-
অামি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। আমার এনালাইসিস সম্পর্কে বেশি ধারনা নেই তারপরও যতটুকু সম্বভ এনালাইসিস করি সাপোর্ট এবং রেজিস্টান্ট দেখে ট্রেড করি। আপনাদের কাছে ভাল এনালাইসিস জানা থাকলে শেয়ার করবেন। এনালাইসিস না করে ট্রেড করা মানেই অস্ত্র ছাড়া যুদ্ধ করতে নামা। কাজেই পরাজয় নিশ্চিত, অর্থাৎ লসের শতভাগ সম্ভাবনা থাকবে।
-
অবশ্যই করি । ট্রেড করার ক্ষেত্রে এনালাইসিস অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে ।আপনার এনালাইসিস যদি দুর্বল হয়,তবে তা ব্যপক লসের কারণ হতে পারে,তাই আমি প্যাটার্ন মিলিয়ে এনালাইসিস করি । ফরেক্স যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে এই যুদ্ধক্ষেত্রে নামার অস্ত্র হল মার্কেট এনালাইসিস। এনালাইসিস না করে ট্রেড করা মানেই অস্ত্র ছাড়া যুদ্ধ করতে নামা। কাজেই পরাজয় নিশ্চিত, অর্থাৎ লসের শতভাগ সম্ভাবনা থাকবে।
-
প্রতিটা ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা জরুরী। এনালাইসিস করা ছাড়া ট্রেড অপেন করতে গেলে অনেক ঝামেলার সন্মুখীন হতে হয়। এতে কনফিডেন্স লেভেল নিচু হয় আর কনফিউশন তৈরী হয়। ফরেক্স যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে এই যুদ্ধক্ষেত্রে নামার অস্ত্র হল মার্কেট এনালাইসিস। এনালাইসিস না করে ট্রেড করা মানেই অস্ত্র ছাড়া যুদ্ধ করতে নামা। কাজেই পরাজয় নিশ্চিত, অর্থাৎ লসের শতভাগ সম্ভাবনা থাকবে।
-
এনালাইসিস ছাড়া যে ট্রেড করা হয় তাকে বলা হয় যে এটা হল আন্দাজে ও নিজের মনের মত ট্রেড । আর ফরেক্স মার্কেটে আমি যে বিষয়টা অনেক বেশি করে দেখেছি তা হল যেসব ট্রেডার কোন ধরনের বিশ্লেষণ ব্যাতিত ট্রেড করছে তারা কোন না কোন বড় ধরনের ধরা খাচ্ছে । তাই আমার পরামর্শ থাকবে যে আমাদের উচিত হবে ট্রেড করার পুর্বে গভীরভাবে বিশ্লেষণ করা ।
-
ফরেক্সে ট্রেড করার পূর্বে আমি সব সময় মার্কেট অ্যানালাইসিস বা বিশ্লেষনকে অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকি কারন আমি জানি যে ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে পারলে ভাল প্রফিট লাভের পথ অনেক বেশি উন্মক্ত হয়।তবে এমন অনেক সময় আসে যখন অতিরিক্ত প্রফিট লাভের জন্য অ্যানালাইসিসের কথা আমরা ভূলেই বসি।
-
আমি মনে করি একজন ভাল ট্রেডার হতে হলে ট্রেড করার আগে অব্যশই র্মাকেট এনালাইসিস করে ট্রেড করতে হবে আপনি যদি র্মাকেট এনালাইসিস না করে ট্রেড করেন তবে শেটা হবে অপনার মনগরা ট্রেড আর এই ধরনের ট্রেড করে আপনি বেশি সময় র্মাকেটে টিকে থাকতে পরবেন না তাই ট্রেড করার সময় অব্যশই র্মাকেট এনালাইসিস করে ট্রেড করবেন তাহলে একজন সফল ট্রেডার হতে পারবেন ।
-
হ্যা প্রত্যেকটি ট্রেড করার পুর্বে মার্কেট এনালাইসিস করি। এর মাধ্যমেই কি ধরনের ট্রেড ওপেন করবো সিদ্ধান্ত নিয়ে থাকি। মার্কেট এনালাইসিস করে বুঝার চেষ্টা করি মার্কেট বাই মোডে নাকি সেল মোডে। মার্কেটের গতিবিধি লক্ষ্য কের সিদ্ধান্ত নেই কতলটের ট্রেড করবো, লাভের পরিমাণ কত করে নিবো ইত্যাদি। আমরা সবাই জানি ট্রেড করার জন্য এনালাইসিস করা অনেক জরুরী।
-
কোন অংক করতে হলেও আগে আপনি অংকটা ভাল করে করে পড়তে হবে তার পর আপনি অংকটা করতে হবে তাই ফরেক্স মার্কেটে আপনি যখন কোন ট্রেড ওপেন করতে যাবেন তখন আপনি আগে ভাল করে ট্রেড এনালাইসিস করেই ট্রেড নিলে আপনি লাভবান হতে পারবেন বলে আমি মনে করি।
-
ট্রেড করার আগে মাকেট এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ বলে আমি মনে করি । এনালাইসিস ছাড়া আন্দাজে ট্রেড নিলে কোনদিনই সফল হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি । সফলতার জন্য অবশ্যই সব রকম এনালাইসিস করে তারপর ভেবে চিন্তে ট্রেড নিতে হবে তাহলেই সফলতা আসবে বলে আমি মনে করি ।
-
ট্রেড করার আগে অবস্য ই মারকেট এনালাইসেস করতে হয় তা না হলে কিকরে বুঝ যাবে যে মার্কেট কোন দিকে । তখন কি বাই হবে নাকি সেল হবে । তখন অনুমানে ট্রেড দিলে লস হবে ।
-
আমি সাপোর্ট এবং রেজিস্টান্ট দেখে ট্রেড করি। h1 টাইম ফ্রেম দেখে ট্রেড করি। এছাড়া যতটুকু সম্বভ এনালাইসিস করি h4 এবং d1 টাইম ফ্রেম দেখে। এছাড়া নিউজ গুলো একটু খেয়াল করি। কিন্তু মাঝে মাঝে আমার সকল এনালাইসিস ব্যাথ্য হয়ে যায়!
-
আমি মনে করি প্রতিটা ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা জরুরী। এনালাইসিস করা ছাড়া ট্রেড অপেন করতে গেলে অনেক ঝামেলার সন্মুখীন হতে হয়। এতে কনফিডেন্স লেভেল নিচু হয় আর কনফিউশন তৈরী হয়। তাই এনালাইসিস করা জরুরী। আর যখন নিজে এনালাইসিস করার অভ্যাস হয় তখন কারো এনালাইসিস এর অপেক্ষায় থাকতে হবে না। নিজের ডিসিশন অপরের প্রভাব ছাড়া নিতে পারবেন।
-
সত্যি কথা টা হল বেশির ভাগ ট্রেড করে থাকি এনলাইসিস ছাড়া। খুব কম পরিমাণ ট্রেড করা হয়ে থাকে সঠিক ভাবে এনালাইসিস করে। তবে যে কোন ট্রেড যেখানেই নেই না কেন চেষ্টা করি প্রফিট করতে। অনেক সময় হয় আবার অনেক সময় হয় না। তবে সব সময় একটা কমন জিনিস হয় তা হল লস।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বশর্তই হলো সঠিক ভাবে এনালাইসিস করা৷এনালাইসিস না করে আপনি কখোনোও বুজবেন না কোথায়-কীভাবে সেল না বাই এন্ট্রী করবেন৷মার্কেটের সার্বিক পরিস্হিতি যদি এনালাইসিস করতে পারেন তাহলে কীভাবে সেই মার্কেটে আপনি ক্রয়/বিক্রয় করবেন ?
-
ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা জরুরী।যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস না করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করবো।
-
হা আমি ফরেক্স করার আগে মার্কেট এনালাইসিস করেই ট্রেড করি । কারন আমি লস করতে চাই না । লস আমাকে খুব কষ্ট দেয় । তবুও আমি অনেক অনেক লস করি । আমি মনে করি আমাদের অনেক প্রকার এনালাইসিস করেই ফরেক্স ট্রেড করা উচিত । যেমন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট ও করা উচিত ।
-
আমি মনে করি প্রত্যেক ট্রেডারই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা উচিত। কারণ এই মার্কেটে কেউ লস করতে চাই না। তারপরেও অধিকাংশ ব্যবসায়ী ফরেক্স মার্কেটে লস করে থাকে শুধু মাত্র লোভের কারণে। তাই আমি বলতে চাই প্রত্যেকটি ট্রেডারকেই কোন ট্রেড অপেন করার আগে টাইম ফ্রেম ফলো করা উচিত। আর বিশেষ করে আমি ১ ঘন্টা আর ৪ ঘন্টা চার্ট ফলো করে থাকি। আর এটাতে আমি খুবই প্রফিট অর্জন করেছি। তাই আমি বলতে চাই প্রত্যেকটি ট্রেডারই ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে চাইলে তাকে অবশ্যই মার্কেট এনালাইসিস, ফান্ডামেন্টাল , দক্ষতা, কৌশল এবং মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলোর উপর বিশেষ জোড় দিতে হবে এবং এটা খুবই দরকারী।
-
ফরেক্সে ট্রেড করার আগে প্রত্যেকেরই মার্কেট এনালাইসিস করা উচিৎ। আমি ট্রেড করার আগে টেকনিক্যাল এনালাইসিস করি কিন্তু ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারিনা। আপনারা যারা ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জানেন তারা দয়াকরে শেয়ার করুণ।
-
হ্যা অবশ্য ট্রেড করার আগে এনালিসিস করতে হবে। এনালিসিস না করে যদি ট্রেড করি তাহলে । অন্ধকারে ঢিল ছোড়ার মত ব্যপারটা। এখানে আন্দাজী ট্রেড করার জায়গা নয়। আপনি যদি এ কাজ করেন তাহলে তো আপনার ক্ষতি নিজে করবেন। সুতরাং সকলের কাছে একটা অনুরোধ ভালভাবে ফরেক্স কে জানুন এবং সঠিক এনালিসিএর মাধ্যেমে ট্রেড করুন এবং আপনার নিজের এবং দেশের জন্য ভালো কিছু করুন। কারণ আপনার লস মানে দেশের লস।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করি মার্কেট এনালাইসিস ছাড়া আমি ফরেক্স মার্কেট এ কোন ট্রেড করি না কারন আপনি মার্কেট এনালাইসিস ছাড়া ২ থেকে ১ টা ট্রেড লাভ করতে পারেন আর বেশির ভাগ সময় আপনার লস হবে তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে সবথেকে ভাল হই ও লাভ ও বেশি হয়
-
ট্রেড করার ক্ষেত্রে এনালাইসিস অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে ।আপনার এনালাইসিস যদি দুর্বল হয়,তবে তা ব্যপক লসের কারণ হতে পারে,তাই আমি প্যাটার্ন মিলিয়ে এনালাইসিস করি । ফরেক্স যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে এই যুদ্ধক্ষেত্রে নামার অস্ত্র হল মার্কেট এনালাইসিস। এনালাইসিস না করে ট্রেড করা মানেই অস্ত্র ছাড়া যুদ্ধ করতে নামা। কাজেই পরাজয় নিশ্চিত, অর্থাৎ লসের শতভাগ সম্ভাবনা থাকবে।
-
হ্যাঁ, ট্রেড করার আগে আমি মার্কেট এ্যানালাইসিস করি। একজন ট্রেডারের জন্য মার্কেট এ্যানালাইসিস করা অবশ্যই গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে। মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করলে লস হওয়ার আসঙ্কা কম থাকে। ঝুকি এড়াতে এবং ভালো প্রফিটের জন্য আমাদের মার্কেট এ্যানালাইসিস করা আবশ্যক। একজন ভালো ট্রেডার মার্কেট এন্যালাইসিস করে ট্রেড করে থাকেন।
-
মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে অনেক অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে। তাই অন্তত পক্ষে অামি ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করি। অাবার এটা সব সময় হয়না। তবে বেশির ভাগই করে থাকি। মার্কেট এনালাইসিস করার কতগুলো সুযোগ সুবিধা রয়েছে। ভালো ট্রেডার হতে হলে মার্কেট এনালাইসিস করার প্রয়োজন অাছে।
-
আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি হওয়া। তাহলে আপনি প্রতিটি ট্রেডে মোটামুটি সফলতা অর্জন করতে পারবেন তবে সব সময় যে সফলতা আসবে তা ঠিক নয়। এজন্য আপনাকে দীর্ঘ অপেক্ষা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। এজন্য মার্কেট এনালাইসিস করার কতগুলো সুযোগ সুবিধা রয়েছে যা দিয়ে থাকে ব্রোকার কর্তৃক। তবে ভালভাবে ট্রেড করতে চাইলে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস সম্পর্কে জানতে হবে।
-
অবশ্যই করি । এটা সবার জন্য বাধ্যতামূলক, আপনি যে কোন ব্যবসাই করেন না কেন একটু যাচাই বাছাই করবেন না লাভ হবে কি লস হবে । সেরকম ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে, আগে আপনাকে এনালাইসিস এবং মানি মেনেজম্যান্ট এই দুটো কাজ সর্বপ্রথম করতে হবে । সুতরাং ট্রেডিং এর আগে মার্কেট এনাল্যাইসিস অত্যন্ত জরুরী ।
-
আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করা প্রয়োজন আছে। কেননা আপনি যদি কোন ট্রেড ওপেন করার আগে ভালভাবে মার্কেট এনালাইসিস করতে পারেন তাহলে আপনি উক্ত পেয়ার হতে অবশ্যই প্রফিট অর্জন করতে পারবেন। আর যদি ট্রেড ওপেন করার আগে আপনি কোন ধরনের চিন্তা ভাবনা না করে তাহলে আপনি কখনও ঐ পেয়ার থেকে প্রফিট অর্জন করতে পারবেন না বরং লস খাবেন। এজন্য আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে ফরেক্স নিউজগুলো সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি ভাল প্রফিট অর্জন করতে পারবেন ফরেক্স থেকে।
-
হ্যা ভাই আমি প্রথমেই আগে মার্কেটের মুভমেন্টটাকে বেশি অভজারবেশন করি। এরপর চেনেলের মাধ্যমে হোক আর সাপোর্ট রিজিসটেন্স এর সাহায্যে হোক আগে মার্কেটের সঠিক ট্রেন্ড কোনদিকে সেটাকে আইডিন্টিফাই করি, তারপর আমি আমার সব রকম *এ্যানালাইসিস গুলো পর্যায়ক্রমে সেরে ফেলি। তারপর সঠিক পজিশন পেলে আমি একটা ট্রেডের পরিকল্পণা বাস্তবায়নে সক্রিয় হই।
-
আসলে এনালাইসিস ছাড়া ট্রেড করা আর কয়েন টস করে পজিশন নেওয়া একই কথা। আপনাকে আপনার স্ট্রাটেজি অনুযায়ি সঠিক সময়ে সঠিক স্থানে ট্রেড এন্ট্রি নিতে হবে এবং সঠিক সময়ে এক্সিটও করতে হবে। আপনি যদি সঠিক ভাবে সব কিছু না করেন তবে আপনাকে বেশ খারাপ পরিস্থিতির সাথে মুখোমুখিও হতে হতে পারে।
-
আমি মনে করি প্রতিটা ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা জরুরী। এনালাইসিস করা ছাড়া ট্রেড অপেন করতে গেলে অনেক ঝামেলার সন্মুখীন হতে হয়। এতে কনফিডেন্স লেভেল নিচু হয় আর কনফিউশন তৈরী হয়। তাই এনালাইসিস করা জরুরী। আর যখন নিজে এনালাইসিস করার অভ্যাস হয় তখন কারো এনালাইসিস এর অপেক্ষায় থাকতে হবে না। নিজের ডিসিশন অপরের প্রভাব ছাড়া নিতে পারবেন।
-
অবশ্যই আমি ফরেক্স ব্যবসায় এর মার্কেট কে ট্রেড করার আগে ভাল করে এনালাইসিস করি। আগে আমি এনালাইসিস না করে মনের ইচ্ছানুযায়ী ট্রেড করলে লাভের চেয়ে লসের পরিমান বেশি হতে করতাম। আমার এই রকম বাস্তব প্রমান অনেক বার পেয়েছি ,অনেক বার আমি এনালাইসিস না করে ট্রেড করে অনেক বড় ধরনের লস করেছি যা আমি আগে বুজতাম না, তবে এখন ট্রেড করার আগে ভাল করে এনালাইসিস করি তারপর ট্রেড করি।
-
আমার সকলেই জানি ফরেক্স হলএকটি আন্তর্জাতিক শেয়ার মার্কেট।ফরেক্সে ট্রেড করার পূর্বে আমি সব সময় মার্কেট অ্যানালাইসিস বা বিশ্লেষনকে অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকি। কারন আমি জানি যে ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে পারলে ভাল প্রফিট লাভের পথ অনেক বেশি উন্মক্ত হয়।তবে এমন অনেক সময় আসে যখন অতিরিক্ত প্রফিট লাভের জন্য অ্যানালাইসিসের কথা আমরা ভুলে যাই।
-
ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা খুবই জরুরি কেননা ফরেক্স মার্কেট খুবই পরিবর্তনশীল। মার্কেটের ট্রেন্ডগুলো খুব বেশি মুভমেন্ট করে। তাই ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নিতে হবে। ফরেক্স মার্কেট খুবই গতিশীল।মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। নিজের মনের ভেতর তখন ভয় কাজ করে। মানসিক চাপটাও বেড়ে যায়। আমি নিজেও মার্কেট এনালাইসিস করে ট্রেড করি।আমি সাপোর্ট এবং রেসিসটেন্স এর উপর বেশি গুরুত্ব দেই। ফরেক্স মার্কেট কখনোই শতভাগ এনালাইসিস করা সম্ভব নয়। তার পরেও যতটুকু করা যায় আমি নিজে এনালাইসিস করি। পাশাপাশি নিউজগুলোর উপরও গুরুত্ব দেই।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সম্পর্কে অবশ্যই শিখতে হবে তা হল মার্কেট এনালাইসিস কি,কেন করা হয়,কিভাবে করা হয় ও মার্কেট এনালাইসিসের গুরুত্ত। ফরেক্স মার্কেটে মার্কেট এনালাইসিসের গুরুত্ত অনেক বেশি। মার্কেট এনালাইসিস করা একজন সফল ট্রেডারের প্রধান গুন। মার্কেট এনালাইসিস আমাদের ট্রেডে সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আমি প্রতিটি ট্রেডের আগে মার্কেট এনালাইসিস করে থাকি।
-
ফরেক্স মার্কেট এনালাইসিস না করে কখনো ট্রেড এন্ট্রি নেওয়া উচিত না। কারণ সঠিক পরিকল্পনা ব্যতীত কোন কাজ সফল হয় না। এজন্য আমি প্রতিটা ট্রেড ওপেন করার অাগে মার্কেট এনালাইসিস করে পরিকল্পনা তৈরি করি এবং সে অনুযায়ী এগিয়ে যাই। ফলে আমার সাফল্য পাওয়ার চান্স বেড়ে যায়। মার্কেট এনালাইসিস ব্যতীত ট্রেড করা আর ঝড়ে বক পরা সমান কথা। তাই ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করতে হবে।
-
ট্রেড করার আগে সকলের উচিত মার্কেট এ্যানালাইসিস করা তথা ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে মার্কেটে ট্রেড করা উচিত তাহলে প্রফিট করা সহজ হবে। যারা মার্কেট এ্যানালাইসিস না করেই ট্রেড করেন তারা মার্কেটের বিপরীত দিকে চলার সম্ভাবনায় বেশী।
-
ট্রেড করার আগে প্রতেক ট্রেডারদের উচিৎ মার্কেট ভালো ভাবে এন্যালাইসিস করা,কারণ আপনি যদি মার্কেট ভালো ভাবে এন্যালাইসিস না করতে পারেন তাহলে আপনি আপনার এন্ট্রি তে লস করবেন,যে যত ভালো টেকনিক্যাল এন্যালাইসিস করতে পারবে যে,ততো ভালো এন্ট্রি পাবে,আমি সব সময় এন্ট্রি নেওয়ার আগে এন্যালাইসিস করি।
-
এনালাইসিস ছাড়া ট্রেড আর আন্দাজে ছোড়া ঢিল দুটোই সমান। কোথায় লাগবে তার কোন ঠিক ঠিকানা নেই। আমার মতে এনালাসিস ছাড়া ট্রেডিং হতেই পারে না। তাই আগে এনালাইসিস করুন তার পরে ট্রেড করুন। লসের পরিমাণ তুলনা মুলক ভাবে কমে যাবে বলে আমার বিশ্বাস।
-
ফরক্স মার্কেটে ট্রেড করার আগে আমি ফরেক্স মার্কেট সম্পরকে এনালাইসিস করি কারন ফরক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে বা ট্রেড করার আগে অবশ্যই ফরেক্স মার্কেট নিয়ে এনালসিস করতে হবে কারন এনালাইসিস ছাড়া যদি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করা হয় সেই ট্রডে লস হতে পারে ।
-
কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাএী, কোন অন্ধের মত।এনালাইসিস যেকোনো বিজনেসের জন্য খুবই গুরুত্ব পূর্ণ বিষয়। মাকের্ট ভালো করে এনালাইসিস করার পর ট্রেড ওপেন করা উচিৎ। এতে মাকের্টের অবস্থা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।এনালাইসিস করে ট্রেড করলে ভূল হওয়ার সম্ভবনা কম হয়।মাকের্টের ভূলঞুটি খুব কম সময়ে বের করা যায় এনালাইসিস করে ট্রেড ওপেনকরলে ভালো প্রফিট করা সম্ভব হয়
-
হ্যাঁ আমি ট্রেড ওপেন করার পূর্বে আমার যতটুকু দক্ষতা আছে তা দিয়েই মার্কেট এনালাইসিস করে থাকি, শুধু আমি নাই ফরেক্স মার্কেটে প্রত্যেক দক্ষ ট্রেডারই মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে নেয়, কেননা মার্কেট এনালাইসিস ছাড়া ইচ্ছা খুশিমতো ট্রেডিং করে ফরেক্স থেকে সফলতা অর্জন করা সম্ভব না, বরং লাভের পরিবর্তে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অন্যদিকে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে একজন ট্রেডার মার্কেট কোন দিকে যেতে পারে সে সম্পর্কে ধারণা অর্জন করতে পারে এবং কনফিডেন্সের সহকারে ট্রেড ওপেন করতে পারে। এবং একজন দক্ষ ট্রেডার এর সফলতার পিছনে এটাও একটা বড় কারন। তাই সকলের উচিত ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করার পূর্বে মার্কেট এনালাইসিস করে নেওয়া।