-
ফরেক্স মার্কেটে আপনার জর*্য টেক প্রফিট একটি গুরুত্পূর্ন বিষয় । কেউ যদি ট্রেড ওপেন করার পর মনে করে সে মার্কেটর সামনে বসে থাকবে না । তার ধারনা মত নির্দিষ্ট বিপ সিলেক্ট করে চলে গেল এবং মার্কেট কখনো সেই বিপে পৌছালে অটো ক্লোজ হয়ে যাবে । এটাকে টিপি বা টেক প্রোপিট বরা হল ।
-
টেক প্রফিট মানিম্যানেজমেন্টের একটি অংশ।টেক প্রফিট হল আপনা নির্দিষ্ট যে কয় পিপস লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অনেক কাজ শিখতে হয় তার পর ফরেক্স মার্কেট থেকে টাকা আই করা যাই, মেটা ৪ টার্মিনাল বা প্লাটফরম সব একি জিনিষ বঝাই, আর এই মেটা ৪ এর ভিতর যে কতো রকম কাজ আছে টা একজন ভালো ফরেক্স ট্রেডার ও জানে না, ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস প্রফিট ২ টাই হয়, আর লস প্রফিট হওয়ার একটা নির্ধারিত ফিক্সড করে দিয়া যাই ফরেক্স মারকেতে,যেমন টেক প্রফিট দিয়া রাখতে পারেন আপনে,টেক প্রফিট হচ্ছে আপনে ০৫ ডলার পর্যন্ত প্রফিট করে অটোমেটিক আপনার ট্রেড ক্লজ হইয়ে কেটে যাবে, এটা কে বলা হয় টেক প্রফিট।
-
ফরেক্স মার্কেট এ আপনি আপনার ইচ্ছা অনুসারে একটা ট্রেড ওপেন করার পরে সেই ট্রেড থেকে আপনি কি পরিমান লাভ হলে ট্রেড টা আপনি বন্ধ করতে চান তা আগে থেকে ঠিক করে রাখতে পারবেন আর এই ঠিক করে রাখাকে টেক প্রফিট বলে ।টেক প্রফিট এ অনেক সুবিধা কারন ধরেন আপনি চাকরী করেন সে ক্ষেত্রে আপনি টেক প্রফিট এ নির্দিস্ট পরিমান লাভ হলে আপনা আপনি ট্রেড বন্ধ হয়ে যাবে ।যার কারনে আপনার সারা দিন ধরে মার্কেটের সামনে বসে থাকতে হবে না।
-
টেক প্রফিট এমন একটা সিস্টেমের নাম যেখানে আপনি সুবিধামত সময়ে আপনার প্রত্যশিত মুনফা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবেন । ফরেক্সে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে সফল হতে পারি যদি আমরা সিস্টেমে সিস্টেমে কাজ করতে পারি । ফরেক্সে সফল হতে হলে বেশি প্রয়োজন আমাদের জানা ও মানা । আর এ জন্য নিজেকে বিনিয়োগ করতে হবে ।
-
টেক প্রফিত হল কোন কারেন্সিতে যদি ট্রেড করা হয় তাহলে ঐ ট্রেড যদি আপনার পক্ষে কাজ করে তাহলে আপনি নির্দিস্ট লাভ নিয়ে ট্রেড অটোমেটিকলি ক্লোজ করতে চান তাহলে টেক প্রফিট ব্যবহার করতে হবে।
-
আমাদের সব সময় কম্পিউটারের সামনে বসে থাকা হয় না। ট্রেড ওপেন করে কখনো কখনো কম্পিউটারের সামনে হতে উঠে যেতে হয়। কিংবা প্রফিট আসতে অনেক সময় লাগে। যখন আমাদের প্রফিট আসে তখন আমরা কম্পিউটারের সামনে বসে থাকতে পারি না। তখন যদি আমরা টেক প্রফিট অর্ডার দিয়ে রাখি, এবং অর্ডার করা ঘরে মার্কেট হিট করে তাহলে আমাদের ট্রেডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স এর ট্টেড প্রফিট হল যে ফরেক্স মার্কেট এ লাভ করে থাকে তাকে ট্টেড প্রফিট বলে। ট্টেড প্রফিট তখনই হয় যখন সঠিক মত করে ট্টেড করা হয় এবং তা থেকে আয় করা হয় তাকে।
-
আমি ফরেক্স একজন নতুন ট্রেডআর আমার জানা মতে টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
-
টেক প্রফিট যদি না দেন তাহলে আপনি ট্রেডটি ক্লোজ না করা পর্যন্ত ট্রেড ওপেন থাকবে। আর আপনি ট্রেড করবে অব্যশই প্রফিট করার জন্য। সেজন্য আপনি একটা নির্দিষ্ট লাভ এ ট্রেড ক্লোজ করে দিবেন। সাধারন ফরেক্স এ এটাই টেক প্রফিট।
-
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন।যে কোন সময় মার্কেট লাভের দিকে গিয়ে আবার যে কেনি মুহুর্তে নেমে যেতে পারে।তাই এমন একটা স্বয়ংক্রীয় সিস্টেম হল টেক প্রফিট যার মাধ্যেমে কতটুকু লাভ আমরা নিতে চায় তার একটা সীমা করে দেওয়া যায়।তবে সেটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক।
-
ফরেক্সে টেকপ্রফিট একটি অসাধারণ পদ্ধতি। যদি কোন ট্রেডার মনে করে যে কোন একটি ট্রেড করার পর সে তার বাই/সেল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিট গ্রহন করবে তখন সে সেই ট্রেড এর মধ্যে টেকপ্রফিট এর ভিতরে সংখ্যা বসিয়ে দিবে। যদি তার মুল্য সেই পরিমাণে পৌঁছায় তাহলে অটো ক্লোজ হয়ে যাবে। এটাকে টেক প্রফিট বলা হয়।
-
প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের চিন্তা থাকে যে এটাতে কত প্রফিট করবো। এজন্য আমরা একটা সেটআপ দিয়ে থাকি যে ওই প্রাইসে গেলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। যদিনা মার্কেটে থাকি তবু মার্কেটে সেটআপ করা প্রাইসে গেলে ট্রেড আপনাআপনি ক্লোজ হবে। এটাকে টেকপ্রফিট বলে। আমাদের প্রতিটি ট্রেডে টেকপ্রফিট ব্যববহার করা উচিত।
-
ফরেক্স মার্কেট থেকে সহজে আয় করা যায় তবে আমাকে অনেক বেশি করে জারতে এনালাইসিস করা জানতে হবে।ফরেক্স মার্কেটে থেকে আয় করতে হলে লোভ পরিহার করতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে উপকৃত হব।
-
এখানে ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল আপনি একটা ট্রেডে কতটুকু প্রফিট নিতে চান সেটার পূর্ব নির্ধারণ করে রাখা। মনে করেন আপনি একটা ট্রেডে ১০ ডলার ইনকাম করতে চান, তো সে অনুযায়ী আপনি মানি ম্যানেজম্যান্ট করে একটা ট্রেড ওপেন করে দিলেন যে আমার স্টপ লস ৫ ডলার এবং টেক প্রফিট ১০ ডলার এভাবে সবকিছু সেট করে রাখলেন, তো ঘটনা হল মার্কেট যদি আপনার টার্গেটের দিকে মুভ করে তাহলেইতো আপনি লাভবান হবেন, এটাকেই এখানে টেক প্রফিট বলা হয়।
-
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের চিন্তা থাকে যে এটাতে কত প্রফিট করবো। এজন্য আমরা একটা সেটআপ দিয়ে থাকি যে ওই প্রাইসে গেলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। যদিনা মার্কেটে থাকি তবু মার্কেটে সেটআপ করা প্রাইসে গেলে ট্রেড আপনাআপনি ক্লোজ হবে। এটাকে টেকপ্রফিট বলে। আমাদের প্রতিটি ট্রেডে টেকপ্রফিট ব্যববহার করা উচিত।
-
টেক প্রফিট হলো আপনি একটি ট্রেড ওপেন করার পর কি পরিমান লাভে ট্রেডটি ক্লোজ করতে চান সেটি সেট করে দেওয়া।আসলে মার্কেট তো প্রতিনিয়তই মুভমেন্ট করে অনেকসময় দেখা যায় মার্কেট ১০০ পিপস উঠে আবার নেমে গেলো ২০০ পিপস তাহলে আপনি লদভটা ধরে রাখতে পারলেন না উল্টো ট্রেডটি লসে থাকলো তখন।এজন্য আমাদের টেক প্রফিট ব্যাবহার করা উচিত লাভ ধরে রাখার জন্য।
-
ভাই ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল আপনার ট্রেডিং লভ্যাংশ। অর্থাৎ* আপনি একটা ট্রেডের মধ্যে কত টাকা ইনকাম করতে চান, সেটার পূর্ব নির্ধারণ আগের থেকেই এখানে সেট করে দেওয়া রাখার একটা প্রক্রিয়া মাত্র। তবে আপনি চাইলে এটাকে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন। সুতরাং এখানে একজন টেডারের টার্গেট নিয়ে অল্প সময়ে কিংবা নির্ধারিত সময়ে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই টেক প্রফিট বলে।
-
টেক প্রফিটটা হচ্ছে আপনি এই মার্কেটে কোন ট্রেড ওপেন করছেন আর সেটা কি পরিমান মুনাফা গ্রহণ করতে ইচ্ছুক সেই পরিমাণে একটা এমাউন্ট সেট করে দেওয়াটাকে টেক প্রফিট বলা হয়। অর্থাৎ আপনি ইউরোইউএসডি তে একটি ট্রেড ওপেন বাই মুডে ওপেন করছেন আর সেটা হচ্ছে ১.২৩২৩ এখন আপনি এর টেক প্রফিট দিতে চাচ্ছেন ১০০পিপস তাহলে এর টেক প্রফিট মুড হবে ১.২২২৩। আর আমি মনে করি এই মার্কেটে লস এড়ানোর জন্য প্রত্যেক ট্রেডারের উচিত প্রতিটি ট্রেডে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা। তাহলে নিজেকে খুব সহজেই এই মার্কেটে লোভের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হয়।
-
কি পরিমান লাভ হলে আপনি ট্রেডটি ক্লোজ করতে চান সেটি পূর্ব থেকে সেট করার নামই টেক প্রফিট এতে করে আপনি প্রফিট করতে পারবেন আমাদের সকলেরই টেক প্রফিট ব্যবহার করা উচিত।
-
টেক প্রফিট হলো এমটি ৪ এর একটি অটোমেটিক অপশন যার মাধ্যেমে চলমান ট্রেড লাভজনক অবস্থায় বন্ধ করা যায়। আমরা সব সময় মার্কেট এ থাকতে পারি না তাই যখন কোন ট্রেড অপেন করি তখন আমার আমাদের ট্রেড গুলো কিছু অটোমেটিক অপশনের মাধ্যে বন্ধ করতে পরি যেমন : স্টপলস এবং টেক প্রফিট। মার্কেট যদি বিপরীত দিকে যায় তাহলে অনাকাংখিত লসের হাত থেকে রক্ষা করবে স্টপলস আর যদি মার্কেট লাভের দিকে যায় তাহলে পূর্ব নিধারিধ লাভ নিয়ে ট্রেডকে ক্লোজ করে দিতে ব্যবহার করা হয় টেক প্রফিট।
-
টেক প্রফিট মানিম্যানেজমেন্টের একটি অংশ।টেক প্রফিট হল আপনা নির্দিষ্ট যে কয় পিপস লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে।
-
একটি নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট পরিমাণ profit নিয়ে আপনার running ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে এজন্য নির্দিষ্ট একটি সিস্টেম আমরা ব্যাবহার করে থাকি৷এর নাম টেক প্রফিট৷আমরা যখন কোন এরিয়াতে entry করি তখন এনালাইসিস করে নিশ্চিত হয়ে থাকি যে কোথায় এই টেক প্রফিট সেট করলে পরে কমবেশি profit অর্জন হতে পারে, সেটা 50 pips হতে পারে,আবার সেটা 70 pips হতে পারে আবার সেটা 90 pips হতে পারে৷এভাবে আমরা টেক প্রফিট সেট করে থাকি৷টেক প্রফিট সেট করতে হলে অবশ্যই আমাদের trading চার্টগুলোতে support/resistance level গুলো পরিষ্কারভাবে চিনতে হবে৷কারন যেকোন সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল গুলোতেই আমরা এই নির্দিষ্ট পরিমান profit নেওয়ার উদ্দেশ্যে এটি সেট করে থাকি৷আমরা যদি পিসির সামনে বসে নাও থাকতে পারি তাহলেও এই টেক প্রফিটের সুবিধার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত profit অর্জন করতে পারব৷এটা অবশ্যই একটা দারুণ সুবিধা ৷
-
এমন অনেকেই আছি যারা হয়তো খুব বেশি সময় মার্কেটে থাকেন না বা মার্কেটে সময় দিতে পারে না ।এরূপক্ষেত্রে টেকপ্রফিট ব্যাবহার করলে রানিং ট্রেডটি যদি টেক প্রফিট হিট করে তবে আপনি এর মাধ্যমে আপনার প্রফিটটি ধরে রাখতে পারবেন ।
-
আপনি ফরেক্স মার্কেট এ একটা ট্রেড চালু করলেন তারপর সেই ট্রেড স্টপ লস আর টিপি দিয়ে দিলেন টিপি মানে হল আপনি এই ট্রেড থেকে এতো লাভ হলে আপনার সেই ট্রেড অটো বন্ধ হয়ে যাবে আর স্টপ লস হল আপনার এই ট্রেড এ এতো লস হলে আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে
-
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।
-
মনে করি আপনি ৩ টাকা দরে আলু কিনলেন এবং তা একজন ব্যবসায়ীর গুদামে রেখে দিলেন। আপনি সেই ব্যবসায়ীকে বলে দিলেন যদি আমার আলুর দাম ৪ টাকাতে যায় তবে আপনি সব গুলো বিক্রি করে দিবেন। এখানে আপনার যে গোল টা আপনি সেট করে দিয়েছেন সেটােই টেক প্রফিট।
-
প্রিয় বন্ধু, টেক প্রফিট হল ট্রেডিং টার্মিনালের একটা ট্রেডিং সাপোর্ট টুলস যা আপনাকে আপনার মার্কেটে অনুউস্থিতি থাকা কালীন আপনার ট্রেডটি আপনার কাংখিত প্রাইসে নির্দিষ্ট পরিমান প্রফিটে ক্লোজ করে দেয় অর্থাৎ আপনি ট্রেড ওপেন করে মার্কেট থেকে বেরিয়ে গেলেন এবং টেক প্রফিট যে প্রাইসে সেট করেছেন আপনি মার্কেটে না থাকলেও ঐ প্রাইওস গেলেই টার্মিনাল অটোমেটিক আপনার ট্রেডটি ক্লোজ করে দিবে।
-
ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।
-
টেক প্রফিট হলো আপনি ইচ্ছা করলে আপনার ট্রেডের প্রফিট আপনআপনিই আপনার একাউন্টে যোগ হয়ে যাবে । দেখা যায় অনেক সময় আমরা দীর্ঘ সময় ধরে মার্কেট ওয়াচ করতে পারিনা তাই টেক প্রফিট অপশনে গিয়ে টেক প্রফিট দিয়ে রাখলে আমরা যদি মার্কেটে থাকতে নাও পারি তাহলেও কোন সমস্যা নাই কারন নিদৃষ্ট স্থানে গিয়ে ট্রেড নিযেনিযেই ক্লোজ হয়ে যাবে এবং প্রফিট হবে
-
টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।
-
ফরেক্স এ প্রতিটি ট্রেড ওপেন করার সাথে আপনাকে টেক প্রফিট ব্যভার করা উচিত। তা না হলে আপনি বড় ধরনের লসে পড়তে পারেন। টেক প্রফিট হছে আপনি যে দামে প্রাইচ আর আপনি আপনার টড়েড রানিং রাখতে চান না। একটা নিরদিস্ট প্রাইচে আপনার ট্রেড হল্ড করাকে টেক প্রফিট বলা হয়।
-
টেক প্রফিট ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা ট্রেড নিয়ে সবসময় মার্কেটে নজর রাখতে পারি না। কিন্তু মার্কেট সবসময় গতিশীল থাকে। অনেক সময় মার্কেত এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে আম্বার মার্কেট ঘুরে অনেক বিপরীতে যায়। অথচ মার্কেটে না থাকার দরুন আমরা ট্রেড ক্লোজ করতে পারি না। টেক প্রফিট দেয়া থাকলে আমরা কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ করতে পারি।
-
ভাই সোজা বাংলায় টেক প্রফিট হলো আপনি যখন মার্কেটে একটা ট্রেডিং- এর জন্য এন্ট্রি নিবেন তো সেই এন্ট্রি লেবেল থেকে আর কতটুকু লাভ নিতে আগ্রহী সেই প্রাইজটাই হলো এখানে টেক প্রফিট। এবং এটাকে আপনি দুভাবে সেট করতে পারবেন, একটা হলো নিউ ওর্ডারে যায় ওখানে লিখে দিতে পারেন অথবা এন্ট্রি পয়েন্ট থেকে মাউস পয়েন্টার দিয়ে টানাটানি করে।
-
টেক প্রফিট বলতে আপনার নির্দিষ্ট লাভ টুকু সংরক্ষন করা । আপনি যখন একটি ট্রেড ওপেন করেন তখন আপনাকে এনালাইসিস করে বুঝতে হবে মার্কেট এখন কি পরিমান আগাবে এবং সে অনুযায়ী আপনাকে টেক প্রফিট সেট করতে হবে । আপনি যখন একটি ট্রেড এ নির্দিষ্ট পরিমান টেক প্রফিট সেট করবেন এবং মার্কেট যখন আপনার টেক প্রফিট হিট করবে তখন আপনার ট্রেডটি নির্দিষ্ট পরিমান লাভ নিয়ে ক্লোজ হয়ে যাবে ।
-
টেক প্রফিট এর অর্থ হল আপনি কত পিপ্স লাভ করার পর আপনার ট্রেডটি বন্ধ করতে চান সেটি। আমরা যখন ট্রেড করি আমাদের পক্ষে সারাদিন ট্রেড ওপেন করে কম্পিউটার বা মোবাইল হাতে নিয়ে বস থাকা সম্ভব নয় কিন্তু আমরা চাই যে ট্রেডটি একটি নিদিষ্ট পিপ্স লাভ করার পর স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে ঠিক এই কাজটি করার জন্য আমরা টেক প্রফিট(Take ProfiT) ব্যবহার করে থাকি। ধরুন আপনি EUR/USD পেয়ারে একটি বাই ট্রেড ওপেন করলেন ১.১৪০০ তে এখন আপনি চাইছেন যে আপনি ৫০ পিপ্স প্রফিটে ট্রেডটি ক্লোজ করবেন তখন আপনি ট্রেড ওপেন করার সময় টেক প্রফিট(Take ProfiT) যদি ১.১৪৫০ তে সেট করে তাহলে আপনার ট্রেডটি ১.১৪৫০ তে এসে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। এতে আপনার পিসি বা ইন্টারনেট না থাকলেও ১.১৪৫০ তে এসে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার যেখানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়। কিন্তু ফরেক্স এর এই বাজার সবসময় সমান থাকে না। শেয়ার বাজারের মত ওঠা নাম করে। কখনো কমে আবার কখনো বাড়ে। কিন্তু এটা সবসময় কম্পিউটারে বসে মনিটরিং করা সম্ভব নয়। যেমন ধরুন এমন কিছু সময় আসে হঠাৎ বাজার লাভে অবস্থান করছে কিন্তু আপনি তা জানেন না তাহলে আপনার বড় একটি লাভ হাতছাড়া হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি টেক প্রফিট অফশনটা চালু রেখে ওখানে একটা এমাউন্ট উল্লেখ করে রাখেন যখন বাজার ওই এমাউন্ট এ অবস্থান করবে তখন লাভ হয়ে আপনার ট্রেডটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটাকেই বলে টেক প্রফিট এবং এটা এইভাবে কাজ করে।
-
টেক প্রফিট হলো আপনি কত পিপ্স লাভ করার পর আপনার ট্রেড বন্ধ করতে চান এটিই এর মূল অর্থ ।আর আমরা যখন ট্রেড করি তখন আমাদের পক্ষে সারাদিন ট্রেড ওপেন করে কম্পিউটার /মোবাইল হাতে নিয়ে বসে থাকা সম্ভব হয় না।তবে আমরা চাই যে ট্রেডটি একটি নিদিষ্ট পিপ্স লাভ করার পর স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে আর ঠিক এই কাজটি করার জন্যই আমরা টেক প্রফিট ব্যবহার করে থাকি। ধন্যবাদ
-
আামার মতে টেক প্রফিট হলো আপনি ইচ্ছা করলে আপনার ট্রেডের প্রফিট আপনআপনিই আপনার একাউন্টে যোগ হয়ে যাবে । দেখা যায় অনেক সময় আমরা দীর্ঘ সময় ধরে মার্কেট ওয়াচ করতে পারিনা তাই টেক প্রফিট অপশনে গিয়ে টেক প্রফিট দিয়ে রাখলে আমরা যদি মার্কেটে থাকতে নাও পারি তাহলেও কোন সমস্যা নাই কারন নিদৃষ্ট স্থানে গিয়ে ট্রেড নিযেনিযেই ক্লোজ হয়ে যাবে এবং প্রফিট হবে ।
-
টেকপ্রফিট হল একটা সীমা যেখানে আপনি নির্ধারণ করে দিবেন যে আপনি কতটুকু প্রফিট নিতে চান। আপনি মার্কেটে না থাকলেও ঐ পরিমান লাভ হলে আপনার ট্রেড প্রফিটে ক্লোজ হয়ে যাবে। ধরুন আপনি একটা ট্রেড ওপেন করলেন যেটাতে আপনি আশা করছেন ১০০ পিপস লাভ করবেন তাই ১০০ পিপস টিপি দিয়ে রাখলেন। এখন ১০০ পিপস লাভ হলেই ট্রেডটা নিজেনিজে ক্লোজ হয়ে যাবে।