-
বাংলাদেশে বেশ কিছু বছর আগেও ফরেক্স এর মত এরকম একটা জনপ্রিয় ব্যবসা তেমন একটা কোন ডেভলপ ছিলনা । কিন্ত ইদানীং ধরে যখন বাংলাদেশের একমাত্র বড় ফরেক্স ফোরাম শুরু হল তখন থেকে ফরেক্স এর সাথে অনেক নতুন নতুন মানুষের পরিচয় ঘটেছে যারা পরবর্তীতে নিজেদেকে ট্রেডার হিসেবে প্রতিষ্টিত করতে পেরেছে । আসলে ফরেক্স মার্কেটে যারাই ট্রেড করুক না কেন আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ফোরাম বাংলাদেশি ট্রেডারদের জন্য আশির্বাদস্বরুপ ।
-
একজন ট্রেডার এর কাছে ফোরামের প্রয়জনীয়তা আপ্রিসীম ।আমরা এই ফোরামে পোষ্ট ক্রার জন্য ফোরাম থেকে বোনাস পাই আর এই বোনাস দিয়ে আমরা ট্রেড ক্রার সুযোগ পাই। তাছাড়া ফোরাম থেকে আমরা ফ্রেকস স্মপ্রকে আনেক্ কিছু জানতে পারছি,শিখতেপারছি যা আমাদের একজন দক্ষ ট্রেডার হতে সাহায্য ক্রবে ।
-
আমি মনে করি একজন ট্রেডারের জন্য ফোরামের প্রোয়োজনীয়তা অপরিসীম | একজন সফল ট্রেডার হওয়ার পেছনে ফোরামের ভূমিকা অপরিহার্য | ফোরামের সাথে থাকলে ফোরামে কাজ করলে ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক খুটিনাটি বিষয় জানা যায় যা একজন ট্রেডারকে সফলভাবে ব্যবসা করার পথ দেখায় | এছারা ফোরামের বোনাস দিয়ে আমরা ট্রেড করতে পারি | ফোরামের সদস্যরা ফরেক্সের অনেক না জানা তথ্য ফোরামের মাধ্যমে জানতে পারে | তাই ফোরামের গুরুত্ব অনেক |
-
একজন ট্রেডার এর জন্য ফোরামের প্রয়োজনীযতা আপ্রিসীম । ফোরাম থেকে আমরা আমাদের ফ্রেক্স সম্প্রকিত সক্ল ত্থ্য পেয়ে থাকি যা একজন দক্ষ ট্রেডার হতে আমাদের সাহায্য ক্রে।তাছাড়া এই ফোরাম আমাদের জন্য আশিরবাদ ।
-
ফরেক্স ফুরামের উপকারিতা অনসিকারয।।।।। আমরা যাড়া ফোরামে কাজ করছি তারা অবশ্যই ফোরামের উপকারিতা পাইতেছি।।। আমরা ফরেক্স ফোরাম থেকে যেমন অনেক কিছু শিখতে পারি তেমনি এখান থেকে আমরা ইনভেস,ট করার ডলার ও পাইতে পারি।।।।।।।।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের ফোরামের প্রয়োজনিয়তা অনেক কারন এই ফোরামে এক এক ফরেক্স ট্রেডার এক এক মতামত প্রকাশ করে থাকে তাই আমরা অনেক কিছু জানতে পারি ফরেক্স ট্রেডিং কি ভাবে করতে হয় তা জানা জায়, ফরেক্স এর লাইভ বিষয় নিয়ে আলোচনা করার কারনে ফোরাম দরকার।
-
ট্রেডারদের জন্য ফোরামের গুরত্য অপরিসীম। ফরেক্স ফোরামের সাহায্য আমরা ফরেক্স সংক্রান্ত সকল খুটি নাটি বিশয় নিয়ে আলোচনা করতে পারি।।। এছাড়া ও আমরা ফরেক্সের এনভেস্ট করার ডলার ও আমরা ফরেক্স ফোরাম থেকেই পেতে পারি।।।।
-
একজন ট্রেডার এর জন্য ফোরাম এর প্র্রয়জনিয়তা অনেক।ফোরাম হতে ট্রেডার রা অনেক অজানা তথ্য সম্পরকে জানতে পারে অনেক ভুল সংসধন করে আরো অনেক ভাল প্রফিট করতে পারে।ফোরাম হতে আপনি ফরেক্স সম্পরকে আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন যা আপনাকে ভাল প্রফিট পেতে সাহায্য করবে।
-
আমি ম্নে ক্রি ন্তুনদের জন্য ফোরামের প্রয়োজনীয়তা আপ্রিসীম ।নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হ্লে ফোরাম কে আপনি মূখ্য একটি শেখার মাধ্যম ধ্রতে পারেন ।ফ্রেক্সে স্ফল হওয়ার আনেক খুটি নাটী বিষয় আপনি এই ফোরাম থেকে পেতে পারনে যা আপ্নকে দক্ষ ক্রতে সাহায্য ক্রবে ।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে যান তাহলে আপনাকে অবশ্যই ডলার ইনভেস্ট করতে হবে আর সেটা যদি আপনি করতে পারেন তবে আমি মনে করি ভাল। কিন্তু আপনি ফোরাম করেও সেটা আপনি করতে পারেন তাই আমি মনে করি ফোরামের অনেক প্রয়োজনীয় একটা বিষয়।
-
একজন ট্রেডারের জন্য ফোরামের প্রয়োজনীয়তা বলাই বাহুল্য ! ফোরাম একজন ফরেক্স ট্রেডারের জন্য সফলতার পথ দর্শক ! বিশেষ করে যারা নতুন ট্রেডার, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ .
-
আমি মনে ফোরাম আমআদের জন্য গুরত্তপুর্ন ভুমিকা পালন করে। কাররন আমরা এখানে ভালো করে খোলামেলা ভাবে অনেক বিষ্অয় নিয়ে আলোচনা করতে পারি। আমদের অনেক অজানা বিষয় আমরা শিখতে পারি। আপানারা ও এর মাধ্যমে ফরেক্স থেকে আয় করে নিতে পারেন। সবাই সবার সাথে আলোচনা করে আমরা অনেক কিছু শিখতে ও পারি।
-
একজন ট্রেডারের জন্য বিশেষ করে একজন নতুন ফরেক্সে আগত ট্রেডার এর জন্য ফোরাম অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেস । কেননা এই ফোরাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি । অার বাংলাভাষাভাষিদের জন্য ফরেক্স বিষয়ে অনেক কিছু ফোরাম থেকে সহজেই শিখা যায় এবং যে কোন বিষয়ে প্রশ্ন ও তার সমাধানও পাওয়া যায় । তাই মনে রাখতে হবে যে ফোরাম এর প্রতি শ্রদ্ধাশীল হওয় আমাদের কর্তব্য ।
-
ফরেক্স ট্রেডিয়ের জগতে শেখার কোন শেষ নেই আর সেই কারনে সকল ট্রেডারেরই উচিত ফোরামের সাথে যুক্ত থাকা কারন নিজের কাছে যেটা কঠিন অন্যের কাছে সেটি সহজ হয়ে উঠতে পারে আর যা ফোরামের মাধ্যমেই সমাধান করা সম্ভাব। অন্যদিকে আপনার জানা ট্রেড সম্পর্কিত বিভিন্ন বিষয় যা অনেকেই জানে না তা খুব সহজেই সকলকে ফোরামের মাধ্যমে অভিহিত করা যায়।
-
দরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে যান তবে আপনাকে ফরেক্স মার্কেটে সরা সরি ইনভেস্ট করতে হবে আর এর জন্য আপনাকে আপনার একাউন্টে ডলার প্রবেশ করারতে হবে আর যদি পনি ফরেক্স ফোরামে কাজ করেন তবে আপনি এই ফোরাম থেকেই ডলার নিয়ে ইনভেস্ট করতে পারবেন।
-
একজন সফল ট্রেডার হওয়ার পেছনে ফোরামের ভূমিকা অপরিহার্য | ফোরামের সাথে থাকলে ফোরামে কাজ করলে ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক খুটিনাটি বিষয় জানা যায় যা একজন ট্রেডারকে সফলভাবে ব্যবসা করার পথ দেখায় | এছারা ফোরামের বোনাস দিয়ে আমরা ট্রেড করে ব্যবসা করতে পারি | ফোরামের সদস্যরা ফরেক্সের অনেক না জানা তথ্য ফোরামের মাধ্যমে জানতে পারে | তাই ফোরামের গুরুত্ব অনেক |
-
আমি ফোরামে আসি অনেক কিছুর বিষয় জানার জন্য , ফরেক্স মার্কেট এমনি একটি জায়গা যেকানে শিখার কোন শেষ নেই । তাই ট্রেড করার পাশা-পাশি ফোরামে আসলে অনেক কিছু শিখার আছে , জানার আছে ।
-
ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসায় । ফরেক্স মার্কেট দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিনই খোলা থাকে । আমাদের মত ক্ষুদ্র ট্রেডার দের ফরেক্স মার্কেট জনপ্রিয় হওয়ার পেছনে ফোরামের গুরুত্ব অপরীসীম বলে আমি মনে করি । কেননা ফোরামই আমাদের ফরেক্স মার্কেটকে ট্রেডিং করার একটি সুযোগ করে দিয়েছে । তাই আমি বলব আমাদের সকলের কৃতজ্ঞ থাক উচিত ফোরামের প্রতি । ধণ্যবাদ ।
-
সফল ট্রেডার হওয়ার জন্য ফরেক্সে ফোরামের গুরুত্বঃ
• ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক খুটিনাটি বিষয় জানা যায়।
• ট্রেডারকে সফলতার পথ দেখায়।
• ফোরামের বোনাস দিয়ে ট্রেড করা যায়।
যে কারনে ফরেক্স ফোরামের গুরুত্ব অনেক |
-
ফরেক্স মার্কেটে আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ফরেক্স ফোরাম একটি জনপ্রিয় জায়গা । কেননা ফোরামে আমরা বিভিন্ন পোস্টিং এর মাধ্যমে আমরা যেমন আমাদের বিভিন্ন সমস্যার সমাধান খুবই সহজে পাই ঠিক তেমনি প্রতি পোস্টের বিনিময়ে আমারা ডলার আয় করতে পারি বিধায় ফোরাম আমাদের ভাললাগাকে আরো একধাপ এগিয়ে দিল । ধণ্যবাদ ।
-
একজন ট্রেডারের জন্য ফোরামের প্রোয়োজনীয়তা অপরিসীম। একজন সফল ট্রেডার হওয়ার পেছনে ফোরামের ভূমিকা অপরিহার্য। ফোরামের বোনাস দিয়ে আমরা ট্রেড করে ব্যবসা করতে পারি। ফোরামের সদস্যরা ফরেক্সের অনেক না জানা তথ্য ফোরামের মাধ্যমে জানতে পারে।
-
আমার মত নতুন ট্রেডারদের জন্য ফোরাম অনেক কার্যকরী।কারণ প্রথম অবস্তায় অনেকে কিছু বুজে না আর তাদের জন্য ফোরাম অনেক কার্যকরী ভাবে কাজ করে থাকে। ফোরাম এর মাধ্যামে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে পারে।এখানে অভিজ্ঞ ট্রেডারদের ভালো পরামর্শ পাওয়া যায়।
-
ফরেক্স ট্রেডিং এ ফরেক্স ফোরাম এর প্রয়োজনীয়তা অপরিসীম । ফরেক্স ফোরাম আমাদের ফরেক্স শিখতে সাহায্য করে । ফরেক্স ফোরাম এর আমরা সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিতে পারি । ফরেক্স ফোরাম এ আমরা ফরেক্স নিয়ে যেকোনো প্রশ্ন করতে পারি ও তার উত্তর আমরা অভিজ্ঞ ও ফরেক্স এ দক্ষ বিনিয়োগকারী কতৃক পেতে পারি । আমি মনে প্রত্যেক ফরেক্স বিনিয়োগকারীকে ফরেক্স ফোরাম এ নিয়মিত সময় দেয়া উচিত । ফরেক্স ফোরাম ফরেক্স ট্রেডারদের জন্য আশীর্বাদস্বরূপ ।
-
আমাদের মাঝে অনেকে আছেন যারা ফরেক্স করতে চান কিন্তু পর্যাপ্ত টাকা না থাকার কারনে ফরেক্স এ ইনভেস্ট করতে পারি না। তাদের জন্য আমি বলব ফোরাম পোস্ট একটি আশির্বাদ স্বরুপ। কারন এখানে ফরেক্স ফোরাম পোস্টিং করে আমরা সেই ডলার দিয়ে ট্রেড করতে পারি।
-
আমি একজন ট্রেডার হিসেবে বলতে পারি প্রত্যেক ফরেক্স ট্রেডারদের জন্যই ফোরামের প্রয়োজন রয়েছে। কারন আমরা ফোরাম ঘেটে অনেক কিছুই জানতে পারি যা আমরা আগে জানতাম না। ফোরামের মাধ্যমে আমরা নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারি। যার ফলে আমাদের ট্রেড এর ভুলগুলো সহজেই খুজে বের করতে পারি। ফলে আমাদের লসের সম্ভাবনা কমে যায়।
-
একজন ট্রেডারের ফোরামের প্রয়োজনীয়তা রয়েছে অনেক । অামরা ফোরামের মাধ্যমে ফরেক্স মার্কেট শেখার চেষ্টা করব । ফোরাম থেকে ফরেক্স শেখা যায় সহজেই । যে ফোরামে ভালোভাবে কাজ করার চেষ্টা করব । লোভ ছাড়া এই মার্কেটে কাজ করার চেষ্টা করতে হবে । অামরা ফোরামে কাজ করব মনের শান্তিতে ।
-
একজন ট্রেডারের জন্য ফরেক্স ফোরাম খুবই গুরুত্ব পুর্ন একটা সাইট কারন একজন নতুন ট্রেডার যখন ফরেক্স মার্কেটে আসে তখন সে ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কোন ধারনা থাকেনা তখন সে ফরেক্স ফোরাম থেকে ফরেক্স ট্রেডিংয়ের বিভিন্ন খুটিনাটি বিষয় সম্পর্কে জানার পাশাপাশি ফরেক্স ফোরাম থেকে অর্জিত মানি দ্বারা ট্রেড করে রিয়েল মানি আয় করতে পারে, ধন্যবাদ।
-
সকল ট্রেডারের জন্যই গুরুত্বপূর্ন তবে নতুন ট্রেডারদের জন্য অনেক বেশি। কারন তারা ফোরাম ঘেটে অন্যের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে। তারা যা না জানে তা জানতে পারে। আবার তারা যা যানে তা শেয়ার করে তাদের ভুল গুলো সংশোধন করতে পারে। যেহেতু এখানে সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করে তাই সবার অভিজ্ঞতা থেকে নিজেকে অভিজ্ঞ করে গড়ে তুলতে পারে।
-
ফোরাম থেকে আমরা অনেক কিছু জানতে পারি । আমরা যে সব কিছু জানি তা কিন্তু নয় । নিজেকে আর ও ওপরে দিকে নিয়ে যেতে ছাইলে আর ও আনেক কিছু জানতে হবে আর আমরা এই ফরাম থেকে আনেক কিছু জানতে পারব ।
-
একজন নতুন ট্রেডার হোক আার পুরাতন ট্রেডার হোক আমি মনে করি সব স্তরের ট্রেডারদে জন্যই হলো ফরেক্স ট্রেডিং প্লাটফ্রম । যে যত বেশি পরিমাণে ফরেক্স নিয়ে গবেষণা করবে সে তত বেশি পরিমাণে ফরেক্সে উন্নতি করতে পারবে বলে আমি মনে করি । ফোরামের মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে শিখতে পারি এবং এভাবে ধারাবাহিকভাবে আমাদের উন্নতি সাধিত হয় বলেই আমরা ভালো কিছু করতে পারি ।
-
একজন সফল ট্রেডার হওয়ার পেছনে ফোরামের ভূমিকা অপরিহার্য|ফোরামের সাথে থাকলে ফোরামে কাজ করলে ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক খুটিনাটি বিষয় জানা যায় যা একজন ট্রেডারকে সফলভাবে ব্যবসা করার পথ দেখায়|খানে বোনাসের চেয়েও দামি হচ্ছে আমাদের অজানা পোস্টগুলো।ফোরাম অনেক ধরকারি সাইট বলে আমি মনেকরি।
-
ফোরামের কোন বিক্লপ নাই ।বিশষ করে যার নতুন ট্রেডার তাদের জন্নতো বটেই । এখানে বিনিয়োগের সামর্থ না থাকলে ও ফোরাম বনাস দিয়ে ট্রেড করে লাভবান হয়া যায় । ফোরামের সব নিওম মেনে চলা উচিত ।
-
।নতুন ট্রেডারদের ট্রেডিং শেথার জন্য দিনে ৩-৪ ঘন্টা ফরেক্স মার্কেটে বা ফোরামে ফরেক্সে ডেমো ট্রেড করার পাশাপাশি মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,ক্যান্ডেলস্টিক বিনিময় হার ইত্যাদি পরিসংখ্যান সম্পর্কে না জানলে ফরেক্সে লস হবে।আর আমরা ফোরাম পোস্টিং করে ফিরেক্সে ইনভেস্ট করে ডলার ইনকাম করতে পারি।
-
নতুন ট্রেডার ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানার জন্যই কোনো ভালো ফোরামে লেখাপড়া করে থাকে৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও নিয়মিত আমিও লিখছি যা অতীতে শিখেছি৷
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফোরাম আমাদের অনেক সাহায্য করছে। একদিকে আমরা পোস্টিং বোনাস পাচ্ছি আবার ফোরাম থেকে ফরেক্স সম্মন্ধে অনেক না জানা বিষয়গুলো জানতে পারছি। আমাদের মত সাধারণ ট্রেডার এবং যারা পুজিঁর জন্য ট্রেড করতে পারছেন না ফোরাম তাদের জন্য আশির্বাদস্বরুপ । ফোরাম হতে আমরা বোনাস পাই তা দিয়ে ট্রেড করে লভ্যাংশ পাই এতে করে আমরা স্বাবলম্বি হতে পারছি ।
-
একজন ট্রেডার এর জন্য ফোরামের প্রয়োজনীয়তা অপরিসীম। এই ফোরামে অংশ নেওয়ার পর থেকে আমি অনেক কিছুই যানতে পেরেছি। যেটা আমি আগে জানতাম না। ফরেক্সে নিয়মিত ভাবে অংশ নিয়ে আমি আরোও অভিজ্ঞতা নিতে চাই। এখানে অনেকেই আছে যারা কিনা ফরেক্সে বেশ অভিজ্ঞতা সম্পন্ন। তারাও এখানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন যার কারণে নতুনরা অনেক কিছু শিখতে পারে। তাই একজন ট্রেডার এর জন্য ফরেক্স ফোরাম অত্যন্ত প্রয়োজন।
-
ফরেক্স এ এঅবেগ জিনিষটা একটু বেশিই কাজ করে.আইটি মুহুর্তে মুহুর্তে আমাদের যেমন অন্নন্দ দেই ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা.
-
ফোরাম একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একজন নতুন ট্রেডার প্রথম অবস্থায় ফরেক্স সম্পর্কে তেমন একটা ধারণা না নিয়েই প্রবেশ করে, যার ফলে প্রতিটি ট্রেডার ফরেক্স মার্কেটে প্রতিনিয়তই লস খেয়ে থাকে। আর আপনি যদি ফরেক্স ফোরামে নিয়মিত পর্যবেক্ষণ করেন এমনকি এই ফোরামে আপনি যদি নিয়মিত সদস্য হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ফোরাম কতটা গুরুত্বপূর্ণ একজন নতুন বা পুরাতন ট্রেডারের জন্য। আর ফোরামগুলোতে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়ে থাকে কিভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে ট্রেড করার বিভিন্ন ধরনের নিয়ম বা পদ্ধতি এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক জ্ঞান জানা যায় শুধুমাত্র এই ফোরামের মাধ্যমে এমনকি একজন দক্ষ ট্রেডারের পরামর্শও আপনি নিতে পারেন এই ফোরামের মাধ্যমে। এজন্যই আমি মনে করি একজন ট্রেডারের জন্য ফোরাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
-
একটা ব্যবসা শুরু করতে গেলে আপনাকে সামান্য কিছু বিনিয়োগ করতেই হবে তা না হলে আপনি কোনো কিছুই করতে পারবেন না, সে দিক থেকে ফোরাম বেকারদের জন্য আশীর্বাদ স্বরুপ এবং এই বোনাস আপনাকে প্রফিট করতে সাহায্য করবে। কিন্তু ফোরাম শিক্ষা গ্রহণের জন্য পাশাপাশি কিছু উপার্জনও করা যায়। তাই নতুন ট্রেডারদের জন্য এটি অত্যান্ত সুবর্ণ সুযোগ।
-
একজন ট্রেডারের জন্য ফোরামের সবচেয়ে গুরুত্ব। কারণ ফোরামের মাধ্যমে ট্রেডারগণ তাদের বিভিন্ন ধরনের সমস্যা খুজে বের করতে পারে। এমনকি ট্রেডারগণের ফরেক্স সম্পর্কে তুলনামূলক স্বচ্ছ্য জ্ঞান, কৌশল, দক্ষতা, অভিজ্ঞতা ও মার্কেট এনালাইসিস নিয়ে পর্যবেক্ষণ করতে পারে। যা দিয়ে একজন ট্রেডার তার সকল সমস্যাগুলোর সমাধান করতে পারে। এটা শুধু একমাত্র সম্ভব হয় ফোরার পোষ্ট এর মাধ্যমে। এজন্য আমি মনে করি ফোরাম পোষ্ট একজন ট্রেডারের জন্য খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।