম বেশী বেশী সময় দিতে হবে ফরেক্স এর ব্যাপারে ভালো করে অভিজ্ঞতা অর্জন করার পর আমাদের ফরেক্স এ ট্রেডিং করার জন্য ভালো করে অনেক বেশী সময় ধরে আগে ডেমো ট্রেড শিকতে হবে , তারপর ফরেক্স এ আসল ট্রেড শুরু করতে হবে । আরও কিছু বিষয় হল ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের বিশ্বাস এবং শ্রম দিয়ে কাজ করতে হবে কখনও লোভ করার যাবে না ।
-
ফরেক্স,করার জন্য প্রথমেই ফরেক্স সমন্ধ্যে ধারনা লাভ করতে হবে।। ফরেক্স ট্রেডিং শিখতে হলে অবশ্যই ডেমো প্রাকটিস করতে হবে।। ডেমো করতে ডেমোর প্রতি সিরিয়াস হতে হবে।। লোভ কন্ট্রোল করতে হবে।। ধৈরয ধারন করতে হবে।।।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে নতুন যারা তারা প্রথমে লোভ থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত ট্রেড করা যাবেনা এবং বেশি করে ডেমো প্রেকটিস করতে হবে, ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে।
-
ফরেক্স র্কেটে যারা নতুন তাদের জন্য আমার কথা হলো- ফরেক্স সম্র্কে ভাল ঞ্জান র্জন করতে হবে। ডেমোতে অনেক ভালো করে প্রাক্টিস করতে হবে ফরেক্স নিয়ে বিভিন্ন এনালাইসিস করতে হবে। কোন লোভ করা যাবে না। মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। যারা ভাল যানে তাদের কাছ থেকে শিখতে হবে।
-
ফরেক্স মার্কেট এ নতুন যারা তাদের জন্য আমার মতামত হল আপনারা যদি ফরেক্স সর্ম্পকে সর্ম্পন জ্ঞান অর্জন না করে ফরেক্স করে থাকেন তাহলে আপনি ভুল পথে হাঁটছেন । তাই আমি বলবো ফরেক্স সর্ম্পকে ভালো ভাবে জ্ঞান অর্জন করুন এবং তারপর আপনি ফরেক্স এ ডেমো ট্রেড এ সাফ্যলতা অর্জন করুন
-
ফরেক্স এ যারা নতুন তাদের অনেক প্ররিশ্রম করতে হবে,ডেমো ট্রেড করতে হবে লোভ কম করতে হবে,কম বিনিয়োগ করতে হবে ।
-
ফরেক্স এ যারা নতুন তাদের জন্য আমি কিছু বলতে চাই সেহেতু আমিও একজন নতুন ট্রেডার সে অভিজ্ঞতা থেকেই বলছি , সবার আগে অতিরিক্ত আত্মবিশাস ত্যাগ করতে হবে , অতিরিক্ত লোভ , অল্প জ্ঞান এ কনভাবেই ট্রেড না করা প্রতিটা ইন্ডিকেটর জেনে ভুজে ট্রেড বসানো । সুতুরাং পরিপূর্ণ জ্ঞান লাভ করে তবেইট্রেড সুরু করা ।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডার বা যারা নতুন প্রবেশ করেছেন তদের জন্য আমার পরামর্শ হল,
১) লোভকে নিয়ন্তন করুন।
২) আবেগকে কন্টোল করুন।
৩) নিয়মিত মার্কেট পর্ষাবেক্ষন করুন।
৪)মনোযোগ সহকারে ট্রেড করুন।
৫) ভাল ট্রেডারকে ফলো করুন।
-
এই উপদেশগুলো আমাদের জন্য অবশ্যই অনেক বেশি ইফেক্টিভ । আসলে আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা জানি যে প্রথম অবস্থায় নিজেদের গুছিয়ে তোলা অনেক বেশি পরিমাণে কষ্টকর ব্যাপার । আর আমি নিজেও একজন নতুন ট্রেডার হিসেবে সবসময় চেষ্টা করছি নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য । তবে নিজের ধৈর্য্য ধরে রাখাটা অনেক বেশি গুরত্বপুর্ণ এখানে ।
-
আসলে আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমার জন্য এই কথা গুলো খুবই উপকারি। যেমন, লোভ ত্যাগ করতে হবে, ধৈর্য ধরতে হবে, ডেমোতে বেসি বেসি ট্রেড করতে হবে,প্রথমেই ডিপুজিট করা যাবে না,ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে,বেশি বেশি চেষটা করেত হবে। আপনাকে ধন্যবাদ, এই পরামর্শ দেবার জন্য ।
-
নতুন অবস্থায় ট্রেডাররা দিবা স্বপ্ন দেখে যে ফরেক্স ট্রেডিং করে অল্প দিনেই কোটিপতি হয়ে যাবে। নতুন ট্রেডারদের বলবো কোটিপতি হওয়ার দিবা স্বপ্ন ত্যাগ করে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে এবং ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করতে হবে অনেক দিন । তবেতবেই ফরেক্স এ সফলতা আসবে ।
-
লোভ ফরেক্স এর সবচেয়ে বড় সমস্যা । নতুন ট্রেডাররা বেশি লাভ করার লোভ সামলাতে পারেনা তাই অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে বড় লট এ ট্রেড এন্ট্রি নিয়ে থাকে ফলে মার্জিন অনেক কমে যায় এবং প্রাইস কিছু পিপস বিপরীতে যাওয়ার ফলে একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় । তাই লোভ ত্যাগ করে কম লিভারেজ ব্যবহার করে ছোট লট এ ট্রেড এন্ট্রি নিলে প্রফিট করা যাবে।
-
মানি ম্যানেজম্যান্ট ফলো না করা । নতুনরা মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জানতে , বুঝতে ও ফলো করতে চায় না , ফলে ফরেক্স এ বড় রকমের লস এর শিকার হয়। একাউন্ট ব্যালেন্স বা মুলধনের আকার বাড়তে দেখলেদেখলেই , ট্রেডিং লট এর আকার বড় করে দেয় । তাই একটি ট্রেড এ 5$ লাভ হলে, আর একটি ট্রেড এ 30$ লস করে। সুতরাং ফরেক্স এ মানি ম্যানেজম্যান্ট এর বিকল্প নেই ।
-
ডেমো অ্যাকাউন্ট দেখে শিখে ভাল ভাবে ট্রেড করা। তা নাহলে সহজেই পড়ে জওয়ার সম্ভাবনা রয়েছে। ভাল ভাবে ডেমো অ্যাকাউন্ট থেকে শিখে ট্রেড করা উচিৎ। তাই আমি বলব ভাল করে আগে ডেমো অ্যাকাউন্ট থেকে শিখা উচিত।
-
ফরেক্স এ নতুন্দের জন্য অনেক কিছু মানার আছে। বেশি করে ধর্য্যশীল হতে হবে। অকারনে ট্রেড ওপেন করতে হবে। আপনি ইচ্ছা করে মার্কেট মুভ করাতে পারবেন না। এটা সব সময় মনে রাখতে হবে। কারন আমরা এখানে বিগ ট্রেডার নই। আমরা রিটেইল ট্রেডার। আর মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
-
ইন্ডিকেটর এর উপর একক ভাবে নির্ভর করা নতুন ট্রেডারদের আর একটি বড় ভুল। ইন্ডিকেটর মার্কেট এর তাৎক্ষণিক অবস্থার ইংগিত দেয় যার উপর নির্ভর করে ট্রেড এন্ট্রি করা হয়। তবে ইন্ডিকেটর সবসময় সঠিক দিক নির্দেশনা দেয় না ।
-
মার্কেট আপট্রেন্ড কিন্তু ইন্ডিকেটর নির্দেশ দেয় ডাউনট্রেন্ড, ফলে সেল এন্ট্রি ওপেন করে লাভ এর জাগায় অনেক বড় রকমের লস এর সম্মুখীন হতে হয় । তাই ইন্ডিকেটর এর উপর একক ভাবে নির্ভর না করে , মার্কেট এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
-
স্টপ লস ও টেক প্রফিট এর ব্যবহার না করা । স্টপ লস ব্যবহার না করার কারণে অনেক ট্রেডার ফরেক্স এ তাদের মুলধন হারিয়ে পথের ফকির হয় । স্টপ লস ব্যবহার করলে একটি নির্দিষ্ট প্রাইস এ গিয়ে ট্রেড অটো বন্ধ হয়ে যাবে , ফলে লস একটি নির্দিষ্ট পরিমাণে হয়ে থাকবে । একাউন্ট হারানোর ভয় থাকে না ।
-
আবার টেক প্রফিট সেট না করার কারনে অনেক সময় প্রফিট এ থাকা ট্ট্রেডটি লস এ চলে যায় , এমনকি অনেক বড় ধরনের লস হয়, অনেক ট্রেডার তাদের মুলধন হারিয়ে বসে। টেক প্রফিট সেট করা থাকলে তা একটি নির্দিষ্ট প্রাইস এ গিয়ে প্রফিট নিয়ে ট্রেড টি অটো বন্ধ হয়ে যেত।
-
আমার মনে হয় ফরেক্সে অধিকাংশ নতুন ট্রেডারই লস করেন। তাদের মূল সমস্যা তারা মার্কেট না বুঝে ট্রেড করে। তারা এলোপাথাড়ি ট্রেড করে ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু নতুন দের অনবশ্যই ধৈর্য ধরে টিকে থাকতে হবে, মার্কেট ভালো ভাবে এনালাইসিস করা শিখতে হবে। প্রথমে ডেমো ট্রেডিং করে অনুশীলন করতে হবে। শুরুতেই ঝুকি নেয়া যাবে না। সবসময় মার্কেট বুঝে ট্রেড করতে হবে।
-
হেলো ফরেক্স নতুন বন্ধুরা তোমাদের স্বাগতম ফরেক্স মার্কেটে জয়েন করার জন্য । ফরেক্স খুব ভাল ও সব থেকে বড় ব্যবসা এই পৃথিবীতে । আমি ফরেক্স করি আর সাথে সাথে অন্যদের ও বলি ফরেক্স মার্কেটে জয়েন করার জন্য । এখব মনে রেখো ডেমো ট্রেড, ইনভেস্ট ও অনেক অনেক এনালাইসিস করা খুব জরুরি ফরেক্স করার ক্ষেত্রে ।
-
নতুন ট্রেডারদের জন্য আমি এডভাইস করব যে তারা যেন লোভে পরে ওভার ট্রেডিং না করে এবং মানি ম্যানেজমেন্ট করে। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করলে অবশ্যই সে ৯০ শতাংশ লসের খাতায় চলে যাবে। আর টেক প্রফিটের ব্যবহার করক আর না করুক কিন্তু স্টপ লসের ব্যবহার যেন অবশ্যই করে।
-
১। লোভ ত্যাগ করতে হবে।
২। ধৈর্য ধরতে হবে।
৩। ডেমোতে ট্রেড করতে হবে।
৪। প্রথমেই ডিপুজিট করা যাবে না।
৫। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।
৬। টাকা নয়, আগে দক্ষতা অর্জন করতে হবে।
৭। যাবতীয় সকল নিয়ম নীতি মেনে চলতে হবে।