আপনি কি আগে থেকে ডেমো ট্রেড করেন নাই আপনি ফরেক্স মার্কেটে নতুন । আপনি যদি ফরেক্স মার্কেটে নতুন হন তাইলে আপনাকে আগে থেকে ভাল করে ট্রেড করার আগে ডেমো ট্রেড করতে হবে । আপনি জদু দেখেন ডেমো ট্রেড করে ভাল করতে পারতাছেন তাইলেই আপনি ভাল করতে পারেন ।
Printable View
আপনি কি আগে থেকে ডেমো ট্রেড করেন নাই আপনি ফরেক্স মার্কেটে নতুন । আপনি যদি ফরেক্স মার্কেটে নতুন হন তাইলে আপনাকে আগে থেকে ভাল করে ট্রেড করার আগে ডেমো ট্রেড করতে হবে । আপনি জদু দেখেন ডেমো ট্রেড করে ভাল করতে পারতাছেন তাইলেই আপনি ভাল করতে পারেন ।
ফরেক্সে আসার পর আমি প্রথমে ডেমো একাউন্টে দীর্ঘ দিন ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু করেন।
আমি ফরেক্সের রিয়াল ট্রেডিংয়ে আসার পূর্বে অনেক দিন ধরে ডেমো ট্রেডিং করেছি আর যার ফলে আমি অনেক বেশি রিয়াল ট্রেডিংয়ের দক্ষতা এবং অভিজ্ঞতা এখান থেকে লাভ করতে সক্ষম হয়েছি। আমি মনে করি রিয়াল ট্রেডিং শিখার সব থেকে বড় বিদ্যালয় হল ডেমো ট্রেডিং করা। সেখান থেকে ভাল প্রফিট লাভ করতে থাকার মানে হল রিয়াল ট্রেডিংয়ে ভাল প্রফিট লাভ করা আমি ডেমো ট্রেডিং থেকে অনেক প্রফিট লাভ করেছি এবং খুবই কম সময় লস করেছি।
ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করলে আপনি নিজেকে রিয়েল লাইফ ট্রেড করার জন্য প্রস্তুত করতে পারবেন । ডেমো একাউন্ট এ ট্রেড করে ব্যালান্স দিগুন হলেও আপনার হাতে কোনো রিয়েল টাকা আসবেনা , আবার লস করে ব্যালান্স জিরো হয়ে গেলেও আপনার কোনো ক্ষতি নেই । এর বড় সুবিধা হলো ফরেক্স এ দক্ষ ট্রেডার হওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল জানতে পারা।
আমি মনে করি ডেমো ট্রেডিং একাউন্ট হচ্ছে নতুনদের জন্য একটি অপূর্ব সুযোগ যা ব্যবহার করে তারা হয়ে উঠতে পাবে একজন দক্ষ ফরেক্স ট্রেডার।আমি যখন প্রথম এখানে এসেছি তখন কিছুদিন ডেমোতে আনুশীলন করেছি এবং এখন রিয়েল একাউন্ট ট্রেড করছি ।
আমি ডেমো একাউন্টএ ট্রেড করেছি এবং প্রফিট ও করেছি কিন্তবেশিদিন নয় । তাতে আমার ভুল হয়েছে কেননা ডেমোতে বেশিদিন প্রাকটিস করতে পারলে তবে আর রিয়েলে এসে লস গুনতে হয় না ।
হ্যাঁ আমি ডেমো একাউন্ট করছি এবং ডেমো একউন্ট থেকে প্রফিট ও করছি। ডেমো একাউন্টের প্রফিট *যদিও উঠানো যায় না তবে ডেমো একউন্ট করলে ফরেক্স ট্রেডে সম্বন্ধে অনেক কিছু জানা যায় তাছাড়া ডেমো একউন্টে প্রফিট করতে পারলেই রিয়েল একাউন্টে প্রফিট করা যাবে।
ডেমো ট্রেডিং শিখার মূল মাধ্যম ডেমো প্রাকটিস এর মাধ্যমে ফরেক্স বিজনেস শিখা যায় আর আমি প্রথম প্রথম ডেমো ট্রেড করে ও অনেক লস করেছি আর এখন ডেমো ট্রেড করে অনেক প্রফিট করতেছি তাই আমি বলব প্রতিটি নতুন ট্রেডার এর ক্ষেত্রে রিয়েল ট্রেড করার আগে ডেমো প্রাকটিস করা প্রয়োজন তাহলে আপনে রিয়েল ট্রেড করে ভাল প্রফিট করতে পারবেন।
হ্যাঁ আমি ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করে ডলার প্রফিট করেছি। ডেমো অ্যাকাউন্ট এ যদিও লস হবে এর পরও প্রফিট খুবই সহজ কারন ডেমো অ্যাকাউন্ট বড় ধরনের লস হলেও নিজের থেকে কোন ক্ষতিপূরণ দিতে হয় না। তাই ডেমো অ্যাকাউন্ট দিনে পাঁচ থেকে আটটি ট্রেড ওপেন করলে প্রফিট হবেই হবে।
আমি ডেমো একাউন্ট করে অনেক কিছু শিখতে পারছি যে ট্রেড কিভাবে করতে হয়, কি ভাবে লাভ করতে হয় ইত্যদি। তবে আমি প্রথম প্রথম ডেমোতে লস করছি। পরে আস্ত আস্তে লাভ হতে থাকলো। তাই আমি বলব ডেমোতে লাভ করতে পারলে রিয়েল ট্রেড এ ও লাভ করতে পারবেন।
ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই আগে ডেমো প্রাকটিস করতে হবে।। আমি নিজেও তিন বার ডেমো একাউন্ট জিরোকরে ফেলেছি।। ডেমো প্রাকটিস এ দক্ষ হতে পারলেই কেবল রিয়েল ট্রেড করা উচিৎ নয়।।
অবশ্যই আমি ডেমো একাউন্ট থেকে প্রফিট এবং লস দুইটিই করেছি । তবে প্রফিটির হারটা এখন পরিমানেও বেশি রয়েছে । যারা ডেমোতে ট্রেড করেন তাদের কিছু বোঝা আর জানার মাঝে ট্রেড করার জন্যই অনেক লস আর লাভ হয়ে থাকে যার ফলে অনেকেই প্রফিট করতে পারে না ।
আমি র্দিঘ দিন ডেমোতে ট্রেড করেছি। প্রথম প্রথম লস করেছি। আস্তে আস্তে আমার লাভের অংশ বাড়তে লাগলো। এভাবে আমি অনেক দিন ডেমোতে ট্রেড করলাম। কারন আমি জানি ডেমো ট্রেড না করলে ফরেক্স সম্পর্কে ভাল দক্ষতা অর্জন করা যায় না। তবে অনেকে ডেমো একাউন্টকে অত সিরিয়াসলি ভাবে নেয় না। কারন এখানের ডলার যদি লস খেয়ে যায় তা হলে কোন ক্ষতি নাই তাই অনেকে মন দিয়ে টে্রড করেনা। তবে আমার মতে রিয়েল মনে করে ট্রেড করা উচিত। র্পাথাক্য শুধু ডেমোর টাকা উত্তোলন করা যায় না। আর রিয়েল ট্রেড এর টাকা উত্তোলন করা যায়। তবে ট্রেড একই।
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
হ্যাঁ আমি রিয়েল একাউন্টে আসার আগে অনেক দিন ডেমো একাউন্টে ট্রেড করেছি এবং ডেমো একাউন্ট থেকে লাভ ও করেছি। তবে আমার ডেমো একাউন্টে লস হলে খুব খারাপ লাগত যে *যদি আমি রিয়েল একাউন্ট করি তাহলে ও কি এভাবে লস হবে যখন আমি ডেমো একাউন্টে লাভ করার শুরু করলাম তখন আমার রিয়েল একাউন্ট খোলার সাহস পেলাম।
ফরেক্স ট্রেড শিখার অন্যতম মাধ্যম হল ডেমো ট্রেড করা। ব্যবসায় করতে গেলে লাভ/লস হয়। ডেমো ট্রেড করে লস ও করেছি আবার লাভ করেছি। নতুন ট্রেডার যারা তাদের প্রথম দিকে ডেমো ট্রেড করে দক্ষতা অর্জন করেত হয়। ডেমো ট্রেড করে প্রফিট করলে ভালোই লাগে।
আমার জানা মতে ডেমো কোন প্রফিট দেয় না তবে মাঝে মাঝে পৃথিবীর সব দেশের সফল ট্রেডারদের দিয়ে একটা প্রতিযোগিতা হয় সেখানে ডেমো হিসেবে ১০০০.০০ ডলার সবার একাউন্টে দেয় সেটা দিয়ে সবচেয়ে বেশী আয় করতে পারবে তাকে একটা পুরস্কার হিসেবে কিছু ডলার উপহার দেয়। তবে ডেমোতে কোন প্রফিট নেই।
ডেমো ট্রেড করে সর্বোচ্চ প্রফিট পেয়েছি। ডেমো ট্রেড না করলে রিয়েল মার্কেট সম্পর্কে বোঝা যায় না। ডেমোতে অামি ১৩ দিনে ৩০০০ ডলার ইনকাম করেছি।
ডেমো একাউন্ট এ ট্টেড করেছি এবং এই ডেমো একাউন্ট এ ট্টেড করার পর দেখলাম যে আনেক টা লাভের দিক হয়েছে। আমি এ ডেমো দেখে দেখ আনেক টা পরিস্কার হলাম যে কীভাবে আয় করা যায়। এই ডেমো তে কোন রিক্স থাকেনা। কারন এই ডেমো তে শুধু ট্টেড মেরে ট্টেড করা শেখা যায়।
সবাই প্রথম অবস্থায় লস করার পর প্রফিট করতে চায় বলে আমার মনে হয় । ডেমো একাউন্ট থেকে সবাইই প্রফিট করতে পাারে । কারন ডেমো একাউন্ট এ ট্রেড করার সময় কোন মানসিক চাপ কাজ করে না । যার ফলে সবাই বড় বড় লটে ট্রেড নেয় এবং লস করে । তাই আমি মনে করি ডেমো একাউন্ট এ ট্রেড করলে লাভ হয় বেশি ।
আমি ডেমো একাউন্টে ট্রেড করেছি তবে লাভের চেয়ে লস বেশি করেছি তাই ডেমোতে ভাল করে প্রেকটিস করে যাচ্ছি তবে এখন লসের পাল্লা অনেক কমে গেসে আশা করি রিয়াল মার্কেট থেকে প্রপিট করতে পারব।আমাদের সবার উচিৎ বেশি করে ডেমো মার্কেটে প্রেকটিস করা।
ডেমো এমন একটা যেখান থেকে লাভ করলেও তোলা যায় না আবার লস হলেও নিজের ক্ষতি হয় না । হ্যা আমি ডেমো একাউন্ট থেকে প্রোফিট করছি । কিন্তু যেহেতু ডেমোর প্রোফিট হাতে পাওয়া যায় না তাই আমিও পায় নি । তবে ডেমো প্রাকটিসের মাধ্যমে আমার অনেক ভালো উপকার হয়েছে আমি অনেকটা ভালো ট্রেড করা শিখে গেছি । ডেমো প্রাকটিসের মাধ্যমে যেকেউ আস্তে আস্তে ট্রেড করা শিখতে পারে । এতে করে রিয়েল একাউন্টের জন্য অনেক ভালো হয় । ডেমোতে প্রোফিট করতে পারলে আশা করা যায় রিয়েলেও প্রোফিট করা যেতে পারে ।
ডেমোতে আমি লাভ করেছি কিন্ত ধারাবহিকভাবে লাভ করেনি । কারণ একটা সত্যি কথা হল ডেমো একাউন্টকে আমি বেশি সিরিয়াসলি নিতাম না । কারণ তখন ফরেক্স এ তখন নতুন ছিলাম তাই আমার মন সবসময় থাকত কখন রিয়েল একাউন্টে ট্রেড করব এই আশায় । কিন্ত এখন আমি রিয়েল একাউন্টে ট্রেড করতে গিয়ে খুব ভালোভাবে ডেমো একাউন্ট এর গুরুত্ব বুঝতে পারছি ।ধন্যবাদ
ফরেক্স ট্রেডিং করার সময় ফরেক্স শিখতে হলে আমাদের অবশ্যই ফরেক্স ট্রেডিং শেখার জন্য ডেমো প্রাকটিস করতে হবে।। ডেমো প্রাকটিস করার সময় আমি প্রথম প্রথম ভালই কিছু দিন প্রফিট করেছি।। আবার যখন প্রফিট আস্তে আস্তে বারতে থাকে তখন লোভ বেরে যায় এবং বর লটে ট্রেড করে আমার একাউন্ট এক সময় জিরো করে ফেলেছি।।।
হ্যাঁ অামি দীর্ঘদিন ধরে ডেমো করার পরে একান থেকে প্রফিট অর্জন করেছি ।তবে ডেমো ট্রেড আমি যখন করতাম সেই সময় আমি অনেক প্রফিট করেছি মাঝে মধ্যে লসও করেছি তবে রিয়াল মার্কেটে লস করলে যতটা কষ্ট হয় ডেমো অ্যাকাউন্টে লস করলে ততটা কষ্ট পেতাম না কারন ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্সতো আর আমার নিজের ডিপোর্জিট করা ডলার না।
ফরেক্স শেখার জন্য ডেমো হল মূখ বিষয় ডেমো একাউন্ট যদি অাপনি ভাল ভাবে ট্রেড করতে পরেন তবে রিয়েল একাউন্টে ও ভাল ভাবে ট্রেড করতে পারবেন এবং প্রফিড করতে পারবেন । তাই ফরেক্স এর ডেমো একাউন্ট ভাল ভাবে প্রট্রিস করুন কম পক্ষে তিন মাস তাহলে একজন ভাল ট্রেডার হওয়া সম্ভব।
অব্যশই ডেমো একাউন্ট এ প্রফিট করতে হবে। তা না হলে রিয়েল ট্রেড এ কিভাবে প্রফিট করা যাবে। আগে ডেমো তে ট্রেড করে নিজেকে প্রস্তুতি করে নিতে হিবে। যখন ডেমোতে লাভ হবে তখন অব্যশই বুঝা যাবে ডেমো ট্রেড এ যখন সফলতা পেয়েছি তখন লাইভ ট্রেড করে লাভ করা সম্ভব।
হ্যা, আমি অনেকদিনযাবত ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করেছি। সেখানে শেখার উদ্দেশ্য নিয়ে ট্রেড করতাম খুবই সিরিয়াসভাবে। এ কারনে ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে আমি বেশ ভালোই প্রফিট করতে পারতাম। কিন্তু রিয়েল অ্যাকাউন্টে ডেমো অ্যাকাউন্টের মত প্রফিটের ধারাবাহিকতায় বজায় রাখাটা কঠিন বলে মনে হচ্ছে। যাইহোক আর অনেক বেশি ফরেক্স শেখার প্রয়োজন বোধ করি।
হা আমি ডেমো ট্রেড করে উপকৃত হয়েছি।আমি ডেমােতে প্রথম প্রথম লস করেছি কিন্তু এখন লস সেরে লাভ করা শুরু করেছি।তাই নতুন ট্রেডারদের কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করে সফলতা অর্জন করা উচিত তারপর রিয়েল ট্রেড শুরু করা ভালো।
আমি ডেমো ট্রেডিং করছি এই নিয়ে প্রায় বিশ দিন হল । তবে এর মধ্য কোন ধরনের লাভ আমি করতে পারি নি । কেননা আমি একজন সম্পুর্ণ নতুন ট্রেডার হিসেবে এই মার্কেটে প্রবেশ করেছি এবং এই মার্কেটের সম্পর্কে দক্ষতার অভাবেই প্রফিট করতে ব্যার্থ হচ্ছি । তবে আমি মনে করি যে ব্যার্থতাই হল সফলতার সোপান । আর সে ক্ষেত্রে আমি চেষ্টা অব্যহত রাখলে অবশ্যই ভাল ফল লাভে সামর্থ হব ।
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
হ্যাঁ আমি অনেকবার ডেমো একাউন্ট থেকে প্রফিট করেছি ,জকন আমি ডেমো থেকে প্রফিট করেছিলাম তখন মনে হতো আমি রিয়েল ট্রেড করেও এমন প্রফিট করতে পারব কিন্ত আখন মনে হয় সেই ধারনা টা ভুল ছিল কারন রিয়েল থেকে প্রফিট একটু কঠিন কিন্ত যদি যদি ইনভেস্ট বেশী করতে পারি তা হলে প্রফিট করতে পারব সহজ ।
আমি একজ নতুন ট্রেডার হিসেবে বর্তমানে ডেমো ট্রেডিং করছি এবং আমি অনেক বেশি পরিমাণে চেষ্টা করছি যেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি । ফরেক্স করে সফল হতে হলে অনেক বেশি পরিমাণে নিজেকে ডেমো ট্রেডিং এর প্রতি সময় দিতে হবে । আমি ডেমোতে কখনো খুব লস করি আবার কখনো বা খুব বেশি পরিমাণে লাভ করি । তবে চেষ্টা অব্যহত আছে ।
ডেমো মার্কেট থেকে ফরেক্স ব্যবসা শেখা যায় । যে যত বেশী দক্ষতাবান হয়েছে এই ডেমো ট্রেডের মাধ্যমেই হয়েছে । যে ট্রেডার যত এ্যাকাউন্ট রক্ষা করেছে এই ডেমো ট্রেডের মাধ্যমেই করেছে । অামরা ডেমো দিয়ে মার্কেট শিখতে পারি কিন্তু অায় করতে হলে তো রিয়েলে ট্রেড করতে হবে । অামরা শিখে তারপর কাজ করার চেষ্টা করব ।
আমি ডেমো একাউন্ট থেকে লাভ করেছি। ততদিন ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।
আমি কিছুদিন ডেমো করেছি এবং লাভও করেছি তবে ডেমোতে আমার ব্যালেন্স অনেক ছিলো তাই লাভ একটু বেশি হয়েছিলো।তবে ডেমোর প্রতি আমার খুব বেশি মনোনিবেশ ছিলো না যে কারনে আমি কম ব্যালেন্স দিয়ে রিয়ালে ট্রেড ও প্রাকটিস দুটোই শুরু করেছিলাম এখন অবশ্য কিছুদিন করছি না।
আমি মনে করি রিয়েল ট্রেড করার আগে ডেমোতে প্র্যক্টিস করা উচিত। যদি কোন ট্রেডার যা ব্যালেন্স নিয়ে শুরু করেছে এবং ট্রেড করে ব্যালেন্স বারাতে পেরেছে সে রিয়েল ট্রেড শুরু করতে পারে। কিন্তু ডেমোতে যে লস করে সে কিভাবে রিয়লে ট্রেড এ লাভ করবে। আর ডেমো হচ্ছে ভার্চুয়াল মানি। এটা লস করলে চিন্তার কিছু নেই। কিন্তু রিয়লে এ লস করলে আমাদের টাকাই লস হবে।
হা আমি ডেমো অ্যাকাউন্ট খুলছি ও ডেমো অ্যাকাউন্ট এ লাভ ও করছি আমার কাছে মনে হয় ডেমো অ্যাকাউন্ট এ লাভ করা ফরেক্স মার্কেট এ অনেক সহজ আপনি যদি ডেমো ট্রেড ভাল করে করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে পারবেন ও আপনি যখন রিয়েল ট্রেড শুরু করবেন তখন আপনি অনেক অনেক লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে তাই আপনাকে ভাল করে ডেমো ট্রেড করে ট্রেড করা শিখতে হবে
জী,আমি দীর্ঘদিন নিয়মিত ডেমো প্র্যাকটিস করেছি৷গড়ে সম্ভবত ২ বছর যাবত ডেমো প্র্যাকটিস করে করে ফরেক্স মার্কেটের রূপ-প্রকৃতি,স্বভাব-চরিত্র,ট্রেডিং কলা কৌশল,স্ট্র্যাটেজী ইত্যাদি দেখেছি-বুঝেছি৷শেষের দিকে খুব ধীরে ধীরে প্রফিট করা শুরু করেছি আর প্রথম দিকে তো কতো ভূল ট্রেড করে করে ব্যালেন্স জীরো করেছি তার কোনো হিসাব নাই৷