আমার মনে হয় ফরেক্স্ এর উপর বিশ্বাস না রেখে বিশ্বাস রাখতে হবে নিজের উপর । যার নিজের উপর বিশ্বাস রয়েছে সে ফরেক্স ট্রেডিং এ ভাল কিছু করতে পারবে আর যার নিজের প্রতি বিশ্বাস নেই সে ফরেক্স ট্রেডিং এ কিছুই করতে পারবে না ।
Printable View
আমার মনে হয় ফরেক্স্ এর উপর বিশ্বাস না রেখে বিশ্বাস রাখতে হবে নিজের উপর । যার নিজের উপর বিশ্বাস রয়েছে সে ফরেক্স ট্রেডিং এ ভাল কিছু করতে পারবে আর যার নিজের প্রতি বিশ্বাস নেই সে ফরেক্স ট্রেডিং এ কিছুই করতে পারবে না ।
যেকন কিছুই করতে হলে একজন মানুষের তার নিজের উপর ভরসা রেখে কাজটা শুরু করতে হয় তাহিলে কাজের সফলতা আসবে। আর আপনি যদি ফরেক্স মার্কেটের কথা বলোন থাহলে আমি বলব যে প্রতিটি ট্রেড করার সময় নিজের আস্তার উপর নির্ভর করে ট্রেড ওপেন করলে লস হবেনা বলে আমি মনে করি।
যে কোন কাজেই সাফল হতে হলে নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। নিজের উপর বিশ্বাস রাখলে নিজের মনোবল থাকে যাতে করে সফলতা লাভ করা সহজ হয়। কোন কাজেই মনোবল হারালে চলবে না ।জগতে যত বড মানুষ আছে তারা একদিনে যে কোন ও কাজে সফলতা পাই নাই তারা ও অনেক কষ্ট করেছে।
যে কোন কাজেই সাফল হতে হলে নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। নিজের উপর বিশ্বাস রাখলে নিজের মনোবল থাকে যাতে করে সফলতা লাভ করা সহজ হয়। কোন কাজেই মনোবল হারালে চলবে না ।জগতে যত বড মানুষ আছে তারা একদিনে যে কোন ও কাজে সফলতা পাই নাই তারা ও অনেক কষ্ট করেছে।
ফরেক্স মার্কেট এ ট্রেডং করার জন্য নিজের উপর আস্থা রেখে ট্রেডিং করা অনেক ভাল, অনেক সময় ফরেক্স মার্কেট এ লস হতে পারে তাই লস হলে তা রিকভারির জন্য অভার ট্রেড থেকে বিরত থাকতে হবে পাশাপাশি ফফরেক্স মার্কেট এর উপরে আস্থা রেখে ট্রেডিং করতে হবে,তাহলে ভাল ট্রেডিং করে প্রফিট করা যায়।
ফরেক্স এর সাথে যুক্ত থাকলে যেকোন পেয়ার এর সমন্ধে আমাদের একটা ভাল ধারনা চলে আসে। দিনের দিনের পর দিন এনালাইসিস করে আপনার যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে তা অন্য কারো পরামর্শে ভাংবেন না । আপনি ভাবছেন মার্কেট সেল হবে আর কেউ আপনাকে বলল মাকেট বাই হবে , বাই এ আসেন । আপনি তার কথামত বাই এ আসলেন আর দেখা গেল মার্কেট সেলেই গেল অথাৎ আপনার যে সেন্টিমেন্ট ছিল সেটাই সঠিক ছিল । তাই যে কোন ধরনের খারাপ অবস্থায় ধৈর্য্য না হারিয়ে নিজের উপর বিশ্বাস রেখে প্রভুর নাম নিয়ে ট্রেড শুরু করুন ।
নিজের উপর ভরসা রাখা উচিত। নিজে বুঝে ট্রেড করা উচিত তাহলে পরে ভুল হলে নিজেই বুঝতে পারে কি কারণে ভুল হয়েছে।
আমি মনে করি আমার ফরেক্স চার্ট এ যা বলে তাই দেখে মার্কেট এনালাইসিস করে ট্রেড নেওয়া উচিত। আন্যর কথা না শুনে বা কোন সিগ্নাল ফলো না কইরে ফরেক্স ভালো ট্রেড করে লাভবান হওয়া যায়। নিজের স্ট্রেটিজির উপর বিশাস রেখে ভালো ত্রেড করা যায়।
নিজের উপর বিশ্বাস রেখে ট্রেড করার চেয়েও আমি মনে করি ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর অনেক বেশি নজের রেখে ট্রেড করা ভাল কারন নিজের উপর বিশ্বাস রাখলেই যে মার্কেট মুভমেন্ট সেই ভাবে অগ্রসর হবে বিষয়টা এমন না বরং ট্রেডিং দক্ষতা একবং অভিজ্ঞতার আলোকে মার্কেট বিশ্লেষন করে ট্রেড করলে মার্কেট সেই ভাবে অগ্রসর হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
আমার মতে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে মার্কেট অ্যানালাইসিস বা বিশ্লেষন করে তার পর ফরেক্সে সট্রেড করা উচিত কারন ফরেক্স মার্কেট নিজের মনের মত করে কখনই উঠানামা করে না এটি অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তনের ফলেই উঠানামা করে থাকে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আপনি আপনার প্রতি কনফিডেন্ট নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে কারন আপনি যদি আপনার নিজের উপর কনফিডেন্ট না থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ট্রেক্স করে কোন প্রকার ফল পাবেন না তাই নিজের বিশ্বাশের উপর ট্রেড করা ভাল।
আমার মনে হয় প্রতিটি কাজে সফলতা আসবেনা তাই বলে হতাশ হওয়ার কিছু নাই সাফল্য আজ না হয় কাল আসবে এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে । জগতে যত বড মানুষ আছে তারা কিন্তু একদিনে যে কোন ও কাজে সফলতা পাই নাই তারা ও অনেক কষ্ট করেছে। ফরেক্স এ কাজ করতে আসলে আপনি অনেক সমস্যার মুখোমুখি হবেন তবে হাল ছাড়লে চলবে না।
ফরেক্সে ট্রেড করতে গেলে প্রথম দিকেই লাভের মুখ আশা করা যায় না। ব্যবসায় লাভ-লস থাকেই তাই বলে হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধারন করে ট্রেড করা উচিত এবং আত্নবিশ্বাস বাড়ানো উচিত। ফরেক্স ব্যবসায় ট্রেড করতে করতে দক্ষতা বারে এবং লাভের পরিমাণও বাড়ে। তাই মনকে দৃঢ় করে বুঝে শুনে ট্রেড করতে হবে।
খারাপ পরিস্থিতি কখনো দীর্ঘস্থায়ী হয় না এটা আমদের বুঝে আসতে অনেক সময় লাগে । আর আমি মনে করি যে খারাপ পরিস্থিতি বলতে আমরা যা বুঝায় ফরেক্স মার্কেটে লস করাটকেই । মুলত আমরা যেহতু ট্রেড করি সেহেতু আমাদেরকে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয় । তাই ঘাবড়ে না গিয়ে সবসময় নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে হবে । আর এতে সফলতা আসবেই ।
লেখাটি অসাধারন, কোন কিছু করতে গিয়ে যদি অসুবিধর সম্মুখিন হতে হয়, তার মানে এই নয় যে, আমাকে দিয়ে তা আর হবে না। ফরেক্স শুরুর দিকে লস মেনে নিতেই হবে। লস না করলে লাব করা যায় না। লস করার মানসিকতা না থাকলে তার জন্য ফরেক্স নয়।
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে নিজের উপর একটা বিশ্বাস রাখতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া সম্বম।আর সফলতা পেতে নিজেকে অনেক বুদ্ধি করে ট্রেড দিতে হবে। ফরেক্স মার্কেটে আপনার টেলেন্টের পরিচয় নির্ভর করে আপনি যত কিছু বুজে ট্রেড দিতে পারবেন ততই ভাল হবে।
ফরেক্স মার্কেটে লাভ লস একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করে, ফরেক্স মার্কেটে আপনি বাই (buy) অথবা সেল (sell) করবেন। একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে EUR/USD - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর EUR/USD এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল। তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার।
নিজের উপর বিশ্বাস রেখে ট্রেড করা খুবই কষ্টকর । আমরা যদি ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য নিজেদের উপর বিশ্বাস স্থাপন করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও সব সময় এই ব্যবসা করার জন্য দৈর্য্য ধারণ করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
খারাপ পরিস্থিতি কখনো দীর্ঘস্থায়ী হয়ে থাকে না । তবে যখন খারাপ অথবা নেতিবাচক পরিস্থিতিকে আমরা মোকাবেলা করি ঠিক তখনই আমরা অনেক বেশি পরিমাণে হতাশ হয়ে পড়ি । কেননা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে আত্নবিশ্বাসী হতে হবে । আত্নভীরুতা চলে আসলে সে কাজে ভাল ফলাফল অর্জন করা অনেক কঠিন হয়ে দাড়ায় ।
আমি মনে করি যে কোন কাজেই সাফলতা অর্জন করতে হলে নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। কারন নিজের উপর বিশ্বাস রাখতে নিজের মনোবল অক্ষুণ্ণ থাকে যাতে করে সাফলতা লাভ করা সহজ হয়। তাই কোন কাজেই মনোবল হারালে চলবে না । আপনি যদি ফরেক্স এর কথায় চিন্তা করেন তাইলেই আপনি বুঝতে পারবেন যে কোন কাজে নিজের উপর বিশ্বাস রাখা কতটা দরকার।
নিজের উপর আস্হা-বিশ্বাস বা আত্নবিশ্বাস আনতে হলে দীর্ঘদিন আপনাকে ফরেক্স মার্কেটের খুঁটিনাটি সব বিষয় জানতে হবে,শিখতে হবে,বুঝতে হবে৷যতই প্র্যাকটিস করবেন ততই সফলতা পাবেন,অভিজ্ঞতা হবে,দক্ষ হবেন৷এভাবে ধীরে ধীরে নিজের উপর আত্নবিশ্বাস সৃষ্টি হবে৷এজন্য দীর্ঘসময় নিয়ে ও ধৈর্য্য ধরে মনোযোগ দিয়ে মার্কেটে সঠিকভাবে এনালাইসিস করতে হবে৷
আপনি যদি নিজের উপর আস্থা ও বিশ্বাস সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন এমনকি ফরেক্স মার্কেটের সকল খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে শিক্ষা অর্জনে সামর্থ্য অর্জন করতে হবে। এছাড়া ডেমো অনুশীলনের মাধ্যমে আপনি এই মার্কেট সম্পর্কে অধিক অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারবেন। আর এভাবে আস্তে আস্তে আপনি নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন এবং দীর্ঘ সময় নিয়েই ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আপনি আপনার প্রতি কনফিডেন্ট নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে কারন আপনি যদি আপনার নিজের উপর কনফিডেন্ট না থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ট্রেক্স করে কোন প্রকার ফল পাবেন না তাই নিজের বিশ্বাশের উপর ট্রেড করা ভাল।
ফরেক্স এ যেহেতু বেশি ভাগ ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেড করে লস করে থাকে তাই অন্যের কথা না শুনে নিজের উপর বিশ্বাস রেখে ফরক্স ট্রেড করা উচিত । ফরেক্স ব্যবসা একান্ত নিজের ব্যবসা আর এই ব্যবসা করার জন্য নিজের উপর আস্তা রেখে ফরেক্স ট্রেড করা উচিত। এজন্য আপনাকে নিয়মত ফরেক্স এনালাইসিস করতে হবে।
আপনি অনেক ভাল কথা বলছেন নিজের উপর বিশ্বাস থাকলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার লাভ করতে পারবেন তাই আপনার নিজের উপর বিশ্বাস থাকতে হবে ফরেক্স মার্কেট এ ২ থেকে ১ টা ট্রেড লস হয়তেই পারে তাই বলে আপনার থেমে থাকলে হবে না আপনাকে এগির*্যে জেতে হবে আর পরের ট্রেড গুল করতে হবে দেখবেন আপনি আবার আগের মত লাভ করতে পারছেন
ভাই নিজের উপর কনফিডেন্স না থাকলে কিভাব এই ব্যবসা করবেন ? সেজন্য বলব কোন রকম ভয় পাবেন না, বারবার চেষ্টা করেন, কোথায় ভুল হচ্ছে সেটা চিহ্নিত করেন। একজন ট্রেডারের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো সঠিক সময় ও সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা । এবং নিজের সিস্টেম এর উপর আস্থা রাখা। যদি আপনি নিজের ট্রেডিং পদ্ধতির উপরে বিশ্বাস না রাখতে পারেন , তাহলে আপনি কখনই সফল ট্রেডার হতে পারবেন না ।
নিজের উপর বিশ্বাস আনতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে দীর্ঘদিন এর খুটিনাটি বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। পাশাপাশি আপনি ডেমো অনুশীলনের মাধ্যমে দক্ষ, অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন। এভাবেই আপনি ধীরে ধীরে নিজের উপর আস্থা ও আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারবেন। এছাড়াও ধৈর্য্য ও লোভকে নিয়ন্ত্রণে রেখে ট্রেড করার মত ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন।
ভাই অনেক নীতিবান একটা কথা বলেছেন। আসলেই নিজের উপর, নিজের সিস্টেমের উপর আপনার কনফিডেন্স না থাকলে ফরেক্সে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তাই প্রতিটা ট্রেডারের উচিত হবে নিজের আত্মবিস্বাসকে প্রসারিত করে এখানে ট্রেড করা। আর সেজন্য আপনাকে অবশ্যই একটা ভাল স্ট্রাটিজি আগে বানিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন যে আপনি সব সময় প্রফিটেই থাকবেন।
নিজের উপর আস্থা না থাকলে কোন ব্যবসাতেই লাভবান হওয়া যাবে না তাই আগে নিজের উপর আস্থা রাখতে হবে। আনেক সময় আমরা ট্রেড করে দীর্ঘসময় অপেক্ষার পর দেখতে পারি আমাদের ট্রেড সবসময় শুধু উল্টো দিকেই যাচ্ছে তখন আমরা নিজেদের ধরে রাখতে পারিনা তাই ভুল ট্রেড করে আবার আমাদের একাউন্টকে ক্ষতির সম্মুখিন করে তুলি। তাই নিজের উপর আস্থা রেখে সবসময় পজিটিভ চিন্তা করে ট্রেড করলে আমার মনে হয় কেউ ফরেক্সে ক্ষতির সম্মুখিন হবে না।
ভাই আমি মনে করি শুধুমাত্র নিউজের উপর বিশ্বাস রাখলে আপনি কোনদিনই লাভবান হতে পারবেন না। আপনি যদি ফরেক্স মার্কেটে লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই নিউজ ছাড়াও আরো অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে হবে। এছাড়া আপনাকে দীর্ঘসময় ব্যয় করে মার্কেটের অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনার ক্ষতির চেয়ে লাভের আশা কিছু করতে পারবেন।
যদি কেউ নিজের উপর বিশ্বাস রেখে ট্রেড করতে পারে তাহলে আমার মনে হয় সে ভবিষ্যতে সফলতার সহিত ট্রেড করতে পারবে। কিন্তু নিজের উপর বিশ্বাস তখনই আসবে যখন আপনার পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকবে। নতুন ট্রেডাররা কখনই নিজের উপর বিশ্বাস রেখে ট্রেড করতে পারেন না। কারণ তারা জানেন না বা বুঝতে পারেন না যে বাজার কোন দিকে যাবে। তাই নিজের উপর বিশ্বাস এর জন্য অবশ্যই আপনাকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।
সফলতা ও বিশ্বাস দুইটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তাই যদি একজন মানুষের নিজের উপর বিশ্বাসই না থাকে তবে সে কোন অবস্থাতেই ভালো ফলাফল আশা করতে পারে না। বিশ্বাস অর্জন অবশ্যই কাম্য প্রতিটি ক্ষেত্রে এবং বিশ্বাস অর্জনের জন্য প্রত্যেক ট্রেডারকে প্রচুর পরিশ্রম করতে হয় পরিশ্রম করে তাকে শিখতে হবে কিভাবে ট্রেড করতে হয়। কারণ সে নিজের উপর বিশ্বাস আস্থা যাই থাকুক সে যদি কাজটিই না বুঝে তবে সে কিভাবে সেই কাজটি করবে। বুঝতে পারলে এবং দক্ষতা অর্জন করতে পারলে সে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে কাজটি করতে পারবে।
যে কোন কাজেই সাফলতা অজন করতে হলে নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। কারন নিজের উপর বিশ্বাস রাখতে নিজের মনোবল অক্ষুণ্ণ থাকে যাতে করে সাফলতা লাভ করা সহজ হয়। তাই কোন কাজেই মনোবল হারালে চলবে না । আপনি যদি ফরেক্স এর কথায় চিন্তা করেন তাইলেই আপনি বুঝতে পারবেন যে কোন কাজে নিজের উপর বিশ্বাস রাখা কতটা দরকার।
ফরেক্স এর ক্ষেত্রে এই কথাটাই একটু ঘুরিয়ে বলব, ফরেক্স এ নিজের উপর বিশ্বাস রাখা আর নিজের সাথে নিজের বাটপারি করা একই কথা। কখনোই আত্মবিশ্বাসী হয়ে ট্রেড করবেন না। মার্কেট যে কোন সময় যে কোন দিকে মুভমেন্ট করতে পারে। তাই মার্কেট এ্যানালাইসিস করে তারপারে ট্রেড করুন। মনে রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস ভরাডুবির কারন।
ফরেক্স এ যদি খুব সহজেই প্রফিট করা যেত তাহলে সকল মানুষ ট্রেড ই করত। কারন এখানে যে পরিমান আয় করা সম্ভব তা অন্য কোন ব্যবসায় সম্ভব নয়। কিন্তু প্রথম অবস্থায় নিজের ওপর আস্থা রেখে ট্রেড করে যেতে হবে। সবুকিছেই একটা নিয়ম মাফিক কাজ চলে।
আপনি ভাল একটি পোষ্ট করেছেন। ফরেক্স এর প্রথম যখন শিখতে যাবেন তখন ধীরে ধীর মনে হবে যে, অন্ধকার গহ্বরের দিকে যাচ্চি এবং হতাশ হওয়া ছাড়া তখন আর রাস্তা থাকে না। এই রকম হওয়ার কারন নতুন কিছু ইনফরমেশন আপনার ব্রেইন গ্রহন করছে যা কিনা পূর্বে শুনেওনি দেখেওনি। এবং তখন চারদিকে মনে হয় হতাশা আর হতাশা মনে হয় আমি আর ফরেক্স থেকে কিছু করতে পারবো না, নিরাশ হয়ে যেতে হয়। কারন লস হতে থাকে রেগুলার প্রতিটি ট্রেড থেকেই লস আসতে থাকে। মনে হয় দুনিয়ায় কোন ট্রেডার বোধ হয় নেই, সবাই মিথ্যা বলছে-যে ফরেক্স আয় করছে। আমার এই রকম হয়েছে এবং অামি তখন মাঝে মাঝে ফরেক্স থেকে নিজেকে দুরে রেখেছি। এবং আবার পরবর্তীতে আবার শুরু করেছি। যাই হোক ফরেক্স শেখাটা অত্যান্ত কঠিন কিন্তু একবার যদি ধরতে পারেন তাহলে মজাই মজা। নিজের উপর আস্থা রাখুন, মনে করুন সাড়া পৃথিবীতে একজনও যদি পারে আপনিও পারবেন-আপনার ভেতরেও সেই শক্তি আছে। ধন্যবাদ
আমি মনে করি নিজের উপরে সব সময় বিশ্বাস রাখতে হবে।কিন্তু এত টা কনফিডেন্ট হওয়া যাবে না যার ফলে আবেগ দিয়ে ট্রেড ওপেন হয়ে যায়। কারন ফরেক্স মার্কেট এ আবেগ এর কোনো স্থান নেই। মার্কেট এর উপরে আপনার অনেক দক্ষতা আনতে হবে। ট্রেন্ড ফলো করে ট্রেড করতে হবে। ট্রেন্ড বোঝার জন্য আপনি অনেক ইন্ডিকেটর ইউজ করতে পারেন। প্রতিটি ট্রেড এর জন্য টেক প্রফিট আর স্টপ লস সেট করুন।এতে আপনার ব্যাল্যান্স সেফ থাকবে।
ফরেক্স এ যেহেতু বেশি ভাগ ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেড করে লস করে থাকে তাই অন্যের কথা না শুনে নিজের উপর বিশ্বাস রেখে ফরক্স ট্রেড করা উচিত । ফরেক্স ব্যবসা একান্ত নিজের ব্যবসা আর এই ব্যবসা করার জন্য নিজের উপর আস্তা রেখে ফরেক্স ট্রেড করা উচিত। এজন্য আপনাকে নিয়মত ফরেক্স এনালাইসিস করতে হবে।
ফরেক্স মাকেটে অন্য কারো কথায় বেশী লাভের আশায় ট্রেড করবেন না।নিজে ভাল ভাবে মাকেট অ্যনালাইসিস করে নিজের উপর কনফিডেন্স রেখে তারপর ট্রেড করবেন।তারপর ও যদি তা লস হয় তখন আপনি হতাশ হয়ে ভেঙ্গে পড়বেন না।আপনি খুজে বের করবেন কোন ভুলে কারনে আপনার লস হল।
ফরেক্স ব্যবসায় নিজের উপর বিশ্বাস হল নিজের এনালাইসিস এর উপর বিশ্বাস রাখা। যেখানে আপনার সন্দেহ হবে সেই ট্রেডে কখনও প্রবেশ করবেন না। কেননা যখন আপনি এনালাইসিস করেন তখন চেষ্টা করেন সর্বোচ্চ ভাল করার তাই আপনাকে আপনার এনালাইসিস এর উপর বিশ্বাস রাখতেই হবে। যদি সঠিক এনালাইসিস করে লসও করেন তবেও মনকে বোঝাতে পারবেন যে আপনি সঠিক ছিলেন।