ট্রেইলিং স্টপ সেই সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার প্রফিট কে এককথায় লক করতে পারবেন। যদি আপনি একটি ট্রেডে ট্রেইলিং স্টপ ব্যবহার করেন তাহলে ট্রেড প্রফিট এ যাওয়ার সাথে সাথে ট্রেইলিং স্টপ যত পিপস সেট করা থাকবে তত পিপস অন্তর-অন্তর টেক প্রফিট পরিবর্তন করতে থাকবে। অর্থাৎ ট্রেইলিং স্টপ যদি 15 পিপস সেট করা থাকে তাহলে মার্কেট 15 পিপস প্রফিটে গেলে টেক প্রফিট হবে পরবর্তী 15 পিপস। আবার মার্কেট যদি হঠাৎ করে 15 পিপসের নিচে নেমে আসে তাহলে ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে।