ফরেক্স মার্কেট হল পৃথিবীর সব থেকে বড় অনলাইনভিত্তিক কারেন্সি ক্রয়-বিক্রয়ের মার্কেট যেখানে প্রতিদিন বহু সংখ্যক মানুষ করেন্সির ক্রয়-বিক্রয় করে থাকেন এবং এখান থেকে প্রফিট লাভ করে থাকেন। ফরেক্স ট্রেডিংয়ের উপর যাদের অনেক ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে তারাই কেবল এখান থেকে ভাল ভাবে প্রফিট লাভ করতে পারে। অনভিজ্হরা এখান থেকে সাময়িক সময়ের জন্য প্রফিট লাভ করলেও তা কখনও দীর্ঘস্থায়ী হয় না।