সে সকল কারেন্সি পেয়ার গুলোতে সবাই ট্রেড করে বা বেশি ট্রেড হয় সেই কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করা ভাল। কারন এই কারেন্সি গুলো তারাতারি উঠানামা করে। তার পর ও এনালাইসিস করে যে পেয়ারে ট্রেড এর পজিশন আসে সেই পেয়ারে ট্রেড করতে হবে।
Printable View
সে সকল কারেন্সি পেয়ার গুলোতে সবাই ট্রেড করে বা বেশি ট্রেড হয় সেই কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করা ভাল। কারন এই কারেন্সি গুলো তারাতারি উঠানামা করে। তার পর ও এনালাইসিস করে যে পেয়ারে ট্রেড এর পজিশন আসে সেই পেয়ারে ট্রেড করতে হবে।
ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে ট্রেড করা হয়।। ফিরেক্স ট্রেড করার জন্য আমার মতে ইউরো ইউএসডি কারেন্সি ই সবচেয়ে ভাল।।। ফরেক্স আমরা সাড়া জীবন করতে পারি।। আর কারেনিএর মধ্যে ইউরো ইউএসডি কারেন্সি এর মুল্য সবচেয়ে দামি এবং বেশি।।।
ফরেক্সে নতুনদের জন্য আসলে ট্রেড করার জন্য কোন পেয়ার ভাল হবে তা নির্ভর করে মার্কেট আনালাইসিস এর উপর। মার্কেট আনালাইসিস করে যে পেয়ার টপ এ থাকবে সেটি নিয়ে ট্রেড করতে হবে। আমার মতে গোল্ড পেয়ারে ট্রেড করা ভাল এর মার্কেট মুভমেন্ত উপরের দিকে থাকে। আপনি নিজে মার্কেট আনালাইসিস করে ট্রেডিং এর সিদ্ধন্ত নিলে ভাল হয়।
আমি ফরেক্সে নতুন তাই আমি এখোনো ডেমো একাউন্টে কাজ করছি আর ডেমো একাউন্টে আমি ইউরো / ইউএসডি দিয়ে ট্রেড করি। আমি শুনেছি মার্কেটে ইউরো / ইউএসডির চাহিদা ভাল তাই নতুনদের জন্য ইউরো / ইউএসডি দিয়ে ট্রেড করা ভাল হবে।
আমি ফরেক্সে নতুন তাই আমি এখোনো ডেমো একাউন্টে কাজ করছি আর ডেমো একাউন্টে আমি ইউরো / ইউএসডি দিয়ে ট্রেড করি। আমি শুনেছি মার্কেটে ইউরো / ইউএসডির চাহিদা ভাল তাই নতুনদের জন্য ইউরো / ইউএসডি দিয়ে ট্রেড করা ভাল হবে।
আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ফরেক্সের সাধারণ নিয়মনীতি এবং ট্রেড করার বিষয়বস্তু সম্পর্কে ভাল করে জানতে হবে । ডেমু একাউন্ট খোলার পর আপনাকে জানতে হবে কোন কারেন্সী নিয়ে ট্রেড করলে আপনি লাভবান হতে পারবেন । এরপর ধীরে ধীরে মার্কেটের কারেন্সী সম্পর্কে সকল ধারণা চলে আসবে , এতে করে আপনি একজন ভাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন । ফরেক্সএ নতুনদের জন্যে ইউর/ইউ এস ডি কারেন্সী সর্বোত্তম ।
ফরেক্সে সবচাইতে বড় কথা হলো এনালাইসিস যদি আপনি এনালাইসেস করতে পারেন তবে যেখানে ট্রেড দিবেন সেখানেই সফল হবেন । াতবে প্রথম দিকে ইউরো/ইউএসডি পে্যারে কাজ করতে পারেন ।
আমি এই কথাটা সব সময়ই বলে থাকি আর তা হল ফরেক্সে নতুন ট্রেডারদের সব সময়ই উচিত ঐ সকল কারেন্সি পেয়ার দিয়ে ট্রেড করা যার মার্কেটে অনেক বেশি ডিমান্ড বা চাহিদা রয়েছে আর সেই ধরনের কারেন্সির কথা বলতে গেলে অবশ্যই প্রথমে eur/usd এ কারেন্সি পেয়ারটিই সামনে চলে আসবে।আমার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাপূর্ন কারেন্সি মনে হয় এই কারেন্সি পেয়ারকে।
আমার স্বল্প ট্রেডিং জ্ঞানের আলোকে আমি এটি বলতে পারি যে ফরেক্সে ট্রেড করে এখান থেকে আয় করতে হলে ট্রেডারদের সেই সকল কারেন্সি পেয়ারই বেছে নেওয়া উচিত যেগুলোর ব্যাপক চাহিদা রয়েছে কারন চাহিদাপূর্ন কারেন্সি পেয়ারের মুভমেন্ট অনেক বেশি হয়ে থাকে ফলে ঐ সকল কারেন্সি পেয়ার দিয়ে ট্রেড করে খুব সহজেই অল্প সময়ের ব্যাবধানে ফরেক্স থেকে আয় করা যায়।
আপনার ব্যালেন্স যদি কম হয়ে থাকে তাহলে আপনি এমন একটি পেয়ার বাছাই করুন যেটি আপনি ট্রেড করলে লস কম হবার সম্ভাবনা থাকে। আবার ভোলাটাইল পেয়ার গুলোতে স্প্রেড বেশী থাকে। এই পেয়ার গুলো বেশী ম্ভু করার কারনে স্টপ লস হিট করে বেশী।
এখানে ট্রেড করার জন্য মূলত তিন ধরনের কারেন্সি পেয়ার রয়েছে যেমন: মেজর, মাইনর ও ক্রস কারেন্সি পেয়ার । এর মধ্য থেকে আপনি যে কোন একটি কারেন্সি পেয়ার নিয়ে কাজ করতে পারেন । তবে এক্ষেত্রে আমার মতামত হচ্ছে আপনি মেজর কারেন্সিগুলোর মধ্যে যেকোনো একটি নিয়ে ট্রেড করতে পারেন, কারন এগুলোতে ইস্প্রেডটাও অনেক কম তাই সুবিধাও অনেক । সুতরাং আপনি আপনার সুবিধামত যেটা ভাল লাগে সেটা নিয়েই কাজ করতে পারেন ।
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সব থেকে ভালো কারেঞ্চি হচ্ছে সকল ইউ এসডী সম্পর্কিত কারেঞ্চি।এই কারেঞ্চি গুলতে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমাদের লস এর আসংখা কম থাকবে।তবে আমি মনে করি uro/usd বা gbp/usd পেয়ারটি বেশি উঠানামা করে তাই এখান থেকে বেশি লাভ করা সম্ভব।
আপনি যদি ফরেক্স মার্কেটে একদম নতুন আসেন তাহলে আপনার জন্য অবশ্যই eur/usd পেয়ারটি তুলনামূলক সর্বাধিক নিরাপদ এবং সহজতর হবে৷এই পেয়ারটি মার্কেটে সবচাইতে নির্ভরযোগ্য অর্থাৎ এই পেয়ারে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷তাই এই পেয়ারে ট্রেড করা তুলনামূলক নিরাপদ হবে৷নতুনদেরকে eur/usd পেয়ারটিতে দীর্ঘদিন নিয়মিত ট্রেড করার অভ্যাস করা উচিত৷যারা নতুন তারা সবাই ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন এই পেয়ারে ট্রেড করে করে মার্কেটে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করবেন৷eur/usd পেয়ারে ট্রেড করতে করতে যখন আপনি পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন gbp/usd,usd/jpy ইত্যাদি পেয়ারগুলোতে ট্রেড করতে পারেন৷তবে eur/usd পেয়ারটিতে কমপক্ষে এক বছর ট্রেড করার অভিজ্ঞতা অর্জন করে নেওয়া উচিত৷
ফরেক্সে আমার মতে usd/eur কারেন্সি নিয়ে ট্রেড করা সর্বাথিক কল্যানকর। বিশেষ করে যারা নবীন তাদের ডেমোতে প্রাকটিস করার সময় অবশ্যই usd/eur কারেন্সি ব্যাবহার করবেন।পরবর্তীতে অভিজ্ঞ হলে অন্য কারেন্সি পেয়ারে ট্র্রেড করলে সমস্যা হবেনা।
আপনি যেহেতু ফরেক্স মার্কেট এ নতুন তাই আমার মতে ভাল হয় আপনি একটা পেয়ার নিয়ে কাজ শুরু করতে পারেন যখন দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করছেন অনেক ভাল করে মার্কেট বুঝতে পারছেন তখন আপনি ৩ তা বা মেজর পেয়ার গুল তে ট্রেড করতে পারেন আমি ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার কে দেখছি যারা একটা পেয়ার এ ট্রেড করে অনেক বেশি লাভ করতে পারে তাই আপনি চাইলে একটা পেয়ার এ ট্রেড করতে পারেন
প্রথমে আমাদেরকে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। ফরেক্সে ট্রেড করা শিখতে হবে। আমরা যারা ফরেক্সে কাজ করি তারা প্রায় সকলেই ইউরো / ইউএসডি নিয়ে কাজ করি এবং প্রায় *সকলেই এটা সাপোর্ট করে।
ফরেক্স ট্রেডিংয়ে যারা অভিজ্ঞ এবং দক্ষ তাদের জন্য যে কোন পেয়ার নিয়ে ট্রেড করলে অসুবিধা নেই।তবে যারা নতুন তাদের জন্য usd/eur পেয়ারে ট্রেড করা ভাল। কারন usd/eur পেয়ারটি সহজ এবং নিরাপদ।বেশিরভাগ ট্রেডার এই পেয়ারে ট্রেড করে থাকেন।
ভাই এই মার্কেটে যদি আপনার ভাল দক্ষতা থাকে তাহলে যে কোন একটা কারেন্সি পেয়ার নিযে সেখানে ট্রেড করে প্রফিট নিতে পারবেন। তবে আপনি যদি একেবারে নতুন হন তাহলে যেগুলো কারেন্সি সাধারণত কম মুভ করে এবং একটা জিনিষ লক্ষ রাখবেন সাধারণত যেগুলো পেয়ার একটা ট্রেন্ড ধরে চলে সেগুলোত আপনাকে ট্রেড নিতে হবে।
আমার মতে নতুন ট্রেডার হিসেবে আমাদের উচিত হবে কম ভোলাটাইল কিংবা স্পাইক কম হয় এরকম পেয়ারে ট্রেড করা । আর ফরেক্স এর ট্রেড করার ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে পেয়ার আর কারেন্সি । অভিজ্ঞ ট্রেডাররা নিদ্দিষ্ট কিছু কারেন্সির গতিবিধি বুঝে শুধু সেগুলোতেই ট্রেড করে । তাই আমাদের উচিত হবে এনালাইসিসভিত্তিক ট্রেড করা । এতে করে আমরা কিছু নিদৃষ্ট পেয়ারের উপর অভ্যস্ত ও দক্ষ হতে পারব
আপনি যদি সঠিকভাবে ট্রেড করতে পারেন তাহলে সকল কারেন্সি থেকেই আপনি ভাল মুনাফা করতে পারবেন কিন্তু আপনি যদি সঠিকভাবে ট্রেড না করতে পারেন তাহলে কোন কারেন্সিই আপনাকে সঠিকভাবে মুনাফা দিতে পারবে না। এছাড়া আমার দেখামতে ইউরো এবং ইউএসডি কারেন্সি নিয়েই প্রায় সকলেই ট্রেড করে এবং আমার দেখা মতে এগুলো নিয়ে অনেক তথ্যই আমরা খুব সহজেই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারি যার ফলে ট্রেড করা খুবই সহজ হয়ে যায়।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ফরেক্সের সাধারণ নিয়মনীতি এবং ট্রেড করার বিষয়বস্তু সম্পর্কে ভাল করে জানতে হবে । ডেমো একাউন্ট খোলার পর আপনাকে জানতে হবে কোন কারেন্সী নিয়ে ট্রেড করলে আপনি লাভবান হতে পারবেন ।
একেক জনের কাছে একেক কারেন্সি ভাল । তবে সবচেয়ে ভাল হয় দুই তিনটা কারেন্সি নিয়ে কাজ করলে । বেশি কারেন্সি নিয়ে কাজ করলে মুভমেন্ট বোঝা খুব কষ্টকর হয়ে যায় । তাই আমার মতে অল্প কারেন্সি নিয় ট্রেড করা উচিত ।
ফরেক্সে ট্রেড করার জন্য সবচেয়ে ভাল কারেন্সি হল gbp-usd/gbp-jpy । কারণ এই পেয়ারের মার্কেট মুভমেন্ট সবসময় ভাল থাকে । কখনো গোল্ডের মত মার্কেট খুব মুভমেন্ট করে না তবে ফরেক্সে যে মেজর পেয়ারগুলি রয়েছে সে গুলোর তুলনায় এই পেয়ারের মুভমেন্ট গতানুগতিক ভাবে অনেক ভাল বিধায় এখান থেকে একটি ট্রেড করলে ভাল পিপ্স অর্জন করা যায় । তবে একটি কথা বলে রাখি বেশী লোভ করে আবার বেশী লটের ট্রেড দিবেন না কারণ বেশী লাভ যদি হয় তাহলে বেশী লস হওয়ারও সম্ভাবনা থেকে যায় ।
জিবনে প্রথম ইউরোইউএসডিতে টেড ওপেন করি০.০১লটে।সেটা আমাকে লাভ প্রফিট দিয়ে ছিল।আসলে আমিও নতুন তাই আমি ভালজানি না যে কোন পেয়ারে টেড ভাল হয়।উরেপে এক অভিজ্ঞ ভাই বলেছে যে এনালাইসিস ই সব।এটা সতি কিন্তু নতুনএরে এনালাইসিস এর সাথে পরিচিত নয়।যেমন আমি।তবে ফরেক্স এ কিছু মেঝর কারেন্সি আছে যাতে টেড করে নতুন এর রা লাভবান বা প্রিফ ও মাকেট সম্পকে জানতে পারে
আমি মনে করি যে, ফরেক্স ট্রেড করার জন্য মেজর কারেন্সি দিয়ে ট্রেড করা খুবই ভালো । যে ট্রেডারগণ এই মেজার কারেন্সি দিয়ে ট্রেড করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ট্রেড করার জন্য মেজর কারেন্সি দিয়ে ট্র্র্র্রড করব তাহলেই সফরকাম হতে পারব ।
আমি এই কথাটা সব সময়ই বলে থাকি আর তা হল ফরেক্সে নতুন ট্রেডারদের সব সময়ই উচিত ঐ সকল কারেন্সি পেয়ার দিয়ে ট্রেড করা যার মার্কেটে অনেক বেশি ডিমান্ড বা চাহিদা রয়েছে। আর সেই ধরনের কারেন্সির কথা বলতে গেলে অবশ্যই প্রথমে gbp/usd এ কারেন্সি পেয়ারটিই সামনে চলে আসবে।আমার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাপূর্ন কারেন্সি মনে হয় এই কারেন্সি পেয়ারকে। কারণ এই মার্কেট এ দীর্ঘ সময় ধরে ভালো মুভমেন্ট পাওয়া যায়।
আমি এই ফরেক্স মার্কেট এ নতুন,,,, তাই আমি এখন ডেমো ট্রেডিং প্রাকটিস করি । আমি যখন ডেমো ট্রেডিং থেকে ট্রেড করি,,, তখন আমি বেশির ভাগ সময় uro/usd এই পেয়ারে ট্রেড করি । এই পেয়ারে ট্রেড করতে আমার খুবই ভালো লাগে । কিন্তু রিয়েল ফরেক্স মার্কেটে কাজ করতে হলে অবশ্যই আমাকে ভেবে চিন্তে,, ভালো করে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে । তা না হলে আমাকে লচের সম্মুখীন হতে হবে ।
আমি সবসময় এই ব্যবসায় মেজর কারেন্সি পেয়ার ব্যবহার করে থাকি ট্রেড করার জন্য। কারণ আমার মতে সেগুলো অনেক সহজ আর খুব সহজেই সে সব পেয়ার সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায় যা আমাদের এনালাইসিস করতে অনেক সাহায্য করে থাকে। তাছাড়া আমি মনে করি অন্যান্য কারেন্সি পেয়ার অনেক ঝুকিপূর্ণ। কারণ ঐ কারেন্সি পেয়ারগুলোর সঠিক মুভমেন্ট ধরাটা অনেক কঠিন আর আমরা যদি এই মার্কেটে সঠিক রাস্তা প্রবেশ করতে না পারি তাহলে কখনই আমরা সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবো না।
ফরেক্স মার্কেটে অনেকগুলি কারেন্সি পেয়ার আছে। ট্রেড করার পূর্বে সকল ট্রেডারদের এমন একটি পেয়ার সিলেক্ট করা উচিৎ যা দিয়ে নিরাপদে ট্রেড করা যায়। প্রথমে ট্রেড করার পূর্বে ভাল করে মার্কেট এনালাইসিস করে নিতে হবে। এনালাইসিস অনুযায়ী যে সব কারেন্সি পেয়ার ট্রেড করার উপযোগী মনে করবেন কেবল ওই পেয়ারেই ট্রেড করুন। যাদের ব্যালেন্স কম তাদের যে সব কারেন্সি পেয়ারে স্প্রেড কম কেবল সেসব পেয়ার নিয়েই ট্রেড করা উচিৎ। যেমন eurousd, eurochf ইত্যাদির স্প্রেড কম এবং এইগুলির মুভমেন্টও অনেক কম। তাই অল্প লাভে ট্রেড ক্লোজ করতে হয়। কিন্তু অল্প লাভ হলেও এই পেয়ারগুলিতে ট্রেড করা নিরাপদ। যেসব পেয়ারের মুভমেন্ট এনালাইসিস অনুযায়ী বোঝা যায় না বা অস্বাভাবিক ওঠানামা করে ওইসব পেয়ার থেকে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত।
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার রয়েছে কারেন্সি পেয়ারের পাশাপাশি এই মার্কেটে রয়েছে বিভিন্ন মূল্যমানের ধাতব পদার্থ যা দিয়ে যে কেউ এখানে ট্রেড করতে পারে। তবে আমি মনে করি ট্রেডারদের যেহেতু এখান থেকে ভাল প্রফিট লাভ করতে হবে সেক্ষেত্রে তাদের সেই সকল কারেন্সি পেয়ারকেই বিবেচনা করা উচিত যে সকল কারেন্সি পেয়ার অনেক বেশি জনপ্রিয় এবং চাহিদাপূর্ন যেমন: gbp/usd.
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ফরেক্সের সাধারণ নিয়মনীতি এবং ট্রেড করার বিষয়বস্তু সম্পর্কে ভাল করে জানতে হবে । ডেম একাউন্ট খোলার পর আপনাকে জানতে হবে কোন কারেন্সী নিয়ে ট্রেড করলে আপনি লাভবান হতে পারবেন । এরপর ধীরে ধীরে মার্কেটের কারেন্সী সম্পর্কে সকল ধারণা চলে আসবে । এতে করে আপনি একজন ভাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন । ফরেক্স ব্যবসায় নতুনদের জন্যে euousd, gbpusd, audusd, usdjpy কারেন্সী সর্বোত্তম ।
হাই, আপনি কেমন আছেন, আমরা সকলেই এখানে সাফল্যের জন্য কাজ করছি তবে সাফল্য তাদের কাছে আসবে যাদের এটি পাওয়ার ক্ষমতা রয়েছে, আমি দেখতে পেলাম যে ভাগ্য ফ্যাক্টর ফরেক্সের সাথে নির্দিষ্ট ফরেক্সে আমাদের কঠোর পরিশ্রমের সাথে কাজ করবে না যা কাজের অভিজ্ঞতা ছাড়াও দেয় আপনি যেমন অন্যান্য ব্যবসায় সাফল্য অর্জন করেন তাই সত্যিই গুরুত্বপূর্ণ কিছু নেই যা বলে যে আমরা ভাগ্যের ভিত্তিতে উত্পাদন করি যা তারা কখনও অর্জন করেনি। সফলভাবে বাণিজ্য থেকে সাফল্য পান, ধন্যবাদ অনেক বন্ধু
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক মুদ্রা বিনিময় মার্কেট। তাই এ মার্কেটে অনেক প্রকার কারেন্সি পেয়ার করা যায়। তবে আমার মতে সবচেয়ে ভালো কারেন্সি পেয়ার হলো ইউএসডি ক্যাড। এই মুদ্রায় সবচেয়ে বেশি বাজার মুভমেন্ট করে তাই এমন করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।,,,,,ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে অনেক কারেন্সি আছে কিন্তু সব কারেন্সি নিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেটে ভাল করা যাবে না তাই ভাল একটি কারেন্সি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে ভাল করা যাবে তাই ফরেক্স মার্কেটে ট্রড করার জন্য ইউরো এউএসডি ভাল কারেন্সি এই কারেন্সি নিয়ে ট্রেড করা ভাল ।
ফরেক্সে নতুনদের জন্য আসলে ট্রেড করার জন্য কোন পেয়ার ভাল হবে তা নির্ভর করে মার্কেট আনালাইসিস এর উপর। মার্কেট আনালাইসিস করে যে পেয়ার টপ এ থাকবে সেটি নিয়ে ট্রেড করতে হবে। আমার মতে গোল্ড পেয়ারে ট্রেড করা ভাল এর মার্কেট মুভমেন্ত উপরের দিকে থাকে। আপনি নিজে মার্কেট আনালাইসিস করে ট্রেডিং এর সিদ্ধন্ত নিলে ভাল হয়।
মেজর পেয়ার গুলোতে টেড করলে লস ঘুরে আসে প্রায়।মেজর পেয়ার এর স্পেড ও কম কাটে।তাছারা এ সব পেয়ার ২/৩মাস পর আবার প্রায় একই জায়গায় ঘুরে আসে।আর গোল্ড এ তো অনেক অভিজ্ঞতা ছারার টেড করে ওপেন করা সম্ভব নয়।তাই নতুনদের গোল্ডে এ টেড করা ঠিক নয়
আপনি বৈদেশিক মুদ্রার বাজারে একটি দম্পতির সাথে কাজ করছেন কিনা তা আপনি নির্ভর করেন বা একটি দম্পতির বিনিময় করে আপনি ক্রমবর্ধমান ফলবান হতে পারেন। আপনি বিশ্লেষণের সাথে বিনিময় করেন এবং দেখুন কোন যুগটি আপনার পরীক্ষাকে ক্রমবর্ধমান কার্যকর করে তোলে। আপনার তদন্তটি সবচেয়ে ভাল হবে এমন জুটির আপনার বিনিময় করা উচিত। আরও কী, আপনি যথাযথভাবে স্বর্ণ পরীক্ষা করতে পারবেন এমন সুযোগে আপনি সেই বিন্দু থেকে দুর্দান্ত উপকার করতে পারবেন।
ফরেক্সে নতুনদের জন্য আসলে ট্রেড করার জন্য কোন পেয়ার ভাল হবে তা নির্ভর করে মার্কেট আনালাইসিস এর উপর। মার্কেট আনালাইসিস করে যে পেয়ার টপ এ থাকবে সেটি নিয়ে ট্রেড করতে হবে। আমার মতে গোল্ড পেয়ারে ট্রেড করা ভাল এর মার্কেট মুভমেন্ত উপরের দিকে থাকে। আপনি নিজে মার্কেট আনালাইসিস করে ট্রেডিং এর সিদ্ধন্ত নিলে ভাল হয়
আমি সব সময়ই বলে থাকি আর তা হল ফরেক্সে নতুন ট্রেডারদের সব সময়ই উচিত ঐ সকল কারেন্সি পেয়ার দিয়ে ট্রেড করা যার মার্কেটে অনেক বেশি ডিমান্ড বা চাহিদা রয়েছে আর সেই ধরনের কারেন্সির কথা বলতে গেলে অবশ্যই প্রথমে eur/usd এ কারেন্সি পেয়ারটিই সামনে চলে আসবে।আমার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাপূর্ন কারেন্সি মনে হয় এই কারেন্সি পেয়ারকে।
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । মার্কেটে আমার আগমন বেশি দিনের নয় । মার্কেটে ট্রেড করার জন্য পেয়ার নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেটে আমি সাধারনত ইউরো ইউএসডি পেয়ারে ট্রেড করতে পছন্দ করি । তাছাড়া ক্রোডেল এ মাঝে মধ্যে ট্রেড করা হয় । তবে ক্রোডেলে ট্রেড করলে লট সাইজ একেবারে কমিয়ে নেই ।