আপনার প্রশ্নটা আমি ঠিকমত বুজতে পারি নী। তবে যাই হোক আপনি যদি টেক প্রফিট আর স্টপ লস এর ব্যাপারে জানতে চান তাহলে সেই ব্যাপারে আলোচনা করা যাইতে পারে। আপনি একটা ট্রেড ওপেন করেছেন । তারপরই আপনার উচিত ঐ ট্রেড এর উপর টেক প্রফিত ও স্টপ লস ব্যবহার করা। এর মানে হইল আপনি একটা ট্রেড ওপেন করেছেন আর ঐ ট্রেড থেকে আপনি কত লাভ করতে চান আর লস হলে কত লস নিতে চান। ট্রেড ওপেন হওয়ার পরে মেটা ট্রেডার সফটওয়্যার এর ট্রেড ঘরে এই দুইটা অপশন দেওয়া আছে।