-
আসলে আমি ফরেক্স এ একেবারেই নতুন।ফরেক্স মার্কেটে কতটুকু ওয়াচ করা উচিত তা আমার সঠিক জানা নেই। তবে ফরেক্স মার্কেটে আমি অনেক সময় দেই। আমি ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে পারলে আমার অভিজ্ঞাতা বাড়বে। তবেই ফরেক্স থেকে ভাল প্রফিট করা যাবে।আর আমি এটা চালিয়ে যাবো।
-
আমি শুধু ফরেক্স ব্যবসা করি । আমি একটা জব করতাম । কিন্তু আমি সে জব ছেড়ে দিয়েছি । তাই আমি ফরেক্স মার্কেট অনেক সময় থাকি । কারন আমার টার্গেট প্রফিট করা ফরেক্স থেকে । আর আমি ফরেক্স থেকে আসলেই অনেক প্রফিট করি । এই জন্য আমি ফরেক্স মার্কেট কম করে হলেও আট ঘন্টা ওয়াচ করি । কারন যত ওয়াচ করবো ততই ফরেক্স মার্কেট বুঝতে সুবিধা হয় ।
-
আমি দিনে কয়েকবার মাকেট এর পরিস্থিতি পযবেক্ষন করি। তবে ট্রেড নেই আমার নিজস্ব প্ল্যান এর ওপর নিভর করে এবং তাতেই আমি অনেক বেশি সফল হই । তাই আমি মনে করি কত ঘন্টা কাজ করি এটা মূল ব্যাপার নয় ।বরং একটি পদ্ধতির ওপর থাকতে পারাটাই হচ্ছে সফলতার মূলমন্ত্র ।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেট কত ঘন্টা ওয়াচ করা উচিত টিক জানা নেই ,তবে বেশি ওয়াচ করলে তেমন ক্ষতি নেই ডেমোতে বেশি ওয়াচ করতে পারলে ভাল হয় যার কারন ফরেক্স হচ্ছে অভিজ্ঞতার উপর বেশি নিরভর করে যায় বেশি অভিজ্ঞতা হবে ফরেক্স থেকে সে ভাল ফল আনতে পারবে। ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে পারলে অভিজ্ঞাতা বাড়বে। তবেই ফফরেক্স থেকে ভাল প্রপিট করা যাবে।
-
আপনি কতক্ষন মার্কেটে সময় ব্যায় করেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কতটা মার্কেটে ইফেক্টিভ ভূমিকা পালন করেন? আমরা অনেকে আছি সারাদিন ট্রেড করেও কিংবা সারাটা দিন ফরেক্সে সময় দিয়েও আশাতীত সাফল্য অর্জন করতে পারি না । কিন্ত আমরা জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অাপনি যে সময়টা এখানে ব্যয় করবেন তার প্রতিটা মূহুর্ত হতে হবে ইফেক্টিভ ।
-
আপনি যত দিন পারেন ডেমো ট্রেডিং করতে পারেন তবে আপনাকে আমি মনে করি ৪ থেকে ৫ মাস করা উছিত | আপনি যত পারতিস করবেন তত শিকবেন|ফরেক্স এ জানার কোন শেষ নেই আপনি দিনে ৪ থেকে ৫ ঘন্টা করতে পারেন |
-
ফরেক্স মার্কেটে একটানা সময় দিতে পারি,ফরেক্সে,প্রতিদিন ৩-৪ ঘন্টা মাকেটে ট্রেড করিনা,
-
প্রধান জিনিস ধরজ শিখতে অনেক সময় লাগেএবংযখনই সময় পাই তখন মার্কেট ওয়াচ করিযদি না থাকেমার্কেট সম্পরকে ধারণা নেয়।
-
প্রতিদিন ৩-৪ ঘন্টা মাকেটে ট্রেড করিপ্রায় ১-১.৫ ঘন্টা মাকেট অ্যনালাইসিস করি।আর ২ ঘন্টা ফোরাম পোস্ট করিযদি পারি।
-
প্রধান জিনিস ধরজ শিখতে অনেক সময় লাগেএবংযখনই সময় পাই তখন মার্কেট ওয়াচ করি
-
প্রায় ১-১.৫ ঘন্টা মাকেট অ্যনালাইসিস করি।আর ২ ঘন্টা ফোরাম পোস্ট করিএবংদিনে ৭ থেকে ৮ থন্টা সময় ফরেক্স মার্কেটে ব্যায় করিযদি না থাকেশিক্ষা
-
দিনে ৭ থেকে ৮ থন্টা সময় ফরেক্স মার্কেটে ব্যায় করিএবংদুপুর ১ টার দিকে একবার দেখি আর ৭ টার পর আরেকবার দেখি,সবমিলিয়ে ১ ঘন্টা এর বেশি নয় যদি থাকে ধরজ
-
প্রায় ১-১.৫ ঘন্টা মাকেট অ্যনালাইসিস করি।আর ২ ঘন্টা ফোরাম পোস্ট করিএবংদিনে ৭ থেকে ৮ থন্টা সময় ফরেক্স মার্কেটে ব্যায় করি
-
দুপুর ১ টার দিকে একবার দেখি আর ৭ টার পর আরেকবার দেখি,সবমিলিয়ে ১ ঘন্টা এর বেশি নয়এবংসব সময় খুব খেয়ালি মার্কেট এ নিয়ে খেলতে হয় যদি না থাকে সাহস হবে না।
-
আমি মার্কেট দৈনিক ৭/৮ ঘন্টা পর্যবেক্ষন করি । মার্কেট পর্যবেক্ষন করলে মার্কেট সম্পর্কে একটা ভাল ধারনা আসে ফলে ট্রেডিং করতে সুবিধা হয় তবে অনেক সময় দেখা যায় মার্কেট বেশিক্ষন পর্যবেক্ষন করলে মার্কেটের উপর বিরক্ত চলে আসে তাই এই রকম করা যাবে না মার্কেট একটানা না দেখায় ভাল ।
-
আমি এখনো নতুন অবস্থায় আছি তাই আমি বর্তমানে প্রচুর সময় দিচ্ছি ডেমো ট্রেডিং এর জন্য । আর ডেমো ট্রেডিং করার মাধ্যমে নিশ্চিতভাবেই আমরা অনেক বেশি লাভবান হতে পারি যদি না আমাদেরকে যথাযথভাবে দক্ষ না হই তবে রিয়েল মার্কেটে খুব একটা বেশি ভাল করার সম্ভাবনা নেই । তাই আমি মনে করি ফেরামে ও ডেমোতে একজন নতুন ট্রেডারের বেশি সময় দেওয়া উচিত ।
-
আমি দিনে ৪-৫ ঘন্টা মার্কেট ওয়াচ করি ও ডেমো একাউন্টে ট্রেড করি। আমি পড়ালেখা করি ও এর পাশাপাশি পার্টটাইম হিসাবে ফরেক্স করছি। সময় দেওয়া যায় ততই অবিজ্ঞতা বাড়বে। তাই ফরেক্স মার্কেটে আপনি যতটুকু সময় দিবেন ততটুকুই আপনার জন্যে মঙ্গলকর হবে । তাই প্রতিনিয়ত ফরেক্স মার্কেট ওয়াচ করা উত্তম ।।
-
আমি যেহেতু ব্যবসার পাশা পাশি ফরেক্স করে থাকি। তাই ইচ্ছে থাকা সত্বেও বেশি সময় ফরেক্স এ ব্যয় করতে পারি না। তবে আমি আমার সাধ্য মত চেষ্টা করি ফরেক্স মার্কেটে সময় দেয়ার। আমার মতে একজন ট্রেডার কে কম পক্ষে ৩/৪ ঘন্টা ফরেক্স এ সময় ব্যয় করতে হয়। মার্কেট এবং অন্যান্য এ্যানালাইসিসের জন্য। তবে মার্কেটে যারা নতুন তাদের একটু বেশি সময় ফরেক্স এ ব্যয় করা উচিত। এবং অনেক বেশি বেশি এ্যানালাইসিস করা উচিত।
-
আমিদিনে ১৬ ঘন্টা মারকেটে সময় দেই বা ওয়য়াচ করি । নতুনেরা যত বেশি মারকেটে সময় দিবে তত তাড়াতাড়ি তারা মারকেট বিষয়ে অভিজ্ঞতা অরজন করতে পারবে এটা তাদের জন্ন ভাল ।
-
একজন ফরেক্স ট্রেডারের উচিত মার্কেট ভালোভাবে এনালাইসিস করা। আর মার্কেট এনালাইসিসের জন্য মার্কেট ওয়াচ খুবপই গুরুত্বপূর্ন ব্যপার। মার্কেট না দেখে এনালাইসিসের চেষ্টা করলে সেটা অন্ধের মতই হবে। আমি দিনে ২-৩ ঘন্টা মার্কেট ওয়াচ করি। এর চেয়ে কমও হয়।
-
আমি দিনে ২/৩ ঘন্টা মার্কেট ওয়াচ করি। সারাদিন মার্কেটে থাকলে লস হয়ার সম্ভাবনা থেক। কারন আপনি যে সিদ্ধান্ত নিয়ে ট্রেড করছেন তা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। তাই মার্কেটে সারাদিন না থাকাই ভাল। এতে করে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো যায়। উদ্দেশ্য স্থির করে সে মোতাবেক ট্রেড করলে মার্কেটে ভাল ফল পাওয়া যায়। প্রত্যেক ট্রেডারই কিছু রুলস মেনে ট্রেড করে থাকেন। মার্কেটে সফলতা পেতে হলে নিয়ম মেনে ট্রেড করা খুবই জরুরী। কেননা তাহলে আপনি ফরক্স থেকে ভাল কিছু আশা করতে পারেন।
-
ব্যক্তিগতভাবে আমি আমি দিনে ৭ থেকে ৮ থন্টা সময় ফরেক্স মার্কেটে ব্যায় করি এই সময়ে আমি যে কেবল মাত্র ট্রেড করি তা কিন্তু নয় আমি এই সময়ে মার্কেট অ্যানালাইসিস,মানিম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে কাজ করি।আমি নিয়মিত ঐ সময়ের মধ্যে মার্কেট মুভমেন্ট সম্পর্কে খ্যাতনামা অর্থনৈত্তিকদের প্রদত্ত অ্যানালাইসিসও নিয়মিত ভাবে অবজার্ব করে থাকি যা আমাকে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের বেলায় অনেক বেশি সহায়তা প্রদান করে থাকে।
-
আমি ফরেক্স মার্কেটএ ১২ ঘন্টার উপরে সময়ে দিই যাতে আমি মার্কেটের মুভমেন্ট খুব ভালো ভাবে বুঝতে পারি।আমি সাধারনত ১ দিনের টাইম ফ্রেমে ট্রেড করি আবার মাঝে মাঝে স্ক্যলিং করি মার্কেট বুঝে।
-
আমি ফরেক্স মার্কেটে প্রাই প্রতিদিন ১০ ঘন্টা সময় দিই।আমি মার্কেটে নতুন তাই ট্রেড নিয়ে বেশি দুচিন্তা হয়।৬ মাস কাজ করছি কিন্তু এখনো কোন লাভের টাকা তুলতে পারিনি।তবে আমি মার্কেট নিয়ে অনেক আশাবাদি যে একদিন দক্ষ ট্রেডার হবই।
-
আমি সাধারনত যখন বড় ধরনের কোনো নিউজ ফ্ল্যাশ হয় তখন মার্কেট এ থাকি ।তবে যখন ফ্রী থাকি তখন দেখি মার্কেট এর কি মুভমেন্ট তা দেখি ।তাছারা নির্দিস্ট কোনো সময় এ মার্কেট ওয়াচ করি না ।তবে বেশির ভাগ রাতে মার্কেট আসি।
-
ভাই আমি ফরেক্স মাকেটে দিনে ৫ থেকে ৭ ঘন্টা সময় দিই আমি মনে করি ফরেক্স মাকেটে শিখতে হলে যত বেশি পারা যায় ফরেক্স মাকেটে সময় দেওয়া ভাল তবে ফরেক্স মাকেট ভাল করে শিখতে পারবেন | ফরেক্স থেকে এক সময় আমি দক্ষতা অজন করে ফরেএক্স থেকে আয় করব |
-
অবশ্যই ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দিবে সে ততো বেশি ফরেক্স সম্পর্কে জানতে পারবে। মার্কেটে সময় বেশি দেওয়ার মাধ্যমে একজন ট্রেডার এর অভিজ্ঞ হয় ফরেক্স সম্পর্কে। বেশি বেশি করে ফরেক্স ট্রেড করতে হবে এবং ভাল করে মার্কেট এ্যানালাইসিস শিখতে হবে। ফরেক্স এ প্রফিট করতে চাইলে প্রত্যেকটা ট্রেড মার্কেট এ্যানালাইসিস করার পর ওপেন করতে হবে। মার্কেট এর মুভমেন্ট বুজতে হবে।
-
ফরেক্স এমন একটি বিনিয়োগের বাজার যে এখানে মুনাফা করতে হলে বাজারকে ভালোভাবে বুজতে হবে । বাজারকে ভালোভাবে না বুজলে আমরা মুনাফা করতে পারবোনা ও মার্কেটে আমাদের মূলধন টিকিয়ে রাখতে পারবোনা । তাই ফরেক্সে টিকতে থেকে মুনাফা অর্জন করতে ও বাজার বুজতে হলে আমাদের অবশ্যই নিয়মিত ফরেক্সে মার্কেটে সময় দিতে হবে । আমি প্রতিদিন কয়েক ধাপে প্রায় ৪ থেকে ৫ ঘন্ট সময় দেয় মার্কেট বাজার জন্য ও এই সময়ে আমার ট্রেড গুলু করে থাকি । আমি আরো বেশি সময় দিতে পারলে আমার মুনাফা আরো বেশি হতে পারতো ।
-
একজন ফরেক্স ট্রেডারের কাছে র্মাকেট ওয়াস করা খুব জরুরী কিন্তু তার খেকে বেশি জরুরী হল র্মাকেটের নিউজ ফলো করা কারন র্মাকেটের নিউজ থেকে র্মাকেটে প্রতি নিওত উঠা নামার আগাম কিছু খবর পাওয়া যায় আর একজন ট্রেডারের ট্রেড পরিকল্পনার উপর নির্ভর করে সে কত সময় র্মাকেট ওয়াস করবে।
-
দিনে ৩-৪ ঘন্টা ফরেক্স মার্কেটে বা ফোরামে সময় দিন ।নতুন ট্রেডারদের ট্রেডিং শেথার জন্য ফরেক্সে ডেমো ট্রেড করার পাশাপাশি মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ,অর্থনৈতিক নিউজ,বৈদেশিক বিনিয়োগ বাজারের মৌলিক বিশ্লেষণ ইত্যাদি সম্পর্কে জানুন। ট্রেডিং এর দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের উপর ।
-
আমি অন্য পেশার সাথে জড়িত নই তাই আমার যথেষ্ট সময় আছে ফরেক্স ট্রেডিং এর জন্য ডেমো ট্রেডিং, মার্কেট এনালিসিস, ট্রেড ওয়াচ সব মিলে ৫-৬ ঘন্টা সময় দিয়। ফরেক্স আমার অনেক ভালো লাগে আমি সব সময় ফরেক্স এর সাথে থেকে সফল হতে চাই।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স মাকেটে টানা সময় দিতে পারি না।কারন আমি ফরেক্স চাকুরির পাশাপাশি পারটাইম হিসেবে ট্রেড করি।আমি প্রতিদিন ৩-৪ ঘন্টা মাকেটে ট্রেড করি।প্রায় ১-১.৫ ঘন্টা মাকেট অ্যনালাইসিস করি।আর ২ ঘন্টা ফোরাম পোস্ট করি।
-
আমার মতে, যদি মার্কেট বুঝে ফরেক্সে বেশি সময় দেওয়া যায় তাহলে লাভ বেশি হবে। আমি ফরেক্সে ৬-৭ ঘণ্টা কাজ করি। কারণ,আমার বাসায় বেশি কাজ থাকে না। আর আমি অন্য কাজও করি না।
-
আসলে ফরেক্স মার্কেটে কতটুকু ওয়াচ করা উচিত আমার জানা নেই। তবে ফরেক্স মার্কেটে আমি অনেক সময় দেয়। আমি ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে পারলে অভিজ্ঞাতা বাড়বে। তবেই ফফরেক্স থেকে ভাল প্রপিট করা যাবে।
-
কোন ট্রেডে সাফলতা পেতে গেলে ঠিক পয়েন্টে এন্টি করা দরকার।য়ার সঠিক এন্ট্রি করার জন্য মার্কেটে বসে থাকতে হবে।সেই সুযোগ আপনি কখন পাবেন তা বলা যাবে না।আপনি ৩০ মিনিটের ভিতরও পেতে পারেন আবার ২ ঘন্টা লাগতে পারে।
-
ভাই আমি দিনে ফরেক্স মাকেট করি ৪ থেকে ৬ ঘন্টা আমি মনে করি ফরেক্স মাকেটে যদি দক্ষ হওয়া যায় তবে ফরেক্স থেকে ৪ থেকে ৬ ঘন্টা র মধ্যে ভাল আয় করা সম্ভব | ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে দক্ষতা ছারা ফরেক্স থেকে আয় সম্ভব না |
-
ভাল মূনাফা আয় করতে হলে টেকনিক্যাল এনালাইসিস এর বিকল্প নাই। এটা দিয়ে আপনি একটি ট্রেন্ড লাইন আকতে পারেন। ট্রেন্ড লাইন দিয়ে সহজে বোঝা যায়। যদি সঠিক ভাবে আকতে পারেন। ট্রেন্ড লাইন আকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানলে ভাল ফল পাবেন আসা করি।
-
আমি দিন রাত মিলে অনেক সময় ফরেক্স মার্কেট এ থাকি। আমি যে সময় , সময় পাই সে সময় ফরেক্স মার্কেট এর দিকে চোখ রাখি। আপনি যত বেশি মার্কেট এর দিকে নজর দিবেন তত বেশি ট্রেডে অভিজ্ঞ হবেন। আর ফরেক্স এ আপনি ট্রেড এ দক্ষ হতে পারলে সফল হবেন নিশ্চিত।
-
আমার সাধারণত কোনো কাজ থাকে না। তাই আমি দিনে ৭-৮ ঘণ্টা মার্কেট ওয়াচ করি । আর বেশি সময় মার্কেট ওয়াচ করলে বুঝে ট্রেড করলে লাভও বেশি হবে ।অবশ্য সব দিন ৭-৮ ঘণ্টা কাজ করতে পারি না । কোন দিন ৫-৬ ঘণ্টা কাজ করতে পারি ।
-
আপনার ফরেক্স এর ট্রেড এর উপর নির্ভর করবে অাপনি কত সময় র্মাকেট ওয়াস করবেন ।আমি সাধারনত দুপুর ২ টা খেকে রাত ৮ পর্যন্ত র্মাকেট ওয়াস করি অামি র্মাকেটে ট্রেড করি কম্পিউটার দিয়ে এবং বাকি সময় র্মাকেট ওয়াস করি মোবাইল ট্রেডার প্লাটফরম থেকে।