আমি ফরেক্স মাকেটে বেবসা পাশাপাশি ট্রেড করি।দিনে কাজে ব্যস্ত থাকার কারনে বেশী ট্রেড করতে পারি না।তবে দিনের বেলায় যে সময় গুলোতে নিউজ থাকে তখন ট্রেড করার চেষ্টা করি।তবে আমি ট্রেড করার সময় একসাথে সবোচ্চ ২টা ট্রেডের বেশী করি না।
Printable View
আমি ফরেক্স মাকেটে বেবসা পাশাপাশি ট্রেড করি।দিনে কাজে ব্যস্ত থাকার কারনে বেশী ট্রেড করতে পারি না।তবে দিনের বেলায় যে সময় গুলোতে নিউজ থাকে তখন ট্রেড করার চেষ্টা করি।তবে আমি ট্রেড করার সময় একসাথে সবোচ্চ ২টা ট্রেডের বেশী করি না।
আসলে ট্রেড করাটা নির্ভর করে অনেক বিষয়ের উপর। যেমন ধরুন আপনার ট্রেড ওপেন আছে এবং সব গুলোই লসে তখন কিন্তু আপনি পরবর্তি কোন ট্রেড ওপেন করলে আপনার ঝুকি আর বেড়ে যাবে। তাই ট্রেড নির্বর করবে আপনার একাউন্টের লাভের উপর। তবে দিনে দুই থেকে তিনটা ট্রেড করাই ভাল।
ফরেক্স মার্কেটে বেশি ট্রেড করা উচিত নয় বলে আমি মনে করি । *মার্কেট এ্যনালাইসিস করে নিউজ পড়ে তারপর আপনাকে ঠিক করতে হবে যে আপনি ট্রেড করবেন কি না । আমার মতে মার্কেটে ট্রেড করার জন্য একটি নির্দিষ্ট ট্রেডিং স্ট্রেটেজি থাকা দরকার । সারা দিনে একটি ট্রেডই যতেষ্ট বলে আমি মনে করি ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে বুঝে শুনে ট্রেড করা উচিৎ। আমি ফরেক্স মার্কেট এ নতুন এজন্য দিনে বেশি ট্রেড করি না।আমি দিনে ছোট ছোট ৩ থেকে ৪ টি ট্রেড করি আবার কোন দিন ১ টাও করি।
দিনে কয়টা ট্রেড করা যাবে এটা মুলত মার্কেট এর মুভমেন্ট আর নিজের ইচ্ছার উপর নির্ভর করে। আমি যেদিন বুঝি ট্রেড বেশি করা যাবে সেদিন বেশি করি আর যেদিন মনে করি বেশি ট্রেড করা ঠিক হবেনা সেদিন কম করি। তবে গরে প্রতিদিন আমি ২০-১২ টা ট্রেড ওপেন করি।
আমি এখনও নতুন বিধায় আমি কম ভলিয়ম নিয়ে ২ বা ৩ টা ডেমো ট্রেড করি। হয়ত আরো বেশি ও করতে পারি ,সব কিছু হচ্ছে মার্কেট এর উপর নিরভর ।মার্কেট যদি ভাল থাকে বেশি ট্রেড করি আর মার্কেট ভাল না থাকলে কম ট্রেড করি এটা হচ্ছে বিষয়।তবে প্রথম অবস্তায় কম ট্রেড করা ভাল।
আমি আসলে একদম নতুন তাই আমি নিরদিষ্ট সময় নিয়ে ট্রেড করি না।তবে বেশি ট্রেড করা ভাল তাতে আপনারি ভাল আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। ট্রেড সম্পর্কে ভাল বুঝতে পারবেন
সেই অনুযায়ী বেশি কাজ শিখতে পারবেন।
আমি ভাল অবস্থান এর জন্য অপেক্ষা করি। যতক্ষণ পর্যন্ত ভাল কোন এন্ট্রি লেভেল না পাওয়া যায়। দরকার হলে আমি সেদিন ট্রেড করি না। সবসময় ট্রেড করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সব এন্ট্রি ঠিক থাকে না। এক সপ্তাহ হলেও ভাল কিছুর জন্য অপেক্ষা করা দরকার। প্রয়োজন হলে তার থেকে বেশি সময় নিয়ে।
আসলে আমি দিনে তেমন বেসি ট্রেড করিনা।কারণ আমি মনেকরি বেসি ট্রেড করলে আমরা লস করবো।তাই আমি বেসি ট্রেড করিনা।আমি আমার মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে যত টুকু ট্রেড করা যাই ততটুকু ট্রেড করি।এর বেসি যদি আমি ট্রেড করি তাহলে আমার লস হবে।আমার মতে কম ট্রেড করে বেসি এনালাইসিস করলে আমরা ভালো ট্রেড করতে পারবো।যেখানে ১০ টা বাজে ট্রেড করবেন সেখানে ৪ ভালো ট্রেড করুন বেসি সময় নিয়ে।তাহলে ট্রেড করে আয় করতে পারবেন।
আমি দিনে ১ কি ২ টি ট্রেড করি.তাও টা প্রতিদিন করা হয়না.কারণ লং টাইম ফ্রেম এ ট্রেড করার ফলে এক একটা ট্রেড মাঝে মাঝে অনেক দিন চলতে থাকে যার ফলে অনেক সময় ওই ট্রেড এর চাপে নতুন ট্রেড কেনা হয়না.আর কথা হচ্ছে আপনি আপনার অনুধাবন্বন কাজে লাগিয়ে খুজুন ভালো ট্রেড পান কিনা.ভালো ট্রেড পেলে ট্রেড করুন টা একাধিক হলেও করতেই পারেন.
আমি কোন কোন দিন ৩/৪ বার নেটে বসি এবং প্রতিবার ১৫/২০ টা শর্ট টার্ম ট্রেড করি। আবার কোন কোন কোন দিন কোন ট্রেড হয় না কারন মাকেৃট মুভমেন্ট ভালথাকেনা অথবা ব্যলান্স থাকে না। লং টাইম ট্রেড করার মত এখনো জ্ঞান হয়নি। খুব পড়াশুনা করছি জ্ঞান অজর্নের জন্য।
আসলে আমি দিনে বেসি ট্রেড করি না।সব কিছু মিলে আমি দিনে ৪-৫টা ট্রেড করি।আমি একটু বেসি এনালাইসিস করে ট্রেড করি।তাই বেসি ট্রেড আমি করি না।কারণ আমার দরকার আমার একাউন্ট কে ফরেক্স মার্কেট এ টিকে রাখা।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বেসি ট্রেড করি না।আমার মতে কম ট্রেড করে বেসি আয় করা ভালো।আপনি একের পর এক ট্রেড করে গেলেন কিন্তু আপনার কোন আয় হোল না।তাহলে আপনার এই ট্রেড করার কোন প্রয়োজন বলে আমি মনে করি না।
নিদিষ্ট করে বলতে পারবনা যে দিনে কয়টা ট্রেড ওপেন করি । তবে বেশির ভাগ ক্ষেত্রেই ২ থেতে ৩ টার বেশি ট্রেড নেওয়া হয়না । আমি যখন মার্কেটে কোন সঠিক এন্ট্রি পয়েন্ট পাই তখনই কেবল ট্রেড ওপেন করি । তাছাড়া ট্রেড ওপেন করে লস করতে চাইনা । অনেক তো লস করেছি । আর কত ?
আমি লং টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করি। তাই আমি প্রতিদিন ৪,৫ টার বেশি ট্রেড করি না । তবে লং ঠাইম ট্রেড একটু রিস্কি।। এখানে না বুঝে একটা ট্রেড করলেও অনেক ভুগান্তির *সম্ভাবনা আছে। কারন ,, একটা ট্রেড আপনার বিপরিতে গেলে অনেক লস হওয়ার সম্ভাবনা থাকে।।।।
আমি দৈনিক ৪ থেকে ৫ টা রিয়েল ট্রেড করে থাকি।আর আমি ধরতে গেলে ডে ট্রেডার এবং বিভিন্ন কারেন্সি পেয়ারে এ সংখ্যক ট্রেডই বেশির ভাগ ক্ষেত্রে করে থাকি।কারণ আমি মনে করি ভাল অ্যনালাইসিস এবং একটি ভাল ট্রেডিং পদ্ধতি আপনাকে প্রফিট এনে দিতে পারে।
আমি ফরেক্স মার্কেট এর মভিং অবস্থা বুজে ট্রেড করি। যদি ফরেক্স মার্কেটের মভিং অবস্থা ভাল হয় তাহলে দিনে ৭-৮ টি ট্রেড করে থাকি। আর যদি মার্কেটের মভিং অবস্থা ভাল মনে না হয় তাহলে আকদম ট্রেড ই করি না।
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেডার আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করলে ভাল হবে কারন বেশি ট্রেড করলে বেশি লাবের বিপরীত হলে আমাদের রিকভার করতে অনেক সমস্যা হবে। তাই কম ট্রেড করে কম লাভ করতে পারলে আরো ভাল।
ামার মতে আমি বলবো দিনে যত বেশি ট্রেড করবেন তত বেশি লাভ বা লস হবে। যদি আপনি ভাল ট্রেড করেন তাহলে অনেক লাভ হবে আর যদি ট্রেড খারাপ হয় তাহলে অধিক লস হয়ে যাবে। একারণে বুঝে শুনে ট্রেড করা ভাল।
আমি একজন নতুন ট্রেডার হিসেবে এখনো ডেমো করছি । আর ডেমো করার কারণ হল ডেমোতে ভালভাবে ট্রেড করার ফলে অনেক বেশি পরিমাণে দক্ষ হওয়া যাবে । আর দক্ষতা ও যোগ্যতা অর্জনের জন্য ডেমো ট্রেডের কোন বিকল্প নেই । তাই সবসময় আমি চেষ্টা করি বেশি করে ডেমো করার জন্য । আর দিনে ডেমোতে সর্বোচ্চ আমি দুই হতে তিনটা ছোট ভলিউমে ট্রেড করার চেষ্টা করি । বেশি ট্রেড করা মানে বেশি অর্জন করা তা আমি মোটেও সমর্থন করি না ।
আমার ট্রেড করার কোন সংখা নাই, আমি কোন দিন ৪০ থেকে ৫০ টা পর্যন্ত ট্রেড করি, এই ট্রেড গুল লট থাকে ০.০১ থেকে ০.০৫ পর্যন্ত, আবার কোন দিন ১০ টা থেকে ২৫ টা ট্রেড করি এ গুলোর লট ও থাকে ০.০১ থেকে ০.০৫ পর্যন্ত , এতে করে আমার লাভ কম হয় কিন্তু প্রতি দিন ১.৫০ ডলার থেকে ৩ ডলার পর্যন্ত আয় করে থাকি, কোন কোন দিন আর থেকে বেশি লাভ ও হয় আবার কোন দিন কিছুই পায়না আরও লচ হয়।
আমি কম ভলিয়ম নিয়ে ৩ বা ৪ ট্রেড করি প্রতিদিন হয়ত আরো বেশি ও করতে পারি ,সব কিছু হচ্ছে মার্কেট এর উপর নিরভর ।মার্কেট যদি ভাল থাকে বেশি ট্রেড করি আর মার্কেট ভাল না থাকলে কম ট্রেড করি এটা হচ্ছে বিষয়।:woo:
আসলে আমি চাকরির জন্য তেমন বেশী ট্রেড করতে পারিনা । তার পরও আমি দিন রাত মিলে প্রায় ১৫ থেকে ২০ টা ট্রেড করি । তার পরও ফরেক্সে অভিজ্ঞশীল ভাইদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে তা অনেক সময় আমি ট্রেড করি কিন্তু আমার এই ট্রেড বিফলে যায় । আমি কৃতকার্য হতে পারি না কেন ?
দিনে কত গুলো ট্রেড করি তা নির্ভর করে আপনি কোন প্রকারের ট্রেড করবেন। আপনি যদি লং ট্রেড করেন তাহলে এনালাইসিস করে সময় মত ট্রেড ওপেন করে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে রাখলেই হবে। সেক্ষেত্তে আপনার ট্রেড এর সংখ্যা কম হবে। আর যদি শর্ট ট্রেড করেন তাহলে মার্কেট এর সাথে লেগে থাকতে হবে সেক্ষেত্রে ট্রেডের সংখ্যা বেশি হবে।
আমি দিনে ছোট ছোট অনেক ট্রেড করি। চাকরির পাশাপাশী এই ট্রেড করি। দিনের বেলায় যে সময় গুলোতে নিউজ থাকে সেই সময় গুলোতে ট্রেড করার চেষ্টা করি। :)
ফরেক্স জগতে আমি একজন নতুন সদস্য । বর্তমানে এখন আমি একটি জব করি সারাদিন আমাকে কাজের মধ্যে ব্যাস্ত থাকতে হয় । রাতের বেলা ঘরে ফিরে এসে তেমন বেশী ট্রেড করতে পারিনা । একেবারে ট্রেড করিনা এমনটা নয় । আমি সারাদিন মিলে প্রায় ১০ থেকে ১৫ টি ট্রেড করি । এর বেশী করি না ।
আমি প্রতিদিন ৩-৪ টা ট্রেড ওপেন করি আমি যখন সিগনাল পাই তখন ট্রেড করি আমি সর্বপ্রথম আগে ফরেক্স মার্কেট এনালাইসিস করি তারপর সিগনালের জন্য অপেজ্ঞা করি আর যখন সিগনাল মতো মার্কেট যায় তখন আমি ট্রেড করি।
আমি দিনে ৩ থেজে ৪ টি করে ট্রেড করি। আমি অযথা ট্রেড করা পছন্দ করি না আমি যঠিক এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করি এতে যদি দিনে একটি ট্রেড ও করতে হয় আমি তাই করি। আমি জানি অযথা অনেক গুলো ট্রেড না করে সঠিক এনালাইসিস করার মাধ্যমে দিনে ৩ থেকে ৪ টি ট্রেড করে অনেক ভালো প্রফিত করা যায়। তাই সবার উচিত কম ট্রেড করলে এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করা।
আমি ফরেক্স এ দিনে কমপক্ষে ৫/৬ টি ট্রেড করি। শর্ট ট্রেড করতে হলে দিনে কমপক্ষে ৫/৬ টি ট্রেড না করলে ইনকাম করা যায় না।
ফরেক্স মার্কেটে আপনার একাউন্টে আপনি যত খুশি তত আপনি একদিনে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি যত কম করে আপনি ট্রেড করবেন ততই কম রিক্স থাকবে আর আপনার লস তত কম হবে বলে আমার ধারনা থেকে আমি বলছি কারন আপনি বেশি ট্রেড ওপেন করলে বেশি লস হবে।
আপনি অনেক ভালো বলেছেন।ফরেক্স মার্কেটে একদিনেই বেশি ট্রেড করা ঠিকনা।অল্প করে অ্যানালাইসিস করে ট্রেড করা ভালো। তাহলে অনাকাংখিত লস এড়িয়ে ট্রড করা সম্ভব।আমি নিজেও তাই চেষ্টা করি যথাসম্ভব কম ট্রেড করার।কিন্তু কিছু সময়ে অযথাও ভুল করে বেশি ট্রেড করি। তবে বেশিরভাগ সময়ই ভালোভাবে অল্প ট্রেড করার চেষ্টা করি।
আমার দিনে কোন নিদ্দিষ্ট পরিমান ট্রেডের সংখ্যা নেই কারন আমি এখানে পাটটাইম হিসাবে ট্রেড করে থাকি। তবে যখন সময়
অনেক থাকে সেই সময় ট্রেড অ্যানালাইসিস করে অল্প সংখ্যক ট্রেড করে থাকি।।।।
আমি সাধারনত বড় টাইম ফ্রেমে ট্রেড ওপেন কপ্রতে পছন্দ করি । আর সেই জন্যই যদি ১ ঘণ্টার ট্রেড ওপেন করি তাহলে ২ টা ট্রেড আর যদি ৪ ঘণ্টার ট্রেড ওপেন করি তাহলে ১ টি ট্রেড ই ওপেন করি । বেশি বেশি ট্রেড ওপেন করে লস হওয়ার ভয় থাকে , তাই ছোট লটে এবং বড় টাইম ফ্রেমে ১ -২ বারের মধ্যেই সিমাবদ্ধ আছি ।
আমি দিনের বেলার চেয়ে রাতেই বেশী ট্রেড করে থাকি । তাই দিনে আনুমানিক ২ থেকে ৩ টা ট্রেড করি । এই ট্রেড করে আমি সফলতা অর্জন করতে পারি । আপনারা কম ট্রেড করে মার্কেট সর্ম্পকে এ্যানালাইসিস করতে থাকেন ।
আসলে আমি কত গুলো ট্রেড প্রতিদিন করি তা নির্বর করে আমার মনের উপর কারন আমার মনে এবং মার্কেটে অবস্থা যদি বাল থাকে তবে বেশি ট্রেড করি আর যদি খুব একটা ভাল না হয় তবে বেশি ট্রেড করি না কারন ভাল কোন নিউজ থাকলে ট্রেড করত পারলে লাভ হবে না হলে লস।
দিনে একটা থেকে দুইটা ট্রেড করা উচিত। কারন বেশি ট্রেড করলে আপনি নিজের ইমোশন কন্ট্রোল করতে পাবেন না। আপনার ভেতর লোভ চলে আসতে পারে। এছাড়া ছোট ছোট প্রফিট না নিয়ে একবারে বড় প্রফিট নিন। রিস্ক কম, টেনসনও কম। তাই বেশি বেশি ট্রেড না করে দিনে এক থেকে দুইটা ট্রেড করুন। দুইটা ট্রেডেই ৩০ থেকে ৪০ পিপসের বেশি নেওয়া সম্ভব।
আমি দিনে ৪-৫ টা ট্রেড করি। এতেই আমার প্রফিট ভালোই হয়। অনেকে মনে করে যত বেশি ট্রেড করা যাবে তত বেশি লাভ হবে এই ধারনা একেইবারেই ভুল। অনেক অভিজ্ঞ ট্রেডারের মতে ওভার ট্রেডের ফলেও একাউন্ট অনেক সময় একাউন্ট যিরো হয়। তাই আমার মতে আমাদের প্রতিদিন ৩-৫ টি ট্রেড করা উচিত মার্কেট বুঝে তা না হলে এখান থেকে ভাল প্রফিট করা যাবে না।
আমি প্রতিদিন কত গুলো ট্রেড করব সেই রকম কোন নির্দিষ্ট টাইম নাই যেহেতু মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আমি এই ৫ দিন প্রতিদিন মার্কেট এনালাইসিস করে যেইদিন যত গুলো সিগনাল পাই তত গুলো ট্রেড ওপেন করি আর আমি বেশির লং টাইম ট্রেড করতে ভালবাসি তাই ভাল সিগনাল পাইলে ট্রেড করি।
আসলে আপনি যদি দিনে এতগুলো ট্রেড করতেই হবে এমন ধারণা নিয়ে বসে থাকেন তবে হবে কেন? এই মার্কেট চলে নিজের ইচ্ছা মত তাই যখনই আপনার সিস্টেম বলবে তখনই ট্রেড করা উচিত। এখানে জোর করে ট্রেড করতে গেলে লসের বোঝাই শুধু বাড়বে আর কিছু নয়।
ফরেক্স মার্কেট এ আমি প্রতিদিন 2-3 টা ট্রেড রাখি একটা ক্লোজ হবার পরে আরেকটা ট্রেড ওপেন করি এ ভাবে একের পরে একটি ট্রেড ওপেন করি আর ক্লোজ করি,মুলত সবসময় ফরেক্স মার্কেট এ 2 টা ট্রেড রাখি,এ জন্য আমার প্রফিট বেশি লস কম হয়।
আমি দিনে খুব কম ট্টেড করি। আমি প্রতিদিন এ ১ থেকে ২ দুটি পেয়ারে ট্টেড করি। আর তা খুব কম লটে ট্টেড করি। আমি ০.০১ থেকে ০.০৩ সেন্ট পর্যন্ততে এর চেয়ে বেশী লটে আমি ট্টেড করি না। এতে আমি সঠিক হয়ে ট্টেড করি তাতে আমার প্রতিদিন ২ ডলার থেকে ৩ ডলার আয় হয়।