আমার মনে হয় গোল্ড দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা আসলে তেমন ভাল না,কারন গোল্ড অনেক দাম যার কারনে কম ভলিউম এ ট্রেড করলেও যে কোন মুহুত্তে লস হওয়ার সম্ভাবনা থাকে ।তবে যদি দক্ষ ট্রেডার হওয়া যায় তাহলে বুজে শুনে ট্রেড করলে তেমন সমস্যা হয় না।তারপর ও দেখে শুনে করাটা ভাল।