লিভারেজ বা মার্জিনের সহজ অর্থ হল লোন। আপনার মূলধনের উপর কত গুণ লোন আপনি ব্রোকার থেকে পাবেন ট্রেড করার জন্য, অর্থাৎ আপনার ছোট এমাউন্ট দিয়ে বড় পরিসরে ট্রেড করতে পারার সুবিধাই হল লিভারেজ। লিভারেজ ব্রোকার দ্বারা নির্দিষ্ট করা থাকে এবং একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ প্রদান করে থাকে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।