-
ফরেক্স মার্কেট এ প্রতি মাসে যেমন ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করা সম্ভব ঠিক তেমনি আবার ফরেক্স মার্কেট এ সব কিসু লস করে একেবারে শূন্য হয়ে যাওয়া ও সম্ভব এর সব কিসুই নির্ভর করে আমাদের দক্ষতার উপরে ফরেক্স মার্কেট এ যারাই ট্রেড করে তাদের উচিত নিজে নিজে ট্রেড করা অন্য কে অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে ফরেক্স এ নিয়ে আসা ঠিক হবে না কেননা সবাই এক রকম ভাবে ট্রেড করে প্রফিট করতে পারে না তাই লস এর কারণে আপনার এবং ফরেক্স মার্কেট দুইটির ই দুর্নাম হতে পারে আমরা যারা নতুন ট্রেদার তাদের উচিত হবে ভালো করে বুঝে শুনে ফরেক্স মার্কেট ই ট্রেড করা আর যারা দক্ষ তাদের উচিত হবে ফরেক্স এর লাব না ঝুকির দিকটি সবাই কে বুঝিয়ে বলা কারণ ফরেক্স যত সহজ আসলে ততটা সহজ নয়
-
ফরেক্সে আয় করা খুব সহজ যদি আপনি ফরেক্স সম্পর্কে একটু ধারনা রাখেন। আমরা যদি নিয়মিত ফরেক্স নিয়ে কাজ করি তাহলে আমরা ফরেক্স থেকে প্রচুর পরিমানে আয় করতে পারব ।
-
ফরেক্স আয় করা মটেও সহজ নয় যতটা একে দেখে মনে হয়, আপনি অনায়েসে এখান থেকে লাভ বের করে নিয়ে জেতে পারবেন না। হয়ত দু একবার ভাগ্যর জোরে পার পেয়ে গেলেও একটা শময় ফরেক্স আপনি লুজার হবেনি যদি আপনি এই মার্কেট নিয়ে যথেষ্ট জ্ঞান লাভ করতে না পারেন।
-
ফরেক্স থেকে অনেক আয় করা সম্ভব তবে ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। ধারণা না থাকলে অন্যের প্রলোভনে ফরেক্সে টাকা ইনভেষ্ট করলে লাভে তুলনায় লসের সম্ভাবনা বেশি। সুতরাং ভাল ভাবে জেনে ফরেক্স করলে অবশ্যয় আয় করা সম্ভব।
-
কাজ করলে আয় অবশ্যই হবে। কিন্তু কাজ শিখতে হবে,কাজের দক্ষতা অর্জন করতে হবে। কিছু প্রতারনা চক্র ফরেক্স এ কম শ্রমে ৪০-৫০ হাজার টাকা আয় করার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে। নিজে যাচাই করে এই কাজ শুরু করলে এসব ঝামেলাই পরতে হয় না।
-
আমি মনে করি ফরেক্স থেকে টাকা ইনকাম করা সহজ বিসয়ে না অনেকে বলে যে ফরেক্স এ টাকা আই করা সহজ এটি সম্পূর্ণ ভোল
-
বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি তাই আমাদের দেশের জন্য ফরেক্স বেশি সহায়ক ।
-
ফরেক্স নিয়ে অনেকে এম এল এম বেবসাও নাকি করে, আমি অবাক হয়ে জাই এত শুন্দর একটি বিষয় তারা কতটা নিচে নামিয়ে নিয়ে এসেছে শুধু অরথের লোভে। তারা নিজের মেধা না খাতিয়ে নিজের কটু বুদ্ধিকে কাজে লাগানকে বেসশি বুদ্ধিমানের কাজ মনে করে।
-
ফরেক্স এ আয় করা অনেকে যত সহজ মনে করে ততটা সহজ নয়, ফরেক্স মাের্কটে আয় করতে হলে ফরেক্স সম্পের্ক অবস্যই ভাল জ্ঞান থাকতে হবে এবং কাজ করার মানষিকতা থাকতে হবে। কেউ যদি কঠোর অনুশীলন করতে পারে তবে সে অবস্যই এখান থেকে মাসে অনেক টাকা আয় করতে পারে।
-
জীবন বাঁচানোর জন্য জীবিকা হিসাবে মানুষ কোন না কোন কাজ করে থমাধ্যমেই মানুষ কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করে জীবিকার পথ হিসেবে তা বেছে নেয়। জীবিকার পথ হিসেবে মানুষ যে পন্থাকে বেছে নেয় তাই মূলত তার ক্যারিয়ার । মূলত মানুষ তার ক্যারিয়ার ঠিক করতে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। ফরেক্স ব্যবসা ভাল একটি কাজ ও জীবিকার পথ ।
-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান আপনি অল্প সময়ে অধিক আয় করতে পারবেন বা করা যায় তবে ফরেক্সে আয় করতে হলে আগে এর সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। ফরেক্সের উপর ভাল জানা না থাকলে কাজ করা সম্ভব নয়। ফরেক্স এ লাভ করা সম্ভব কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে নয়।
-
ফরেক্স থেকে নাকি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব এভাবে মানুস্কে প্রলোভন দেখিইয়ে বেশ কিছু লোক প্রচার চালাচ্ছে এবং তা শুধু শাধারন মানুস্কে প্রতারিত করার জন্যই। কাউকে লোভ দেখিইয়ে ফরেক্স মার্কেট এ আনার দরকার নেই, যারা ফরেক্স মার্কেট এ আসবে ফরেক্স সম্পর্কে বুঝে শুনেই আসবে। আমদের উচিত অনদের এশব বিষইয়ে অন্নকে সতর্ক করা এবং ফরেক্স সম্পর্কে সঠিক তথ্য দেয়া।
-
জীবন বাঁচানোর জন্য জীবিকা হিসাবে মানুষ কোন না কোন কাজ করে থমাধ্যমেই মানুষ কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করে জীবিকার পথ হিসেবে তা বেছে নেয়। জীবিকার পথ হিসেবে মানুষ যে পন্থাকে বেছে নেয় তাই মূলত তার ক্যারিয়ার । মূলত মানুষ তার ক্যারিয়ার ঠিক করতে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। ফরেক্স ব্যবসা ভাল একটি কাজ ও জীবিকার পথ ।
-
ফরেক্সে অনেক আয় করা যায়।ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন কিন্তু আপনার ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আমরা যদি নিয়মিত ফরেক্স নিয় কাজ করি তাহলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।তবে বেশি বিনিয়োগ করলে আপনি বেশি আয় করতে পারবেন।
-
ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অল্প জ্ঞান নিয়ে ফরেক্স শুরু করলে করলে আপনার লসের সম্ভাবনাই খুব বেশি। ফরেক্সের মতো সুবিধা আপনি কোন শেয়ার মার্কেটেও পাবেন না। ফরেক্সের মাধ্যমে আপনি প্রচুর পরিমানে আয় করতে পারবেন। তার পর আমরা জদি নিয়মিত ফরেক্স নিয় কাজ করি তাইলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।
-
-
আমি মনে করি কাজ করে ফরেক্সে ভালো আয় করা যায়। তবে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে ফরেক্সে আসা উচিত না। তাহলে লস হবার সম্ভাবনা অনেক । ফরেক্সে জেনে শুনেই কাজ করা উচিত ।
-
আমি ভাবি যে এক মাত্র ফরেক্স এ আছে অল্প সময়ে বেশি টাকা পাওা যায়, কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম দিয়ে.........।
-
আমিতো মনে কির আপনি অন্যর কথায় কান দিয়ে আহে আপনারটা ভাববেন।
এবং এ সম্পর্কে নিজে টাই করবেন তা হবে বাস্তব প্রমাণ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করা অনেক লাভ জনক। অনেকে লোভ এ ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসে কিন্তু তারা অনেক রিস্ক নিয়ে অ্যাকাউন্ট ০ করে ফেলে তাই আপনি অনেক বুজে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসেন। ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড করে মাস এ অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমার এক বড় ভাই মাস এ ৪০০০০০ টাকা ইনকাম করে এই ফরেক্স মার্কেট থেকে তাই আপনি চেষ্টা করলে আপনি ও ইনকাম করতে পারবেন।
-
ফরেক্স থেকে সত্যই মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করা যায়। অনেকে আয় করছে সাথে আমিও আয় করছি। তবে কাউকে লোভ দেখিয়ে ফরেক্সে আনা ঠিক নয়। কারণ এটি একটি ব্যবসা। এখানে লাভ লস আছে।
-
ফরেক্স একটি অনন্য অসাধারন ব্যবসা এবং এখানে আসলেই ৪০-৫০ নয় আনলিমিটেড আয় করা যায় এটা সত্য। কিন্তু তার জন্য দরকার একজন লোকের দৃঢ় মোনবল, ইচ্ছা, পরিশ্রম, বিশ্বাস, পুজি, শিক্ষা, এবং অনুশীলন। এগুলোর একটি ছাড়াও এখানে আয় করা এতটা সহজ নয় যতটা একজন ভাবে। তাই আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভালভাবে এ বিষয়ে জেনে নিয়ে তারপর এই ব্যবসায় নামা। এবং নিশ্চিত আপনি আয় করতে পারবেন যদি আপনার অধ্যবসায় ঠিক থাকে।
-
ফরেক্স থেকে অল্প দিনে কোটিপতি হওয়ার চিন্তা থাকলে এ ব্যবসায় না আসায় উচিৎ । এ ব্যবসা থেকে সফল হতে হলে আপনাকে অন্য যে কোন ব্যাবসার মত এখানে বিনিয়োগ করতে হবে । এবং লাভ করতে হলে সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে ।
-
ফরেক্স সমন্নধে ভাল জ্ঞান থাকলে ভালই আয় করা যাই। ফরেক্স এ ভাল করে আয় করতে হলে অনেক পড়াশুনা আর অনুশীলন করতে হবে। তাহলে ফরেক্স থেকে ভাল উপার্জন করা যাবে।
-
ফরেক্স এ কাজ করতে হলে অবশ্যই আগে বুঝতে হবে তারপর কাজ আরাম্ভ করা উচিত। কারন অনেকই আছে যারা না বুঝে কাজের জন্য এখানে আসে কিন্তু পরে ফিরে যায়।
-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । কাজ না শিখে কাজ করা যাবে না।ফরেক্স এ লাভ করা সম্ভব কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে নয় তাই ভাল।
-
আমি একজন ছাত্র আমি আমার অপচয় হওয়া সময় ফরেক্স এ ব্যয় করছি এতে আমি ফরেক্স হতে যা পাব তাই আমার কাছে অনেক।
-
আসলে ফরেক্স হল একঠি লিগাল মুদ্রা কেনা-বেচার ব্যবসা এটি জুয়া নয়। যদিও মানুষ বিভিন্ন গুজব ছড়াচ্ছে তার পরেও বলা যায় ফরেক্স ট্রেডিং এর সঠিক জ্ঞান থাকলে এই ব্যবসা হতে প্রচুর লাভ করা যায়। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট কার কোথায় বা আশ্বাস বিশ্বাস না করে নিজে জাচাই বাছাই করে তারপরি এই ব্যাবশা আরাম্ভ করা উচিত।
-
ফরেক্স বিজনেস সাধারন বিজনেস এর মতই। এখানেও লাভ লস আছে। এখানেও সাধারন বিজনেস এর মতই অনেক শ্রম ও সময় দিতে হয়। ফরেক্সে আয় নির্ভর করে ট্রেডার এর দক্ষতা, ব্যায়িত সময় ও শ্রম এর উপর। ঠিকঠাক ফরেক্স না শিখে এই বিজনেসে আসা উচিত না এতে লাভ তো করা যায়ই না বরং লস এর সম্ভাবনা বাড়ে।
-
না আমার মনে হয় এটা শুধু প্রলোভন নয় একজন ভালো ট্রেডারের পক্ষে এটা সম্ভব বলেই আমি মনে করি কারন আমার ট্রেডিং গুরু মি. দুলাল মাসে ফরেক্স হতে ৪০০-৪৫০ ডলার মত আয় করে। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট থেকে আমরা চাইলে অনেক সহজে আয় করতে পারব তবে এ জন্য আমাদের দড়কার হল অবিজ্ঞতা ও ভাল জ্ঞান আমরা চাইলে আমাদের এই অবিজ্ঞতা কে কাজে লাগিয়ে আমরা এই ফরেক্স মার্কেট থেকে অনেক উপার্জন করতে পারি এ জন্য আমাদের কে বেশী করে এখানে ভাল করে ফরেক্স সম্পর্কে জানতে হবে ।
-
ফরেক্রে মারকেট থেকে চাইলে আমরা আনেক সহজে আয় কেরতে পারি,তবে তার জন্য দারকার অভিজ্ঞতা ও দক্ষতার আর এই অভিজ্ঞতাকে কাজে লাগায়ে আমারা ফরেক্র এ আয় করতে পারি।
-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান
থেকে অল্প সময়ে অধিক আয় করা যায়
তবে এখনে কাজ করতে হলে আগে এর
কাজ শিখতে হবে । কাজ
না শিখে কাজ করা যাবে না।ফরেক্স এ
লাভ করা সম্ভব কেবন নিজের মেধা,
অভিজ্ঞতা এবং শ্রম এর উপর
ভিত্তি করে
-
ফরেক্স থেকে আয় করতে হলে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে। ফরেক্স না শিখেই ফরেক্সে আসলে আয় করা সম্ভব না। ফরেক্স থেকেত আর এমনি এমনি আয় করা যায়না। যেই ফরেক্সে আসুক না কেন তার দরকার ফরেক্স সম্পর্কে দক্ষতা। দক্ষতা ছাড়া ফরেক্স থেকে আয় করা যায় না। ধন্যবাদ
-
ফরেক্স ব্যবসা থেকে আয় করার ইচ্ছা করলেই আপনি আয় করতে পারবেন না। ফরেক্স ব্যবসা সম্পর্কে আপনাকে পরিশ্রমী এবং প্রচুর জ্ঞানী সম্পন্ন হতে হবে, কিভাবে বা কি করলে অনেক সহজে ফরেক্স ব্যবসা হতে লাভ করা যার সে সম্মন্ধে আগে থেকে জানতে হবে।
-
আসলে কথাটা আদৈা কোন প্রলভন নয় কারন আমার জানা মতে যারয ট্রেডে দক্ষ এবং বড় আকারে ট্রেড করার মত পুজি আছে তাদের পক্ষে এরুপ আয় করা সম্ভব। ধন্যবাদ।
-
ফরেক্স সম্পর্কে আপনি যদি জানেন, ফরেক্স থেকে আপনার আয় করা সহজ। কিছু না জানলে এই বাবসা সত্যি কঠিন। এখানে আপনাকে অনেক কিছু জানতে হবে। প্রচুর প্রাকটিস করতে হবে। ভালো গ্যান অর্জন করতে হবে। কিভাবে ট্রেড করবেন তা সিখতে হবে। অভিগ্যতা অর্জন করতে হবে।
-
আমার মনে হয়, কারো কথা না শুনে নিজে আগে যাচাই করা যে আসলে কি ফরেক্সে আয় করা যায় আর তা কিভাবে। তারপর ফরেক্স এ আপনি ট্রেড করবেন আপনার অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, ক্ষমতা ইত্যাদির দ্বারা।
-
ফরেক্স থেকে আয় করা অনেক সহজ না যত সহজে মানুষ ফরেক্স এ যুক্ত হতে পারে লাভ করার আসাই তত সহজে আপনি ইনকাম করতে পারবেন না ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে আর আপনি কি ভাবে করলে কি করবেন কত লাভ করবেন টা আপনাকে জানতে হবে