-
কত ভলিয়্যূমে ট্রেড করা উচিত সেটা নির্ভর করবে ডিপোজিটের এমাউন্ট এর উপর। যদি মানিম্যানেজমেন্ট রুল ফলো করেন তাহলে আপনার ১০০ ডলারের একাউন্টে ট্রেড করা উচিত ০.০১ লটে স্টপলস ১ ডলার এবং টিপি হবে ২/৩ ডলার তাহলে সঠিক মাত্রায় এগিয়ে যেতে পারবেন। এর বাইরে যদি ট্রেড করেন তাহলে আপনি রিস্কের উপর থাকবেন এবং যত লট পরিমান বৃদ্ধি করবেন তত বেশী পরিমানে রিস্ক। প্রাথমিক অবস্থায় অতিরিক্ত রিস্ক নেওয়া মোটেও ঠিক নয়। জিরো রিস্ক এর জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন প্রাথমিক অবস্থায়।
-
ভাই নতুন অবস্থায় আপনাকে সব সময় যত কম ভলিউম রেখে ট্রেড করতে পারবেন, ততই সেটা আপনার জন্য কল্যাণকর হবে। কেননা নতুন অবস্থায় আপনাকে আগে সঠিকভাবে ট্রেড মেনেজম্যান্ট করা জানতে হবে, এরপর নাহয় আপনি পরবর্তিতে, আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে একটু করে ভলিউম বাড়িয়ে ট্রেড করলে আশা করা যায় অনেকটা লাভবান হতে পারবেন।
-
আমরা জানি কত ভলিয়্যূমে ট্রেড করা উচিত সেটা নির্ভর করবে ডিপোজিটের এমাউন্ট এর উপর। যদি মানিম্যানেজমেন্ট রুল ফলো করেন তাহলে আপনার ১০০ ডলারের একাউন্টে ট্রেড করা উচিত ০.০১ লটে স্টপলস ১ ডলার এবং টিপি হবে ২/৩ ডলার তাহলে সঠিক মাত্রায় এগিয়ে যেতে পারবেন। এর বাইরে যদি ট্রেড করেন তাহলে আপনি রিস্কের উপর থাকবেন এবং যত লট পরিমান বৃদ্ধি করবেন তত বেশী পরিমানে রিস্ক। প্রাথমিক অবস্থায় অতিরিক্ত রিস্ক নেওয়া মোটেও ঠিক নয়। জিরো রিস্ক এর জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন প্রাথমিক অবস্থায়।
-
মূলত: বিনিয়োগ বা ইনভেস্টের উপর ডিপেন্ড করেই লট / ভলিউম নির্ধারণ করতে হয়। তবে নতুন অবস্থায় ডেমো হোক , ইনভেস্ট হোক বা ফোরামের বোনাস হোক .০১ সেন্ট থেকে শুরু করাই ভাল কারণ সব ধরণের অভিজ্ঞতা প্রয়োজন আছে । এরপরে ধারাবাহিকভাবে লট/ভলিউম বাড়ানো যাবে। যখন দক্ষ হয়ে উঠবেন তখন পূজি এবং মার্কেটের অবস্থা দেখেই বুঝবেন যে ,এখন কত লটে বা ভলিউমে এ্যান্ট্রি দিতে হবে।
-
নতুন ট্রেডাররা ফরেক্সে কি পরিমান ভলিয়ম নিয়ে ট্রেড ওপেন করবে সেটা নির্ভর করবে তার একাউন্টের ব্যালেন্স এবং অভিজ্ঞতা উপর, অর্থাৎ যদি ব্যালেন্সের পরিমাণ 50 থেকে 100 ডলারের মধ্যে হয়ে থাকে তাহলে 0.02 ভলিয়মে ট্রেড ওপেন করতে পারেন, এতে করে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং যদি লস হয়েও থাকে তাহলে লস এর পরিমান অনেক কম হবে। তবে ফরেক্সে ট্রেডিং শুরু করার পুর্বে ফরেক্স সম্পর্কে যথোপযুক্তভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলে, তারপরেই ট্রেডিং শুরু করা উচিত।
-
আমি ফরেক্স ভূবনে নতুন।আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য।আমি নিজেকে আপনাদের দেখানো পথ চলতে চেষ্টা করবো।আমার বোনাস ব্যালেন্স বেশি না,তাই লাভ লস এর সিমানা কম রেখে অবশই কম সেন্ট দিয়ে টেড করবো।ধন্যবাদ
-
যেকোন কিছুই নতুন মানে একটু অন্যরকম, একটু জটিল। আর ফরেক্স এ নতুন রিয়েল ট্রেড করে মার্কেটে টিকে থাকাও খুব কঠিন যদি মার্কেট এনালাইসিস, সঠিক মানি ম্যানেজমেন্ট না করে ভলিউম সেট করা হয়। আসলে ভলিউম সেট করতে হলে ভালোভাবে বুঝতে হবে আপনার ক্যাপিটাল কত আর মার্কেট কতটুকু আপ-ডাউন করলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, এটার উপর। এক্ষেত্রে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার আগে ডেমো অ্যাকাউন্টে মিনিমাম ৩মাস প্রাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। নতুন অবস্থায় ফরেক্স এ টিকে থাকতে কম প্রফিট, কম লাভের মানসিকতা নিয়ে আপনাকে ট্রেড শুরু করতে হবে। সেক্ষেত্রে ০.০১ভলিউম সেট করেও আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারেন। সম্ভব হলে আপনার সিনিয়রদের সাহায্য নিতে পারেন। এরপর আপনার দক্ষতা আর অভিজ্ঞতা বলে দিবে কোন সময়ে কত ভলিউম সেট করলে আপনার প্রফিট করার সম্ভাবনা বেশি থাকবে।
-
আমি ফরেক্স নতুন সদস্য। তাই অনেককিছু বিষয় তেমন কোনধারনা নাই। তবে আমার কাছে মনে হয় যারা নতুন তারা০.০১লটে ট্রেড করতে পারেন।এতে লস কম হবে।আর প্রফিটও ভালো হবে
-
আমার মতে আসলে নতুনরা কত ভলিউম বা লট দিয়ে ট্রেড করবে সেটা নির্ভর করবে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর কোন ভাবেই মানিম্যানেজমেন্ট অগ্রায্য করে তাদের ট্রেড করা উচিত নয়। নতুন কেউ যদি প্রাথমিক ভাবে ১০ ডলার ডিপোজিট করে ফরেক্সে ট্রেড করতে চায় তা হলে আমি তাকে পরামর্শ দিব অবশ্যই আপনি বড় ধরনের লসের ঝুকি এড়াতে চাইলে সবোচ্চ ০.০১ দিয়ে একমুখী দুটি ট্রেড ওপেন করবেন।
-
যারা নতুন তাদেরকে আসলে ছোট ছোট লটে ট্রেড করা উচিত,তাদের যদি ইনভেস্ট ৫০ ডলার হয় তাহলে ৫সেন্ট থেকে ১০ সেন্ট লট হওয়া উচিত।এর বেশি হলে আপনার একাউন্ট খালি হতে পারে।
-
নতুনদের জন্য ১০ সেন্টের ট্রেড করাই ভাল। এতে লস হলেও কম হবে। আর প্রতিটা ডলারের মুল্য খুব ভালভাবে বুঝতে পারবে। আর পিপ হিসেব করতে সুবিধাও হবে। ফলে ভবিষ্যতে ভাল করে ট্রেড করার প্রতিশ্রুতি নিকেকে দেবে। ১০ সেন্টের নিচে গেলে আকর্ষণ কমবে আবার বেশি হলে রিস্ক বেশি হবে। এটা পুরোপুরি আমার মতামত।
-
আসলে ফরেক্স ট্রেডিং এ আমাদের ইচ্ছে মত অনেক কিছু করতে পারি । কিন্তু ফরেক্স থেকে আয় করার জন্য আমাদের খুবই সাবধান থাকতে হয় কারণ ফরেক্স মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট । তাই নতুন অবস্থায় আপনাকে আর সতর্ক থাকতে হবে , সেজন্য খুব অল্প লট এর ট্রেড ওপেন করতে হবে । যেমন আপনার অ্যাকাউন্ট বালাঞ্চে যদি থাকে ১০০$ তাহলে আমার মতে আপনার .০৫$ লট সাইজ এর ট্রেড ওপেন করা সবথকে উত্তম ।
-
নতুনদের উচিত অল্প লট বা ভলিউম এ এন্ট্রি নেওয়া তাদের ব্যালেন্স অনুযায়ী ভলিউম সেট করতে হবে,তাদের যদি ব্যালেন্স ২০০ হয়ে থাকে তাহলে তাদের ০.২ সেন্ট এ ট্রেড করতে হবে এবং কম লিভারের ব্যবহার করতে হবে,বেশি বড় ভলিউম ব্যবহার করলে ব্যালেন্স হারানোর সম্ভবনা থাকে নতুনদের।
-
আমার মতে নতুন কেউ যদি প্রাথমিক ভাবে ১০ ডলার ডিপোজিট করে ফরেক্সে ট্রেড করতে চায় তা হলে আমি তাকে পরামর্শ দিব অবশ্যই আপনি বড় ধরনের লসের ঝুকি এড়াতে চাইলে সবোচ্চ ০.০১ দিয়ে একমুখী দুটি ট্রেড ওপেন করবেন।
-
নতুনদের জন্য কম ভলিয়মই ভালো হবে বলে মনে করি।কারন প্রাথমিক অবস্থায় অভিজ্ঞতা কম থাকায় বেশি ভলিউমে ট্রেড করলে রিস্ক বেশি হয়ে যাবে তাতে করে বেশি লস হবার সম্ভাবনা থাকবে তাই কম ভলিউমে ট্রেড করাটাই বেটার।
-
লট সাইজ নির্ধারণ করা হয় মূলত একাউন্ট ব্যালেন্সের ওপর নির্ভর করে। একাউন্ট বড় হলে লট সাইজ বড় আর ছোট হলে ছোট। তবে নতুনরা যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন নয় সেহেতু তাদের একাউন্ট যত বড়ই হোক না কেনো তাদের উচিত ছোট ছোট লটে ট্রেড করা। যেমন .01 to .10 লট সাইজে ট্রেড করা ভালো।
-
আমার মতে যারা ফরেক্স মাকেটে নতুন তারা ছোট ভলিউমে ট্রেড করা উচিত।আপনি ০.১ সেন্ট ভলিউমে করবেন তাতে আপনার ব্যলেন্স শূন্য হওয়ার রিস্ক থাকবে না।তাকে আপনার লাভ হলেও কম হবে।আর লস হলেও কম হবে।নতুন অবস্হায় বেশী লাভ করার চিন্তা করবেন না।কিভাবে ঠিকে থাকা যায় সে চিন্তা করবেন।
-
নতুনদের ক্ষেত্রে নির্দিষ্ট কোন ভলিউম নেই ফরেক্স মার্কেটে । এমনকি কারও জন্যই কোন নিয়ম নেই ফরেক্সে । এটি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ক্যাপিটাল কত আছে তার উপর এবং মানি ম্যানেজমেন্টের প্রয়োগের উপর । এছাড়াও যে পেয়ার বা ধাতুতে ট্রেড করবেন সেই মার্কেটের মুভমেন্টের উপর । যেমন একটি ৫০$ একাউন্ট থেকে ১০ সেন্টের বেশী ট্রেড করা উচিত নয় । কারণ যে কোন মার্কেটই যখন ট্রেন্ডে থাকে তখন ৪০০ পিপ্স পর্যন্ত একটানা মুভমেন্ট করতে পারে । তাই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে আপনার ক্যাপিটাল অনুযায়ী ভলিউম নির্বাচন করুন ।
-
নতুন আর পুরাতন সবার জন্য নিয়ম একই। ভলিউম নির্ভর করে আপনার বিনিয়োগ কত তার উপর। একটি ট্রেডে যদি লস হয় তবে তা যেন আপনার মোট বিনিয়োগ এর ১℅ হয়। তাহলে আপনাকে আপনার ক্যাপিটাল শূন্য করতে হয় প্রায় ১০০ ট্রেড এক টানা লস করতে হবে
-
কত ভলিউম দিয়ে ট্রেড করবে সেটা আসলে মুলধনের উপর নির্ভর করবে। নতুন অবস্থায় যদি মুলধন ১০০ ডলার হয় সেক্ষেত্রে ০.০১ ভলিউমে ট্রেড করলে রিস্ক ফ্রি থাকতে পারবে। আর ২০০ ডলার হলে ০.০৩ ভলিউমে করা যেতে পারে। এতে করে ব্যাকআপ হিসেবে প্রায় ১০০০ পিপস পাওয়া যাবে এতে করে টিকে থাকা সম্ভব হবে ফরেক্সে।
-
আপনি কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ফরেক্স দক্ষতা অভিজ্ঞতা এবং আপনার ব্যালেন্স এর উপর। আপনি যত বেশি ফরেক্স এ ইনভেস্ট করতে পারবেন আপনার ইনকাম তত টাই হবে।। তবে অল্প ইনভেস্ট করে কখনো বেশি ইনকাম করার চিন্তা করা যাবে না।। ট্রেডিং এর আগে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে।
-
ভলিউমটা নির্ভর করে সাধারণত মূলধনের উপর। আর এটার অসংগতি দেখা দিয়ে আপনি খুব সহজেই আপনার সমস্ত মূলধন লস করে দিতে পারেন। তাই সব সময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে আপনার লট নির্ধারণ করুন। কারণ আপনি যদি আপনার কম মূলধনে বড় লট ব্যবহার করেন তাহলে আপনি বেশিক্ষণ এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আর আপনি যদি ছোট লট নিয়ে আস্তে আস্তে ট্রেড করেন তাহলে আপনি অনেকদিন এই মার্কেটে টিকে থেকে সফলতার সহিত মুনাফা উপার্জন করতে পারবেন।
-
আমার মতে যারা ফরেক্স মাকেটে নতুন তারা ছোট ভলিউমে ট্রেড করা উচিত।আপনি ০.১ সেন্ট ভলিউমে করবেন তাতে আপনার ব্যলেন্স শূন্য হওয়ার রিস্ক থাকবে না।তাকে আপনার লাভ হলেও কম হবে।আর লস হলেও কম হবে।নতুন অবস্হায় বেশী লাভ করার চিন্তা করবেন না।কিভাবে ঠিকে থাকা যায় সে চিন্তা করবেন।
-
আসলে আমি মনে করি নতুন অবস্তায় অনেক কম লোতে ট্রেড করা উচিত কারণ একাউন্ট জিরু হওয়ার ভয় থাকে না। তাই আমার মতে ০.১ সেন্ট লট এ ট্রেড করা উচিত। তবে একাউন্ট এ টাকা বেশি থাকলে আরো বেশি লটে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য নতুন হোক বা পুরাতন ট্রেডার হোক তাদের ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে লট নির্ধারন করা উচিত,আর নতুনদের প্রাথমিক অবস্থায় অল্প অল্প লট ব্যবহার করে এই বিজিনেস এ জইন করা উচিত,নতুন্দের ০.০১ অথবা ০.০২ লট এ ট্রেড করা সেফ বলে আমি মনে করি,বড় বড় লট দিয়ে ট্রেড থেকে বিরত থাকা উচিৎ।
-
একজন নতুন ট্রেডার কত ভলিয়মে ট্রেড ওপেন করবে এটা নির্ভর করবে সে ফরেক্স সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা দক্ষতা অর্জন করতে পেরেছে এবং তার অ্যাকাউন্টে ডিপোজিট কি পরিমাণ। অর্থাৎ সে যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে পারে পাশাপাশি তার অ্যাকাউন্টে 100 ডলারের উপরে ডিপোজিট থাকে তাহলে সে চাইলে বেশ বড় মাপের ভলিওমে ট্রেড ওপেন করতে পারবে। তবে আমার মতে একজন নতুন ট্রেডারের ব্যালেন্স 100 ডলার হলে প্রথম অবস্থায় 0.02ভলিয়মে ট্রেড করাই যুক্তিসম্মত হবে।
-
আমি এই হলুদ ধাতবটি সপ্তাহের শেষ দিনটিতে ডাউন ডাউনেন্ডার সেটআপ করার জন্যও আশা করছিলাম সেখানে চলাচল খুব সুন্দর ভাঙ্গা দেখা যাচ্ছে তবে এটি স্তরটি কাছেই রয়েছে তাই আমি পরের সপ্তাহে ডাউনট্রেন্ডের মুহুর্তের আশা করছি ঠিক আছে তবে অপেক্ষা করুন নিশ্চিতকরণের জন্য আমরা তখন ভাল ট্রেড ব্যবসায়ী নিই আপনি এখন কেমন আছেন এবং করছেন? আমি আশা করি আপনি খুব ভাল এবং সুন্দর। প্রিয় ট্রেডার সোনার খুব দ্রুত এবং আপ এবং ডাউন প্রবণতা অবিরত। প্রিয় সাথী আমি আপনার সাথে একদম সঠিক বিশ্লেষণ এবং ইতিবাচক বাণিজ্য বিশ্লেষণ প্রিয় ব্যবসায়ীকে সাথে একমত তাই এখন সেরা বিক্রয় এন্ট্রি করুন এবং একটি ভাল লাভ করুন। ধন্যবাদ.
-
ফরেক্স মার্কেটে যেমন লাভ তেমন লস। বিষয়টা হচ্ছে আপনি যেমন একটা ট্রেড যত ডলা্র প্রফিট করবেন ঠিক তত ডলার আপনার লসও হয়ে যেতে পারে। আর যত কম রিসক নিবেন লাভ কম হলেও কিন্তু লসের সময় লসও কম হবে। সব সময় এবিষয় মাথায় রেখে কম লট ব্যবহার করতে হবে।
-
ভলিউম ফরেক্স ট্রেডিং মার্কেট এর অন্যতম একটা পার্ট।যদি কেউ ভলিউম না মেনে কাজ করে তাহলে তার একাউন্ট মুহুর্তের মধ্যে জিরো হয়ে যেতে পারে।আপনার ব্যালেন্স এর উপর নির্ভর করে ভলিউম ঠিক করতে হবে।ধরুন আপনি ১০০ ডলার ডিপজিট করেছেন তাহলে আপনার ট্রেড করা উচিত ১০০/৫০০ = ০.৫ আপনি সর্বোচ্চ ০.৫ ডলার দিয়ে ট্রেড অপেন করলে আপনার ব্যালেন্স জিরো হবেনা।কিন্তু এর থেকে বেশি যদি নেন তাহলে মার্কেট আপনার বিপরীতে মুভ করলে মুহূর্তের মধ্যে সব ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।তাই মানিম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব দিয়ে ভলিউম ঠিক করায় সব থেকে ভালো উপায়।মনে রাখবেন আপনার একাউন্ট জিরো হয়ে গেলে আপনি ক্ষতি পুরুন না করে অথাবা আবার ডিপজিট না করে ট্রেড করতে পারবেন না।তাই অল্প তে সন্তুষ্টি থাকায় বুদ্ধিমানের কাজ।
-
আমি ফরেক্স ট্রেডিং এ নতুন।আমি নতুন হিসেবে বলি আমরা ডে ট্রেড করব সেক্ষরে আমার ব্যালেন্স কত সেটার উপর ডিপেন্ট করে আমাদের ট্রেডিং লট সাইজ ঠিক করতে হবে।মনে করি আপনার ব্যালেন্স যদি ৫০ ডলার হয় তাহলে ১০ সেন্ড এর বেশি ট্রেড করা ঠিক হবেনা।
-
নতুনরা কত ভলিউম/লট সাইজ দ্বারা ট্রেড করবে সেটা মুলত নির্ভর করে তার একাউন্ট ব্যলেন্স এর উপর। কারো ব্যলেন্স যদি ১০-৫০ ডলার এর বেশি হয়, তবে তার অবশ্যই ০.০১ সেন্ট এর বেশি ভলিউম/লট সাইজ ব্যবহার করা মোটেই উচিত না। তবে কোন রিস্ক পজিশনে আরেকটা ট্রেড এন্ট্রি দিতে পারবে ০.০১ সেন্ট দিয়ে।
-
আপনি কত সেন্ড বলিয়াম দিয়ে ট্রেড করবেন তা নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপর. সর্বপ্রথম আপনাকে মানি ম্যানেজমেন্ট টা শিখতে হবে .তাহলে আপনি বুঝতে পারবেন কত সেন্ট ভোলিয়াম দিয়ে ট্রেড করা উচিত . আমার মতে প্রতি 100 ডলার ব্যালেন্সে ফাইভ সেন্ট ভোলিয়াম দিয়ে ট্রেড করা উচিত.
-
আমি একজন নতুন ট্রেডার। আমি ট্রেড শুরু করেছি অল্প কয়েক দিন হলো। আমি খুব ই ছোট ছোট লট নিয়ে ট্রেড করে থাকি। আমি মুলত ০.০১ লট থেকে শুরু করে ০.১ পর্যন্ত লটে ট্রেড করে থাকি। এতে করে আমার লাভ ও খুব অল্প হয় আবার লস ও অল্প হয়। আমি আসলে রিস্ক নিতে চাই না তারপর ও অনেক সময় লস ই হয়ে যায়। অনেক সময় লসের জন্য লং ট্রেড করে থাকি কিন্তু তবুএ লস মেকাপ করে উঠতে পারি না
-
যার ফরেক্স মার্কেটে একেবারে নতুন তারা যদি ফরেক্স মার্কেটে বেশি করে ট্রেড করে তবে সে খুব বেশি ভাল করত্র পারবে না আর তাই তাদের বেশি করে ট্রেড না করে কম কম করে লট নিয়ে ট্রেড কএতে হবে তাই. ০১ লটে যদি ট্রেড করে তবে তারা ফরেক্স। মার্কেটে ট্রেড করে অনেক লাভ করবে।
-
: বিনিয়োগ বা ইনভেস্টের উপর ডিপেন্ড করেই লট / ভলিউম নির্ধারণ করতে হয়। তবে নতুন অবস্থায় ডেমো হোক , ইনভেস্ট হোক বা ফোরামের বোনাস হোক .০১ সেন্ট থেকে শুরু করাই ভাল কারণ সব ধরণের অভিজ্ঞতা প্রয়োজন আছে । এরপরে ধারাবাহিকভাবে লট/ভলিউম বাড়ানো যাবে।
-
যারা নতুন তাদের উচিৎ সব সময় কম কম ভলিউম নিয়ে ট্রেড করা। ডেমো ট্রেডিং হোক বা রিয়েল ট্রেডিং সব ক্ষেত্রেই কম লট কেনা বেচা করা উচিৎ। কথায় আছে প্র্যাকটিস মেইক্স এ ম্যান পার্ফেক্ট। শিখতে শিখতেই আসলে অভ্যস্ত হওয়া যাবে। আমি যখন শুরু করি তখন আমি .০১ লট দিয়ে শুরু করি। আমি এখনো সর্বোচ্চ লট কিনি ০.০৪-০.০৫ লট
-
ফরেক্স ট্রেডিং এ আমাদের ইচ্ছে মত অনেক কিছু করতে পারি । কিন্তু ফরেক্স থেকে আয় করার জন্য আমাদের খুবই সাবধান থাকতে হয় কারণ ফরেক্স মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট । তাই নতুন অবস্থায় আপনাকে আর সতর্ক থাকতে হবে , সেজন্য খুব অল্প লট এর ট্রেড ওপেন করতে হবে । যেমন আপনার অ্যাকাউন্ট বালাঞ্চে যদি থাকে ১০০$ তাহলে আমার মতে আপনার .০৫$ লট সাইজ এর ট্রেড ওপেন করা সবথকে উত্তম ।
-
মূলত: বিনিয়োগ বা ইনভেস্টের উপর ডিপেন্ড করেই লট / ভলিউম নির্ধারণ করতে হয়। তবে নতুন অবস্থায় ডেমো হোক , ইনভেস্ট হোক বা ফোরামের বোনাস হোক .০১ সেন্ট থেকে শুরু করাই ভাল কারণ সব ধরণের অভিজ্ঞতা প্রয়োজন আছে । এরপরে ধারাবাহিকভাবে লট/ভলিউম বাড়ানো যাবে। যখন দক্ষ হয়ে উঠবেন তখন পূজি এবং মার্কেটের অবস্থা দেখেই বুঝবেন যে ,এখন কত লটে বা ভলিউমে এ্যান্ট্রি দিতে হবে।
-
আসলে ভলিউম টা নির্ভর করে আপনার ক্যপিটাল এর উপর। আপনার যদি বেশি মূল্ধন থাকে তাহলে আপনি বেশি লট বা ভলিউম ব্যবহার করতে পারেন। কিন্তু অল্প ব্যল্লেন্স থাকলে আপনি ০।০১ সেন্ট এর ট্রেড অপেন করতে পারেন। আর বেশি লট প্রইথমেই ইউজ না করাই ভাল।
-
যত ছোট পারা যায় তত ছোট ছোট ভলিয়ম নিয়ে আসলে ট্রেড করা উচিৎ নতুনদের। আমি নতুন অবস্থায় খুব ছোট ছোট লট নিতাম। যেমন আমি মেক্সিমাম টাইম ই ০.০১ লট নিয়ে ট্রেড করতাম। এরপর আসতে আসতে আমি সর্বোচ্চ ০.০৪ লট পর্যন্ত নিয়ে ট্রেড করেছি। আমি এখন পর্যন্ত সর্বোচ্চ ০.১ লট নিয়ে ট্রেড করেছি। আমি এখনো মেক্সিমাম টাইম ই ০.০৫ লট ই বেশী নিয়ে থাকি