-
আপনি ফোরাম এর কাজ মোবাইল এ করতে পারবেন । তবে মোবাইল থেকে ফোরাম এ কাজ করতে গেলে আপনাকে অনেক সময় নিয়ে করতে হবে । এছাড়া আপনি কম্পিউটার থেকে যত সহজে ফোরাম এ কাজ করতে পারবেন মোবাইল ফোরাম এর কাজ এত সহজে করতে পারবেন না । তাই আমি মনে করি ফোরাম এর কাজ করতে হলে কম্পিউটার থেকে করাটা অনেক সুবিধা জনক । এতে অনেক কম সময় লাগে এবং অনেক সহজে লিখা যায় ।
-
আপনার যদি একটা স্মার্টফোন থাকে তবে আপনি আপনার স্মার্টফোন থেকেও ফোরামে পোস্টিং করতে পারবেন। কারন ফোরামের সাইট টা রেস্পন্সিভ সাইট। এখানে মোবাইল থেকে বেশ ভালো ভাবেই পোস্ট করা যায়। আপনি মোবাইল থেকেও পোস্ট করতে পারবেন এখানে।
-
ফোরামে কাজ করার জন্য আমার কাছে যতটা সুইট্যাবল মোবাইল বিকল্প আর কোনটা নয় কারন আমি মোবাইল দিয়ে লিখতে খুব ভাল পারি কিন্তু অন্য যেমন ল্যাপটপ অথবা পিসিতে বসলে আমার বার্টন খুযতে খুযতে সময় চলে যায় ার কি পোষ্টিং করব আমার কাছে বেশি সুবিধা জনক হচ্ছে মোবাইল তবে আমি মনে করি যে যেটাতে সাচ্ছ্যন্ধ বোধ করেন
-
জি অবসি মোবাইল থেকে আপনি ফরেক্স এর ফোরাম সাইট গুলো বেবহার করতে পারেন. আমার মনে হয় না ফরেক্স বাংলা এখনো কোনো মোবাইল প্লাটফর্ম দিছে, যাতে আপনি জলদি রেলোদিং এর মাধমে পোস্ট করার সুবিধা পেতেন. তবে আপনার যেকোনো স্মার্ত্ফনে অথবা ট্যাবলেট থেকে আপনি চাইলেই খুব সহজে পোস্ট করতে পারবেন.
-
মোবাইল থেকে ফরেক্স করা যায় বলে আমি সমর্থন করি.তবে সেই ক্ষেত্রে মোবাইল অন্ততপক্ষে android অপারেটিং সিস্টেম এর হতে হবে.তাহলে আপনি ফরেক্স করতে পারবেন.ফরেক্স আপনি কেমন করতে পারবেন সেক্ষেত্রে আপনার মোবাইল এর টাইপিং দক্ষতার উপর নির্ভর করে.আপনি মোবাইল এ টাইপিং দ্রুত করতে পারলে আপনি ফরেক্স ও অনেক করতে পারবেন.শেষ কথা এইটাই যে মোবাইল এ ফরেক্স ত্রিয়াদিং করা সম্ভব.
-
মোবাইল থেকে ফোরামের কাজ করা যাবে তবে তার জন্য আ্যনড্রয়েড ফোন দরকার। তবে ফোরামের কাজ মোবাইলে করা তেমন সুবিধা জনক নয় কেননা ফোরামের কাজ হল লেখালেখির কাজ যেটা মোবাইলে করা কষ্টকর তবে ফরেক্সের ট্রেড করতে পারেন মোবাইলে । তাই আমার মতে যাদের ডেক্সটপ বা ল্যাপটপ আছে তাদের মোবাইলে না করা টাই সুবিধাজনক।
-
ফোরামে মোবাইল ফোন দিয়ে আমি কখনই কাজ বা পোস্ট করিনি তবে আমি যতদূর জানি তাতে করে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েও ফরেক্সের এই ফোরামে নিয়মিত ভাবে পোস্ট করতে পারবেন তবে তার জন্য আপনার ব্যাবহৃত মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইট ভার্সনের হতে হবে। সাধারন জাভা সাপোর্টেট ফোন দিয়ে আপনি কখনই এটি করতে পারবেন না।
-
মবাইল থেকে কখনো ফরামের কাজ করা জায় না কারন মবাইলে ফরামের কাজ করার জন্য লেখা লেখি করা লাগে সেই গুল মবাইলে করা জায় না কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মবাইলে ফরেক্স ট্রেদ করা জায় সকল জাবতিয় কাজ করা জায় কিন্তু ফরামের কাজ করা জায় না ।
-
মোবাইল থেকে ফোরামে অবশ্যই পোস্ট করা যাবে । তবে আগেও অামরা শুধুমাত্র কম্পিউটার এর মাধ্যমে ফোরামে পোস্ট করতাম । কিন্ত বর্তমানে আমি অনেক সময় মোবাইলেও পোস্ট করি । কিন্ত আমি বেশিরভাগ স্বাচ্ছন্দবোধ করি কম্পিউটারে , কারণ কম্পিউটারে অনেক ভাল লাগে । কিন্ত আমি যখন কম্পিউটার থেকে দুরে থাকি কিংবা কাজে বাইরে থাকি তখনই আমি মোবাইল থেকে ফেরেক্সে পোস্ট করি । অাপনারাও চাইলে মোবাইলের মাধ্যমে ফোরামে পোস্ট করতে পারবেন ।
-
হ্যা মোবাইল ফোন ব্যাবহার করেও অঅপনি চাইলে ফরেক্সে ট্রেড করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোয়িট ভার্সনের হতে হবে তা না হলে আপনি এখানে পোস্ট করতে এবং ফরেক্সে কোন প্রকার ট্রেডও করতে পারবেন না। তবে আমি সব সময় কম্পিউটার ব্যাবহার করেই ফরেক্সে ট্রেড এবং পোস্ট করে থাকি।
-
জ্বি ভাই । মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় । তবে মোবাইলে টাইপ করতে অনেক সময় লাগে । তবে আপনি যদি মোবাইলে কাজ করতে করতে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্যে কোন রকমের সমস্যা হবে না । তবে আমি কম্পিটার থেকেই ফোরামে কাজ করি ।
-
হ্যা আপনি চাইলে মোবাইল ফোন থেকে ফরেক্স মার্কেটে পোস্ট করতে পারেন । ফোন থেকে পোস্ট করতে হলে আপনাকে ফরেক্স মার্কেটের সকল নিয়ম কানুন ভাল করে দেখে তার পরে আপনি ফরেক্স ফোরামে পোস্ট করতে পারেন । তাই আপনি চাইলে ফরেক্স মার্কেটে কাজ করতে পারেন এই ভাবে আপনি ফরেক্স মার্কেটে কাজ করতে পারেন ।
-
ফোরাম থেকে আপনাকে ভাল করে পোস্ট করতে পারেন মোবাইল দিয়া । মোবাইল থেকে পোস্ট করতে হলে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেটে কাজ করতে পারেন । মোবাইল দিয়া আপনি চাইলে ফরেক্স মার্কেটে ফোরামে পোস্ট করতে পারেন । পোস্ট করতে হলে আপনাকে ভাল করে সব কিছু দেখে তারপরে আপনি ফরেক্স ফোরামে মোবাইল দিয়া পোস্ট করতে পারেন ।
-
হ্যাঁ আপনি চাইলে মোবাইল এর মাধ্যমে ফোরাম করতে পারেন।তবে এতে পোস্টিং করা অনেক কষ্ট কর।তবে আপনি খুবই সুন্দর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন।আপনি যে খানে জান সে খানেই মোবাইল এর মাধ্যমে ট্রেড করতে পারবেন।আমি মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি কিন্তু ফোরাম করি না।কারণ মোবাইল এর মাধ্যমে আমি ফোরাম করতে পারি না।এটা অনেক কষ্ট কর।তাই আমি মনেকরি ফোরাম করার জন্য কম্পিউটার এর ছেয়ে ভালো আর কিছু নাই।
-
অবশ্যই মোবাইল থেকে ফোরামের কাজ করা যাবে তবে তার জন্য আ্যনড্রয়েড ফোন দরকার।তবে ফোরামের কাজ মোবাইলে করা তেমন সুবিদা জনক নয় কেননা ফোরামের কাজ হল লেখালেখির কাজ যেটা মোবাইলে করা কষ্টকর তবে ফরেক্সের ট্রেড করতে পারেন মোবাইলে । তাই অামার মতে যাদের ডেক্সটপ বা ল্যাপটপ আছে তাদের মোবাইলে না করা টাই সুবিধাজনক।
-
হ্যা আপনি চাইলে ফোরামের সকল নিয়ম কানুন মেনে ফোরামে পোস্ট করতে পারেন । আপনি আপনার মোবাইল থেকে চাইলে প্রতিদিন পোস্ট করতে পারেন তাই আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে আপনি যে ভাবেই পারেন পোস্ট করতে পারেন তাই আমি ও ফরেক্স ফোরামে মোবাইল থেকে পোস্ট করেছি আপনিও করেন ।
-
ফোরামে কাজ করার জন্য আপনাকে অবশ্যই এনড্রইয়েড ইউসার হতে হবে। আর ফোরাম একাউন্ট এ লগ ইন করে আপনি কাজ করতে পারবেন। আর ট্রেড করার জন্য আপনি এনড্রইয়েড প্লে স্টোর থেকে আপনার ট্রেডিং প্লাট ফরম টি ডাঊনলোড করে নিন। এবং লগ ইন করে শুরু করোন।।
-
মোবাইল দিয়ে ফোরামে কাজ করা যায় তবে তা কষ্ট সাধ্য। সবচেয়ে ভাল হয় ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে কাজ করা
-
হ্যা মোবাইল দিয়ে ফোরাম এ কাজ করা যাই। আপনি ট্রাড ও করতে পারেন মোবাইল দ্বারা । যার কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই দিয়ে কাজ করে যান।
-
মুবাইল ট্রেড
হ্যাঁ মোবাইল থেকে ফোরাম করা যাই তবে তা হবে একটু কষ্টকর।কারন মুবাইল এর ডিস্প্লে একটু ছুটো।যা দিয়ে আপনি ফোরাম এ পোস্টিং করতে পারবেননা।তবে হ্যাঁ মোবাইল এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।ফোরাম এর কাজ হচ্ছে লেখা লেখির কাজ যা আপনি মোবাইল এর মাধ্যমে করতে পারবেন কিন্তু এতে আপনার কষ্ট হবে।তাই ফোরাম এ লেখা লেখির কাজ করার জন্য কম্পিউটার অনেক ভালো। এর মাধ্যমে আপনি খুব ভালো ভাবে ফোরাম এ পোস্টিং করতে পারবেন।
-
আপনার কাছে নেট কানেকশন থাকলে আপনি মোবাইল দিয়েও ফরামে কাজ করতে পারবেন ।তবে সেতা আপনার জন্য কষ্টকর হবে ।তাই যদি পিসি থাকে আমি বলব মোবাইল দিয়ে না করাই ভাল ।
-
মোবাইল ফোনের মাধ্যমেও আপনি কাজ করতে পারেন সেই জন্য অ্যন্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে
তবে ডেস্কটপ বা ল্যাপটপ এর জন্য উওম
-
হ্যাঁ আপনি মোবাইলে ফরেক্স করতে পারবেন , কিন্তু তার জন্য আপনার কাছে অ্যন্ড্রয়েড ফোন থাকতে হবে, কিন্তু মোবাইল এর ডিসপ্লে ছোট তাই মোবাইল থেকে ফরেক্স করা কঠিন, কারন যেহেতু ফরেক্স এর কাজ হল লেখা লেখির , তর জন্য মোবাইল ব্যবহার না করা ভাল , কিন্তু আপনি চাইলে মোবাইল ব্যবহার করতে পারেন , এতে কোন বাধা নেই , কিন্তু মোবাইলে যে কাজ আপনার করতে 20 মিনিট লাগবে সেই একই কাজ যদি আপনি কম্পিউটার এ সেই কাজ করতে 5 মিনিট লাগবে, তাই আমার মতে কম্পিউটার এ ফরেক্স করা ভাল !
-
মোবাইল দিয়ে ফোরামে কাজ করা যায়। তবে অবশ্যই মোবাইলটা আনড্রয়েট হতে হবে। এই টা অবশ্য ধীর গতির কারন মোবাইলে বাংলা টাইপ আস্তেআস্তে করতে হয় । তবে ট্রেড করতে তেমন অসুবিধা হবে না। ফোরামে কাজ করা কম্পিউটার দিয়ে খুব ভাল হয়।
-
আপনার মোবাইল ফোন যদি এন্ড্রয়েট হয় তাহলে আপনি আপনার মোবাইল ফোনে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। আর সেজন্যই আপনার মোবাইল ফোনে মেটাট্রেডার 4 ভারসন ইন্সটল করতে হবে । এখানে আপনি পিসি এর সকল প্রকার সুবিধা পাচ্ছেন । আমি নিজে আমার এন্ড্রয়েট মোবাইল ফোনে মেটাটরেডার4 ভারসন ব্যবহার করে ফরেক্স ট্রেড করি।
-
হ্যাঁ মুবাইল এর মাধ্যমে আমরা ফোরাম এ পোস্টিং করতে পারি।কিন্তু এতে আপনি সঠিক ভাবে ফোরামে পোস্টিং করতে পারবেননা।কারণ দা এর কাজ তো আর চুরি দিয়ে হয় না।বুজলেন্নাত,কম্পিউটার এর কাজ যদি মুবাইল দিয়ে হোতো তাহলে সবাই কম্পিউটার ব্যবহার করা ছেরে দিতু।মুবাইল এর মাধ্যমে আমরা ফোরামে পোস্টিং করতে পারি থিকি কিন্তু সঠিক ভাবে তা করা যাই না।ফোরাম এ পোস্টিং করার জন্য সব থেকে ভালো হচ্ছে কম্পিউটার।তাই মুবাইল এর মাধ্যমে না করাই ভালো।
-
মোবাইল হতেও ফোরাম এ কাজ করা সম্ভব যদি সেটা এন্ড্রয়েড মোবাইল হয় বা এমন কোন মোবাইল যাতে ব্রাউজিং করা যায়।ফোরাম এর কাজ করার গুনাবলি সম্পন্ন মোবাইল দিয়া ফোরাম এ কাজ করাসম্ভব।এবং তা খুব সহজ।
-
আমি এ বিষয়ে ভাল ভাবে জানি না । আমি ফরেক্স মার্কেট এ ডেমো অ্যাকাউন্ট দিয়ে মুবাইলে ট্রেড কারার চেষ্টা করছি কিন্তু পারিনি । আর একটা বিষয় হল মুবাইলে সব পেয়ার ট্রেড করার জন্য আসেনা । মেজর পেয়ার গুলু আসে । তাই আমি মনে করি মুবাইলে ট্রেড করার চেয়ে কম্পিউটার এ ট্রেড করা অনেক ভাল ও অনেক সুবিধাজনক ।
-
প্রফেশনাল নেটওয়ার্কিং ফোরাম ও ব্লগে একটিভ থাকার উপকারিতা. কিন্তু নতুন ফ্রীল্যান্সাররা বেশিরভাগ সময় এই সময় দেয়াটাকে সময়ের অপচয় মনে করে এই ধরণের ফোরাম ও ব্লগ থেকে দূরে থাকে। আসুন দেখি .অনেকেই মাঝেমধ্যে প্রশ্ন করে থাকেন ফ্রীল্যান্সার হিসেবে কি কি কাজ করা যায় বা কি কি ধরণের কাজ রয়েছে মার্কেটপ্লেসগুলোতে।
-
অবশ্যই আপনি আপনার মোবাইল দিয়েও ফরেক্সের ফোরামে পোষ্ট করতে পারবেন তবে তার জন্য আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইড ফোন হতে হবে। আপনি আপনার অ্যানড্রোইড ফোনে বাংলা টাইপিং সফটওয়্যারটি ব্যবহার করে তার পর লেখালেখি করতে পারেন তবে আমার কাছে মনে হয় এটি বেশ ঝামেলার।
-
হা। মোবাইল থেকে ও ফোরামে কাজ করা যায়। তবে এটা অনেক দীর্ঘ সময় ও বিরক্তিকর বিষয়। আপনি যদি এন্ড্রইয়েড ইউজার হন তাহলে মোটামটি ভালো কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ফোরামের সাইটে লগ ইন করে বাকি কাজ করতে হবে। তবে আমি মনে করি যদি পিসি থাকে তাহলে পিসি থাকে তাহলে পিসি তেই কাজ ক্রা ভালো।।
-
মোবাইলে ফোরামের কাজ করা যাবে। তবে সব মোবাইলে সম্ভব নয় এজন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল। আমি নিজেই মোবাইলের মাধ্যমে ফোরামে কাজ করে থাকি।সবসময়ই মোবাইলে কাছে থাকে বলে মোবাইলের মাধ্যমে ফোরামে যেকোন সময় সুযোগ পেলেই কাজ করতে পারি।তাই আমি মনে করি মোবাইলের মাধ্যমে ভালোভাবেই ফোরামে কাজ করা সম্ভব।
-
হা ফরেক্স বাংলা ফোরামে আপনি মোবাইল থেকেও কাজ বা পোষ্টিং করতে পারবেন । তবে আমার মতে মোবাইল থেকে না করাই ভাল । কেননা মোবাইল থেকে টাইপ করতে অনেক সময় লাগে । তাছাড়া কিছু কিছু বানান সঠিক ভাবে লেখা যায়না মোবিইল দিয়ে । তবে আপনি করে দেখতে পারেন ।
-
অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন দ্বারা ফরেক্স এর সাথে সংযুক্ত থাকতে পারবেন । বর্তমানে আমরা নিজেদের স্মাটফোন ব্যবহার করে প্রায় ভার্চুয়াল সব কাজ সারতে পারি যা আমাদেরকে আগে করতে হত কম্পিউটারে । তাই আমি মনে করি যে একটা এন্ড্রয়েড ফোন কিংবা একটা স্মার্টফোনের মাধ্যমে ফোরামের সাথে সংযুক্ত থাকতে পারবেন । আর স্বাচ্ছন্দে পোস্টও করতে পারবেন ।
-
মোবাইল থেকে অব্যশই ফোরামে কাজ করা যাবে। কারন এন্ড্রেয়েড মোবাইলে এখন করা যায়। তবে আপনি মোবাইলে লিখে কিছু করতে পারবেন না। কারন মোবাইল্ স্ক্রিন ছোট। সবচেয়ে ভাল হবে আপনি যদি কম্পিউটার ব্যবহার করে লিখেন।
-
হ্যা আপনি ফরেক্স বাংলা ফোরামে মোবাইলের মাধ্যমেও আপনি পোস্ট করেত পারবেন । তবে আপনার মোবাইলটি অবশ্যই এন্ড্রয়েড ভার্সন হতে হবে । এই ফোরামের অনেকেই তাই করে থাকেন । আমিও মোবাইলের মাধ্যমে পোস্ট করতে পছন্দ করি । কেননা এতে করে আমার পছন্দমত সময়ে ফোরামে পোস্ট করতে পারি । ধন্যবাদ ।
-
মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় তবে তা অনেক কস্টকর মানে হয়। কারন মোবাইলের স্ক্রিন অনেক ছোট যার ফলে লেখা পরতে ও লিখতে অসুবিধা হয়। আমি মনে করি মোবাইলে কাজ না করাই ভালো। সবচেয়ে বেশি সুবিধা হয় ডেস্কটপ অথবা লেপ্টপে কাজ করলে। তবে আপনি চাইলে এন্ড্রয়িড মোবাইল ব্যবহার করে পোস্ট করতে পারেন।
-
হুম ফরেক্স বাংলা ফোরাম মোবাইলের মাধ্যমে করা যায় তবে সেই হ্যান্ডসেট অবশ্যই এন্ড্রোয়েড মোবাইল ফোন হতে হবে তাহলে ফোরাম করা যাবে তবে ল্যাপটপ এবং ডেস্কটপ দ্বারা ফোরাম করলে অতি সহজে ফোরাম করা যায় আরর মোবাইলে ফোরাম করতে অনেক সময় লাগে।তাই আমার মতে ল্যাপটপ এবং ডেস্কটপ এ ফোরাম করা ভাল।
-
মোবাইল থেকে অবশ্যই ফোরামে কাজ করা যায়।। আমি প্রায় ৪ মাস যাবত মোবাইল থেকে ফোরামে কাজ করে আসছি।। ফোরাম থেকে মোবাইল এ কাজ করা অনেক সহজ।। আপনি যেখানেই থাকুন না কেন আপনার সাথে মোবাইল থাকলে আপনি ফোরামে কাজ করতে পারবেন।
-
মোবাইল থেকে ফোরামের কাজ করা যাবে তবে তার জন্য আ্যনড্রয়েড ফোন দরকার।তবে ফোরামের কাজ মোবাইলে করা তেমন সুবিদা জনক নয় কেননা ফোরামের কাজ হল লেখালেখির কাজ যেটা মোবাইলে করা কষ্টকর তবে ফরেক্সের ট্রেড করতে পারেন মোবাইলে । তাই অামার মতে যাদের ডেক্সটপ বা ল্যাপটপ আছে তাদের মোবাইলে না করা ভাল।